এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭৯২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৬ মে ২০১৬ ২১:০৬716328
  • ওঃ তাও ভালো।
  • Arpan | 233.227.45.209 | ২৬ মে ২০১৬ ২১:০৭716329
  • একই বিজ্ঞাপন আজকের এই সময়েও আছে।
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২১:০৯716330
  • তবে হ্যা , পিটি তান্ত্রিক যুক্তিতে , জ্যোতিষের বিজ্ঞাপন ছেপে পয়সা রোজগার যদি কমি দের পক্ষে হারাম হয় তাহলে পার্টি মুখপত্রে ফুল ফ্রন্ট পেজ মোদীর বিজ্ঞাপন ছাপাও তো একই ক্যাটেগরী তে পরা উচিত, নাকি ? না জ্যোতিষ বিজ্ঞান নহে কিন্তু মোদীর উন্নয়নের গল্প বিজ্ঞান ??
  • mukhpatra | 127.194.64.24 | ২৬ মে ২০১৬ ২১:১৮716331
  • উহা মেহনতি মানুষের সংগ্রাম
  • lcm | 83.162.22.190 | ২৬ মে ২০১৬ ২১:২৯716332
  • এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাড মনে হচ্ছে, অশোক স্তম্ভের ছাপ রয়েছে। অগ্রগতির অ্যাড। কালার প্রিন্ট, খচ্চা আছে। তবে গর্মেন্ট অ্যাড তো, পয়্সা পেতে পেতে ছমাস।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২১:৩০716333
  • একক হুঁ বিলিফ সিস্টেমটা একই রকম।

    আর আজকের গনোশক্তি তো সকালেই দেখেছি, কয়েকদিন খোরাকের আশায় সকালে উঠেই গনোশক্তি দেখি :p
  • সে | 198.155.168.109 | ২৬ মে ২০১৬ ২১:৩২716334
  • উঃ এই মোদীর ফটোওলা গণশক্তিটা জাস্ট টুমাচ।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২১:৩৮716335
  • যদ্দুর মনে পড়েছে, অনেক দিন আগে গনোশক্তিতে একবার কোকাকোলার অ্যাড দিয়েছিল আর সেই নিয়ে আজকাল, গনোশক্তি, বর্তমান ইত্যাদিতে বেশ কয়েকদিন বিতর্ক চলেছিল যে গনোতে কিকরে কোকের অ্যাড দেয়, এ কি মহা বিচ্যুতি, ছিছি এই মার্কিন সাম্রাজ্যবাদী অ্যাড কেন গনোতে ছাপা হচ্ছে ইত্যাদি। তখন অবশ্য সিপিয়েম মধ্যগগনে :p
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২১:৪৫716336
  • তা আপনি যেমন ছুঁচো গিলবেন সেই অনুপাতেই তো পেট কামড়াবে :)) সিপুএম রাত্রদিন বাজারীকরণের বিরুদ্ধে প্রিয়াপিজম -এ ভুগবে , কোথায় কে জপ্জন্ত্রের বিজ্ঞাপনে মুখ দেখালো তাই দিয়ে সমর্থকরা লোকের মরালিটি মাপবে , আর এদিকে মোদীর উন্নয়ন যেটাকে এরা উঠতে বসতে মিথ্যে গল্প বলে সেই বিজ্ঞাপন ছেপে দেবে টাকার জন্যে ...লোকে ছাড়বে ক্যানো বাপু :)
  • Ranjan Roy | ২৬ মে ২০১৬ ২১:৫১716339
  • কী আশ্চর্য সমাপতন!
    যখন মমতা প্রথম বার জিতে হল তার একবছর পরে গণশক্তি লিঙ্গবর্দ্ধক যন্ত্রের বিজ্ঞাপন বের করতে লাগল। আমি একজন "স্বঘোষিত বাম" (!) হিসেবে গুরুর পাতায় গণশক্তির সংখ্যা ও পেজ উল্লেখ করে প্রতিবাদ করলাম। তখন কেউ বলেছিলেন যে মমতা গণশক্তির পাতায় সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করিয়ে দিয়েছে তাই।
    বললাম কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন তো বন্ধ হয় নি! আর কমিউনিস্ট পার্টির পত্রিকা তো আবাপ নয়, এর আদর্শ আছে, সদস্য/গ্রাহকদের টাকায় চলে শুধু অ্যাড এর ওপর নয়। তাহলে বশীকরণ তন্ত্র কি দোষ করল?
    এবার মমতা দ্বিতীয় বার জেতার সঙ্গে সঙ্গে মোদির ইয়ে! হায় মার্ক্স!!
    গরু হারিয়ে মাথাটা গেছে নাকি?
  • lcm | 83.162.22.190 | ২৬ মে ২০১৬ ২১:৫১716338
  • মোদীর ছবির জায়গায় যদি একটা ফ্লাইওভার বা ইসরো-র রকেটের ছবি থাকত (যেমন থাকে আর কি গর্মেন্টের অগ্রগতির অ্যাডে) তাইলে এত চেঁচামেঁচি হত না। নজরেও আসত না।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২১:৫৩716340
  • আরে এতো তাও এখন, দলটা আধমরা। সেই নব্বুই আর ২০০০ এর সময়টা একবার ভাবুন, তখন তো অপোসমোস্কিতি ইত্যাদি নিয়ে বিতর্ক তুঙ্গে! হিন্দি সিনেমা, জিনসের প্যান্ট, মাইকেল জ্যাকসন সব তখন অপোসমোস্কিতি। আর সেই সময়ে এই বিতর্ক হয়েছিল :d
  • পাগলা জগাই | 69.90.52.120 | ২৬ মে ২০১৬ ২২:০০716341
  • ওফ, এখানেও এটা আসবে ভাবিনি। অ্যাটলিস্ট এখানে লোকজন একটু খোঁজ খবর রাখে ভেবেছিলাম!

    DAVP ক্লজগুলো একটু দেখে নেবেন। কেন্দ্রীয় সরকারের বা মন্ত্রকের বিজ্ঞাপন রিফিউজ করলে "ব্যবস্থা" নেওয়া হতে পারে।

    http://www.davp.nic.in/Newspaper_Advertisement_Policy.html - ক্লজ ১৮

    রঞ্জনদাও শেষে হুজুগে মাতলেন। ধুস।
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২২:০৪716343
  • ব্যাপার টা অত দুধভাত নয় স্যার :) ডিয়েভিপি রুলস এর আন্ডারে আপননি তখনি আসবেন যখন এম্প্যানেল করিয়ে তারপর বিজ্ঞাপন ছাপতে রিফিউস করবেন । এটা শুধু সরকার বলে আলদা কিছু নয় , আপনি টাটার এম্প্যানেলদ এড পাবলিশার হয়ে তারপর ছাপা রিফিউস করলেও আপনার বিরুদ্ধে টাটা মামলা ঠুকে দিতে পারে । ব্যাপারটা আদৌ সরকারী হুকুম জাতীয় কিছু নয় । গণশক্তি চাইলেই প্যানেল থেকে সরে দাঁড়াতে পারে । যে সরকারের উন্নয়নের গল্প কে মিথ্যে বলি তার প্যানেলে যাব ক্যানো ?
  • পাগলা জগাই | 69.90.52.120 | ২৬ মে ২০১৬ ২২:০৪716342
  • তর্ক আলোচনার স্ট্যান্ডার্ড সত্যিই নিম্নগামী।
  • পাগলা জগাই | 69.90.52.120 | ২৬ মে ২০১৬ ২২:১০716344
  • রেজিস্টার্ড নিউজপেপার হব, অথচ এমপ্যানেল করবো না - এসব তর্ক থিওরেটিক্যালি শুনতে মন্দ লাগে না। যাগ্গে।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:১৩716345
  • সিপিএমের খোরাক হওয়ার ক্যাপাবিলিটি সত্যি অসাধারন, সেই ছোটবেলার থেকে এখনো দেখে চলেছি :d সারাক্ষন একটা হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচিউড মেন্টেন করে চলবে আর রেগুলার খোরাক সাপ্লাই করে যাবে।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:১৬716347
  • আর যে পেপারের (বা পার্টির মুখপত্রর) ওপর জ্বলজ্বল করছে "আমরা নিরপেক্ষ নই, মেহনতী মানুষের পক্ষে" সেই পেপার নাকি মোদি সরকারের গুঁতোর ভয়ে সুরসুর করে ফ্রন্ট পেজ জুড়ে মোদির ছবি ছেপে দিয়েছে :d
  • পাগলা জগাই | 69.90.52.120 | ২৬ মে ২০১৬ ২২:১৬716346
  • আপনার মনোরঞ্জন হচ্ছে তো? "বিনা পয়সায়?" আপনার তো খুশীই হওয়া উচিত!
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২২:২০716350
  • যাব্বাবা :) যে যুক্তি তে কোনো খবরের কাগজ রেজিস্ট্রেশন করিয়েই গভট এম্প্যানেল্মেন্ট এর দরখাস্ত ঠুকে দেয় সেই যুক্তি তো সব কাগজের কাছেই সমান । সরকারের পেমেন্ট দেরিতে হলেও মার যাবেনা , সারা বছরে একটা বাঁধা রোজগার । একই রোজগারের আশায় কাগজ লিন্গ্যবর্ধক থেকে জ্যোতিষ সবকিছু ছাপে । তাদের হ্যাটা না দিলেই হলো :)

    আমার নিজের তো কোনো সমস্যা নাই । বেআইনি নয় এরকম যে কোনো এড কাগজ ছাপতে পারে ,এটা বিশ্বাস করি । সে সাবজেক্ট ছাতার মাথা যাই হোক । কাগজ বিক্কিরি করে কোনদিন লাভ ওঠেনা । এড থেকেই কর্মচারীদের মাইনে হয় । এটা সব কাগজের ক্ষেত্রে সত্যি । এরমধ্যে মিয়ার থীয়রিতিকাল কিস্যু নাই ।

    প্রশ্ন হচ্ছে , এত যুক্তি -আলোচনা -এম্প্যানেল্মেন্ট এর বাধ্যবাধকতা এগুলো সাধারণ পার্টি কর্মী যারা গণশক্তি পড়ে তারা ভেবে দেখতে রাজি হবে কি ? এই আখাম্বা বিজ্ঞাপন তাদের ওপর কি ফল ফেলবে ? মানুষ এমনি খবরের কাগজ আর পার্টি মুখপত্রকে আলাদা চোখে দেখে । যেখানে সরকারী বিজ্ঞাপনের হাত ধরে কালকে বৈদিক শিক্ষায় ক্যান্সার সরানো হচ্ছে টাইপের বিজ্ঞাপন ও প্রকাশ করতে হতে পারে , সেখানে , বোধহয় ভাবা জরুরি ।
  • পাগলা জগাই | 69.90.52.120 | ২৬ মে ২০১৬ ২২:২৩716351
  • কিস্যু ফল ফলবে না। এত লোক গণশক্তি পড়ে (!) জেনে হেব্বি অবাক হয়েছি। তাও মাসে এত্ত লস! আরো অবাক হচ্ছি সিপিএম নিয়ে এত দুশ্চিন্তা দেখে।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:২৬716353
  • একচুয়ালি গণশক্তির আজকের অ্যাডে আমারও কোন অসুবিধে নেই। আজ সকালে অ্যাডটা দেখে একটু মুচকি হেসেছিলাম, ভেবেওছিলাম একবার যে এখানে পোস্ট করি, তারপর কাটিয়ে দিয়েছিলাম। মজাটা পেয়েছিলাম সিপিএমের চিরকালীন হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচিউড আর হিপোক্রিসির কথা ভেবে। এই গণশক্তিতেই কোটি কোটি বাইট খর্চা হয়েছে অন্য বাজারি কাগজ কতো খারাপ সেসব লিখে, কিন্তু নিজেরা কেমন গোলগাল মুখে মোদির ফ্রন্ট পেজ অ্যাড ছেপে দিল আর সাপোর্টাররা জাস্টিফিকেশানও তৈরি করে ফেলেছে, কি কব্বো নাহোলে মোদি কাকু গুঁতো দেবে সে গুঁতো সামলাবো কিকোরে।
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২২:২৬716352
  • লস তো কাগজের ব্যবসার অঙ্গ ।
  • এলেবেলে | 11.39.37.101 | ২৬ মে ২০১৬ ২২:৩১716356
  • ১. ‘এতজনকে কোট করে যদি আমার সঙ্গে বিনিময় সারতে হয় তাহলে অবস্থাটা গুরুতর’।
    Name: PT

    IP Address : 213.110.242.24 (*) Date:19 May 2016 -- 09:01 PM

    জোট না করলে ৫০ টা সিটও সাকুল্যে মিলত না। তবে অনেক বিক্ষুব্ধ, প্রাক্তন বাম বেশ কটা আসনে নোটায় ভোট দিয়ে তিনোর জয়ের পথ প্রশস্ত করেছে।
    Name: PT

    IP Address : 213.110.242.24 (*) Date:19 May 2016 -- 09:21 PM
    বাম বিরোধীরা তিনোর বিরুদ্ধে ভোট দেবেনা। অতি, বিক্ষুব্ধ, তাত্বিক ইত্যাদি বামেরাই নোটায় দেবে। তিনো-বিজেপি সমর্থকেরা অত তাত্বিকতার ধার ধারে না।
    Name: PT

    IP Address : 213.110.242.23 (*) Date:20 May 2016 -- 06:34 PM
    অনের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের অস্তিত্ব রক্ষার দিন নেই আর ।

    এবার খুশি ? নির্বাচন সংক্রান্ত টইতে আমি ২৫ পাতা পেরিয়ে এসে ঢুকি এবং রাত ১১ টার কিছু এদিক-ওদিক নোটার লিং পোস্ট করি । তারপর যা যা মন্তব্য তা কোট করেছি মাত্র।

    ২. Name: PT

    IP Address : 213.110.242.6 (*) Date:21 May 2016 -- 03:03 PM

    এই সদর দপ্তরে কামান দাগার তত্বের ওপরে নির্ভর করে অসীম চাটুজ্জে প্রথম মমতার সঙ্গে জোট বাঁধে। তার পরের ঘটনা তো ইতিহাস-চাটুজ্জেকে আর টিভি চ্যানেলেও কেউ ডাকেনা আজকাল।

    তাই ? চাটুজ্জে যে কখন চ্যাটার্জি হয় কে জানে ! এও কি এক রকমের ‘ছদ্ম-নিরপেক্ষতা’?
    নিজের তক্ক বোধহয় নিজেই করেছি কিছু সংখ্যাটংখ্যা দিয়ে ।ভুল ভেঙ্গে গেলে বড় সমৃদ্ধ হতাম ।
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২২:৩১716355
  • পারসনাল অসুবিধে আমারো নেই :) একচুয়ালি পিটি দার কাছে নেশন ওয়ান্টস টু নো ! মাঝখান থেকে জগাই রেগেমেগে আলোচনার স্ট্যান্ডার্ড সেট করে দিলো :( :(
  • পাগলা জগাই | 69.90.52.120 | ২৬ মে ২০১৬ ২২:৩১716354
  • বাপরে!
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:৩৩716357
  • পিটিদার গোল্ড স্ট্যান্ডার্ড তো আবাপ। ওখানে এই নিয়ে কোন আলোচনা হলে তখন দেখা যাবে :p
  • পাগলা জগাই | 69.90.52.120 | ২৬ মে ২০১৬ ২২:৩৪716358
  • ধুর একটা লোকের পিছনে সারাদিন লেগে থাকতে বোর লাগে না তোমাদের?

    আমি রাগিনি, সিম্পলি বোর হয়েছি। সকাল থেকে ফেবু, ফেবু গ্রুপ, হোয়াটস-অ্যাপ - চতুর্দিকে এইটা। যেটা বেসিক্যালি নন-ইস্যু।
  • Ranjan Roy | ২৬ মে ২০১৬ ২২:৩৬716359
  • কমিউনিস্ট পার্টির ইতিহাস আজকের নয়। আগের স্বাধীনতা পত্রিকা, দেশহিতৈষী বা গণশক্তির ইতিহাসও আজকের নয়।
    এর চেয়েও অনেক বেশি দুর্দিন কমিউনিস্ট পার্টি ও তার পত্রিকা দেখেছে। চীনযুদ্ধের সময়, এমার্জেন্সির সময়।
    তখন কি স্বাধীনতা বা অন্য পত্রিকা রেজিস্টার্ড ছিল না? বন্ধু সরকারের সময় এম্প্যানেল্ড হওয়ার বাধ্যবাধকতা এক কথা আর যে সরকারের ----?
    ইমার্জেন্সির সময় কী ইন্দিরা গান্ধীর ও সঞ্জয় গান্ধীর বড় বড় বিজ্ঞাপন পার্টির পত্রিকায় ছাপা হয়েছিল? অরিজিত বলুন, আমি আপত্তি উইড্র করে নেব, এই পাতায়।
    আর লিঙ্গবর্ধক যন্ত্রের বিজ্ঞাপন ? সেটার তো কোন সরকারী বা আইনি বাধ্যবাধকতা ছিল না, তবে?
    আসলে লাল ঝান্ডা টাঙানো থাকলেও ক্ষমতায় থাকতে য়্হাক্তে ভেতরের সংস্কৃতিটাই ভোগে গেছে।ঃ(((((
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:৩৮716361
  • আমার একটা লোকের পিছনে কখনো সারাদিন লেগে থাকতে ভাল্লাগে না। কিন্তু সে অফুরান অক্লান্তভাবে খোরাক সাপ্লাই করে যায় তো কি করবো? ঃ( তাও তো পিটিবাবুর বেশীর ভাগ পোস্টে কোন রিয়াক্টই করিনা, মাঝে মাঝে শুধু অল্প একটু মজা নি। এই যেমন কয়েকদিন নোটা নিয়ে চলছে, যেটা আদতে একটা নন ইস্যু। তা সেটাতেও দায়িত্ব নিয়ে বিতর্ক তুলে চলেছেন, সে আর কতো ইগনোর করা যায়? ওভারের পর ওভার ছটা করে বল ফুলটস দিয়ে চললে একটা দুটো তো ছক্কা মারতে হয়, নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন