এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫০৪৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১১:০৮704895
  • S , গত ইউরোপের ব্যান্ক রেট, ট্যাক্স জানার মানে কি? নেটে দেখুন।
    ইউ কে নয়ে কিছু বলছি।
    স্টেট পেনশন (টম , দিক, হ্যারি) ১১৬ পাউন্ড/উইক।
    মোটা মুটি ভাবে সেভিংস এ ১-২ পার্সেন্ট। ISA ( যাতে টি ডি এস এর ওপর ট্যাক্স কাটেনা) ৩ পার্সেন্ট এর মতন।
    ব্যান্ক অফ ইংল্যান্ডের বেস রেট ০।৫ পার্সেন্ট।
    মর্টগেজ রেট ২-৪ পার্সেন্ট এর মতন।( প্রচুর অপশন), বিশদে বলা অসম্ভব। আমি পেয়েছিলাম ৩ এর নিচে। বাড়ি কিনিনি অবিশ্যি.
    প্রথম ১০০০০ পাউন্ডের ইনকাম এর ওপর ট্যাক্স নেই.
    জনসংখ্যা ৬ কোটি প্রায়.
    আর কিছু?
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১১:১৯704896
  • S , ফালতু গুলিয়ে দিচ্ছেন।একজন দেহেজের কাজে টাকা ব্যবহার করলেও হাজার হাজার মেয়ের যে উপকার হয়েছে, তাকে নালিফাই করা যায় না। ২ টাকা কিলো দরে চাল যদি কিছু স্বচ্ছল পরিবার ও পায়; সেটা system এর গলদ।তার জন্য তো, প্রকল্প বাতিল করা যায় না।
  • pi | 233.231.46.188 | ২৫ মার্চ ২০১৬ ১১:২০704897
  • S, আমাকে ব্যক্তিগতভাবে উল্লেখ ক'রে বললেন যখন বাধ্য হয়েই ব্যক্তিগত কথা বলি। আমি চা বাগানের লোক্জনের অপুষ্টি, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করি, সেগুলো দেখে মেপে তাঁদের জন্য লো কস্ট পুষ্টিকর ডায়েট বানানো থেকে শুরু করে এদের সোশিও ইকনমিক কন্ডিশন ও অপুষ্টির রিলেশন, পলিসি, হেল্থ সিস্টেম ইঃ নিয়ে কাজ করি। আমি যেটা দরকারি মনে করি বা পারবো মনে করি সেটাই তো করবো, না ? সে আপনাদের চূড়ান্ত অদরকারি মনে হলে । এন জি ও তো আমি করিনা। সমবায় মডেল সম্বন্ধে কাজ করতে গিয়েই জনাতে পেরেছি ও ভাল মনে হয়েছে বলে শেয়ার করেছি বলে আমার কাজ ফেলে আমাকেই সমবায় বানিয়ে দেখাতে হবে কেন, সেটাও জানিনা। এই কথাটা কি আমি আপনাদেরও নাম ধরে ধরে ডেকে বলতে পারি , আপনারা বানাচ্ছেন না কেন ?
    আর হ্যাঁ, দুর্গাবাড়ির সমবায় রাজনৈতিক দল থেকে হয়েছিল, এন জি ও নয়।
    হ্যাঁ, পবর চা বাগানেও , যেখানে সরকার থেকে স্বীকারই করেনা অপুষ্টি আছে ও তার জন্য লোকজন মারা যাচ্ছেন, সেখানেও এই স্টাডি করার দরকার আছে বলে মনে করি এবং কোনভাবে করতে চাই। এবার পুণ্যদাদের সাথে যাবার কথা ছিল, টিকিট পাওয়া যায়নি বলে যেতে পারিনি, কিন্তু ভবিষ্যতে যাবো। আর কিছু জানতে চান ?
    আর কী করি না করি, তা এখানে বিস্তারিত জানাতে বাধ্য নই। নানাভাবে খোঁচালেও এবং নানাজনে দিনের পর দিন ব্যাগড়াবাদী এবং লোকজনের কত কী ক্ষতি করেছি তার খতিয়ান দিয়ে গেলেও না।

    আর হ্যাঁ, পুণ্যদা, বিনায়ক সেনেরা লো কস্ট মডেলে হাসপাতাল চালিয়ে এটাকে সারা দেশের জন্য মডেল বানাতে একেবারেই চান নি, ওঁরা সাময়িক রিলিফ দেওয়ায় একেবারেই বিশ্বাসী নন। কিন্তু দেখাতে চেয়েছেন , স্বাস্থ্যের লো-কস্ট মডেল সম্ভব আর সরকারের উপর সেই চাপ টাই তৈরি করতে চান যাতে সরকার সেগুলো নিয়ে সব মানুষকে ফ্রিতে স্বাস্থ্য দেয়। ইউনিভার্সাল হেল্থ কেয়ার নিয়ে ওঁরা অনেকদিন ধরে আন্দোলন করছেন। আরো অনেক কিছুর সাথেই। চা বাগান নিয়েও ভাবনাচিন্তা আছে।
  • PT | 213.110.242.22 | ২৫ মার্চ ২০১৬ ১১:২৭704899
  • "প্রথমত, নন্দীগ্রামে বাগড়া দিয়েছিল মাওবাদিরা, "
    এ নিয়ে কিছু গোলাইনি। এ নিয়ে অনেকদিন আগে দীর্ঘ আলোচনাও হয়েছিল। মাওবাদীরা ব্যাগড়া দেওয়ার আগে/পরে সঙ্গে করে ডাক্তারও নিয়ে গিয়েছেল এটা বোধহয় আপনার খেয়াল নেই। এই ডাক্তাররা ষুরে মাওব্যথীদের কাছে আহ্ত-নিহত নিয়ে আনকোয়ালিফায়েড সংখ্যা পাঠায় যা নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচার হয়েছিল। এ নিয়ে বেশী আলোচনা হলে ব্যক্তির নাম উঠে আসবে সেটা আমার পছন্দ নয়।

    সাময়িক ব্যগড়া দীর্ঘকাল পরেও কি সমস্যার সৃষ্টি করে তার উদাহরণ শালবনীর কারখানা। ওখানেও কিছুদিন বাদে ফ্রি খিঁচুড়ি খাওয়ানোর জন্য NGO লাগবে।
    "প্রচারে ‘ব্রাত্য ’ ইস্পাত কারখানা , মুখ ফিরিয়ে জমিহারা পরিবারও"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=21921&boxid=22026736
  • pi | 233.231.46.188 | ২৫ মার্চ ২০১৬ ১১:২৭704898
  • কন্যাশ্রীর সব টাকা পণে যাচ্ছে, এটা কোথা থেকে জানা গেল ? একটা দুটো কেসে তো হতেই পারে। কিন্তু বাকি টাকা কোথায় কী কতটা যাচ্ছে, সে হিসেব জেনে আপনি বললেন কি ? বললে হিসেবটা একটু জানতে চাইবো। হাওয়ায় ভাসানো কথা বলেননি ধরে নিচ্ছি।

    তৃণমূল সরকারের প্রচুর কাজ বা অকাজ নিয়ে আপত্তি আছে, তাই বলে সমালোচনা করতে হবে বলে অন্ধ সমালোচক হতে হবে নাকি ?
    ইম্প্লিমেন্টেশনের সমস্যা আছে, সেই নিয়ে কথা বলাও যেতে পারে। কিন্তু কন্যাশ্রীর টাকা দেওয়াই তো হয় উচ্চশিক্ষায় খাচ হবে, এই কড়ারে। সেটার মিসইউজ হলে মাথাব্যথয় মাথা কাটার নিদান হাঁকছেন তো।

    কন্যাশ্রী ইউনিসেফ থেকে শুরু করে প্রচুর জায়গায় প্রচুর প্রশংসা পেয়েছে। এগুলো ফ্যাক্ট।

    আর আপনার বক্তব্যে সত্যি ঘেঁটে যাচ্ছি। কোথাও বলছেন দু টাকা চাল ফাল দেবার পলিসির মানে নেই, কোথাও বলছেন সবাইকে সেটা দিচ্ছে না বা পাচ্ছেনা কেন। যাগ্গে। আর তর্কের সময় নেই।
  • PT | 213.110.242.22 | ২৫ মার্চ ২০১৬ ১১:২৯704900
  • ষুরে = শহুরে
  • cm | 127.247.96.42 | ২৫ মার্চ ২০১৬ ১১:৩৭704901
  • ওগুলো লোকস্ট মডেলের চাপসৃষ্টির অঙ্গ ছিল বোধহয়।
  • Arpan | 24.195.224.65 | ২৫ মার্চ ২০১৬ ১১:৫৭704902
  • শালবনিতে কারখানা না হবার কারণ বোধহয় ব্যাগড়াবাদীরা নয়। সারা পৃথিবী জুড়েই ইস্পাত শিল্প ধুঁকছে। নতুন কারখানা খোলার ঝুঁকি আপাতত এই ব্নাজারে কেউই নেবে না।
  • Arpan | 24.195.224.65 | ২৫ মার্চ ২০১৬ ১১:৫৯704903
  • * বাজারে
  • PT | 213.110.242.22 | ২৫ মার্চ ২০১৬ ১২:০৩704905
  • ব্যাগড়াবাদীরা যদি বিশ্ব-বাজার নিয়ে মাথা ঘামাত তাহলে ছবি অন্যরকম হত। ২০০৮-এ শালবনীতে কারখানা শুরু না হওয়ার আসল কারণটা ছিল মন্ত্রীদের কনভয়ে মাইন বিস্ফোরণ ঘটানো। সেই ভয় এখনো যায়নি। তাই ইস্পাত থেকে সিমেন্টে গিয়েও সেই কারখানা চালু হয়নি। এমনকি কেউ চকলেট কারখানা করতেও ওখানে আসবে না।

    আর "সারা পৃথিবী জুড়েই ইস্পাত শিল্প ধুঁকছে" বলে ভারতের আর সব ইস্পাত কারখানা তো গত এক দশকে উঠে যায়নি।
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ১২:০৪704906
  • sm ইউরোপের কথা আপনিই তুলেছিলেন। সেখানে ফ্রিতে সব দেওয়া হয় অতেব ভারতেও দিতে হবে - এইটাই আপনার যুক্তি ছিলো। আমার বক্তব্য হলো এই দুটো জায়্গার তুলনা হয়? কেন হয়না - কারণ তাঁদের ম্যাক্রৈকনমিক স্ট্রাকচারটা ঐতিহাসিক ভাবেই আলাদা। সেইজন্যেই ইন্তারেস্ট রেট ইত্যাঅদি। ইউরোপ ও উন্নত দেশের ইন্টারেস্ট রেট এখন নেগেটিভ। অনেক দিন ধরে শুন্যের আসে পাসে। ইন্ডিয়াতে সেইটা ৭-৮%। আশা করি এইবারে বুঝছেন কেন এই দেশগুলোর সঙ্গে ইন্ডিয়ার তুলনা হয়্না। ইন্ডিয়াতে কস্ট অব মানি অনেক অনেক বেশি।

    আর আপনার মুল বক্তব্যে ফিরে যাইঃ বিহারের এক ট্যাক্সি চালক যখন বলেন যে এই খয়রাতি না চালিয়ে রোজগারির দিকটা দেখলে সরকার ভালো করে - তখন আপনার সেটা মনে হয় মগজ ধোলাই। আমার বক্তব্য হলো ঐ স্কিমটা পপুলিস্ট এবং আসল কাজের কাজ কিছুই হয়নি।

    তারপরে আপনি বললেন যে ট্যাক্সি চালকদের ইন্সিওরেন্স আর পেনসন। আমি দেখালাম যে কেন্দ্র সরকার সেটারও বন্দোবস্ত করেছে। এবং অদ্ভুত ভাবে ৮-৮।৫% রেটে দিচ্ছে। ফলে গভমেন্টের পক্ষে লং টার্মে ফিজিবল আবার ক্রেতারাও ঠকছে না।

    এইবারে আসি কণ্যশ্রীর প্রসঙ্গে। আপনারাই জানাচ্ছেন যে যেগুলো হয়েছে সেগুলো সব এক্সেপসন। খবরের কাগজেই দেখেছি। মিথ্যা কথাও হতে পারে। সমস্যা হলো এইরকম এক্সেপসন সব জায়গাতেই থাকে। অথচ এইরকম একটা দুটো এক্সেপসন দেখিয়েই পুরো সিস্টেমের তুলোধোনা করতে কেউ ছাড়েনা।
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ১২:১৪704907
  • পাই দেবীঃ আমি কোথাও বালিনি যে ২ টাকায় চাল দেবার কোনো মানেই হয়না। একটু কোট করে দেখালে বাধিত হই। বারন্চ বলেছি তাতে লোকেদের স্বাশ্যের উন্নাতি হলে ভালো কথা। আমার বক্তব্য হলো পপুলিস্ট পলিসির বড়ই অকাল মৃত্যু হয়। কারণ ফান্ডিঙ্গ আসতে অসুবিধে হয়। এই পলিসিগুলো যেকোনো দিন বন্ধ করে দেওয়া যায়। নিশব্দে। একটা স্কুল বাড়ি বা একটা ভালো রাস্তা অনেকদিন থেকে যায়।

    আর আপনাকে ব্যাক্তিগত ভাবে এই কারণেই অনুরোধ করা কারণ আপনি কাজের মধ্যে রয়েছেন, আমার মতন আরাম বিলাসি নন। আপনি যেমন আপনার যেটা ঠিক লাগে সেটা করছেন (অভিনন্দন), আমিও তেমনি আমার যেটা ঠিক লাগে সেইটা প্রস্তাব কারেছি। আপনার পছন্দ না হলে রিজেক্ট করবেন। আমি কেন করছিনা? আমি তো ইনভেস্ট করতে রাজি আছিই (অল্পই পারবো আমার সামর্থ্য অনুযায়ী), ভালো ইনভেস্টমেন্ট অপুর্চুনিটি পেলে। অনেকেই করবেন বলেই মনে হয়।
  • Arpan | 24.195.224.65 | ২৫ মার্চ ২০১৬ ১২:১৬704908
  • জিন্দাল গ্রুপ কি বিবৃতি দিয়ে জানিয়েছে যে ভয়ের জন্য কারখানা করা যাচ্ছে না? যেমনটি টাটা জানিয়েছিল।

    ওখানে চকোলেট ফ্যাক্টরিও হবে কিনা সময়ই বলবে। কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম-শালবনি সব একসাথে মিশিয়ে ঘন্ট পাকালে হবে?
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ১২:২২704909
  • যাক আমিও আর তক্ক করবোনা। দিব্বি নিজের আনন্দে থাকতে পারি সিনেমা দেখে খেলা দেখে মজা করে রেঁস্তোরায় খেয়ে। যারা ওরকম করে থাকে তাদের দুচক্ষে দেখতে পাইনাঅ, কিন্তু মাঝে মাঝে মনে হয় ওরাই ঠিক করে। কেন যে নিজের মধ্যের পোকাগুলো মাঝে মাঝে নড়ে ওঠে কিছু লোকের দুর্দষার কথা ভেবে কে জানে। হয়তো এরকম অনেক লোককে খুব কাছ থেকে দেখেছি ছোটো থেকে। হয়তো ... যাকগে। আমার চিন্তা ভাবনা অন্য জায়গায়। অনেকের সঙ্গেই মিলবে না। একটা জাতির ভবিষ্যতের ২০-৩০ বছরের কথা ভেবে বলি। বিগত ২০-৩০ বছর তো দেখলাম। সেই একই সাইকেল ঘুরতে শুরু করলেই ভয় লাগে।
  • PT | 213.110.242.22 | ২৫ মার্চ ২০১৬ ১২:২৩704910
  • ঘন্ট আপনিই পাকাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে বোমা মারার মত ঘটনা আর মাওব্যথীদের চুপ করে থেকে ঘটনাটিকে সমর্থন জানানো ইত্যাদি ঢাকা-চাপা দেওয়ার জন্য এখন বিশ্ব-বাজার দেখাচ্ছেন।
  • Arpan | 24.195.224.65 | ২৫ মার্চ ২০১৬ ১২:২৫704911
  • হ্যাঁ, আমিও আর তক্কে করবো না। ছুটির দিনে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে।

    পিটির পছন্দের জোট ক্ষমতায় আসুক। ব্যাগড়াপন্থীদের হটিয়ে তারা কারখানা খুলুক। লোকের মুখ দিস কাইন্ড অফ স্মল হয়ে যাক। আর কীই বা চাওয়ার আছে, কালিদা?

    (ইসে, যথেষ্ট দরদ দেখানো হল আশা করি)
  • Arpan | 24.195.224.65 | ২৫ মার্চ ২০১৬ ১২:২৬704912
  • ভয় খালি ছাগলেরা এতসব বুঝলে হয়।
  • PT | 213.110.242.22 | ২৫ মার্চ ২০১৬ ১২:৩৭704913
  • কারখানা করতে না দেওয়াকে জাস্টিফাই করার কি কারণ কে জানে!!
  • Arpan | 24.195.224.65 | ২৫ মার্চ ২০১৬ ১২:৪৪704914
  • জিন্দালের প্রেস বিবৃতিটা খুঁজে পেলে দিয়ে যাবেন। তাতেও লোকের মুখ দিস কাইন্ড অফ স্মল হয়ে যাবে।
  • lcm | 83.162.22.190 | ২৫ মার্চ ২০১৬ ১২:৫২704918
  • বোঝো! ন্যানো ইস ফলোড বাই কন্ট্রোভার্সি এন্ড ঝামেলাস
  • PT | 213.110.242.22 | ২৫ মার্চ ২০১৬ ১২:৫২704917
  • লড়াই শুরু কিন্তু সরকারের বিরুদ্ধেঃ
    recognition of their union by the Gujarat government -- which was the initial cause of the strike....
    আর স্ট্রাইক চালিয়ে যাওয়ার কারণ? ..."However, our major demand remains to have our 28 suspended colleagues reinstated, and our agitation will continue until a compromise is reached over the matter,"
    সুতরাং এই খবরটায় প্রমাণিত হয়না যে সানন্দে টাটা নিরানন্দে আছে।

    কিন্তু কারখানা হলে স্ট্রাইক হবেনা? সিঙ্গুরে খিঁচুড়ি খাওয়ানোকে জাস্টিফাই করার জন্যে এসব দেখানো নাকি?
  • pi | 233.231.35.121 | ২৫ মার্চ ২০১৬ ১২:৫৩704920
  • S , আপনার পপুলিস্ট পলিসি নিয়ে প্রথমদিকের পোস্ট পড়ে মনে হয়েছিল তাই নিয়ে আপত্তি আছে। যাগ্গে, ভুল হতে পারি।

    আর ওখানে যাঁরা কাজ করেন, জানিয়ে দিয়েছি সমবায় হলে আপনি ইন্ভেস্ট করতে আগ্রহী।
    ওঁরাও লং টার্মে কিছু করতে চান ( আপাতত ঃ শ্রমিকদের বকেয়া, পাওনা এসব নিয়ে লড়ছেন, যেগুলো খোলার সম্ভাবনা আছে, সেই নিয়ে চাপ দিচ্ছেন, আলোচনা করছেন , কীভাবে খোলা যায় না যায় , চালানো যায় সেই নিয়ে কাজ করছেন), অনেকদিনের বন্ধ বাগানগুলো নিয়ে ( যেগুলো খোলার সম্ভাবনা নেই)। গ্রাউণ্ডে তো অনেক রকম অসুবিধের মধ্যে দিয়ে কাজ করতে হয়, আর এসব কাজে পলিটিক্যাল পার্টির সহায়তাও লাগে। কিছু এগোলে আপনার সাথে যোগাযোগ করতে বলেছি। আপনার কন্ট্যাক্ট দিয়ে রাখবেন বা মেইল করলে ওদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি।
  • lcm | 83.162.22.190 | ২৫ মার্চ ২০১৬ ১২:৫৩704919
  • ন্যানো ইজ এ ফেইল্‌ড্‌ প্রোডাক্ট -- মানে মিডিয়া যা বলছে আর কি
  • PT | 213.110.242.22 | ২৫ মার্চ ২০১৬ ১৩:২৬704921
  • "ন্যানো ইজ এ ফেইল্‌ড্‌ প্রোডাক্ট"
    ভারতে কি এই প্রথম কোন প্রোডাক্ট ফেল করল নাকি?
    কিংফিসারের কি খবর?
  • lcm | 83.162.22.190 | ২৫ মার্চ ২০১৬ ১৩:৫১704922
  • "ন্যানো ইজ এ ফেইল্‌ড্‌ প্রোডাক্ট" = "ভারতে প্রথম ফেইল্‌ড প্রোডাক্ট ন্যানো"

    এই হল গিয়ে তক্কের লজিক। কি আর ... যাগ্গে...

    হরি হে মাধব...
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১৪:৪৫704923
  • S , আপনি আমাকে ইউ কে নিয়ে এত প্রশ্ন করলেন কেন? জানতাম উত্তর আসবে গরুর রচনার উপ সংহার; ওরা ধনী দেশ, ওরা পারে এফোর্ড করতে, আমরা "না"।
    দশ বছর আগে ১৮০ দিন কাজের প্রকল্প নিয়েও হয়ত বলতেন; এটা ভারতে সম্ভব নাকি? এটা খয়রাতি!দেশ গোল্লায় যাবে।
    মিড ডে মিল প্রকল্পেও হয়ত একই উত্তর আসত।কিন্তু দেখা গেল এতে ভারত গোল্লায় যায় নি।
    যা, পুরো চুরি হয়ে যেত, তার কিছু অন্তত গরিবের ভোগে লাগছে।
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১৪:৫৫704924
  • দ্বিতীয়ত,আপনি হিসেব করে দেখালেন। অটল পেনশন স্কিমে ৮-৮।৫ শতাংশ রিটার্ন আসবে।
    ভারতের গত দশ বছরে ইনফ্লেশন গড়ে ৭-৮ পার্সেন্ট। তাহলে এত দীর্ঘ সময় ইনভেস্ট করে, রিটার্ন কতটা লাভজনক; নিশ্চয় আপনার মতন বিধগ্ধ জনের বুঝতে অসুবিধে নেই ।
    ইউ কে তে করমুক্ত ISA রিটার্ন বছরে ৩ পার্সেন্ট এর মতন । কোনটা লাভজনক?
    ভারতে বেস রেট যদি ৭-৮ পার্সেন্ট হয় তাহলে, মর্টগেজ রেট ৯-১০ পার্সেন্ট আর ডিপোজিট রেট ৭-৮ পার্সেন্ট। কি করে লাভ হলো বলুন তো ?
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১৫:০৮704925
  • আর একটা কথা। ট্যাক্সি চালকের মগজ ধোলাই ই করা হয়েছে। কারণ সে যখন ড্রাইভিং শিখেছে তখন নিজের গাঁটের কড়ি খরচা করেছে।সরকার সাহায্য করেনি। চাকরি ও নিজে দেখে নিয়েছে, সরকার সাহায্য করে নি। লাইসেন্স রিনুয়াল করতে বছরে হাজার তিনেক খরচা করে( ঘুঁশ নিয়ে)।
    গাড়ি চালাতে এক্সিডেন্ট করলে বা মৃত্যু হলে সরকারের কোনো দায় নেই।আজ যদি গড়ে হাজার জন চালকের মৃত্যু হয়, পব তে, তাদের ৫ লক্ষ টাকার জীবন বিমার জন্য সরকার কে বছরে কয়েক কোটি টাকার প্রিমিয়াম দিতে হবে মাত্র। খুব বেশি কি ?
    এটার সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট বাড়ানো যাবেনা কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন