এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বচ্ছন্দে ছন্দ শিখুন: আনন্দ পুরস্কার গ্যারান্টেড

    `'
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৮২৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 204.138.240.254 | ২৭ মে ২০১০ ১২:১৭391359
  • হুঁ, শঙ্করদা। :)
  • . | 125.18.104.1 | ২৭ মে ২০১০ ১২:১৭391358
  • সাহিত্যের ইতিহাস মনে হয় শঙ্করদা পড়াতেন। সে ক্লাসে চান্স পেলেই দরজা জানলা বন্ধ করে গানের আসর বসত। মানে শঙ্করদাই গাইতেন।
  • lcm | 69.236.166.15 | ২৭ মে ২০১০ ১২:২০391360
  • রঞ্জনদা, ঠিক, ঠিক। কিন্তু, কি যেন দেখলাম, পুর্নিমার চাঁদ .... এগুলো তো কবিতা, নাকি ছন্দ?

    আর ছন্দের কথাই যখন হচ্ছে, সে তো মিলিয়েছিল একজনই - অবাক জলপানের সেই ছোকরা --
    ...

    ছোকরা: কোনরকম মিল চাচ্ছেন বলুন। কোন ছন্দ, সব বলে দিন - যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো।

    পথিক: আর কিছু চাই নে, (জোরে) শুধু একটু জ্‌ল খেতে চাই!

    ছোকরা: ও বুঝেছি! শুধু-একটু-জল-খেতে-চাই। এই তো? বেশ। এ আর মিলবে না কেন?
    শুধু একটু জল খেতে চাই -
    ভারি তেষ্টা প্রাণ আই-ঢাই -
    চাই কিন্তু কোথা গেলে পাই -
    বল শীঘ্র বল নারে ভাই ।
    কেমন ঠিক মিলছে তো ?
  • Kartuj | 125.20.3.146 | ২৭ মে ২০১০ ১৩:৩০391361
  • আমি এই ছন্দ নিয়ে আর নাক গলাবো না ভেবেছিলাম। কিন্তু কিছু কথা বলতে ইচ্ছে হল।

    এল সি এম, Date:27 May 2010 -- 11:38 AM র এই প্রশ্নটা আমারো। তবে প্রতিভাশালী কবিদের হয়ত ছন্দ মেলাতে definition জানতে হয় না। রবীন্দ্রনাথের লেখায় তো কোথাও 'স্বরবৃত্ত', মাত্রাবৃত্ত এসব পাইনি। পয়ারের উদা দিয়েই পুরো 'ছন্দ' লেখাটা ওনার।

    কিন্তু, রঞ্জনদা, Date:27 May 2010 -- 11:44 AM তে যেটা বললেন, ছন্দের ভুল হলেও কাব্যগুণ হ্রাসপ্রাপ্ত হয় না, সত্যিই কি তাই? তাহলে ছন্দের একটু ভুল থাকলেই লোকে শুধু ওটার কথাই কেন point out করে, ভাববস্তু কিরকম হল তার দিকে ফিরেও তাকায় না? হ্যাঁ কানে খারাপ নিশ্চয়ই লাগে।

    উত্তরের অপেক্ষায় রইলাম। আর এল সি এম আর রঞ্জনদাই উত্তর দেবেন কিন্তু। অন্য কেউ খিল্লি কোরো না প্লীজ।

  • Kartuj | 125.20.3.146 | ২৭ মে ২০১০ ১৩:৪০391362
  • আর রঞ্জনদা, Date:27 May 2010 -- 11:30 AMতে যেটা বললেন স্বরবৃত্তর ভাঙাটা,

    প্রি/য়/ফুল/খেল/বার/দিন/নয়/অদ্‌/দ
    ধ্বং/সের/মু/খো/মু/খি/আম্‌/রা
    চো/খে/নেই/স্বপ্‌/নের/নীল/রং/মদ্‌/দ
    কাঠ/ফা/টা/রোদ/সেঁ/কে/চাম্‌/ড়া

    ৯+৮+৯+৮

    ঠিক কি?

    'প্রিয়'র ভাঙাটা নিয়ে ধন্দ আছে।

    য় কি স্বরান্ত হিসেবে প্রিয় একসাথে হবে না প্রি/য় এরম?
  • Kartuj | 125.20.3.146 | ২৭ মে ২০১০ ১৫:১৮391363
  • Date:27 May 2010 -- 01:40 PM র টায় কিন্তু কোনো restriction নেই। যিনি জানেন প্লীজ clarify করে দিন।
  • vikram | 193.120.76.238 | ২৭ মে ২০১০ ১৮:৪৯391364
  • এল সি এম, এনারা প্রত্যেকে রীতিমতো পড়াশোনা করেছেন।

    গ্রমার বই খুলে কে কেমন বসেছেন সে আমি কি করে জানবো, কিন্তু কি লিখছেন, কি ছন্দে লিখছেন, সেটাকে নিয়ে কি করবেন, কি ভাঙবেন, কি রাখবেন তাই নিয়ে এঁদের যাকে বলে মাস্টারক্লাস ক্ষমতা আছে। এবং সব শেষে অদ্ভুত অদ্ভুত সুন্দর জি্‌নস তৈরি করার ক্ষমতা আছে।

    ফুটবলের অতো করে ভাবুন - জত বড়ো ই খেলোয়াড় হোক, তাকে প্রচুর কোচিং আর প্র্যাকটিস করে গোল দিতে/আটকাতে হয়। ম্যাজিক বলে কিসু নাই।
  • ranjan roy | 122.168.213.216 | ২৭ মে ২০১০ ২৩:৪৬391365
  • ধ্যাৎ, কার্তুজ,
    আমি মডার্ন ছন্দ বুঝি না, বল্লাম যে! আন্দাজে ঢিল মারছি। আর খিল্লি নিয়ে ভয় পাও কেন? এমন লজ্জা-লজ্জা ভাব কেন?
    আমাকে শিশু বিদ্যাপীঠ গার্লস স্কুলে ক্লাস ফাইভে বৃষ্টি ভেজায় প্রতিমা দিদিমণি জামা খুলতে বল্লেন--- নইলে জ্বর হতে পারে।
    আমি কিছুতেই রাজি হলাম না। পাশের বেঞ্চ গুলোতে মেয়েরা হাসছিল যে!
    শেষে উনি আমাকে হেসে বল্লেন--- তোমার কি আছে? তুমি জামা খুলতে লজ্জা পাচ্ছ কেন?
    গোটা ক্লাস ফাইভ হাসিতে ফেটে পড়্‌ল। আমি প্রায় টেবিলের নীচে ঢুকে গেলাম।
    তা ব্রাদার! তুমি-আমি কেউ কবি নই। তাই খিল্লিতে আমাদের জাত যাবে কেন?
    শচীন যখন অফ স্টাম্পের ওপর গুড লেংথ বল অনায়াসে পুল করে মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারি মারে কেউ কি জিগায় কোচ কি বলেছিল! না পরের দিন তুমি-আমি ওই ভাবে গুড লেংথ বল খেলবো? পাড়ার ম্যাচেও না।
    মোদ্দা কথা ঋষি মুনিদের আর্ষপ্রয়োগ হয়, ধরতে নেই। কারণ টোটাল এফেক্টটা ফাটাফাটি। জুলিয়াস সীজারে কেন ঘড়ি বাজলো কেউ শুধোয়?
    আমার না, শংখ ঘোষের বিখ্যত বাবরের পার্থনাতেও
    তবে ভায়া, ছন্দ শিখেই ছন্দ ভাঙা উচিৎ! এর কোন শর্টকাট নেই।
    ছন্দকে গানের তালের সঙ্গে তুলনা কর, সহজ হবে।
    তাল যেমন গানের মূলকথা নয়, সেটা হল সুর।
    তালছাড়া গানও হয়, ছন্দ ছাড়া কবিতাও হয়।
    কিন্তু বেতালা গান অসহ্য। আবার তাল সংগীতকে অন্য মাত্রা দেয়।
    তেমনি ছন্দ কবিতাকে অন্য মাত্রা দেয়। আর ছন্দে লিখতে গিয়ে ছন্দ কেটে গেলে দুধ নষ্ট হওয়া ছানার মত লাগে।
    আর খিল্লি? কখনও প্রথম বলেই আউট হয়ে চোখের জল চেপে জনতার খিল্লির মাঝখানে প্যাভিলিয়নে ফিরেছ? এই খিল্লি পরের জীবনসংগ্রামে বিপরীত স্থিতির মুখোমুখি হতে অনেক শক্তি দেবে। আমাকে দিয়েছে।

    আমার না , শংখ ঘোষের বিখ্যাত বাবরের প্রার্থনাতেও দু-এক জায়গায় সামান্য আধমাত্রার মত ছন্দ ভেঙেছে মনে হয়েছে। কিন্তু এর বেশি বল্লে ক্যাল খাবো। সেটায় ভয় আছে।
  • SB | 115.117.237.231 | ২৮ মে ২০১০ ০০:৩৪391366
  • রঞ্জনদা, নির্ভয়ে আরেকটু হোক :-)
  • tatin | 130.39.149.191 | ২৮ মে ২০১০ ০৪:২৮391368
  • খুব ইন্টারেস্টিং এবং খুব কঠিন বিষয়- মাত্রাবৃত্তের বাইরে বেরোব ভাবলে ভয়ঙ্কর কন্সটিপেশন হয় দেখেছি :(
    তবে ঐ বাবরের প্রার্থনার মতন, দু চার জায়গায় ছন্দ ভেঙে একটু গানের মতন টেনে নিলে বেশ লাগে শুনতে।

    আর পবিত্র সরকারের ও সম্ভবত: ছন্দ নিয়ে একটা ভালো বই আছে
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১০:০৪391369
  • হ্যাঁ বুঝলাম এবং মানলাম। কিন্তু, ধরুন just একটা লাইন যে ভাবে প্রকাশ না করলেই নয় তাতে কোথাও একটা ৬ মাত্রা হয়ে যাচ্ছে, যেটা মেলাতে আগেরটার সাথে ৫ মাত্রা চাই। কানের আন্দাজে মোটামুটি smoothly বেরিয়ে যাচ্ছে। সেখানে ধরুন অন্য কোনো বিকল্প উপায় আসছে না মাথায়। তাতে কি পুরোটাই দুধ কাটা ছানা হয়ে যাবে? মানে ১০ এ ০ নাকি ৫/৬ ও পাবো? বুঝলেন তো প্রশ্নটা?

    আর যে স্বরবৃত্তটা ওপরে ভেঙে বললাম, ওটা নিয়ে কিছু বললেন না তো? স্বররিত্তের definition যেটুকু বুঝেছি তাতে এই চেষ্টাটা করলাম। 'প্রিয়'র ভাঙাটা ঐ রকমই তো? প্রি/য় না একসাথে? Date:27 May 2010 -- 01:40 PM তে? যিনি জানেন প্লীজ বলুন।
  • Tim | 71.62.121.158 | ২৮ মে ২০১০ ১০:৪৫391370
  • কার্তুজ,
    প্রতিভাশালী কবিরা প্রায় সকলেই ছন্দ গুলে খেয়েছেন। রবীন্দ্রনাথের "মানসী"ই সম্ভবত মাত্রাবৃত্ত ছন্দের সূচনা করে (কেউ কনফার্ম করবে)। ওখানে যুক্তাক্ষরকে ভেঙে ব্যবহার করে নতুন ছন্দের রকমফের করার কথা উনি নিজেই লিখে গেছেন। তার আগে ও জিনিস ছিলো বলে মনে হয়না।

  • lcm | 69.236.166.15 | ২৮ মে ২০১০ ১১:৪৬391371
  • বিক্রম, থ্যাংকু। কবি এবং ফুটবলার-এর তুলনা - আহা, বুঝিয়ে দিল যেন জল।

    আর একটি ছোট্ট প্রশ্ন - এই যে ছন্দের ফান্ডা, এটা কি গ্রামারের মধ্যে আসে?
    বা, এই ধরো, সনেট, লিমেরিক, বা, জাপানিজ হাইকু - এগুলো কি গ্রামার?
  • . | 125.18.104.1 | ২৮ মে ২০১০ ১৩:০২391372
  • গ্রামার বলতে কি বোঝাচ্ছেন জানি না। এগুলো সবই কবিতার ফর্ম। যেমন গানের ফর্ম আছে। খেয়াল, ধ্রুপদ, ঠুংরি বা স্ট্রিং কোয়ার্ট্রেট, কনচের্তো, সিম্ফনি ইত্যাদি।
  • lcm | 69.236.166.15 | ২৮ মে ২০১০ ১৩:১৮391373
  • হ্যাঁ, কিন্তু কবিতায় ফ্রি ফর্ম কিছু নেই?
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৩:২২391374
  • ও ফুটকি-মশাই, Date:27 May 2010 -- 01:40 PMর টা দেখে বলুন না ভাঙাটা ঠিক কিনা?? কতবার আর বলব?
  • vikram | 193.120.76.238 | ২৮ মে ২০১০ ১৪:০৮391375
  • কার্তুজ,

    যদি মনে হয় লাইনের বক্তব্য এতই অদ্ভুত ভালো যে ছন্দ ঘঁটে গেলে কিসু যাবে আসবে না, য্‌কা তা কেস হবে, তাইলে লিখে ফেলবেন। যদি মনে হয়, না ভাঙলে ভালো সেইটা লিখবেন। আর যদি মনে হয় সব মিলিয়ে দাঁড়ায় নি তাইলে দাঁড়ায় নি।

    এল সি এম,

    ঐ ফুটকির কথা ধরেই বলি - ব্যাপারটা তো চলনশীল - কিন্তু বহু লোক লিখেছেন। তা এরকম করতে করতে কতোগুলি "ছক" তৈরি হয়েছে, যেগুলো মানুষে ফলো করে দেখেছে লাভ হয়েছে। এবারে সেই ছক বা প্যাটার্নের তো নাম দিতে হবে একটা , না কি?

    এর পরে যদি নতুন কোনো ছক লোকের পোষয় তাইলে সেটাও গোনা হবে। তারও নাম হবে।

    তবে হ্যাঁ, কদিন আগে যা দেখলাম তা বড়ো ই নির্দয় , কবিতার আবৃত্তির মিউজিক ভিডিও। আইব্বাপ।
  • . | 125.18.104.1 | ২৮ মে ২০১০ ১৪:৩৩391376
  • ফ্রি ফর্ম বলতে কি বোঝাচ্ছেন? কবিতা নিয়ে অজস্র এক্সপেরিমেন্ট হয়েছে। কিছু এক্সপেরিমেন্ট অতীব সাহসীরও গিলতে কষ্ট হবে। উইকিতে কংক্রিট পোয়েট্রি ঘেঁটে দেখতে পারেন। তবে সেটা মনে হয় আপনার বক্তব্য নয়। আপনি ছন্দের দিক থেকে ব্যাপারটা দেখতে চাইছেন। গদ্য ও কবিতার একটা পার্থক্য তো রয়েছেই। অরুণ মিত্রের কোনো কবিতা পড়ুন। দেখতে গদ্যের মত। সেভাবে কোনো পরিষ্কার ছন্দও নেই। কিন্তু পড়লেই বোঝা যায় এর মধ্যে কবিতার "ছন্দ" আছে। এই ছন্দটা আসে শুধু মাত্রা গোনার মধ্যে দিয়ে নয়, বা তালের মধ্য দিয়ে নয়, শব্দগুলোকে বা বাক্যগুলোকে কিভাবে সাজানো হচ্ছে, শব্দের মাত্রা বা শব্দের ধ্বনিগুলো কিভাবে একে অন্যের সাথে খেলা করছে- এরকম আরও অনেক কিছুর মধ্যে দিয়ে যার অনেকটাই শ্রবণসাপেক্ষ। অর্থাৎ, কবিতা পড়ার অভ্যাস থাকলেই কবিতার ঐ স্পিরিটটা আপনা আপনি এসে ধরা দেবে। মাত্রা গুনবার দরকার হবে না। অনেক সময় গদ্যের কিছু অংশেও এইরকম কবিতা খুঁজে পেতে পারেন। কিন্তু ছন্দের এই কানটা তৈরি না হলে এরকম কবিতা লেখাও সম্ভব নয়। ফ্রি ফর্ম মানে তো ফ্রি অফ ফর্ম। ফর্ম ব্যাপারটা সম্পর্কে কোনো ধারণা না থাকলে তার থেকে ফ্রি হবেনই বা কি করে?
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৪:৩৪391377
  • বিক্রম,
    আচ্ছা, তার মানে আপনি বলছেন যে, লাইনের বক্তব্য আমার নিজের হিসেবে যদি ভালো হয় তাহলে ৬ এর জায়গায় ৫/৭ হলেও তাতে আপত্তি নেই এই তো? অবশ্য যেটা আমি আগে বললাম Date:28 May 2010 -- 10:04 AMতে, অন্য word লাগছেই না ওখানে, তেমন কেসে।
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৪:৪১391379
  • ফুটকি-স্যার,

    গদ্য আর গদ্যকবিতা দুটো-ই ছন্দহীন। কিন্তু গদ্যকবিতা পড়লে তো বোঝা যায় যে আমি কবিতা পড়ছি। সেই sense of differentiation টা আসে ভাবের দিক থেকে এবং প্রকাশভঙ্গীর তারতম্যে। তাই না?
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৫:১২391380
  • শেষে 'য়' যদি 'ও' এর মত উচ্চারণ হয়, তাহলে স্বরবৃত্তের ক্ষেত্রে সেটা কি ১ মাত্রা পায়?

    যেমন,

    লাইনটা যদি হয়, 'তোমার ছায়ার উত্তরীয়' সেটা স্বরবৃত্তে এরকম হয় কি? -

    তো/মার্‌/ছা/য়ার্‌/উত্‌/ত/রীয়

    ৭ মাত্রা?

    নাকি

    তো/মার্‌/ছা/য়ার্‌/উত্‌/ত/রী/য়

    ৮ মাত্রা?

    কোনটা ঠিক??
  • vikram | 193.120.76.238 | ২৮ মে ২০১০ ১৫:২২391381
  • লোকের পছন্দ হলেই হলো। পছন্দ হতে হতেই তো এসব নিয়ম বেরিয়েছে।

    গদ্য আর গদ্যকবিতা ছন্দহীন, এটা ঠিক নয়। ওয়েল ডিফাইনড চৌখুপি তে পোরা না গেলেও, প্যাটার্ন তো আছেই।

    আমি উদা দেবার চেষ্টা করছি। স্বল্প ওয়েট মাডি।

  • san | 203.91.201.56 | ২৮ মে ২০১০ ১৫:৩৮391383
  • প্রি এবং রী উভয়ের ক্ষেত্রেই।
  • san | 203.91.201.56 | ২৮ মে ২০১০ ১৫:৩৮391382
  • প্রি একটি একক ধ্বনি এবং য় আরেকটি একক ধ্বনি ( যেহেতু এটা হসন্তস্বর নয়)। দুটো মিলিয়ে দুমাত্রার কম হতে পারেনা, স্বরবৃত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত কোনোটাতেই না।
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৫:৫৩391384
  • 'দিও' হলে তো দিও একসাথে, যেহেতু স্বরান্ত ধ্বনি?
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৫:৫৬391385
  • মানে ১ মাত্রা?
  • chhandasik.R.Huto | 203.99.212.54 | ২৮ মে ২০১০ ১৬:১৬391386
  • পান্তাভাতে প্রিয়,
    স্মরণ করে দিও
    লঙ্কা ভেজে তেলে
    তপ্তভাতে ঘি ও
    একটিচামচ নিও
    কোলেস্টরল ভুলে
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৬:২৬391387
  • এই রে হুতো এসে জুটেছে!!!
  • chhandasik.R.huto | 203.99.212.54 | ২৮ মে ২০১০ ১৬:৩১391388
  • হুতো যেন কাক
    হুতো যেন শুভাদার পটে লিখা ছবি
    হুতো যেন উড়ুক্কু আপদ অনাহুত
    হুতো যেন কাক, যেন হুতো নয় কবি
  • Kartuj | 125.20.3.146 | ২৮ মে ২০১০ ১৬:৩৬391390
  • বা:, কি চমৎকার আত্মবিশ্লেষণ !!! ইহা কি অক্ষরবৃত্তে রচিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন