এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবেকি কন্ঠ ও মার্কিন সরকারের বদমাইশি

    shyamal
    অন্যান্য | ২৯ জুন ২০০৮ | ২৬৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ০২:০২400648
  • ঈশান , আপনি বলছেন বনধ খারাপ।
    অনেকে বলেছেন বন্ধ ভাল ও করা উচিৎ।
    ব্ল্যাঙ্ক ৯ জুলাই ১:২২
    অভ্যু ৯ জুলাই ২:৩৫
    শুভজিত ৯ লুলাই ৭:৩২ -- বলেছেন বন্ধ আর গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রায় একই।
    Div0 ১৪ জুলাই ৪:২২ ব্যাঙ্গাত্মকভাবে
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ০২:০৮400649
  • পুলিশ কেন মাস ভায়োলেশনকে রুখতে পারবেনা? যদি একজন বুভুক্ষু লোক খিদের জন্য মেজর রাস্তায় গাড়ি অবরোধ করে প: বঙ্গের পুলিশ তাকে মেরে সরাবে। দুশো জন যদি সেই একই কাজ করে মার্কিন-ভারত পরমাণু চুক্তি হয়েছে বলে, পুলিশ দাঁড়িয়ে খৈনী খাবে। তাই তো?

    যে খনি আবিষ্কৃত কিন্তু সরকারের সম্পত্তি সেগুলো সরকার বিনিপয়সায় দেবেনা, কোম্পানিদের অকশন করবে।
  • Ishan | 12.163.39.254 | ১৭ জুলাই ২০০৮ ০২:১২400650
  • শুধু বন্‌ধ কেন, ধর্মঘটও খারাপ। "চকোলেট আমি দারুন ভালোবাসি' বলে লোকে যেমন চকলেট খায়, তেমন আনন্দ নিয়ে কেউ ধর্মঘট করতে যায়না। গান্ধিজীর অসহযোগ আন্দোলনই হোক, আর আইন অমান্য, সেগুলো ও এমন নয়, যে, গান্ধীজী পিকনিক করতে যাচ্ছিলেন, পরে মত বদল করে "চল একটু অসহযোগ করে আসি' বলে অসহযোগে নেমে পড়লেন।

    এগুলো না হলেই ভালো হয়। বিশেষ করে ধর্মঘটটা। যারা "কুফল' ভোগ করেন, তাদের জন্য তো বটেই, যারা করছেন তাদের জন্যও। তাঁদের অনেক রকম রিস্ক থাকে। চাকরি যাওয়া তার মধ্যে একটা। ধর্মঘট টট না করে অন্য উপায় বার করতে পারলে ভালো হত। অন্য উপায় না বেরোলে সেটা খারাপ।

    আমি এই সেন্সে খারাপ বলেছি। ব্ল্যাংক, অভ্যু, শুভজিৎ, কেউই মনে হয়না দ্বিমত হবেন। :)

    আর আপনাকে যে প্রশ্নগুলো করলাম আগের পোস্টে তার উত্তর চাইছি।
  • Ishan | 12.163.39.254 | ১৭ জুলাই ২০০৮ ০২:১৮400651
  • পুলিশ কেন মাস ভায়োলেশনকে রুখতে পারেনা? খোদ আমেরিকায়? আপনার প্রদর্শিত পথ অনুসরণ করে? আমি তো সেই প্রশ্নটার উত্তর চাইছি কখন থেকে। আমায় বোঝায়ে দ্যান আগে, যে আপনার থিয়োরির প্রয়োগ আমেরিকায় হয়না কেন? নাকি আমেরিকা বলে কোনো প্রশ্ন করা যাবেনা? :)

    খনি প্রসঙ্গে। কেন লিজ নয়? কেন বিক্রি? খনি যদি বিক্রি হয়, তাহলে নদী বা পাহাড়ও কি বিক্রি করে দেওয়া যেতে পারে? ধরুন গঙ্গা নদীটা পাঁচ কোটি টাকায় বেচে দিলাম। পাঁচ বা পাঁচশো। তার বিনিময়ে গঙ্গার মাছ জল আর স্টিমারে একটি কোম্পানি ব্যতীত আর কারো অধিকার রইলনা। এই আইডিয়াটা কেমন? :)
  • h | 220.225.84.122 | ১৭ জুলাই ২০০৮ ০৫:৪৪400652
  • আবার গাড়ির স্পিড কোত্থেকে এলো? কঠিন চাপ।
  • shyamal | 67.60.254.15 | ১৭ জুলাই ২০০৮ ১০:১০400653
  • পরমাণু চুক্তির ব্যাপারে তো কারাটবাবুর প্যান্ট, জাঙ্গিয়া সব অর্ধেক খুলে গেছে। দলে বিদ্রোহ। এদিকে দলের মুখপত্র আজকাল কাগজে জনৈক আনন্দ মুখার্জি অনেক ভুলভাল লিখেছেন। যেমন,
    NSG : উনি মানে করেছেন National Supplier Group বা জাতীয় পরমাণু সরবরাহ গোষ্ঠি। আসল মানে হল Nuclear Supplier Group। তিনি আবার বলেছেন এটি মার্কিন গোষ্ঠি। আসলে এটি কয়েকটি দেশ নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠি।
    মার্কিন গোষ্ঠি ভেবে উনি প্রচুর গালাগালি করেছেন।

    ইনি বলেছেন ভারত নাকি কার্যত: NPT সই করছে। এটা মিথ্যে কথা। যারা NPT সই করেছে তারা পরমাণু অস্ত্র বানাতে পারবেনা। ভারত পারবে।
    *****************************
    এ চুক্তিতে বলা আছে NSG যে জ্বালানী দেবে , সেটা ভারতের অসামরিক কাজে শুধু লাগাতে হবে। কিন্তু ভারত যদি নিজে জ্বালানী তৈরী করে, সেটা সামরিক কাজে লাগাতে পারবে। কিন্তু অসামরিক আর সামরিক প্ল্যান্ট ফিজিকালি আলাদা লোকেশনে হতে হবে।
  • Blank | 65.218.154.195 | ১৭ জুলাই ২০০৮ ১০:১৯400654
  • শ্যামল বাবুর মতের বিপক্ষে যায় এমন সব কিছুই শ্যামল বাবু প্রথমে দাঁড়ি, কমা ছারা পরেন, আর তার পর নিজের প্রয়োজন মতন যতি চিহ্ন বসিয়ে নেন। তাই মানে গুলো কেমন পাল্টে যায় :)
  • Suvajit | 60.229.2.183 | ১৭ জুলাই ২০০৮ ১৭:১৭400655
  • শ্যামলবাবু, আমি বন্ধ ভালো (বা খারাপ) করা উচিৎ (বা উচিৎ না) কোনো কিছুই বলিনি। আমি বলেছি ভারতে বন্ধ প্রতিবাদের একটা মাধ্যম। আপনি তাতে বলেছেন বন্ধ বেআইনি এবং এটাকে থামাবার একমাত্র সমাধান পুলিশ যদি গুলি করে ৫০টা লাশ ফেলে দেয়। আমি সে পয়েন্টটা আর্গু করেছি।
    এখানে সমস্যাটা দৃষ্টিভঙ্গির। আপনি মধ্যবিত্ত, আপনার কাজ আছে, বন্ধের জন্য আপনি কাজে যেতে পারলেন না বা আপনাকে যেতে দেওয়া হলো না, আপনি বল্লেন - শ্লা এদের গুলি করে মারা উচিৎ। আমি নিম্নমধ্যবিত্ত, আমার রোজের কাজ নেই, পার্টির ধামা ধরে কাজ কম্ম করে খাই। আমার পার্টি বন্ধ ডেকেছে, আমাকে সেখানে সক্রিয় অংশগ্রহন করতে হবে, নয়ত কাল আমার খাওয়াপড়া রোজগার বন্ধ হয়ে যাবে। আমি তখন গায়ের জোরে বন্ধ সফল করাব, গয়ের জোরে আপনাকে কাজে যেতে দেব না।
    তো এরকম সম্পূর্ণ বিপরীত অবস্থান হলো কেন? কারন, বহু দিন ধরে এবং আজও আপনি আমার সমস্যাটাকে গুরুত্ব দিয়ে দেখেননি। আমার সমস্যায় আমার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেননি। বহুক্ষেত্রেই শঠতা বা চালাকি দিয়ে আমার দাবিদাওয়া গুলো দাবিয়ে দিয়েছেন এবং আপনি ভালো থেকেছেন, এখনও আছেন। আমি ভালো নেই। আমি আপনাকেও নিশ্চিন্ত নিরুত্তাপ থাকতে দেবনা।
    আজকে হঠাৎ ভালোমানুষ সেজে দেশের উন্নতি, প্রগতির দোহাই দিয়ে আপনি নাক কুঁচকে বলবেন যে এদের জন্য দেশের উন্নতি থেমে যাচ্ছে, এত কোটি টাকা লোকসান হচ্ছে, পলিটিকাল পার্টিরা বন্ধের মাধ্যমে পেশীশক্তি দেখাচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে সে বললে তো চলবে না। দেশ বলুন কম্পানি বলুন আপনার বিগ বিসনেস বলুন আসল সম্পদ হচ্ছে পিপল, মানব সম্পদ। আপনি এই সম্পদকে এতদিন অবহেলা করেছেন আজকে দাম তো দিতেই হবে। 'পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।'
    ঈশান যেটা বলেছে যে বন্ধ না করে অন্য শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করলে ভালো হতো, একমত। এবং সে সংগে এও বলেছে আজকের সমাজের পরিপ্রেক্ষিতে প্রশাসনের কানে কোনো শব্দ পৌঁছায় না যতক্ষন না চাক্কা জ্যাম হচ্ছে। আর চাক্কা জ্যাম না হলে মিডিয়াও এ নিয়ে গলা ফাটাবে না। এটাও ফ্যাক্ট।
    উদা: সাম্প্রতিক কালে দুটো কেস দেখুন, এক গুর্জর আন্দোলন। সম্পূর্ণ ভাবে বহুদিন ধরে হয়ে আসা জাতিবাদ রাজনীতির ফল। দুই রিজওয়ানুর জন্য মোমবাতি মিছিল। এটার পর প্রশাসন নড়েচড়ে বসে।

    গান্ধিজীর আসহযোগ আন্দোলনও তো একরকম ধর্মঘটই হলো। তা গান্ধী করলে লীলা আর আমি করলেই বিলা?
  • Suvajit | 60.229.2.183 | ১৭ জুলাই ২০০৮ ১৭:২৩400656
  • ঈশান নদী না নদী না, আমার অনেকদিনের ইচ্ছা একটা লেক কেনার। দেখনা যদি সস্তায় চিল্কাটা কেনার ব্যবস্থা করে দিতে পার। পুরোটা একা না পারি কোপারেটিভ করে কিনব। তোমাকে কমিশন আর অনেক আশীর্বাদ দেব :-)
  • umesh | 86.2.255.217 | ১৭ জুলাই ২০০৮ ১৮:০৪400658
  • বন্ধ সমস্যা টা শুধু বাংলা তে কেন?
    বাকি দেশে তো কোথাও কথায় কথায় রাস্তা রোকো, বন্ধ হয় না। আমি ১০ বছর মুম্বাই ছিলাম। বন্ধ বা রাস্তা রোকো বলে অফিস যেতে পারিনি এটা কোনো দিন হয়নি।
    আমি নিজে পুলিশ কে rail line থেকে অবরোধ কারী দের তুলে ট্রেন চালু করে দিতে দেখেছি।
    অবরোধ কারী রা বজরং আর শিবসেনা ছিলো।
    মুম্বাই কি ভারতে নয়?
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ১৮:৪৭400659
  • শুভজিত, আপনার পার্টি-পোষা নিম্ন মধ্যবিত্তের গল্প শুনলাম। কিন্তু যে নিম্নবিত্ত দিন মজুর, রিক্সাচালক, মুটে, ড্রাইভার দিন আনি দিন খাই করে, তাদের তো একদিনের আয় চলে গেল। কেন? না ভারত-মার্কিন চুক্তির ফলে।
    যে অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারলনা?

    যখন বাংলা বন্ধ হয়, ৫০% এর চেয়ে বেশী কর্মী কাজে যাননা বাধ্য হয়ে। বাকিরা হয়তো বন্ধের সমর্থনে বা একটা দিন ছুটি পাওয়া গেল, এই ভেবে যাননা।
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ১৮:৫১400660
  • শুভজিত, এই স্পেসিফিক প্রশ্নটা আপনার জন্য। কেন বন্ধ সর্বদা সোম বা শুক্রবার হয়? যাতে আমার মত মধ্যবিত্ত মানুষ খুশী হয় যে পার্টির দৌলতে একটা লং উইকএন্ড হয়ে গেল?
  • d | 121.245.153.95 | ১৭ জুলাই ২০০৮ ১৯:৩৩400661
  • যে সব মাইয়োপিক লোকজন নিজের থাকার জায়গার বাইরে আর কোনকিছুই দেখতে পান না, তাদের জন্য একটা ছোট্ট ইনফো -- কেরলের বিভিন্ন অংশে প্রচুর বন্ধ হয়। মাঝে মাঝেই টানা ৩ দিন করে বন্ধ থাকে, কারণ সিপিএম, কংগ্রেস আর বিজেপি একই ইস্যুতে পরপর বন্ধ ডেকেছে। কেরলের লোকজনও নাকি প্রচন্ড রাজনীতিসচেতন। সেখানকার খুব ছোট্ট গ্রামের চায়ের দোকানেও নাকি লোকে রাজনীতি নিয়ে প্রচুর কচলাকচলি করে, যেটা তামিলনাড়ু বা কর্ণাটকে নাকি সেরকমভাবে দেখতে পাওয়া যায় না।
    এই সবই আমার তামিল, মালয়ালী ও কন্নড় বন্ধুদের থেকে শোনা। প্রগতি আরও ভাল বলতে পারবে।
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ১৯:৫৩400662
  • কেরলের প্রচুর সমস্যা প: বঙ্গের মত। যদিও বহু ক্ষেত্রে অগ্রণি রাজ্য। কেরলে গ্রামের সংখ্যা কম। মাঝে মাঝে অবাম পর্টিরা গদিতে আসে। কেরলের ১৯ শতকের রাজারাজড়াদের দূরদর্শিতার ফলে কেরলে সাক্ষরতা খুব বেশী। তার সঙ্গে সঙ্গে অন্য ইন্ডিকেটরগুলোও ভাল।
    কিন্তু প: বঙ্গের মত বামপন্থী গোঁয়ার্তুমি থাকার জন্য শিল্প বিশেষ হয়নি। কেরল যেহেতু মধ্যপ্রাচ্য থেকে দূরে নয় ও প্রচুর শিক্ষিত লোক, তাই মধ্যপ্রাচ্যে বহুলোক কাজ করে। কেরলের জিডিপির ২০% আসে সেখান থেকে। অনেক মুসলিম আছে , সেটাও সুবিধে। কে না জানে , বেশির ভাগ আরব দেশ মুসলিমদের ফেভার করে।

    কেরলে দেখেছি শহরের বাইরেও ছেলে মেয়েরা ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে, যেটা প: বঙ্গে ততটা চোখে পড়েনা। তবে ত্রিবান্দ্রম শহর অতি বাজে। বড় রাস্তার পাশেও কাঁচা নর্দমা।
  • Abhyu | 128.61.29.226 | ১৭ জুলাই ২০০৮ ২০:৪২400663
  • কেউ বলেছেন, অভ্যু মনে করে বন্ধ ভালো ও করা উচিত। না, আমি তা মনে করি না। ওটা ওনার বোঝার ভুল। ঈশান এবং শুভজিৎ আগেই এ নিয়ে মন্তব্য করেছে, তাই আমি আর কথা বাড়ালাম না। লোকজন তো বোরও হয় :)
  • c | 131.95.121.107 | ১৭ জুলাই ২০০৮ ২১:১৬400664
  • চারশো সাতষট্টি।

  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ২১:৩৮400665
  • শুধু ৪৬৮ নয়, ১৮-১৯ দিনে। রেটটা দেখুন। মনে হচ্ছে এই থ্রেডটাকে বেজিংএ পাঠালে মেডেল পেতে পারে।
  • Ishan | 12.163.39.254 | ১৭ জুলাই ২০০৮ ২২:৩৮400666
  • সবই তো হল, কিন্তু প্রশ্নগুলান থেকেই গেল।

    এক। আমেরিকার মহান পুলিশ কেন বলপ্রয়োগ করে জন আইন অমান্য রুখতে পারেনা?
    দুই। খনি কেন কনট্র্যাক্টে না দিয়ে বেচে দেওয়া হবে?

    আরও একটা প্রশ্ন মাথায় এল। পোস্টাল সার্ভিস কোন দেশে বেসরকারি?
  • ranjan roy | 122.168.208.145 | ১৭ জুলাই ২০০৮ ২৩:২৩400667
  • আবার বলছি-- শ্যামলের মুস্কিল হল একটা মাইক্রো ইউনিটে কিছু দেখলেন -- সঙ্গে সঙ্গে সেটাকে মাইক্রো লেভেলে এক্সট্রাপোলেট করলেন।
    ( কৃষক পরিবার থেকে শহরে এসে মজুর-রজমিস্ত্রী- ঝি- ড্রাইভারের ক্যাশ ইনকামের তুলনাত্মক স্বচ্ছলতা দেখে সঙ্গে সঙ্গে এটাকে কৃষকদের দারিদ্র্য থেকে মুক্তির উপায় হিসেবে তুলে ধরলেন,)
    ধানবাদের কোল মাফিয়ার কান্ডকারখানা দেখে সিদ্ধান্তে এলেন---
    সরকার কয়লার বিজনেস চালায় বলে এসব হলো। নিজের থিওরির এমন প্রমাণ পেয়ে নিজেই খুশি হলেন।
    কিন্তু একবারও দেখলেন না ধানবাদের থেকে অনেক বড় এবং অনেকগুলো কয়লা খাদান হল ছত্তিসগড় এলাকায় সাউথ ইস্টার্ন কোলফিল্ডের অধীনে।
    সরগুজা জেলার চিরিমিরিতে পোনরি কুরেশিয়া আরো আগে বৈকুন্ঠপুর। কোরবা এলাকায় মানিকপুর আন্ডারগ্রাউন্ড, দুরপা- গেওরা-ও আরো তিনটে ওপেন কাস্ট মাইনিং, বলগীখার, বাঁকিমোগরা, সুরাকাছার আন্ডারগ্রাউন্ড। এছাড়া আরো সার্ভে হয়েছে। জমি অধিগ্রহণ চলছে। এর কমে্‌ট্‌রালিং অফিস বিলাসপুরে।
    ওপরের প্রত্যেকটি এলাকায় সরকারি টাউনশিপ গড়ে উঠেছে। তাতে সে¾ট্রাল স্কুল, স্টেডিয়াম, মার্কেট কমপ্লেক্স, হাসপাতাল, চমৎকার রাস্তা গড়ে উঠেছে। আর মাইনে? পাব্লিক সেক্টরের সবচেয়ে ভালো পে-মাস্টার( যেমন স্টীল, ও এন জি সি,) এদের সঙ্গে তুলনীয়। ধানবাদের সঙ্গে কোন তুলনা নেই। মাফিয়া-টাফিয়া একদম নেই। পরিবেশ বেশ ভালো। এরা প্রফিটে চলছে।
    ছত্তিসগড়ে অ্যাপোলো হাসপাতাল ঐ সরকারি এস ই সি এল এর সৌজন্যে হয়েছে। এই পরিষেবা কয়লা মজদুরেরা পায় নামমাত্র খরচে, অন্যেরা অ্যাপোলোর চড়া ফি দিয়ে।
    কয়লার সার্ভে করে সি এম পি ডি আই এল।
    সরকারি সংস্থা। এফিসিয়েন্ট। আপনার আপত্তির কারণটা বুঝলাম না।
    ভিলাই স্টীল, বোকারো এদের সঙ্গে রাণীগঞ্জ--আসানসোলের প্রাইভেট স্টীল ইন্ডাস্ট্রির তুলনা করে দেখুন না। বা ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের সংগে এনরনের।
    এফিসিয়েন্ট- নন এফিসিয়েন্ট দুই সেক্টরের মধ্যেই আছে।

    ধানবাদের কথা বলতে গিয়ে এটা খেয়াল করেছেন যে বর্তমান বিহারের সবক্ষেত্রেই মাফিয়ারাজ।
    বিহারের শিক্ষাক্ষেত্রে মাফিয়ারাজ খেয়াল করলেন না? সবটাই প্রাইভেট সেক্টর। আর আজকের টিভিতে দেখলাম---- ১২৩এর ব্যাপারে মনমোহনের পাশে দাঁড়াতে জেল থেকে আসছেন পাপ্পু যাদব, সাহাবুদ্দিন ইত্যাদি পাঁচজন দাগী সাংসদ।
    এটাও বাজারের লীলা, ভোটবাজার।
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ২৩:৫৩400669
  • ঈশানের প্রশ্ন হল আমেরিকায় পুলিশ কেন স্পীড লিমিট বলবৎ করেনা। এক্ষুনি লাঞ্চ থেকে ফেরার সময়ে এক পুলিশের গাড়িকে ওভারটেক করে ফিরলাম। পুলিশ যাচ্ছিল স্পীড লিমিটে, আমি তার চেয়ে পাঁচ মাইল বেশি স্পীডে চালালাম। কিছু বললনা। এটা কেন সবাই জানে। তবুও বলছি।
    অধিকাংশ রাজ্যে স্পীডের ১ থেকে ১৩ মাইল বেশিতে চালালে পুলিশ টিকিটসহ দুই পয়েন্ট দিতে পারে। তাতে ইন্সিওরেন্স বাড়েনা। আর কোর্টে গিয়ে কাঁই মাই করলে জাজ সে দুই পয়েন্টও মকুব করতে পারে। ১৪ মাইলের চেয়ে বেশি জোরে চালালে পুলিশ ৪ পয়েন্ট দেবে টিকিটসহ। সেটা বড় অপরাধ। ইন্সিওরেন্স আপনার প্রিমিয়াম বাড়াবে তিন বছরের জন্য। এটা মোট ১০০০ ডলার বা তার বেশি হতে পারে। আর তিন বছর আপনার রেকর্ডে চার পয়েন্ট। আপনি ভয়ে ভয়ে চালাবেন কারণ ১২ পয়েন্ট হলে লাইসেন্স বাতিল। কাজেই পুলিশ তক্কে তক্কে থাকে কে ১৪+ এ চালাচ্ছে। তাকে টিকিট দেয়। যাতে তার বাঁশটা ভাল যায়।

    আমি প্রায় সবসময়ে স্পীড লিমিট+১০ এ চালাই । হাইওয়েতে ক্রুজে। পুলিশ কোনদিন কিছু বলেনা।

    আর দ্বিতীয় প্রশ্ন, সরকারী খনি কেন বেচে দেওয়া হবে? বেচুন, কনট্র্যাক্টে দিন, আমার আপত্তি নেই। আপত্তি সরকার নিজে চালালে।

    পোস্টাল সার্ভিস বেসরকারী নয় । বেসরকারী করে দিলে আমার আপত্তি নয়। ভারতে যখন কেউ কোন জরুরি বা দামি জিনিষ বা নথি পাঠায় , কজন সরকারি ডাকে আর কজন কুরিয়ারে পাঠায়, বলবেন?
  • ranjan roy | 122.168.211.27 | ১৮ জুলাই ২০০৮ ০০:২৫400670
  • ধেত্তেরি! শ্যামল,
    আপনি আবার ইউনিট অফ মেজারমেন্ট বদলে দিয়েছেন। fps এ শুরু কল্লেন তো অন্যেরা যেই fps ধরলো তো আপনিcgs এ চলে গেলেন।
    এখানে ইশান আদৌ পোস্টাল ব্যবস্থা সরকারি হওয়া উচিৎ কি বেসরকারি- তা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত জানতে চায়নি।
    জানতে চেয়েছে-- আদৌ কোন দেশে ঐ ব্যবস্থা বেসরকারি হাতে আছে কি না? না থাকলে কারণটা কি? ( অর্থাৎ, সরকারি হলেই যদি ইন্‌এফিশিয়েন্ট হয়!)।
    তো আপনি বলে বসলেন বেসরকারি হলে আপনার আপত্তি নেই।

    দিন-দুই আগে আপনিবল্লেন--সরকার অনেকগুলি কাজ করে যে গুলো আপনার পছন্দ নয়।
    ইশান জানতে চাইলো--- সরকারের কোন কাজ করা উচিৎ সেটা কি ভাবে নির্ধারিত হবে? ( অর্থাৎ, আপনার মতে কি ভাবে নির্ধারিত হবে?)
    তো আপনি সে কথায় না গিয়ে ক্লাস নাইনের সিভিকস্‌ বইয়ের মত কি ভাবে সরকার নির্বাচিত হয়ে নীতি নির্ধারণ করে সেসব বোঝাতে লাগলেন। আপনার মতে কি ভাবে হওয়া উচিৎ তার ধার দিয়ে গেলেন না।
    লাইনে আসুন ভাই! নইলে আলোচনা ছড়িয়ে ৫০০ পার হয়ে বোরিং ব্যাপার হবে।
    এযে কমলাকন্তের দপ্তর হয়ে যাচ্ছে?
    -- বলি খাও কি করিয়া? ( খ্যাঁট জোটে কি করে?)
    --- ভাতের সঙ্গে ডাল মাখিয়া দক্ষিণহস্তে গরাস বানাইয়া মুখে পুরি।
  • shyamal | 64.47.121.98 | ১৮ জুলাই ২০০৮ ০০:২৬400671
  • এবারে আমার একটা প্রশ্ন আছে। আপনারা মোটামুটি বলেছেন, আপনারা বন্ধের বিরোধী। কিন্তু যেহেতু অন্য পন্থায় সরকারের কানে যায়না তাই বন্ধ করতে হয়।

    ভারত-মার্কিন চুক্তি নিয়ে দুদুটো বাংলা বন্ধ হল। এর কি এই কারণ যে সেই পার্টিদুটো লোকসভায় খুব ছোট তাই সরকার তাদের বিরোধীতা অগ্রাহ্য করেছে? গণতন্ত্রে তো বলে যে মেজরিটি তার কথামত কাজ হবে কারণ সে দেশের মেজরিটিকে রেপ্রেজেন্ট করে। এটা কি, আমাদের কথা কেউ শোনেনা আমাদের অল্প সমর্থক বলে, তাই আমরা বন্ধ করব?

    বন্ধ তো বেআইনি। সরকারের নিজের পার্টি ডাকলেও সরকারের উচিৎ পুলিশ দিয়ে বন্ধ রোখার। আপনারা বলছেন, বেআইনী, কিন্তু কি করা যাবে? পুলিশ কেন ফালতু ঝামেলা নেবে?

    প্রশ্ন : তাহলে আপনার বাড়িতে যদি কয়েকটি ছেলে এসে আপনার নিকটাত্মীয়াকে রেপ করার চেষ্টা করে, আপনি বলবেন, পুলিশ কেন ফালতু ঝামেলা নেবে? বলে পুলিশকে ফোন করবেন না।

    প্রশ্ন: যদি লোকে সিনেমাহলে আগুন লাগিয়ে দেয় যাতে দুশোজন মরল, তাতে পুলিশ কেন ফালতু দোষী খুঁজতে যাবে? হলই বা যে সেই হলে আপনার আত্মীয় ছিল?

    সবই তো আইনভঙ্গ তাইনা?

    এটা ঠিক যে ভারতে অধিকাংশ পুলিশ অনেক সময়ে নিজের কাজ করেনা, যেমন করেনা অধিকাংশ অন্য সরকারি কর্মচারিরা। কিন্তু সেটাকে সমালোচনা করুন। বলুন, পুলিশের উচিৎ যেই বন্ধ করুক, ডান, বাম, উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম, তাদের পিটিয়ে, দরকার হলে গুলি চালিয়ে যে ভাবে হোক বন্ধ করতে না দেওয়া।
  • Ishan | 12.163.39.254 | ১৮ জুলাই ২০০৮ ০১:৩৪400672
  • শ্যামলবাবু। বুঝলাম না। অল্প অপরাধ করলে ইন্সিওরেন্স বাড়েনা। বেশি কাঁইমাই করলে জজ ছেড়েও দিতে পারে। এই জন্য আইন ভঙ্গ করলে পুলিশ চোখ বুজে থাকবে, তাইতো? :)

    এটা যদি জাস্টিফায়েড হয়, তাহলে "সামান্য' অপরাধের জন্য অটো ওয়ালাকে ছেড়ে দিয়ে বঙ্গের পুলিশ কি ভয়াবহ অপরাধ করেছে, এট্টু কাইন্ডলি বুঝিয়ে দিন।

    ফালতু ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমেরিকার পুলিশ চোখ বুজে থাকলে ঠিকই আছে, কিন্তু দেশের পুলিশের ভীষণ দোষ। এইটা চমৎকার। :)

    খনি প্রসঙ্গে:

    কনট্রাক্ট/আউটসোর্সিং/নিজে চালানো, এগুলো সবই বিজনেসের অংশ। একটা বিজনেস বডি থাকলে সে নিজের সুবিধে মতো ঠিক করে কোনটা তার পক্ষে প্রফিটেবল। কনট্রাক্ট/আউটসোর্সিং করাতে গেলেও একটা বিজনেস বডি থাকা প্রয়োজন। তাহালে মানছেন তো, সরকারের একটা বিজনেস বডি দরকার, অন্তত: খনির ক্ষেত্রে, যারা ঠিক করবে বিজনেসটা কিকরে চালানো হবে।
  • Ishan | 12.163.39.254 | ১৮ জুলাই ২০০৮ ০১:৩৫400673
  • আর পরমানু চুক্তি নিয়ে বাংলা বন্‌ধ? কবে হল?
  • shyamal | 64.47.121.98 | ১৮ জুলাই ২০০৮ ০১:৪৫400674
  • ভুল বলেছিলাম। পরমাণু চুক্তি নয়, পেট্রোলের দাম বৃদ্ধি। কিন্তু সে জন্য লোক সভা আছে। বন্ধ কেন? যেহেতু আমাদের লোকে সমর্থন করেনা (লোকসভায় গুটি কয় সীট) আমরা বন্ধ করব।

    আমার কিন্তু দুটো স্পেসিফিক প্রশ্ন আছে ১২:২৬ এর পোস্টে।
    ১৭ জুলাই, ৬:৫১ তে শুভজিতকেও একটা প্রশ্ন করেছি।
    উত্তরের আশায় থাকলাম।
  • Abhyu | 128.61.29.226 | ১৮ জুলাই ২০০৮ ০২:০২400675
  • রঞ্জনবাবুর 17 Jul, 11:23pm র পোস্টটা নিয়ে কিছু মন্তব্য, শ্যামলবাবু?
  • Ishan | 12.163.39.254 | ১৮ জুলাই ২০০৮ ০২:০৪400676
  • আমার ধারণা ছিল, যে, উত্তরটা আপনি বুঝতে পেরেছেন। পারেননি যখন বুঝিয়ে বলি।

    সব দেশেই "ফালতু ঝামেলা' আর "বড়ো অপরাধ' এর মধ্যে একটা লাইন থাকে। সেটা প্রতিটি দেশ/জনগোষ্ঠীর নিজস্ব হিসেব। আমেরিকায় স্পিড লিমিটের ১০ মাইল উপর দিয়ে গাড়ি চালালে সেটা নিয়ে ঝামেলা পাকিয়ে সব্বাইকে ধরতে যাওয়া "ফালতু ঝামেলা'। ভারতে বন্‌ধের দিন বড়ো স্কেলে লাঠি/গুলি চালানো "ফালতু ঝামেলা'। যদিও দুটোই আইনবিরুদ্ধ।

    কিন্তু রেপ করা, বা খুন করা, দুটো দেশেই "বড়ো অপরাধ'। সেই জন্য ভারতেই হোক বা বিলেতে, এসব ঘটলে আমরা পুলিশ ডাকি, পুলিশের গাফিলতিতে চেঁচামেচি করি।

    এবার ঐ "ফালতু ঝামেলা' কোনটা, সেটা পাবলিক ঠিক করে। তারা বন্‌ধ করা কে বিরাট অপরাধ মনে করেনা। আমেরিকার জনতা যেমন স্পিড লিমিট টপকানোকে অপরাধ মনে করেনা। একই রকম। কি করা যাবে।

    এবার বিজনেস নিয়ে বলুন। সরকারের বিজনেস বডিটা মেনে নিলেন তো? :)
  • r | 198.96.180.245 | ১৮ জুলাই ২০০৮ ১৫:৪১400677
  • ঈশেনের মাইরি কোনো কাজকম্ম নেই! ;-)
  • ms | 203.171.242.151 | ১৮ জুলাই ২০০৮ ১৬:৪৩400678
  • শ্যামল
    আমার মনে হয়, প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য এবং পরিকাঠামোর মতন, জ্বালানি ও বিদ্যুত, এই দুটির ব্যাপারেও কিছুটা হলেও সরকারী নিয়ন্ত্রণ (প্রয়োজন হলে যৌথপুঁজির বিনিয়োগ) থাকা উচিত। খুব দরকারী রোজের জিনিস/খাবারের ব্যাপারেও একই কথা মনে হয়। এসবের র‌্যাশনিং ও মনিটরিং দরকার। মানে, আমি বলতে চাইছি যে, বাচ্চাদের শিক্ষা, বা বুনিয়াদী চিকিৎসা/ওষুধ, এ'সব দরকারী পরিসেবার সাথে জ্বালানি, বিদ্যুত, চাল-গম-ডাল-নুন এ'সব খুব দরকারী জিনিস যাতে গরীব মানুষ পেতে পারেন, সেদিকটা নিশ্চিত করা সরকারের একটা দায়িত্ব।
    যে সব দেশে শিক্ষাহার খুব কম, আর্থসামাজিক বৈষম্য খুব বেশী, সেই সব দেশগুলিতে এসব ব্যাপারে পুরোপুরি ব্যক্তিপুঁজি-চালিত খোলাবাজারী অর্থনীতি ক্ষতিকারক। সরকারী নিয়ন্ত্রণ জরুরী।
    জ্বালানি বা বিদ্যুতের মতো বড়-বিনিয়োগের ক্ষেত্রে শুধু বড় ব্যাবসায়ী অল্প ক'জন আসতে পারে। সিক্রেট মনোপলি ও কার্টেলের সুযোগ বেশী থাকে। ক্রেতাসুরক্ষা সংস্থাগুলিও এদের বিরুদ্ধে লড়ে উঠতে পারে না। অনেক ক্ষেত্রেই এরা টাকার জোরে সরকারী সিদ্ধান্তকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে। জুরিসডিকাল সিস্টেমকে যদি প্রভাবিত করতে না'ও পারে (যদিও আমার ধারণা, লোয়ার-কোর্টে হামেশাই হয়) লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ, এই দুটিকে পকেটে পুরে এরা ইচ্ছেমতন কাজ করার ক্ষমতা রাখে। যতোদিন না দেশের শিক্ষাহার বাড়ছে, জুরিসডিকাল সিস্টেম আরও কার্যকরী হচ্ছে, এক্সিকিউটিভ সিস্টেম আরও স্বচ্ছ আর সৎ হচ্ছে (করাপশান পারসেপশন ইনডেক্সে -- ৭২,৭৩,৭৪,৭৫ নম্বরে পরপর ব্রাজিল, চিন, ভারত আর মেক্সিকো ; ব্রাইব পেয়ার ইনডেক্সে -- ২৯, ৩০ নম্বরে চিন, ভারত) ততোদিন খোলাবাজারী অর্থনীতি সফল হবার পথের আসল শর্তগুলি শুরুতেই ভাঙছে। ওইসব দরকারী পরিসেবা ও জিনিসের তৈরী আর বিক্রিবাঁটার ওপর সরকারী নিয়ন্ত্রণ না-থাকলে পরে শোষণ বাড়বে।
    আমি নিজে নিয়ন্ত্রিত বাজার ও যৌথপুঁজির চাইতে খোলাবাজার ও ব্যক্তিপুঁজির স্বাধীনতার উপর আস্থা রাখি। কিন্তু যখন আদর্শ খোলাবাজারী অর্থনীতির প্রি-কন্ডিশনগুলো (শিক্ষিত, সচেতন, সুরক্ষিত ক্রেতা; বাজারী প্রতিযোগীতা) থাকছে না, তখন সরকারের জনস্বার্থ দেখার দায়িত্ব থেকেই যায়। শুধুমাত্র মনোপলি-কার্টেল-আনফেয়ার ট্রেডের বিরুদ্ধে আইন বানিয়ে প্রতিযোগীতা টিঁকিয়ে রাখা ছাড়াও আরও কিছু করা জরুরী হয়, যার মধ্যে আসে, পাব্লিক ডিসট্রিবিউশন সিস্টেম, সাবসিডি, ট্যারিফ, এইসব। আমদানি, রফতানির ব্যাপারে এটি আরও জরুরী। কয়েকটি বিশেষ ক্ষেত্রে যৌথপুঁজির বিনিয়োগও দরকার। অনেক উন্নত গণতান্ত্রিক দেশেই সরকার এটি করে থাকে। সংবিধানের ৪২তম সংশোধনে শুরুতে ডেমোক্রাটিক রিপাব্লিকের আগে সোশ্যালিস্ট কথাটি রাখা হয়েছিল সরকারের এই দায়িত্বের কথা মনে রেখেই।
  • ms | 203.171.242.151 | ১৮ জুলাই ২০০৮ ১৬:৫২400680
  • ** জুডিশিয়াল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন