এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবেকি কন্ঠ ও মার্কিন সরকারের বদমাইশি

    shyamal
    অন্যান্য | ২৯ জুন ২০০৮ | ২৬৪৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aja | 207.47.98.129 | ১০ জুলাই ২০০৮ ০০:৪৯400482
  • নোপ। অন্য দিকে মানে সমাজের এলিটেরা জনমুখী আন্দোলনকে ইন্টিমিডেট করছে। এই যেমন ইউনিয়ন সংগঠকদের ওয়াল-মার্ট করে।
  • nyara | 67.88.241.3 | ১০ জুলাই ২০০৮ ০০:৫৮400483
  • এদেশের কথা তো হচ্ছে না। আমরা কথা বলছিলাম বন্ধের পরিপ্রেক্ষিতে। অ্যামেরিকার কথা স্বতন্ত্র। সেখানে দিনকে দিন বিগ বিজনেস শক্তিশালী হচ্ছে, ওয়ার্কারস রাইটস কমে যাচ্ছে। সংগঠন মায়ের ভোগে যাচ্ছে। সবচেয়ে শক্তিশালী ইউনিয়নগুলো যেমন টিমস্টার বা ইউনাইটেড অটো ওয়ার্কারসের সদস্য কমছে। এক কথায় অ্যামেরিকায় শ্রমিক সংগঠনের হাল খারাপ হচ্ছে।

    তুমি পশ্চিমবঙ্গ ও বন্ধের পরিপ্রেক্ষিতে উল্টো ইন্টিমিডেশনের কথা বলেছিলে ধরছিলাম। তা যদি না হয়, তাহলে বল কেন ইন্টিমিডেট করে বন্ধ করতে হচ্ছে?
  • aja | 207.47.98.129 | ১০ জুলাই ২০০৮ ০১:১২400484
  • ভারতে অসংগঠিত ক্ষেত্রে বেশী লোক কাজ করে। তাদের এমপ্লয়ারেরা ইন্টিমিডেট করে। সেই অর্থে বেশীরভাগ ভারতীয় খুব ভাল অবস্থায় থাকে না।
  • shyamal | 64.47.121.98 | ১০ জুলাই ২০০৮ ০২:১৬400485
  • অজর বক্তব্যে স্পষ্ট যে উনি গণতন্ত্রে বিশ্বাস করেননা। কারণ পার্টিরা নাকি কোম্পানীদের হাতে। কারণ কোম্পানীদের হাতেই তো উৎপাদনের উপায়। তবে কি করে বাম ফ্রন্ট ১৯৭৭এ প: বঙ্গে জিতল? আর তার পরে রাজত্ব কায়েম করল? ইন্দিরা গান্ধী কি করে কোম্পানীর বিরুদ্ধে গিয়ে ব্যাঙ্ক জাতীয়করণ করলেন? এগুলোতে দেশের ক্ষতি হয়েছে লাভের চেয়ে -- সেটা আমার মত। কিন্তু যারা মেজরিটি, ভোট দিয়েছে তারা এই পলিসির স্বপক্ষে। এদেশে সবাই জানে বড় কোম্পানীরা রিপাবলিকানের সমর্থক। তাহলে এখন হাউস আর সেনেটে ডেমোক্র্যাট গরিষ্ঠতা কি করে? মাঝে মাঝে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট হয় কি করে? রুজোভেল্ট কি করে পর পর তিনবার প্রেসিডেন্ট হলেন?

    ভারতে অসংগঠিত ক্ষেত্রে বেশী লোক কাজ করে ও এক্সপ্লয়টেড হয়। কিন্তু সেটার একমাত্র কারণ লেবার ল ও আরো কিছু কিছু ল। যেখানে বড় সুপারমার্কেট করলে সংগঠিত ক্ষেত্রে চাকরী তৈরী হবে, সেখানে বামেরা বিপক্ষে। কারণ মিডলম্যানের কাজ যাবে। আর পি জি, রিলায়েন্স সরাসরি চাষীর জমি থেকে ট্রাকে সব্জি আনবে। বড় সংগঠন করতে লোকে ভয় পায় কারণ একমাত্র ক্ষুদ্র সংগঠনে হায়ার অ্যান্ড ফায়ার আইনী।
  • aja | 207.47.98.129 | ১০ জুলাই ২০০৮ ০৩:০৮400486
  • আমি কিসে বিশ্বাস করি সেটা আগে বলেছি। তুমি সেটা ইগনোর করছ। আমি তোমার ইমপারফেক্ট গনতন্ত্রকে পারফেক্ট বলে স্বীকার করিনা। আমার বিশ্বাস, গনতন্ত্র পারফেক্ট করা না গেলে মানুষ সবসময় আইন মানবে না, কেন না আইন সব সময় তাদের স্বার্থে হবে না। তুমি সে সব আলোচনা অ্যাভয়েড করে আমাকে গনতন্ত্র-বিরোধীর লেবেল মারছ। আর পাঁচটা রান অফ দি মিল কনজারভেটিভের মত তুমিও একজন মিথ্যেবাদী।

    বামফ্রন্ট বা ডেমোক্র্যাটরা বড় কোম্পানীর হাতে নয় এমন কথা আমি বলি নি। বস্তুত: আমি ওবামার প্রো-কর্পোরেট পলিসিকে এই থ্রেডেই সমালোচনা করেছি। আমি মনে করি ডেমোক্র্যাট-রিপাবলিকান আসলে গুড কপ-ব্যাড কপ কান্ড। রুজভেল্ট কিছু প্রো-পিপল কাজ কর্ম করেছিলেন, এবং বিগ বিজনেস সেটা সহ্য করেছিল, কেন না গ্রেট ডিপ্রেসনের তাড়ায় খানিকটা রিলিফ না দিয়ে তাদের উপায় ছিল না। আর একজন হুভার-কে ক্ষমতায় রেখে তাদের সুবিধা হত না। বামফ্রন্ট-ও আসলে গুড কপ। প্রো-বিগবিজনেস, কিন্তু তুলনায় একটু নরম-সরম।

    বিজনেস কমিউনিটি মনোলিথিক নয়। যেমন এই সময়ে আমেরিকাতে ইন্সিউরন্স আর ম্যানুফ্যাকচারিং-এর ইন্টারেস্টে কনফ্লিক্ট আছে। এদের মারামারিতে কোন পার্টি সোশ্যালাইজড মেডিসিন চালু করলেই সেই পার্টি ফান্ডামেন্টালি প্রো-পিপল হয়ে গেল না। ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণও ঐ রকম একটা আভ্যন্তরীণ মারামারির ফল। ঐ মুহূর্তে ব্যাংক মালিকেরা এবং দেশীয় রাজারা প্রধানত: জনসঙ্ঘ ও স্বতন্ত্র পার্টির সমর্থক ছিল (সামন্ত ট্রেন্ড)। তারপর, ন্যাশনালাইজড ব্যাংক বেটার ক্যাপিটাল মোবিলাইজ করতে পারত ইন্দিরার মূল কনস্টিটিউয়েন্সির (শিল্পপতিদের) জন্য। এই সব কারনে ইন্দিরা ব্যাংক ন্যাশনালাইজ করেছিল।

    সরাসরি চাষীর জমি থেকে সব্জি আনলে চাষীর সুবিধা নাও হতে পারে। ওয়াল-মার্ট জিনিষ কেনায় উৎপাদকের খুব সুবিধা হয় নি। আর অনেক ছোট ফড়ে আর ব্যাবসায়ী থাকা তো তুলনায় পারফেক্ট কম্পিটিশনের কাছাকাছি ব্যাপার। তুমি কি লেসে-ফেয়ার মান না? কি আশ্চর্য্য!
  • nyara | 67.88.241.3 | ১০ জুলাই ২০০৮ ০৩:২৯400487
  • তাহলে দেখা যাক, অজদা কি বলছে।

    ভারতের অসংগঠিত ক্ষেত্রে বহু শ্রমিক কাজ করে বলে তাদের ওপর মালিকের ইন্টিমিডেশন বহাল আছে। এটা যতদিন না বন্ধ করা যাচ্ছে অজদা রাজনৈতিক দল-কর্তৃক মানুষকে ইন্টিমিডেট করে হর্তাল করাকে সমর্থন করবে।

    অজদা ঠিক বুঝেছি?
  • aja | 207.47.98.129 | ১০ জুলাই ২০০৮ ০৫:০৩400488
  • হ্যা ন্যাড়া, তুমি আমার কথা ঠিকই বুঝেছ। যে লোক লেবারের আন্দোলনের বিরোধিতা করে আর মালিকের ইন্টিমিডেশন সমর্থন করে তাকে ইন্টিমিডেট করার অধিকার লেবারের আছে।
  • nyara | 67.88.241.3 | ১০ জুলাই ২০০৮ ০৫:১৬400489
  • অর্থাৎ তুমি ধরে নিচ্ছ যে, যে লোক বন্ধের বিরোধিতা করছে সে লোক লেবারের আন্দোলনের বিরোধিতা করছে। তো এই ধরে নেওয়ার পেছনে যুক্তি বা তথ্যটা কি কি?
  • nyara | 67.88.241.3 | ১০ জুলাই ২০০৮ ০৫:২৯400490
  • এবং এও ধরে নিচ্ছ যে যে কোন দলের রাজনৈতিক কর্মী, যে বন্ধের সমর্থনে ইন্টিমিডেশন করছে সে লেবারের প্রতিনিধিত্ব করছে। এর পেছনের যুক্তি ও তথ্য চাই।
  • aja | 207.47.98.129 | ১০ জুলাই ২০০৮ ০৫:৩৪400492
  • এইখানে তোমার যুক্তিতে একটা লিপ আছে। আমি সেরকম কিছু অটোম্যাটিকালি ধরে নিচ্ছি না। আমি বলেছি, বন্ধের বা ইন্টিমিডেশনের অটোম্যাটিক বিরোধিতা আমি করব না। কেন না শ্রমিকের বন্ধের অধিকার আছে, এবং যতদিন মালিকের ইন্টিমিডেশনের অধিকার আছে, ততদিন শ্রমিকেরও আছে।

    যদি প্রমান করা যায় এই বন্ধ শ্রমিকের স্বার্থে ঘা দেয়, তবেই আমি বন্ধের (ও ইন্টিমিডেশনের) বিরোধি।
  • nyara | 67.88.241.3 | ১০ জুলাই ২০০৮ ০৬:১২400493
  • বেশ। এইবারে খোলশা করেছ।

    ধর, যদি দেখা যায় যে বন্ধ শ্রমিকের স্বার্থে ঘা দিচ্ছে না, কিন্তু অশ্রমিকদের (বাবুলোকেদের) স্বার্থে ঘা দিচ্ছে। সেখানে বন্ধ ও ইন্টিমিডেশনের ব্যাপারে তোমার স্ট্যান্ড কি? এবং কেন?

    (এটা পাশকথা, যে ধরনের বন্ধ নিয়ে আমরা কথা বলছি সেটা অসংগঠিত শ্রমিকদের স্বার্থে ও রুটিতে সবচেয়ে বেশি ঘা দেয়।)
  • arjo | 24.214.28.245 | ১০ জুলাই ২০০৮ ০৬:১৯400494
  • এদিকে ৩০০ পেরিয়ে গেল। তালিয়া তালিয়া।
  • shyamal | 67.60.254.15 | ১০ জুলাই ২০০৮ ০৬:২৭400495
  • (কইসিলাম না তিন শ ছাড়াইয়া যাইবো, একটু ঘুইরা গেসে , তাও)

    অজ,

    গণতন্ত্র মানেই বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপের পুশ-পুল। তার মধ্যে পলিসি দানা বাঁধে। কিন্তু কিছু এলিটিস্ট লোক মনে করে তারা আম জনতার চেয়ে বেশী বোঝে। কাজেই স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিকে তারা সাবোটাজ করে।

    যেমন এই রিলায়েন্স, আর পি জির গ্রসারী স্টোর খোলা নিয়ে বলছি। এতে চাষীর লাভের প্রভুত সম্ভাবনা। আর চাষী, ফড়ে, তরকারীওয়ালার মোট যে সংখ্যা তার চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশী। বড় দোকান খুললে ক্রেতারা লাভবান হবে; এসিতে বাজার করবে, অনেক ক্ষেত্রে কম দামে। আমি কিন্তু বলছিনা জোর করে ট্র্যাডিশনাল বাজার বন্ধ করতে। কোন ক্রেতা যদি পুরোন বাজারে যেতে চায় যাক।

    গণতন্ত্রের ভিত্তিতে হলে এদের দোকান খোলায় কোন বাধা পড়তনা। কিন্তু অধিকাংশ রাজ্যে বেআইনী ভাবে এদের দোকান খোলায় বাধা দেওয়া হয়েছে। নানারকম শর্ত আরোপ করা হয়েছে, যেমন পাঁচ কেজির কমে আলু বেচা যাবেনা। এগুলো হল মাফিয়াসুলভ কাজ।

    এতে লেসে-ফেয়ার আটকায়না। আমি একবারও বলিনি ফড়েদের তুলে দেওয়া হোক জোর করে। আমি প্রায় সবরকম মনোপলির বিরোধী। (সরকার চালিত স্কুল শিক্ষা ও প্রাথমিক চিকিৎসা বাদে) সবাই ব্যবসা করুক। পাঁচটা সুপারমার্কেট আসুক আর কম্পিট করুক। তার সঙ্গে প্রেজেন্ট ডে বাজারও থাকুক। অধিকাংশ মানুষ যা চাইবে সেটাই হবে।

    কিন্তু বড় বিজনেস হাউস মানেই সবাইকে শোষণ করছে, তোমার এই ধারণার পর আর কথা চলেনা।

    ভারতে অসংগঠিত ক্ষেত্রে লোকে বেশী এক্সপ্লয়টেড হয় তুমিই বলেছ। আবার বড় সংগঠিত ক্ষেত্র এলে তোমার আপত্তি। এটা কি কনট্রাডিকটরি হল না? যদি কোম্পানীদের লোক ছাড়ানো আর নেওয়ার ক্ষেত্রে সরকারের পারমিশন না নিতে হয়, তারা অনেক বেশী লোক নেওয়ার সাহস করবে। তাদের প্রতি মুহুর্তে ভাবতে হবেনা, এই লোককে নিলাম তিরিশ বছরের জন্য।

    কটা বন্ধ শুধু শ্রমিকরা করে? পেট্রোলের দাম বাড়লে বন্ধ। বাসের ভাড়া বাড়লে বন্ধ। ভর্তুকি কমালে বন্ধ। এতে কার লাভ হয়? অল্প কিছু সংগঠিত ক্ষেত্রের বাবুরা ফোকটে লংউইকএন্ড পায়। (সব বন্ধ ডাকা হয় শুক্র বা সোমবারে) আর অসংগঠিত ক্ষেত্রের রিক্‌শাওয়ালা, কুলি, দিন মজুরের মজুরী মারা যায়।
  • Suvajit | 59.154.50.124 | ১০ জুলাই ২০০৮ ১০:৪১400496
  • শ্যামলবাবু তো আজব কথা বলছেন। আমি যাদবপুর বাজারে গত দশ বছর আলু বেচি, আলু বেচে সংসার চালাই। এখন আমার চোখের সামনে একটা বিশাল গ্রসারি স্টোর হচ্ছে, যেখনে ক্রেতারা কম দামে আলু কিনতে পারবে। কেননা গ্রসারি স্টোরের মালিকের আমার থেকে ১০০ গুন পয়সা। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার দোকানে কাল আর কোনো ক্রেতা আসবে না, আমাকে মাল কিনতেও প্রচুর কাঠখর পোড়াতে হবে কেননাঐ গ্রসারি স্টোর সব মাল কিনে নিচ্ছে। আমাকে বৌ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। আর আমি ফুলমালা নিয়ে তাকে অভ্যর্থনা জানাব? জোর করে বন্ধ করার দরকার কি? এমনিই আমার ব্যবসা লাটে উঠবে।

    আপনি এক জায়গায় বলেছেন সরকারের কাজ চাকরি দেওয়া নয়। (তাহলে আমেরিকায় আনএমপ্লয়েন্টমেন্ট ভাতা কেন আছে জানতে পারি কি?) তা মানলেও সরকারের কাজ আমাকে শিক্ষা, স্বাস্থ্য, কাজের সুযোগ ইত্যাদি দিয়ে আমাকে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের সুবিধা দেওয়া। সে সব কিছু আমি পাইনি। কোনো রকমে নিজের চেষ্টায় পার্টির দাদাদের খুশি করে বাজারে একটা আলুর দোকান দিয়েছি। সরকারের নীতিতে আজ তাতেও আমার পেটে লাথ মারতে যাচ্ছে। আমি আইনের দোহাই দিয়ে চুপ করে বসে থাকবো?

    বিগ বিসনেজ হাউস কি করে জানেন? একটা উদাহরন দি। এখানে অ্যার্নট বলে বিস্কুটের একটা ব্রান্ড আছে। তো তাদের একটা বিস্কুটের ভ্যারাইটির মার্কেটে হেবি ডিমান্ড, খেতেও ভালো। তো গত ৪-৫ মাস আগে ঐ একই রকম ভ্যারাইটির আর একটা ব্রান্ড বাজারে এলো। সুপার মার্কেট্‌গুলোতে রাখা টাখা হলো। আমিও কিনে দেখলাম, খেতে বেশ ভালো। দামও মোটামুটি একই। কিছুদিন পরে দেখি অ্যার্নট তার বিস্কুটের এই ভ্যারাইটির দাম ২৫% কমিয়ে দিয়েছে। হৈ হৈ করে লোক কিনতে শুরু করলো। এমন যে কোলসের র‌্যাকে একটু পরে বাজার করতে গেলে ঐ বিস্কুট আর পাওয়াই যায় না। দু মাস ধরে এই কম দাম চল্লো। এর মধ্যে দোকানের শেলভ থেকে দেখি ঐ নতুন ব্রান্ডের বিস্কিট হাওয়া হয়ে গেছে। এখন এই এক মাস হলো অ্যার্নট আবার বিস্কিটের দাম বাড়িয়েছে আগের থেকেও বেশী।
  • Arijit | 61.95.144.123 | ১০ জুলাই ২০০৮ ১০:৪৮400497
  • শ্যামলের এই কথাগুলোর বিপক্ষে অসংখ্য উদাহরণ আছে - উন্নত পশ্চিম দেশেই - সেগুলো বেশ কয়েকবার এখানে পোস্ট করেছি। ইনফ্যাক্ট পচে হেজে গেছি দিয়ে দিয়ে। এখন কেউ যদি কালিঘাটের কালীবাড়ির অন্ধ ভক্ত হয়ে বসে থাকতে চায় তাহলে তাকে ছেড়ে দেওয়াই ভালো।
  • Arijit | 61.95.144.123 | ১০ জুলাই ২০০৮ ১০:৪৯400498
  • ডি: এটা এই রিটেল ইত্যাদি নিয়ে। এই তর্কটা অন্তত: কুড়িটা থ্রেডে হয়েছে, এবং একই কথা। অসহ্য বোরিং।
  • kd | 59.93.202.29 | ১০ জুলাই ২০০৮ ১১:১৯400499
  • সুভজিৎ, আমেরিকায় umemployment ভাতা সরকার দেয় না, employer দেয় (প্রতি মাসে employee পিছু টাকা জমা দিতে হয় একটা fundএ)। আপনি বোধহয় welfare systemএর সঙ্গে গুলিয়ে ফেলছেন। বা অন্য কোন দেশের সিস্টেমের সঙ্গে।
  • Arijit | 61.95.144.123 | ১০ জুলাই ২০০৮ ১১:২৩400500
  • বাই দ্য ওয়ে - শুভজিতের ওই বিস্কুটের উদাহরণটা কলেজ ক্যাম্পেনে আমরা দিতুম, তখন ছিলো লিংক আর রেনল্ডসের পেন নিয়ে। সেটা গ্যাটের শুরুর জমানা। তখন কিন্তু শুভজিতরা (মানে পার্সোনালি বলছি নে তবে ওই "ওরা' আরকি) উল্টো গাইতো;-)

    ডি: এটা নির্ভেজাল খোরাক।
  • nyara | 64.105.168.210 | ১০ জুলাই ২০০৮ ১১:৪২400501
  • এইটা মোক্ষম যুক্তি। এবং এর বিরুদ্ধে কোনরকম যুক্তি দেওয়া যায় না। অ্যামেরিকাও ওয়ালমার্টের মতন বিগ বক্স রিটেলারদের হাতে চলে গেল ঠিক ঐভাবে। রাইট এড এসে নেবারহুড ড্রাগ স্টোর তুলে দিল একই পদ্ধতিতে। ছোট স্বাধীন ব্যবসায়ীর পুরো মারা গেল এক কোপে, সাধারণ মানুষের আধা মারা গেল অনেক দিন ধরে, ওয়াল স্ট্রীট হেসে কুটিপাটি হল।

    কিন্তু এই যুক্তি বামপন্থীদের মুখে শুনলে আমার ঘরপোড়া মন বেয়াক্কেলে সব কথা স্মরণ করে। সেই হঙকঙ ব্যাংকে কম্পিউটার বসা দিয়ে শুরু। এক যুক্তি রিসাইকেল করে চলছে। তবে ভরসা আছে তিরিশ বছর পরে বামফ্রন্টই (আজ্ঞে হ্যাঁ, তখনও বামফ্রন্টেরই রাজত্ব) মাথা চুলকে বলবে, 'ভুল হয়ে গেছিল। ঠিক আছে, শুধরে নিচ্ছি'। যাদবপুরে নন্দীগ্রাম।
  • Arijit | 61.95.144.123 | ১০ জুলাই ২০০৮ ১১:৫৪400503
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স আর কংগ্রেস এই যুক্তি দিলে কিস্যু মনে হয় না বুঝি? কি দিনকাল পড়লো।
  • nyara | 64.105.168.210 | ১০ জুলাই ২০০৮ ১১:৫৮400504
  • কংগ্রেস এই যুক্তি দিলে ভেবে দেখার বিষয়। কারণ ঐতিহাসিকভাবে কংগ্রেস দক্ষিণপন্থী, প্রো-বিজিনেস। অন্তত ওপরে ওপরে। নেহেরুভিয়ান সোশালিজম নামের মালটা অবশ্য মূর্তিমান রসভঙ্গ।
  • Arijit | 61.95.144.123 | ১০ জুলাই ২০০৮ ১২:০১400505
  • তার মানে দাঁড়ালো ন্যাড়াস্যার লিনাক্সকে ভালো বল্লে সিঁদুরে মেঘ, আর অপ্পন বল্লে হুঁ হতেও পারে;-)

    ঘোর কলি মাইরি।
  • nyara | 64.105.168.210 | ১০ জুলাই ২০০৮ ১২:০৪400506
  • ভেরি গুড, তোপসে। একদম খাপে খাপ অ্যানালজি দিয়েছ।
  • shyamal | 64.47.121.98 | ১০ জুলাই ২০০৮ ১৯:৩৪400507
  • শুভজিত,
    আপনার উদাহরণটা বামপন্থীদের ক্লাসিক উদাহরণ। এর বিরুদ্ধে অনেক থ্রেডে বলেছি। আবারও বলব। আপনি বলছেন যাদবপুরে রিলায়েন্স গ্রসারী স্টোর দিল, আলু সস্তায় বেচল, তাতে আলুওয়ালার জীবিকা গেল। তখন সেই আলুওয়ালার উচিৎ রিলায়েন্সের দোকানের কাঁচ ভাঙ্গা বা অবরোধ করা।
    আপনি বলেছেন এটা সরকারের নীতির ফলে। কোন নীতি? যে কোন কোম্পানী বা ব্যাক্তি যে কোন জায়গায় যেরকম ইচ্ছা দোকান দিতে পারে । আপনি এটা চাননা। আপনি ব্যবসাদারদের স্বাধীনতা দিতে চাননা। সরকার ঠিক করে দেবে কে কোথায় কোন ব্যবসা করবে। কাজেই লাইসেন্স পারমিট রাজ নিয়ে আসুন। এই তো?
    একজন আলুওয়ালা যাতে বাজারের চেয়ে বেশী দামে আলু বেচতে পারে তাই আপনি দুই হাজার ক্রেতাকে বেশী দামে আলু কিনতে বাধ্য করলেন।
    এই যুক্তিই সিপিএম দিত যখন তারা বলত কম্পিউটার ঢুকতে দেবনা।

    আপনার আর্নটের উদাহরণ আর অরিজিতের পেনের উদাহরণ অর্থহীন। এরকম ঘটনা হাজারে একটাও হয়না। কোম্পানীরা প্রতিদ্বন্দ্বী কমানোর জন্য দাম কমায় ঠিকই, কিন্তু তারপরে আবার দাম বাড়িয়ে দেয় এটা অবাস্তব। আপনি ধরে নিচ্ছেন কেন যে একটাই প্রতিদ্বন্দ্বী? ওয়ালমার্ট, মাইক্রোসফট, ডেল, প্যানাসোনিক, এল জি এরা দাম কমাচ্ছে। তার পরে বাড়াতে তো দেখলাম না। তবে আপনাদের দুটো উদাহরণ থেকে আমি একটা স্বত:সিদ্ধ টানব কেন? আপনারা যে গুলো বলেছেন, সেটা যদি সত্যিও হয়, একসেপ্‌শন।

    সরকার বা কেউ আলুওয়ালাকে প্রমিস করেনি, তোমার চেয়ে সস্তায় কাউকে আলু বেচতে দেবনা। যখন সেটা হচ্ছে, আলুওয়ালা অন্য পেশায় যাবে। সে অ্যাডাল্ট, নিজের ভাগ্য নিজে ঠিক করবে।
  • r | 198.96.180.245 | ১০ জুলাই ২০০৮ ১৯:৩৯400508
  • উফ্‌ফ্‌ফ্‌!! :-(((((((
  • Blank | 170.153.62.251 | ১০ জুলাই ২০০৮ ১৯:৪৭400509
  • কি ঝামেলা, ঠিক এরকম না হলেও কোকা কোলার পাল্লায় পরে মিল্কোজ টা মনে হয় উঠে গেছিল।
  • shyamal | 64.47.121.98 | ১০ জুলাই ২০০৮ ১৯:৫৭400510
  • উঠে গেলে যাবে। অনেক ব্যবসাই উঠে যায় প্রতিযোগিতার মুখে পড়ে। সেটা আটকানো কি সরকারের দায়? সরকার শুধু দেখবে মনোপলি না হয়, কারণ তাতে একাধিপত্য বিস্তার করে কোম্পানী দাম বাড়াতে পারে।
  • r | 198.96.180.245 | ১০ জুলাই ২০০৮ ১৯:৫৯400511
  • ওরে বাবা রে! :-(((((
  • c | 131.95.121.107 | ১০ জুলাই ২০০৮ ২০:০১400512
  • সেই গ্যাটের আমলে একটা কার্টুন দিতো-"সব নিমগাছ আমার" বলে এক সাহেব চেয়ার পেতে বসে আছে নিম(গাছ)তলায়!
  • shyamal | 64.47.121.98 | ১০ জুলাই ২০০৮ ২০:১০400514
  • ওরে বাবারে বললে হবে? স্বাধীন ব্যবসা না করতে দেওয়ার একটাই অর্থ। আপনারা লাইসেন্স পারমিট রাজ ফিরিয়ে আনতে চান । তখন গুটি কয় আমলা আবার আগের মত ঠিক করবে কে কোথায় কোন ব্যবসা করবে, কার সঙ্গে কম্পিট করবে বা করবেনা।
    এটা যদি আপনারা না চান তো জোর গলায় বলুন সেটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন