এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 160.129.67.222 | ১৬ অক্টোবর ২০১৭ ১৫:০৪725449
  • আম্মো ভেবেছিলাম ঐ লিংটা দোবো, কিন্তু লেখার concluding remarks পড়ে ঘেঁটে গেলুম!!
    "While India has not fallen 45 places in the Global Hunger Index, our rank continues to be dismal relative to other countries. In 2014, we stood at 99 and in 2017 our rank is 100."
    মানে এত্তো গপ্পের পরে গত তিন বছরে অব্স্থা এতটুকু বদলায়নিকো!!
  • lcm | 109.0.80.158 | ১৭ অক্টোবর ২০১৭ ০৯:৩১725451
  • এই কূলে দিদি
    আর
    ওই কূলে মোদী
    মাঝখানে জনগণ
    ঘেমে নেয়ে যায়!
  • | 144.159.168.72 | ১৭ অক্টোবর ২০১৭ ১০:০৫725452
  • "কালিং"!!!
    উহ সক্কাল সক্কাল মাথায় আগুন ধরে গেল
  • S | 184.45.155.75 | ১৭ অক্টোবর ২০১৭ ১১:৫৮725453
  • ইকনমি তো ইসে মানে না খারাপ কথা লিখবো না। আইএমেফ আর বাকিরা জোড় জবরদস্তি সিলভার লাইনিঙ্গ দেখতে চেস্টা করছে। আসলে এরা খুব চেচিয়েছিলো যে মোদি এসে এক্কেবারে গ্রোথের জোয়ার নিয়ে আসবে। কিন্তু কিস্যু হয়নি।

    একমাত্র গুড নিউজ হলো তেলের দাম তেমন বাড়বে না আন্তর্জাতিক বাজারে, আর সোনার দাম এখনো বেশ কমই আছে। নইলে সবই মায়া হয়ে যেতো এতোদিনে।
  • দেব | 135.22.193.149 | ১৭ অক্টোবর ২০১৭ ১২:৩৪725454
  • robuর দেওয়া লিঙ্ক থেকে -

    ...The various policies of the Modi government, while outwardly focused on the small and the weak, are indirectly strengthening the economy by culling them.

    হুউ বয়। ইট ওয়াজ অল প্ল্যানড ফোকস!

    স্বরাজ্যের রেগুলার পাঠকেরাও দেখছি প্রবন্ধটার নিচে কমেন্টে খিস্তি দিয়েছে। যাক কিছু আশা আছে তা হলে।
  • amit | 213.0.3.2 | ১৭ অক্টোবর ২০১৭ ১৬:৩৮725455
  • যত দিন একজন বিকল্প নেতাকে প্রধান মন্ত্রী হিসেবে ইলেকশন এর অন্তত ১ বছর আগেই থেকে প্রজেক্ট করা না যাবে, তত দিন মোদী কে সরানো খুব ডিফিকাল্ট। নিজের চোখে দেখা, ইভেন মোদিকে গালাগাল দেওয়া লোকজ্জন ডিমনি , GST নিয়ে ঝাড় খাওয়ার পরেও 2019 এ অন্য কে বেটার প্রধামন্ত্রী হতে পারেন বললে খাবি খেতে শুরু করে।

    http://www.ibtimes.co.in/do-people-like-modi-because-55-indians-support-autocracy-military-rule-745878

    তবে এই কালিং নিয়ে লেখাটা একেবারে চূড়ান্ত নাত্সি ম্যানিফেস্টো। এর এগেইনস্ট এ কেস করা গেলে ভালো হয়।
  • | 144.159.168.72 | ১৭ অক্টোবর ২০১৭ ১৭:২০725456
  • ২০০৪ ২০০৪
  • de | 24.139.119.175 | ১৭ অক্টোবর ২০১৭ ১৮:২৪725458
  • ক্ষীই সব থিওরি!!!

    মাথায় কি আছে এদের?
  • S | 184.45.155.75 | ১৭ অক্টোবর ২০১৭ ১৯:০২725459
  • সবার আগে মোদিকে সরানো দরকার। সবথেকে অপদার্থ প্রধান মন্ত্রী হতে চলেছে।
  • S | 184.45.155.75 | ১৭ অক্টোবর ২০১৭ ১৯:০৫725460
  • কথা নেই বার্তা নেই সব ওয়ার্ল্ড লীডারদের শুধু জড়িয়ে ধরে। নো ওয়ান্ডার তারা পরে আচ্ছা করে বাঁশ দেয়।
  • dc | 132.164.233.138 | ০৩ নভেম্বর ২০১৭ ০৯:৩১725461
  • এটা বেশ ভালো সামারিঃ

    https://hbr.org/2017/11/one-year-after-india-killed-off-cash-heres-what-other-countries-should-learn-from-it

    কিন্তু এখানেও ৩ নং লেসনটা সেই বিহেভিয়রাল ইকনমিক্সের দিকে চলে গেছে, যা কিনা অন্য কোথাও নিওলিবারাল প্রোজেক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাও, এক জায়গায় বেশ কয়েকটা ইস্যু আলোচনা করা হয়েছে।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৭ ০৭:১২725462
  • এই টইটা ঠিক এক বছর আগেই খোলা হয়েছিল।
  • dc | 167.50.13.0 | ০৮ নভেম্বর ২০১৭ ১০:৪২725463
  • আজকের টাইমসে একটা ইনফোগ্রাফিক দেখলাম, ডিমনির আগে কারেন্সি ছিল সতেরো হাজার কোটি টাকা আর এখন হয়েছে পনেরো হাজার তিনশো কোটি টাকা। আর ডিজিটাল ট্রানসাকশানের ভ্যালুও গতবছরের তুলনায় কিছু বেড়েছে। তাহলে সরকার যদি আস্তে আস্তে নোট ছাপানো কমাতে থাকে আর ইউপিআই, অনলাইন ইত্যাদি পেমেন্ট অপশানে উৎসাহ দেয় তাহলে ক্যাশ কম্পোনেন্ট আস্তে আস্তে আরো কমতে থাকবে।
  • sm | 52.110.192.99 | ০৮ নভেম্বর ২০১৭ ১৪:০৯725464
  • যেটুকু ডিমনির সময় বেড়েছিল ;সেটা ক্রমহ্রাসমান ।
    এখন লোকজন হু হা করে ক্যাশ ইউজ করছে।
    কার্ড রাখার চার্জ বেড়েছে।
    প্রচুর জালি ও ফ্রড হচ্ছে
    । লোকজন ভয় পেয়েছে।বেশি কার্ড বা অনলাইন ইউজ করছে না। যেটুকু সংখ্যাতত্বের হিসাবে বেড়েছে সেটা অনেকটা বাধ্যতা মূলক।
    যেমন কলেজ এ ভর্তি হবার ফি,রেল টিকিট বুকিং ,হোটেল বুকিং ,অনলাইন শপিং এসব ক্ষেত্রে।
    বাকি জনতা যেমন ছিল তেমনটি ই বিহেভ করছে।
    তারপর এতো যে পানামা পেপারস বা প্যারাডাইস পেপারস বেরোলো -এতে তো সরকার পুরো কুলুপ এঁটেছে।
    বিজয় বাবু বলছেন ইন্ডিয়া তে তিহার জেলে ,
    মানবাধিকার লংঘিত হয় বলে তিনি বিলেতে থাকবেন।
    অমিতাভ বাবু ,বলেছেন আমাকে আমার মতো থাকতে দাও।
  • b | 135.20.82.164 | ০৮ নভেম্বর ২০১৭ ১৪:২২725465
  • সরকারী পেয়াদা যদি সারাক্ষণ লোকের চুল ধরে টানতে থাকে তবে লোকে আরো বেশি বেশি করে ন্যাড়া মাথায় ঘুরবে। বিহেভিয়ারাল চেঞ্জ।
  • | 144.159.168.72 | ০৮ নভেম্বর ২০১৭ ১৪:৫০725466
  • আহা পানামা পেপারসে নাম ছিল বলেই তো অমিতাবচ্চনকে জিএসটির ব্র্যন্ড অ্যাম্বাসাডার করা হয়েছিল। এবার প্যারাডাইসে নাম উঠেছে পরবর্তীতে আরো ভাল কিছু দেওয়া হবে নিশ্চয়। আফটার অল কালোটাকা ওদূর্ণিতির বিরুদ্ধে ফেকু একাই ৫৬ ইন্চি বাগিয়ে লড়ছে কিনা! আর মুকুল কি আর সারদার কিছু টাকা আর কাঁচড়াপাড়ার ঐ অত অত বাড়ি জমির কিছু কিছু বিচিপির রজ্য কমিটির সন্নেসিদের ভোগে দেবে না?
    আহা আমাদের দূর্নীতিমুক্ত ভারত আর স্বচ্ছ সাদা বিচিপি
  • | 144.159.168.72 | ০৮ নভেম্বর ২০১৭ ১৫:১১725467
  • *দূর্নীতি
  • dc | 120.227.237.106 | ০৮ নভেম্বর ২০১৭ ১৫:৪২725469
  • লোকজন কি আগের মতোই ক্যাশ ইউজ করছে, নাকি এখন ডিজিটাল একটু বেড়েছে? এটা নিয়ে নানান রকম ডেটা বেরোচ্ছে, বেশ কনফিউজিং হয়ে গেছে। আবার হোয়াটসয়াপও তো নাকি ডিজিটাল পেমেন্ট ফেসিলিটি আনছে, অনেকটা ইউপিআই এর মতো। আমার মনে হয় ডিমনির ফলে ডিজিটাল অপশানের অ্যাওয়ারনেসটা বেড়েছে। আর সরকার যদি কারেন্সি একটু কম ছাড়ে তাহলে আস্তে আস্তে ডিজিটালের ভল্যুম বাড়তে পারে।
  • | 144.159.168.72 | ০৮ নভেম্বর ২০১৭ ১৫:৫২725470
  • আমার এলাকায় সবাই ক্যাশে ফেরত গেছে। পেটিএম হয় মুছে ফেলেছে নয়ত বলছে চলছে না। আমরা যারা অনলাইন কেনাকাটি করতাম তারা করি তবে ঐ এদিক ওদিক চার্জ ফার্জ বসানোয় এখন অনেক হিসেব করে চলি আর কি। শুধু ক্রেদিট কার্ডে পেট্রল ভরলে ক্যাশব্যাক পাওয়া যায় ঐটে করি
  • dc | 120.227.237.106 | ০৮ নভেম্বর ২০১৭ ১৫:৫৬725471
  • না আমার পাড়ায় কিন্তু পেটিএম ইউস হচ্ছে, মানে আমার সামনেই লোককে দিতে দেখেছি। সবজির দোকানেও পেটিএম চলে, মাংসের দোকানেও চলে। বরং আমি দোকানদারকে জিগ্যেস করেছি যে এখনও লোকে পেটিএম ইউস করছে নাকি, তাতে বলেছে মাঝে মাঝে করে। তবে এরকম দুয়েক জায়গার অ্যানেকডোট দিয়ে মনে হয় কিছু বোঝা যাবেনা। ডিমনির আগে ডিজিটালের ভল্যুম কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেটা দেখতে হবে, আর সেই বাড়তিটা আগের কয়েক বছরের ট্রেন্ডের থেকে বেশী কিনা সেটা দেখতে হবে।
  • dc | 120.227.237.106 | ০৮ নভেম্বর ২০১৭ ১৫:৫৮725472
  • আমি নিজে অবশ্য কখনো পেটিএম ইউস করিনি, কোম্পানিটাকে কেমন যেন জালি মনে হয়। অ্যান্ড্রয়েড পে দুয়েকবার করেছি। আর কার্ড তো অবশ্যই।
  • | 144.159.168.72 | ০৮ নভেম্বর ২০১৭ ১৬:০৮725473
  • আমি আপিসের সঙ্ঘী সাপোর্টার কিছু কন্ট্রিবিউট করতে হবে, ট্রীটের শেয়ার বা ফেয়ারওয়েল গিফটের শেয়ার একেবারেই পেটিএম দিই। তক্ষুণি তক্ষুণি ট্র্যন্সফার করে দিয়ে দিই।

    গাঁইগুই করলেই হেঁ হেঁ
  • netai | 175.225.106.85 | ০৮ নভেম্বর ২০১৭ ১৬:০৯725474

  • <
  • netai | 175.225.106.85 | ০৮ নভেম্বর ২০১৭ ১৬:১০725476
  • netai | 175.225.106.85 | ০৮ নভেম্বর ২০১৭ ১৬:১০725475
  • dc | 120.227.237.106 | ০৮ নভেম্বর ২০১৭ ১৬:১৭725477
  • হ্যাঁ, নেতাই যে চার্টগুলো দিলেন সেগুলোর কথাই খানিক আগের পোস্টে লিখেছিলাম। এগুলোতে দেখাচ্ছে যে ডিমনির আগের থেকে এখন ডিজিটাল সামান্য বেড়েছে। তবে সেটা কি ডিমনির জন্য নাকি আগের কবছরের ট্রেন্ড মতোই বেড়েছে? এটা নিয়ে নানান রকম লেখা বেরোচ্ছে।
  • amit | 213.0.3.2 | ০৯ নভেম্বর ২০১৭ ০৮:০৮725478
  • ডিজিটাল কারেন্সী ব্যবহার সারা বিশ্বেই স্টাডিলি বেড়েছে গত কয়েক বছরে। এতো অনলাইন শপিং পোর্টাল অপসন আছে বা অন্যান্য পোর্টাল আসছে যে সরকার কিছু না করলেও ওটা এমনি বেড়ে যেত বা যাবে। তার জন্য ৫৬ ইঞ্চি লাগে না।

    বাইরের দেশে যেটা দেখি, ভালো মতো ইন্সেন্টিভ দেওয়া হয় ডিজিটাল ট্রানসাকশান এ। বাস ট্রেন এর টিকেট স্মার্ট কার্ড-এ use করলে প্রায় 30-% সস্তা, পয়সা দিয়ে কাটলে কোনো ডিসকাউন্ট নাই । অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার একদম ফ্রি বা খুব কম চার্জ, কিন্তু ব্যাংকে গিয়ে ম্যানুয়ালি ট্রান্সফার করলে বেশি চার্জ। অনলাইন টেলিফোন বিল, ইলেকট্রিক বিল etc। ডেবিট কার্ড এ দিলে ফ্রি, খুব কম জায়গাতে ক্রেডিট কার্ড এ দিলে হয়তো খুব ছোট (0।২৫ বা 0।5%) একটা সারচার্জ নেয়। তার জন্য লোকে নিজের সুবিধার জন্যেই ডিজিটাল পথে হাটে, ঘাড় ধরে দিনের পর দিন লাইন দাঁড় করাতে হয়না।

    ইন্ডিয়া তে গত Dec- এ গিয়ে অনলাইন প্লেন এর টিকেট কাটতে গিয়ে দেখি কিসব ব্যাঙ্ক ট্রানসাকশান ফী লাগছে, যেটা আগে ছিল না, আগেও অনলাইন কেটেছি বহুবার । আরো কিসব ফী জুড়ে দিলো সেবার। সব নিয়ে প্রায় 3-4-% এক্সট্রা দিতে হলো। এদিকে ক্যাশ এ কাটার উপায় নাই, সব ব্যাঙ্ক এ ৩ মাইল লম্বা লাইন বা এটিএম বন্ধ বা খারাপ। তাহলে ডিজিটাল কারেন্সী তে ইন্সেন্টিভ কোথায় ? এতো জোর করে ঘাড় ধরে পয়সা নেওয়া। দরকারি জিনিস কিনতে হবেই, না খেয়ে তো আর থাকা যাবে না। এখনো দেখি যখন টেলিফোন বিল বা ইলেকট্রিক বিল দি, তখন শুরুতে বলে 1-2-% ডিসকাউন্ট, তারপর ব্যাঙ্ক এ ট্রান্সফার এর সময় 1-2-% চার্জ জুড়ে দেয়, তাহলে লাভ কিসের আর কাদের ? কেন ডিজিটাল পথে যাবো ? বাইরের দেশে এক রুল আর ইন্ডিয়া তে অন্য রুল কেন ? এতো সরকার টেবিল এর তলা দিয়ে চুরি করছে।

    2009 এ UK-তে যখন ছিলুম , একটা নিউসপেপার রিপোর্ট মনে পড়লো, যারা বেশিদিন ছিলেন হয়তো আরো ভালো জানবেন। তখন ওখানে সরকার থেকে একটা প্রপোসাল দিয়েছিলো যে 2015 এ ব্যাংকার চেক বন্ধ করে দেওয়া হবে, কারণ আজকাল সবাই অনলাইন বা এটিএম এ টাকা ট্রান্সফার করে , চেকবুক ইউসেজ খুব কমে গেছে। তখন সেটা নিয়ে পাবলিক ডিবেট করছিলো , যে বুড়ো লোকজন যারা এটিএম কার্ড বেশি ইউসেজ করে না , তাদের অসুবিধা হবে। জানিনা শেষ পর্যন্ত চেক বুক বন্ধ হলো কি না , কিন্তু এই যে একটা ডিবেট এর রাস্তা খোলা রাখা , এটাই ডেমোক্রেসি এর প্রথম শর্ত। সুপারমানগিরি নয়। সেটা হিটলার ও দেখিয়েছিলো , তারপরে কি হলো জানে শ্যামলাল।

    সুস্থ ডেমোক্রেসি তে সরকারের কাজ হলো সমাজের দুর্বল অংশকে কিছুটা হলেও প্রটেক্ট করা, তাদেরকে বেকার ভোগানো নয়। এই বালের সিয়াচেন এর নাম করে যে এতো কোটি কোটি লোক কে যে ৩ -৪ মাস ধরে ভোগানো হলো, সেটা যদি আদৌ কিছু ভালো উদ্দেশ নিয়েও করা হয়ে থাকে (যেটা আমি একেবারেই মনে করি না ), তাহলেও এই ভোগান্তি কি আদৌ জাস্টিফায়েড ?
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ০৮:২৮725481
  • ঠিক বলেছেন। প্লেনের টিকিট কাটার জন্য একটা কনভিনিয়েন্স ফি জুড়ে দেয়, এটা আমাদের দেশের একটা উদ্ভট নিয়ম। এই ফিগুলো তো অবশ্যই বন্ধ করা উচিত।

    আর ছাপ্পান্ন ইঞ্চির কথা তো যতো কম বলা হয় ততো ভালো :d একটু আশার কথা এটাই যে রাহুলবাবার মুখে দুয়েকটা কথা ফুটছে, দেখা যাক যদি গুজরাটে ধাক্কা খায়। আর ২০১৯তে যদি অপোজিশান সবাই মিলে টাফ ফাইট দিতে পারে তাহলে ছাপ্পান্ন ইঞ্চির সিট কিছুটা কমতেও পারে।

    যাই হোক, কথা হলো যে সরকারের তরফে ডিজিটাইজেশানের জন্য ঠিকমতো ইনসেন্টিভ দিতে হবে, আরো বেশী পাবলিসিটি করতে হবে, ইনফ্রা তৈরি করতে হবে। পস মেশিনের ব্যাবহার যাতে আরও অনেক বেশী বাড়ে সেই ব্যাবস্থা করতে হবে, ইনফর্মাল ইকনমিকে আস্তে আস্তে কিভাবে ফর্মালের দিকে কিছুটা আনা যায় সেটা দেখতে হবে। পরের ভোটে যদি ছাপ্পান্ন ইঞ্চি হারে আর কং আসে তাহলে হয়তো এই ট্রান্সফর্মেশানটা বেটার ম্যানেজ করতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন