এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জিমি আর কলতান ৭ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৬ আগস্ট ২০২৪ | ১০৩ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
    গরম থাকলেও কোন কষ্ট হচ্ছে না। চলন্ত গাড়ির জানলা দিয়ে ঝিরঝির করে মেঠো হাওয়া আসছে। মাঝে মাঝে উড়ো বাতাসে কে যেন জলের পরশ বুলিয়ে দিচ্ছে। হাওয়ায় মাঝে মাঝে ভিজে ঝলক। জিমি জানলা দিয়ে মাঠ ঘাট দেখতে দেখতে চলেছে। দুপাশে সবুজ প্রান্তর। গাড়ি বর্ধমান পেরিয়ে বীরভূমে ঢুকে পড়ল। মা তারা কোম্পানির এই মারুতি ভ্যানের ড্রাইভার প্রদীপ দাশ বেশ তুখোড় ছেলে। এদিককার রাস্তাঘাট খুব ভাল চেনে। প্রদীপ জানাল, লাভপুরের সদানন্দ নিখিল ভুবন আশ্রম আর মিনিট চল্লিশের রাস্তা।

    এখানে মনোময়ের খোঁজে যাওয়া হচ্ছে পুরোপুরি অনুমানের ভিত্তিতে, কাকলির কথা অনুসারে। আরও প্রায় আধঘন্টা পরে গাড়ি বাসরাস্তা ছেড়ে ডানদিকের রাস্তায় ঘুরল। কিছুটা যাবার পর রাস্তা কাঁচা। দুদিকে ঘন গাছপালা, প্রায় জঙ্গল মতো। কুবো পাখি ডাকছে কুব কুব করে। আরও নানা ধরণের পাখির কাকলি শোনা যাচ্ছে। নির্জন জায়গা। পাখির ডাক ছাড়া নিস্তব্ধ পরিপার্শ্ব। কলতান বলল, ' প্রদীপ ... আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো ? '
    প্রদীপ বলল, ' হ্যাঁ স্যার.... কোন টেনশান নেবেন না .... আমি ভালভাবে চিনি। আর মিনিট পনেরর রাস্তা ... '। দুটো লোককে উল্টোদিক থেকে কথা বলতে বলতে আসতে দেখা গেল। গ্রামের লোক বোধহয়। খুব সম্ভবতঃ কলতানের সন্দেহ নিরসনের জন্য প্রদীপ গাড়ি থামিয়ে ওদের জিজ্ঞাসা করল, ' ও দাদা .... সদানন্দ আশ্রমের রাস্তাটা কি এইদিকে ? '
    ওদের মধ্যে একজন বলল, ' সোজা যান.... তারপর শিবমন্দিরের পাশ দিয়ে বাঁদিকে ঘুরবেন। সামনেই .... '
    ---- ' ধন্যবাদ '
    লোকদুটো দাঁত বার করে হাসল, তারপর আবার হাঁটতে লাগল। প্রদীপ গাড়িতে স্টার্ট দিল। এই সময়ে জিমি উসখুস করতে আরম্ভ করল। কেমন যেন অস্থির ভাব। জানলা থেকে সরে এসে লেজ নাড়তে নাড়তে কলতানের বুকের কাছে মুখ নিয়ে গিয়ে ডাক দিল ---- ' ভুক ... ভুক ... '
    কাকলি বুঝতে পারল জিমি কোন কিছুর আভাস পাচ্ছে। স্বর্ণালী স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জিমির ছটফটানির দিকে।
    কলতানের সঙ্গে স্বর্ণালীর চোখাচোখি হল একবার। কলতান বলল, ' দেখা যাক .... '

    শিবমন্দিরের পাশ দিয়ে বাঁদিকে গাড়ি ঘুরল। জিমি আবার জানলার কাছে গেল। তার শরীরি ভাষায় বেশ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বেশ খানিকটা বাগান পেরিয়ে আশ্রমের গেটের উল্টোদিকে এসে গাড়ি দাঁড়াল। জিমি লাফিয়ে নেমে গেল গাড়ি থেকে। একপাশে একটা বড় বাঁধানো পুকুর রয়েছে। তাতে অনেক পদ্মফুল ফুটে আছে। খুবই মনোরম পরিবেশ।

    ধুতি পাঞ্জাবী পরা একজন বাগান থেকে বেরিয়ে এসে বিনীতভাবে বলল, ' দাদাভাই আশ্রমে কুকুর ঢোকাবেন না। ' জিমি এদিকে অস্থিরভাবে একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে। গেট দিয়ে ঢুকে সামনে একটা ছোট মন্দির। মন্দিরের পিছন দিকে সুন্দর সাজানো গোছানো চত্বর। তার একপাশে ঝকঝকে দোতলা একটা বাড়ি। আরও একটা একতলা বিল্ডিং রয়েছে তার পাশে।

    কলতান কোন ভনিতা না করে ঝট করে বলল, ' আমরা মনোময় ঠাকু্রের সঙ্গে দেখা করতে এসেছি। ওনাকে একটু ডেকে দিন .... '
    ----- ' কে ... মনোময় ঠাকুর ? ওসব আমি বলতে পারব না .... ভেতরে ঢুকে নীচের অফিসে জিজ্ঞাসা করুন ... ', বলে দোতলা বাড়িটার দিকে দেখাল। ' .... কিন্তু কুকুর নিয়ে ভেতরে
    যাবেন না ... বারণ আছে '

    জিমি কিন্তু ভিতরে ঢোকার কোন আগ্রহ প্রকাশ করল না। সে আশ্রমের পাশ দিয়ে ছুটে কিছুটা গেল রাস্তার বাঁকের দিকে। আবার ছুটতে ছুটতে ফিরে এল। অস্থিরভাবে লেজ নাড়তে নাড়তে ঘুরপাক খেতে লাগল ওদের চারপাশে।

    কলতান ওর মাথায় হাত রাখল। জিমি একবার কলতানের মুখের দিকে তাকিয়ে মন্দিরের পাশ দিয়ে পিছন দিকে রাস্তার মোড়ের দিকে হাঁটতে আরম্ভ করল। স্বর্ণালিরা ওখানেই দাঁড়িয়ে রইল। মোড়ের কাছে পৌঁছে বাঁ দিকে ঘুরল। ডানদিক বাঁদিক দুদিকেই লাল মাটির জমি, হাল্কা ঘাসে ছাওয়া। গরু চরতেও দেখা যাচ্ছে। আরও একটু গিয়ে ডানদিকে এক বিশাল বটগাছ। তার নীচে .... আরে ! চমকে উঠল কলতান .... যদিও জিমির আচরণ থেকে প্রবল সন্দেহ হচ্ছিল কলতানের ---- বটগাছটার তলায় দাঁড়িয়ে আছে ম্যাজেন্টা ব্লু রঙের মারুতি জেন। রাস্তা থেকে পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়ে আছে। রাস্তা থেকে মাঠে নেমে গেল জিমি। তুরতুর করে গাড়িটার দিকে ছুটল জিমি। কলতানও গেল পিছন পিছন। গিয়ে প্রথমেই দেখল নাম্বার প্লেটটা। দেখল ---- WB 54E I 1006 । জিমি গাড়ির চারদিক শুঁকতে শুঁকতে চঞ্চলভাবে চারদিকে ঘু্রতে লাগল। কলতান খুব যে অবাক হল তার না। এটা মোটামুটি তার হিসেবের মধ্যেই ছিল। কিন্তু কানটা টেনে মাথাটা নিয়ে আসতে না পারলে তো আসল কাজই হল না ... মানে, মনোময়বাবুকে খুঁজে পাওয়াটাই আসল কাজ। এ ব্যাপারেও জিমিই পথপ্রদর্শক হতে পারে। কিন্তু তাকে তো এরা আশ্রমের ভিতরে ঢুকতে দেবে না। তাছাড়া মনোময়বাবু তিনমাস ধরে এখানে পড়ে আছেন বলে মনে হয় না, কলতানের মনে হল। আর থাকলেও আশ্রমের বিল্ডিং- এ বসবাস নাও করতে পারেন। কলতান জিমির দিকে তাকিয়ে থাকল। জিমি গাড়িটার পাশে দাঁড়িয়ে জিভ বার করে শ্বাস নিতে নিতে দূরের মাঠের দিকে তাকিয়ে কি যেন চিন্তা করছে। কিসের যেন দিশা পেতে চাইছে তার স্বভাবজ ক্ষমতার দ্বারা। মনোময়কে খুঁজে পাওয়া অবশ্যই দরকার। তাছাড়া গাড়ির নম্বরে 'টি' আর 'আই'-এর জট। কলতান ওখানে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল, শোভাবাজারের ইনসিওরেন্স ক্লেম পেপারটা উজ্জ্বলবাবুর কাছে গেল কি করে। প্রাণময় ঠাকুর সেদিন জানিয়েছিলেন, তাদের ভাঙাচোরা গাড়ি পড়ে আছে সাঁতরাগাছির খোঁয়াড়ে।

    জি আই সির অ্যসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার গৌরীশঙ্কর পাল তো এখনও কিছু জানালেন না। আর একবার খোঁচা মারতে হবে। কলতান ভাবল, আপাতত আশ্রমের অফিসে গিয়ে কথা বলা যাক, জিমিকে বাইরে রেখেই।

    ( ক্রমশঃ)

    ***** আগের পর্বে গাড়ির নম্বর ভুল করে 'টি' -এর জায়গায় 'এল' লেখা হয়েছে। এর জন্য অত্যন্ত দুঃখিত।

    **********************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন