এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫০৪৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ২৬ মার্চ ২০১৬ ০১:৩৯704961
  • তবে হ্যাঁ, গুরুতে এসব নিয়ে ক্যালোর-ব্যালোর ঐ একটা বৃত্ত, ঐ কয়েকটি কী-ওয়ার্ডের ওপর ঘুরে ফিরে --- ৩৪ বছর, সিঙ্গুর, নন্দীগ্রাম, শাঁওলি, প্রাইমারিতে ইংরেজি, পবিত্র সরকার, সাইঁবাড়ি... এই লিস্টে এখন ঢুকবে সারদা, নারদ, কামদুনি, টেট ... - এই সব।
    এই কতগুলো লেবু আমাদের পছন্দের, হ্যান্ড পিক্‌ড্‌
  • S | 202.156.215.1 | ২৬ মার্চ ২০১৬ ০১:৫৬704962
  • লসাগুদা, লাস্ট দুটো লাইন আপনার জন্য নয়। আর ফেইল্ড এফর্ট কেন? এফর্ট যে করেছিলো এমন তো নয় যে সে ফেইল করেছিলো। ফেইল করেছি আমরা। (এইবারে ঐ দুটো লাইন পড়তে পারেন)। এখন এই কথা বললে বলবেন এতোদিন আগের একটা ব্যাপার নিয়ে এখনো বসে আছি। তার কারণ তার পরে কি হলো সেইটাই তো জানতে চাইছি। আর আপনিও তো সেই পুরোনো ব্যাপারটাকেই আবার ফেইল্ড এফর্ট বলে দিলেন।

    আমিও একটা ট্রেন্ড দেখি। সর্বক্ষন তিনোদের সমালোচোনা করলেও ঠিক ভোটের সময়ে এসে হাওয়া ঘুরে যায়। চিটফান্ড নিয়েও দোষারোপ করা যাবে না। অনেকেই এখন আবার তার প্রমাণ চান। নারদ (যেটা কিনা এই তিন সপ্তাহ আগেই বেড়োলো) সেটা নিয়ে বললেও বলবেন লেবু চটকানো। তারমানে তিনোমুলের সমালোচোনা করা বারণ তাইতো?

    একটা নতুন কথা বলি? বিগত পাঁচ বছরে রাজ্যের লোনের পরিমাণ কত হয়েছে? অমিত বাবুর মুখের কথাই নেওয়া হোক।
    "Mitra said that the loan burden as on March, 2015 as per revised estimates was Rs 2.74 lakh crore. When the Trinamool Congress came to power in May, 2011, the inherited debt was close to Rs 2 lakh crore."

    http://www.business-standard.com/article/economy-policy/west-bengal-s-debt-repayment-burden-to-multiply-mitra-115052601667_1.html
  • lcm | 83.162.22.190 | ২৬ মার্চ ২০১৬ ০২:৪৫704963
  • হা, হা। তা ঠিক, নারদ তো সবে এলো, ফ্রেশ লেবু।

    পাঁচ বছরে ঋণ তো প্রায় ৩৫% বেড়ে গেছে। ক্রমবর্ধমান ঋণ।
  • S | 117.151.152.218 | ২৬ মার্চ ২০১৬ ০৩:১৭704964
  • আরো ব্যাপার আছে। পুরো আর্টিকেলটা পড়বেন।

    ২০১১ তে লোন ছিলোঃ ১৯১০০০ কোটি (২৭৪০০০-৮৩০০০)।
    প্রতি বছর লোন রিপেমেন্ট হয়েছেঃ গড়ে ৮০০০-৮৫০০ঃ চার বছরে টোটাল ৩৩০০০ কোটি ধরছি।
    তাহলে যদি নতুন লোন না নেওয়া হয় লোনের পরিমাণ দাঁড়ায়ঃ ১৯১০০০-৩৩০০০=১৫৮০০০ কোটি।
    ২০১৫ তে লোনের পরিমাণঃ ২৭৪০০০ কোটি টাকা।
    তার মানে চার বছরে নতুন লোনের পরিমাণঃ ১১৬০০০ কোটি টাকা।
    বলছেঃ ৭৬০০০ কোটি টাকা হোলো রিপেমেন্ট আর ইন্টারেস্ট।
    তার মানেঃ ইন্টারেস্ট দিয়েছে ৭৬০০০-৩৩০০০ = ৪৩০০০ কোটি টাকা, চার বছরে, ইন্টারেস্টের রেট ৪।৫% এর আসে পাসে হবে (আমার ধারনা অনুযায়ি ঠিকই আছে)।

    তাহলে নতুন সরকার যদি লোনের ইন্টারেস্ট বাবদ নেওয়া লোন বাদও দেয় তাহলে নতুন লোন নিয়েছে ১১৬০০০-৪৩০০০ = ৭৩০০০ কোটি। চার বছরে।

    এতো শিক্ষিত মানুষ কেন যে মিথ্যা কথা বলে বুঝিনা বাপু।
  • sm | 53.251.88.206 | ২৬ মার্চ ২০১৬ ০৮:১৯704965
  • S , আপনি তো কিছু না মানার জন্য তৈরী দেখছি।আমি তো বললাম, ইউ কের সরকারী বড় ইন্সটি হলো পোস্ট অফিস। ওখানে ISA তে সুদ দিচ্ছে ১।৭ (ওয়ান পয়েন্ট ৭) পার্সেন্ট। জিরো বা নেগেটিভ তো নয়।
    আমাদের দেশে ব্যাঙ্কে সেভিংস এ রেট ৪ পার্সেন্ট। ইনফ্লেশন ৬ পার্সেন্ট এর কাছা কাছি হলেও; সরকার ২ পার্সেন্ট সুদ কাস্টমারের পকেট থেকে নিচ্ছে. আর কি বলব ?
  • PT | 213.110.242.4 | ২৬ মার্চ ২০১৬ ০৮:৪০704966
  • "আর নইলে ঐ, ৩৪ বছরে কিছু হয় নি, আর, সিঙ্গুর হলে সুজ্জি পশ্চিম দিকে উঠত - এই তক্কের বৃত্তে ঘুরপাক খান।"

    এসব আপনি ভাবছেন আর আমার মুখে বসানোর চেষ্টা করছেন। এসব মৌলবাদী অবস্থান আমার কস্মিনকালেও ছিলনা। আর ৩৪ বছরে "কিছু হয় নি" এমৎ চর্চা অন্য অনেকে করেন এখানে-আমি তাদের দলে কোনদিনই ছিলাম না। আপনি বরং তাদের বোঝান। তবে ঐ তক্কের বৃত্তে আপনিও আছেন-নইলে এতদিন বাদে শাঁওলীর প্রেত তুলে এনে তক্ক জমাবেন কেন?

    TOI-এর এই লিং-টা এই নিয়ে যে কতবার দিলাম কে জানে। এখন শুধুই ন্যনোর বিরোধীতা করার কারণে যুক্তি খাড়া করার জন্যে হলেও বাম আমলেও কাজের সুযোগ সৃষ্টি হয়েছিল সেটা মেনে নিচ্ছেন দেখে আনন্দিত হচ্ছি।

    তবে "অনেক কিছুই না জেনে না বুঝে" এখনো অনেকেই অনেক কথা বলে চলেছে। যা শুরু হয়েছিল শাঁওলীর সময় থেকে।
  • aranya | 83.197.98.233 | ২৬ মার্চ ২০১৬ ০৮:৫০704967
  • পঃ বঙ্গের চা বাগানে দূর্গাবাড়ির মত শ্রমিক সমবায় সম্ভব নয়, এইরকম কিছু কথা পড়েছিলাম এই টইতে, আগের কোন পাতায়।
    দেবব্রত, পাই বা অন্য কেউ, যিনি এবিষয়ে জানেন, সময় করে একটু লিখলে ভাল লাগবে - কেন সম্ভব নয়, কোন স্টাডি হয়েছিল কিনা ইঃ নিয়ে
    দূর্গাবাড়ি চা বাগানে সমবায়ের পিছনে একজন লোকের অনেক মেহনত ছিল, নামটা মনে পড়ছে না, তেমন কাউকে দরকার হয়ত
  • cm | 127.247.96.111 | ২৬ মার্চ ২০১৬ ০৯:০২704968
  • ধাপ্পাবাজির জন্য মিথ্যে বলবেনাতো সত্য বলবে! বাম আমলে রাজ্য স্বল্প সঞ্চয়ে প্রথম ছিলো তাই বাধ্যতামূলক লোন নিতে হয়। সেদিন টিভিতে শুনছিলাম বাজার থেকে লোন ৬২ হাজার কোটি। আর এই আমলে সারদা সঞ্চয়ের জন্য প্রায় পুরোটাই বাজার থেকে লোন।
  • cm | 127.247.96.111 | ২৬ মার্চ ২০১৬ ০৯:০৪704969
  • অরণ্য একজন বা অল্প কয়েকজন ব্যক্তির সততার ওপর নির্ভরশীল মডেলকে কি খুব একটা রোবাস্ট মডেল বলা যায়?
  • aranya | 83.197.98.233 | ২৬ মার্চ ২০১৬ ০৯:৩৮704971
  • শুধু সততার উপর নির্ভরশীল হলে রোবাস্ট হবে না। কিন্তু কোঅপারেটিভ প্রফিট করলে সাসটেইন করতে পারে
  • S | 108.127.180.11 | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪০704972
  • করবে। যথেস্ট প্রফিট করলে সেই জিনিস চালানোর লোকের অভাব হয়না।
  • cm | 127.247.96.111 | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪২704973
  • প্রফিট বেসরকারি কোম্পানিও করে। দেবব্রতবাবু সে কথাই এত করে বোঝাতে চাইছেন, শেয়ার করেনা এই যা। কোঅপারেটিভের বেলাও যে তা হবেনা তা নিশ্চিত ভাবে বলা যায় কি?
  • S | 108.127.180.11 | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪৪704974
  • কার সাথে শেয়ার করেনা?
  • aranya | 83.197.98.233 | ২৬ মার্চ ২০১৬ ০৯:৪৪704975
  • তবে সততা বলুন, বিশ্বাস বলুন কিছু একটা তো দরকার। ধরুন আপনি যে চান বামফ্রন্ট সরকারে আসুক, নিশ্চয় এই কারণেই চান যে গরিব মানুষের জন্য মিনিংফুল কিছু করবে, অন্য দলের মত যেন তেন প্রকারেণ গদি আঁকড়ে থাকাটাই মোক্ষ হবে না।
  • pi | 74.233.173.185 | ২৬ মার্চ ২০১৬ ১০:১২704976
  • অরণ্যদা সুধাময়বাবু বা পানুদা।
    চায়ের টই টা তুলে দিয়েছি। দেখুন। মডেল কীভাবে কী চলে তাও লেখা আছে।
  • cm | 127.247.96.111 | ২৬ মার্চ ২০১৬ ১০:১২704977
  • শ্রমিকের সাথে। নইলে আর কি হল যথা পূর্বং তথা পরং।

    সততা বা বিশ্বাস নয় সুসমবন্টন সুনিশ্চিত করার মত আইনি ব্যবস্থা। একই সাথে আমরা ঊর্দ্ধসীমাহীন ব্যক্তিগত সম্পত্তির অধিকার চাই আবার শ্রমিকের দুর্দশার অবসান চাই এতে আমার কেমন একটা কন্ট্রাডিকশনের অস্বস্তি হয়।
  • aranya | 83.197.98.233 | ২৬ মার্চ ২০১৬ ১০:২৩704978
  • গুড পয়েন্ট। কিন্তু সেক্ষেত্রে আবার লোকের বেশি খাটনির ইন্সেন্টিভ থাকবে না, ইনোভেশন হবে না ইঃ প্রঃ
  • PM | 59.14.153.123 | ২৬ মার্চ ২০১৬ ১০:২৫704979
  • "এই যে মড়াকান্না সিঙ্গুর-ন্যানো হল না, সব শেষ - এটা ফালতু, তার প্রমাণ ঐ যে ডেটা দিয়েছি তাতেই আছে।"---- এলসিয়েম বলেছেন। যে ডেটার কথা বলছেন সেটা হলো ২০০৪-১১ পঃ বঃ এ ম্যানুফ্যাকচারিং জব ক্রিয়েসন---

    http://www.thehindu.com/multimedia/dynamic/01863/NSSO_survey1_1863093e
    .jpg

    এর সাথে ২০০৯- ১৫ পর্য্যন্ত ম্যানুফ্যাকচারিং জব ক্রিয়েসন এর ডেটাও দিন। তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা হয়ে যাবে। সিঙ্গুর "মড়াকান্না"কিনা পরিস্কার হয়ে যাবে।

    বরং "সিংগুরের কোনো এফেক্ট নেই" ব্যাগরাশিল্পীদের দায়িত্ব এড়ানো এই "মড়াকান্না"ই হাস্যকর। ভুলটা স্বীকার করার সৎ সাহস-ও নেই পঃ বঃ এর ব্যাগরা শিল্পীদের ( এটা LCM কে নয়)

    যদিও সিঙ্গুরের উদ্দেশ্যই ছিলো গাড়ী শিল্প কে পঃ বঃ মুখী করা। তবু-ও একমত সিঙ্গুর গাড়ী হাব হতো কিনা সেত ১০০% নিশ্চিত ভাবে বলা যায় না । কিন্তু টাটা চলে যাওয়ায় সিঙ্গুরকে ২ টাকা কেজি চালের ওপোর নিভর করা ছাড়া উপায় নেই--- এটা স্পেকুলেসন নয়--হার্ড ফ্যাক্ট। একদিন এটাও স্পেকুলেশন ছিলো--- লজিকাল স্পেকুলেসন--- ব্যগরাশিল্পীরা উপেক্ষা করেছিলেন।

    আমি কাল বাঁচবো কিনা ১০০% নিশ্চিত নই---তা বলে বাঁচার চেষ্টাটা কি ছেড়ে দেবো দাদা। ফল সম্পর্কে ১০০% নিশ্চিত না হয়েই আমরা ৯৯ % কাজ করে থাকি রোজ ( সাফল্যের প্রোব্যাবিলিটিটা ব্যাক অফ দা মাইন্ড থাকে বইকি) ঃ)
  • S | 108.127.180.11 | ২৬ মার্চ ২০১৬ ১০:২৬704980
  • প্রফিট তো কেউ এম্প্লয়ির সাথে ঐভাবে কেউ শেয়ার করেনা - চুক্তি না থাকলে।

    তবে বলতে পারেন যে প্রফিট যদি বাড়তে থাকে, তার মানে প্রোডাক্টিভিটি বাড়ছে (সেক্ষেত্রে ওয়েজ রেট বাড়াও) এবং এই ব্যবসা বেশি রিটার্ণ দিচ্ছে (রি-ইনভেস্ট করো)। এইটা ইউনিয়ানের দেখা উচিৎ।

    আমার মনে হয় ওয়েজ রেট কিছুটা বাড়িয়ে রি-ইনভেস্ট করলে বেশি কাজে দেয়। রি-ইনভেস্টমেন্ট মানে শুধুই নতুন বা উন্নততর মেশিন নয়। শ্রমিকদের (এমনকি তাদের পরিবারের) স্বাস্থ্যের দিকে নজর দিলেও কাজ দেয় বা তাদেরকে ট্রেনিঙ্গ দেওয়া হোক। বা কাজের জায়্গাঅয় তাঅদের নিরাপত্তা বাড়ানো হোক। ক্যান্টিনে বেশি পুস্টিকর খাবার দেওয়া হোক। এমনকি শ্রমিকদের বাচ্চাদের জন্য স্কুল বা স্কলারশিপের বন্দোবস্ত রাখা - এগুলো বিশাল কাজে দেয়।
  • cm | 127.247.96.111 | ২৬ মার্চ ২০১৬ ১০:৪৫704982
  • দয়া করে সব কথা আক্ষরিক অর্থে নেবেনেনা, শ্রমিকের জীবনের মানোন্নয়নার্থে পয়সা খরচকেও আমি প্রফিট শেয়ার অর্থে ধরেছি। অপরকে ঠকানো যদি কাউকে অ্যাডভান্টেজ দেয় তাহলে লোকে সেটা নেবে।
  • S | 108.127.180.11 | ২৬ মার্চ ২০১৬ ১১:২৪704983
  • প্রবলেম হলো এইসব কোনোটা করতেই মালিক্পক্ষ বাধ্য নয়। শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিলে আইনত আর কিছুই বলার থাকেনা।
  • cm | 127.247.96.111 | ২৬ মার্চ ২০১৬ ১১:৪৪704984
  • একদম। সেই জন্যই আমি আইনিপরিবর্তনের কথাই বললাম।
  • PT | 213.110.242.21 | ২৬ মার্চ ২০১৬ ১৭:২২704985
  • " কাছেই বুড়িশোল প্রাথমিক স্কুলের কাছে দাঁড়িয়ে বন্দিরাম চাষের জমিগুলোর দিকে আঙুল তুলে বলছিলেন , ‘দু’টাকা কেজি চাল পাচ্ছি ঠিকই , কিন্ত্ত শুধু চালেই কি পেট ভরে ? দেখুন না , চাষবাসের কী অবস্থা৷ এখনও এখানে সেচের কোনও ব্যবস্থা নেই৷ পেট ভরার জন্য যে একটু চাষের বন্দোবস্ত দরকার৷ আর নাহলে একটা কাজের ব্যবস্থা৷"

    দ্যাকো দিকি কানডো!! মুষ্ঠিভিক্ষেতে সন্তুষ্ট নয়-কাজ চাইছে!!

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=21939&boxid=15539482
  • Debabrata Chakrabarty | ২৬ মার্চ ২০১৬ ২২:০৫704986
  • চাঁদমনি কি চাঁদে পৌছাল ? লন্ডন যে পৌঁছেছে সে খবর পূর্বে পেয়েছি ।

    ইতিমধ্যে সকলের জন্য একটি ছোট্ট কুইজ - এই দুঃখের বাজারে পশ্চিমবঙ্গে হ্যা আমাদের দুর্ভাগা পশ্চিম বঙ্গে একটি সমবায় বর্তমান । কোন রাজনৈতিক দলের ছত্রছায়ার নিচে না এসে মাত্র ১২০০০ টাকা দিয়ে ১৯৯৫ সালে শুরু করে বর্তমানে তাদের পুঁজি 25,000,000 - ৬০০০০ সদস্য , এশিয়ার বেস্ট কো অপারেটিভের সন্মানে সন্মানিত । একটু বলবেন কে বা কাহারা । সুতরাং হয় । নেতাদের পরিধির বাইরেও হয় । অনেকেই জানেন তবু অন্যদের উদ্দেশ্যে একটু বলুন কেউ । @PI
  • π | ২৬ মার্চ ২০১৬ ২২:১৪704987
  • ঃ)

    এখানে এত জ্ঞানীগুণীরা আছেন, তাঁদেরকে এসব বলার স্পর্ধা নাই আর । ঃ)
  • PM | 233.223.159.215 | ২৬ মার্চ ২০১৬ ২২:২৫704988
  • টইটাকে এইভাবে জীবিত রাখতে হবে ? পারেনও ঃ)

    চাঁদমনি প্রফিটেবল ছিলো এই দাবীর সপক্ষে কোনো প্রমান পাওয়া গেলো ?
  • PM | 233.223.159.215 | ২৬ মার্চ ২০১৬ ২২:৩১704989
  • উষার কথা বলছেন তো? আমরা আবার মূর্খ গরু ছাগল কিসুই খবর রাখি না দেশের ঃ(
  • Debabrata Chakrabarty | ২৬ মার্চ ২০১৬ ২২:৪২704990
  • এই তো বাঃ এতোক্ষণে চাঁদ থেকে থেকে ঊষায় ! তাহলে করা যায় ?
  • ranjan roy | 24.99.150.83 | ২৬ মার্চ ২০১৬ ২২:৪৮704991
  • টই গেছে ভোগে,
    হী-রা-ভা রোগে।
  • PM | 233.223.159.215 | ২৬ মার্চ ২০১৬ ২৩:১৫704993
  • কবে থেকেই তো বলছি--একটা চা বাগান চালিয়ে দেখান। ব্যক্তিগত ভাবে আপনি নন, আপনাদের অতিবাম কম্যুনিটিকে বলছি। কিছু তো করে দেখান ঃ) ভালো কাজে সমর্থন-ই পাবেন সকলের। "সংসদীয় গনতন্ত্রে এরকম-ই হবে" --- এই সব কথায় আজকাল ইরিটেসন ছাড়া আর কিছু হয় না।

    কিন্তু দাদা, আপনি বড় দুঃখ দিয়েছেন। ডাটা অপরেটর বলে কি মানুষ নয়, হ্যাঁ ঃ) ? ডেটা অপরেটর বলে এভাবে হ্যাটা করাটা কি ঠিক হলো ঃ)। চা বাগনের শ্রমীকদেরো এভাবেই হ্যাটা করলে কি করে কাজ হবে দাদা? ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন