এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চ শিক্ষাকেন্দ্রে ছাত্র রাজনীতি, মারপিট...

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৭ | ২২৯৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:২৫386228
  • হ্যাঁ উনি ১৯৭৫ এ ভাইভা দেন।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:২৭386229
  • কপিটা জমা দিতে হয় ইউনির লাইব্রেরীর জন্য।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:২৮386230
  • আর কমিটির যদি রিভিশন কমেন্ট থাকে?
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৩২386231
  • যদি থাকে না। থাকেই। ফাইনাল কপি জমা দেবার আগে সে সব ঠিক করতে হয়।

    তবে সেগুলো মোস্টলি মাইনর কমেন্টস। প্রচুর কসমেটিক কমেন্টস থাকে - এইখানে বানান ঠিক কর, ঐখানে গ্রামার ঠিক কর, ইত্যাদি। আর থাকে একটা রেফারেন্স বাদ গেছে, আমার ঐ ফীল্ডে দুটো পেপার আছে যা নিয়ে তুমি আলোচনা কর নি (এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স :() এই সব।

    মেজর কমেন্টস থাকলে ফের ডিফেন্ড করতে হয়। সেটা সাকসেসফুল ডিফেন্স হয় না।
  • Du | 65.124.26.7 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৩৩386232
  • এই নিয়ে ভাটিয়ে আর কি হাসিল হবে?
    মোদ্দা কথা পবিত্র সরকার অত্যন্ত গর্হিত কাজ করেছেন ফী জমা না দিয়ে বাড়ি ফিরে নিজেকে পিএইচ ডী বলেছেন।
    অতএব উচ্চ শিক্ষাক্ষেত্রে রাজনীতি - বামফ্রন্টের দোষ ( ভেড়া তখনও জন্মায় নি যদিও)
    সুতরাং ঔদ্ধত্য - সুতরাং হটাও।
    আনো মমতা ব্যানার্জীকে। --- কিন্তু উনি যে মিথ্যে ড: লিখেছিলেন?
    তাতে কি? ঐ তো বামফ্রন্টের সাপোর্টার পবিত্র সরকার - তাও তো মমতা পড়াশুনো না করে লিখেছেন - আর ঐ লোকটা অত শিক্ষিত হয়ে লিখলো - সেইবেলা?
    ভাবের ঘরে আর কত চুরি করবো?
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৩৪386233
  • আমি শিকাগো ইউনিতে গিয়ে চাট্টি সার্চ করে এইটা পেলাম:

    As a condition for receipt of the doctorate, all doctoral dissertations produced by students at the University are bound and placed in the circulating collections of the University Library.

    http://english.uchicago.edu/graduate/handbook/phd_program.shtml

    http://studentmanual.uchicago.edu/academic/

    ডাক্তাররা বুঝাইয়া দিন।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৩৯386236
  • ওটাকে ফর্ম্যালিটি (an established form or procedure that is required or conventional (the interview was just a formality)) বলে।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৩৯386235
  • এই এখানেই অরিজিত লিখেছিল ওর এক বন্ধুর রিভিশন কমেন্ট আছে কয়েকমাসের কাজ কিন্তু ডিফেন্ড আর করতে হবে না। মানে এই রিভিশন শেষ করে যতদূর জানি অ্যাডভাইসরের ফাইনাল অ্যাপ্রুভাল নিয়েই ডিজার্টেশন জমা দিতে হয়। খুব আনইমপর্ট্যান্ট স্টেপ হলে পবিত্রবাবু ইউনিভার্সিটির সাথে তক্কো করতে পারেন। কিন্তু এগুলো না করলে ডিগ্রি পাওয়া যায় না এবং সেই ডিগ্রি ব্যবহার করা যায় না। করলে তার নামে এইসব তো হবেই।

    দুদি, একদম ভুল কথা শুধু ফি জমা দেওয়া নয়। উনি একটা নিয়মকে কাঁচকলা দেখিয়ে নিজে নিয়মের হর্তাকর্তা হয়ে বসেছেন। উনি যাদবপুরের কোন ছাত্র এই এক কাজ করলে কি করতেন জানার ইচ্ছে রইল?
  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৩৯386234
  • না না বামফ্রন্ট সরকার নিয়ে অন্তত: আমার কোনো মাথাব্যথা নেই। কেসটা এল বলে বুঝতে চাইছি।

    মমতার কেসটা নিয়েও আমার সমান আগ্রহ। কিন্তু মমতা কোথায় কবে ড: লিখেছেন, সেইটা আমি জানিনা। যাঁরা জানেন আলোকপাত করুন না।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৪১386238
  • আজ অবধি কখনো শুনি নি ডিফেন্সের পর ফাইনাল অ্যাপ্রুভাল অ্যাডভাইসর দেন নি। অর্থাৎ ওটি ফর্ম্যালিটি।
  • pi | 128.231.22.89 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৪৫386239
  • মাইনর রিভিশন, ঐ শিবুদা যা বল্লেন, সেগুলোর জন্য ডিফেন্সে এ পাস ফেল আটকায় না।
    কিন্তু তারপর তো, সেগুলো করতে হয়। আর অফিস সেটা দেখেও করা হয়েছে কিনা। আর হলে তবেই ডিগ্রী দ্যায়।
    ব্যাপারটা তো জাস্ট ফি জমা দেবার মত নন-একাডেমিক ফর্মালিটি নয় !

    সৈকতদার দেওয়া লিংক এ যা দেখলুম, অতি পষ্ট করে লেখা :

    The Dissertation Office performs a second audit to ensure that the copies of the dissertation meet University-wide requirements
    এবং,

    If there are deficiencies, the Dissertation Office notifies the student and the department or school, detailing the necessary corrections for the student to be eligible to receive a degree. If deficiencies cannot be corrected by replacing a few pages, both manuscripts will be returned to the department or school. The corrected copies must be resubmitted to the department or school for approval.

    তাইলে ?
  • Du | 65.124.26.7 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৪৬386240
  • আর্জো, বললাম তো খুবই অন্যায় করেছেন। তো, তারপর?

    ঈশান, মমতার নামের আগে ড: লেখাটা আমি দেওয়াল লিখনে দেখেছি, এই দুচোখেই। অবশ্য সেটা ওনার লেখা বলে কোয়ালিফাই নাও করতে পারে - ৩৫৬র মতই। সময়টা গত শতাব্দীতে।

  • Ishan | 12.163.39.254 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৪৯386244
  • না:। সেটা ওনার নিজের লেখা বলে কোয়ালিফাই করবেনা। অন্তত: কোর্টে গেলে। :)

    প্যাড ফ্যাডেও লিখেছিলেন শুনেছি। কিন্তু সবই কানাঘুষো। কেউ ডিটেল দেয়না।
  • pi | 128.231.22.89 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৪৯386243
  • এবং ফাইনাল অ্যাপ্রুভাল অ্যাডভাইসর দেন না, গ্র্যাজুয়েট আপিস দ্যায়। ডিন ইত্যাদির সই লাগে। সেগুলো ঐ সব রেকমেন্ডেড চেঞ্জ টেঞ্জ ঠিকঠাক করে করা হয়েছে সেটা দেখার পর আপিস যদি গ্রীন সিগন্যাল দ্যায়, তবেই।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৪৯386242
  • @pi

    ঐ সেকেন্ড অডিট কিন্তু মোস্টলি ফর্ম্যাটিং-এর গপ্পো। মনে আছে, আমার এক স্টুডেন্ট খুব খার খেয়েছিল ওর ফাইনাল কপির প্রত্যেক পাতার হেডার-ফুটার রুলার দিয়ে মাপা হয়েছিল বলে :)।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৪৯386241
  • এটা NYU র লিঙ্ক।

    http://gsas.nyu.edu/page/grad.life.dissertation

    Completion of these steps, moreover, does not guarantee conferral of a candidate's degree. The final conferral decision rests with the Graduate School of Arts and Science and New York University's Office of the Registrar.

    এখানে ফর্ম্যালিটির কথাই হচ্ছে। নিয়মের কথা হচ্ছে। পবিত্র বাবু কত ভালো অ্যাকাডেমিশিয়ান সেই প্রশ্ন অবান্তর। একজন ভিসি নিয়মের বাইরে যাওয়ার দু:সাহস দেখাতে পারেন না।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫০386245
  • দুদি, বললে ঠিকই উইথ এ ক্যাভিয়াট যে উনি ফি জমা না দিয়ে অপরাধ করেছেন। মানে ব্যপারটাকে খুব ট্রিভিয়াল করে দেখানো। কিন্তু আদৌ ব্যপারটা ট্রিভিয়াল নয়।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫১386246
  • শুধু রেলমন্ত্রীরাই নিয়মের বাইরে যেতে পারেন।

    নো ওয়ান্ডার দেশে অ্যাকাডেমিয়া মোস্টলি কেরানী তৈরীর কারখানা।

    সাবস্ট্যান্স বাদ দিয়ে ফর্ম্যালিটি নিয়ে তক্কো করলে আর কি হবে?
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৩386249
  • দেশে বলেই পবিত্রবাবু এতদিনেও করে খাচ্ছেন। এখানে হলে কি হত ওপরের উদাহরণে স্পষ্ট। :)))
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৩386247
  • @pi

    গ্র্যাজুয়েট অফিস থোড়ি জানে কোন চেঞ্জটা কি হবে। ওরা ফর্ম্যাটিং দেখে, আর কমিটির চিঠি দেখে। তারপর ছাপ্পা মারে।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৫386250
  • এখানে হলে হেড ডেকে বলত ওটা করিয়ে নেবেন।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৬386251
  • আর পবিত্রবাবু তো ভিসি ছিলেন। উনি তো নিয়মের প্রণেতা। যে নিজে নিয়ম মানে না সে নিয়ম তৈরি করে কি করে?
  • Du | 65.124.26.7 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৭386253
  • শিবুদা তো আগে বলেইছে, টাইপ করে ফী শুদ্ধ জমা দিয়ে ডিগ্রী নেয় নি।
    তাও ধরে নিয়েছে ডিগ্রী হয়ে গেছে আর গিয়ে বলেছে আমি পিএইচডি করেছি। তা লিস্টে তার নাম ছিল না বলেই তো অভিযোগটা এসেছে। বানানো তো নয়। ট্রিভিয়াল কি নন ট্রিভিয়াল সেই তকমারই দরকার নেই - কারন এখন তো স্পেলট আউট।
    বলতে যদি চাও যে থিসিস করে নি বা অকৃতকার্য্য ছিল - তাও ঠিক আছে।
    আমার প্রশ্ন - তরপর কি?
  • pi | 128.231.22.89 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৭386252
  • শিবুদা, রিভিশন এর কমেন্ট আমিও অনেক ই দেখেছি :)
    হ্যাঁ, মাইনর রিভিশনের কমেন্ট ই, যার জন্য পাশ করা আটকায় না।
    মাইনর রিভিশন মানেই সেটা শুধু ফরম্যাটিং সংক্রান্ত, কসমেটিক কারেকশন, নট নেসেসারিলি। কেউ কোন রেফারেন্স ভুল লিখলো, কোন ফিগারে ভুল করলো, কোনো কিছু অন্যভাবে লেখা বা দেখানো উচিত বলে এক্সামিনার মনে করলেন, সেগুলো ঠিক করার কোনো প্রয়োজন নেই !! ওগুলোর জন্য ফেল কাউকে করানো হয়না, কিন্তু এক্সামিনার পাশ করানোর সময় এটাও ধরে নিচ্ছেন, ওগুলোর টেক কেয়ার করা হচ্ছে।
    অতএব থিসিসে ঐ কারেকশন গুলো না করলে তুমি তোমার থিসিসকে তোমার লেখা থিসেস বলতে পারো, অ্যাপ্রুভড থিসিস নয়।

    দু দি, আমার আর আজ্জোদার পোস্ট করা লেখাগুলো পড়ো ভালো করে। এবং বলো, এটা জাস্ট ফি জমা না করার মত ট্রিভিয়াল ব্যাপার কিনা।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৮386255
  • তার মানে ওখানে ওনাকে কেউ বলেনি এটা করিয়ে নেবেন বলে উনি করেন নি। তাই তো?

    আর তার আগে নামের আগে ডা: বা নামের পেছনে পিএইচডি লাগালে?
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০২:৫৮386254
  • তিনোমূলের এমএলএ-রা বুঝি সবাই আইন মেনে চলে :)।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০১386257
  • পাই, হ্যাঁ সেগুলো করতে হয়। কিন্তু না করে কেউ যদি নিজেকে পিএইচডি বলে তো সেটা ঠিক মারাত্মক অপরাধ হয় না। ছাত্র কখনো সেটা করবে এটা এক্সপেক্টেড, এই পর্য্যন্ত। তা পবিত্রবাবু তো সেগুলো করেছেন। আগে ইউনি ডেকে বললে আগেই করতেন হয়তো।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০১386256
  • দুদি এটাই দেশের অ্যাকাডেমিয়ার দূর্ভাগ্য যে এমন একটা নন ট্রিভিয়াল অ্যাক্ট বাই এ নন ট্রিভিয়াল পার্সন ও পার্টিজান কারণে ট্রিভিয়াল করে দেখানো হয়, দেখানোর চেষ্টা চলে। কোথায় পার্টিজান হব কোথায় নয়, সেটাও একটা সিদ্ধান্ত বটে।
  • Sibu | 66.102.14.1 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০২386260
  • ঐ যে বল্লুম, যদি মনে হয় উনি কোন মেটিরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করেছেন তো কোর্টে যাও।
  • aga | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৯ ০৩:০২386258
  • হ্যাঁ সাধারণ মানুষের তারপরেও কিছু করার থাকে না। গুরুতে চিল্লানো ছাড়া। তাই তারপরে টইতে চেঁচানো। সেটাই করছি। :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন