এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬১৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 144.159.168.72 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:৩৯725515
  • এই গেরুয়া সন্ত্রাসীগুলো সব কাজই মাথায় বাড়ি মেরে করাতে চায়, তাই ঐ এটিএম ফী হ্যান ত্যান।

    ভোর পাঁচটা কেন আরো সকালে উঠে কয়লাঘাটয় গিয়ে রেলের টিকিট কেটেচি। এখনও দিব্বি বাড়ীর কাছের ইস্টিশানে গেলে এক পয়সাও চার্জ করে না আর তখন স্টেশানের কাউন্টারে বসে থাকা বাবুদের সাথে দাল্লালদেরও কিছু উপায় করার ব্যবস্থা খোঁজে, না পারলে ভারী অসন্তুষ্ট হয়। অনলাইন কাটলে তেনাদের সেই উপায়তেও ব্যঘাত ঘটে তো। ঘুঘুর বাসা সত্যিই ভাংতে চাইল;এ সরকারের উচিৎ অনলাইনে উৎসাহ দিতে কিছু ডিসকাউন্ট রাখা, যেটা CESC রাখে।
  • দেব | 135.22.193.149 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:৪১725516
  • @S - কি আর করবে? ট্যাক্স দিতে হবে। ভৌতিক টাকাকে সরকার সহজে ট্র্যাক করতে পারে না। আধিভৌতিক টাকাকে পারে, একদম রিয়েলটাইমে। ফলে এরা ঠিক করেছে জনতাকে হুড়কো দিয়ে অনলাইনে করতে বাধ্য করবে। ব্যাপার তো এই। পুরো জিনিসটাই তো ট্যাক্স কালেকশনের উদ্দেশ্যেই।

    হ্যাঁ চার্জগুলো এমন কিছু বিরাট নয়, ১-২%এর মধ্যে থাকে। ট্যাক্স ছাড়া তো আর সল্টলেক-হাওড়া মেট্রো হবে না। কিন্তু এরা সোজা কথাটা স্বীকার করছে না বলে লোকে চটছে। লোকে কি ভেবেছিল? লোকে ভেবেছে শুধু আদানি-আম্বানিদের গাঁট কাটবে। মধ্যবিত্ত অ্যান্ড ডাউন বিলো ছাড় পাবে। শুধু ক্যাশের বদলে অনলাইন হবে। এখন হোঁচট খেয়েছে।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:৪৩725517
  • আম্বানীও ট্যাক্স দেবে? তাইলে মোদিকে মসনদে বসালো কেন?
  • দেব | 135.22.193.149 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:৫৪725518
  • ও হ্যাঁ বলতে ভুলে গেলাম। আজ সকালের কথা। রাস্তার ধারে একটা চায়ের গুমটি আছে। ছেলেটি পেটিএম নিত। আমি এর আগে কখনও ওকে মোবাইলে পয়সা দিই নি। আজ হাত খালি ছিল তা ওকে বল্লাম পেটিএমে নিয়ে নে। মুখ ব্যাজার করে জানালো পেটিএম বন্ধ করে দিয়েছে। জিগ্যেশ করা হয় নি কেন। একবার গিয়ে জানতে হবে।
  • | 144.159.168.72 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:৫৮725519
  • হা হা এখানে সব্বাই বন্ধ করেছে।
    পেটিএম ট্যু ব্যাঙ্ক ট্র্যন্সফারে বেশ ভাল চার্জ। অল্প মার্জিনে যারা চলে তাদের জন্য সাসটেনেবল মডেল নয় যদি না পুরো পেটিএম নেট হয়।
  • de | 24.139.119.173 | ০৯ নভেম্বর ২০১৭ ১৬:৫৪725521
  • বম্বেতে 99.9% সব্বাই ক্যাশে ফেরত গ্যাছে - ছোট/বড় দোকানদারেরা - এখানে সম্ভবত লোকের পুঁজি বেশী, ক'দিন কষ্টেসৃষ্টে চালিয়ে নিয়েছে, ডিমানির সময়ও আমি ক্যাশ ছাড়া অন্যকিছু নিতে দেখিনি এখানে - আমাকে দুধের দোকান, ফলের দোকান, মেছুনি, সবজিআলা সব্বাই বলেছিলো ক্যাশ ছাড়া নেবো না, দরকার হলে ধারে দিচ্ছি - পরে দিয়ে দিও। তারাই ভালো ভবিষ্যতবক্তা - সবাই বলেছিলো - ইয়ে সব ইধর নেহি চলেগা - ক্যাশ কে সিবা অর কুছ নেহি চলেগা - আমি তখন ভুরু কুঁচকেছিলাম, এখন দেখছি ওরাই ঠিক।
  • | 144.159.168.72 | ০৯ নভেম্বর ২০১৭ ১৮:২৮725522
  • দুধ তো ক্যাশ ছাড়া নেয় না। কখনো নেয় না।
  • sm | 52.110.201.242 | ০৯ নভেম্বর ২০১৭ ২০:১৪725523
  • বড়ো বড়ো কিছু ব্যাংকার এই মহৎ পরিকল্পনাটি সরকার কে দিয়েছে অনুমান করা যায়। এরা বুঝিয়েছে ,নোট বন্দি করলে কয়েক লক্ষ কোটি কালো টাকা বাজেয়াপ্ত হবে আর ব্যাংকের তহবিলে প্রচুর টাকা আসবে; যা কিনা অনাদায়ী ঋণের ঘাট তি মিটাবে আর ব্যাসেল থ্রি চাহিদা পূর্ণ করবে।
    কিন্তু বাস্তবে ব্যাংকের বেশ কিছু অসাধু কর্মী ই ভুল ভাল একাউন্ট তৈরী করে ও ব্যাকডেটে ফিক্সড ডিপোজিট খুলে সরকারের অবস্থা তৈলাক্ত বাঁশে চড়া বাঁদরের মতো করে দিয়েছে।
    ব্যাংকে এখন কয়েক লক্ষ কোটি নগদ জমা পড়ে রয়েছে কিন্তু ধার নেবার লোক নেই। নিলেও বিজয় বাবুর মতন লোক হবে।
    ইদিকে রিয়েল এস্টেট গোঁত্তা খেয়েছে।
    জিডিপি নিচে ডাইভ মেরেছে।
    ডলার এর দাম ইউ এস ফেডেরাল সুদ বাড়ালেই জিডিপি আরো নিচে নামবে।
    ভারী মুশকিল!
  • PT | 213.110.242.15 | ০৯ নভেম্বর ২০১৭ ২০:২১725525
  • গরু যাদের ভিত্তি আর গোবর-চোনা যাদের ভবিষ্যত তারা আর এর চাইতে অর্থনীতির ব্যাপারে কি-ই বা করতে পারে!!
  • sm | 52.110.201.242 | ০৯ নভেম্বর ২০১৭ ২১:২৪725526
  • গরু বলে কি মানুষ লয়!এমন অশ্রেদ্ধা করেন কেমনে?
  • দেব | 57.11.214.240 | ০৯ নভেম্বর ২০১৭ ২১:৩৪725527
  • ছেলেটিকে ফেরার পথে জিগেশ করলাম। বলল পেটিএম থেকে ব্যাঙ্কে টাকা টানতে গেলে প্রথম ৫ বার ফ্রি। তারপর থেকে ৪০ টাকা করে কাটবে। আরো কিছু চার্জ আছে। সে করুণ হেসে বলল ২৫০ টাকা লাভই হয় না ২০০-২৫০ টাকা করে ফি কাটছে স্যার। কি করব।
  • Arpan | 116.51.22.160 | ০৯ নভেম্বর ২০১৭ ২২:৩৪725528
  • দুধওয়ালা অ্যাপে দুধ কিনলে ক্যাশ লাগে না।

    http://www.doodhwala.net
  • S | 202.156.215.1 | ০৯ নভেম্বর ২০১৭ ২২:৪৯725529
  • গুজরাট মডেল কাজ করছেন না বলছেন? প্রফেসার সেন যখন বলেছিলেন তখন সব্বার সে কি রাগ। সকাল বেলায় ইন্ডিয়া টাইমসটা পড়েই সক্কলে বুঝে গেছিলো যে উনি ভুল বলছেন।
  • sm | 233.191.32.86 | ১০ নভেম্বর ২০১৭ ০০:০০725530
  • আজকে একটা রিপোর্ট এ দেখলাম বিল গেটস,জেফ বেজস আর ওয়ারেন বাফে এই তিনজনের মোট সম্পদের পরিমাণ ২৪৮.৫ বিলিয়ন ডলার; যা কিনা অর্ধেক আমেরিকান জনতার মোট সম্পদের চেয়েও বেশী!কি অবস্থা! ইউ এস মডেল ও চলবেনা দেখছি!
  • Atoz | 161.141.85.8 | ১০ নভেম্বর ২০১৭ ০২:১৮725531
  • এই তিনটেকে খপ করে চেপে ধরে সম্পদ দান করিয়ে নিয়ে জনতার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিলেই হয়! ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ১০ নভেম্বর ২০১৭ ০৮:০৬725532
  • তারপর সেই বিখ্যাত ঘটনাটির নাম দেওয়া হবে, "সম্পদ সম্প্রদান"
  • sm | 52.110.202.70 | ১০ নভেম্বর ২০১৭ ২০:০০725533
  • মুম্বাই তে সাড়ে তিন লক্ষ ফ্ল্যাট অবিকৃত পড়ে রয়েছে। সুতরাং রিয়েল এস্টেট এ আগামী কয়েক
    বছর প্রচুর ইনভেস্টমেন্ট এর সম্ভবনা কম।
    কালো টাকা বাজারে প্রচুর তৈরী হচ্ছে।কিন্তু এরা রাখবে কোথায় ?
    সেফ হেভেন হলো -দুটি সোনা ও রিয়েল এস্টেট।
    সোনার দাম অদূর ভবিষ্যতে কমতে পারে আর সোনা ব্যাংকে বিক্রি করা যায় না। তাই সোনার ভবিষ্যৎ বিরাট কিছু নয়।
    রিয়েল এস্টেট এ মন্দা।
    শেয়ার মার্কেট মন্দায় পড়তে পারে; এফ ডি আই উইথ ড্রয়ইং স্টার্ট হলে।
    একমাত্র পরিকাঠামোয় বিনিয়োগ ও ম্যানুফ্যাকচারিং ইউনিট ভালো পারফর্ম করলে, চাকা ঘুরতে পারে।
  • dc | 132.164.71.57 | ২২ এপ্রিল ২০১৮ ১০:০৪725536
  • এখন যে কিছু কিছু রাজ্যে ক্যাশ সার্কুলেশান কম হচ্ছে, এটা সরকারের ভালো পদক্ষেপ। লং টার্মে ক্যাশ সার্কুলেশান আস্তে আস্তে কমিয়ে আনা উচিত যাতে ইলেকট্রনিক ট্র্যানসাকশান বাড়ে। ক্যাশ সার্কুলেশান কমালে ব্যবসায়ীরাও পস মেশিন কিনতে শুরু করবেন, কাজেই আরও বেশী ট্রান্সাকশান রেকর্ডেড হবে।
  • | 2345.108.014523.244 | ০৮ নভেম্বর ২০১৮ ২০:৪৩725537
  • তো তাহলে এটা আজ অন্তত একবার ওঠতেই হয়। আর উঠিয়েছিই যখন এই লিঙ্কটা রেখে যাই।

  • pi | 2345.110.9004512.81 | ০৮ নভেম্বর ২০১৮ ২২:৫৪725538
  • এইত্তো এটা খু`জছিলাম। নামটা মনে পড়ছিল না।

    তুঘলকি বলব কি? তুঘলক পাগলাচোদা হতে পারেন, কিন্তু এরা তো অতিসেয়ানা লুঠেরা।
  • S | 2390012.156.561223.1 | ০৮ নভেম্বর ২০১৮ ২৩:২৬725539
  • আরে ধুর এতো ভালো একটা পলিসি পুরো গুবলেট করে দিয়ে গেলো। অন্য কোনো সরকার আর কোনোদিনও কালাধন খুঁজে পাবেনা। চোর মোদি।
  • pi | 2345.110.9004512.142 | ০৮ নভেম্বর ২০১৮ ২৩:৩১725540
  • ভাল পলিসি??!!
  • S | 2390012.156.561223.1 | ০৮ নভেম্বর ২০১৮ ২৩:৩৩725541
  • আরে কালাধন ধরার পলিসিটাতো ভালো। কিন্তু এতো সব কালাধন সাদা করে দিয়ে গেলো।
  • | ০৯ নভেম্বর ২০১৮ ১০:৫৯725542
  • pi | 7845.29.453412.240 | ০৯ নভেম্বর ২০১৮ ১২:০৯725544
  • কালধন ধরার এই পলিসিটা ভাল কীভাবে একটু বুঝিয়ে দিন। আর তাহলে কেনই বা এতে কালো সাদা হয়ে গেল। আপনি বলছেন পলিসি ভাল , ইম্প্লিমেন্টেশন সমস্যা, তাই তো ? তো, ইম্প্লিমেন্টেশনে কী কী ভুলে কালো সাদা হয়ে গেল ?
  • dc | 342323.228.893412.59 | ০৯ নভেম্বর ২০১৮ ১২:১৫725545
  • আবার যখের ধন।
  • S | 90067.146.9004512.46 | ০৯ নভেম্বর ২০১৮ ১৩:৩৪725547
  • ইমপ্লিমেন্টেশনের কথাই আসছে না, ইন্টেনশনটাই গন্ডোগোলের।

    ডিমনিটাইজেশন কালো টাকা ধরার প্রকল্প ছিলো না, কালো টাকা সাদা করার প্রকল্প ছিলো। মোদি যাদের পয়সায় মসনদে এসেছে, তাদের টাকা সাদা হলো এই উপায়ে। আর কোনোদিনও তাদেরকে ধরা যাবেনা।

    প্রথমে জানা গেলো যে দেশের বাইরে তেমন কোনও কালো টাকা নেই (যদিও এই ইস্যুতে বিজেপি বিগত দশ বছর ধরে চিল্লাচ্ছে)। এখন জানা যাচ্ছে যে দেশের ভেতরেও কোনও কালো টাকা নেই। সমস্যা হলো যে এর পরের কোনো সরকার আর কোনোদিন কালো টাকা বের করতে পারবেনা। কারণ এই সরকার সব কালো টাকা সাদা করে দিয়ে গেছে থ্রু ডিমনিটাইজেশন।

    আমি অবশ্যই মনে করি যে কালো টাকা বের করা প্রয়োজনের ছিলো এবং এখনো আছে। কারণ অর্থনীতির একটা বড় অংশ চলে কালো টাকায়। সেটাকে মুল অর্থনীতির মধ্যে আনলে প্রচুর ট্যাক্স কালেকশন বাড়বে। তাছাড়া যারা এই কালো টাকা স্ট্যাক করেছে তাদের ধরা উচিত। কিন্তু সে আর কোনোদিনও সম্ভব হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন