এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চ শিক্ষাকেন্দ্রে ছাত্র রাজনীতি, মারপিট...

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৭ | ২২৯৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • LCM | 24.4.0.122 | ০৭ এপ্রিল ২০০৭ ১২:১৬386170
  • একদল গরীব চাষী অন্য এক দল গরীব চাষীদের বাড়ি ভেঙ্গে আগুন লাগিয়ে দিচ্ছে।

    একদল ইঞ্জিনিয়ারিং কলেজ-এর মেধাবী ছাত্রছাত্রী আর এক দলের সঙ্গে মারপিট করছে, ভাঙ্গচুর করছে।

    একদল বুদ্ধিজীবি আর এক দলকে টার্গেট করে কথার মারপ্যাঁচের কাদা ছোড়াছুড়ি করছে।

    বাঙালী বড় বেশী রাজনৈতিক। এতটা বেশী না হইলেই বোধহয় ভাল হইত। 'রাজনৈতিক' -এর 'নৈতিক' অংশটি লুপ্তপ্রায়।
  • Santanu | 198.36.34.57 | ০৭ এপ্রিল ২০০৭ ১৩:২০386281
  • দু নম্বর পয়েন্ট টা তে আমার খালি মনে হয় যে যখন শিবপুর যাদবপুর এর ভালো ভালো ছেলেরা খড়গপুর বা বিদেশে মাস্টার ডিগ্রী করতে যায় বা বেসরকারী চাকরি করতে যায় - সেখানে রাজ্‌নীতি করতে না পেরে - তারা কি করে?
  • LCM | 24.4.0.122 | ০৭ এপ্রিল ২০০৭ ১৩:২৫386377
  • গুরুচন্ডালি-তে কাল্পনিক "ক্যালাকেলি" করে :-)
  • S | 61.95.167.91 | ০৯ এপ্রিল ২০০৭ ১৪:২১386388
  • হা হা, ওয়েল সেইড। এই যেমন আমি। এমং দুইখাং কলেজে পড়েছি যেখানে পলিটিকাল পার্টির নামগন্ধ ছিল না, আজও নেই। বড় শান্তিতে ছিলাম। এখন গুরুতে ক্যালাকেলি করি।
  • aatagaachhe totapakhi | 141.211.197.149 | ১০ এপ্রিল ২০০৭ ০৩:১৫386399
  • এটা অনেকাংশে হতাশা মিটিয়ে নেওয়ার ব্যাপার। কলকাতার নানা কলেজেই এই রোগটা আছে। আসলে নিজেদের একটা হরিদাস পাল হিসেবে দেখতে চাওয়া আমাদের মজ্জাগত। আর তার অন্যথা হলেই evolution clock এর কাঁটাটকে আমরা পিছিয়ে দি।

    এদিক দিয়ে দৃষ্টান্ত রাখে st xaviers কলকাতা। রাজনীতি আছে, পার্টি নেই। তাই রাজা প্রজা সবই আছে, কিন্তু সেরকম যুদ্ধ নেই।

    আর এই মারপিট ভাঙচুর ইঞ্জিনীয়ারীং কলেজের বাইরেও অনেক হয়। সুতরাং এটা ইঞ্জিনীয়ারীং বা non-ইঞ্জিনীয়ারীং কলেজের প্রবলেম নয়।
  • ulpu sen | 59.93.201.65 | ১১ এপ্রিল ২০০৭ ০০:২৯386410
  • মুশ কিল টা ঠিক কী নিয়ে? ছাত্র রাজ নীতি নিয়ে না মার পিট নিয়ে?

    ১। দুটো কেই রাখ তে হবে। মারামারি ছাড়া রাজ্‌নীতি - এ যেন কাঁঠালের আম্‌সঙ্কÄ!

    ২। গৃহ শিক্ষ্‌ক পড়া বোঝাতে না পেরে যেমন ছাত্র্রের কান ধরেন বা চুল টানেন, ঠিক তেম নি যুক্তি, দম,আর গলার জোর শেষ হয়ে এলেই আপ না-আপ নি হাত, পা, এবং আরো কিছু (!) চল তে শুরু করে।

    ৩। প্রেসিডেন্সী, যাদব্‌পুর ও আরো কয়েক জায়্‌গায় ধুন্ধুমার শুরু হতেই ব্যাস! দাঁড়ান, সবেতো দু-কলি রবীন্দ্র নাথ নেমেছে। এখনো সুমন-মুখি,তার পর কাঁদালি-দুখী, তার পর মিস্টার ব্যান্ডো। অত দ্রুত কম্বল গোটালে চল বে!

    ৪। দেখ লেন তো, অত মার পীট করেও যাদুর ( ৪২০ + ? =) ৪৫০ সোনার ছেলে "টাটা মুর্দাবাদ' দিতে দিতে কেমন টাটার গাড়ীতে চেপে বস ল। এখন নাম লে হয়।

    তাই বল ছিলাম কি, আমাদের সেঙ্গুর নন্দী গ্রামের পোলাপান গুলান তো পড়াশুনো ছেড়ে রাস্তা কাট তে, বিরিজ ভাঙ তে, পাঁচিলে বোমা ফাটাতে ভালই শিকেচে। যাদুর ছেলেদের বুলে দেখ ব নাকি !
  • S | 61.95.167.91 | ১১ এপ্রিল ২০০৭ ১১:০০386421
  • পোস্কার বোঝ যাচ্ছে --

    রাজনীতি আর ভালো ব্যাপার নেই। এর মধ্যে অনেক পলিটিক্স ঢুকে পড়েছে।
  • shyamal | 24.117.233.39 | ২৭ অক্টোবর ২০০৯ ০৬:৪৯386432
  • পুলক সেনগুপ্তকে সেলাম -- না লাল সেলাম নয়।

    গত ৩২ বছরে সিপিএম স্কুলে কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষক ঢুকিয়েছে সেটা সবাই জানেন। সেখানে যোগ্যতার চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে পার্টির প্রতি আনুগত্য। অনিল বিশ্বাস এ ব্যাপারের নাকি শুরুয়াত করেন।
    ভিসি সমেত ওপরের লেভেলে পার্টির চামচে রাখলে বাকী পদ্ধতিটা স্বয়ংক্রিয় হয়ে যায় কারণ রিক্রুটমেন্ট কমিটিতে ওনারাই থাকেন।
    অধ্যাপকরা নিতান্তই ছাপোষা কর্মচারী , সে নিজের ফিল্ডে যদি বিশ্ববিখ্যাত হন , তাও। চাকরী যাওয়া বা প্রোমোশন না হওয়ার ভয়ে নিজের মেরুদন্ডটিকে গুটিয়ে ব্যাগে পুরে কলেজে যাওয়া আসা করেন। সিপিএমের লেজে পা দিয়ে কি হবে !

    সেখানে পুলকবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্সের হেড অফ দা ডিপার্টমেন্ট হয়েছিলেন সদ্য। সেই ভার নেওয়ার পর রিক্রুটমেন্ট কমিটির দায়িত্ব আসে ডিপার্টমেন্টে একজন প্রফেসর ও একজন লেকচারার নেওয়ার।

    কমিটিতে ভিসি, কলকাতা বিশ্ববিদ্যালয়, খড়গপুর ও প্রেসিডেন্সীর লোকেরা ছিলেন (যাঁদের অধিকাংশ খুব সম্ভবত: একই পন্থায় চামচেবাজী করে উঠেছেন)। কমিটি দুজন প্রার্থীর মধ্যে একজনকে সিলেক্ট করে যিনি মেরিটে কম , সিপিএম গিরিতে বিরাট। আর ১৫ জন লেকচারারের প্রার্থীর মধ্যে একজন ব্রিলিয়ান্ট থাকা সত্বেও কমিটি বলে, উপযুক্ত কাউকে পাওয়া যায়নি। ( পড়ুন, কেউই সিপিএমের চামচে নয়)।

    পুলকবাবু , প্রসেসটাতে রাজনৈতিক বায়াস আছে এরকম একটি নোট অফ ডিসেন্ট দিতে চাইলে তাঁকে দিতে দেওয়া হয়নি। তখন পুলকবাবু হেড অফ দা ডিপার্টমেন্ট পদ থেকে ইস্তফা দেন। জানিনা কি করে এক বঙ্গসন্তানের মেরুদন্ড থাকল।

    খুব সম্ভবত: তিনি অধ্যাপক থাকবেন। কিন্তু সিপিএম তাঁর পেছনে লাগবেনা তা কি নিশ্চিত করে বলা যায়?

    কেউ হয়তো প্রশ্ন করবেন, উনি পার্টির চামচে না হয়েও হেড হলেন কি করে? কারণ যাদবপুরে একটি নিয়ম আছে রোটেশন ভিত্তিতে সব প্রফেসরই কিছুদিনের জন্য হেড হবেন।

    দেখা যাচ্ছে যাদবপুরেও সিপিএমের সেই ক্যান্সার ঢুকে পড়েছে।

    http://tinyurl.com/ykzcc4y

  • shrabani | 124.30.233.102 | ২৭ অক্টোবর ২০০৯ ০৯:৫০386443
  • আলোচনা, পরিসংখ্যান গুলো একটু সর্বভারতীয় হতে পারে কি? ডি ইউ, জে এন ইউ, এম্‌স (রামাডস বনাম ভেনুগোপাল উবাচ), ইন্দোর ভুপাল?
    শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি শুধু পশ্চিমবঙ্গে আর কোথাও নেই? ডি ইউ ইলেকশনের পোস্টার দিল্লীর পথে ঘাটে দেখা যায়, লোকসভা নির্বাচনের চেয়ে কম তামঝাম নয়!

    রাজনীতি সর্বত্রই এক, যে দলই হোক এটা বললে কিস্যু বলার নেই কিন্তু যদি কেউ বলে এক দলের আমলে এটা হয় আর অন্য দলের বেলা হয়না তবে মেনে নেওয়াটা মুশকিল ই নয় নামুমকিন!

  • bb | 125.16.17.151 | ২৭ অক্টোবর ২০০৯ ১০:০৪386171
  • shyamal আপনার এই পরিসংখ্যাবিহীন ভাষ্যগুলি মাঝে মাঝে আপনার মতামত ছাড়া কিছুই নয়। এতদিন আপনার মত লোকেরা প্রত্যেকবার ভোটে হেরে রিগিং এর তঙ্কÄ দিতেন। এখন যেই সিপিম হারছে আপনি বলতে শুরু করেছেন যে বরাবরই কংগ্রেস অনেক ভোট পেত ইত্যাদি।
    তেমন এখানে প্রতিবাদ করেছেন বলেই ভদ্রলোক সিপিএম নন আরা বাকীরা সবাই স্বজনপোষণ করছে।
  • tatin | 70.177.57.163 | ২৭ অক্টোবর ২০০৯ ১০:১১386182
  • যাদবপুরের লোকজন খুব একটা মারামারি তো করেনা!
    ওটা বিইকলেজের গাম্বাটরা করে
  • PT | 203.110.243.21 | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০১386193
  • শ্রাবণী: issue-টা ঠিক ধরেছেন। বেশ কিছুদিন মেল লেখালিখি করে মনে হচ্ছে যে গুরুচন্ডা৯-র প্রায় সব forum এর একটাই উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ কত খারাপ সেটা প্রমাণ করা। সরকার বা কোন রাজনৈতিক দলকে গাল দেওয়া যার যার নিজস্ব ব্যপার। কিন্তু সর্বভারতীয় প্রেক্ষাপটটি প্রায় অনুপস্থিত রেখে গাল দিলে আলোচনাটি অর্থহীন হয়ে পড়ে।

    আত্মঘাতী বাঙালী কি নিজেদের গাল দিয়ে দারুণ আত্মশ্লাঘা অনুভব করে?
  • shyamal | 24.117.233.39 | ২৭ অক্টোবর ২০০৯ ১৭:৪০386204
  • এটা মতামত নয়। আমি লিঙ্ক তো দিয়েছি। সেটা পড়ুন। সেটারই বাংলা অনুবাদ লিখেছি।

    সিপিএম সমর্থকরা নিজেদের ভারতে সবচেয়ে কম দুর্নীতিপরায়ন বলে প্রচার করেন। আর যখনই চোখে আঙুল দিয়ে দেখানো হয় যে তাদের মতন স্বজনপোষনের রেকর্ড আর কারো নেই, তখন তাদের যুক্তিটা এরকম।

    আপনারা কি দুর্নীতি করেন?
    না একদম না।
    তবে যে দেখলাম ঐখানে সব স্কুলে সিপিএমের সমর্থক দিয়ে ভরা।
    সে তো হরিয়ানাতেও করে। তামিলনাডুতেও করে।
    ও হরিয়ানা করে বলে আপনারাও করবেন? হরিয়ানাতে তো কনট্র্যাক্ট চাষও হয়। আপনারা সেটা করেন?
  • shrabani | 124.124.86.102 | ২৭ অক্টোবর ২০০৯ ১৭:৪৮386215
  • মানা গেল! আসলে দুর্নীতি করা নিয়ে কারও কোনো আপত্তি নেই (টাটা টীরও নয়), বলে মাথা উঁচু করে করছেনা এটাই সমস্যা!
    কাল যদি সিপিএম সমর্থকেরা বলে যে আমরা ভাই হেভী দুর্নীতিপরায়ণ তাহলে তাদের সাত খুন মাফ, বা:!
  • Samik | 122.160.41.29 | ২৭ অক্টোবর ২০০৯ ১৮:১১386226
  • শ্যামলের মন্তব্যকে অযথা বেঁকিয়ে দেখা হচ্ছে। টন্ট করার জন্যেই কি টন্ট করা?
  • Arijit | 61.95.144.122 | ২৭ অক্টোবর ২০০৯ ১৮:২২386237
  • বেঁকানোর আর কি আছে?

  • Arijit | 61.95.144.122 | ২৭ অক্টোবর ২০০৯ ১৮:২৭386248
  • শ্যামল জনৈক পুলকবাবুর কথা শুনে এবং একটি কাগজে লেখা পড়ে কোনো ইউনির ভিসি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোক, খড়গপুর/প্রেসির লোক - যাঁদের উনি চেনেন না,নামও জানেন না - এক কথায় সিপিএমের চামচা বলে দিতে পারেন - তো সেখানে আবার টন্ট করা ইত্যাদি আসে কোত্থেকে?

    শ্যামলের যদি ফ্রীডম অব এক্সপ্রেশন থাকে তাহলে বাকি সকলের সেই এক্সপ্রেশনকে বোগাস বলার ফ্রীডম আছে।
  • Samik | 122.160.41.29 | ২৭ অক্টোবর ২০০৯ ১৮:৩৭386259
  • স্বাধীনতার তো পরাকাষ্ঠা চলছে! এখন ভাটাবার মুড নেই, এই সুতোতেই পরে লিখব। পয়েন দিয়ে দিয়ে।
  • shrabani | 59.94.96.118 | ২৭ অক্টোবর ২০০৯ ১৯:৩১386270
  • বেঁকিয়ে টেকিয়ে তো বলিনি, মনে হচ্ছে নাকি! সোজাই বললাম তো। চোর চুরি করলে অন্যায় নয় যদি ডিক্লেয়ার্ড চোর হয়। তার মানে যে কোনো লোক যদি কাল নিজেকে চোর বলে ঘোষণা করে চুরি করতে আরম্ভ করে তাহলে তার চুরিটা দোষের হবেনা।
    উচ্চ শিক্ষায় রাজনীতি যখন আলোচনা করছেন তখন পুরো দেশের (ভারত) শিক্ষা রাজনীতি সম্বন্ধে আলোচনা করাই উচিত বলে আমার মনে হয়েছে।
    আর টইটা যদি "পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষাকেন্দ্রে সিপি এমের রাজনীতি" হত আমার কোনোই বক্তব্য নেই কারণ ডেটা নেই,লিঙ্ক নেই, জ্ঞান নেই।
  • Update | 12.163.39.254 | ২৭ অক্টোবর ২০০৯ ২৩:৪৬386282
  • Name:shyamalMail:Country:

    IPAddress:24.117.233.39Date:27Oct2009 -- 08:12PM

    অনেকেই ব্যক্তিগতভাবে সত থাকলেও ছোটবেলার থেকে বাবা মা বা শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে ঐ যে সিপিএম ধরেছেন, তারপরে সিপিএমের দোষ ও অন্যায়গুলো দেখিয়ে দিলেই ক্ষেপে যান। একমাত্র আরেকটি পার্টির সমর্থকদের মধ্যে এই ট্রেইট দেখেছি : বিজেপি। বাবা,মা, শিক্ষকও ভুল করতে পারেন, ততটা শিক্ষিত না হতে পারেন। নিজের মগজ ব্যবহার করুন। অন্ধ বিশ্বাস মানুষকে ধৃতরাষ্ট ক্র্রে। সিপিএমের প্রতিটি অন্যায়ের জন্য যুক্তি দিতে হবে , এমন দায়িত্ব আপনাকে কেউ দেয়নি। জীবনে অন্তত: একবার কোদালকে কোদাল বলতে শিখুন।

    ---------------------------------------------

    Name:DuMail:Country:

    IPAddress:65.124.26.7Date:27Oct2009 -- 10:33PM

    কোদালকে কোদাল বলুন আর পশ্চিমবঙ্গের কোদালকে বলুন পশ্চিমবঙ্গের কোদাল। আপাতত: এইটুকুই।

    ---------------------------------------------

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.98.108Date:27Oct2009 -- 10:35PM

    পশ্চিম-বঙ্গে শিক্ষার ক্ষেত্রে অনিয়ম র কথা কি আমরা জানি না ?
    বাবা এবং দুই কাকা অধ্যাপক হবার সূত্রে খানিক টা জানি। একজন অধ্যাপকের প্রমোশন,বদলি সব কিছু ঠিক হয় তাঁর রং দেখে। এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি দলের প্রতি তাঁর আনুগত্য।
    ব্যতিক্রম আছে। তবে তা হাতেগোনা। এবং শিক্ষার এই রাজনীতি-করণ ই আমাদের সর্ব-ভারতীয় ক্ষেত্রে দ্রুত পিছিয়ে যওয়ার জন্যে দায়ী

    ---------------------------------------------

    Name:DuMail:Country:

    IPAddress:65.124.26.7Date:27Oct2009 -- 10:44PM

    দলের প্রতি আনুগত্যটা বোঝা যায় কি দিয়ে?

    ---------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:117.194.227.165Date:27Oct2009 -- 10:50PM

    যে যা পারছে বলে যাচ্ছে । কে বলে সব দলতন্ত্র ? এরপর তো প্রসূন মুখার্জির পুলিশ কমিশনার হওয়া নিয়েও এই কথা বলবেন আপনারা ।
    ---------------------------------------------

    Name:DuMail:Country:

    IPAddress:65.124.26.7Date:27Oct2009 -- 11:11PM

    এটা একটা কৌতুহল, কথার পিঠে , যেমন আরও একটা প্রশ্ন এসেছিল মনে - যে শুধুই বদলি এবং প্রোমোশন - নিয়োগ নয় তাহলে? নাকি?
    এমনিতে হাজার হাজার টইতে পড়ে কনভিন্সড তো বটেই - যে সব সমস্যাই ঐ সিপিএমের তৈরী। অভ্যুর স্কুল ওদের পড়ার সময় অত্যন্ত ভালো ছিল - আজ রাজনৈতিক নিয়োগের চোটে অধ:পতিত - জিজ্ঞেস করিনা অভ্যু কোন রাজত্বের মাধ্যমিক। গৌহাটীর নেতাজী বিদ্যাপীঠের কথা মনে পড়ে যায় - যে স্কুল ছিল প্রতিবছর স্ট্যান্ডের লিস্টে - কিন্তু আজ প্রায় বন্ধ হবার দশা। সে যাক - সরকার পাল্টালে এই লাভটা অন্তত: হবে যে পশ্চিমবঙ্গের লোক নিজেদের দিকে চেয়ে দেখবে - আর বাকী ভারতের দিকেও। তার আগে অব্দি কথাগুলো বেঁকাই মনে হবে।
  • Arpan | 122.252.231.12 | ২৭ অক্টোবর ২০০৯ ২৩:৫৬386293
  • কেন? সরকার পাল্টালে চেয়ে দেখবে কেন? এখনই বা দেখে না কেন?
  • bb | 117.195.165.111 | ২৮ অক্টোবর ২০০৯ ০০:০৬386304
  • @shyamal বাবা মা দ্বারা অনুপ্রাণিত না হলে বুঝি সিপিএম কে সমর্থন করা যাবে না? আর সবাই বোকা তাই না বুঝে সিপিএমকে সমর্থনকে এটা আপনাকে কে বলল?
    মতামত দিন কিন্তু অন্যদের বোকা ভাবছেন কেন?
  • Arijit | 61.95.144.122 | ২৮ অক্টোবর ২০০৯ ০৯:৫৮386315
  • যে ব্যক্তি প্রকাশ্যে একাধিকবার বলতে পারেন যে সত্তরের দশকে সন্ত্রাস বলে কিসুই হয়নি, এবং যারা এই নিয়ে কিছু বলে তারা সবাই পরের মুখের ঝাল খেয়ে বলে, তাঁকে নিয়ে বা তাঁর মোটিভ/ইনক্লিনেশন নিয়ে বিস্তর প্রশ্ন উঠে যায়। কল্লোলদা বলেন বটে যে সিপিএম তখন লড়েনি - সেটা অন্য প্রশ্ন, ডিবেটেবল - কিন্তু ওই সময়টা পুরো সোনার দিন ছিলো এটা আমি শুধুমাত্র আরেকজনের মুখে শুনেছি - সুব্রত মুখুজ্জে।

    ফ্রীডম অব এক্সপ্রেশন মানার ব্যাপার আছে তো - নিক গ্রিফিনও যা খুশি বলতে পারেন...বলা বন্ধ করার উপায় নেই। তাই ইগনোর মোডই হল বেস্ট। প্রবলেম হল ইরিটেশনটা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায়...
  • a | 115.117.155.196 | ২৮ অক্টোবর ২০০৯ ১০:৩৬386326
  • কেউ কি প: বঙ্গে, শিক্ষাক্ষেত্রে "রাজনইতিক আনুগত্যই উচ্চপদে নিয়োগের মূল চাবিকাঠি" এই তত্বের বিরোধীতা করছেন নাকি? কটা উদা চান? ব্রতীনের ২৭ Oct ১০:৩৫ এর বক্তব্য ১০০% সঠিক।
  • san | 121.50.4.240 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:১৭386337
  • কলেজ ইউনিতে নিয়োগ/টিকে থাকা/পদোন্নতি এবং সিপিএমের চামচাবাজি প্রসঙ্গে শ্যামলবাবুর মন্তব্যকে ১০০% সমর্থন করলাম। প্রশাসনিক পদে নিয়োগ ও বাকিটা স্বয়ংক্রিয় হওয়া প্রসঙ্গেও।

    বেসিকালি উনি কমিয়ে বলেছেন।
  • san | 121.50.4.240 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৩১386348
  • ও হ্যাঁ, পরিবার ও পরিচিত লোকেদের অসংখ্য প্রত্যক্ষ ও পরোক্ষ অভিজ্ঞতার সূত্রে বললাম। কাগজ পড়ে নয়, অচেনা অজানা লোকের কথা শুনেও নয়।

  • Arijit | 61.95.144.122 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৪০386359
  • প্রত্যক্ষ/পরোক্ষ এবং পরিচিতদের উদাহরণসহ উল্টোটা নিশ্চয় গ্রাহ্য নয়? সাধারণত: হয় না।

    (ডি: ১ - এটা কাউকে ডিফেন্ড করা নয়, শুধু এটুকু বলার চেষ্টা যে কোদালকে কোদাল বলাটা এক মাত্রিক হলে সেটাকে পার্টিজান অ্যাটিচিউড বলা হয়

    ডি: ২ - যে কোনো কাউকে শুধু একটা কাগজের খবরের ভিত্তিতে চামচা বলে দেওয়াটা মনে হয় এখনও একটু বাধো বাধো ঠেকে)।
  • nyara | 64.105.168.210 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৫৯386370
  • সিপিয়েমের অ্যাকাডেমিয়াকে - নীচু থেকে উঁচু - কুক্ষিগত করে রাখার ব্যাপারটা তর্কসাপেক্ষ নয়। এর উল্টোদিকে নিশ্চয়ই কিছু উদাহরণ আছে। কিন্তু সেগুলো more of exceptions than rule। যারাই পশ্চিমবঙ্গের লেখাপড়া করেছেন, তাঁরাই এ ব্যাপারে একমত হবেন। যদি না হন, তাহলে মোটিভ অতীব সন্দেহজনক।

    এর উল্টোদিকে যে কথাগুলো উঠে আসে তা হল, অন্য দল কি তা করেনি? করেছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কংগ্রেসও করেছে। কিন্তু সিপিয়েমের মতন এত সিস্টেমিকভাবে করতে পারেনি। সেটা কংগ্রেসের অক্ষমতা। কাল অন্য দল এলে তারাও করবে। কিন্তু এত সিস্টেমিকালি করার মতন ডিসিপ্লিন তাদের আছে কিনা সেটা দেখার বিষয়। আমার মতে নেই। থাকলে একমাত্র বিজেপির আছে। যে কবছর কেন্দ্রে গদিতে ছিল, সেটা তারা করে দেখিয়েছে।

    আর একটা কথা চলছে, ভারতের অন্য রাজ্যে কি এমন জিনিস হচ্ছে না? আমি জানিনা। তবে আমার বিশ্বাস, হয়। খুব ভালই হয়। কিন্তু আবার ঐ কথা বলতে হয়। সিপিয়েমের মতন সিস্টেমিকভাবে কি করতে পারে? সব দলই সিস্টেমটাকে রিগ করতে চায়। অনেকটা পারেও। কিন্তু বত্রিশ বছর ক্ষমতায় থাকলে সেটা যত গভীরে চারিয়ে দেওয়া যায় এক-দু-তিন টার্মের ক্ষমতায় সেটা সম্ভব নয়।

    তবে এও ঠিক, এ বিষয়ে কোন স্টাডি বোধহয় হয়নি। সবাই অ্যানেকডোটাল এভিডেন্স আর পছন্দের কাগজের রঙচড়ানো রিপোর্টের ওপর নির্ভর করে চোয়াল চালাচ্ছি। তাই এ তর্কের শেষ নেই।
  • a | 59.161.98.17 | ২৮ অক্টোবর ২০০৯ ১২:০২386376
  • অজ্জিত দা, তাহলে চামচা বলার parameter কি ঠিক হল?

    মাইরি বলছি, তুমি জানো না how coorrupted this education system in WB। অবিশ্যি অন্য রজ্যের পরিস্থিতি জানি না।
  • Arijit | 61.95.144.122 | ২৮ অক্টোবর ২০০৯ ১২:০৮386378
  • কাগজ টাগজ পড়ে এবং ওই প্রত্যক্ষ/পরোক্ষ অভিজ্ঞতায় অনেকটাই জানি। তবে ওই যে বল্লাম - একমাত্রিক অভিজ্ঞতা নয়।

    কেসটা হল এখানে একটা খবর একটা কাগজে বেরিয়েছে। ক বল্লেন ঙ-কে নেওয়া হয়েছে তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের জন্যে, ঙ-র কোনো যোগ্যতা নেই। ক-এর যে ঞ বলে কোনো ক্যান্ডিডেট ছিলো না, এবং ঞ-কে নেওয়া হয়নি বলেই যে তাঁর রাগ হয়নি - এটা কনফার্ম কে করবে? সেটা না জেনেই আমি খ, গ, ঘ-কে চামচা বলে দিলাম - টু বি নোটেড যে এঁরা সকলেই হয়তো নিজের সাবজেক্টে প্রতিষ্ঠিত লোক...সরি - এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন