এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বচ্ছন্দে ছন্দ শিখুন: আনন্দ পুরস্কার গ্যারান্টেড

    `'
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৮২৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 121.242.177.19 | ২৫ মে ২০১০ ১৩:৫৫391696
  • বেজায় গরম পড়েছে। ইনডিড!
  • R. Huto | 203.99.212.54 | ২৫ মে ২০১০ ১৩:৫৭391697
  • কাঠবেড়ালীর লেজের জায়গায় মুগুর লাগিয়ে দিলাম, খুলে যাওয়া গলা তো তুশ্চু আমার কাছে।
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৪:৫৭391698
  • এই দ্যাখো, আমি "যে" না যোগ করেই তোমার সমস্যার সমাধান করে দিচ্চি।

    দুজন গেল সেদিন চলে
    পাঁচজনে ভার ফেলে।
    অন্তিম লিয়া অলভিদা আজ
    কার হাতে দাঁড় ফেলে।
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৫:০৯391699
  • কিংবা

    দুজন গেল সেদিন চলে
    পাঁচজনে ভার ফেলে।
    অন্তিম কহে টাটা বাইবাই
    কার হাতে দাঁড় ফেলে।
  • san | 203.91.201.56 | ২৫ মে ২০১০ ১৫:১২391700
  • প্রথম আর তৃতীয় লাইনের হিসেব একই রকম লাগছে?
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৫:২০391701
  • ৮+৬+৮+৬

    দু/জন/গে/ল/সে/দিন/চ/লে
    পাঁচ/জ/নে/দাঁড়/ফে/লে
    অন/তিম/লি/য়া/অল/ভি/দা/আজ
    কার/হা/তে/দাঁড়/ফে/লে

    দু/জন/গে/ল/সে/দিন/চ/লে
    পাঁচ/জ/নে/দাঁড়/ফে/লে
    অন/তিম/ক/হে/টা/টা/বাই/বাই
    কার/হা/তে/দাঁড়/ফে/লে
  • Kartuj | 125.20.3.146 | ২৫ মে ২০১০ ১৫:২১391702
  • ফুটকি-দা এই তো খিল্লি শুরু করলেন। আপনার দুটো-ই একদমই হবে না।

    'যে' না দিয়ে আমি যেটা বললাম ওপরে Date:25 May 2010 -- 01:19 PM, ওটাও হয় না নাকি? সেটা আগে বলুন, তারপর যত খুশি খিল্লি মারুন। আমি আর লিখবও না এই threadএ দেখতেও যাবো না।
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৫:২৭391703
  • নাহ, ওটা হবে না। টিও কারো পদবী হয় নাকি? অন্তিম বসু বললে তাও হত। তবে একটু রাবীন্দ্রিক টাচ দিতে হলে অন্তিম আলো করে দাও।
  • Kartuj | 125.20.3.146 | ২৫ মে ২০১০ ১৫:৩৩391704
  • তাই? আর লিয়া, কহে এগুলো কি পদবী? সিরিয়াসলি বলুন। এখানেই থেমে যাব। না হলে চালিয়েই যাব।
  • Arpan | 204.138.240.254 | ২৫ মে ২০১০ ১৫:৩৭391706
  • এই দ্যাকো। আমি অলভিদাকে খালি অলিভিয়া পড়ছিলাম। কিছুতেই আর মেলে না। : X
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৫:৩৮391707
  • পোচ্চোন্ডো ভয় করছে। :-Q
  • Kartuj | 125.20.3.146 | ২৫ মে ২০১০ ১৫:৩৯391708
  • কেন কেন ? এখানে কি মাওবাদী ঢুকে পড়ল নাকি? সর্বনাশ!
  • san | 203.91.201.56 | ২৫ মে ২০১০ ১৫:৫০391709
  • আমারও প্রচন্ড ভয় করছে।

    ভয় পেয়েও বলি, অন/তিম/লি/য়া এইভাবে ধরাতে ক্যামন চেষ্টাচরিত্র করতে হচ্ছে মনে হচ্ছে, স্বাভাবিকভাবে আসছেনা।

    নির্ঘাৎ কান ভালো করে খুলে কবিতা পড়ার পরে আর ঠিক করে লাগানো হয় নি :-(
  • Kartuj | 125.20.3.146 | ২৫ মে ২০১০ ১৫:৫৭391710
  • সেকি, মাওবাদী কান ছিঁড়ে নিয়েছে, আর দেখতে হবে না।
  • san | 203.91.201.56 | ২৫ মে ২০১০ ১৫:৫৯391711
  • অন্তিম্লিয়া বলে কোন শব্দ এক্সিস্ট করলে কানে লাগত না।
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৬:০৩391712
  • আহা! "লিয়া" তো চেষ্টাচরিত্রই। চরিত্রটা কম, চেষ্টাটা বেশি। :-P
  • R.Huto | 203.99.212.54 | ২৫ মে ২০১০ ১৬:০৪391713
  • গরম পড়েছে খুব ইনডিডসবুরের গাছে মেবা
    ছান্দসিকেরা পলায়নপরকান্ডারী কোথা কেবা
    সমালোচকের ঘোর কালো হাতকবিদের জান লেবা
    নানান বৃত্তে প্রাত:কৃত্যেআমরা করেছি সেবা
    কাব্যলক্ষ্মী তুষ্ট হয়েছেআছে বরদান দেবা
    সমালোচকের শির ফুঁড়ে দাওফলবে সবুরে মেবা
  • Somnath | 85.154.255.42 | ২৫ মে ২০১০ ১৬:১১391714
  • হুতো,
    কহিপ্তাশার রাধা সিরিজ আমি বৌ কে পড়ে শুনিয়েছি। সে ঝরঝর করে চোখের জল ফেলেছে। আমার ও বড় প্রিয় ঐ লেখাগুলো। আগে হয়ত সুযোগ করে বলা হয়নি, এখন বলে রাখলাম।

    ভাই কার্তুজ,
    এত জায়গায় লোকজন কে আগে বলেছি কোথায় কোন শব্দ বদলালে ছন্দটা ঠিক হয়, যে আজকাল আর বলতে ইচ্ছে করে না। তবে তোমার কেস টা অন্যরকম বস। আমার মনে হয়, ছন্দে লিখলে আগে ঠিক করা দরকার কোন ছন্দে লিখবে। "যেটা লিখেছি সেটাকে যে কোনো একটা ছন্দে ফেলে ঠিক করে দাও" - এটা সঠিক অ্যাপ্রোচ নয়। এ থেকে আমার মনে হয়েছে ছন্দ আদতে তুমি শিখতে চাও না। যেটা লিখেছ সেটা জাস্টিফাই করাই তোমার উদ্দেশ্য।

    এতক্ষণ যারা যারা বলেছে সবাই স্বরবৃত্তেই ঐ চার লাইন ঠিক করেছে।

    এবার একই জিনিস মাত্রাবৃত্তে ও ফেলা যায় অক্ষরবৃত্তেও ফেলা যায়।

    সেদিন দুজন চলে গেল
    বাকি পাঁচজনে ভার ফেলে

    (বাকি চারজন কবিতার মাঝের কিছু লাইনে চলে গেল ধরে নিলাম)

    শেষজন ও চলে যাবে আজ
    কার হাতে তবে দাঁড় ঠেলে?

    এটা মাত্রাবৃত্তে হল। (এই লাইনগুলোর কি মানে সেদিকে আমি যাচ্ছি না!) আবার তৃতীয় লাইনটা :

    অন্তিম চলে যাবে আজ - লিখলে মাত্রাবৃত্ত বলতাম
    অন্তিম বিদায় নিল আজ - -লিখলে অক্ষরবৃত্ত বলতাম।

    তুমি ঘাঁটছ কেন বলেছি? নিজের কবিতাটা যেভাবে তুমি মাত্রা ভাঙলে সেটা দেখে। স্বরবৃত্তের উদাহরণ দিয়ে আমি মাত্রা ভেঙে দেখিয়েছি। হসন্ত স্বর এক মাত্রা পায়। জন, দিন, পাঁচ, ভার, -তিম, -দায়, আজ, কার, দাঁড় এই সব হসন্ত স্বর গুলোকে তুমি এক মাত্রা না দিয়ে ১+১ গুনলে। এটা মাত্রাবৃত্তে বা অক্ষরবৃত্তে হয়। তার মানে তুমি স্বরবৃত্তে লিখতে চাইছ না। মাত্রাবৃত্তে বা অক্ষরবৃত্তে লিখতে চাইছ! তাছাড়া তুমি তোমার ভাঙার সাপোর্ট যোগাড় করলে "চিত্ত" থেকে। চিত্ত যেথা ভয়শূন্য আগেই বলা আছে অক্ষরবৃত্তে লেখা। তার মানে কি তুমি অক্ষরবৃত্তে লিখতে চাইছ? অথচ যেই রঞ্জনদা তোমার লেখাটা স্বরবৃত্তে চলেবল করে দিলেন, অমনি তুমি লাফিয়ে উঠে সেটা ক্যাচ করলে। গ্রামার শেখা, আর নিজের লেখা বাক্যরচনা যেন তেন প্রকারে জাস্টিফাই করার মধ্যে খানিক পার্থক্য আছে বুঝবে হয়ত।

    আরো একটা ভুল বোঝা ভাঙিয়ে দিই। রবীদ্রনাথ ছন্দ প্রবন্ধটায় "হেলায় লিখেছে, খেলায় লিখেছে" বলতে আমি হারগিজ বলতে চাই নি আবোলতাবোল লিখেছে। লোকে যখন এক একটা ছন্দের উদাহরণ যোগাড় করতে ঘেমে যাচ্ছে, ব্যকরণ বই আর অভিধান নিয়ে মারামারি করছে, তখন দাড়িওলা লোকটা অবলীলায় একের পর এক ছন্দের উদাহরণ লিখে যাচ্ছে দুলাইন চারলাইন - যেগুলো প্রত্যেকটা হতেই পারত এক একটা অনন্যসাধারণ সৃষ্টি। তাই হেখায় লিখেছে, খেলায় লিখেছে বলেছি। বুঝলে?
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৬:১৪391715
  • দোনো হি উসদিন চলে গয়ে
    ছোড় দিয়া সারে বোঝ
    অন্তিম ভি অলবিদা কহা
    চলে ছন্দ কি খোঁজ। :-P
  • R.Huto | 203.99.212.54 | ২৫ মে ২০১০ ১৬:১৯391718
  • :P
    থ্রেট না করলে এরা পোশোংসা করেনা।
    হুতো রবে নিস্ফলের হতাশের দলে, কিন্তু কহিপ্তাশা তো চাট্টি পোশোংসা পেল। দুনিয়ার কবি এক হও।
  • . | 125.18.104.1 | ২৫ মে ২০১০ ১৬:১৯391717
  • *অন্তিম নে ভি অলভিদা কহা
  • Kartuj | 125.20.3.146 | ২৫ মে ২০১০ ১৭:১৭391719
  • সোমনাথ এবার এত চমৎকার বললেন, আগেই এর কিছুটাও যদি বলতেন স্বরবৃত্তের উদা-র মত। নিশ্চয়ই শিখতে চাইছি। না হলে এরকম কেউ publicly এসব বলে জনতার উপরোচিত খিল্লির পাত্র হয়? আর এই ৪ টে লাইন তো just sample আমার নিজের বোঝার জন্যে। এটা ভুল হলে আমার বিশাল ক্ষতি হবে তা তো না। 'ছন্দ' পড়ে কতোটা আয়ত্তে এলো তার জন্যে। ওখানে তো মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এতোটা নেই। পয়ার কিভাবে বিভিন্ন ভাবে আসছে সেটাই বলেছেন রবিঠাকুর। যার ফলে ঐভাবে মাত্রা ভেঙে দেখতে গেছি। ১-২ করেই ওখানে দেখানো আছে।

    এবার এই দুটো একটু বলুন -

    অন্তিম চলে যাবে আজ - মাত্রাবৃত্ত
    অন্তিম বিদায় নিল আজ - অক্ষরবৃত্ত কিভাবে? বই থেকে জানার আগে এইটুকু বললে পরে বুঝতে সুবিধে হয়, এই আর কি। :-)
  • san | 203.91.201.56 | ২৫ মে ২০১০ ১৮:০৩391720
  • সোমনাথদা সময় করে লিখবে নিশ্চয়। ততক্ষণ আমি একটা লিং দিই। মূল লেখাটার শেষে যেখানে কমেন্টস শুরু হচ্ছে, সেখানে থার্ড কমেন্টটায় শেখ জলিলের লেখা এই মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত নিয়ে। যদি ইন্টারেস্ট থাকে তো পড়ে দেখতে পারেন। (ইন কেস কবিতার ক্লাস বা ছন্দের বারান্দা ইত্যাদি হাতের কাছে না থাকে।)

    http://forum.projanmo.com/topic5506.html
  • Kartuj | 125.20.3.146 | ২৫ মে ২০১০ ১৮:০৯391721
  • ওকে, দেখবো সময় করে লিংটা।

    সোমনাথ তো নেই এই মুহূর্তে, বলছি কি-
    আমর approachটা এতে অক্ষরবৃত্তের দিকেই ছিল ধরি যদি,
    'অন্তিম বিদায় নিল আজ' লিখলে ভুলটা হত না সেক্ষেত্রে। এটাই তো বোধায় বলতে চাইলেন,তাই না?
  • aka | 168.26.215.13 | ২৫ মে ২০১০ ১৮:১৬391722
  • দুজন গেঁতে ছন্দ শেখে
    পাঁচজনা তাই দেখে
    অন্তিমে তো সবই মেলে
    অল্প গোঁজা দিলে
  • san | 203.91.201.56 | ২৫ মে ২০১০ ১৮:২০391724
  • অ/ন্তি/ম +বি/দা/য়+নি/ল+আ/জ

    এইভাবে ভাঙলে অক্ষরবৃত্ত হবে।

    অন/তিম বা বি/দায় এভাবে ভাঙলে স্বরবৃত্ত হয়ে যাবে।
  • @ | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১৮:২০391723
  • দুইটা ছাওয়াল ছন্দ শেখে
    ড্যাবডেবিয়ে সবাই দ্যাখে
    অ্যাট দি এন্ড তো সবই মেলে
    অল্প এট্টু গোঁজা দিলে।
  • san | 203.91.201.56 | ২৫ মে ২০১০ ১৮:২৫391725
  • অন্‌/তি/ম
  • Somnath | 85.154.255.42 | ২৫ মে ২০১০ ১৯:০১391726
  • তোমার অ্যাপ্রোচ টা পুরো আরবিট ছিল। কারণ বাকি কোনো লাইনই অক্ষরবৃত্ত হয় নি।

    ধুস। আর ভালো লাগছে না। একটু পড়ে আস ভাই। কাল অবার হবে।
  • vikram | 212.129.85.163 | ২৫ মে ২০১০ ১৯:১৮391728
  • আসলে মূল লেখাটা একটু মজার হলে আলোচনাটা জমতো।

    কার্তুজকে একটাই কথা, স্বরবৃত্ত হবে না অক্ষর না মাত্রা সেটা আপনি একটা শব্দকে কিকরে ভাঙছেন তার ওপর নির্ভরশীল।

    কোল্কাতায় আর কোলকাতায় - দুভাবে পড়তে পারেন।

    সোমনাথ আগে থেকে ঠিক করতে বলছে মানে এই নয়, যে আজি আমি স্বরবৃত্ত লিখিবু বলে বসে পড়া। বোধ হয় বলছে, শব্দগুলোকে একই রকম ভাবে মোর অর লেস ভাঙা, যাতে চালটা বজায় থাকে। নইলে তাল কাটতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন