এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চ শিক্ষাকেন্দ্রে ছাত্র রাজনীতি, মারপিট...

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৭ | ২২৯৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 173.26.17.106 | ৩০ অক্টোবর ২০০৯ ০৬:৫৭386445
  • কিন্তু এখানে এত ডাক্তার থাকার পরেও কেসটা রিসলভ হলনা? :)
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৭386446
  • গঢ়া মুর্দা। একমাত্র স্টেথোওয়ালা ডাক্তার ছাড়া রিজলভ হবে না।
  • a x | 76.247.246.200 | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৪386447
  • না না, ঐ তো উপায় হল, আমার বেশ পছন্দও হয়েছে উপায়টা। কমিটি দেখা হোক, কমিটির লোকেরা যদি ২০০৪-এর হয়, এখনও থাকবে ডিপার্টমেন্টে। আর '৭৫-এর হলে মনে হয় থাকবেনা। এখন শুধু ঐ থিসিসটা অ্যাক্সেস করতে পারলেই হল।
  • Ishan | 173.26.17.106 | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৬386449
  • আমার একটা প্রশ্ন ছিল। জানিনা বলে করছি। কেউ মুখ্যু ভাববেননা যেন। :)

    আমি ব্যাচেলার ডিগ্রি পাশ করলাম, ধরা যাক, ৯৬ সালে। আর পয়সাকড়ি দিয়ে ডিগ্রি আনতে গেলাম ২০০০ সালে। আমাকে ইউনি ৯৬ সালেরই সার্টিফিকেট দেবে। ৯৬ সালের লিস্টিতেই নাম থাকবে, সে পয়সা কড়ি যখনই দিইনা কেন।

    তা, প্রশ্ন হচ্ছে, ডাক্তারিতে এটা কি ভ্যালিড? নাকি সিস্টেমটা আলাদা?
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৬386448
  • আমি কাল চেষ্টা করলুম - হলনি। নিউক্যাসলে থাকলে হয়ে যেত। এথেন্স লগইনটাও এক্সপায়ার করে গেছে।
  • a x | 76.247.246.200 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:০০386450
  • হ্যাঁ এটা খুব ভালো পয়েন্ট। তবে, শিবু বলতে চেয়েছেন (মনে হয়) ঐ যে ফাইনাল কপিটা, যেটাতে কমিটি যা যা কারেকশন সুপারিশ করেছিল, সেগুলো করে জমা উনি দেননি। ঐটা জমা প্লাস পয়সা দেওয়া। তো যেহেতু ফাইনাল কপি জমা পড়েনি, কাজেই ...। কিন্তু এইটা হাইলি মানে হাইইইইইইইইলি আনলাইকলি। ২৯ বছর আগের কাজ দিয়ে পিএইচডি পাবার।
  • Sibu | 71.106.234.63 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:০৩386451
  • আরে লাইকলি আর আনলাইকলি নিয়ে তক্কো করে কি হবে। কমিটি দেখলেই তো জানা যাবে। তাপ্পর ৭৫-এ যাদবপুরের ভিসিকে ফুলের কি জুতোর মালা :)।
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:১১386452
  • ইদানিং ডিগ্রী আনতে আর কজন যায়? তাছাড়া আমাদের তো কনভোকেশনে স্ক্রোলটা দেয়ইনি। ওটা আলাদা করে যা ঠিকানা ছিলো সেখানে পাঠিয়েছিলো। কনভোকেশনে শুধু ভিসি হ্যান্ডশেক করে আর এক গাল হাসতে হয়। তবে তখন কি হত কে জানে...

    ফাইনাল কপি জমা আর পয়সা না দিলে সাট্টিফিকেট পাঠাবে না। আর জমা দিলে ওই যে সময়ে জমা দিলে সেই সেমেস্টারের হিসেবে তারিখ থাকবে - সম্ভবত:। মানে কেউ ডিসেম্বরে ডিফেন্স করলো, আর ফাইনাল কপি আর পয়সা জমা দিলো দেড় বছর পর - তার সাট্টিফিকেটে তো দেড় বছর পরেরই তারিখ থাকবে, তাই না? আর আমি ঠিক সিওরও নই ডিফেন্সে পাশ করলে ফাইনাল কপি এত দিনের মধ্যে দিতে হবে এরকম নিয়ম আছে কিনা - থাকা সম্ভব।
  • bitoshok | 76.113.141.128 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:২৯386453
  • পবিত্র বাবু ১৯৭৫ (বা ১৯৭৬) সালে থিসিস জমা দেন নি। এটাও বলে রাখা ভালো, এটা যদি কেউ মেয়ার ফর্মালিটি বলে চালাতে চান তাহলে মাথায় রাখা উচিত এটা মোস্ট নেসেসারি ফর্মালিটি। ( কাজ তো একটাই, একটা গপ্পো লেখা। মাইরি। সেটাও ঠিক ঠাক করতে এতো নখরাবাজি!) পৃথিবীর যেকোন ইউনি তে গিয়ে ব্যখ্যা চাইলে সেটাই বলবে। থিসিস ডিফেন্সের পরীক্ষায় পাশের চিঠি কে সার্টিফিকেট বলে না। থিসিস ডিফেন্স আমেরিকার সব ইউনি তে একই ভাবে হয় ও না। মাধ্যমিক/উমা সার্টিফিকেটের বদলে কেউ যদি স্কুল লিভিং/ক্যারেকটার সার্টিফিকেট কে চালাতে চায় তাহলে ব্যাপারটা যা হবে তাই।

    পবিত্র বাবু, ঐ ৭৫ বা ৭৬ সালে শিকাগো ইউনি থেকে মাস্টার্স পান। (ন্যাচারালি)। এবং সেটা উনি বলেন ও। (বিধানসভায় বুদ্ধ বাবুর উক্তি স্মর্তব্য -'ওঁর মত পন্ডিত কে আছে। উনি শিকাগো ইউনির ফার্স্ট ক্লাস ফার্স্ট')। এখন উনি মাস্টার্সের সার্টিফিকেট রাখবেন, আর বাকিটা বেমালুম ভুলে যাবেন - সেটা হজম করা যথেষ্ট চাপের।
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:৩৭386172
  • তাহলে বলতে হয় ওই ইউনির তরফ থেকে যে চিঠিটা আজকালে ছাপিয়েছিলো সেটা জালি, নয়তো ইউনির ভদ্রলোক ঢপ দিয়েছেন। তবে এরও ভেরিফিকেশন হতে পারে - ৭৫/৭৬-এ মাস্টার্স করে থাকলে ইউনির সাইটে নাম থাকা সম্ভব।
  • Sibu | 71.106.234.63 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:৩৯386173
  • বদহজম হলে জেলুসিল খান। নয়তো পেপসিড।
  • bitoshok | 76.113.141.128 | ৩০ অক্টোবর ২০০৯ ১০:৪৭386174
  • আজকাল জানে কেস টা কি। আজকাল (অথবা গণশক্তি তে) পবিত্র বাবুর থিসিস সাবমিশনের খবর ও ছেপেছিলো আর এটাও দাবী করেছিলো যে ডিগ্রী তে ১৯৭৫/৭৬ সালের ছাপ থাকবে। যেটা শিকাগো ইউনি মানে নি।

    আজকালে ছাপানো চিঠি পবিত্র বাবুর ব্যক্তিগত উদ্যোগে আনানো, আমি যদ্দুর স্মরণ করতে পারি। ডিপার্টমেন্ট থেকে। ইউনির চিঠি নয়। দুর্জনে বলে এতে নাকি ক্লিন্টন বি সিলির ভূমিকা ছিলো।
  • lcm | 69.236.183.75 | ৩০ অক্টোবর ২০০৯ ১১:০১386175
  • ইয়ে... এই পবিত্র-বাবু কে... ইনি কি মন্ত্রী টন্ত্রী না কি? ...তার ডিগ্রী নিয়ে লোকের এত মাথাব্যাথাই বা কেন?
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১১:০২386176
  • সিপিএমের দুর্নীতি;-)
  • lcm | 69.236.183.75 | ৩০ অক্টোবর ২০০৯ ১১:১৮386177
  • গুগুলে বেরোলো। যাদবপুরের ভিসি ছিলেন। শিকাগো-তে এনার থিসিস ছিল - Segmental Phonology of Standard Colloquial Bengali নিয়ে। বাপরে, কি সাবজেক্ট।
  • nyara | 64.105.168.210 | ৩০ অক্টোবর ২০০৯ ১১:২৩386178
  • পবিত্রবাবুই কি আনন্দমেলার কুন্তক? নকি ওটি শঙ্খ ঘোষ? সে যিনিই হোন, পবিত্রবাবুর বাংলা উচ্চারণ নিয়ে চমৎকার একটি বই আছে। আরও কিছু ভাল কাজ আছে বোধহয়। শেষ কিছু বছর যাবৎ বুদ্ধজীবী হয়ে সর্বঘটে কাঁঠালি কলার দায়িত্ব পালনে ও সুনন্দ সান্যালের সঙ্গে দ্বৈরথে মজে থাকেন।
  • Arpan | 216.52.215.232 | ৩০ অক্টোবর ২০০৯ ১১:২৫386179
  • কুন্তক = শঙ্খ ঘোষ।
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১১:৫২386180
  • ধেৎ শুধু ভিসি নাকি। বড় বড় কমিটির মাথা ছিলেন। কোন ক্লাস থেকে ইংরিজী পড়ানো উচিত সেই সব নিয়ে সুনন্দ স্যান্যালের সাথে মনে হয় প্রথম লাগে। তাপ্পর পুঙ্গির পুত এবং কুলাঙ্গারের চাপান উতোর - আজও চলছে।
  • lcm | 69.236.183.75 | ৩০ অক্টোবর ২০০৯ ১২:১২386181
  • আচ্ছা এই পবিত্র-বাবুর উদ্যোগেই কি প্রাইমারি থেকে ইংরেজি উঠে যায়? তাহলে তো একটু সমালোচিত হবেন।
  • bb | 125.16.17.151 | ৩০ অক্টোবর ২০০৯ ১২:১৩386183
  • আমরাই তার ডিগ্রী নিয়ে দুদিন ধরে চাপান উতোর চালাচ্ছি, তাঁরা তো affected party চালিয়ে যেতেই পারেন :)
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১২:১৫386184
  • সেটা মনে হয় অশোক মিত্র কমিশনের সুপারিশে। পবিত্র সরকার কমিশন ক্লাস থ্রী থেকে সুপারিশ করেছিলো - অনেক পরে।

    ডি: যদ্দূর মনে পড়ছে।
  • arindam | 202.56.207.56 | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৪৮386185
  • অশোক মিত্র কমিশন কেন ইংরাজী তুলেছিলেন তার একটা বাখ্যা আছে......
    সার্বিক শিক্ষা অন্তত যারা প্রথম পুরুষ হিসাবে স্কুলে যাচ্ছে তাদের কাছে মাতৃভাষাই সহজ। পড়ার ভয়ে পিছিয়ে না-আসার জন্যই এইরকম নিয়ম। একটা কম্যউনিস্ট পর্টির চিন্তাধারায় গরীবের সার্বিক উন্নতিই গুরুত্ব পাবে এটাই স্বাভাবিক। আজকের সি পি এম এই আলোচনার বাইরে......
  • lcm | 69.236.183.75 | ৩০ অক্টোবর ২০০৯ ১২:৫০386186
  • আহা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি থাকলে ক্ষতি তো কিছু নেই।
  • Arijit | 61.95.144.122 | ৩০ অক্টোবর ২০০৯ ১৪:০৮386187
  • সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও প্রেশার থাকে। তাছাড়া বাচ্চাদের কোন ক্লাস থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ানো উচিত সেটা নিয়েও বিতর্ক আছে - বিদেশে এটা ক্লাস ফাইভের পর হয়। তার আগে যা শেখে সেগুলো বড়জোর ক্লাব হিসেবে - সিলেবাসের বাইরে।

    কিন্তু এটা নিয়ে কথা উঠলে ফের সেই পুরনো গোলকধাঁধায় ঢুকে যেতে হবে:-)
  • dukhe | 122.160.114.84 | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:৪৫386188
  • মাধ্যমিকে (নাকি উচ্চমাধ্যমিকে) শুনলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজের একটা পেপার তুলে দেওয়া হবে । আস্তে আস্তে হয়তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাই পড়ে থাকবে ।
    পবিত্র সরকারের বানানবিধি এবং স্ক্রিপ্ট মানলে বোধহয় ওনার নাম পোবিৎরো সরকার লেখা উচিত ।
  • dukhe | 122.160.114.84 | ৩০ অক্টোবর ২০০৯ ১৫:৪৬386189
  • ত য়ে র যুক্তাক্ষরটা অন্যরকম হবে । ওপরে ত, নিচে র ।
  • aga | 168.26.215.13 | ৩০ অক্টোবর ২০০৯ ১৯:৩৭386190
  • পবিত্র সরকারের কেসটা নিয়ে যারা আলোচনা করছিলেন এটা পড়ে দেখতে পারেন।

    http://www.time.com/time/magazine/article/0,9171,1617508,00.html

    খানিকটা তুলে দিলাম।

    When Jones applied for a job at M.I.T. in 1979, it would have been perfectly reasonable for the university to pay attention to her academic record. School officials had little else to judge her by. Twenty-eight years later, the situation is different. They know she's good at her job. She has demonstrated real merit. Why should her employer care about the paper stuff? But, of course, they did care, and she did lie. And she maintained the lie for 28 years until she was outed by anonymous sources. And this wasn't just any lie. It was a lie in the very area in which Jones' job requires her to expect the truth. The dean of admissions, of all people at a university, has to be pretty firm on the question of résumé padding.
  • a x | 143.111.22.23 | ৩০ অক্টোবর ২০০৯ ২০:৩১386191
  • অরিজিৎ, সু স্যা আর প স'র মধ্যে পুঙ্গির পুত কোনজন বলেছিলেন আর কুলাঙ্গার কোনজন? :-)
  • aga | 168.26.215.13 | ৩০ অক্টোবর ২০০৯ ২১:৩৮386192
  • আর একটা উদাহরণ, ইন্ডাস্ট্রী থেকে

    জেফ্রি পেপজ লোটাসের সিইও। কি কি করেছিলেন

    ১। পেপারডাইন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে পিএইচডি বলে চালিয়ে দিয়েছিলেন। আসলে কোন একটি আনএক্রিডেটেড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে চালিয়ে দিয়েছিলেন পেপারডাইনের নামে।

    ২। মিলিটারিতে ফার্স্ট লেফটনান্ট কে ক্যাপটেন বলে চালিয়ে দিয়েছিলেন।

    ওয়ালস্ট্রীট জার্ণাল লোকটির কাপড় খোলে। তারপর উনি রিজাইন করেন। লোকটির এফিশিয়েন্সি নিয়ে কোন প্রশ্নই নেই। তাও রিজাইন করতে বাধ্য হয়েছিল। লোকটি কেমন এফিশিয়েন্ট ছিল?

    Under Papows' leadership, Lotus Notes' installed base has grown from 2.2 million in 1995 to more than 50 million users today, IBM claims.

    কিছু কিছু পদ তা অ্যাকাডেমিকই হোক বা কর্পোরেটই হোক কিছু এথিকাল স্ট্যান্ডার্ড দাবী করে। পবিত্র বাবুর পদটাও সিভি ফেক করার পক্ষে একটু বেশিই উঁচু।
  • Arpan | 216.52.215.232 | ৩০ অক্টোবর ২০০৯ ২১:৪৬386194
  • লোটাস অতি ঢপের জিনিস!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন