এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বচ্ছন্দে ছন্দ শিখুন: আনন্দ পুরস্কার গ্যারান্টেড

    `'
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৭ | ৮২২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kartuj | 59.93.199.232 | ২৫ মে ২০১০ ২১:০৩391729
  • যাক গে, আর কালকে না, এখানেই শেষ হোক। খুব তেতোর দিকে চলে যাচ্ছে। সবাই এবার যা খুশি খিল্লি শুরু করে দিয়েছে। এভাবে হয় না। বোঝা জিনিসটা সত্যিই খুব বোঝার মত হয়ে যাচ্ছে। অনেক কিছুই জানা হল। ধন্যবাদ। :-)
  • ranjan roy | 122.168.161.173 | ২৫ মে ২০১০ ২২:২২391730
  • অ্যাই, অ্যাই কার্তুজ! একি, রাগ করলে নাকি?
    শোন, তুমি বোধ্‌হয় নতুন এসেছ, তাই সবাই কে ভুল বুঝেছ।
    খিল্লি লরা গুরুচন্ডালির ট্রেডমার্ক। এখানে সবাই সবাইকে খিল্লি করে, কেউ কাউকে ছেড়ে কথা কয় না। সম্পাদক ঈশান শুদ্দু। কেউ পার্সোনালি নেয় না। সবার অগ্রজ কাব্লিদাকে কাব্লে-বুড়ো বলা হলেও উনি হাসি মুখে নিয়ে থাকেন। এটাই আমাদের স্ট্রেংথ।
    আমাদের মোডালিটিই হল গম্ভীর বিষয় হাল্কা চালে বলা। বিক্রম-ফুটকি সবাই তোমাকে ভালোভাবে হেল্প করতে চেয়েছে। সূতোটাকে রোচক করতে খিল্লির স্টাইল নিয়েছে। দেখ, স্যান এবং আরো অনেকে এগিয়ে এসেছে।
    এরা নিজের মত করে সোমনাথের যে কথাটা তোমাকে বোঝাতে চাইল তাহল--১) একই কবিতা কি ভাবে পড়বে, জোর কোথায় দেবে তার ওপর ছন্দ বদলে যাবে।
    ২) সোমনাথ যা বলছে-- সমগ্র রচনায় ছন্দটি ইউনিফর্ম হবে।
    এই ব্যাপারটাকেই আমি কানের ওপর নির্ভর করা বলতে চাইছি।
    একটা উদাহরণ:
    ছোটবেলায় সুকান্ত'র একটি কবিতা ভুল ভাবে পড়তাম, মনে হত ছন্দ কেটে গেছে। একটু বড় হয়ে অন্যভাবে পড়ে দেখলাম--- না, ছন্দ ঠিক আছে।
    আগে পড়তাম:
    "" হ্রদে/ তৃষ্ণার জল/ পাবে/ কতকাল,
    সম্মুখে/ টানে দেখ/ সমুদ্র/ উত্তাল।
    ধ্যেৎ, কেটে গেছে।
    পরে পড়লাম:
    হ্রদে তৃষ্ণার/ জল পাবে/ কতকাল?
    সম্মুখে টানে/ সমুদ্র/ উত্তাল।
    তুমি কোন দলে? জিজ্ঞাসা উদ্দাম,
    গুন্ডার দলে আজো লেখাওনি নাম?
    ফাটাফাটি ছন্দ।
  • Somnath | 85.154.255.42 | ২৬ মে ২০১০ ০৯:২৬391731
  • হুম। এটা মাত্রাবৃত্ত। ৬ মাত্রার। সেই পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রুটি -টাও তাই। ৬+৬+২।
  • Kartuj | 125.20.3.146 | ২৬ মে ২০১০ ০৯:৪৫391732
  • না না রাগ করতে যাবো কেন? লাস্টে দেখেন নি ':-)' দিয়েছি...রেগে কেউ হাসে নাকি? :-)

    না really অনেক কিছু শিখছি।
  • de | 59.163.30.6 | ২৬ মে ২০১০ ১৩:০৯391733
  • হুতো কিম্বা কহিপ্তাশা -- কবিতাগুলো কিন্তু অপূর্ব ছিলো, লেখেনা কেন কবিরা আর
    :(((

    গুরুর একটা কাগুজে সংখ্যায় যদি রাধিকা সিরিজটা আর হুতোর কাজের কবিতাগুলো বার হতো, খুব ভালো হতো তবে -- সবসময় টই-টই করে বেড়াতে হতো না!
  • Samik | 121.242.177.19 | ২৬ মে ২০১০ ১৩:৫৩391734
  • ভাবো! ইদিকে আমি কহিপ্তশাকে অন্য কেউ ভেবে মন দিয়ে প্রশংসাও করতে পার্ছিলাম না!
  • d | 115.117.236.10 | ২৬ মে ২০১০ ২০:৫৫391735
  • আরে 'কহিপ্তাশা' তো লামা। হুতো হতে যাবে কেন?? আর হুতো'ও কেমন অম্লানবদনে পোশোংসাগুলো হজম কচ্ছে দেখো! (অবশ্যি এক আধবার প্রক্সি দিয়েও থাকতে পারে।)

  • san | 115.117.220.160 | ২৬ মে ২০১০ ২১:২২391736
  • আমি এখনও শিওর কহিপ্তাশা নামে কখনও লামাদা কখনও হুতোদা লেখে। একবার বলাতে 'আমরা কি শংকর জয়কিষণ' বলে ভাগিয়ে দিয়েছিল। কিন্তু আমি আমার বিশ্বাসে অনড়।
  • Kartuj | 59.93.214.234 | ২৬ মে ২০১০ ২১:২৩391737
  • এটাও হয়ত ঐ ফুটকি-রঙ্গন-রংগন টাইপের ব্যাপার। এ তো হতেই পারে।
  • d | 115.117.236.10 | ২৬ মে ২০১০ ২১:৪০391335
  • না না অধিকাংশই লামা। এক আধটা হুতো হলেও হতে পারে।
    এ: স্যান এতদিন আমার সাথে মিশেও লোক চিনতে শিখেও লোক চিনতে শেখে নি। হতাশ হলাম।

    আর বে থে কাকে 'কহিপ্তাশা' ভেবে মন খুলে পোশোংসা কত্তে পারে নি, সেটাও আমি বুঝেছি। ;-)
  • d | 115.117.236.10 | ২৬ মে ২০১০ ২১:৪১391336
  • 'লোক চিনতে' ইয়ানে কি, শুধু পোস্ট পড়ে লোক চিনতে
  • san | 115.117.220.160 | ২৬ মে ২০১০ ২১:৪৬391337
  • অধিকাংশ লামাদা বটেই, শুরু করেছিল লামাদাই, কিন্তু মাঝে কিছুকিছু হুতোদা আছেই আছে। বললে হবে :-)
  • aka | 168.26.215.13 | ২৬ মে ২০১০ ২১:৫১391338
  • হা হা হা এইটা হেব্বি দিয়েছে, জয়েন্ট প্রোডাকশন। আমারো লামাই মনে হয়েছিল। কিন্তু ওমনাথ এমন কনফিডেন্টলি বলল, মনে হল ইনসাইডার্স ইনফো আছে।
  • Tim | 71.62.121.158 | ২৭ মে ২০১০ ০৩:৪৩391339
  • :-)))
  • rabaahuta | 203.99.212.53 | ২৭ মে ২০১০ ১১:২০391340
  • এ:, আমি কখন হজম করলাম! অমি তো গোড়া থেকেই আপত্তি করছি :(
    তবে এখানে অবহেলিত কবিদের একাত্মতাবোধহেতু অল্প একটুখানি হজম হয়ে গেছে। সে না হয় আমি ফিরিয়ে দেবো।
  • ranjan roy | 122.168.254.42 | ২৭ মে ২০১০ ১১:২৩391341
  • থ্যাংকু সোমনাথ! তালে ব্যাপারটাএরকম হবে?

    হ্রদে তৃষ্ণার/ জল পাবে কত/ কাল?
    সম্মুখে টানে/ সমুদ্র উৎ/তাল।

    হেঁ, হেঁ, শিখছি শিখছি।

    আসলে আমি ছোটবেলা থেকে fps সিস্টেমে আর সংস্কৃত ঘেঁষা ছন্দতঙ্কেÄ বড় হয়েছি। আজও মাইল বুঝি , কিলোমিটার বুঝি না।
    তাই পয়ার বুঝি, লঘু ত্রিপদী-দীর্ঘ ত্রিপদী বুঝি, এমনকি মন্দাক্রান্তা বুঝি। কিন্তু অক্ষরবৃত্ত-মাত্রাবৃত্ত-স্বরবৃত্ত যেন কর্ণাটকী রাগ!
    তাই সোজা ফরমূলা! কানে রচনাটির ছন্দ মিলছে , নাকি তাল কেটেগেল মনে হচ্ছে।
    এখানে ফরিদা-কহিপ্তাশা-অর্পণ-শৌভ-টিম-ভিকি-রঙ্গন-তেকোণা-প্রত্যুষা-সায়ন্তন কি অনায়াসে ছন্দ মেলায়! কখনোই কাটে না।
    তবে সোমনাথ যদি কোশ্চেন সেট করে তালে কজন উইথ অনার্স পাস করবে-------।
  • rabaahuta | 203.99.212.53 | ২৭ মে ২০১০ ১১:২৯391342
  • যা সন্দেহ করেছিলাম। রঞ্জন্দা আমার নামটা লেখেননি। আমি প্রতিবাদ স্বরূপ একটা পুরনো কাব্য পোস্ট করছি আমার টইয়ে। নতুন কাব্য রচনার সময় নেই, প্রিয়, ফুল খেলবার ইত্যাদি।

    (পুরনো কাব্য সৌজন্য: সিঁফো)
  • ranjan roy | 122.168.254.42 | ২৭ মে ২০১০ ১১:৩০391343
  • তালে এটা স্বরবৃত্ত?
    "" প্রিয় ফুল/ খেলবার/ দিন নয়/ অদ্‌ দ্য/
    ধ্বংসের /মুখোমুখি/ আমরা।
    চোখে নেই/ স্বপ্‌ নের/ নীল রং/ মদ্‌ দ্য/
    কাঠফাটা/ রোদ সেঁকে/ চা ম ড়া।
  • ranjan roy | 122.168.254.42 | ২৭ মে ২০১০ ১১:৩৫391344
  • সেকি? রবাহুতো আর সায়ন্তন এক নয়? আমার মতন উগ্র ময়মনসিংহপন্থী কি করে তোমার নাম বাদ দেবে? আসলে ভগবানের মত একাধিক নামে তোমরা ভক্তদের ধোঁকা দিচ্ছ।
    হায়দ্রাবাদ থেকে শিবাংশু দে টেলিফোন করে আমাকে তার ব্যথাকথা জানিয়েছেন--- আমি যে একজন গোটা মানুষের সঙ্গে কথা বলতে চাই! কিন্তু এখানে ফুটকি! a, D, M, DD, Tim কি যে করি!
  • lcm | 69.236.166.15 | ২৭ মে ২০১০ ১১:৩৮391346
  • একটা পোশ্নো ছিল। করেই ফেলি।
    আচ্ছা, এই যে কবিকুল - আরেন্টি স্যর, নজরুল থেকে জীবনানন্দ, সুনীল, শক্তি, জয়, শ্রীজাত -- এনারা কি এই সব মাত্রা/বৃত্ত... জ্যামিতি এই সব ভালো করে রপ্ত করে তবে কবিতা লিখেছেন। নাকি, এটা হল এক বিশেষ ধরনের কবিতা, ঐ যে কি যেন বলে, জঁন্‌রা।
    যেভাবে জেনারেল ডেফিনিশন লাগানো হচ্ছে, যে, ইহা হইল কবিতা, এবং উহা নহে -- তাতেই মনে হল। মাঝে তো গানের থ্রেড ভেবে গুলিয়ে ফেলেছিলাম....
  • ranjan roy | 122.168.254.42 | ২৭ মে ২০১০ ১১:৪৪391347
  • এল সি এম, ফেল! ফেল! সুতোর নাম দেখুন, ছন্দতঙ্কÄ, কবিতা নয়। ছন্দের ভুল ধরা হয়েছে, কাব্যগুণ নিয়ে কথা হচ্ছে না।
  • ranjan roy | 122.168.254.42 | ২৭ মে ২০১০ ১১:৪৮391348
  • ময়মন সিংহের হুতোর পক্ষে আর্গুমেন্ট।
    ওর ২৫ এর পোস্টে স্পষ্ট লিখেছে--R হুতো রবে নিষ্ফলের হতাশের দলে। কিন্তু কহিপ্তাশা তো চাট্টিখানি প্রশংসা পেল।
    অর্থাৎ ও আদৌ অন্যের প্রশংসা চুরি করে নি। বরং রায়পুরের মিস্‌ উন্নতি মুম্বাইয়ের ফেমিনা শো' তে প্রথম দশজনের মধ্যে হওয়ায় আমার মত গর্বিত ও খুশি হয়েছে।
  • Arpan | 204.138.240.254 | ২৭ মে ২০১০ ১১:৪৯391349
  • আমি নাকি ছন্দ মেলাই! নীরেনবাবু এইবার রঞ্জন্দাকে কবিতার ক্লাস ছুঁড়ে মারবেন।
  • ranjan roy | 122.168.254.42 | ২৭ মে ২০১০ ১১:৫১391350
  • অর্পণ, তুমি ও শৌভ গদ্যছন্দ মেলাও না! ওটা নীরেনবাবুর আউট অফ কোর্স লাগতে পারে।:))))
  • Arpan | 204.138.240.254 | ২৭ মে ২০১০ ১১:৫২391351
  • সিরিয়াসলি, মাত্রাবৃত্ত হজম করা বহুত টাফ।
  • . | 125.18.104.1 | ২৭ মে ২০১০ ১২:০৩391352
  • এই কেলাস ইলেভেন নাগাদ মৈত্রেয়ীদি হাতে তালি মেরে মেরে স্বরবৃত্ত-মাত্রাবৃত্ত-অক্ষরবৃত্ত শিখিয়েছিলেন। সব ভুলে মেরে দিয়েছি। তবে পরাবৃত্ত-উপবৃত্ত শেখান নি। ওটা মনে হয় হতছাড়া গোমেজ। সেসবও মনে নাই।
  • Arpan | 204.138.240.254 | ২৭ মে ২০১০ ১২:০৪391353
  • আমাদের শেখান নাই। হাড়বজ্জাত ছেলেপুলেতে আমাদের ব্যাচ ভর্তি ছিল।
  • . | 125.18.104.1 | ২৭ মে ২০১০ ১২:০৮391354
  • আমাদেরও। আমাদের ক্লাস ইনডেফিনিটলি সাসপেন্ড হয়ে গিয়েছিল। গোমেজের বিরুদ্ধে মাস পিটিশন করে তাড়িয়ে দিয়েছিলাম। তারপর থেকেই মনে হয় উনি শিক্ষা নিয়েছিলেন। :-P
  • Arijit | 61.95.144.122 | ২৭ মে ২০১০ ১২:১৩391355
  • আমাদের কেউ কিছুই শেখায় নাই। আমি কিছুই জানি না:-(

    মাধ্যমিক লেভেলের কেলাসগুলো তো বাদই দিলাম - না করলেও কিসু ক্ষতি হত না। উমা-তে যিনি ভালো বাংলাটা পড়াতেন তাঁরে সাহিত্যের ইতিহাস পড়াতে দিয়েছিলো।
  • Arpan | 204.138.240.254 | ২৭ মে ২০১০ ১২:১৫391357
  • সাহিত্যের ইতিহাসটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং।

    আর বাকি যা ইন্টারেস্টিং ছিল - রাবণের রণসজ্জা, আরণ্যক, ৪৬-৪৭ আর নবান্ন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন