এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫১১০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.22 | ২০ মার্চ ২০১৬ ০০:৩২705065
  • "The survey, initiated by state labour minister Purnendu Basu, began in late 2012 and a synopsis report was prepared in May 2013. For reasons unknown, the state’s labour department has been sitting on the report ever since. It is unlikely to be published before the general elections, for the findings could be a political hot potato."

    যেটা বোঝা গেল না সেটা হচ্ছে যে "findings could be a political hot potato"-কার জন্যে? এই তপ্ত আলু বামেদের জন্য না তিনোর জন্য/ বুঝ লোক যে জানো সন্ধান। তবে এই রিপোর্ট দিয়ে বামেদের ফালাফালা করে দেওয়া যদি "পাতি রাজনৈতিক নেতার বাঁ হাতের খেল" হত তাহলে তিনোরা কব্বে এটা জাগো বাংলাতে ছেপে দিত। আর সব চাইতে বড় কথা রিপোর্টে, আমাদের যেমনটি বোঝানোর চেষ্টা চলছে, সেইরকম ভাবে বাম সরকারকে গাল দিয়ে বিশেষ কিছু (আদৌ কিছু?) লেখা নেই। অবিশ্যি স্ট্যাটিস্টিকস তো যিনি যেমনভাবে জগৎ দেখেন তিনি সেই ভাবেই ব্যবহার করেন!!

    যেমন ধরুনঃ
    Housing
    In 2009 a total amount of Rs. 9,96,66,077 was incurred on the New Construction, maintenance and repairing of houses in Hill, Terai and Dooars area.
    In 2010 a total amount of Rs. 20,66,81,096 was incurred on the new construction, maintenance and repairing of houses in Hill, Terai and Dooars area.
    2012: An amount of Rs. 11, 35, 99,169 was incurred on this subject.

    PF
    2009-10: 24 Tea Estates did not deposit any amount towards Provident Fund contribution.
    2012-2013: 41 Tea Estates did not deposit any amount towards Provident Fund contribution.

    School & Recreation
    · In 231 Tea Estates out of 273 there is provision for school. The wards of the workmen of remaining 42 Tea Estates go to nearby schools for education.
    · In 143 Tea Estates out of 273 Tea Estates vehicles are provided for school going children. These vehicles are School Bus, General Bus, Maruti Van, Maximo, Jeep, covered Trailor, covered Tractor, covered Cantor etc.
    · Club is available for recreational purpose in 197 Tea Estates out of 273 Tea Estates.
    · Play ground is available in 262 Tea Estates out of 273 Tea Estates.

    Provident Fund
    2009-10: 24 Tea Estates did not deposit any amount towards Provident Fund contribution.

    2012-2013: 41 Tea Estates did not deposit any amount towards Provident Fund contribution.

    Gratuity
    2009-2010: 46 Tea Estates did not pay gratuity to any workmen.
    2012-13: 66 Tea Estates did not pay gratuity to any workmen.

    কিছু তুলনা পড়ে মনে হচ্ছে না যে বাম আমলে অনেক ব্যাপারেই চা-বাগানে মানুষ বেশী ভাল ছিল? তাহলে রিপোর্টটি তপ্ত আলু হয়ে উঠল কাদের জন্যে?
  • দেবব্রত | 212.142.91.41 | ২০ মার্চ ২০১৬ ০৮:৪১705066
  • ধন্যবাদ রিপোর্টের একটা লিঙ্ক খোলা গেছে তাহলে - চা বাগানের বিপুল পরিমান শ্রমিক এবং তাঁদের এই ভয়ঙ্কর পরিস্থিতিকে কারো কারো মনে হচ্ছে বাম আমলে মানুষ বেশী ভালো ছিল ? এই পরিস্থিতি যেন আকাশ থেকে টপকাল ২০১১ সালের পর থেকে । বেশ এখন ? এনারা বলবেন ওনাদের আমল দেখুন ৩৪ বছর ধরে আপনাদের ঠকিয়েছে -মধ্যে থেকে একটার পর একটা চা বাগান বন্ধ হবে ( হচ্ছে ) BMI 17তে পৌঁছাবে ,মালিক পিএফ মেরে দিয়ে পালাবে , শহরের ধারের বাগান গুলো তে হাউসিং হবে । আর আমরা বগল বাজাবো । নির্লজ্জতার একটা মাত্রা আছে ।
  • তপ্ত আলু | 203.90.12.86 | ২০ মার্চ ২০১৬ ০৯:৫৪705067
  • তপ্ত আলুর উপরে বসেছিল তপ্ত বলাকা
    এগিয়ে গেল বিমান বোস, উঁচিয়ে শলাকা।।
  • PM | 233.223.154.31 | ২০ মার্চ ২০১৬ ১০:৫২705068
  • এককালের পরমপ্রিয় অতিবাম পুর্নেন্দুবাবুকে বলুননা সক্কলের ঘাড় ধরে চা বাগান মালিকদের থেকে টাকা আদায় করতে। মহান নেতার রাজত্বে পলাতকদের সংখ্যা সংখ্যা বেড়ে যাচ্ছে কেনো দাদা?

    PF খেলাপির সংখ্যা ৩৪ বছরের তুলনয় "পোকিত বাম"আমলের প্রথম ২ বছরেই ৭০ % বাড়লো কেনো?

    গ্র্যাচুইটি খেলাপিদের সংখ্যা-ই বা ৪৬% বাড়লো কেনো "পোকিতো বাম " রজত্বের প্রথম ২ বছরে ?

    এটাই কি চা বাগানের স্বাভাবিক ফেলিওর রেট ? যেটা "ক্রোনী বাম" আমালে সারকারী হস্তক্ষেপে অনেকটাই স্লথ রাখা গেছিলো (আর্টিফিসিয়ালি) ?

    পোকিত বাম পুর্নেন্দুর সিন্ডিকেট রাজের সাফল্য জানি----- চা বাগানের সাফল্য জানতে চাই।
  • PT | 213.110.242.6 | ২০ মার্চ ২০১৬ ১০:৫৯705069
  • আপনার দেওয়া লিং থেকেই তো সংখ্যাতত্ব তুলে তুলনা করলাম। তাতে লজ্জাই বা পাব কেন? কিন্তু আপনার প্রিয় মন্ত্রী মহাশয়ের গোপন রিপোর্টে শ্রমিকের মজুরীর ব্যাপারে সম্পুর্ণ নীরবতা পালন করা হয়েছে!! একদা কনোরিয়া জুটমিলের সংগ্রামী শ্রমিক ইউনিয়নের নেতা, পরিবর্তনের পরে হাতে ক্ষমতা পেয়েও শ্রমিকের মজুরির ব্যাপারটা রিপোর্টে চেপে গেলেন কেন কে জানে!!

    তবে শহরের ধারের বাগানগুলোতে হাউসিং হবেই। সেসব ঠেকানোর উপায় কারো নেই। জলপাইগুড়িতে আমার মামার বাড়ি। যে পরিমাণে জনঘনত্ব বেড়েছে ওসব জায়গায় আর বেড়েই চলেছে-সেখানে স্বাভাবিক চাপেই চা-বাগানেরও নগরায়্ণ হবে। যেমন কিনা ঊষা ফ্যাক্টরির জমিতে হয়েছে দক্ষিণ কলকাতায়। কলকাতায় বসে কাঁদুনি গেয়ে এসব আটকানো যাবেনা।
  • sm | 53.251.91.253 | ২০ মার্চ ২০১৬ ১১:৩১705070
  • হাউসিং হবেই। আর নেওটিয়া/পাটদিয়া/কানোরিয়া এরাই বরাত পাবে। এক কালে এরাই আলিমুদ্দিন আলো করে রাখত কিনা! কার কি বাড়ি উচ্ছেদ হলো/ পি এফ হুশ হয়ে গেল; এসব মামুলি ব্যাপার। কারণ আমি সব জানি। জলপায়গুরিতে আমার মামা বাড়ি কিনা!তাপ্পরে কালিম্পঙে আমার সম্মন্ধী থাকে।
    কে যেন একটা বলেছিল; ঠিকাদারদের সরকার!
  • PT | 213.110.242.6 | ২০ মার্চ ২০১৬ ১১:৪২705071
  • আপনি নিজে কোথায় থাকেন আর সেখানে ৫০ বছর আগে কি ছিল সেটা জেনে নেবেন। তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। খুব সহজ ব্যাপারকে অহেতুক ঘেঁটে জটিল করার কোন প্রয়োজন নেই।

    গোটা পুণে-ব্যাঙ্গালোর হাইওয়ের ধারের পাহাড়ের মাথা ছেঁটে বহুতল অট্টালিকা উঠেছে। ৯০-এর দশকে সেসব দিকে পুণার লোকেরা যেত না। এখন সেসব জায়গা প্রায় পুণার মধ্যে ঢুকে পড়েছে। সেইসব অট্টালিকাতে প্রচুর বাঙালী থাকে যারা পব-তে চাকরী জোটাতে না পেরে পার্মানেন্টলি পব ছেড়েছে। অবিশ্যি তাদের মধ্যে অনেকেই সিঙ্গুর-নন্দীগ্রামের কালে "চাষার ব্যাটার চাষা হওয়ার অধিকার হরণ করা চলবে না" জাতীয় তত্বে বিশ্বাস করত।
  • দেবব্রত | 212.142.91.41 | ২০ মার্চ ২০১৬ ১২:০৩705072
  • লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ১৯৫৩ সালের একটি আইন আছে সেই আইন বলে সরকার ৬ মাসের ওপর বন্ধ চা বাগান যে কোন সময় দখল করে নিতে পারে । ২০০৫ সালে প্রকাশিত ILO র রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন সজ্জন মামলা করলে সুপ্রিম কোর্ট " directed the Union of India to carry out its statutory duty under Tea Act 1953 in terms of Section 16B, 16C, 16D and 16E within the a period of six month from the date of this order. Neither the state governments nor the central government has till date invoked the Tea Act to takeover any of the sick, closed or abandoned tea estates "

    statutory duty under Tea Act ১৯৫৩ না মানার মধ্যে লজ্জা পাওয়ার কি আছে ? জলপাইগুড়িতে মামার বাড়ি কিনা ।

    PM:- দেখুন আমার অরিজিনাল পোস্ট টা বোধহয় এই মতামতের পাহাড়ে হারিয়ে গেছে , অনুরোধ থাকলো একবার পড়তে - পিএফ এবং বিভিন্ন শ্রম আইন খেলাফি যাতে না হয় সেটা দেখার দায়িত্ব সরকারের সেই অর্থে বর্তমান সরকার কে ধরার দায়িত্ব বর্তমান বিরোধী দলের কিন্তু তাঁদের আমলে যা সব কীর্তি কলাপ বেশী বললে পুরো রিপোর্ট প্রকাশিত হবে আর তেনারা নিশ্চিত রূপে সেইটা চান না । তাই এই ব্যবস্থা চলবে ।

    প্রসঙ্গত ২০০৫ সালের ILOএর একটি রিপোর্ট আছে সেই রিপোর্ট থেকে “little organized effort was made to investigate and report... it was almost taken as a given that plantation workers were bound to suffer.” The ILO noted that the government had adequate powers under the Tea Act, 1953 to grant relief to the workers, but according to the ILO, the Tea বোর্ড and state government “ignored the....wage and provident fund defaults by the estate managements,” and “...continued to look at the plantation crisis purely on the marketing end and failed to fulfill its regulatory role as enshrined in the Tea Act.”

    এই ব্যর্থতার দায় নিয়ে লজ্জা পাওয়ার কিচ্ছুটি নেই ।
  • দেবব্রত | 212.142.91.41 | ২০ মার্চ ২০১৬ ১২:২৮705073
  • " গোটা পুণে-ব্যাঙ্গালোর হাইওয়ের ধারের পাহাড়ের মাথা ছেঁটে বহুতল অট্টালিকা উঠেছে। ৯০-এর দশকে সেসব দিকে পুণার লোকেরা যেত না।" অর্থাৎ পতিত ব্যক্তিগত জমিতে অট্টালিকা উঠেছে - চা বাগান পতিত জমি নয় ,ব্যক্তিগতও নয় , সেখানে লোক বাস করে এবং প্রায় ১৫ লাখ লোকের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ রুটি রোজগার জড়িত , চা শিল্পের কোন বিকল্প এসে হঠাৎ চা খাওয়া ছেড়ে লোকে বিয়ার খেতে শুরু করে দিল সুতরাং কালের নিয়মে হিন্দমোটর হয়ে যাবে এমনটি নয় । আমি পূর্বে দেখিয়েছি ব্যালেন্সসিট ধরে ধরে যে চা কোম্পানি বিপুল প্রফিট করছে লস মেকিং নয় । তার পরেও যদি সরকার , শ্রমিক দরদী সরকার এই বিপুল পরিমান বঞ্চনা ঘটতে দেয় ,দুর্ভিক্ষের পরিস্থিতি চোখ কান বুজে দেখতে থাকে , এমনকি সুপ্রিম কোর্টের আদেশ ও পালন না করে তাহলে তার থেকে বড় অপদার্থতা এবং অকর্মণ্যতার উদাহরণ কিছু হয় বলে জানা নেই । দু কান কাটার আবার লজ্জা কিসের ?
  • cm | 127.247.96.46 | ২০ মার্চ ২০১৬ ১২:৩৯705075
  • "Neither the state governments nor the central government has till date invoked the Tea Act to takeover any of the sick, closed or abandoned tea estates "

    এখানে প্রশ্ন জাগেনা কেন, কোন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটি করেনি? আমি অবশ্য দেখছি ইদানীং লাভজনক সংস্থার দায়িত্ব পর্য্যন্ত্য সরকার ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এবিষয়ে সরকারি দৃষ্টিভঙ্গীতেই বোধহয় কোন পরিবর্তন আনা হয়েছে, যা ঐ আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

    দেবব্রতবাবু বেছেবেছে শুধু বামফ্রন্ট সরকারকেই দায়ী করছেন, বা বলা ভাল শুধুমাত্র তাদেরই বিচার করছেন কারণ উনি ওনার স্বপ্নের কোন অলীক শ্রমিক দরদী সরকারের সাথে বাস্তবের তুলনা করছেন।
  • PT | 213.110.242.6 | ২০ মার্চ ২০১৬ ১৩:০৯705076
  • "অর্থাৎ পতিত ব্যক্তিগত জমিতে অট্টালিকা উঠেছে"-না মহায়। পাহাড় কারো ব্যক্তিগত জমি হয়্না। ওসব ব্যক্তিগত করে নিতে হয়। আর পাহাড়ের মাথাছাঁটার সঙ্গে আবহাওয়ার যোগাযোগ আছে। অবিশ্যি যেসব ইস্যুতে মেধা পাটেকর ধর্ণা দেয়না সেসব নিয়ে বাঙালী বিপ্ল্বীদের খুব একটা উৎঅসাহ নেই।

    তবে আপনি নানাবিধ বিশেষণ ব্যবহারে যতটা দক্ষ, তথ্য দিয়ে নিজের বক্তব্য প্রতিষ্ঠায় ততটা নন।

    ইতিহাস ও ভূগোলের কারণেই পব-তে চাষের জমি, চা বাগান ইত্যাদি প্রভৃতির কিয়দংশ ক্রমশঃ মানুষের বসতির কারণে হারিয়ে যাবে। কোম্পানির প্রফিটের সঙ্গে মানুষের মজুরীর কোন সম্পর্ক নাই সেটা এদেশে অনেক আগেই প্রমাণিত হয়েছে। তাই নিয়ে কেন যে খামোকা আপনি সময় নষ্ট করছেন কে জানে!! আর ব্যক্তি মালিকানার ব্যবসার কোন কোন ব্যাপারে, বিশেষতঃ ১৯৯১ সালের পর থেকে সরকার নাক গলাতে পারে সে ব্যাপারে আমার কোন ধারণা নেই।

    "শ্রমিক দরদী সরকার এই বিপুল পরিমান বঞ্চনা ঘটতে দেয় ,দুর্ভিক্ষের পরিস্থিতি চোখ কান বুজে দেখতে থাকে , এমনকি সুপ্রিম কোর্টের আদেশ ও পালন না করে তাহলে তার থেকে বড় অপদার্থতা এবং অকর্মণ্যতার উদাহরণ কিছু হয় বলে জানা নেই ।"
    তক্কের খাতিরে মেনে নিচ্ছি যে আপনি সব কার্য-কারণ জানেন। এবং ব্যাপারটা ক্ষমতায় এসে টাটার চুক্তি প্রকাশ করে দেওয়ার মত ছিম্পিল!! (যেটা সম্পর্কে সম্পুর্ণ ভুল তথ্য দিয়ে এখন চেপে গেছেন।)

    কিন্তু আগের "দালাল"-দের "অপদার্থতা এবং অকর্মণ্যতা"-কে হারিয়ে দিয়ে আপনার প্রিয় "পূর্ণেন্দু বসু মহাশয়ের নেতৃত্বে " শ্রম বিভাগকে একটা আইনি পদক্ষেপ নিতে বলুন না -ঐ টাটার চুক্তি প্রকাশের মত-দেখি কোথাকার জল কোথায় গড়ায়!! আর অনেক NGO শুনেছি চা বাগানের শ্রমিকদের জন্য লড়ছে। তারা সরকারের এই উদাসীনতা নিয়ে আদালতে যেতে পারে না?

    মন্ত্রীর ইচ্ছায় যদি ব্যবসায়ীদের জব্দ করা যেত তাহলে কব্বে টাটার চুক্তি প্রকাশিত হয়ে সিঙ্গুরের জমি অনিচ্ছুকদের ফেরৎ দেওয়া হয়ে যেত। সেই কবে নেহেরু কালোবাজারীদের ল্যাম্পোস্টে ঝুলিয়ে ফাঁসী দেওয়ার আবদার জানিয়েছিলেন। কিছু মানুষ দেখছি এখনো সেই খোয়াব দেখে চলেছে!!
  • দেবব্রত | 212.142.91.41 | ২০ মার্চ ২০১৬ ১৩:২০705077
  • CM ঃ- কি মুশকিল আমার লেখাটির হেডিং হচ্ছে ' ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !' একটি লাভজনক চা বাগান শ্রমিক দরদী ( দাবী করতেন ) সরকার কি ভাবে বেচে দিল তার পরিপ্রেক্ষিতে আলোচনা যে এই সংসদীয় মডেল এ ' ক্রোনি ক্যাপিটালিজম ' যেমন বাস্তব ঠিক তেমনই 'ক্রোনি কমিউনিজম ' বর্তমান । হয়ত আরও বেশী অপদার্থ । না হলে আইন , সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা স্বত্বেও পালন করেনা কেন । কেন সাধারণ মানুষের প্রতি এই উদাসীনতা । সুতরাং ম্যালা ফ্যাচফ্যাচিয়ে লাভ নেই । গুয়ের এপিঠ আর ওপিঠ । তাই তৃনমূল এলো কি বামফ্রন্ট কিছুই যায় আসেনা । সংসদীয় গণতন্ত্রে এইটাই বাস্তব । এই তো মোটা মোটা বক্তব্য ।
  • cm | 127.247.96.46 | ২০ মার্চ ২০১৬ ১৩:২৬705078
  • লাভক্ষতির হিসেব একএকজনের একএকরকম। আর PM বা PT যেমন দেখালেন তাতেতো স্পষ্টই দেখছি তৃণ বা বাম অবশ্যই যায় আসে।

    আর নৈরাজ্যের স্বপ্নে অবশ্য কেউ চাইলে বাস করতেই পারে। এলোমেলো করে দে মা লুটেপুটে খাই
  • PM | 233.223.154.31 | ২০ মার্চ ২০১৬ ১৩:৪৩705080
  • তাইলে তো মিটেই গেলো। এখানে ফ্যাচ ফ্যাচ না করে বিপ্লব করুন দাদা। শুভেচ্ছা রইলো----- তার্পরে আশা করি সব ঠিক হয়ে যাবে ঃ)

    ইউটোপিয়া বেচে আর কদ্দিন চলবে ?

    বিপ্লবী পুর্নেন্দু ক্ষমতা পেয়ে কি করলো উত্তর পাওয়া গেলো না ।

    "পোকিত বামেদের" (যাদের ২০১১ তে অতিবামেরা সমর্থন করেছিলো হুলিয়ে) প্রথম দু বছরে চা বাগানে PF/গ্রাচুইটি আত্মস্বাতের রেট ( ৩৪ বছরের তুলনায়) ১০০%+ বাড়লো কেনো জবাব পাওয়া গেল না।
  • সে | 198.155.168.109 | ২০ মার্চ ২০১৬ ১৩:৪৭705081
  • এই টইও হীরকরাণী হয়ে যাবে?
  • হে হে | 91.2.242.62 | ২০ মার্চ ২০১৬ ১৩:৪৮705082
  • পিটি এট আল বলতে চাইছেন যা কিছু শারদ পাওয়ার/রাজ থ্যাকারের খাস তালুকে ঘটেছে সেটা কেন অশোক ভট্টাচার্যের এলাকায় ঘটবে না? একী বাচ্চাপনা দাবী??
  • PM | 233.223.154.31 | ২০ মার্চ ২০১৬ ১৩:৫৯705083
  • আরেকটা সহজ উপায় আছে-- সরকারের থেকে একটা বন্ধ চা বাগান লিজে নিন (নামমাত্র পয়সায় পেয়ে যাবেন)--- তারপরে কি ভাবে চালনো উচিত হাতে কলমে দেখিয়ে দিন (গাঁটের পয়সা খরচ করে অবশ্যই) --- এটা বিনি পয়সায় বাতেলা মারার চেয়ে একটু শক্ত কিন্তু বিপ্লব করার চেয়ে অনেক সহজ---- একটু জলে নেবেই দেখুন না।

    ( বাঙালী রা বাতেলা না মেরে চা বাগান চালালে অনেক মানবিক আর লাভ জনক ভাবে চালাতে পারতো বলে আমার বিশ্বাস)
  • সে | 198.155.168.109 | ২০ মার্চ ২০১৬ ১৪:০৩705084
  • একেবারে না। পিএম এর পোস্টের উত্তরে। চা বাগান, মালিক, ম্যানেজার, ডুয়ার্স, আসাম, টি বোর্ড, চায়ের অকশন, টি প্লান্টার্স, কিডন্যাপিং, সমস্ত খুব কাছ থেকে দেখে বলছি।
  • সে | 198.155.168.109 | ২০ মার্চ ২০১৬ ১৪:০৪705086
  • এবং শ্রমিক, কারখানা, ওয়েজ ডিফারেন্স, বাগানের জুরিসডিক্শান, সেখানকার আইন।
  • pi | 233.176.32.147 | ২০ মার্চ ২০১৬ ১৪:০৭705087
  • চা বাগানের একটা কো-অপারেটিভের কথা এখানেই লিখেছিলাম।
  • PT | 213.110.242.6 | ২০ মার্চ ২০১৬ ১৪:০৯705088
  • সেটা আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ। এটা লেখার আগে আপনি পাওয়ার পরিবার ও ভট্টাচর্যে পরিবারের সম্পত্তির তুলনামূলক হিসেব কষে নিয়েছেন আশা করি।
  • PT | 213.110.242.6 | ২০ মার্চ ২০১৬ ১৪:১২705089
  • 02:09 PM হে হে-র উদ্দেশ্যে।
  • PM | 233.223.154.31 | ২০ মার্চ ২০১৬ ১৪:২৫705090
  • পাই--সেটাই বলছিলাম। শ্রমীকরাই চালান। প্রথম ৬-৮ মাসের ওয়ার্কিং ক্যাপিটাল সরাকার দিক। দেবব্রত-বাবুদের মতো বুদ্ধিমান লোকেরা ঐ কোয়াপরেটিভ-কে গাইড করুন।

    কাজ করতে আমাদের যে কেনো এতো অনিহা!!!

    পুর্নেন্দুর নিজের বানানো রিপোর্ট খেকেও তাকে সমর্থন জানানোর মনো স্ট্যাট বার করতে পারছেন না--কি হাল।

    সে ম্যাম আপনার অভিজ্ঞতা বলুন--- এই সব "ফ্যাচফ্যাচানির " ( আমার শব্দবন্ধ নয়) থেকে অনেক বেশী জানতে পারবো।
  • দেবব্রত | 212.142.91.41 | ২০ মার্চ ২০১৬ ১৪:৪১705091
  • না না দেবব্রত-বাবুদের মতো বুদ্ধিমান লোকেরা ঐ কোয়াপরেটিভ-কে গাইড করলে সর্বনাশ । এতদিন তো তাই হয়ে এসেছে । বুদ্ধিমান ইউনিয়ন নেতা , অশোক বাবু , শেষে আবার সেই নেওটিয়া খপ্পর । সরকার শুধু কো -ওপারেটিভ চালানোর মত আইনি সহায়তা দিন । ওনারাই চালাতে পারবেন । চলেছে । উত্তরবঙ্গে অনেক বন্ধ চা বাগানে শ্রমিকরা নিজেরা কাঁচা চা পাতা তুলে সমবায় করে চালিয়েছে তার উদাহরণ বর্তমান । কিন্তু বুদ্ধিমান ইউনিয়ন নেতা , অশোক বাবু অচিরাৎ সেই পরিধিও দখল করেছেন । সরকার শুধু কো -ওপারেটিভ চালানোর মত আইনি সহায়তা দিন । সুপ্রিম কোর্টের রায় কার্যকরী করুন । আর পিএফ চোর দের জেলে দিন । এইটুকুতেই হবে । নৈরাজ্যে আমাদের খুব অশান্তি হয় এইদলের খপ্পরে অথবা ওই দলের - পড়তেই হবে ?
  • দেবব্রত | 212.142.91.41 | ২০ মার্চ ২০১৬ ১৫:০১705092
  • পাই দিদির দুর্গাবাড়ি চা বাগানের পশ্চিম বঙ্গের পরিস্থিতি ঃ- " Despite lot of initial enthusiasm, Tripura model of 'workers cooperative ownership' of tea gardens has failed measurably in tea belt of West Bengal. After over five years of the announcement made by Union Commerce Ministry in this regard, practically no gardens could go under workers ownership, nor the Government showed any further interest on it."

    এখানে সরকার উৎসাহই দেখান নি ঃ-

    " As an innovative idea in 2007 to open 14 closed tea gardens in north Bengal, the then union Commerce minister of State Mr. Jairam Ramesh proposed for Workers Cooperative in all these gardens. "Durgabari, a tea garden in Tripura, is doing excellent under this system. Government has decided to try it out here too. Both Center as well as state Government would provide full support to these cooperatives," he announced. The proposal was highly appreciated by the senior members of Consultative Committee for the Plantation Associations, Indian Tea Board and even major trade Unions like CITU or INTUC" .

    একটা হয়েছিল লোকাল প্রচেষ্টায় ঃ- কিন্তু সরকার নিদ্রামগ্ন
    " the only initiative to form a cooperative took place in north Bengal was at Chamurchi Garden under the leadership of Defense Committee of Plantation Workers Rights(DCPWR). But that too could not get any Government back up. "Since the garden found a new owner, Government did not support formation of cooperative there," said Mr. S Roy- Convener of DCPWR."

    তার পড় দেখুন বুদ্ধিমান নেতাদের কর্মকাণ্ড ঃ-
    " Interestingly, even after appreciating the cooperative concept in front of state and Central Ministers, afterward CITU leaders did not hesitate to label the concept as 'Impossible in north Bengal.' But, lefts remained the main driving force behind 'Durgabari' cooperative in left ruled Tripura."

    ত্রিপুরায় হয়ত অশোক বাবুরা সংখ্যায় কম ।
  • PT | 213.110.242.6 | ২০ মার্চ ২০১৬ ১৫:২১705093
  • তাহলে কি দাঁড়াল? নেতারা যখন থাকবেই-আর এখন "দালাল" বামপন্থীদের বদলে "ক্যামেরাবন্দী ঘুষখোর" নেতারা-তাহলে চা-বাগানের উন্নতির কোন সম্ভাবনা নেই? কিন্তু ২০১৬-তে বসে আমরা আর কতদিন ৭-৮-১০-২০ বছর আগের ঘটনা (বা অপদার্থতা ইত্যাদি) নিয়ে ঘেঁটেই চলব?
  • PM | 233.223.154.31 | ২০ মার্চ ২০১৬ ১৫:৩৫705094
  • "সুপ্রিম কোর্টের রায় কার্যকরী করুন । আর পিএফ চোর দের জেলে দিন । এইটুকুতেই হবে "--- এইটুকু দাবী? তার জন্য এখানে "ফ্যাচ ফ্যাচ"( শব্দের দায়িত্ব আমার নয়) করার কি দরকার? অদালত অবমাননার আভিজোগে বেটাদের জেলে পাঠানোর জন্যে সুপ্রীম কোর্টে একটা মামলা-ও তো করতে পারেন? হেলে টা তো আগে ধরে দেখান তারপরে না হয় বিপ্লবের কেউটে ধরবেন? ( মহান নেতার লইন ধার করার জন্য ঋন স্বীকার)

    মালিকদের জেলে না হয় পাঠালেন--- তাতে কি বন্ধ বাগান খুলবে দাদা ? কো-ওপারেটিভ করে চা বাগান চালিয়ে শ্রমীক কল্যানের কথাটা মনে ধরলো না!!! ওহ, হ্যা---- ওতে তো আবার কাজ করতে হবে !!! সেতো আবার কোমোল তনুতে সহ্য হবে না। তার ওপোর আবার নিজের পকেটের পয়্সা !!! নমঃ

    ----- তার চেয়ে গরীবের মসিহা মহান কমরেড পুর্নেন্দু বাবু প্রনীত রিপোর্ট নিয়ে বাতেলা মারা অনেক ভালো।
  • খিক | 222.47.238.193 | ২০ মার্চ ২০১৬ ১৬:৩৫705095
  • তড়পানি ছাড়া শিপিয়েম ক্রোনিদের আর কীই বা করার আছে!
  • দাবী | 90.254.154.105 | ২০ মার্চ ২০১৬ ১৬:৩৮705097
  • কি দাবী মাইরি! মালিক আইন মানে নি, সেই মালিককে সরকার কিছু তো বলেই নি, উল্টে চাঁদমণি চা বাগানে উচ্ছেদ হওয়া লোকের ওপর গুলি চালিয়ে লোক মেরেছে, এর পরেও দুকানকাটারা এখানে গলাবাজি করে যাচ্ছে। এতদিন কিছু জানতো ই না। এইমাত্র একটা রিপোর্ট পড়ে জানলো যে চাঁদমণি বাগানে কী হয়েছিল। অথচ তক্কের ধরণ দেখো? যে লেখাটা লিখল সে যেন অপরাধ করে ফেলেছে! নিজেদের অজ্ঞতা আর ইনসেনসিটিভিটির দায়টা কোনোক্রমে অন্যের ঘাড়ে চাপাতে পারলে হয় আর কি। আরে এটলীস্ট এটুকু তো বল যে এগুলো ঠিক হয় নি। এরপরেরবার ক্ষমতায় এলে যাতে এরকম না হয়, যাতে মালিকরা আইন-টাইন মানে সেটা দেখার চেষ্টা করা উচিৎ। সেটুকু বলতেও গলা শুকোয় (যেটা একচুয়ালি শুকোয় সেটা আবার এখানে লেখা যাবে না, ভদ্দরলোকের জায়গা)। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন