এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বচ্ছন্দে ছন্দ শিখুন: আনন্দ পুরস্কার গ্যারান্টেড

    `'
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৮২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • chhaandasik.R.huto | 203.99.212.54 | ২৮ জুন ২০১০ ১৭:১০391424
  • এমন কি বেশকম আছে
    আঠেরো উনিশে
    এমনকি ভয় আছে ত্রিপদে পয়ারে
    এমন কি দোলাচল কুড়িতে একুশে
    মোটামুটি পদে পদে মিলে খুঁজে নিয়ে
    মোটামুটি ঢাকাচাপা দু:খশোক, ক্লিশে
    অশ্রুজল, শাকেঢাকা মাছ,
    কদাচিৎ রোহিতে ইলিশে।
    দিবসেও থাকে তারা, চাঁদ, পিকরব
    হারানো নদীর স্রোত, পদে পদে চাপ
    রজনীর যত দাগ নিপাপ বালিশে
    এইসব গেঁথে মালিকায়
    বৃত্তে স্কোয়ারে
    সার্ভিং সুচারু ঝাঁকায়
    দিলেই তো ল্যাঠা চুকে যায়
    এর বেশি বেশকম
    দেখি নাতো
    ত্রিপদে পয়ারে
    দেখিনাতো
    উনিশে বা বিশে
  • Kartuj | 125.20.3.146 | ২৮ জুন ২০১০ ১৮:০৮391425
  • আমার যদি হুতোর মত থাকত কিছু ক্যালি
    ছন্দে গাঁথা কাব্যগুলি দিতাম লিখে খালি,
    সকাল সাঁঝে রাতদুপুরে আসত কথা যেই
    এইখানেতে যেতাম রেখে সন্দেহ তো নেই,
    নই তো হুতো, আকাট আমি, লিখতে তবু চাই
    বিশ্ব জুড়ে আমার মত অবোধ দুটি নাই,
    ডিয়ার হুতো সাহস করে বলব নাকি ভাই
    ঐ প্রতিভা একটুখানি কর্জ নিতে চাই,
    অফুরন্ত ঝরিয়ে চলো সারা দিবস মাস
    মস্তিস্কে খেলছে শুধু কাব্যরসবাস।

  • vikram | 193.120.76.238 | ২৮ জুন ২০১০ ১৯:১৩391426
  • এই তো - কষ্টের ফলে কেষ্ট
  • Kartuj | 59.93.215.216 | ২৮ জুন ২০১০ ২১:০৭391427
  • সোমনাথ, আপাতত দুটো অকিঞ্চিৎকর নমুনা পেয়েছি ১৩ আর ১৯ এর -

    এই মহাবিশ্বতলে
    যন্ত্রণার ঘূর্ণযন্ত্র চলে,
    চূর্ণ হতে থাকে গ্রহতারা। উৎক্ষিপ্ত স্ফুলিঙ্গ যত
    দিক্‌বিদিকে অস্তিত্বের বেদনারে
    প্রলয়দু:খের রেণুজালে
    ব্যাপ্ত করিবারে ছোটে প্রচন্ড আবেগে।

    (রোগশয্যায় - ৫ নং )

    তৃতীয় (১৯) এবং চতুর্থ লাইনে (১৩)

    ********************************

    মিলের চুমকি গাঁথি ছন্দের পাড়ের মাঝে মাঝে
    অকেজো অলস বেলা ভরে ওঠে শেলাইয়ের কাজে।

    (আরোগ্য - ২৮ নং)

    দ্বিতীয় লাইনে (১৯)

    *******************************

    খুবই বিরল, তবু পেলাম।
  • Kartuj | 59.93.215.216 | ২৮ জুন ২০১০ ২১:৩৩391428
  • একটু সংশোধন...

    নিচেরটায় মিল আছে, কিন্তু ভাঙব কি করে বুঝতে পারিনি। হেল্প চাই।
  • Somnath | 188.135.2.212 | ২৮ জুন ২০১০ ২৩:৪২391429
  • না:। উৎক্ষিপ্ত ৩, দিগ্বিদিকে ৪, শেলাইয়ের ৪। "শেলায়ের" মত উচ্চারণ হবে।

    দেখো, উৎক্ষিপ্ত টা ভার্চুয়ালি ত-এ-খ এর মত উচ্চারণ হচ্ছে। ৎ টা খ এর উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ছন্দের টানে একটু তাড়াতাড়ি পড়ার জন্যে এটা হতে পারছে।

    দিগ্বিদিক নিয়ে মনে হয় কিছু বলার নেই।

    "শেলাই-এর" মতো পুরো পাঁচমাত্রায় উচ্চারণ করার সুযোগ এখানে নেই।

    যেমন, নীচেরটায় শেলাইয়ের ৫ মাত্রায় পড়তে হবে: ৭ +৭ এ। পুরোটাই যদি এভাবে লেখা হয়।

    রাধিকা বোর হয়ে / শেলাইয়ের ক্লাসে
    কানুর এসেমেস / পড়ছে অভ্যাসে

    আবার নীচে দেখ, একই শব্দ একটু কম সময় পাবে। তখন সেলায়ের ৪ মাত্রায় পড়বে।

    রাধিকা কি / বোর হয়ে / শেলাইয়ের / ক্লাসে
    কৃষ্ণের / এসেমেস / পড়ছিল / বসে ?

    ভাঙাটা:
    মিলের চুমকি গাঁথি / ছন্দের পাড়ের মাঝে / মাঝে
    অকেজো অলস বেলা / ভরে ওঠে সেলায়ের / কাজে

    আরো খোঁজো।
  • ranjan roy | 122.168.238.179 | ২৮ জুন ২০১০ ২৩:৪৫391430
  • কার্তুজ,
    তুমি এমন মিইয়ে-যাওয়া ভিজে যাওয়া কার্তুজ হলে বন্দুক আটকে যাবে যে!
    বেশ কটমট করে বল-- কেউ কিস্‌সু জানে না। আমি যা বলছি সেটাই ফাইনাল।
    কবিতার জন্যে ছন্দ, ছন্দের জন্যে কবিতা নয়। ঠিক যেমন সুরসৃষ্টির জন্যে রাগের কাঠামো। রাগ সৃষ্টির জন্যে সুর নয়। আসল কথা হল রসসৃষ্টি।
    কাজেই রাগভ্রষ্ট হয়েও মহান সংগীত হতে পারে। যেমন দাড়িদাদুর ভৈরবীর কাছে ( নাকি বাগেশ্রীর কাছে?) দাসখত না দেয়া নিয়ে বিখ্যাত উক্তিটি।
    যেমন তেভেজের বিতর্কিত অফ সাইড গোল নাকচ করলেও আর্জেন্টিনা যেতে, উনি হাত না লাগালেও সেবার আর্জেন্টিনা জিততো, কাজেই আমরা বাকিসব মাপ করে দিই।
    কিন্তু যদি বাজে খেলে সেরেফ বিতর্কিত গোলের জোরে জেতে তো বলব-- খেলতেই জানে না।
    তেমনি কাব্যলক্ষ্মী পলায়ন করিলে সবাই ছন্দের ভুল ধরিয়া বলিবে-- ব্যাটা কবিতা লিখিতেই জানে না।
  • Kartuj | 59.93.254.160 | ২৯ জুন ২০১০ ২১:০৬391431
  • আর একটা ছোট্ট প্রশ্ন মানে হয় এটা কিনা -

    ধরো, মাত্রাবৃত্ত ৬-এ লিখলাম (৬+৬+৬+২),

    বন্ধ কপাট রুখে দিত তার
    দিবালোকের প্রবেশ।

    এটার ভাঙাটা এরকম তো হতেই পারে,

    বন্ধ কপাট / রুখে দিত তার
    দিবালোকের প্র/বেশ
  • ranjan roy | 122.168.211.84 | ২৯ জুন ২০১০ ২৩:৩৬391432
  • ওই লাইনটিকে আর একটা অমনি লাইন জুড়ে দিয়ে সাপোর্ট দিতে হবে। নইলে লাইনের চালটি পাঠকের কানে ঠিক ধরা পড়বে না।
    যেমনি গানের শুরুতে সমে ফেরা অব্দি শুনে তবে তবলচি চাল/লচক এটা বুঝে তালটি কি বাজবে সেটা কনফার্মড হয়। শমীক ঠিক বল্লাম?
  • aka | 168.26.215.13 | ২৯ জুন ২০১০ ২৩:৩৯391434
  • একটা প্রশ্ন জিগ্যেস না করে পারছি না, এগুলো কবিতা লিখতে কাজে লাগে? না কবিতা আবৃত্তি করতে?
  • Somnath | 85.154.255.42 | ৩০ জুন ২০১০ ০৯:২০391435
  • হ্যাঁ, আগের / পরের লাইন না দেখে বলব না। তবে না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু "প্র" এর জায়গায় কোনো হসন্ত স্বর পরে গেলে হত না।

    কবিতাটা ভুলভাল লিখলে তো লোকে পড়বেই না, আবৃত্তি তো অনেক পরের কথা।

    এখানে যে কথাটা বার বার বলা হচ্ছে:
    ভুল ছন্দে না লিখতে হলে কি করিতে হইবে?
    - ঠিক ছন্দে লিখিতে হইবে।

    ঠিক ছন্দে কি করিয়া লেখা যায়?
    - লাইনটা বার বার পড়ে, বা মনে মনে আউড়ে কানের সায় পেয়ে তবে।

    কানের সায় কি করিয়া পাওয়া যাইবে?
    - হয় কান প্রচুর কবিতা পড়ে, বা গান শুনে বা স্বাভাবিক স্বকীয়তায় ছন্দ সম্বন্ধে পন্ডিত হইয়াছে, নয় ছন্দ জিনিসটা তাকে বই পড়ে হাতে গুনে শিখিতে হইয়াছে। (কান মূর্খ হইলে সবেতেই সায় দিবে, তার সায়-এর সেক্ষেত্রে আর কোনো গুরুত্ব রইল না।)

    কোথাও কান সায় দেবার আগে কনফিউজড হইলে কি করিতে হইবে?
    - পড়াশুনো করে, বা অর্জিত বিদ্যা স্মরণ করে বা হাতে গুনে কানের কনফিউশন কাটাইতে হইবে।

    কান কে বাল বলে গাল পেড়ে যা ইচ্ছে লিখিয়া গেলে কি ছেঁড়া যাইবে?
    - ইহা উত্তরাধুনিক পোমোতত্বের গুরুত্বপূর্ণ হেত্বাভাস থিওরি পড়িয়া উত্তর-কলোনিতত্বের সাহায্যে প্রমাণ করাই যায় যে গুরুতে সেহেন লেখা পোস্ট করিতে কোনো ক্ষতিসম্ভাবনাই নাই। শুধু সিরিয়াস লেখালেখি করিতে গেলে লোকে শুরুতেই বলিয়া দিবে, বাপি বাড়ি যা।
  • omnath | 85.154.255.42 | ৩০ জুন ২০১০ ০৯:২৫391436
  • ও:, আবৃত্তি করতে আর আজকাল ছন্দ শিখিতে হয় না। যতিচিহ্নের সঠিক ব্যবহার করিয়া প্রচুর ইমোশন ও নাট্যোপাদান মিশাইয়া উচ্চারণ ও কণ্ঠস্বর সম্বন্ধে সচেষ্ট আরোহন অবরোহন প্রক্রিয়া অবলম্বনে গুচ্ছ লোক আবৃত্তি ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছে (ব্যাকগ্রাউন্ড মিউজিক সব বা ব্যতিরেকে)। ভিকিদা উবাচ , সদ্য অতীতে আবৃত্তির মিউজিক ভিডিও ও প্রকাশ পাইতেছে। সুতরাং ...
  • Kartuj | 125.20.3.146 | ৩০ জুন ২০১০ ০৯:৩৫391437
  • ধরা যাক পুরো স্তবকটা হল,

    অনাবিষ্কৃত গিরিকন্দরে
    রেখেছিল ঢেকে সব ঘুমঘোরে
    আঁধার রাজার দেশ,
    বন্ধ কপাট রুখে দিত তার
    দিবালোকের প্রবেশ।

    এবার স্পষ্ট হইতেছে কি এবং ঠিক লাগিতেছে কি ?
  • Samik | 122.162.75.205 | ৩০ জুন ২০১০ ০৯:৪৭391438
  • রঞ্জনদা, ঠিক।
  • Somnath | 85.154.255.42 | ৩০ জুন ২০১০ ০৯:৪৮391439
  • ঠিক আছে।

    তবে নিজে লিখলে দাদুর ছায়া থেকে বেরোতে হবে। যুগে যুগে লোকে এই চেষ্টা করে চলেছে। যারা পারেনি তাদের নাম কেউ জানে না। যারা পেরেছে তাদের নাম শুধু শোনা যায়।

    অ্যাকচুয়ালি শুধু দাদু নয়, সব প্রতিষ্ঠিত, জনপ্রিয় ও চেনা স্বরের থেকে আলাদা হতে হবে। লেখা পড়লে যেন বোঝা যায়, ও: , এটা একমাত্র অমুকের কলম থেকেই বের হতে পারে। এই নিজস্ব স্বরসৃষ্টির জন্যে একটা প্রয়োজনীয় কাজ হল এই প্রচুর লোকের লেখা পড়া। স্পেসিফিক কিছু লোকের লেখা পড়লে ভাষা, ভাব, প্রকাশ, ভঙ্গি সব কপি হতে থাকবে। এমনকি সচেতন চেষ্টা না হলেও। কিচ্ছু করার নেই।

    বাই দা ওয়ে, কন্দরে না লিখে কন্দর লিখলে আর রেখেছিল ঢেকে না লিখে ঢেকে লিখেছিল লিখতে কি অসুবিধে হচ্ছিল? এইটে ভাবতে গেলেই দেখবে দাদু কিভাবে জ্বালাচ্ছে। কবিতা লিখতে গেলে বাক্যগঠন কথ্যভাষার সেনটেন্স স্ট্রাকচারের চেয়ে আলাদা কেন করতে হচ্ছে?
  • Ishan | 125.18.17.16 | ৩০ জুন ২০১০ ১০:৪২391440
  • আই অবজেক্ট। আমি দাদুর ছায়া থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। কিন্তু তবুও কবি হিসেবে আমার নাম শোনা যায়না। এক আধটা লোক যা চেনে সে শুধু পন্নোলেখক হিসেবে। :(
  • Kartuj | 125.20.3.146 | ৩০ জুন ২০১০ ১৩:২৭391441
  • সোমনাথ,

    Date:30 Jun 2010 -- 09:20 AM এ "প্র-এর জায়গায় হসন্তস্বর পড়ে গেলে" মানে কি শুরুতে যুক্তাক্ষর আছে এরকম কেস বোঝাতে চাইছ?

    খোঁজহীন পাহাড়ের গুহার ভেতরে
    ঢাকা দিয়ে রেখেছিল ঘুমের চাদরে
    আঁধারের রাজা কালো,
    আঁটোসাটো দরজাটা রুখে দিত তার
    দিনের বেলার আলো।

    এতে দাদু নেই, এটা কেমন?

    আগেরটায় কিছু গাম্ভীর্যপূর্ণ শব্দের প্রয়োগেই দাদুছাপ লেগে গেল? মহা মুস্কিল।

  • Somnath | 85.154.255.42 | ৩০ জুন ২০১০ ১৭:৫৬391442
  • এটা আগেরটার চেয়ে অনেকটা খারাপ। আগেরটায় যুক্তাক্ষরগুলোর জন্যে একটা ধ্বনিতরঙ্গ ছিল, উচুনিচু ছিল। দাদু নেই কেন? আঁধার কেন? ঘুমের চাদরে কি ঢাকা ছিল বুঝলাম না, কিন্তু এই রকম চিত্রকল্প দাদু ঘরানার। বহুব্যবহৃত। গুহায় দরজা কি করে থাকে বুঝলাম না। ইত্যাদি। এই অ্যানালিসিসগুলো শমীক ভালো করে। আমার দাবি, এইটা ছয় মাত্রায় পড়ার চেয়ে ৪+৪+ করে বেশি পড়তে ইচ্ছে করছে।। ছন্দটাও বক্তব্যের সাথে যচ্ছে না ।।। পরে ডিটেল করা যাবে আজ আর সময় নাই।
  • saikat | 202.54.74.119 | ৩০ জুন ২০১০ ১৮:০৫391443
  • এই এই এই, সোমনাথ ধরেছে। আমি লিখব ভেবেও লিখলাম না। এই কবিতাটার যাকে বলে 'মননে' ঠাকুর(প্রায়) ! ঘুমের চাদরটাও বুঝিনি।

    কার্তুজ, কিছু মনে কোর না এ কথা লিখলাম বলে। ঐ চার লাইনও আমি লিখতে পারব না।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১০ ১৮:৪১391446
  • খোঁজহীন পাহাড়ের গুহার ভেতরে
    তুমি আর আমি একটা চাদরে
    গুটিসুঁটি মেরে বসে,
    কাঁপছি মোরা, কাশছি বারবার,
    গেল কি শেষে পাকা সর্দি বসে?
  • Somnath | 85.154.255.42 | ৩০ জুন ২০১০ ১৯:১৭391447
  • ও যেটা বলা হয় নি, ৮+৬ এ শেষেরটা ভালো যাচ্ছিল, বাধ সাধল আধারের রাজা কালো। এটা আট আর এর পর আর দাঁড়াতে পারছি না, আবার পরের লাইন। পড়তে মোটে ভালো লাগছে না।

    দাদুর কম বেশি মাত্রায় লেখা পড়লে দেখবে যথেচ্ছ দাঁড়াবার জায়গা। খুব ধীরে সুস্থে পড়ার সুযোগ রাখা। তাই কোথায় ৬ এ লাইন শেষ আর কোথায় ১৮ অবধি টানা, তাতে বিশেষ অসুবিধে হয় না।

    একটা ছোটোখাটো জিনিস নামিয়ে তা নিয়ে আলোচনা বেশ সুবিধের এই জন্যে। আমার উইকএন্ড। আবার শনিবার। খোঁজা কদ্দুর? সেই ১৩, ১৭, ১৯? এর মধ্যে পেলে লিখে রেখো।
  • gc | 96.33.89.68 | ৩০ জুন ২০১০ ১৯:১৮391449
  • সর্দি হোক বা কাশি
    ভয় কি তাতে আছে?
    পাচ্ছে বেজায় হাসি
    ওষুধ আছে না কাছে !!!

    গুটিসুঁটি মারি
    দাঁত কপাটি লাগে
    চাদর নিয়ে কাড়াকাড়ি
    ফেটে পরছি রাগে

    রাগ যখন হলো শান্ত
    দুজনাতেই ক্লান্ত
    এবার দিলাম ক্ষান্ত
    বিয়ারের বোতল খোলত ।

    বিয়ারে জুড়োলো প্রাণ
    মাতল হৃদয় আনন্দে
    গাইতে লাগলাম গান
    স্বানন্দে স্বানন্দে !!
  • pinaki | 67.210.179.5 | ৩০ জুন ২০১০ ১৯:১৯391448
  • খোঁজহীন টাকে কেটে স্মোকি করে দাও। আরো প্রাঞ্জল হবে। ;-)
    টোটাল দাদুমুক্তি।
  • pinaki | 67.210.179.5 | ৩০ জুন ২০১০ ১৯:২০391451
  • আর 'মোরা' কেটে 'আমরা' করতে হবে।
  • DC | 96.33.89.68 | ৩০ জুন ২০১০ ১৯:২০391450
  • সর্দি হোক বা কাশি
    ভয় কি তাতে আছে?
    পাচ্ছে বেজায় হাসি
    ওষুধ আছে না কাছে !!!

    গুটিসুঁটি মারি
    দাঁত কপাটি লাগে
    চাদর নিয়ে কাড়াকাড়ি
    ফেটে পরছি রাগে

    রাগ যখন হলো শান্ত
    দুজনাতেই ক্লান্ত
    এবার দিলাম ক্ষান্ত
    বিয়ারের বোতল খোলত ।

    বিয়ারে জুড়োলো প্রাণ
    মাতল হৃদয় আনন্দে
    গাইতে লাগলাম গান
    স্বানন্দে স্বানন্দে !!
  • Kartuj | 59.93.220.19 | ৩০ জুন ২০১০ ২১:২৯391452
  • শেষেরটা তো ৪-এর চালেই লিখেছিলাম। ওটা ৮+৬ তো নয়, ৪+৪+৪+২ ১ম, ২য় আর ৪র্থ লাইনে,
    শুধু ৩য় আর ৫মে ৪+৪ ন করে ৪+৪+২ করলে ঠিক হত তাই তো? আর যদি ১ম, ২য় আর ৩য় তে ৪+৪+৪ করতাম তাহলেও চলত নিশ্চয়ই?

    দাঁড়ানোর জায়গা দেবার জন্যে শেষের ভাঙা পর্বটা থাকে। তার মানে কি ওটা ইউজ করার ঠিক নিয়ম কি নিচের মত ? -

    যেখানে ধরো ৩য় লাইনের সাথে ৫ম / ৬ষ্ঠ লাইন মেলাতে যাব, (যেমন এইটায়) মানে মিলের দিক থেকে a a b c c b বা
    a b a b এই টাইপ, সেখানে b-এর লাইনগুলোতে ভাঙা পর্ব রাখা দরকার কারণ সেখানে গিয়ে থামছে পরের b এর জন্যে অপেক্ষায়, a a বা c c লাইনগুলোতে ভাঙা পর্ব রাখাও যায়, না রাখলেও ক্ষতি নেই। কিন্তু নীরেনবাবু তো অনেক জায়গাতেই ভাঙা পর্ব mandatory নয় বা একই কবিতার মধ্যে ভাঙা পর্ব ২ এবং ৩ হতেই পারে দেখিয়েছেন বৈচিত্র্যের খাতিরে । তবে কি ছোটো লাইনের ক্ষেত্রে বাঞ্ছনীয় ভাঙা পর্ব?
  • Kartuj | 59.93.220.19 | ৩০ জুন ২০১০ ২১:৩১391453
  • * সেকেন্ড লাইনে সংশোধন:

    আর যদি ১ম, ২য় আর ৪র্থ তে ৪+৪+৪ করতাম
  • Kartuj | 59.93.220.19 | ৩০ জুন ২০১০ ২১:৩৪391454
  • আর দাঁড়ানোর জায়গা দিতে তো নিশ্চয়ই ভাঙা পর্ব ছাড়া অন্য রাস্তা নেই?
  • Kartuj | 59.93.205.209 | ০১ জুলাই ২০১০ ২১:৩৬391455
  • Date:30 Jun 2010 -- 09:20 AM 'প্রবেশ'-এর প্র-এর জায়গায় মানে শুরুতে হসন্তস্বর মানে যুক্তাক্ষর বোঝাতে চাইছ কি? এর উত্তর এখনও পাইনি, এলে মনে করে দিও।
  • Kartuj | 59.94.2.171 | ০২ জুলাই ২০১০ ২১:০২391457
  • আরো একটা...

    জ্যোৎস্না নিশ্চয়ই ৩ মাত্রা, যেহেতু স্না-র আগে ৎ?

    কত প্রশ্ন জমে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন