এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বচ্ছন্দে ছন্দ শিখুন: আনন্দ পুরস্কার গ্যারান্টেড

    `'
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৮২৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 85.154.255.42 | ২২ মে ২০১০ ১০:৫১391567
  • আমি লিখবো না। কবিতার ক্লাস কিনে পড়ো, বা যার কাছে আছে সে স্ক্যান করো। আমি নিজেই কাউকে কাউকে কিনে দিয়েছি, তাই জানি সেটা স্ক্যানেবেল অবস্থায় মার্কেটে ঘুরছে।
  • vikram | 68.53.200.42 | ২২ মে ২০১০ ১৪:০৩391578
  • এই তো - ভাবসংকোচন করে দেছে। এইটাই তো বললাম, সব বৌমাদের।
  • Kartuj | 59.93.242.43 | ২২ মে ২০১০ ২১:৩১391589
  • গদ্যকবিতা নিশ্চয়ই পদ্যের ব্যাকরণ মেনে চলে না। রবীন্দ্রনাথ তো বলেছেন যে, গদ্যে ছন্দ কেবল ভাবে এবং রসবোধে। উদা হিসেবে যেগুলো আছে তাতে তো এই স্বরবৃত্ত মাত্রাবৃত্তের বালাই নেই। আর গদ্যে যদি সাবজেক্টটার গুরুত্ব থাকে তাহলে সেটাকে নিশ্চয়ই ফেলে দেয়া যায় না। তাই না?

    শুধু 'কবিতার ক্লাস'-এ হবে না 'ছন্দের বারান্দা'-ও লাগবে নিরক্ষরতা থেকে মুক্তি পেতে? তা বই কেনার আগে দুটো ছোট্ট জিনিস শুধিয়ে যাই।

    ১। স্বরবৃত্ত ছন্দের একটা কচি করে ডেফিনিশন পাবো কি?
    ২। 'ওরা কাজ করে' বা 'তুমি কি কেবলি ছবি' এগুলোতে ছন্দের ধরণটা কি? কোন ক্যাটেগরিতে ফেলা যায়?

    উত্তর পাবো তো?
  • Somnath | 188.135.2.52 | ২৩ মে ২০১০ ০১:০৫391600
  • কার্তুজ,
    চেনা কেউ হলে সরি, আমি অনেকদিন টাচে নেই, তাই নতুন নামগুলো জানি না।

    ওরা কাজ করে, তুমি কি কেবলই ছবি - দুটোই অক্ষরবৃত্ত। আট - ছয়, বা আট - চার, বা আট - দুই এর চাল।

    স্বরবৃত্ত: এই ছন্দে হসন্ত ধ্বনি আর স্বরান্ত ধনি দুইই এক মাত্রা দাবি করে। মূলত চার মাত্রার চাল। এক, দুই বা তিন মাত্রা কাটা।

    তো / মার/ ঠো / টেঁ /
    ক্রী / মের / গন /ধ/
    ভা / তের / কা / ঙাল /
    আ/ মার / জিভ

    না / দি / তে /চাও /
    না / দাও / পাত / তা /
    মিথ / থে / তো / মায় /
    ঘা / মার / ছি

    এই দুটো লাইন ই ৪+৪+৪+৩ মাত্রা করে। বাংলা ব্যকরন এ যাকে ধ্বনি বলে স্বরবৃত্ত তাকে এক মাত্রার মর্যাদা দিয়েছে।

    শুধু কবিতার ক্লাস পড়লেই ছন্দ শেখা যাবে। ছন্দের বারান্দা পড়লে এটা বুঝতে পেরে ভালো লাগবে যে শেখা গেছে, এবং শেখাটা এত বড় একটা পৃথিবীর সামনে দাঁড় করিয়ে দিয়েছে যার দরজা এতদিন বন্ধ ছিল। দুটোই পাতলা বই। ৪০-৫০ টাকার বেশি হবে না বোধয়।
  • Kartuj | 59.93.219.48 | ২৩ মে ২০১০ ১৯:৫৭391611
  • অনেক ধন্যবাদ।

    বই এক্ষুনি হয়তো কেনা হবে না। কদিন সময় লাগবে। কিন্তু জানার ইচ্ছেটা পেয়ে বসলো।

    ১। একটু যদি অক্ষরবৃত্ত আর মাত্রাবৃত্ত-এরও এরকম ছোট্ট করে উদা দেন...মানে যদি সময় থাকে...

    ২। গদ্য কবিতায় এই ছন্দ গুলো follow করা তো mandatory নয়? সেখানে ভাবের প্রকাশভঙ্গী এবং কথার impactটাই বিচার্য, তাই না? এইটা নিয়ে ধন্দ আছে এখনো। একটু clarify করবেন কিন্তু।
  • Kartuj | 125.20.3.146 | ২৪ মে ২০১০ ১২:২৪391622
  • আরেট্টা পোস্নো (জানি খচছেন মনে মনে) -

    ৩।
    দুজন সেদিন গেল চলে
    পাঁচজনে ভার ফেলে
    অন্তিম নিল বিদায় আজ
    কার হাতে দাঁড় ঠেলে?

    এই ৪ টে লাইনে ছন্দ ঠিক আছে?

    ৩টের উত্তর এক্কেরে compile করে দিতে হবে যদি আসেন।
  • Somnath | 85.154.255.42 | ২৪ মে ২০১০ ১৩:৫৯391633
  • দূ:খিত। কিছু কাজ নিজেকে করে নিতে হয়।
  • Kartuj | 125.20.3.146 | ২৪ মে ২০১০ ১৪:২৫391644
  • 'নিজেকে করে নিতে হয়' মানে তো নিজের প্রশ্নের উত্তর নিজেই দেয়া। সে কি করে হবে??

    ঠিক আছে, ১ আর ২ না হয় বই থেকেই জানা যাবে, কিন্তু বই পড়েও ৩ নিয়ে ধরুন confusion রয়ে গেল। তাই আগে ভাগে জেনে রাখছি। শুধু ৩ এর উত্তর দিতেও আপত্তি আছে কি?

    ওহো, লাইনটা একটু ভুল লিখেছি, ওটা হবে -

    দুজন গেল সেদিন চলে
    পাঁচজনে ভার ফেলে
    অন্তিম নিল বিদায় আজ
    কার হাতে দাঁড় ঠেলে?

    এটায় ছন্দ ভেঙেছে কি?

    জাস্ট yes or no। ২ সেকেন্ড-ও বাজে খরচ হবে না। এরপর আর কোনো পোস্নো করলে বলবেন।
  • Kartuj | 125.20.3.146 | ২৪ মে ২০১০ ১৫:২০391674
  • ওকে, yes মনে ভেঙেছে। তাই তো? এবার একটু ছোট্ট করে explanation পাবো কি? মানে কোনখানটায় গিয়ে ফটাস হল। ছাত্রসুলভ পোস্নো আর কি। শমীক ঢুকল বলেই, সোমনাথ হলে বলতাম না।

    কি সব লিংক দিলে শমীক, কিস্যু কাজে লাগলো না। :-(
  • Samik | 121.242.177.19 | ২৪ মে ২০১০ ১৬:০৪391675
  • সব পোস্নের ল্যাদ কাটিয়ে উত্তর দেব না বলেই তো লিংগুলো দিলাম। :-)
  • Kartuj | 125.20.3.146 | ২৪ মে ২০১০ ১৬:৩৪391676
  • কাজে না লাগলে আর দিয়ে লাভ কি হল? যেখানকার পোস্নো সেখানেই তো রয়ে গেল। তবে যে মাস্টারমশাইরা বলে যতক্ষণ না বুঝবে জিগেস করেই যাবে। আমি তো বুঝলাম না। বই থেকেও তো বুঝব না particular এই ৪ লাইনে কোথায় ভাঙা ভাঙি হল। আর কবিতার ওপর রোলার চালাবো। ভালই তো।
  • Samik | 121.242.177.19 | ২৪ মে ২০১০ ১৭:১৩391677
  • ভালো।

    ওপরে আমার আজকের 2:50 PMএর পোস্টটা দ্যাখো। তার প্রথম লিংকটা ক্লিক করে খোলো। একটা পুরনো টইয়ের ৩২ নং পাতা খুলবে।

    সেই পাতায় কৌশিকের কবিতাটা প্রথমে পড়ো। 13 Sep 2009 -- 12:36 PM। এর উত্তরে আমার পোস্ট পড়ো, ঐ একই পাতায়, 14 Sep 2009 -- 09:48 PM। অন্তত ৬ নং পয়েন্টটা পড়ো। যদি বুঝে থাকো, তা হলে সেই ফান্ডাটা নিজের দেওয়া ৪ লাইনে অ্যাপ্লাই করার চেষ্টা করো। একেবারে কিছু বোঝা না গেলে এখানেই লেখো। অন্যভাবে বোঝাবার চেষ্টা করব।
  • Kartuj | 125.20.3.146 | ২৪ মে ২০১০ ১৭:৪৪391678
  • দু-১
    জ-১
    ন-১

    গে-১
    ল-১

    সে-১
    দি-১
    ন-১

    চ-১
    লে-১

    পাঁ-১
    চ-১
    জ-১
    নে-১

    ভা-১
    র-১

    ফে-১
    লে-১

    টোটাল ১০+৮=১৮ মাত্রা
    ১ম লাইনে - ৩+২+৩+২
    ২য় লাইনে - ৪+২+২

    অন্‌-১
    তি-১
    ম-১
    (ওপরে 'চিত্ত' যেহেতু চিত্‌-১ ত-১ মাত্রা)

    নি-১
    ল-১

    বি-১
    দা-১
    য়-১

    আ-১
    জ-১

    কা-১
    র-১

    হা-১
    তে-১

    দাঁ-১
    ড়-১

    ঠে-১
    লে-১

    টোটাল ১০+৮=১৮ মাত্রা
    ১ম লাইনে - ৩+২+৩+২
    ২য় লাইনে - ২+২+২+২

    এবার বলো।
  • Samik | 121.242.177.19 | ২৪ মে ২০১০ ১৮:৪৯391679
  • না:, কিস্যু বলার নেই। :-)
  • omnath | 85.154.255.42 | ২৪ মে ২০১০ ১৯:১৭391680
  • এইজন্যেই পড়তে বলি।
  • Kartuj | 59.93.213.165 | ২৪ মে ২০১০ ২০:৪৬391681
  • হ্যাঁ পড়া তো নিশ্চয়ই, আগে যেটা লিখেছি তাতে conceptএ কি ভুল সেটা জানতে চাই। আর যদি ফালতু পোস্ট না বাড়াতে চান, তবে কম কথায় point outটা করে ফেলা হোক।
  • Kartuj | 59.93.213.165 | ২৪ মে ২০১০ ২০:৫২391682
  • রচনাবলী ১১ নম্বরে 'ছন্দ' আগাগোড়া পড়া হয়ে গেছে। সোমনাথ হয়ত বলবেন দাদু তো নিজেই confused, ওটা পড়ে কিস্যু শেখা যাবে না। আপনার সমস্যা মেটাতে আমি অপারগ। তার মানে ওনার লেখা কি পুরোটাই হেলায় লেখা খেলায় লেখা, আনতাবড়ি আবোল তাবোল ?
  • Somnath | 188.135.2.220 | ২৪ মে ২০১০ ২২:৩২391684
  • ওটায় সব ছন্দের গুরু গুরু উদা: আছে। ওটা থেকে উদ: তুলে কোশ্নো কর।

    কার্তুজ কোন ছন্দে লিখতে চাইছে না জানলে কিভাবে বলব কি ভুল হচ্ছে?

    আর মুশকিল হল, যা ইচ্ছে আবোল তাবোল লিখে যদি দাবি কর এটা নিশ্চয় কোনো না কোনো ছন্দের খাপে পড়ে গেছে। কেন পড়ে নি ব্যাখ্যা কর। সে পাগলামি করার সময় বা ইচ্ছে কোনোটাই নেই।

    "ছন্দ" পড়েও যদি ছন্দ না বুঝে থাকো, আর বোঝার যদি এই তীব্র ইচ্ছে চেগেই থাকে, তবে নীরেনবাবুর কচি বইটা পড়েই ফ্যলো।
  • ranjan roy | 122.168.169.125 | ২৪ মে ২০১০ ২৩:৩৫391685
  • কার্তুজ,
    দুজন/ গেল/ সেদিন/ চলে
    পাঁচ/জনে/ ভার/ ফেলে।
    অন/তিম /নিল/, বিদা/য়, যে/আজ
    কার/ হাতে/ দাঁড়/ ফেলে?

    দেখ, "যে'' জুড়তেই কানে ছন্দটা ধরা পড়ছে কি না!
    নিজের কানে ছন্দ মিলছে কি না, দেখ! বেশি সংজ্ঞা ধরে মাত্রা মিলিয়ে ভাল কবিতা লেখা যাবে না। যেমন নেসফিল্ডের গ্রামার পড়ে পন্ডিত হওয়া যায়, ভালো ইংরেজি লেখান যায় না।

    কান! কানই হল প্রথম ও শেষ কথা।
    আর এটা চার-চার মাত্রার "স্বরবৃত্ত' নয় কি? অবশ্যি আমি গ্রামারে কাঁচা।
  • vikram | 84.203.178.21 | ২৫ মে ২০১০ ০৪:০৬391686
  • কার্তুজের পক্ষে স্লাইট সওয়াল করি, কারণ 'যে' দেওয়াতে খুব একটা উন্নতি হয় না, গন্ডগোল একটুখানি কমে। কিন্তু কানে শুনলে একটা মিলিমিলি ভাব হয় কারণ এরকম হাস্যকর ভাবে পড়তে হয়

    যেদিংগ্যালো সেদিঞ্চলে
    পাঁজ্জনে ভার্ফেলে
    অন্তিম্নিলো বিদায়যেআজ
    কার্হাতে দাঁড়ফেলে

    এতেও ঐ যেদিংগ্যালো আর অন্তিম্নিলো তে আটকাবে।

    তাই এইরকম করতে নেই।

    এবারে তুমি ধরো বললে, আমি ইচ্ছে করে একটা মাত্রা টাইপ ছড়াবো, কিন্তু সেটা অনেক হ্যাপা, আর অনেকের কাছে ভালো নাও লাগতে পারে - ধরো -

    ...
    "আমাকে দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে
    গেছে। শুধু রাত হলে মরণপন,
    আমাকে দিয়ে গেছে (বালাই ষাট)
    কাগজে লিখে চলে জাদুর কলম"
    ...

    এই ধরণের।

    কোথায় থামছি তার ওপরে সুর পাল্টাবে, সব মিললেও তোমার গোনার উদা ধরে। সহজ পাঠ ধরো। দু ভাবেই ছপিয়ে এইটাকেই বোঝানোর চেষ্টা করা হয়-


    কাল ছিল। ডাল খালি।
    আজ ফুলে। যায় ভরে।
    বল দেখি। তুই মালী।
    হয় সে কে । মন করে।

    অন্যথায়-

    কাল ছিল ডাল। খালি।
    আজ ফুলে যায়। ভরে।
    বল দেখি তুই। মালী।
    হয় সে কেমন। করে।

    এইসব আর কি। আমি মূলত: দ্বিতীয়টা ভালো লাগে। বোর হয়ে গেলে, মাঝে মাঝে প্রথমটা।
  • Samik | 122.162.75.137 | ২৫ মে ২০১০ ০৮:৩৯391687
  • :-)
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১০ ০৯:৩১391688
  • আচ্ছা এটার কিরম ছন্দ?

    আমার বলে রইল শুধু
    বুকের মধ্যে মস্ত ধুধু
    দিয়েছি সব যেটুকু ছিল দেবার
    ঘর ছেড়ে আজ বাইরে আসি
    আমরা কজন অন্তেবাসী
    শবসাধনায় রাত কাটাব এবার।
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ০৯:৪৭391689
  • প-ছন্দ।
  • Somnath | 85.154.255.42 | ২৫ মে ২০১০ ১০:৩৪391690
  • শঙ্খ ঘোষের "শবসাধনা" - পুরো কবিতাটাই স্বরবৃত্ত।
    "যেটুকু ছিল" উচ্চারণ "যেটুক ছিল" এর খুব কাছাকাছি বলে কাটছে না।
  • Kartuj | 125.20.3.146 | ২৫ মে ২০১০ ১৩:১৯391691
  • রঞ্জন-দা, থ্যাংকিউ। ওটা একটু modify করলে যে চার-চার স্বরবৃত্ত হতে পারে এবং 'যে' add করলে যে কিছুটা ঠিক জায়গায় আসে, সেটা ধরিয়ে দেবার জন্য। 'যে' লাগালে আবার একটা বাজে filler ঢুকে যাচ্ছে না?

    আচ্ছা যদি ৩য় লাইনটা এরকম করি-

    অন্তিমটিও বিদায় নিল
    কার হাতে দাঁড় ঠেলে?

    তাহলে কিন্তু কানে মন্দ লাগছে না। তাই না?

    কানে ঠিক লাগলে সেটাই অভ্রান্ত ধরতে পারি তাহলে?

    আর সোমনাথ, 'ছন্দ'এ কিন্তু স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এসবের উল্লেখ আমি পাইনি। শুধু ১-২ করে মাত্রা গুনেই বলা আছে। তাই হয়ত বুঝতে ভুল হয়েছে। আরো একটা কথা, কোনো কবিতার বইতে আজ অব্দি মাথার ওপর কি ছন্দ লেখা দেখিনি। সুতরাং এখানেই বা বলবো কেন আমি যে তার সাথে মিলিয়ে বলুন? আর আবোল তাবোল বলুন আর যাই বলুন, রঞ্জন-দা কিন্তু ওটাকেই কি করে ভালো করা যায় তার উদা দিয়েছেন, যেটা আপনি এতগুলো পোস্টে কিছুই বলেননি। 'পাগলামি'ই যদি মনে হয়, ছেড়ে দিন না, কে উত্তর দিতে বলেছে আপনাকে? আমার উত্তর পেলেই হল। সে যেই দিন। উত্তর দেবেন না, ঠিক আছে, ফালতু comment করবেন না।

  • Samik | 121.242.177.19 | ২৫ মে ২০১০ ১৩:৩৮391692
  • :-B
  • R. Huto | 203.99.212.54 | ২৫ মে ২০১০ ১৩:৪৭391693
  • ক্ষি: কেলো। পোশ্নোটা/গুলো তো সোমনাথকেই করা হয়েছিল গোড়াতে?
    কিন্তু তাহোক, কে উত্তর দিতে বলেছে আপনাকে ভাই সোমনাথ, হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ?
    এমনিতেও, এই লোকগুলোর ওপর আমারো গুচ্ছ খার আছে। এতো এতো পদ্য লিখি, কোনদিন একটু গলা খুলে প্রশংসা করলো না। নোবেলটা পাই, তারপর দেখা যাবে খন।
  • san | 203.91.201.56 | ২৫ মে ২০১০ ১৩:৫৪391695
  • আর ইদিকে গলা খুলে ফেললে পরে আর যদি ঠিকজায়গায় ভাল করে লাগাতে না পারে? তখন কে দেখবেন? আপনি? আপনি? আপনি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন