এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চ শিক্ষাকেন্দ্রে ছাত্র রাজনীতি, মারপিট...

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০০৭ | ২২৯৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bitoshok | 76.113.141.128 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:১৬386295
  • শিবু, কিছু মনে কইরেন না মাইরি। আপনার মানসিক সুস্থতাই আমার কাছে কোয়েশ্চেনেবল মনে হচ্ছে।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:১৬386296
  • পবিত্রবাবুর কেসটা মেটিরিয়াল লাই নয় কেন না ওটা নিয়ে কেউ প্রশ্ন তুললে সেটা ঠিক করাটা ওনার ইচ্ছাধীন। এই যেমন প্রশ্ন ওঠার পর উনি ২০০৪-এ প্রায় সাথে সাথেই ঠিক করে নিলেন। জোনসের ব্যাপারটা তা না।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:১৮386297
  • ওরকম হয়। বদহজমের পর জেলুসিল না খেলে আর কথার খেই খুঁজে না পেলে অমন অনেককিছু মনে হয়। দিদিকে বলুন, মেলে জেলুসিল পাঠিয়ে দেবে।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:২০386298
  • কোশ্চেনটা পবিত্রবাবুর যোগ্যতা নিয়ে নয় ওনার মিথ্যে বলা নিয়ে। ১৯৭৫ থেকে ২০০৪ অবধি উনি মিথ্যে বলেছিলেন কি? না?
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:২৯386299
  • রিপাবলিকানরাও অমনি বলেছিল। ক্লিন্টনের দোষ হল মনিকার সাথে সম্পক্কো নিয়ে মিথ্যে বলেছিল। এখন প্রেসিডেন্টের কাজের জন্য ঐ সম্পক্কো নিয়ে সত্যি বলা কতটা জরুরী কে কেয়ার করে! সাধে বলি, দিদি ভক্তরা হল গিয়ে ফক্স নিউজ।

    লেট মি ট্রাই ওয়ান মোর টাইম। সব মিথ্যে একই রকম নয়। কাউকে যদি জিগ্যেস করি - কাল কি দিয়ে ভাত খেয়েছিলে, আর সে যদি ভুল করে মুসুরীর জায়গায় মুগ বলে, সেটা খুব ইম্পর্ট্যান্ট নয়।

    তেমনি পিএইচডি ডিগ্রী যদি যাস্ট ফর্ম্যালিটি শেষ করার ব্যাপার হয়, তাহলে তার পিএইচডি আছে বলাটা খুব একটা মারাত্মক মিথ্যে নয়।
  • bitoshok | 76.113.141.128 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:৩০386300
  • আমার আগের পোস্ট আমি উইথড্র করে নিচ্ছি। দু:খিত।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:৩২386301
  • আম্মো উইথড্র করে নিলুম। নো মোর পার্সোনাল অ্যাটাক, ওকে?
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:৩৮386302
  • শিবুদাকে মনে করিয়ে দিই পদমর্যাদার একটা গুরুত্ব আছে। তাই তুমি আমি বিড়ি খেলে কিছু আসে যায় না। কিন্তু বারাক ওবামাকে বিড়ি ছাড়তে হয়। তেমনি কোন একটি রেপুটেড ইউনিভার্সিটির ভিসি যে ডিগ্রি পায় নি সেটা নামের আগে বসিয়ে দিচ্ছে এটা মুসুরীর জায়গায় মুগ নয়।

    বাই দা ওয়ে জোনস যখন এমআইটির ডিন অফ অ্যাডমিসন হয়ে এত উন্নতি করেছিলেন মনে হয় কি ওনার আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ডিগ্রি পেতে অসুবিধা হত। আমার মনে হয় না। ইন ফ্যাক্ট ওনার চাকরি যায় মিথ্যে বলার জন্য। লাইনটা আবার তুলে দিলাম।

    And this wasn't just any lie. It was a lie in the very area in which Jones' job requires her to expect the truth.
  • nyara | 64.105.168.210 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:৫৩386303
  • শিবুদা হঠাৎ পবিত্রবাবুর জালির ঠেকা নিলে কেন? লিগ্যালিটি-ফিটি যা-ই হোক, পবিত্রবাবু যেটা করেছেন সেটাকে ইন্টালেকচুয়াল ডিজনেস্টি বলে।

    অকচলিত একটা গল্প বলি। আমার এক আত্মীয় ষাটের দশকে ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে এমএস শেষে পিএইচডি করতে ঢোকেন। কোর্সওয়ার্ক শেষ হয়। থিসিস কমপ্লিট হয়। থিসিস জমা হয়। ডিফেন্সের আগে অ্যাডভাইসারের সঙ্গে ঝামেলায়, বাঙালে গোঁতে তিনি 'এই রইল আপনার থিসিস' বলে বিশ্ববিদ্যালয় ছেড়ে হন্টন দেন। বছর কয়েক চাকরির পরে নিজে কনসাল্টিং শুরু করেন। নামের আগে ড: থাকলে সুবিধে হত। কিন্তু হয়নি, কী আর করা যাবে। কোন খোঁজখবরও আর করেননি।

    ভদ্রলোক আশির দশকের শেষের দিকে দেশে ফিরে যান। কনসাল্টিংই করতেন। খুব নামডাকও হয়। যে কোম্পানিতে কাজ করতেন, তার মালিক ওনার কলেজের (বিই) বন্ধু। সেই বন্ধু স্বত:প্রবৃত্ত হয়ে আমার আত্মীয়কে কিছু না জানিয়ে ইউনিভার্সিটি অফ সিনসিনাটিকে চিঠি লেখেন যে অমুক ১৯৬৫ সালে পিএইচডি শেষ করেননি, এখন শেষ করতে গেলে কী করতে হবে। ইউনিভার্সিটি নথি ঘেঁটে জবাব দেয়, যে ওনাকে তো ১৯৬৫-তেই পিএইচডি কনফার করা হয়েছিল। কিন্তু উনি সার্টিফিকেট নিতে আসেননি। এটা বোধহয় ১৯৯৪ সালের কথা। ৩০ বছর পরে উনি নামের আগে ড: লাগাবার অধিকার পেলেন। একেবারে নেজ্জলা সত্যি কথা।

    কাজেই, প্রথমত: ডিফেন্ড না করেও পিএইচডি পাওয়া সম্ভব হত। দ্বিতীয়ত: টেকনিক্যালি পিএইচডি না হলে নিজেকে ডাক্তার বলে জাহির করা না করা ব্যক্তিগত সততার ব্যাপার। কারুর থাকে, পবিত্রবাবুর ছিল না। মিটে গেল।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১১:৫৩386305
  • ১। জোন্সের পক্ষে অন্য ইউনি থেকে ডিগ্রী পাওয়াটা খুব সহজ হত এটা তোমার কনজেকচার। অন্তত: শর্ট টাইমে সম্ভব হত না সেটা তো কনফার্মড।

    ২। আমার মনে হয় না ঐ ডিগ্রীর ব্যাপারটা মুগ মুসুরীর চেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারন খুব স্পষ্ট। ওটুকু যাস্ট ফর্ম্যালিটি শেষ করার ব্যাপার। এবং খুব শর্ট টাইমের ব্যাপার। তুমি এ কথাটা বুঝতে চাইছ না তোমার পলিটিক্যাল ওরিয়েন্টেশনের কারনে।

    ৩। পলিটিশিয়ান ও বেশ্যাদের ভোটার/খদ্দের খুশি রাখার একটা ব্যাপার আছে। সে জন্য অনেক কিছুই করতে হয়। ওবামা বিড়ি ছেড়েছে সে আর বেশী কথা কি। কিন্তু অ্যাকাডেমিকসে ফর্মের চেয়ে সাবস্ট্যান্সের গুরুত্ব বেশী হবার কথা। ভিসি বা অধ্যাপকের কাছে অ্যাপিয়ারেন্স অফ প্রোপ্রাইটি - আর সাবস্ট্যান্স অফ ম্যাটারের মধ্যে পরেরটাই বেশী গুরুত্বপূর্ণ।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:০০386306
  • ন্যাড়া, আমি পবিত্রবাবুর কোন ঠেকা নেই নি। আমার পয়েন্ট ছিল অ্যাকাডেমিক ডিপার্টমেন্টগুলোতে পার্সোনাল ঝগড়া আউট অফ প্রোপোরশন হয়ে ওঠে। সেটাকে রাজ্য রাজনীতির রং দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি।

    তোমার আত্মীয়র গল্পটি মজাদার, কিন্তু এখানে ইরেলেভ্যান্ট। আর টেকনিক্যালিটির ভিত্তিতে কাউকে অসৎ বলাটা তোমার পার্সোনাল চয়েস। ওরকম একটা স্ট্রং ওয়ার্ড ব্যবহার করার জন্য টেকনিক্যালিটির চেয়ে জোরদার কারন লাগে বলে আমার মনে হয়।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:১৫386307
  • ন্যাড়া, সরি। একটা প্রবলেম হচ্ছে না, তাই একটু কড়া কথা বলে ফেলেছি। মাপ করে দাও।

    বলত জাভাতে স্ট্রাকটের ইকুইভ্যালেন্ট কিছু আছে কিনা।
  • nyara | 64.105.168.210 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:২৩386308
  • ধুস, কড়া কথা আবার কোথায়!

    স্ট্রাক্টেরই তো উন্নততর ভার্সান ক্লাস - কি জাভা কি C++। তুমি যদি একখানা ক্লাসের মধ্যে লাইটওয়েট ক্লাস চাও, যেটা স্ট্রাক্ট হিসেবে ব্যবহার করা যাবে, তাহলে inner class বা nested class ব্যবহার কর।
  • nyara | 64.105.168.210 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:২৩386309
  • স্ট্রাক্ট 'হিসেবে' নয়, স্ট্রাক্টের 'মতন করে'।
  • Sibu | 71.106.234.63 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:২৬386310
  • বুঝলাম। থ্যাংকু। নুতন শিখছি তো, তাই আটকে আটকে যাচ্ছে :(।
  • nyara | 64.105.168.210 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:৩৬386311
  • ভুল থ্রেড, তাও কন্টেক্সট আছে বলে লিখছি -

    নজ্জার মাথা খেয়ে নিজের একটা প্রাচীন কোডের রেফারেন্স দিচ্ছি -
    http://tinyurl.com/yz3gtkd

    Line 266-এ একটা nested class স্ট্রাক্টের মতন ব্যভার করা হয়েছে, যদিও accessor methods আছে।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১২:৩৮386312
  • ভিসি জালি ডিগ্রি নিয়ে চলে ফিরে বেড়াচ্ছে সেটা ঠিক অথচ সেটাকে প্রশ্ন করাটা ঠিক না। আজব। কোনটা রাজনীতি আর কোনটা নয়? পবিত্রবাবুর বিষয়ের সাবস্ট্যান্স বিচার সবাই করতে পারেন না। ইন ফ্যাক্ট কারুর পিএইচডির সাবস্টেন্সই কমিটি ছাড়া আর কেউ বিচার করতে পারে না। ইন ফ্যাক্ট সেই জন্যই এইসব নিয়মের বেড়াজাল। নয়ত আমারও কিছু আলি জালি রেজাল্ট আছে যেগুলো আমি নিজে ক্লেম করতেই পারি হেবি সাবস্টেন্সিয়াল। এমনকি কিছু তাঁবেদারও জোগাড় করে ফেলতে পারি। কিন্তু তাতে আমার পিএইচডি ডিগ্রি হাসিল হয় না। ডিগ্রি নামের আগে বা পেছনে বসাতে গেলে ফরমালিটি পালন করতে হয়। শিবুদা যতই এদেশ ওদেশ বলে চিল্লাক। এদেশে আরও বেশি দরকার। একটা সার্টিফিকেট কম জমা পরলে ক্যাঁক ক্যাঁক করে তেড়ে আসে।

    তবে রাজনৈতিক কারণে বেসিক নিয়মকেই প্রশ্ন করা যায়। সে দেখাই যাচ্ছ। আবার মনে করিয়ে দিই জোনসের চাকরি গিয়েছিল মিথ্যে বলার জন্য।
  • a x | 76.247.246.200 | ৩১ অক্টোবর ২০০৯ ১৮:৩১386313
  • আমার আরো একখান প্রশ্ন আছে। ১৯৭৫'এ শুনলাম পবিত্র বাবু ঐ একই ইউনি থেকে একই সাবজেক্টে মাস্টার্স ডিগ্রী পেয়েছিলেন। শুনলাম মানে এখানেই কেউ বললেন। বীতশোক বোধহয়। সেটা যদি হয়, তাহলে একই বছরে আবার পিএইচডি পায় কি করে?
    আর পবিত্র বাবু কেন supposed "শেষ ধাপ" টুকু বাকি রেখেছিলেন, তা উনি বলতে চাননি। কাজেই ব্যপারটা জাস্ট ল্যাদ ইত্যাদি না।

    হ্যাঁ অনেক সময় জার্নালে পেপার পাঠালে, রিভিউয়ারদের মতামত অনুযায়ী সব করে টরে দেবার পর দেখা গেল আবার ফেরৎ পাঠিয়েছে। তুমি অমুক ফিগারে ভুল লেবেলিং করেছ। এখানে রেফারেন্সটা মিলছেনা। এবার আমি ল্যাদে পরে সেগুলো না করে পাঠালে, সিভিতে সেই পাব্লিকেশন যোগ করতে পারিনা।

    শঙ্খ ঘোষের তথ্যটা দিয়ে খুব ভালো করলেন বীতশোক। এগুলো চাপা দেবার সুবন্দোবস্ত বহুদিনের।
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ১৮:৫৪386316
  • অ, আজ্জো আগেই লিংকটা পেশ করেছে। কাটান দেন।
  • bb | 117.195.180.109 | ৩১ অক্টোবর ২০০৯ ১৮:৫৯386317
  • যারা রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতার করছেন তাদের উদ্দেশ্যে, আমরা যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছি তারা সবাই কিন্তু সার্টিফিকেট ছাড়ায় নিজেদের প্রথম, দ্বিতীয় অনেক চাকরী করেছি। নিজেদের ইঞ্জি: বলে পরিচয় দিয়েছি।
    অর্পণের দেওয়া link থেকে পড়েই বলছি যে উনি যে সাক্সেসফুলি ডিফেন্ড করেছিলেন তা ইউনিভার্সিটিও স্বীকার করেছে।এর পর তাঁর উচিত ছিল বাকি কাজ পুরো করা।
    কিন্তু এটাকে যত বড় করে দেখান হচ্ছে তত বড় বোধ দোষ হয় এটা নয়।
  • bb | 117.195.180.109 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:০০386318
  • * বোধহয়
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:১৬386319
  • আমাদের পাশ করে বেরোনোর পরে তিনমাসের মধ্যে কনভোকেশনে ডিগ্রি কালেক্ট করে এইচআরে জমা দিতে হয়েছিল।

    সে যাক, ভদ্রলোককে ক্যালানে ছাড়াও মিথ্যাবাদীও বলাই যায়।
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:১৮386320
  • এইখানে রাজনৈতিক বিরোধিতার প্রসঙ্গ আসছে কেন? মানে এসেছে যখন কেউ নিশ্চয় শুরু করেছেন। এত পোস্ট হয়েছে যে পিছিয়ে আর খুঁজতে ইচ্ছে করছে না।
  • aga | 24.42.203.194 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:২১386321
  • ঠিক উল্টোটা বিবি, রাজনৈতিক কারণে ভুলকে ট্রিভিয়ালাইজ করা হচ্ছে। একটাই প্রশ্ন, যাদবপুরে যারা পিএইচডি কন্টিনিউ করছে তাদের ক্ষেত্রেও এই নিয়ম চলবে তো? ডিফেন্ড করলেই ডিগ্রি। এটার সদুত্তর এখনো পাই নি। আবার বলি ইউনিভার্সিটির ভিসি হিসেবে ওনার দায়িত্ব অনেক বেশি।

    আর ডাক্তারদের উদ্দেশ্যে আর একটা প্রশ্ন, কোনো ডিজার্টেশনে প্ল্যাগারিজম কখন চেক করা হয়?
  • Arpan | 122.252.231.12 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:২৮386322
  • সেইসঙ্গে এইটাও জানার ইচ্ছে রইল পশ্চিমবঙ্গ সরকার তথা বুদ্ধবাবু আগ বাড়িয়ে পবিত্রবাবুর হয়ে ডিফেন্সে নেমেছিলেন কেন?
  • Pintu | 80.219.211.178 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:৪৬386323
  • যাদবপুরে তাই তো নিয়ম - ভাইভা হয়ে গেলেই ডিগ্রী। ভাইভা তে পাশ করতে হয় অবশ্য। provisional certificate এটার পরেই পাওয়া যায়। কত জনের খাওয়া খেলাম এই ভাইভার পর !
  • Pintu | 80.219.211.178 | ৩১ অক্টোবর ২০০৯ ১৯:৫৫386324
  • আর sibu র কথাটা সত্যি। local politics (পড়ুন individual politicsgroupism) থেকে-ই এসব হয়। মিডিয়া সেটাকে রং চড়ায়। পুলক বাবু আর বাকি দুজন প্রফেসর, এনারা সবাই বিভিন্ন সময়ে ভোট এ প্রার্থী হয়েছেন - cpim এর থেকে। এখন সবাই যদি এটাকে cpim এর অন্তর্দ্বন্দ বলেন তাহলে হেব্বি চাপ।
  • bb | 117.195.180.109 | ৩১ অক্টোবর ২০০৯ ২০:১৯386325
  • Arpan আমি কিন্তু দশ বছর পর ডিগ্রী সার্টিফিকেট নিয়েছিলাম, তার কারণ ল্যাদ।
    বুদ্ধবাবু কেন বলেছিলেন তা আমি জানিনা। পবিত্রবাবু টেকনিক্যালি ভুল করেছিলেন,ব্যস সেই অবধি। কিন্তু সেই ভুলের জন্য তার পদত্যাগ করা উচিত এই দাবি আর এর পর থেকে যাদবপুরে এই নিয়ম মানা হবে ইত্যাদি ইত্যাদি.... একটু বেশী নয় কি?
  • Pintu | 80.219.211.178 | ৩১ অক্টোবর ২০০৯ ২০:২৩386327
  • কোথাও একটা ভুল হচ্ছে। পবিত্র সরকার কোনোদিন কি জে, ইউ, র ভিসি ছিলেন? আমি তো জানি রবীন্দ্র ভারতী তে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন