এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭৯৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ০৮:৪৫716395
  • পাগলা জগাই, পাতি ভাট বকছে।প্রথমত,কোনো পত্রিকা যদি এই রকম এড না ছাপায়; সরকার তার কিছুই করতে পারবেনা। এটাতার ডিস্ ক্রিশনের মধ্যে পড়ে।যদি জবাব দিহি চায়; তাহলে এম্পল কারণ আছে জবাবদিহির।
    যদি, তর্কের খাতিরে ধরেও নেওয়া যায়; সরকার পত্রিকাটি ব্যান করল; সেক্ষেত্রেও এই ব্যান করাটাই হতো, গণ র শ্রেষ্ঠ প্রতিবাদ।
    তা, না করে এই রকম পাতা জোড়া নমোর ছবি দেওয়া এড; অন্তত পার্টির মুখ পত্রের মানায় না।
  • পাগলা জগাই | 92.145.222.135 | ২৭ মে ২০১৬ ০৮:৪৯716396
  • অসিলক্ষণ সিন্ড্রোম চিরস্থায়ী, অজর অমর অক্ষয়। ক্লজ ১৮ কপি পেস্ট করলেও একই থাকতো। (স্বগতোক্তি)
  • dc | 132.174.69.193 | ২৭ মে ২০১৬ ০৮:৫০716399
  • উফ, মোদি সরকার গনোকে ব্যান করেছে কারন গনো মোদি সরকারের অ্যাড ছাপায় নি। কি ইস্যু হতো রে ভাই, কি ইস্যুই না হতো! স্রেফ এই একটা ইস্যুতে সিপিএম ২০০ আসন ক্রস করে যেতে পারতো। ব্যান করেনি, ঘুরিয়ে অন্য ব্যবস্থা নিয়েছে? মাসের পর মাস সম্পাদকীয় ছাপতে পারতো, তাতেও সিপিএম মেজরিটি পেয়ে যেতে পারতো।
  • | ২৭ মে ২০১৬ ০৮:৫০716398
  • পোটকেও নেম কলিং ভুল অর্থে ব্যবহার করছেন। কি কান্ড।

    যাই হোক শিবু যে পরিমাণ নোংরামি করেছে তাতে লিখছে না বলে ইগনোর করাঅর কিছু নেই। আর বিভিন্ন নিক থেকে লেখেও মাঝেমধ্যেই। কোন একটা রামকেষ্টর টইতে তো দেখলাম অভ্যু চিনতে পেরে নাম ধরে ডেকে লিখল আর তাতেই আবার সেই নিকটা অফ হয়ে গেল।
  • | ২৭ মে ২০১৬ ০৮:৫০716397
  • পোটকেও নেম কলিং ভুল অর্থে ব্যবহার করছেন। কি কান্ড।

    যাই হোক শিবু যে পরিমাণ নোংরামি করেছে তাতে লিখছে না বলে ইগনোর করাঅর কিছু নেই। আর বিভিন্ন নিক থেকে লেখেও মাঝেমধ্যেই। কোন একটা রামকেষ্টর টইতে তো দেখলাম অভ্যু চিনতে পেরে নাম ধরে ডেকে লিখল আর তাতেই আবার সেই নিকটা অফ হয়ে গেল।
  • dc | 132.174.69.193 | ২৭ মে ২০১৬ ০৮:৫৪716400
  • তবে কিনা আজকের গনশক্তির প্রথম পাতায় আবার গতকালে অ্যাডের সমালোচনাও বেরিয়েছে। যাতা! :d
  • পাগলা জগাই | 92.145.222.135 | ২৭ মে ২০১৬ ০৮:৫৪716401
  • দিকে দিকে কত্ত Chernyshevsky :-p
  • পাগলা জগাই | 117.167.108.183 | ২৭ মে ২০১৬ ০৮:৫৪716402
  • দিকে দিকে কত্ত Chernyshevsky :-p
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ০৮:৫৭716403
  • ওই ক্লজ নিয়ে কি করব? অযুক্তি দিয়ে কি বক্তব্যের সারবত্তা ঢাকা যাবে? হাইকোর্ট তো বন্ধ ব্যান করেছে। তা,সেই ব্যান পার্টি বা পার্টির মুখপত্র কতটা মান্যতা দেয়?
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ০৮:৫৯716405
  • সাত জার্মান,
    একলা জগাই,
    তবু ও জগাই--
  • পাগলা জগাই | 92.145.222.135 | ২৭ মে ২০১৬ ০৯:০০716406
  • zzzzzzzzz....

    আসার সময় দেখে এলাম মনু পাগলা আজকেও কী একটা নিয়ে আশেপাশের সবাইকে খিস্তি করছিলো (স্বগতোক্তি)
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ০৯:০৪716407
  • ওটা জগাই হবে;জগাই তো নাকি?
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ০৯:০৫716408
  • অজ্জিতকে,
    কমিউনিস্টরা দীর্ঘকালীন লক্ষ্য নিয়ে কাজ করে। তাই দলের রণনীতি ও রণকৌশল দুটো স্পষ্ট ও ডিস্টিংক্ট অর্থে ব্যবহৃত হয়। রণকৌশল বা ট্যাকটিক্স (অল্পকালীন) সবসময়েই রণনীতি বা স্ট্র্যাটেজির (দীর্ঘকালীন) অধীন থাকে। তাই তাদের কখনও কখনো তাৎকালিক হানির সম্ভাবনা স্বীকার করে নিয়েও অপ্রিয়, বা কথিত জনস্রোতের বিপরীতে স্ট্যান্ড নিতে হয়।
    উদাহরণঃ চীন-ভারত সীমান্ত সংঘর্ষের সময় সিপিএম এর স্ট্যান্ড। যা তখন বিপুল ক্ষয়, কারাবাস দিলেও দীর্ঘকালীন ডিভিডেন্ড দিয়েছে। উল্টোদিকে সিপিআই, কংগ্রেসের প্যারাসাইট হয়ে অল্পদিনেই সিফার হয়ে গেছে।
    তাই অনুরোধ, এই তাৎকালিক আর্থিক লাভের ফলে দীর্ঘকালিক রাজনৈতিক লোকসান্হল কি না ভেবে দেখতে! আমার মনে হয় তোমার মনেও প্রশ্নটি আছে, নইলে কেন লিখলেঃ অনিল বিশ্বাস সম্পাদক হলে হয়তো ছাপতেন না। আমিও ছাপতাম না।
    এই স্পর্শকাতর বিষয়ে আমি আর কিছু বলব না।
  • পাগলা জগাই | 233.191.9.128 | ২৭ মে ২০১৬ ০৯:০৬716409
  • হাআআই (স্বগতোক্তি)
  • পাগলা জগাই | 92.145.220.169 | ২৭ মে ২০১৬ ০৯:০৯716411
  • হ্যাঁ আছে, এবং এই নিয়ে তর্কও চলছে। কিন্তু যে অবস্থার কথা শুনেছি তাতে কোনটা এই মুহুর্তে প্রায়োরিটি সেই নিয়েও তর্ক আছে।
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ০৯:০৯716410
  • যা বাব্বা,রাতে ঘুম হয়নি নাকি? গরু হারানোর দুশ্চিন্তায়, এত কাতর?
  • পাগলা জগাই | 151.0.12.131 | ২৭ মে ২০১৬ ০৯:১১716412
  • হাআআআআই (স্বগতোক্তি)
  • sm | 53.251.91.253 | ২৭ মে ২০১৬ ০৯:১৩716413
  • যাও বাবু , নিক পাল্টে এসো।
  • পাগলা জগাই | 151.0.12.131 | ২৭ মে ২০১৬ ০৯:১৫716414
  • হাআআআই (স্বগতোক্তি)
  • Ekak | 53.224.129.40 | ২৭ মে ২০১৬ ০৯:৩৩716416
  • সেই কে একটা নেম ড্রপইং কে ভুল করে কলিং লিখেছিল সেই থেকে বোধহয় মজা করে এরকম ব্যবহার চলছে :))
  • d | 144.159.168.72 | ২৭ মে ২০১৬ ০৯:৪৫716417
  • অজ্জিতরে একটা কথা বলার ছিল এবং সেটা অজ্জিত বলেই বলার।

    গুরুর কোনও সরকারকেই খসড়া দেবার দরকার নেই তুমি মনে কর। বেশ। গনশক্তিরও মোদীর অ্যাড ছাপানো ঠিক নয় এটাও তুমি মনে কর বেশ। ফেয়ার এনাফ।
    কথা হল গুরুর খসড়া দেওয়া নিয়ে লোকজন যারা বেশ ঘোষিত সিপিএম সমর্থক শুধু এই ঔচিত্য অনৌচিত্যতেই থেমে থাকে নি। টীকা টিপ্পনি থেকে ঈশানকে ব্যক্তি আক্রমণ, গুরু পয়সা খেয়েছে জাতীয় কথা, গুরু 'অ্যাস লিকিং'এ লিপ্ত হয়েছে জাতীয় নোংরা কদর্য্য অভিযোগ এই সবই চলেছে গত পাঁচ বছর ধরে। তুমি কর নি একশোবার সত্যি। কোনওটায় আপত্তিও জানাও নি। হতে পারে হয়ত খেয়াল কর নি অথবা প্রয়োজন মনে কর নি। আবার গনশক্তিকে নিয়ে টিপ্পনি শুরু হতেই তুমি সেটায় রিয়্যাক্ট করেছ।
    তো এইটা দেখে আমার একটু খারাপ লাগল।
  • d | 144.159.168.72 | ২৭ মে ২০১৬ ০৯:৫১716418
  • ওঃ মজা? তাই বল। পোটকে প্রচন্ড ভাল নেহেরু টাইপ ঈঙ্রিজি লেখেন তো। তাই বেজায় অবাক হয়েছিলাম।
  • dc | 132.174.69.193 | ২৭ মে ২০১৬ ০৯:৫৩716419
  • হুঁ এই গুরুর খসড়া নিয়ে একদল আরেক দলকে খোঁচায় সেটা অনেক দিন থেকেই দেখছি। (খসড়াটা চোখে দেখি নি কারন তখনো গুরুতে আসতাম না)। মাস কয়েক আগেও বোধায় ভালো বিতর্ক হয়েছিল।
  • পাগলা জগাই | 151.0.12.142 | ২৭ মে ২০১৬ ০৯:৫৮716420
  • বুঝলাম, কিছুটা মেনেও নিলাম।
  • d | 144.159.168.72 | ২৭ মে ২০১৬ ১০:০০716421
  • অ্যাকচুয়ালি গনশক্তির এই লিঙ্কটা জমিয়ে রাখতে হবে। ঐ পুটকি তথা বিভিন্ন সংখ্যক বিস্ময় চিহ্ন তথা যাগ্গে, যখনই আবার 'ভন্ডামি' 'মিথ্যেকথা' ইত্যাদি নিয়ে হাজির হবেন তক্ষুণি এইটে ধরিয়ে দিতে হবে।
  • পাগলা জগাই | 151.0.12.142 | ২৭ মে ২০১৬ ১০:০১716422
  • আসলে কিছু খোঁচা নিজেও এখনো খেয়ে থাকি বলে ব্যক্তিস্তরের কথাগুলো পুরোটাই ইগনোর করার অভ্যেস হয়ে গেছে।
  • ন্যাড়া | ২৭ মে ২০১৬ ১০:০৫716423
  • সইত্যের খাতিরে বলতেই হল যে এরকম কিছু অরিজিতও লিখেছিল, এখানে নয় ফেসবুকে।
  • পাগলা জগাই | 117.167.108.73 | ২৭ মে ২০১৬ ১০:০৯716424
  • সইত্যের খাতিরে এও বলতে হল যে সেটা এই সম্পর্কিত ছিলোও না, যদিও সেটা এস্ট্যাবলিশ করার চেষ্টা হয়েছিলো। এর বেশি ক্ল্যারিফিকেশন আরবিট কাউকে দেওয়ার দরকার আছে বলে মনে করি না। যাদের দেওয়ার দরকার ছিলো তারা জানে।
  • potke | 190.215.42.74 | ২৭ মে ২০১৬ ১০:১০716425
  • কোথাও বোঝার ভুল হচ্ছে ন্যাড়াদা, অজ্জিত দা ক্ল্যারিফাই করেছিল।

    বাদ্দাও, তোমার # পাঠিও।। নেক্ষক্ট উইক কথা হবে ঃ)
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ১০:১৩716427
  • অজ্জিতকে,
    "কোনটা এই মুহুর্তে প্রায়োরিটি সেই নিয়েও তর্ক আছে"-- বুঝলাম।
    এইটাই আবার বলছি 'কোনটা এই মুহুর্তে প্রায়োরিটি' অর্থাৎ ট্যাকটিকাল লক্ষ্য কখনই দীর্ঘকালীন রণনীতির বা স্ট্র্যাটেজির ভায়োলেটিভ হবে না।
    হয়েছেটা কী? বালের একটা রাজ্যে ইলেক্শনে হার হয়েছে, হিসেবের চেয়ে অনেক বেশি যা তা ভাবে। বেশ।
    কিন্তু এখনও ত্রিপুরায় আছে আর কেরালায় বিপুল শক্তিতে ফিরে এসেছে। তো? কেরালার পার্টির মাস পেপার "দেশাভিমানী" (?) ইত্যাদি কি মোদির অ্যাড ছেপেছে? মনে হয় না।
    যদি তাই হয়, তো কেরালায় আর বঙ্গে স্রেফ ইলেক্শনে হার হওয়ায় এত বড় পরিবর্তন? একই দেশে দুটো রাজ্যে কি আলাদা আলাদা রণকৌশল হবে?
    আর মোদীকে সিপিএম যে চোখে দেখে, যে যে অভিধায় ভুষিত করে --সেই প্রেক্ষিতে মোদির অ্যাড mere one govt. advt. নয়। এটা ট্যাকটিক্যালও নয়, স্ট্র্যাটেজিক্যাল ভুল!!
    একবার সুদর্শন নামক মোদি/আর এস এস এর চ্যানেলটা দেখুন। যেখানে পলিটব্যুরো মেম্বার বৃন্দা কারাতকে বার বার ছবি শুদ্ধ ছেপে দেশদ্রোহী ষড়যন্ত্রকারী বলা হয় সেখানে মোদির লার্জার দ্যান লাইফ ছবি??
    আবার বলছি কমিউনিস্ট পার্টি কঠিন অবস্থায় স্রোতের বিরুদ্ধে সংগ্রাম করে নীতিগত অবস্থানে অনড় থেকে আগুনে তেতে সোনা হয়, সুবিধাবাদী শর্টকাট রাস্তায় চলে নয়।
    নেহেরুবন্দনা করে সিপিআইয়ের নেতারা তাৎকালিক ফুটেজ পেয়েছিলেন। ওঁদের পাবলিকেশন বিদেশ যাত্রা ভালই চলেছিল। ওদিকে সিপিএম এর জন্যে ছিল দলে দলে ভারতরক্ষা আইনে জেলে যাওয়া। চীনের দালাল বলে গাল খাওয়া, মার খাওয়া ছিল নিত্তনৈমিত্তিক ব্যাপার।
    সেইসময়ে আন্ডারগ্রাউন্ডে গিয়ে সারা বঙ্গ ঘুরে সংগঠন গড়ে তুলেছিলেন গণেশ ঘোষ ও সতীশ পাকড়াশি (দুজনেই কালাপানি ফেরত)। ইস্যু খাদ্য আন্দোলন। সেইসময়ের জনতার ইস্যু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন