এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চ শিক্ষাকেন্দ্রে ছাত্র রাজনীতি, মারপিট...

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৭ | ২২৯৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pintu | 80.219.211.178 | ৩১ অক্টোবর ২০০৯ ২০:২৬386328
  • বুদ্ধ বাবুর ডায়্‌লগ টা গোলা ছিলো - পবিত্র বাবুর মত লোকের PhD আছে কি নেই সে নিয়ে আমি মাথা ঘামাই না !
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ২০:৫৯386329
  • না: আর পারি নে বাবা। কি বিশাল ফৌজ মাইরি। নো ওয়ান্ডার সিপিএম মমতার কাছেও হারছে। যত বেশি ভুলকে ডিফেন্ড করবে তত বেশি হারার দিকে এগোবে।

    এনিওয়ে আমার স্টান্সটা জানিয়ে রাখি। এটা সিপিএম, মাওবাদী, মমতা যেই করুক না কেন, সেটা ভুল। কোনো ইউনির ভিসি যদি ডিগ্রি না পেয়ে সেই ডিগ্রি ব্যবহার করে থাকেন সেটা বিদেশে অন্তত অমার্জনীয় অপরাধ হিসেবে দেখা হয়। বুদ্ধবাবু তো রোজই কতই পাগলের প্রলাপ বকেন। তাই ওনার ঐ পবিত্রবাবুর মতন লোকের পিএইচডি আছে কি নেই সেটা আর একটা পাগলের প্রলাপ। এবারে শুনব পাড়ার কোয়াকের ডাক্তারী লাইসেন্স আছে কি না সেই নিয়ে মাথা ঘামাই না। নিয়ম সবার ক্ষেত্রে সমান। সে পবিত্র বাবুই হোন আর পাড়ার কোয়াক। এবং কোনো ইউনিভার্সিটির হেড ডিপ, ভিসি এসব হলে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হলে তো আরও বেশি করে। যিনি নিয়মের হর্তাকর্তা তিনি নিয়ম মানবেন সেটা তো এক্সপেকটেড। আর ডিগ্রি না পেয়ে সেটা ব্যবহার করা প্লেন অ্যান্ড সিম্পল লাই। মিথ্যে। এমন মিথ্যে বলে পবিত্রবাবু পার পেয়ে যান কারণ আমাদের রাজ্যের এই অসাড় রাজনীতি।
  • a x | 76.247.246.200 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:০২386330
  • bb ডিগ্রী সার্টিফিকেট আপনি নিতে যাননি। কিন্তু সার্টিফিকেটটা ছিল। আপনি ফিজিকালি নিতে যাননি। পবিত্র বাবুর সার্টিফিকেট ছিলনা। পিএইচডি "AWARDED" হয়নি। এইটার মানে না বোঝাই বেসিকালি রাজনৈতিক আনুগত্য। উল্টোটা না।

    আর দেখলেন তো শঙ্খ ঘোষকে নেওয়া হয়নি কেননা ওনার ঐ খেতাব নেই। কাজেই পবিত্র বাবুর যা নেই সেটার জোরেই চাকরি পেয়েছেন। শঙ্খ বাবুর ক্ষেত্রেও পিএইচডি আছে কি নেই অবান্তর ঠিক যেমন রবীন্দ্রনাথ, আইনস্টাইন ইত্যাদি যা যা উদাহরণ শিবু আগে দিয়েছে। কিন্তু অবান্তর হওয়া সঙ্কেÄও এই সিস্টেমে সেটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে। কাজেই এই সিস্টেমেই পবিত্র বাবুর পিএইচডি ডিগ্রি না থাকা সঙ্কেÄও আছে বলাটা মিথ্যে কথাই। ওনার কোয়ালিফিকেশন এখানে অবান্তর।

    আর্য, প্ল্যাজিয়ারিসম চেক ওরালি ডিফেন্ড করার পর হয়, মানে যে স্টেজটা পবিত্র বাবু করেননি সেই স্টেজে। ১৯৭৫'এ কি হত জানিনা। এখন তাই হয়। এখন সফটওয়ার দিয়ে করে।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:০৫386331
  • অক্ষ, আমারও তাই ধারণা তাও একবার কনফার্ম করে নিলাম।

    তবে পবিত্রবাবুর মতন লোক কারুর ঝেড়েছে কিনা সেটা খুব ইম্পর্ট্যান্ট নয়। :)

  • bb | 117.195.180.109 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:১৩386332
  • আর্য আপনার premise টাই ভুল। আর আপনি সেটা স্বীকার করবেন না :)
    পবিত্র সরকারের ডিগ্রী ছিল, তাই আপনার কোয়ার্কের উদাহরণ সঠিক নয়। উনি নিজেকে ড: বলে টেকনিক্যালি পরিচয় দিতে পারেন না।
    আর বিদেশের অনেক কিছুই তো আমাদের দেশে প্রযোজ্য নয় তাই নয় কি?
  • a x | 76.247.246.200 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:১৪386333
  • বোঝো সাত কান্ড রামায়ন! পবিত্র সরকারের ডিগ্রী ছিল??!
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:১৬386334
  • বিবি ওনার ডিগ্রি ছিল না।
  • santanu | 217.196.19.45 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৩৪386335
  • কিন্তু বুদ্ধবাবু, সিপিএম আর তাদের সাপোর্টাররা পবিত্রবাবুকে এমন defend করছিল / করছে ক্যানো? উনি যে আমলে নিজেকে ড: বলে দাবী করে চাকরি পেয়েছিলেন, সেটা তো সিপিএম আমল নয়। আর সিপিএম ক্ষমতায় আসার পর সব Prof. দের থোড়ী চেক করবে, কে ঢপ মেরেছে আর কে মারেনি। উনি যা বলে চাকরি পেয়েছিলেন, তার ওপর Promotion etc হয়েছে।

    I mean CPM এর তো এতে কিছু করার নেই, তা খামোকা তারা এমন লড়ে গেসল ক্যানো?
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৪০386336
  • বিবি, পবিত্রবাবুর পদত্যাগ তো অবশ্যই করা উচিত ছিল বলে আমি মনে করি। বুদ্ধবাবুর পদত্যাগ তো এই ইস্যুতে দাবি করা হয়নি। করলে সেইটা বেশি হত।

    কিন্তু ওঁকে বুদ্ধবাবু বা তাঁর সমর্থকেরা এমন আদাজল খেয়ে ডিফেন্ড করতে কেন নেমেছেন সেইটা এখনো বুঝলাম না। :-)
  • SS | 128.248.169.96 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৪২386338
  • bb, পবিত্র বাবুর ডিগ্রী ছিলনা। ইউনিভার্সিটি র রুলগুলো আরেক বার পড়ুন ভালো করে। তাছাড়া লাইব্রেরির লিঙ্কেও একবার চোখ বুলিয়ে আসুন, যেখানে লেখা রয়েছে উনি ২০০৪ এ ডিগ্রী পেয়েছেন।

    আপনাদের কয়েকজনের (PhD করানো মাষ্টারমশাই, PhD করে আসা ব্যক্তি এবং PhD স্টুডেন্ট ) কমেন্ট যত পড়ছি তত অবাক হচ্ছি। Academia র লোকেদেরই যদি এথিক্স এর এই হাল হয় তাহলে বাকিদের আর কী শেখাবেন।
  • santanu | 217.196.19.45 | ৩১ অক্টোবর ২০০৯ ২১:৪৩386339
  • আকসাই গ্রাম আর ব্যাঙ্গালোর থেকে দুজনে এক ই কথা লিখলাম!! একজন লিখলেই হতো।
  • a x | 76.247.246.200 | ৩১ অক্টোবর ২০০৯ ২২:০৮386340
  • শান্তনু, উনি চাকরি পেয়েছেন পিএইচডি বলে (শঙ্খ ঘোষ পাননি), সেই সময় কেউ চেক করেনি। সিপিএম বা অসিপিএম। কাজেই কেউ সমর্থন বা বিরোধ করেনি। জালিটা ধরা পরে সিপিএম আমলে। সুনন্দ সান্যাল খুঁড়ে বার করেন বেসিকালি। হ্যাঁ খুঁড়ে বার করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতেই পারে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়া খারাপ কেন জানিনা। হ্যাঁ, তো যখন বেরোল ওটা জালি তখন সিপিএম সংগঠন ডিফেন্ড করল। গল্পটা আমি এই বুঝলাম।
  • santanu | 217.196.19.45 | ৩১ অক্টোবর ২০০৯ ২২:১৮386341
  • সেটাই তো বুঝলাম না, সিপিএম সংঘটনের কি দায় পড়ল ডিফেন্ড করার? ওরা তো আর চাকরি দেয় নি।

    না কি উনি সিপিএম এর ওপর দিকের লোক ছিলেন (আমি সত্যি জানি না)
  • dd | 122.167.15.93 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:২০386342
  • পবিত্র সর্কারের কতো % পবিত্র আর কতোটা % সরকার এই ডিবেটটা একেবারে রাজনীতির বাইরে। একটা সোস্যাল ইসু। দু পক্ষেই পয়েন্ট আছে।

    কিন্তু দেখুন ,পোত্যেকের পজিশন কিন্তু তাদের ডিগ্রী অব বামনেস নির্ভর।

    মাইরী সেলুকস। কি .... ত্র এই দ্যাশ।
  • r | 219.64.183.73 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৩০386343
  • বিচি।

    (শূইন্যস্থান পূরন না কইরা থাকা গ্যালো না।)
  • SS | 128.248.169.96 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৩৬386345
  • এইভাবে লিখুন :
    প্রথম দুটো অক্ষর কোটেশনের মধ্যে তারপরে ত্র। আপনাকে ছোঁয় কার সাধ্য!
  • dipu | 59.164.190.152 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৩৬386344
  • অসইব্য।
  • a x | 76.247.246.200 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৩৮386346
  • শান্তনু, তা আমি জানিনে, তবে এই পবিত্রবাবুর গল্পটা আগেও উঠেছে, এবং দেখেছি অধিকাংশ সিপিএম সমর্থক ও সদস্য ডিফেন্ড করেছে। আজও করছে। এবং একজন করলে বাকিরাও করবেন, এরকমটাই দেখা যায়।

    ডিডি, পরম মিত্রেও কইবেনা আমার আর আর্যর বামনেসের ডিগ্রী একবিন্দুতে মিলিত হয়েছে :-)) কিন্তু এই ক্ষেত্রে পজিশন তো একরকমই লাগছে।
  • bitoshok | 76.113.141.128 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৪১386347
  • @aga :

    যাদবপুরে নিয়ম এরকম :

    ১) থিসিস জমা পড়ে। এক কপি বিদেশের রেফারি, এক কপি দেশের রেফারি, এক কপি সুপারভাইজারের কাছে যায়।

    ২) রিপোর্ট জমা পড়ে। সুপারভাইজার ভাইভার এক্সামিনারের নাম সুপারিশ করেন।

    ৩) সুপারভাইজার, এক্সামিনার, ইউনিভার্সিটি রিপ্রেসেন্টেটিভ ভাইভা নেন। রেফারির রিপোর্ট কনসাল্ট করা হয়।

    ৪) ভাইভা কমিটির রিপোর্ট ইউনির ফ্যাকাল্টি অব সায়েন্স/আর্টস/কমার্সের কাছে ফরওয়ার্ডেড হয়। ইউনি দেখবে রেফারি রিপোর্ট, ভাইবা র রিপোর্ট ডিগ্রি পাওয়ার জন্য যথেষ্ট কি না।

    ৫) একজিকিউটিভ কাউন্সিল ডিসিশন নেবে।

    রেফারি, ভাইভা একজামিনার শুধু রেকমেন্ড করতে পারেন। ডিসিশন নেবে ইউনিভার্সিটি। স্টেপ ৫ না মেটা পর্যন্ত ড: লেখা যাবে না।
  • dd | 122.167.15.93 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৪৬386349
  • ও:। অক্ষ।
    তুমি আর আজ্জোদা, দুজনেই নকু। না বিশ্বেস হলে দু জনে দুজনেরে জিগাও। PT,দু, আর শিবু সাহেব ছি পিএম।

    এখন কে কতোটা নকু ,কতোটা ভ্যাজাল, এই সব জানি না।

    আর শোনো, রাগ কইরো না। বেশী রাতে আমারে প্রোভোক কল্লে , আমি আজে বাজে উত্তর দিলে, দোষটা আমার ?
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৫৪386350
  • ছোটমুখে বড় কথা কইতাসি। নিজগুণে মাপ কইর‌্যা দিবেন।

    বানান দেইখ্যা লোক চিনতে শিখেন। একদল লেখে সিপিএম, বাকিরা সিপিয়েম। বাকি থাগলো হাতে পেনসিল।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ২৩:৫৫386351
  • ডিডিদা একটু সূক্ষ্ম ভাবে টেনে খেলিয়ে দিলেন। :)))

    খাইসে ডিডি দা আমি নকু হলে আপনেও তাই মনে হয়। কি কাণ্ড।
  • a x | 76.247.246.200 | ০১ নভেম্বর ২০০৯ ০০:০০386352
  • সূক্ষ? :-))
    ও ডিডি, আপনের কথায় কোনোদিনও রাগ করিনা। আপনি নিজেরে সিরিয়াসলি ন্যান না, আমি নেব ক্যানে?
  • dd | 122.167.15.93 | ০১ নভেম্বর ২০০৯ ০০:০২386353
  • ও আজ্জোদা।
    তুমি যে (একদা) নকু তার ডকুমেন্টারী প্রূফ আমার আছে। ক্যানো ভুলে যাও ?
    আর আমি আগে য্যামন ই থাকি না ক্যানো, আমি এখন বর্ন এগেইন ডাইনবাদী।

    গর্ভোসে বোলো ম্যায় বুশবাদী হ্যায়।

    আর ...... ঠিক অক্ষ ঠিক ঠিক ঠিক । হিক।
  • aga | 24.42.203.194 | ০১ নভেম্বর ২০০৯ ০০:১০386354
  • আরে তাই তো বললাম আমি নকু হলে আপনেও তাই। আমারও ডকুমেন্টারী প্রুফ আছে আপনি একদা নকু।

    আপনেও এখন ডাইনপন্থী আমিও অর্থনীতির দিকে তাই। আপনি গর্ভসে বোলেন বুশপন্থী আমি গর্বসে বলি প্রায় ফ্রিডম্যান পন্থী। কদিন বাদেই মার্জ করে যাব।
  • aga | 24.42.203.194 | ০১ নভেম্বর ২০০৯ ০০:৩৩386355
  • তাই আমি নির্দিধায়

    কবীর সুমন ভোটে দাঁড়ালে জিগ্যেস করতে পারি কেন বউ পিটিয়েছেন।

    মাওবাদীরা মানুষ মারলে অক্ষর সাথে ঝগড়া করি।

    এবং অবশ্যই সিপিএম ক্যাবলামো করলে সেটাও প্রশ্ন করি। সিপিএমের নৈরাজ্যে বড় হয়েছি তো তাই সিপিএমের প্রতি প্রেমটা একটু বেশিই। ;)

    পবিত্রবাবুর ব্যপারটা ইরিটেটিং বটেই তার থেকেও ইরিটেটিং আদা জল খেয়ে সিপিএমের লোকেদের সাপোর্ট। এখানেও আমি আপনার মতন নীতির প্রশ্ন। সে বিড়ি খাওয়া হোক আর পবিত্রবাবুর ডিগ্রি। :))
  • dd | 122.167.15.93 | ০১ নভেম্বর ২০০৯ ০০:৪৩386356
  • একেবারে ঠিক আজ্জোদা। ব্র্যান্ড ছাড়লেই স্বাধীনতা।
  • a x | 76.247.246.200 | ০১ নভেম্বর ২০০৯ ০১:১৮386357
  • অথচ দেখ, আমার নকুচেতনার কোনো ডকুমেন্টেশন নেই। তাও নাকি আমি নকু। না না পিটি স্যার কয়েছেন আমি মমতাপন্থী। তবে সিপিএম নয় মানেই তো সব এক, কাজেই কোনো বিবাদ নাই।
  • bitoshok | 76.113.141.128 | ০১ নভেম্বর ২০০৯ ০১:২০386358
  • দু-চারটি কথা বলে রাখি:

    ১) পিএইচডি পিরিয়ডের কিছু টিপিক্যাল সমস্যা আছে, সেটা যারা এই পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে সকলেই অল্পবিস্তর অবহিত। এই থ্রেডে এখন পর্যন্ত যত কারণ দেখানো হয়েছে, সেটা বাদ দিলেও আমি মনে করি অন্য কোন বিশেষ কারণ থাকতে পারে যার জন্য পবিত্র বাবু থিসিস জমা দেন নি। অন্যথা, ২৯ বছর ধরে এটা চেপে বসে থাকার জন্য যতটা নির্বোধ অথবা মহাপুরুষ হওয়া প্রয়োজন, সেটা পবিত্র বাবু নন বলেই আমি মনে করি।

    ২) পবিত্র বাবুর জন্য যারা গলা ফাটাচ্ছেন - তারা 'রুল', 'আন্ডারস্ট্যান্ডিং', 'এথিক্স' এই কথা গুলো মানে বোঝেন আশা করি।

    ৩) পোলিটিক্যাল পোলারাইজেশনের অভিযোগ কেউ করতেই পারেন। তবে অভিযোগ তুলবার আগে, নিজেদের প্রিসেট টেম্পলেট গুলো একটু ঝালিয়ে নেবেন প্লিজ। ক্লিশে হয়ে যাওয়া শব্দের শিবাধ্বনি মাঝে মধ্যে বড্ড বিরক্তিকর।
  • Sibu | 71.106.234.63 | ০১ নভেম্বর ২০০৯ ০২:৪৭386360
  • ন্যাড়া, থ্যাংকু।

    অপ্পন।
    ১। ঐ লিংকটা অগ আগেই দিয়েছিল। যদি ঠিক করে পড় তো দেখবে ঐ লিংকেই ১৯৭৫-এ ভাইভার কথাটা বলা আছে।
    ২। বুদ্ধের পবিত্রবাবুকে সাপোর্ট করার সেই একই কারন যে কারনে অগ ইত্যাদি মমতার অ্যাপোলজিস্টরা গলা ফাটাচ্ছেন। কিন্তু দ্যাট হ্যাস নাথিং টু ডু উইথ দ্যা মেরিট অফ দ্যা কেস।

    অগ।
    এই পয়েন্টে আমি আপনার মোটিভে সন্দেহ করছি। যে কোন কারনেই হোক, আপনি এখানে সিপিএম বিরোধীতার ঠিকা নিয়েছেন। সে বিরোধীতা এমনই অন্ধ বিরোধীতা যে জোনস আর পবিত্রের কেসটার তফাৎ হাজার বার বলা সঙ্কেÄও আপনি ইগনোর করছেন। আপনার সাথে আর কথা বলা সময় নষ্ট। আপনি দিদির ধামা যেমনভাবে খুশি ধরুন, ম্যাটার করে না। আমার কাছে শ্যামল আর আপনার ক্রেডিবিলিটি একই রকম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন