এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চ শিক্ষাকেন্দ্রে ছাত্র রাজনীতি, মারপিট...

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৭ | ২২৯৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bitoshok | 76.113.141.128 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:০৫386412
  • @ শিবু :

    হুমবোল্ডের জন্য থিসিসের কপি জমা দিতে হয়। পরিচিত বন্ধু বান্ধবের একাধিক উদাহরন জানি পিএইচডি সার্টিফিকেট না থাকার জন্য পোস্ট-ডক অফার উইথড্রন হয়েছে।

    এহ বাহ্য। শ্রী সরকারের মত রাম-শ্যাম-যদু-মধু কেউ সুপারভাইজার/হেড ডিপের ফরওয়ার্ডিং লেটার নিয়ে গেলে যদুপুর, রবীন্দ্রভারতী, সিএসসি, পিএসসি এন্টারটেইন করবে? শিকাগো ইউনি? তারা তো আবার সার্টিফিকেটের ফটোকপি দিলেও এন্টারটেন করে না।

    আর শিকাগো ইউনি যেখানে পরিস্কার বলে দিয়েছে ১৯৭৬ সালে পবিত্রভূষণ সরকার বলে কাউকে পিএইচডি দেওয়া হয় নি (হি গট মাস্টার্স দো), লোকজন কোন যুক্তিতে এই নিয়ে তর্ক করে বুঝি না।

    মমতা কি এফিডেবিটে ডক্টরেট লিখেছিলেন? কোন পোস্টে ছিলেন যেখানে পিএইচডি এসেনশিয়াল কোয়ালিফিকেশন? সিপিএম তাহলে ছেড়ে দেয় কেন?
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:০৬386413
  • থিসিস ডিফেন্সের চিঠি মানে কি? মানে কমিটি তখনও পাশ করেছি না ফেল করেছি বলেনি? নাকি শুধু সার্টিফিকেট হয়নি। মানে আমি যা জানি- একটা হল ক্যান্ডিডেচার বা কোয়ালিফায়ার- প্রথম স্টেপ, সেটা নিয়ে মনে হয় কথা হচ্ছেনা। পরের স্টেপ লিখিত ও মৌখিক ডিফেন্স। তো লিখিত আগে দিতে হয়,কমিটি মতামত দেয়, সেটা ইনকরপোরেট করতে হয়। মৌখিকের সময় তখনও লিখিতর কোনো প্রবলেম থাকলে হয় জানানো হয়, নইলে যে কাগজে মৌখিকে পাশ করেছি না ফেল করেছি লেখা থাকে সেখানে মেনশন করা থাকে। এবার এই কাগজ যেখানে পাশ করেছি না ফেল করেছি, মৌখিক ও লিখিত সেটা অ্যাস গুড অ্যাস সার্টিফিকেট। অনেক সময়ই হয় পিএইচডি স্টুডেন্ট সেপ্টেম্বরে ডিফেন্ড করল, নেক্সট গ্র্যাজুয়েশন ডিসেম্বরে। তদ্দিন তো বসে থাকবেনা, তাই ঐ কাগজ দিয়েই পোস্ট ডক। আমিই করেছি তাই।
    তো এখানে অ্যাডভাইসের কাছ থেকে কাগজ মানে কি বলা হচ্ছে?
    এই পবিত্র সরকারের কেসটা এত বার উঠে আসে আর বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে।
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:০৮386414
  • এই রে আরো গুলিয়ে গেল, পবিত্র সরকার কবে থেকে বলেন যে তিনি ড:? ২০০৪'র আগে থেকেই? কত আগে?
  • SS | 128.248.169.246 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:১৭386415
  • অক্ষ, উনি মাত্র ২৯ বছর (১৯৭৫-২০০৪) বিনা সার্টিফিকেটে চালিয়েছেন।
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:২২386416
  • অ।
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৩১386417
  • আমার বেলায় অ্যাডভাইসর চিঠি লিখেছিলেন যে আমি থিসিস ডিফেন্ড করেছি এবং কমিটির মতে আমি পাশ করেছি। আজ পর্য্যন্ত কোথাও ডিপ্লোমার কপি দিয়েছি বলে মনে পড়ছে না। তা সে হুমবোল্ট হয়তো ডিপ্লোমার কপি ছাড়া চাকরি দেয় না। হয়তো আমি যদু মধু ছিলাম না, কে জানে।

    প্রফেসরী করার জন্য পিএইচডি তো রিকোয়ার্ড কোয়ালিফিকেশন নয়। পিএইচডি বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকোয়ার্ড। থিসিস ডিফেন্ড করা ও পাশ করা ইকুইভ্যালেন্ট না হয় কোন বিচারে? তবে মমতাদির পায়ে ভক্তি হলে সবই হয়।
  • bitoshok | 76.113.141.128 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৩৩386418
  • @অক্ষ :

    হ্যাঁ, নিয়ম টা ঐরকমই। তবে বিভিন্ন ইউনির প্রসিজিওর আলাদা, আমি যদ্দুর জানি। অনেক ক্ষেত্রেই লোকজন একটা খসড়া এপ্রুভ করিয়ে পরে ফাইনাল কপি টা সময় নিয়ে লেখে। আমার এক ক্লাসমেট, শিকাগো থেকে গতবছর গ্রাজুয়েশন করেছে, সে ঐ কপি একজামিনারদের হাতে দিয়েছে ডিফেন্সের সময়। আমার প্রশ্ন, পবিত্র বাবু কি আদৌ থিসিস টি কমপ্লিট করেছিলেন? ঐ থিসিস আমি দেখেছি। শিকাগো ইউনির ডিজিটাল লাইব্রেরি থেকে ডাউনলোড করা যায়। সুপারভাইজারের রেকমেন্ডেশন লেটার স্বচক্ষে না দেখে, পবিত্র বাবুর দাবী আমি মানতে রাজি নই।
  • Ishan | 173.26.17.106 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৩৪386419
  • উরেত্তারা। নেহাৎ বীতশোকের লেখা পড়ে খুঁজতে গেলাম। নইলে এইটা নেটে পায়া যাবে ধারণাই ছিলনা।

    http://linguistics.uchicago.edu/people/alumni.shtml#2004
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৩৭386420
  • তাহলে কি পবিত্রবাবু ২০০৪-এ থিসিস ডিফেন্ড করেছিলেন? তবে তো কমিটি ২০০৪-এ ঐ ডিফেন্স ফর্ম সই করেছে দেখাতে পারা উচিৎ।

    আর ১৯৭৫-এ সিপিএম ক্ষমতায় ছিল নাকি? তবে দুর্নীতি কে করল?
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৪০386422
  • ইয়ে, মানে ২০০৪ যখন দেখাচ্ছেই, তখন ১৯৭৫ তো এমনিতেই সম্ভব না। একই ইউনি, একই লোককে একই সাব্জেকটে (যদিনা প:স: ক্লেম করেন তিনি দুটি বিষয়ে পিএইচডি) দুবার পিএইচডি বোধহয় দেবেনা।
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৪৬386423
  • অক্ষকে মনে করিয়ে দেই একটু।

    ১। ডিফেন্স হয়। ডিফেন্সের দিন ঠিক হয় ছাত্র পাস না ফেল করল।
    ২। থিসিসটি ইউনির নিয়ম মেনে ফরম্যাট ও টাইপ করতে হয়। কমিটি কোন মাইনর কারেকশন বললে তাও করতে হয় (মেজর কারেকশন থাকলে তো পাসই করবে না)।
    ৩। এই ফাইনাল কপি একটি ফি শুদ্ধু ইউনিতে জমা দিতে হয়।
    ৪। কনভোকেশনে ডিগ্রী নিতে হয়।

    যে সেমেস্টারে স্টেপ ৩ করা হয়, ডিগ্রী সেই সেমেস্টারে দেওয়া হয়েছে বলে ইউনি রেকর্ড করে। আমার আন্ডারস্ট্যান্ডিং হল, পবিত্রবাবু স্টেপ ১ ১৯৭৫-এ করেছিলেন, স্টেপ ৩ ২০০৪-এ।
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৪৮386424
  • আমার ধারণা ঘটনাটা এরকম, পবিত্র বাবু ১৯৭৫ নাগাদ পিএইচডির কাজকর্ম করেন, কিন্তু শেষ করেন না। মানে ডিফেন্স ইত্যাদি। আল্টিমেটলি ২০০৪'এ করেন। কিন্তু ফর অল প্র্যাক্টিকাল পার্পাস, উনি যদি '৭৫ সাল থেকেই ক্লেম করেন উনি ডা: তাহলে সেটা মিথ্যেই হবে। মাধ্যমিক অ্যাপিয়ার্ড মানে মাধ্যমিক নয় যেমন।
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৫২386425
  • শিবু, হ্যাঁ। এক্স্যাকটলি তাই। আমি কি অন্য কিছু বললাম? এবার ঐ যে কাগজে কমিটি লিখে দেয় পাশ করেছে, সেটাই আমি বললাম তো অ্যাস গুড অ্যাস সার্টিফিকেট।

    কিন্তু ২৯ বছর আগের পিএইচডি তামাদি হয়ে যায়। মানে ২৯ বছর আগের কাজকে শিকাগো কেন, কোনো ইউনিই ২০০৪-এ স্বীকৃতি দেবেনা। আমিও মনে করিয়ে দিই। ৭ বছর আগের কোর্স তামাদি হয়। আমি যদি ৮ বছর ধরে পিএইচডি করি, আমাকে প্রথম বছরের কোর্স গুলো আবার করতে হবে। সেখানে ২৯টা একটু বেশিই হয়ে যাচ্ছে।
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৫386426
  • পবিত্রবাবু যদি ২০০৪-এ ডিফেন্স করে থাকেন তো উনি যা করেছেন সেটা অন্যায়। সেক্ষেত্রে ওনাকে ডিফেন্ড করার আমি কোন যুক্তি দেখিনা। তবে উনি ক্লেম করেছিলেন (যতদূর মনে পড়ছে), উনি ১৯৭৫-এ ডিফেন্ড করেছিলেন, কিন্তু থিসিসের ফাইনাল কপি জমা দেন নি। তা সেটা খুঁজে বের করা তো খুব কঠিন নয়। ২০০৪-এ ডিফেন্স হয়ে থাকলে কমিটি মেম্বারেরা তো এখনো ডিপার্টমেন্টে থাকার কথা।
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৮386428
  • হ্যাঁ এটা খুব একটা অযৌক্তিক দাবী না। বীতশোক, ঐ থিসিসের লিংকটা দিতে পারবেন? হয়ে যাক হেস্তনেস্ত :-)
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৮386427
  • @অক্ষ।

    তামাদি হবে, যদি সাত-আট বছর ধরে ডিফেন্ড না করা হয়ে থাকে। যদি ডিফেন্ড (ও পাস) করা হয়ে যায় তো ঐ তামাদি হবার নিয়ম বোধ হয় খাটে না।
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:০৩386429
  • অযৌক্তিক দাবী না টা আগের পোস্টটায়। পরেরটা অযৌক্তিক। থিসিসের ফাইনাল কপি জমা না দিলে তামাদি হবে।
  • Arijit | 61.95.144.122 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:০৫386430
  • এইটা নিয়ে বছর চারেক আগে তুমুল সোরগোল হয়েছিলো। সুনন্দ স্যান্যাল (এঁর সাথে পবিত্র সরকারের বেদম ঝগড়া) এটা খুঁড়ে বের করেন। তারপর বিভিন্ন কাগজে দুই পক্ষের লেখা সমস্ত শালীনতার সীমা ছাড়িয়েছিলো। সুনন্দ স্যান্যাল এণ্ড কোং স্টেটসম্যানে, পবিত্র সরকার আজকালে। সে ভাষা প্রিন্টেড মিডিয়ায় নামকরা লোকে ব্যবহার করতে পারে - না দেখলে বিশ্বাস হত না। একজন লিখলো "পুঙ্গির পুত', আরেকজন "কুলাঙ্গার' ইত্যাদি।

    তবে আজকালে ওই ইউনির রেজিস্ট্রার (বা ওই রকম কারো) মেল ছাপিয়েছিলো - যেখানে সেই ভদ্রলোক বলেছিলেন অ্যাজ ফার অ্যাজ দ্য ইউনি ইজ কনসার্নড পবিত্রবাবু পিএইচডি-র সমস্ত ফর্মালিটি পুরো করেছেন।

    কাগজে পড়ে যা মনে হয়েছিলো সেটা হল উনি জমাও দিয়েছিলেন, ডিফেন্সও করেছিলেন - তবে কিছু ডকুমেন্টেশন এবং ফী রিলেটেড ফর্মালিটি না করেই চলে এসেছিলেন।

    আমাদের নিয়মও ওই শিবুদা যা লিখেছে সেরকমই। ডিফেন্সের কিছুক্ষণ পরেই এগজামিনারেরা ডেকে বলে দিত কি হয়েছে। তাপ্পর একটা লিখিত রিপোর্ট এগজামিনেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিত - সেখানেই কি কি কারেকশন/কমেন্ট লেখা থাকতো। সেগুলো করে ফী সহ জমা দেওয়ার দিন কয়কের মধ্যে একটা প্রভিশনাল চিঠি মতন দিত - যাতে লেখা থাকতো অমুক তমুক পিএইচডি-র সবকিছু ফর্মালিটি কমপ্লিট করেছেন, অ্যাণ্ড হি/শী হ্যাজ বিন অ্যাডমিটেড টু পিএইচডি ইত্যাদি। আমি এটাই দিয়েছিলাম চাকরি খোঁজার সময় - সাট্টিফিকেট তো দিলো কনভোকেশনের পরে।
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:১৩386431
  • থিসিসের ফাইনাল কপি জমা না দিলে তামাদি হবার কথাটা বোধহয় ঠিক না। আর ফ্যাকাল্টি ইচ্ছে করলে তামাদি হবার নিয়মের এক্সেপশন করতে পারে। ২০০৪-এ পবিত্রবাবু যদি ডিগ্রী পেয়ে থাকেন তো তার বেলায় ফ্যাকাল্টি তামাদি হবার নিয়ম মানেন নি বলেই ধরতে হবে।
  • Arijit | 61.95.144.122 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:১৫386433
  • আর এই সোরগোলটা যে পলিটিক্যালি মোটিভেটেড ছিলো সেই নিয়ে কোনো সন্দেহই নেই।
  • bitoshok | 76.113.141.128 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:১৮386434
  • ডাউনলোড লিংক টা জেনারটেড। ওটা কাজ করবে না।

    এটা এক্সেস করতে পারলে, এখান থেকে পাওয়া যাবে :
    http://www.proquest.com/

    ক্যাটালগ ইনফো শিকাগো ইউনির লাইব্রেরি তে, Sarkar, Pabitrabhushan দিয়ে সার্চ দিলেই পাওয়া যাবে।

    http://www1.lib.uchicago.edu/e/index.html
  • a x | 76.247.246.200 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৪১386435
  • তাহলে পবিত্রবাবু ডিফেন্স কমিটির চিঠি ছাপালেন না কেন?
  • Arijit | 61.95.144.122 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৪৫386436
  • কে z|নে। পুরো ব্যাপারটা নর্মালি (ধরো আমার-তোমার কেসে) যেমন হয় সেরকম নিশ্চয় নয়। এই রেজিস্ট্রার না কার যেন মেলটা ওই ২০০৪ সালেই। এখানে এমন চেঁচামেচি হল যে মিডিয়া ইউনির সাথে যোগাযোগ করেছিলো - সম্ভবত: তিতিবিরক্ত হয়েই মেল পাঠিয়েছিলেন ইউনির তরফ থেকে :-)

    তবে মজাটা হল ৭৫ সালে উনি যদি না-থাকা সাট্টিফিকেট বা চিঠি নিয়ে চাকরি পেয়ে থাকেন এবং সেটা তখন বেআইনি হয়ে থাকে তাইলে যারা চাকরি দিলো তাদের কেউ কোশ্চেন করলো না কেন?
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৪৯386437
  • খাঁটি কথা। তবে তার একটা সম্ভাব্য কারণ হতে পারে অরিজিনাল উনি জমা দিয়েছিলেন। হারানোও সম্ভব। আমারই তো থিসিসের কপি হারিয়ে গেছে। একটা লোক বিশ-পঁচিশ বছর সুনামের সঙ্গে কাজ করার পর আবার থিসিসের প্রশ্ন উঠবে, এটাই তো কেমন একটা অবিশ্বাস্য ব্যাপার। মানে পবিত্রবাবুর সম্পর্কে শিক্ষক, গবেষক, অ্যাডভাইসর হিসেবে যেটুকু শুনেছি সেটুকু ভাল কথা।

    ভাবছি, দেশে যদি কখনো মাস্টারি করার কথা আবার ভাবি তবে বিএসসিতে ৫৫% না পাবার কথাটা উঠবে কিনা।
  • Arijit | 61.95.144.122 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৫৪386438
  • আমি থিসীসের সফট কপি রেখে দিয়েছি। ফাইনাল কপিটা তো আছেই, যেটা ড্রাফট জমা দিয়েছিলুম - এগজামিনারদের জন্যে - সেটাও দু কপি আছে - ওর মধ্যে আবার জন ডার্লিংটনের ক্ষুদে ক্ষুদে নোট ভত্তি:-)

    আমার মনে হয় না এই ব্যাপারটার মধ্যে সিনিস্টার কিছু আছে। পবিত্রবাবু সম্ভবত: অত খেয়াল না করে ফর্মালিটি পুরো না করে পালিয়ে এসেছিলেন। যারা চাকরি দিয়েছিলো তারা এত নিয়ম টিয়ম জানতোও না। আর একবার চাকরি পেয়ে গেলে কে আর পুরনো খাতা খোলে? যেখানে চাকরি করতেন তারাও খোলেনি, পবিত্রবাবুও কাটিয়ে দিয়েছিলেন...আর বামফ্রন্ট আসার সময় উনি অলরেডি নামধাম করে ফেলেছেন - তখনও কেউ আর ব্যাকগ্রাউন্ড চেক করেনি।

    আসলে সুনন্দবাবুর সাথে বিশাল ঝগড়া - এবং সেটা ওই নানান কমিটি নিয়ে। সেই থেকে এর শুরু...
  • Bratin | 125.18.17.16 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৫৭386439
  • শিবু দা, BSc নয় MSc তে ৫৫% পাওয়া হল কলেজে পড়ানোর মিনিমাম যোগ্যতা। তা ছাড়া NET/SLATEallowed নয়
  • a x | 76.247.246.200 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৫৮386440
  • না, প্রশ্ন দুটো। এক, উনি কি নিজের নামের পাশে ডা: লেখেন?
    দুই উনি শুরুতে শুধু না, এযাবৎ কাল যা যা পদে কাজ করেছেন, তার কোনোটাতে কি পিএইচডি আবশ্যিক? এর একটা উত্তর হ্যাঁ হলেই পাতি কথা জালি করেছেন।
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ১০:৫৯386441
  • আমার থিসিসের হার্ড কপি ছিলই না। একটা ডিস্কে সফট কপি ছিল শুধু। তা ওয়ান ফাইন মর্নিং সেটা আর খুঁজে পেলুম না। এখন কপি দরকার হলে সেটা ইউনির লাইব্রেরী থেকে পয়সা ঢেলে আনাতে হবে :(। কিন্তু ঐ কপিটা কেউ চাইলে আমি কতটা হতভম্ব হব তাই ভাবছি।
  • Sibu | 71.106.234.63 | ২৯ অক্টোবর ২০০৯ ১১:০১386442
  • ড: লেখাটা ইরেলেভ্যান্ট। আর প্রফেসরির জন্য পিএইচডি রিকোয়ার্ড না। পিএইচডি বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকোয়ার্ড।
  • Update | 12.163.39.254 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:০২386444
  • Name:axMail:Country:

    IPAddress:76.247.246.200Date:29Oct2009 -- 11:01AM

    আমারও হার্ড কপি নাই। সফট কপির ফাইনাল সিডিটা কোস্টার হিসেবে ব্যবহার করে তারপর মুভ করার সময় ফেলে দিয়েছি।

    ---------------------------------------

    Name:axMail:Country:

    IPAddress:76.247.246.200Date:29Oct2009 -- 11:04AM

    ওহ ইররেলেভ্যান্ট? তাহলে তো মমতাও লিখতে পারেন। আর উনি তো শুধু অধ্যাপক ছিলেন না। ভিসি হয়েছিলেন, হেড-ডিপ হয়েছিলেন, আরো অনেক কিছু।

    ---------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 11:05AM

    আমাদের তো থিসীসটাকেই একটা টেক রিপোর্ট হিসেবে পাবলিশ করতে হত - সেটা ইউনির সাইটেই আছে। কাজেই দরকার হলে সেটাও নামানো যাবে:-)

    পিএইচডি থাকলে নাকি নেট/স্লেট লাগে না - এরকম একটা গপ্পো আছে না?

    ---------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 11:07AM

    টইয়ে ফের প্রবলেম হচ্ছে।

    ---------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:71.106.234.63Date:29Oct2009 -- 11:08AM

    ইরেলেভ্যান্ট বলছি কেন না লিগ্যালি নামের পাশে ড: লেখা বারন নয়। আর মর�AFআলি যে লোক থিসিস ডিফেন্ড করেছে, তার ড: লেখায় খুব একটা সমস্যা দেখি না।

    আর প্রফ, হেড, ভিসি কোনটাতেই পিএইচডি রিকোয়ার্ড নয়, কিন্তু ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকোয়ার্ড।

    ---------------------------------------

    Name:bitoshokMail:Country:

    IPAddress:76.113.141.128Date:29Oct2009 -- 11:31AM

    পবিত্র বাবু সম্ভবত লেকচারার হিসেবে জয়েন করেছিলেন, তার জন্যে পিএইচডি এসেনশিয়াল নয়। আর ভুজুং ভাজুং দিয়ে ইন্টারভিউ বোর্ড কে কনভিন্স না করানোর কি আছে। কিন্তু, উনি ল্যাডারের যেখানে উঠেছিলেন সেটা উইদাউট পিএইচডি ওঠা সম্ভব নয়। শুধু মাস্টার্স নিয়ে লেকচারার থেকে প্রফেসর হিসেবে প্রমোশন পেতে ইউজিসির নিয়মে প্রচুর ঝামেলা আছে। সিস্টেমের ভেতর থাকলে ম্যানিপুলেশন করা সোজা। দিলীপ সিংহ-মুক্তি দেবের ক্ষেত্রে জালিয়াতি ধরা পড়েছে দিলীপ সিংহ বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলার শিপ থেকে সরে যাওয়ার পর।

    আর পবিত্র বাবুর পবিত্রতা কতটা সেটা আর কেউ না জানুক উনি ভালো ই জানতেন। তখন উমা দিচ্ছি। পবিত্র বাবু সম্পর্কে হেব্বি ধারনা। মানে স্কুল-পাঠ্য যার লেখেন তাঁরা সবাই পন্ডিত মানুষ এই রকম একটা ধারনা। তো কোন একটা কাগজে পবিত্র বাবু একদিন সবিনয়ে জানালেন, যে উনি একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ড: করেছেন, কিন্তু নামের আগে সেটা লেখা পছন্দ করেন না। ভক্তি আরেকটু বাড়ল। প্রথম দিন এই বিতর্কের খবর পড়ার পর, ব-অক্ষর শ-অক্ষরের সাথে ঐ "ঠাকুর ঘরে ... " ইত্যাদি মনে পড়েছিল

    ---------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 11:35AM

    এই নিয়মগুলো মনে হয় এখনকার - নাকি ইঞ্জিনিয়ারি-ংঅএর ক্ষেত্রে আলাদা? নইলে আমাদের যদুপুরে হেড ডিপ যিনি ছিলেন তিনি মাস্টার্স। তিনি প্রোফেসরও ছিলেন (এখনও তাই - যদি না রিটায়ার করে থাকেন)। যদুপুরে চালু কথাই ছিলো যে ভদ্রলোক মাস্টার্স স্টুডেন্টদের দুচক্ষে দেখতে পারতেন না - কারণ পাশ করলেই তারা ওঁর ইক্যুইভ্যালেন্ট হয়ে যাবে (ডিগ্রীতে) :-)

    ---------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:71.106.234.63Date:29Oct2009 -- 11:45AM

    :, পিএইচডি ছাড়া অনেকদূর ওঠা যায় না! সত্যেন বোস খুব একটা ওঠেন নি হয় তো। আইনস্টাইন কি পিএইচডি করেছিলেন?

    আর ডিফেন্ড ও পাস করলে সেটাকে পিএইচডি করা বলে দাবী করায় আমি কোন অন্যায় দেখি না।

    ---------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 11:50AM

    ডি: - টইয়ের সাথে সামঞ্জস্য রেখে বলে দিই - এই ভদ্রলোক কদাপি সিপিএম ছিলেন না, বরং তুমুল বিরোধী ছিলেন, এবং পরিচিত এসএফাঅই হওয়ার জন্যে এঁর হাতে কম হেনস্থা হতে হয়নি - অ্যাকাডেমিক্যালি এবং নন-অ্যাকাডেমিক্যালি। তবে ২০০৪ নাগাদ একবার বাড়ি এসে যদুপুরে একটা সেমিনার দিতে ডেকেছিলো - তখন এঁর টোনে অনেক বদল দেখেছি - মানে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার টেন্ডেন্সীটা ছিলো না :-)

    ---------------------------------------

    Name:bitsohokMail:Country:

    IPAddress:76.113.141.128Date:29Oct2009 -- 12:01PM

    : ইতিহাস থেকে শুরু করলে, সত্যেন বোস কেন - মেকলে সাহেব কিংবা নালন্দা-তক্ষশীলা থেকে শুরু করা যেতে পারে।

    ---------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:71.106.234.63Date:29Oct2009 -- 12:01PM

    ও, আর একটা কথা। নামের আগে ড: না লেখাটা অনেক জায়গাতেই চলে। ইউনিতে অল্প বয়েসী অধ্যাপকদের প্রায় কাউকেই ড: লিখতে দেখিনি। আগে ইন্ডাস্ট্রিতে ড: লেখার চল ছিল। তা এখন যেখানে কাজ করি, কলিগরা প্রায় সবাই ড:, এবং কেউই সেটা লেখে না। একমাত্র ম্যানেজমেন্ট গুরু, কনসালট্যান্ট আর ড: অফ ডিভিনিটি (মানে জোচ্চোরস উইথ হাই প্রব্যাবিলিটি), এরাই বোধ হয় নিয়ম করে নামের আগে ড: লিখে থাকে।

    ---------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:71.106.234.63Date:29Oct2009 -- 12:05PM

    কতদিনের ইতিহাস হলে দিদির জমানায় আলোচনার যোগ্য? সত্যেন বোস, আইনস্টাইন তো প্রাচীন যুগে চলে গেল। মমতাব্দে না বলা গেলে সে সব কথা বুঝি কাউন্টেড হবে না!!

    ---------------------------------------

    Name:kcMail:Country:

    IPAddress:194.126.37.5Date:29Oct2009 -- 12:08PM

    তথাগত রায়, ব্যাচেলার্স ডিগ্রী সিভিলে, যদুপুরে আসেন প্রফেসর হিসেবে, তারপর কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের প্রথম হেড। শিক্ষক হিসেবে অসাধারন। যখন আসেন তখন কিন্তু যদুপুর সেনেট তথাকথিত সিপিএমের আখড়া। তবে এটাও এক্সেপশান। ;-)

    ---------------------------------------

    Name:bitoshokMail:Country:

    IPAddress:76.113.141.128Date:29Oct2009 -- 12:09PM

    অবান্তর প্রশ্ন।

    ---------------------------------------

    Name:SibuMail:Country:

    IPAddress:71.106.234.63Date:29Oct2009 -- 12:11PM

    :) অবান্তর কে ঠিক করে? দিদি? না সিপিএমএর পক্ষে যাকিছু যায় তার সবই অবান্তর?

    ---------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 12:13PM

    মনে হয় না। আমরা যখন পড়তুম তখনও লেকচারারের ওপর ম্যান্ডেটরি পিএইচডি অথবা ইক্যুইভ্যালেন্টের নিয়ম সম্ভবত: তৈরী হয়নি। অন্তত: ইঞ্জিনিয়ারি-ংঅএ। এটা নব্বইয়ের শেষের দিকে বা দুহাজারের শুরুর দিকের নিয়ম। এটা চালু হল বা হওয়ার কথা হচ্ছে বলেই আমাকে দিদি ঠেলা দিতে শুরু করেছিলো।

    ---------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:29Oct2009 -- 12:13PM

    ** আমার নিজের দিদি ** (কি কাণ্ড)

    ---------------------------------------

    Name:pinakiMail:Country:

    IPAddress:131.151.102.250Date:29Oct2009 -- 12:17PM

    এইটা গোলা । :-D

    ---------------------------------------

    Name:deepMail:Country:

    IPAddress:212.178.117.81Date:29Oct2009 -- 12:26PM

    শিবু,ইন ফ্যাক্ট, পিএইচডি না থাকার কারণেই সত্যেন বোসের প্রোমোশন আটকে যাচ্ছিল, উনি আইনস্টাইনের কাছ থেকে একখানি রেকো এনে শেষরক্ষা করেন। সিবাল জমানায় অবিশ্যি স্টিফেন হকি-ংঅএর রেকো হলেও চলতে পারে।

    ---------------------------------------

    Name:bitoshokMail:Country:

    IPAddress:76.113.141.128Date:29Oct2009 -- 12:27PM

    জেনারেল স্ট্রিম আর ইনজিনিয়ারিং এর তফাত আছে।

    আর ইতিহাস ইত্যাদি তে রামভক্ত আর বামভক্ত দের ই একচেটিয়া অধিকার।

    ---------------------------------------

    Name:BlankMail:Country:

    IPAddress:170.153.65.102Date:29Oct2009 -- 05:55PM

    কদিন বাদেই দিদি ইতিহাস হলে দিদিভক্তদের ও সেই অধিকার দেওয়া হবে। হিংসে করার কিছু নেই

    ---------------------------------------

    Name:agaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:29Oct2009 -- 06:41PM

    অজ্জিত শেষমেশ ""দিদির ঠেলায়"" ডাক্তারি করল। কি দিঙ্কাল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন