এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭৯৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.22 | ২৫ মে ২০১৬ ২১:১১716295
  • "আমার কাছে সিপিয়েম-তিনো-কং-বজপ ( সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি টাইপ করতে পারি কিন্তু ) সব শালা গুয়ের এপিঠ-ওপিঠ যারা নিজের নিজের ধান্দায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, দুর্নীতি, জাতীয়তাবাদ, ফ্রিবি ইত্যাদি প্রভৃতি নিয়ে লোফালুফি খেলে"

    সত্যি? সিদ্ধার্থ রায়ের শাসন দেখেছিলে বা অনুভব করেছিলেন? এই সব গুয়ের এক পিঠরাই পব-র কয়েক কোটি মানুষকে বাঁচিয়ে দিয়েছিল। আর যারা মনে করে যে বাম আমলে তাদের হাঁড়ির হাল হয়েছিল তাদেরকে গুয়ের অন্য পিঠ বাঁচিয়েছিল।

    কথা হচ্ছে যে "আমি"-একমাত্র "ভালো ও লক্ষ্মী " আর এই দলগুলো করে যারা তারা সবাই "ভারি বিশ্রী" এ অবস্থানটাও তো প্রশ্নচিহ্ণ এড়াতে পারেনা। তারা যতই নোটায় ভোট দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করুক না কেন!!
  • cm | 127.247.96.149 | ২৫ মে ২০১৬ ২১:২২716296
  • কোন এক উপজাতির কথা শুনেছিলাম যারা গুনতে পারেনা, এক, দুই তারপর অনেক। অঙ্ক নিয়ে ভাগ্যিস তারা মাতব্বরি করেনা।
  • Ranjan Roy | ২৫ মে ২০১৬ ২৩:৫১716297
  • পিটি উবাচঃ
    "সত্যি? সিদ্ধার্থ রায়ের শাসন দেখেছিলে বা অনুভব করেছিলেন? এই সব গুয়ের এক পিঠরাই পব-র কয়েক কোটি মানুষকে বাঁচিয়ে দিয়েছিল। আর যারা মনে করে যে বাম আমলে তাদের হাঁড়ির হাল হয়েছিল তাদেরকে গুয়ের অন্য পিঠ বাঁচিয়েছিল।"

    -- সে কী? এতবড় বিকৃত ইতিহাসচর্চা? ধর্মে সইবে?ঃ))))
    গুরুর পাতাতেই আপনারই দেওয়া লিং এ দেখা যাচ্ছে সিধুবাবু বলছেন যে উনি সিপিএম নেতাদের আশ্বাসন দিয়েছিলেন কোলকাতায় বা বঙ্গে থাকলে কেউ গ্রেফতার হবেন না। জ্যোতির্ময় বসুর ইন্দিরার ওপর বিশ্বাস ছিল। সেই সাবধানবাণী অগ্রাহ্য করে দিল্লি গিয়ে প্রেফতার হলেন। তবে সিধুবাবু কথা রেখেছিলেন। বঙ্গে সিপিএম নেতারা গ্রেফতার হন নি। জ্যোতিবসুর কথা না বলাই ভাল। উনি পোল্যান্ডে গিয়েছিলেন। আর সোভিয়েত ব্লক ও মার্শাল টিটো এমার্জেন্সিকে সমর্থন করেছিলেন।
    শুরুতেই আশীষ সেনের রিজার্ভ ব্যাংকের ইউনিয়ন ও তুষার রায়ের নেতৃত্বে এজি বেঙ্গল মিটিং করে নিন্দা প্রস্তাব পাশ করে জেলে গিয়েছিলেন। অন্য কোন সংগঠন নিন্দা প্রস্তাব, কনভেনশন , প্রতিবাদ মিছিল কিছুই করেন নি। এরা নাকি বঙ্গের কোটি লোকজনকে বাঁচিয়েছিলেন। শুধু নিজেদের পিঠ বাঁচিয়েছিলেন।
    ইমার্জেন্সিতে দলে দলে জেলে গিয়েছিল আর এস এস জনসংঘ ও সমাজাবাদী পার্টি এবং জয়প্রকাশ নারায়ণের অনুগামীরা। আন্ডারগ্রাউন্ড থেকে প্রচার ও বিরোধিতা চালিয়ে যাচ্ছিলেন জর্জ ফার্নান্ডেজ। একেবারে শেষের দিকে ধরা পড়েন। প্রতিবাদ করে জেলে যান গৌরকিশোর ঘোষ ও জ্যোতির্ময় দত্ত। কোলকাতা পত্রিকার সংখ্যাটি ব্যান হয়।
    না, সিপিআইয়ের পত্রিকা গুলো বা সিপিএম এর পিপলস ডেমোক্র্যাসি বা দেশহিতৈষী ব্যান হয় নি। যদিও নকশালদের কিছু সংগঠন ও গণসংগঠন ব্যান হয়েছিল।
    শুধু এমার্জেন্সির প্রথম সপ্তাহে সংসদে সিপিএম এর গোপালন চমৎকার ভাষণ দিয়েছিলেন। তা থেকেই দেখা যাচ্ছে বেশির ভাগ সাংসদ ও বন্দীরা সোস্যালিস্ট, বিরোধী কংগ্রেস এবং জনসংঘের।
    বঙ্গে তার আগে থেকেই এলাকা দখলের সন্ত্রাসে সিধুবাবু সিপিএম এর গ্রাসরুট স্তরের ছেলেদের পুলিশ/ যুব কং/নব কং দের দিয়ে ঠেঙিয়ে পাড়া ছাড়া করিয়েছিলেন। যুব কং এর হাতে ছিল বন্দুক।
    কর্মীদের বেশ বড় অংশ হয় পাড়াছাড়া নয় জেলে। নেতারা গা বাঁচিয়ে বাইরে। কোন প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হয় নি, নির্দেশ দেওয়া হয় নি।
    শেষে সর্বভারতীয় স্তরে ইমার্জেন্সি উঠে গেলে অনিল বিশ্বাস লিখলেন-- শ্রমিক শ্রেণীর আন্দোলন ইমার্জেন্সিকে প্রতিহত করেছে। অনৃতভাষণ।

    অবশ্যি সেই ইমার্জেন্সির ঐতিহ্যবাহী কংগ্রেসের হাত ধরা ছাড়া সিপিএম এর আজ কোন গতি নেই বঙ্গে! ইতিহাসের উপহাস!!
  • PT | 213.110.242.20 | ২৬ মে ২০১৬ ০০:৩৩716298
  • আমি কোথাও সিপিএম শব্দটিও উচ্চারণ করিনি। লিখেছি "গুয়ের এক পিঠরাই পব-র কয়েক কোটি মানুষকে বাঁচিয়ে দিয়েছিল"। প্যাথোলজিকাল সিপিএম বিরোধীতার কারণে সেটা শুধু সিপিএম ধরে নিয়ে আপনি এক গামলা লিখে ফেললেন।

    জানতাম এই ফাঁদে পা দেবেন!! কিন্তু আর কতদিন সিপিএমের আয়্নায় জগৎ দেখবেন?

    "অবশ্যি সেই ইমার্জেন্সির ঐতিহ্যবাহী কংগ্রেসের হাত ধরা ছাড়া সিপিএম এর আজ কোন গতি নেই বঙ্গে! "
    এই রাজনৈতিক ন্যাকাপনার লাইন ধরে ব্রিটেনের সঙ্গে আমাদের সমস্ত কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিৎ-তাই না?
    ""We have asked a UK business delegation for technical and financial assistance for several projects we have undertaken. They will carry out a survey to identify the projects they can participate in," Urban Development minister Firhad Hakim said on the sidelines of a UK-India regeneration seminar here."
    কি লজ্জা! কি লজ্জা! ২০০ বছর ধরে চুষে খেল যে দেশটা ভারতকে তার কাছে হাত পাততে লজ্জা হওয়া উচিত-কি বলেন আপনি?
  • Debabrata Chakrabarty | ২৬ মে ২০১৬ ০১:৫২716299
  • ভারতের কমিউনিস্ট পার্টি ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনে সব্বাই যখন জেলে তখন বাইরে ব্রিটিশের র‍্যাশন বিলির দায়িত্বে , ইন্দ্রজিত গুপ্তা ইন্দিরাগান্ধির কোল আলো করা মন্ত্রী ,জরুরী অবস্থায় সিপিএম নেতৃত্ব দিব্যি হাওয়া খেয়ে বেড়াচ্ছে মধ্যেখান থেকে নকশাল ছেলে গুলো গুলি খেয়ে মরল । সেই প্রায় জন্মলগ্ন থেকে আঙ্গুল ধরে হাঁটা অভ্যেস , স্বাধীনতা পূর্বে রাশিয়ার আঙ্গুল ধরে হাঁটার অভ্যাসে । বর্তমানে কালো হাতের আঙ্গুল ধরে হাঁটা । তাও যদি পঞ্চায়েতে দু একটা শিকে ছেঁড়ে !
  • cm | 233.182.217.126 | ২৬ মে ২০১৬ ০৭:৩০716301
  • কংশালে নকশাল মারছিল, কয় কি! নাঃ বড্ড গরম পড়েচে। গুড়জল দরকার।
  • PT | 213.110.242.8 | ২৬ মে ২০১৬ ০৭:৩০716300
  • শাঁওলী মিত্র সর্বত্র এমনকি ইতিহাস চর্চাতেও!!
  • কল্লোল | 125.185.145.219 | ২৬ মে ২০১৬ ০৭:৫৫716302
  • সিএম। দেবব্রত লিখলো "জরুরী অবস্থায় সিপিএম নেতৃত্ব দিব্যি হাওয়া খেয়ে বেড়াচ্ছে মধ্যেখান থেকে নকশাল ছেলে গুলো গুলি খেয়ে মরল"এর মধ্যে কংশাল এলো কোদ্দিয়ে? অন্ততঃ দেবব্রত তো লেখেনি। বড্ড গরম যে পড়েছে, ততো দেখতেই পাচ্ছি, যা লেখা হয়নি তাই নিয়েই নাপানপি। এট্টু বেল খেলেও তো পারেন। শরীরের মধ্যবর্তি জায়গায় গরম কমে।

    তবে হ্যাঁ, কংশালেরাও নকশাল মেরেছে, সিপিএম মেরেছে। যে সব নকশাল লুম্পেনকে আদর করে "লুম্পেন প্রলেতারিয়েৎ" বলে নকশাল নেতারা মাথায় চড়িয়েছিলেন, তদের অনেকেই পিয়োদার হাত ধরে ৭১-৭২এ জেল থেকে ছাড়া পেয়ে বা পুলিশের তাড়া থেকে নিস্তার পেতে নব-যুব'য় ভিড়েছিলো। ৭২-৭৭ তরা বহু সিপিএম-নকশাল মেরেছে, ঘরছাড়া করেছে। এটা ইতিহাস। অস্বীকার করা পাপ।
    তেমনিই সিপুয়েম যে ৭০-৭৭ ঘরে বসে ছিলো সেটাও ইতিহাস, অস্বীকার করা পাপ।
    গত ৫ বছরেও সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি। এক আধবার বাসের সামনের দরজা দিয়ে উঠে পিছনের দরজা দিয়ে নেমে পড়ে আইন অমান্য খেলা। মাঝখান থেকে সুদীপ্ত শহীদ হলো। তার কথা তো আজকাল ভুলেও গেছে সিপুয়েম। আগামী ৫ বছরেও তাইই হতে চলেছে।
    এতো বড়ো একটা ব্যাপার ঘটলো, কোর্ট সিভিক পুলিশ নিয়ে যে রায় দিলো, তাতে পরিস্কার যে নিয়োগে দুর্নীতি হয়েছে। সে নিয়ে কোন কথাই নেই। কারা দুর্নীতি করলো, তাদের শাস্তি দাবী করে রাস্তায় নামা !!! আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় রে!
  • PT | 213.110.242.8 | ২৬ মে ২০১৬ ০৮:২০716303
  • আচ্ছা কল্লোল দা সিপিএম আন্দোলন করল কি করল না তাতে তোমার কিই বা আসে যায়? তুমি তো মনেই কর যে মার্কসবাদ ভুলভাল-তাতে যদি একটা মার্কসবাদে বিশ্বাসী বলে দাবী করে এমন একটা দল হাওয়ায় মিলিয়ে যায় তাতে কিইবা ক্ষতিবৃদ্ধি হবে?

    একটা পোকিতো মার্কসবাদী দল সুসির অবস্থা দেখেছ? মানুষ দলটাকে ঠেলেতে ঠেলতে বঙ্গোপসাগরের নোনাজলে ডুবিয়ে দিয়েছে। মানুষ যদি না চায় তাহলে এই সব দলগুলো উঠে যাওয়াই তো সমাজের পক্ষে মঙ্গল।
  • lcm | 83.162.22.190 | ২৬ মে ২০১৬ ০৮:২৫716305
  • সিপিএম তো এখন ক্যাপিটালিজ্‌ম-এ বিশ্বাসী না? বিগ কর্প, বিগ ক্যাপিটাল-এর ওপর ডিপেন্ড না করলে মানুষের উন্নয়ন সম্ভব নয় - এরকম পলিসি তো - নাকি?
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ০৮:৩৯716306
  • "একটা পোকিতো মার্কসবাদী দল সুসির অবস্থা দেখেছ? মানুষ দলটাকে ঠেলেতে ঠেলতে বঙ্গোপসাগরের নোনাজলে ডুবিয়ে দিয়েছে। মানুষ যদি না চায় তাহলে এই সব দলগুলো উঠে যাওয়াই তো সমাজের পক্ষে মঙ্গল।"

    PT বাবুর সাথে আবারও একমত (গতকালও একমত হয়েছিলাম)। গণতন্ত্রে মানুষ যেরকম ডিসাইড করবে সেরকমই হবে। সারা পৃথিবীতেই "কমিউনিস্ট" ব্যাপারটা উবে গেছে কারন মানুষ চায়নি। তার জন্য সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের ঘাড়ে দোষ চাপিয়েও লাভ হয়নি, মানুষকে ছাগল বলেও লাভ হয়নি। ইন জেনারাল অ্যাট দি এন্ড অফ দ্য ডে মেজরিটি মানুষ "কমিউনিজম" বা "কমিউনিস্ট পার্টি" চায়নি। সারা ভারতেও এই একই ট্রেন্ড, পবতেও গত ১০-১৫ বছরে এই একই ট্রেন্ড। কাজেই পবতেও কমিউনিস্ট পার্টি ভোটে হারছে, ভবিষ্যতেও আরো ইরেলিভ্যান্ট হয়ে যাবে। অবশ্য পবতে সিপিএমের ইরেলিভ্যান্ট হয়ে যাবার পেছনে আরেকটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হলো দলটার নেতৃত্বহীনতা।
  • d | 144.159.168.72 | ২৬ মে ২০১৬ ১০:৫১716308
  • সুসি! উরিবাবা! সেই যারা স্কুলে জীবনশৈলী শিক্ষার বিরুদ্ধে সই সংগ্রহ করে। ওনাদের বক্তব্যের সাথে দিলীপ ঘোষের বক্তব্যুএর খুব কিসু তফাৎ নাই। উফ!
    বঙোপসাগর কেন পরের মঙ্গলযানে চাপিয়ে মহাশুন্যে ছেড়ে আসলেও হয়।
  • Debabrata Chakrabarty | ২৬ মে ২০১৬ ১৩:২৮716309
  • " গণতন্ত্রে মানুষ যেরকম ডিসাইড করবে সেরকমই হবে" ঠিক কথা কিন্তু আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্রের মডেল বিশেষত যেখানে ত্রিকোণ বা তার অধিক সংখ্যক দলের প্রতিযোগিতা সেখানে সমস্ত ভোট দাতার এক ক্ষুদ্র অংশের ভোটেও শাসক নির্বাচিত হয় , হয়েছে ,এবং হবে তা ছাড়াও ভিন্ন মতাবলম্বী ভোট পরবর্তী রামধনু জোট ইত্যাদি । মোদী' র জয়যাত্রা সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্ধারিত হয়নি - বিভিন্ন আলাদা আলাদা দলের তুলনায় প্রাপ্ত ভোট বেশী পেয়েছেন এই যা । সুতরাং ৬৯ % মানুষ মোদীর বিরুদ্ধে ভোট দিলেও ( সরল হিসাব বললাম , জটিলতায় না ঢুকে ) তাদের মতামত কিছুই ডিসাইড করেনা ।সিস্টেমই এই রকম যেখানে সংখ্যালঘিষ্ঠ প্রকৃত অর্থে সংখ্যাগুরুর ওপর শাসন চালায় ।
  • সে | 198.155.168.109 | ২৬ মে ২০১৬ ১৩:৩৩716310
  • তার মানে সংসদীয় গণতন্ত্র ঠিক জিনিস নয়? কোনটা ঠিক? ওয়ান পার্টি সিস্টেম? সোশালিজম? রাজতন্ত্র? কোনটা বেটার?
  • PT | 213.110.242.4 | ২৬ মে ২০১৬ ১৪:২৫716311
  • মোদীই তো আর প্রথম নায়। কং বোধহয় ঐ ৩০-৩৫% নিয়েই দেশ চালিয়েছে লম্বা সময় ধরে।

    একসময় পন্ডিতেরা বলেছিল যে ভারত টু-পার্টি সিস্টেমের দিকে যাচ্ছে। এখন তারা মুখে সেলোটেপ লাগিয়েছে।

    তবে ক্রমান্বয়ে যদি ভারতে প্রধানতঃ আঞ্চলিক দল শক্তিশালী হতে থাকে তাহলে তো "প্রোপোর্শনাল রিপ্রেসেন্টেশনের" কথা ভাবা যেতে পারে।

    আহারে তাহলে পোকিতো বামদল সুসিকে সব সময়েই দেখা যাবে। এবার এদের কাউকেই কোন চ্যানেলে ডাকেনি।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ১৪:৩৬716312
  • অনেকগুলো নিকৃষ্ট ব্যবস্থার মধ্যে থেকে ডেমোক্রেসি সবথেকে কম নিকৃষ্ট।
  • PT | 213.110.242.4 | ২৬ মে ২০১৬ ১৪:৪৭716313
  • নাঃ সুসিকে স্ট্যান্ডার্ড ধরে আলোচনা করতেই হবে। কেননা এখানে অনেক পন্ডিতই সিপিএমের সমস্ত ভুলের তালিকা জানিয়ে দিয়েছে। এবং সেইসব কারণেই সিপিএম প্রায় বিতাড়িত এমন সিদ্ধান্তও হয়ে গিয়েছে।

    হিসেব করলে দেখা যাবে যে সেই সব ভুলের কোনটাই সুসি করেনি। এতৎসত্বেও তারা শুধু মাত্র জয়নগরের মোয়া হাতে করে বসেছিল গত কয়েক দশক ধরে। সে মোয়াও এখন গিয়েছে। কাজেই সুসি কেন বঙ্গোপসাগরে নিমজ্জিত হল তার হিসেবটা তো বোঝা দরকার!!

    ও হ্যাঁ, আরেক পন্ডিত দীপংকর ভট্টাচার্য যার কিনা বিহারকে লাল পতাকায় মুড়ে ফেলার কথা তারই বা কি হল সেটাও জানা দরকার।
  • Ekak | 53.224.129.63 | ২৬ মে ২০১৬ ১৫:১৭716314
  • সুসি তো রাজনীতির সুখেন দাস । সুখেন কাঁদলে দর্শক হাসে । তাই সিপুএম সুশির ভুল না করে হরনাথ হতে চেয়েছিল । সেই সময় অবধি দর্শক ও দেখত । মাঝখানে ধৃতিমানরা অবশ্য হরনাথদের পা চাটা বুর্জোয়া বলে বেরিয়ে গিয়ে অতিবাম হয়ে যায় । কিন্তু চিবিয়ে চিবিয়ে ডায়ালগ এর কোষ্ঠকাঠিন্য দেখে দর্শক তাদের কে পরিত্যাগ করে । এমন সময় মঞ্চে এলেন ঋতুপর্ণ বুধ্ধবাউ । তাঁর ফিলিমের পুরোটাই এসথেটিক আর বাম দিকটা সিন্থেটিক । দর্শক তখন ব্যোম খচে গিয়ে চাঁদের পাহাড় এর চটি পরা বুনিপ কে ডেকে পাঠালো । আবির্ভাব ঘটল দেব জমানা র । সবই দর্শকের মতিগতি !! ক্রিটিকরা বলেন নিজের আউকাত বুঝে হরনাথ হয়ে থাকলে এখনো কিছু দর্শক জুটতো । এই আর কী :)
  • paglu | 193.82.199.156 | ২৬ মে ২০১৬ ১৮:০৮716316
  • অউকাত বুঝে বুকুনি ঝাড়লে তো অনেকেরই বোলতি বন্ধ হওয়া উচিত, কিন্তু হাতে আছে কিবোর্ড আর বাঙালীর বুলি
  • এলেবেলে | 11.39.56.212 | ২৬ মে ২০১৬ ১৯:৩৪716317
  • ‘সিদ্ধার্থ রায়ের শাসন দেখেছিলে বা অনুভব করেছিলেন’?
    না, তখন দেখার বা অনুভব করার বয়স হয়নি । সে তো সম্রাট অশোকের শাসনও দেখিনি, অনুভবও করিনি। তাতে কী ? তবে সে সময় নির্বাচন চলাকালীন বিরোধীরা প্রার্থী প্রত্যাহার করে নেয় শুনেছিলাম । এখনকার মত রেজাল্ট আউটের পর পরাজয়ের হতাশা থেকে ‘The evil has won’এর তত্ত্ব আওড়ায়নি বোধ হয় ।

    ‘এই সব গুয়ের এক পিঠরাই পব-র কয়েক কোটি মানুষকে বাঁচিয়ে দিয়েছিল’।
    এ ব্যাপারে বড় বড় গায়েনরা গাইছেন । আমি তো সামান্য দোয়ারকি মাত্র আর সব স্কেলে গলা খেলেওনা তেমন ।

    ‘আর যারা মনে করে যে বাম আমলে তাদের হাঁড়ির হাল হয়েছিল তাদেরকে গুয়ের অন্য পিঠ বাঁচিয়েছিল’।
    এবারে মোট ভোট নোটা বাদে ৫ কোটি ২০ লাখ তার মধ্যে গুয়ের অন্য পিঠ পেয়েছে ২ কোটি ৪৫ লাখ । তারা ৯.৫ কোটি জনতার হাঁড়ির হাল ফেরানোর একমাত্র ঠিকাদার এটা ভাবাটাও ‘যার যার নিজস্ব ভ্রান্তিবিলাস’ হতে পারে ।

    ‘কথা হচ্ছে যে "আমি"-একমাত্র "ভালো ও লক্ষ্মী " আর এই দলগুলো করে যারা তারা সবাই "ভারি বিশ্রী" এ অবস্থানটাও তো প্রশ্নচিহ্ণ এড়াতে পারেনা। তারা যতই নোটায় ভোট দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করুক না কেন’!!
    Name: pi

    IP Address : 24.139.209.3 (*) Date:23 May 2016 -- 12:50 AM

    উফ্ফ ! আবার সেই নোটা !!

    এর কথাকে কাউণ্টার না করলে মনের সুখে আটভাট বকে যায়, কিন্তু দুঃখের ব্যাপার হল করলেও বকে যায়। ঃ(
    Name: Arpan

    IP Address : 24.195.237.161 (*) Date:23 May 2016 -- 08:18 AM

    সাধের আবাপ কিন্তু লিখেছিল যে বেশ কিছু সংখ্যক কং সমর্থকেরা তাঁদের কেন্দ্রে বামফ্রন্টকে এবং বাম শরিকের সমর্থকেরা কংগ্রেসকে কিছুতেই ভোট দিয়ে উঠতে পারেননি। অতএব তাঁদের ভোটটা নোটাতেই গেছে। কে জানে, বাম বিক্ষুব্ধ বলতে এদেরও বোঝায় কিনা।
    Name: dc

    IP Address : 195.94.188.153 (*) Date:23 May 2016 -- 10:06 AM

    PT, আপনাকে আগে একবার বলেছিলাম আপনি বড্ডো অযুক্তি নিয়ে তর্ক করেন ঃ)

    দেখুন, নোটাটা আদৌ কোন তর্ক করার মতো ইস্যুই না। আপনি যদি হঠাত নোটা নিয়ে এখানে বা অন্য টইতে না লিখতেন তো এটা নিয়ে আলোচনাই হতো না। নোটা একটা সর্বভারতীয় ফিচার, এর সাথে বামপন্থীদের জেতা বা হারার কোন রিলেশানই নেই। নোটা হল, আমার যদি কোন ক্যান্ডিডেটকেই পছন্দ না হয় তো আমি নোটায় ভোট দেব। মানে এর পেছনে এছাড়া আর কি বিরাট তত্ত্ব আছে তাও বুঝছি না। আগে অনেকে ভোট নষ্ট করতো, তারা এখন নোটায় দিচ্ছে। এবার এই নোটার ঘাড়ে দোষ চাপানোর কি মানে সেটা বুঝছিনা, কারন নোটাতে ডান বাম যে কেউ ভোট দিতে পারে। শুধু বিক্ষুব্ধ বাম কেন, বিক্ষুব্ধ তিনো, বিক্ষুব্ধ বিজেপি, বিক্ষুব্ধ বিক্ষুব্ধ যে কেউ নোটায় ভোট দিয়েছে।
    Name: সে

    IP Address : 198.155.168.109 (*) Date:23 May 2016 -- 10:14 PM

    গোরু-শুওর নিয়ে ইনটলারেন্স, আমিষ-নিরামিষ নিয়ে ইনটলারেন্স এসব থাকবেই।
    কিন্তু ফাইনাল রেজাল্ট একটাই - তৃণমূল জিতেছে। এটা নিয়ে দুঃখে রাগে বিরক্তিতে ঘৃণায় হতাশায় যতই যা কিছু করুন্না কেন, তৃ ণ মূ ল জিতেছে। সিপিয়েম জেতেনি। রাজনীতিতে হারজিৎ আছে। নেক্সটবার চেষ্টা করুন জিততে। হতাশ হলে চলবে না। চেষ্টা করে যান জনগনের ভরসা জিততে। পরের ইলেকশানে জনগন যাকে ভরসা করবে তাকেই বিজয়ী করবে। তা না করে ও কেন বেশি নম্বর পেল, ও কেন পাশ করল, ওকে পরীক্ষক ইচ্ছে করে বেশি নম্বর দিয়েছে, ওর কোশ্চেন কমন পড়েছিল, ও টুকে পাশ করেছে, এইরকম করে হাত কামড়ে কোনো লাভ নেই। হেরোদের যুক্তি এইরকমই থাকে।
    Name: sm

    IP Address : 53.251.90.93 (*) Date:24 May 2016 -- 09:15 AM
    পরিশেষে একটা কথা; যতো আজে বাজে প্রলাপ বকে, মমতার এই বিরাট মার্জিনে জয় কে হেয় করার চেষ্টা চলবে; ততো ছাগল জনগণ তাদের আওকাত বুঝিয়ে দিতে থাকবে।

    হাতের কাছে এত মণিমুক্তো থাকলে কেউ কষ্ট করে টাইপ করে !!

    প্রসঙ্গত সুসি এবং ‘আরেক পন্ডিত দীপংকর ভট্টাচার্য’-র দল প্রি-অশোক ভটচায পিরিয়ডে বৃহত্তর বাম জোট না কীসে যেন একটা ছিলনা?
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ১৯:৪৪716318
  • পিটি র নোটা বিরোধিতা ভিত্তিহীন না । নোটা একটা এথেইস্ট লাইক ফিচার । এটা পার্টিজান রা মন থেকে ঘৃনা করবে এ জানা কথা । সে ইসলামিস্ট হোক বা চাড্ডি সবাই আগে এথেইস্ট এর কল্লা নেয় ।বাংলাদেশের মুসলিমরা প্রমান করার চেষ্টা করে এথেইস্ট রা ছুপা হিন্দু । এপারের হিন্দুরা প্রমান করার চেষ্টা করে এথেইস্ট রা ছুপা মুসলিম । এই ক্ষেত্রেও আলাদা কিচ্ছু না । পার্টিজান মডেল আর রিলিজিওন মডেল একদম খাপে খাপে এক । ওদের ওই নজরেই দেখুন , এত কথা খরচ করার দরকার পর্বে না । দেয়ালে পিঠ ঠেকলেই অন্য ধর্মের আগেও তাকে আক্রমন করবে যে কোনো ধর্মেই সাবস্ক্রাইব করেনি । এ ওদের রক্তে আছে । এবং যত দিন যাবে নোটা সমর্থন করা মানুষদের সিঙ্গল আউট করে হেকল করার একটা সোশাল প্রবণতা তৈরী হবে ।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২০:০০716319
  • হুঁ নোটাটা অল্প কিছুটা এথেইসমএর মতোই বটে।

    তবে কিছুটা ফারাকও আছে। নোটা মানে আমি পলিটিক্সে অবিশ্বাস করি তা নয়। নোটা মানে আমার কেন্দ্রে যে কজন প্রার্থী আছে তাদের কাউকেই আমার উপযুক্ত মনে হচ্ছে না। ধরুন ভবানীপুর কেন্দ্রে আমাকে ভোট দিতে হবে, তো নোটায় দিলাম। সেই আমিই কিন্তু চেন্নাইতে কিলপাক কেন্দ্রে এলে আম্মাকে ভোট দেবো। বা হয়তো পরের বার ভবানিপুর কেন্দ্রে গিয়ে যদি মনে হয় তো বিশেষ কোন প্রার্থীকে ভোট দেবো। মানে এথেইজম এর মতো ইউনিভার্সাল সিস্টেম না।

    তবে এথেইজম এর কথা উঠলে সব রিলিজিয়ন গুলোই যেমন থ্রেটেনেড ফিল করে, সেরকমই হয়তো পলিটিকাল পার্টিগুলোও নোটাতে থ্রেটেনেড ফিল করে। কারন নোটা থাকা মানে পলিটিকাল পার্টিগুলোর ওপর একটা প্রেসার থাকা, তিনো-বাম-কং-বিজেপি মিলে যেমন মিউজিকাল চেয়ার খেলে সেই খেলাটা বন্ধ হয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হওয়া।
  • PT | 213.110.242.20 | ২৬ মে ২০১৬ ২০:৪৫716320
  • এলেবেলে
    এতজনকে কোট করে যদি আমার সঙ্গে বিনিময় সারতে হয় তাহলে অবস্থাটা গুরুতর। নিজের তক্ক বোধহয় নিজে করাই ভাল।
    আমার অব্স্থানের ভুল-ভ্রান্তি যাই থাক, ছদ্ম-নিরপেক্ষতা নেই।
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২০:৫৫716321
  • ডিসি

    পার্থক্য অবস্যই আছে , কিন্তু বিলিফ সিস্টেমটা একরকম । যারা ধর্মীয় লোক তারা সর্বদা স্পিরিচুয়ালিস্ম এর সঙ্গে রিলিজিওন কে গোলায় এবং জোর গলায় দাবি করে বেড়ায় যে সবার ই কোনো না কোনো ধর্ম থাকতে হবে নইলে সে ভন্ড । পার্টিজান রাও একই রাস্তাতে হেঁটে বিইং পলিটিকাল এর সঙ্গে বিইং পার্টিজান কে গোলায় , কোনো পার্টি তে নেই মানে সে এপলিটিকাল হিপোক্রিট :) মজার চিড়িআ এরা !
  • ঈশান | ২৬ মে ২০১৬ ২০:৫৮716322
  • আরে এইটা কী কেস?



    শিগ্গির বলুন। আমার তো আপিস মাথায় উঠল।
  • এটা | 233.229.38.142 | ২৬ মে ২০১৬ ২১:০১716323
  • বিজ্ঞাপন। জেনুইন।
  • Arpan | 233.227.45.209 | ২৬ মে ২০১৬ ২১:০২716324
  • বিজ্ঞাপন।
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২১:০৪716325
  • http://bangla.ganashakti.co.in/

    লিংক দিলুম তো ওই থ্রেডেই :)) সরকারী বিজ্ঞাপন ছেপে ভালো টাকা পাওয়া যায় । এত উত্তেজিত হও ক্যানে ?
  • ঈশান | ২৬ মে ২০১৬ ২১:০৬716328
  • ওঃ তাও ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন