এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বচ্ছন্দে ছন্দ শিখুন: আনন্দ পুরস্কার গ্যারান্টেড

    `'
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৮২২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kartuj | 59.93.196.235 | ০৬ জুলাই ২০১০ ২১:৩৮391491
  • সে তো একেবারে হক কথা। শুধু মেলাতে সাধু ভাষা লাগালেই হল নাকি? যে লিখবে ঐটুকু বোধ থাকবে তো নিশ্চয়ই।

    এখানে ঝামেলা পাকিয়ে বেশ লাভ আছে, নানা রকম ভালো ভালো জিনিস লোকে তুলে দিয়ে যায়। :-)

    বাই দ্য ওয়ে, হাওয়া/যাওয়া/দেওয়া এগুলো স্বরবৃত্তে ২ তো? অক্ষরবৃত্তেও ২ ধরা যায় নীরেনবাবু বলেছেন বোধায়।
  • Tim | 198.82.17.123 | ০৬ জুলাই ২০১০ ২১:৫৪391492
  • বোধ থাকবেই এরম গ্র্যান্টি নেই। বোধটাই যে নেই এই বোধও নাও থাকতে পারে। বোধ থাকা আর লেখা মিউচুয়ালি এক্সক্লুসিভ। :-)
  • Kartuj | 59.93.215.170 | ০৭ জুলাই ২০১০ ২১:২৮391493
  • বড় কঠিন, বন্ধু, বড় দুরূহ এই বোধ
    চেষ্টা করো মরণপণ, হবে না মোটে শোধ।
    জন্মগত সম্পত্তি যদি তোমার থাকে
    জানবে তুমি ক্ষণজন্মা বোধিসঙ্কÄ লাখে,
    কাব্য দিয়ে শানাও তারে দিবারাত্র ধরে,
    নির্বুদ্ধি রয়েছে যত থাক না পথে পড়ে।
    বৈতরণী পার হবে না, কত ডাকবে মাঝি?
    সবার ফাঁকে শ্রেষ্ঠ হয়ে মারবে তুমি বাজি।

    কিন্তু আমার প্রশ্নটা? কেউ বলে দিয়ে যাবে কি? বই খুঁজলাম তাও বুঝলাম না।
  • pi | 128.231.22.89 | ০৭ জুলাই ২০১০ ২২:১২391494
  • এই বোধ শোধ দেবার কেসটা কী ?
  • Somnath | 188.135.2.98 | ০৮ জুলাই ২০১০ ০০:১৩391495
  • ওয়া উচ্চারণ অন্তস্থ ব-এআকারের মত করা হয়। নর্মালি। বাংলায় অন্তস্থ ব দিয়ে বানান লেখার প্রচলণ থাকলে হাওয়া বানান "হাবা" লেখা হত। যাবা দেবা এরকম। ২। আবার একটু টেনে উচ্চারণ করালে ৩ মাত্রা ও খাওয়ানো যায়। কেস টু কেস বেসিস।

    উত্তর পেলে? এবার পাইদিকে উত্তর দাও।
  • Kartuj | 125.20.3.146 | ০৮ জুলাই ২০১০ ১৩:১৫391496
  • এই রে, মানেটা ক্লিয়ার হয়নি, না?

    বলছি যে, বোধ যাহার নাই বা ভ্রান্তবোধে ভুগিতেছেন যিনি, তার শোধ বা শোধন হওয়া চাপের ব্যাপার। তাকে মিথ্যে প্রবোধ দিয়া লাভ নাই, বোধের বোধন হতে সে নির্বোধ বঞ্চিতই রহিবে।

    Ref: Date:06 Jul 2010 -- 09:54 PM
  • Kartuj | 59.93.217.19 | ২০ জুলাই ২০১০ ২১:৩৩391497
  • Ref: Date:20 Jul 2010 -- 05:51 AM

    তুলির মিষ্টি কবিতাটায় প্রায় অনেক জায়গাতেই মা।বৃ। ৬ এর চাল মেন্টেন করা, কোথাও আবার চালটা ৫ মনে হল। কিন্তু তাতেও কানে কাটছে বলে লাগল না তো। কেন ?
  • Somnath | 188.135.2.250 | ২০ জুলাই ২০১০ ২২:০৫391498
  • ওটা স্বরবৃত্ত।
  • stoic | 160.103.2.224 | ২১ জুলাই ২০১০ ১৭:১৯391499
  • সোমনাথের বক্তব্য ছন্দ মেলানোর জন্য ভুলভাল শব্দের ব্যবহার কবিতাকে খুন করে শুনে এক ছন্দ মেলানোর কম্পিটিশানের কথা মনে পড়ল। কম্পিটিশানটি এই রকম, একজন এক লাইন লিখবে, অন্য এক জন ছন্দ মিলিয়ে পরের লাইন, এই ভাবে একখান কবিতা তৈরি হবে। প্রথম জন লিখলেন:
    "পাতায় পাতায় ঝরে নিশির শিশির"। এবার দ্বিতীয় ব্যক্তির টার্ন। তিনি অনেক ভেবে চিন্তে লিখলেন:
    "তাতে কি বা আসে যায় আমার পিসির"।
    প্রথম জন যারপরনাই খেপে গিয়ে নতুন কবিতা শুরু করলেন:
    "আহা কি সুন্দর পুর্ণিমা রাতি"
    দ্বিতীয় ব্যক্তি আবার সে গুড়ে বালি ঢাললেন:
    "আকাশে উড়িতেছে শত শত হাতি"।
  • Kartuj | 125.20.3.146 | ২১ জুলাই ২০১০ ১৭:২০391501
  • হ্যাঁ, আমিও স্বরবৃত্তেও ভেবেছিলাম, কিন্তু কয়েকটা জায়গায় ৪-এর চালে পড়েনি দেখে confused হলাম।

    যেমন, 'মিলিয়ে গেল' (৫ হচ্ছে),'পাহারাওলা' (৫ হচ্ছে),'নীলরোদ্দুর'(৩ হচ্ছে)। এগুলো?
  • dukhe | 122.160.114.85 | ২১ জুলাই ২০১০ ১৭:২১391502
  • আজ যেন মনে পড়ে ও মুখ প্রিয়ার
    ভুল করে মেরে বসি সেকেণ্ড গিয়ার
  • Shuchismita | 12.34.246.72 | ২১ জুলাই ২০১০ ২০:১৩391503
  • "আকাশে উড়িতেছে শত শত হাতি" তো খাসা কবিতা। কালই তো রাশিয়ার আকাশে গাধা উড়ছিলো!
  • Kartuj | 59.93.240.149 | ২২ জুলাই ২০১০ ২০:৫৪391504
  • উড়ন্ত হাতিটাতি তো অনেক হল, কেউ আমার পয়েন্ট আউট করা স্বরবৃত্তের এক্ষেপশনগুলোর দিকে দৃকপাত করলে না তো? এটা নিয়ে নীরেনবাবুর বইতেও অবশ্য কথা আছে। কিন্তু ভবতোষের প্রশ্ন আর কবিকঙ্কণের উত্তরে ঘেঁটে ঘ হয়ে গিছিলাম, আর ভাবিও নি সে নিয়ে। ঠিকঠাক উচ্চারণ করলে কি এই ব্যতিক্রমগুলো granted হয় না এগুলোকে অন্য কোনোভাবে স্বরবৃত্তের সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত ধরা হয়?

    'মিলিয়ে গেল'-কে কি 'মিল্‌য়ে গেল' করে ৪ এ ফেলে দেয়া যায়?

    'পাহারাওলা' কে কি পা/হা/রাও/লা ধরে ৪-এ ফেলে? 'ওলা' তো 'পাহারা' র থেকে আলাদা হয়ে যায় আমি যখন উচ্চারণ করি। তবে?

    নীল/রোদ/দুর - ৩ টেই রুদ্ধদল বা closed syllable। এতে কোনোভাবেই কি ৪-এর চালে ফেলা যায় না অথচ কানেও কাটে না?

    প্রশ্ন এত, উত্তর দেবার কেউ থেকেও নেই।
  • aranya | 98.221.52.119 | ২৩ জুলাই ২০১০ ০৫:৩৭391505
  • আকাশে হাতি ওড়া-টা ছোটবেলায় এইরকম শুনেছিলাম -
    আজি কি সুন্দর রাতি,
    আকাশেতে উড়িতেছে একপাল হাতি।
    সুন্দরবনের মোটা কেঁদোবাঘ,
    ঘাস খাচ্ছে - আহা খাক, খাক।
  • de | 59.163.30.2 | ২৩ জুলাই ২০১০ ১৪:৩৫391507
  • স্টৈক আর দুখের কম্পোজিশন দারুণ :))

    অরণ্যের কবিতার সার্থক পিকচারাইজেশান -- বাঘটার মুখে কি বৈষ্ণব-সুলভ হাসি!
  • arindam | 59.93.195.44 | ২৪ জুলাই ২০১০ ০৬:২৯391508
  • হাসি কোথায়? বাঘ হয়ে ঘাস খাওয়া, কেন্দ্রীয় বঞ্চনা!!!
  • Somnath | 85.154.255.42 | ২৫ জুলাই ২০১০ ১২:৩৮391509
  • উত্তর ঠিক ই লিখেছো। উত্তর জেনে প্রশ্ন করা মানে টাইম পাস, তাই কেউ লেখে নি। ৩ টে রুদ্ধদল পর পর থাকলে স্বরবৃত্তে ৪ গুনতে হয় - নীরেনবাবু লিখেছেন।
  • Souva | 122.177.201.206 | ২৭ জুলাই ২০১০ ১৬:০৭391510
  • আমার একটা কোশ্চেন আছিল। সুব্রত অগাস্টিন গোমেজের লেখ একটি কবিতা আমার মনে হচ্ছে মাত্রাবৃত্ত আর স্বরবৃত্ত দুয়ের চলনেই পড়া সম্ভব। কবিতার একটি স্ট্যাঞ্জা এখানে উদ্ধৃত করলুম--

    "প্রিয়, আজকে আমার শুধু ভাঙছে দুয়ার,
    ধুধু উড়ছে পরাগ কালো পাগলা ঝড়ে,
    বুকে বর্শা-সমেত ছোটে মত্ত শুয়ার,
    তত শুক্র উছল, যত রক্ত ঝরে!'

    কেউ যদি জানান আমার এই ধারণাটি সত্য না মিথ্যা, তাহলে ধন্দ কাটে।

    আমি এই দু'ধরণের স্ক্যানিং-এর কথা মাথায় রেখে বলছি আর কি--

    "প্রিয়। আজকে আমার। শুধু। ভাঙছে দুয়ার
    ধুধু। উড়ছে পরাগ। কালো। পাগলা ঝড়ে'

    আর

    'প্রিয় আজকে। আমার শুধু। ভাঙছে দুয়ার
    ধুধু উড়ছে। পরাগ কালো। পাগলা ঝড়ে'

    প্রথম স্ক্যানিঙে মাত্রাবৃত্ত, আর দ্বিতীয় চলনে স্বরবৃত্ত।
  • Souva | 122.177.201.213 | ২৭ জুলাই ২০১০ ১৬:২৯391512
  • তো, অমর কনফিউশনটা এই যে এ রকম কি আদৌ সম্ভব, মানে একই কবিতাকে স্বর ও মাত্রাবৃত্ত দুভাবেই পড়া? না কি এর আবার কোনো বিশেষ নিয়ম আছে?
  • Kartuj | 125.20.3.146 | ২৭ জুলাই ২০১০ ১৭:৫২391513
  • এটায় তো মাত্রাবৃত্তের চেয়ে স্বরবৃত্তেই ৪-এর চালের হিসেবে ঠিক লাগছে। মাত্রাবৃত্ত হলে কিন্তু চাল বোঝা যাচ্ছে না। একটা fixed চাল maintain করাটা কিন্তু মাত্রাবৃত্তের একটা প্রধান criteria, তাতে রকমফের থাকতে পারে। কোনো লাইনে ২টো পর্ব কোথাও ১টা এরকম। আমার তো মনে হয়, অন্তত: এটায় confusion নেই যে মাত্রা না স্বর। সোমনাথ confirm করবে নিশ্চয়ই সময় পেলে।
  • Somnath | 85.154.255.42 | ২৭ জুলাই ২০১০ ২০:৩০391514
  • পুরো কবিতাটা চাই।
  • aranya | 144.160.226.53 | ২৭ জুলাই ২০১০ ২০:৫৮391515
  • লামার ছবিটা মিস করে গেছিলাম, যা তা রকমের ভাল। এই দুই ভাই-ই দেখছি দারুণ ট্যালেন্টেড, যেমন লেখে তেমন ছবি আঁকে, বহুমুখী প্রতিভা।
  • Souva | 122.177.194.179 | ২৮ জুলাই ২০১০ ০৮:১১391516
  • পুরো কবিতাটা--

    নাগপঞ্চমী
    ---------
    (তোটক)


    তাতা ধিনতাতাধিন তাতা ধিনতাতাধিন

    প্রিয়, আজকে আমার শুধু ভাঙছে দুয়ার
    ধুধু উড়ছে পরাগ কালো পাগলা ঝড়ে,
    বুকে বর্শা-সমেত ছোটে মত্ত শুয়ার,
    তত শুক্র উছল, যত রক্ত ঝরে!

    ফাঁকা বৃক্কে আমার কোনো নক্তাহারী
    বাঁকা কুকরি শানায় পাকাপোক্ত হারে:
    তুমি আসবে কি আর? ভালবাসবে কি আর?
    গোধূলির লালিমায় মধু হাসবে, প্রিয়া?

    বহে সন্ধ্যানদীর মোহতন্দ্রামদির
    মৃদু মেঘলাটে জল ভরা সর্বনাশের--
    কালী-জিহ্বা--প্রথম-রতি-ভয়-তরাসে--
    আমি কৃত্তিবাসের বুকে নৃত্যামোদী;

    আমি চন্দ্রিকাখোর, আমি রৌদ্রখেকো,
    আমি অন্ধকারের পোষা হ্যাংলা মেকুর;
    আমি দংষ্ট্রানখর, আমি চৌর্যতুখোড়,
    আমি রূপ ও অরূপ-চাঁছা ক্ষিপ্র উখো--

    তুলে আর্তনাদের তানে মিড় মণিতের
    আমি গান গেয়ে যাই একা শেষ ত্রুবাদুর;
    আমি বীর্য ঝরাই জননীর যোনিতে,
    মনোনির্জনে এক ভূতপূর্ব বাদুড়...

    এরপরের অনুচ্ছেদগুলিতে ঐ তোটক ছন্দকেই তবলার বোলের নিরিখে বিভিন্ন চালে ভাঙা হয়েছে, তবে মুখ্যত সেগুলো মাত্রাবৃত্তই। কেবল এই অনুচ্ছেদটি নিয়েই আমার সংশয় ইত্যাদি।
  • Souva | 122.177.194.179 | ২৮ জুলাই ২০১০ ০৮:৪৮391517
  • গোটা কবিতাট বেজায় দীর্ঘ। এই রকম ৫ খানা অনুচ্ছেদ আছে। তাই পোস্টাতে পারছি না (মানে ল্যাদ লাগছে)। তবে যদি পুরোটারই প্রয়োজন পড়ে, তাহলে "জয় মা' বলে পোস্টিয়ে দেব'খন।
  • Souva | 122.177.194.179 | ২৮ জুলাই ২০১০ ০৮:৫১391518
  • @কার্তুজ

    মাত্রাবৃত্তে ২+৬+২+৬ এই চালে ভাঙলে অসুবিধে কোথায়?
  • Kartuj | 125.20.3.146 | ২৮ জুলাই ২০১০ ০৯:৪০391519
  • শৌভ,

    ২য় লাইনে কালো । পাগলা ঝড়ে

    এতে ২+৬ হচ্ছে কি করে ভাই?
  • Souva | 125.18.104.1 | ২৮ জুলাই ২০১০ ১০:৩৪391520
  • @কার্তুজ

    হ্যাঁ, একটু ভুল লিখেছি।

    ২+৬+২+৬
    অথবা
    ২+৬+২+৫

    এই প্যাটার্ণটা পাচ্ছি। কিন্তু কানে বিশেষ লাগছে না।
  • Somnath | 85.154.255.42 | ২৮ জুলাই ২০১০ ১৪:৫৮391521
  • কবিতাটা প্রচণ্ড ভালো। টাইপাতে না পারলে স্ক্যান কর, বা ফোটো তুলে দে। আমি পড়তে চাই।

    ছন্দ নিয়ে বিশেষ কিছু বলার নেই। কবিতার মাথায় তো লিখেই দিয়েছে। ঐ তা তা ধিন পড়লেই বোঝা যায়। যে যেমন ভাবে পড়ে আর কি। পরে সময় পেলে লিখব।
  • Souva | 125.18.104.1 | ২৮ জুলাই ২০১০ ১৬:০৭391523
  • এটা সুব্রতবাবুর ফেসবুক প্রোফাইলে আছে, কিন্তু জানি না সেটা সবাই দেখতে পাবে কি না। যাই হোক, ওনার প্রোফাইল লিঙ্ক দিলুম--

    http://www.facebook.com/note.php?note_id=418370439377&comments&ref=notif¬if_t=note_reply#!/profile.php?id=688750228&v=info&ref=ts

    আর কবিতাটা চমৎকার। যদিও ছন্দ নিয়ে কয়েকটা জিনিশ মাথায় রাখা জরুরি।

    বাংলা কবিতার বাজারে আজকাল ২টো দল-- একদল ছন্দ নিয়ে বাহ্বাস্ফোটে অধিক মনোযোগী এবং ভুলে যান যে ছন্দের আড়ম্বর প্রবল হয়ে উঠলে শব্দ, তার নিগূঢ় যোগসাজশ ও অভিঘাত নিয়ে আড়ালে চলে যায়, বা চাপা পড়ে যায়, এমনকি, অনেক অপ্রয়োজনীয় শব্দের ভিড়ও বাড়ে। আর অন্যদল মনে করে যে ছন্দ-মিল দিয়ে কবিতা লিখলেই কবিতার মূল বক্তব্য ঢাকা পড়ে যাবে, প্রকাশই করা যাবে না তাকে, ফলে মোক্ষ-মুক্তি একমাত্র ছন্দহীন বা মিলহীন কবিতায়।

    কিন্তু এই দুই কট্টরপন্থী অবস্থানের মাঝামাঝিও যে কোনো অবস্থান হতে পারে, সেটা আমরা ভুলে যাই। ছন্দ-মিলকে রেখে, তাকে মাত্রা ছাড়াতে না দিয়ে যে নিজস্ব ভাব প্রকাশ করা সম্ভব, সেটা আমরা মনে রাখি না।

    এর একটা ভালো উদাহরণ শঙ্খ ঘোষের "বাবরের প্রার্থনা' কবিতাটা। মাত্রাবৃত্তে মন্দাক্রান্তা ছন্দ অনুসরণে লেখা (৭+৭+৭+৫), কিন্তু কোথাও ছন্দের অত্যাচারে শব্দ ঢাকা পড়ে যায় না। আবার উৎপলকুমার বসুও এ নিয়ে কিছু মজার নিরীক্ষা করেছেন, ছন্দে লেখা কবিতাকে টানা গদ্যের ঢঙে ছাপিয়ে, কারণ প্রচলিত লাইন-ব্রেক থাকলে ছন্দটাই সামনে আসতো, কিন্তু এখানে পাঠকের স্বাধীনতা রইল লেখাটিকে দুভাবে পড়ার।

    যাই হোক, একটু ডাইগ্রেস করলুম। মার্জনা করবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন