এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চ শিক্ষাকেন্দ্রে ছাত্র রাজনীতি, মারপিট...

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৭ | ২২৯৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০৩386262
  • মমতা নিয়েও না চিল্লে কোর্টে গেলেই হয় তো। কোর্ট থাকতে সিপিএম অকারণে বিভিন্ন জায়গায় কেন যে চিল্লায় কে জানে। :)
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০৩386261
  • অসাধারন যারা এর মধ্যে ছিলেন (সুনন্দ, আবাপ অ্যান্ড কোং) তারা তো কোর্টে যেতে পারতেন। এমনকি মমতা ...!
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০৪386264
  • মমতা নিয়ে কোর্টে গিয়ে কি হবে? মমতা তো আর সরকারী চাকরি করত না।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০৪386263
  • এর উল্টোটা হল যদি মনে হয় উনি ১৯৭৫ এই পিএইচডি ডিগ্রি পেয়েছেন তাহলে ইউনির সাথে কোর্টে লড়াই করো।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০৫386265
  • ইউনির সাথে লড়াই কিরকম হবে?
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০৮386266
  • দেশের আবার দুর্ভাগ্য কোথায়? এত খোরাক পাওয়া যাচ্ছে। আজকে হ্যালৌইনের দিন, কি দারুন টাইম-পাস হচ্ছে।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০৯386267
  • হ্যাঁ তা সত্যি। :))) আমি তো সকাল থেকে হেসে চলেছি।
  • Du | 65.124.26.7 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:১০386268
  • ঠিক সেইটাই তো বলছি। শুধু নিয়ম না মেনে কেন - পুরো মায়া ড: লিখলেও আমাদের কোন আপত্তি নেই।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:১১386271
  • আপত্তি আছে তো। মমতাকে নিয়ে তো? শুধু দেখিয়ে দিলেই মেনে নেব। এত বাজে তক্কো করব না। পাক্কা।
  • pi | 128.231.22.89 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:১১386269
  • পবিত্রবাবু ওগুলো কোথায় করেছেন !!
    মানে, এতক্ষণের আলোচনায় আমি তো বুঝেছিলাম,, করেননি।
    করে থাকলে আর ডিগ্রী পাবেন না ক্যানো ?

    আবার প্রশ্নটা করছি। ওনার কমিটি ওনার থিসিস এ কিছি চেঞ্জ করতে বলে, ধরে নিচ্ছি। কারণ সব কমিটি ই বলে। সে যত ই মাইনর চেঙ্‌জ বা কসমেটিক রিভিশন হোক না কেন। এক্ষেত্রে আমরা আদৌ জানিনা, ওনার ক্ষেত্রে চেঞ্জ গুলো কি ছিল। সে যাই হোক, উনি সেগুলো করে কি কারেক্টেড ভার্শন জমা দিয়েছিলেন ?

    আর না করে থাকলে উনি কি ডিগ্রী পেয়েছেন , বলা যায়? যেখানে ওনার ইউনির রুল বলছে, আবারো লিখি,
    If there are deficiencies, the Dissertation Office notifies the student and the department or school, detailing the necessary corrections for the student to be eligible to receive a degree.
    মামুর কলে আন্ডারলাইন করা যায় না। লাস্ট পার্ট টুকু আবার লিখি।
    to be eligible to receive a degree.
    এই কথাটার পর ও বলবে এইটা না করে নিজেকে ডিগ্রীধারী বলাটা অপরাধ নয় ? বে-আইনী নয় ?
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:১২386272
  • এবারে বাড়ী যাই। ভোর থেকে পোচ্চুর কাজালাম।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:১৬386273
  • বাবারে বাবা। শোন, গাড়ী স্পীড করাটাও অপরাধ। বৌকে লুকিয়ে ফ্লার্ট করাটাও। কিন্তু সেগুলোকে কেউ মাল খেয়ে গাড়ী চালানোর সাথে এক করে দেখেনা। সেইরকম থিসিসের ফর্ম্যাটিং ঠিক না করে পিএইচডি পেয়েছি বলাটাও অপরাধ। কিন্তু সেটা এলেবেলে অপরাধ। মায়ের কৌটো থেকে চিনি চুরি করে খাবার চেয়ে এই এট্টুসখানি বেশী।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:১৮386274
  • কেউ ভিসি হলেও এটা এলেবেলে অপরাধ? যেমন পুলিশ কর্তা ওভারস্পিড করলে সেটা নয়।
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:২০386275
  • ৩০ স্পিড লিমিটে ৯০ তে চালালে পুলিশ ঘানি ঘুরিয়ে ছাড়ে। :)
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:২১386276
  • পুলিস-কর্তা স্পীড করলে তার ফাইন হয়। কিন্তু সে নিয়ে বেশী কথা হয় না। এই ক'দিন আগে আমাদের শোয়ার্জনেগারের বউ মারিয়া গাড়ীতে সেলফোন নিয়ে কথা বলতে গিয়ে ধরা পড়েছে। লোকে তাই নিয়ে হেসেছে, কিন্তু ঐটুকুই।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:২২386277
  • তিরিশের জায়গায় নব্বই হল ডিফেন্ড না করে পিএইচডি বলা :))।
  • SS | 128.248.169.167 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:২৬386278
  • ঈশান, ঐ পুলিশ নির্ঘাত পলিটিকালি মোটিভেটেড।
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:২৮386279
  • হ্যাঁ, বিশেষ করে মমতাকে নিয়ে সেই পুলিশ যদি কিছুই না বলে। :)
  • SS | 128.248.169.167 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:৪৫386280
  • একটা মজার গল্প কয়েকদিন ধরে বলব ভাবছি। তা বলেই ফেলি...

    এখানে বাঙালীদের মাঝে এই joke টা চালু আছে। কেউ যখন ডিফেন্স করে থিসিস সাবমিট করার জন্য তৈরী হচ্ছে, সেই পিরিয়ড টাকে বলা হয়, 'পবিত্র সরকার দশা'। তবে আজ অবধি কেউই এই দশা থেকে বেরোতে কয়েক মাসের বেশী সময় নেয়নি এবং নিজের নামের আগেও নিজে নিজেই ড: বসাতে আরম্ভ করেনি (ইউনি র অনুমতি না পাওয়া পর্যন্ত)।
  • pi | 128.231.22.89 | ৩১ অক্টোবর ২০০৯ ০৪:৪২386283
  • উঁহু, ডিফেন্ড না করে ডিগ্রী আছে বল্লে সেটা লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সামিল হবে। পবিত্র সরকার কেসে ঐ ৩০-৯০ ঠিকই আছে :)

    SS, :-))
  • pinaki | 131.151.102.250 | ৩১ অক্টোবর ২০০৯ ০৫:৪২386284
  • পবিত্রবাবু ডিফেন্ড করেছেন তো ১৯৭৫ সালে। থিসিসের ফাইনাল কপি সাবমিট করেন নি। সেটা ক্যালাসনেস। আর সেটা করেননি বলে ২০০৪ এর আগে ডিগ্রী পাননি। আর ডিগ্রী না পেয়েও নিজেকে সর্বত্র ড: বলে পরিচয় দিয়েছেন। নামের আগে ড: লিখেছেন। এগুলো আরও বড় ক্যালাসনেস। তবু 'অপরাধ' ব্যাপারটার সাথে একটু পার্থক্য আছে। উনি যদি অ্যাট অল পিএইচডি না করে এসব করতেন, তাহলে হয়তো ওনাকে 'জালি' বলাটা ঠিক হত। সেটা যখন নয়, তখন ওনাকে 'ক্যালাস' বা 'ক্যালানে' বলাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ০৬:৩৪386285
  • তফাৎ আছে। যার লাইসেন্স নেই সে গাড়ী চালালে মানুষ মরতে পারে। তাই সে ব্যাপারটায় অন্য রকম কড়াকড়ি।

    কিন্তু এসব বলে লাভ কি। যাদের পলিটিক্স সিপিএম বিরোধী তারা (মানে তাদের অধিকাংশই) তো ফক্স নিউজের মত করবেই। মমতার রাজত্বে কি হবে সেটা ঠাট্টার ব্যাপার নয়। নইলে ইনফ্যান্টাইল ডিসঅর্ডার নিয়ে হাসা যেত।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ০৬:৩৯386286
  • অ্যাকচুয়ালি ক্যালানে পবিত্রর চেয়ে পবিত্র-পাঁটা বেটার শোনাচ্ছে :)।
  • pi | 128.231.22.89 | ৩১ অক্টোবর ২০০৯ ০৬:৪০386287
  • না, না, ধরো গাড়ী চালাতে পারে। রোড টেস্টে প্যারালাল পার্কিং এ একটুর জন্যে ফেল। ওর জন্য আর এমন কি অসুবিধা। চালালে কি আর মানুষ মারবে !
    বা, এদেশে কোন কারণে এক্সপায়ার করে গেলো, বা কোনো ঐ রকম ফর্মালিটি র ব্যাপার।

    তবে, ভুল যের্টা , সেটা ভুল ই।
    নৈলে থিসিস কপি না দিয়ে নিজের নামের আগে ড: তুমি ও বসাতে। বসাও তো নেই। কোনো একটা বোধ থেকেই বসাও নি। তাহলে সেই বোধ যাঁর নেই তাঁকে অন্তত নির্বোধ বলো ! এত্ত করে ডিফেন্ড করার চেষ্টা না করে।
    নৈলে লোকে আরো অনেক কিছু বলতে পারে :)
  • vikram | 212.129.88.227 | ৩১ অক্টোবর ২০০৯ ০৬:৪৪386288
  • আমি গুপি করে গাড়ি চলাই আবার ঘন ঘন ফেল করি। ওদিকে ড: ব্যবহার অতি বারুন, অসব্য দেখায় বলে। কি হবে???
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ০৬:৫১386289
  • ঐ ফেল করাটা চলল না। পবিত্র ফেল করে নি তো। আর এক্‌স্‌পায়ার্ড লাইসেন্সে গাড়ী চালালে ছ'মাস অবধি বকুনি দিয়ে ছেড়ে দেয়। তারপর টিকিট দেয়, কিন্তু ডিপেন্ড করে কদ্দিন লাইসেন্স এক্‌স্‌পায়ার করেছে তার ওপর। জিজ্ঞেস করেছিলাম এই কান্ডটা কেন করে। উত্তর ছিল আইসাইট আর আদার ফিজিক্যাল কন্ডিশন চেক করার ব্যাপার থাকে রিনিউয়ালের সময়। সেগুলো ঠিক না থাকলে লোক মারা যেতে পারে। তাই গপ্পোটা একটু আলাদা।

    আর আমি কখনই তো নিজেকে ড: বলিনি, মি:-ও বলিনি। কিন্তু সে তো দুটো অক্ষর বেশী লিখতে ইচ্ছে করে না বলে। আর আমি তো পবিত্রকে ডিফেন্ড করিনি। ঐ যে পবিত্র-পাঁঠা বললাম। আমার পয়েন্ট ছিল ইউনির লোকাল পলিটিক্সকে রাজ্য পলিটিক্সের চেহারা দেওয়া হয়। তাই থেকে তিলকে তাল করা হয়। এই যেমন পবিত্রের কেসটা নিয়ে করা হয়েছিল।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ০৮:০৮386290
  • তখন যেটা বলা হয় নি। আবার একটা পুরনো লিঙ্ক দিই

    কেস ১:-

    http://www.time.com/time/magazine/article/0,9171,1617508,00.html

    When Jones applied for a job at M.I.T. in 1979, it would have been perfectly reasonable for the university to pay attention to her academic record. School officials had little else to judge her by. Twenty-eight years later, the situation is different. They know she's good at her job. She has demonstrated real merit. Why should her employer care about the paper stuff? But, of course, they did care, and she did lie. And she maintained the lie for 28 years until she was outed by anonymous sources. And this wasn't just any lie. It was a lie in the very area in which Jones' job requires her to expect the truth. The dean of admissions, of all people at a university, has to be pretty firm on the question of résumé padding.

    কেস ২:-

    পবিত্র সরকার যিনি দীর্ঘ ১৯ বা ২০ বছর ডিগ্রি না পেয়েও নিজের নামের আগে ডা: ব্যবহার করেছেন এবং তাঁর পদ ছিল যাদবপুরের ভিসি। শিবুদা যা বলল আর কি যাদবপুর পবিত্র বাবুর ডিগ্রির দিকে না তাকিয়ে ওনার বিশেষ ক্ষমতার দিকে তাকিয়ে চাকরি তে রেখে দিয়েছে। ডিগ্রি নেই তো কি ওসব তো চলতা হ্যায় ইয়ার। সামান্য মিথ্যে।

    এরপরেও বলতে হয় কেন এমআইটি এমআইটি আর যদুপুর যদুপুর। দুদি তারপরে কি? হাতে পড়ে থাকে ঔদ্ধত্যের পেনসিল আর হোপলেস রাজ্য। নো ওয়ান্ডার সিপিএম মমতার কাছেও হারছে।
  • bitoshok | 76.113.141.128 | ৩১ অক্টোবর ২০০৯ ০৯:১২386291
  • পবিত্র বাবু-র যাদবপুরে নিয়োগ রিডার পোস্টে, ১৯৭৭ সালে।
    http://www.telegraphindia.com/1040715/asp/bengal/story_3498079.asp

    অংশবিশেষ:

    Jyotirmoy Ghosh, one of the two surviving members of the 1977 selection panel, dropped a bombshell during the day when he said there had been several deserving candidates — “one of them outstanding, Sankha Ghosh” — for the post,but Sarkar had been picked because of his “doctoral degree”.

    “It is not the duty of a panel of experts to crosscheck a candidate’s credentials or supporting papers. It is a clerical task for which a separate department exists,” Ghosh added.


    শঙ্খ ঘোষ নাম টা চেনা লাগে না?
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:০৬386292
  • ধুর মশাই, আপনারা আপনাদের পলিটিক্স করুন গিয়ে। শ্যামলের গলা জড়িয়ে ধরে বসে থাকুন। জোনস আর পবিত্রর কেসে অনেক তফাৎ সেটা আর কতবার বলতে হবে? জোনসের কথায় একটা মেটিরিয়াল মিথ্যে আছে। অর্থাৎ জোনস নিজের ইউনির নাম মিথ্যে করে বলেছিল। আর সেটা এমন নয় যে জোন্স ইচ্ছে করলেই সেই ইউনির ডিগ্রী নিতে পারত। কিন্তু পবিত্রর বেলায় ঐ ফর্ম্যালিটিটুকু শেষ করাটা ঐ মনে করা বা ইচ্ছে করারই ওয়াস্তা।

    আর বীতশোককে বলি। যে কমিটি শংখ ঘোষের চেয়ে একটা পিএইচডি ডিগ্রীকে বেশী দামী মনে করে তাদের নিজেদের যোগ্যতাই তো কোয়েশ্চেনেবল। আপনার পলিটিক্সে সুবিধা হয় বলে আপনি এই সব কমিটির কথা কোট করছেন।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:১১386294
  • পবিত্র বাবুর ক্ষেত্রেও মেটিরিয়াল মিথ্যে আছে। উনি ডিগ্রি না পেয়েও ডা: পদবী ব্যবহার করেছেন। এটা কি মেটিরিয়াল মিথ্যে নয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন