এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবেকি কন্ঠ ও মার্কিন সরকারের বদমাইশি

    shyamal
    অন্যান্য | ২৯ জুন ২০০৮ | ২৬৪৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 125.18.17.16 | ১০ জুলাই ২০০৮ ২০:৩৬400515
  • না স্যার, অত কিছু চাই না। শুধু একটু বিরতি চাই, একটু বিরাম।
  • Arijit | 59.93.192.96 | ১০ জুলাই ২০০৮ ২১:০৩400516
  • হ্যাঁ দাদা - ফাটা রেকর্ড থেকে একটু মুক্তি চাই। অসহ্য হয়ে গেছে।
  • shyamal | 64.47.121.98 | ১০ জুলাই ২০০৮ ২১:৩৭400517
  • মুক্তি পাওয়ার সহজ উপায় আছে। এই থ্রেড আর পড়বেননা। কিন্তু তা বলে আপনারা কার্যত: লাইসেন্স পারমিট রাজের গুনগান করে পার পেয়ে যাবেন, সেটা হবেনা।
    অন্তত: একটা ভাল জিনিষ হয়েছে গত ১৭ বছরে। লাইসেন্স পারমিট রাজ যে ভারতের বিপুল ক্ষতি করেছে আগে, সেটা নিয়ে কারো দ্বিমত নেই।
  • aja | 207.47.98.129 | ১১ জুলাই ২০০৮ ০৬:২১400518
  • শ্যামলকে গুচ্ছের মিথ্যে কথা বলতে দিতেই হবে। কি মাইরি এই কনজার্ভেটিভগুলো। একই মিথ্যে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে ক্লান্তিও আসে না।

    -- ট্রিকল ডাউন হয় না।

    কনজার্ভেটিভ খানিক চুপ করে থেকে, মার্কেটের কৃপায় হয়।

    -- কোথায় হয়েছে?

    -- আমার থিওরিতে।

    -- বাস্তবে কোথায় হয়েছে।

    -- না হলে খুব ক্ষতি হয়ে যাবে।

    -- বড় কোম্পানি সস্তায় জিনিষ বেচে মনোপলি/অলিগোপলি হতে পারলেই হয় প্রোডিউসারকে চুষবে, নয় কনজিউমারকে চুষবে, নয় লেবারকে চুষবে।

    -- বাজে কথা।

    --এই যে ওয়াল-মার্ট করেছে।

    --আমার থিওরিতে তাতে ওয়াল-মার্টের কোন ইন্টারেস্ট নেই। করে নি।

    মোদ্দা কথা হল মিথ্যে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতেই হবে যতক্ষণ অন্য পক্ষ ক্লান্ত হয়ে না পড়ে।

    লাইসেন্স-পারমিট রাজ ক্ষতিকর হয়তো, কিন্তু সো কলড লিবারালাইজেশন আরো ক্ষতিকর। হয়ে যাক না রেফারেন্ডাম।
  • nyara | 64.105.168.210 | ১১ জুলাই ২০০৮ ০৭:৩৯400519
  • লাইসেন্স-পার্মিট রাজ যে লিবারালাইজেশনের থেকে ভাল এমন অপিনিয়ন আপ্তবাক্য হিসেবে চালাতে চাইছ। যারা শ্যামলবাবুর কথার বিরোধিতা করছ, তাদের আমি কন্সিস্টেন্টলি যুক্তির বদলে একই কথার পুনরাবৃত্তি এবং নেম কলিং-এর আশ্রয় নিতে দেখছি।

    আমার ধারণা শ্যমলবাবুর কথাগুলো তথ্যবহুল ও যুক্তিসঙ্গত যোগ্য জবাব দেওয়া যায়। কিন্তু কয়েকটা খাপছাড়া চেষ্টা ছাড়া কিছু দেখছি না। যদি মনে হয় আলোচনা পন্ডশ্রম, জাস্ট কাটিয়ে দাও।
  • shyamal | 67.60.254.15 | ১১ জুলাই ২০০৮ ০৮:২৭400520
  • অজ বলেছে ওয়ালমার্ট প্রোডিউসার, কনজিউমার বা লেবারকে চুষবে। ভুল কথা।

    ১) খদ্দের ওয়ালমার্টকে ভালবাসে কারণ একই ছাদের তলায় অধিকাংশ জিনিষ সস্তায় পাওয়া যায়। সব নয়, বেশীর ভাগ। প্রচুর জেনেরিক ওষুধ চার ডলারে দেয় যেটা অল্পদিন আগে ভাবাও যেতনা।
    ২) লেবারদের সবাইকে মিনিমাম ওয়েজ বা তার বেশী দেয়। বেআইনীভাবে কম পয়সা দেয়না।
    ৩) ভেন্ডরদের বলে , দেখ আমি হিউজ পরিমাণ মাল নেব, কিন্তু তোমার যা রেট তার চেয়ে কমে দিতে হবে। এই রেটে দিতে হবে। যদি না দিতে পার, ফোট। আরো সাপ্লায়ার আছে।

    এর মধ্যে দোষটা কোথায়? ওয়াল মার্ট হয়ে গেছে কিছু লোকের অকারণ খিস্তি করার টার্গেট।
  • Santanu | 82.112.6.2 | ১১ জুলাই ২০০৮ ০৯:২৭400521
  • শুভজিতের আলু বেচার উদাহরণ টা আমি অনেক চেষ্টা করেও, শ্যামলবাবুর 'আলুওয়ালা অন্য পেশায় যাবে' দিয়ে খন্ডন করতে পারলাম না। আলুওয়ালার দোকানের আশেপাশে স্পেন্সার খুললে, আলুওয়ালার ঝাড় চলে যাবে। এই বয়সে সে কিছুতেই আলু বেচা ছেড়ে, রিক্সা চালতে পারবেনা বা construction labour হতে পারবেনা। অন্য দেশে হয়ত হতে পারে (১৯৯৮ এ সোরোসবাবুর কলাকারিতে যখন মালয়েসিয়া ডুবছিল, আমার Contractor এর Project Manager এর চাকরি চলে যেতে বলেছিল, "What to do, bad time laa, 3 kids, sell Roti Chaanaai la" - এ মাল কলকাতায় সম্ভব নয়।

    কিন্তু সমস্যা টা অন্য জায়্‌গায়। আলুওয়ালার ঝাড় যাওয়া উচিত, কিন্তু সত্যি কি যায়?

    আঁখো দেখা উদাহরন। তিন বছর আগে বাইপাশ Big Bazar টা ছিল না। আর আজ সেখানে পা দেওয়া যায় না এতো ভিড়। Big Bazar সব সস্তার মাল বেচে, যে গুলো সাধারনত পাড়ার দোকানে পাওয়া যায়। আর খদ্দের দের বেশিরভাগ গড়িয়া বা তার ওদিকের পুরোনো বাসিন্দারা।

    কারুর কাছে কি কোনো Data আছে যে এই Big Bazar, কতোগুলো গড়িয়া বা তার ওদিকের ছোটো দোকনদারের ব্যাবসা বন্ধ করে দিল বা ব্যাবসায় ঝাড় নাবিয়ে দিল? এই টা খুব জরুরী হিসেব, কারণ এটা ছাড়া বাকি সকলের কিন্তু নাফাই নাফা। লোকজন ঠান্ডায়, সস্তায় মাল কিনল, কিছু লোকাল ছেলেমেয়ের চাকরি হলো মাল বেচার, প্রচুর অটো নামলো, সবাই করে কম্মে খেল except ঐ ঝাড় যাওয়া ছোটো দোকানদাররা।

    তাই এই হিসেবটা কারুর কাছে থাকলে, দিন।
  • nyara | 64.105.168.210 | ১১ জুলাই ২০০৮ ০৯:২৮400522
  • ওয়ালমার্ট সম্বন্ধে যেগুলো বললেন, সেগুলো সব সত্যি। কিন্তু নট দা হোল ট্রুথ।

    ধরুন আরকানসর একটি টাউনে ওয়ালমার্ট দোকান খুলল। ওয়ালমার্ট সেখানে মিনিমাম ওয়েজ দেয়, মেডিকাল/ডেন্টাল/ভিশন বেনেফিটস দেয় না, ভেকেশন দেয় না - এগুলো সবই আইনি জিনিস, কিন্তু এগুলো কি করে কনজিউমার ও লেবারের পকেট কাটছে সেটা দেখাচ্ছি।

    প্রথমত: ওয়ালমার্টের প্রাইস-প্রেশারে লোকাল রিটেলারদের হাঁড়ির হাল হয়ে তারা উঠে গেল। সেখানকার কর্মীরা বেকার হয়ে অ্যাভেলেবল ওয়ার্কার্স পুল বাড়িয়ে দিল। ফলে সস্তায় কর্মী পাওয়া যেতে লাগল। এলাকার মিডিয়ান ওয়েজ কমে গেল। অন্য এমপ্লয়ার - যারা টিঁকে রইল - তার দেখল এই সুযোগ। তারাও বেনিফিট কাট করল, ওয়েজ কমাল। কারণ কর্মীর সাপ্লাই এখন ডিম্যান্ডের থেকে বেশি।

    আপনি বলবেন কিন্তু তার বদলে কনজিউমার (কর্মীরও কনজিউমার) কম দামে জিনিস পেতে লাগল। না, তা নয়। কেননা, এখন যেহেতু এলাকার কর্মীদের মেডিকাল ইন্সুরেন্স নেই, তাদের আধি-ব্যাধিতে তারা স্টেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। অসুখ বিসুখ আর প্রিভেন্টিভ কেয়ারের আওতায় রইল না। রোগ বেশি পাকিয়ে গেলে এরা ইমার্জেন্সিতে ছুটল। পয়সা গেল স্টেটের, মানে ট্যাক্সপেয়ারের, মানে ঐ কনজিউমারের - যে ওয়ালমার্ট 'কি সস্তা, চার টাকায় জেনেরিক' বলে উদ্বাহু হচ্ছিল - তার।

    অর্থাৎ, মোদ্দা, যেটা ওয়লমার্টের মত এমপ্লয়ারের দেওয়া উচিত - মেডিকাল ও অন্যান্য বেনেফিট - ওয়ালমার্ট সেটা ট্যাক্সপেয়ারের ঘাড়ে চাপিয়ে দিয়ে টাকাটা নিকেদের পকেটস্থ করল। ঝাড় খেল লেবার ও কনজিউমার।
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ০৯:৫৬400523
  • শ্যামলের এই বাজারতত্বের উত্তরে - স্পেসিফিক্যালি ওয়ালমার্ট ইত্যাদি প্রশ্নের উত্তরে - অনেক যুক্তি তো আগে দিয়েছি। ভালো কেসস্টাডি, প্র্যাক্টিক্যাল উদাহরণ - অনেক। আমি নিজে Alnwick-এ যা দেখেছি তাও। একই ঘটনা ইউকের অন্য অনেক শহরে হয়েছে। এই নিয়ে ছোট কনজিউমারদের তরফ থেকে প্রচুর প্রতিবাদ হয়েছে, কনজিউমার ওয়াচডগে কেস হয়েছে, এবং সরকারিভাবে এই রিটেল মার্কেটের জন্যে ছোট স্বাধীন ব্যবসা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা স্বীকৃত। ইনফ্যাক্ট অ্যাসডা-সেইনসবুরিজ-মরিসনস শাস্তিও পেয়েছে মিলিঝুলি করে জিনিসের দাম ফিক্সড করার জন্যে।

    কিন্তু শ্যামলের কাছে এগুলোর দাম নেই। উনি নিজের কনভিকশনের বাইরে বেরোবেন না, অন্য কারো কথা শুনবেন না, বিশেষভাবে প্রোজেক্টেড তথ্য ছাড়া দেখবেন না - এই হল মুশকিল। এবং অসম্ভব বিরক্তিকর। ধর্মপ্রচারের মতন লাগে।
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১০:১৩400525
  • ন্যাড়াদা বর্ণিত ঘটনা Alnwick-এ হয়েছে - সেখানে টেসকো। স্টকপোর্টে - সেখানে সেইনবুরিজ। সাউথে আরো বেশ কিছু জায়গায় - বোর্ণমাউথ, সাউথহ্যাম্পটন...পশ্চিমে লেক ডিস্ট্রিক্টে, এবং আরো অনেক জায়গায়। সেইনবুরিজ-মরিসনস-টেসকো-অ্যাসডা। এই চারটেই মেইন। কিন্তু এগুলো যে এক্সেপশন!!!
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১০:১৫400526
  • কম্পিটিশন? হ্যাঁ হ্যাঁ - অবশ্যই আছে। শুধু এই চারটের মধ্যে। মিলিঝুলিও আছে। ঝাড় খায় লোকাল ফার্মারস মার্কেট বা বুচার শপ বা ফার্মাসিগুলো।
  • Blank | 65.218.154.195 | ১১ জুলাই ২০০৮ ১০:৪০400527
  • কি ঝামেলা, শ্যামল বাবু কি কখুনো ওয়ালমার্টওয়াচ এর সাইট দেখেন নি? আমি এক্কালে লিংক ও দিয়েছিলুম
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১০:৪৫400528
  • ওটা তো "সেভাবে' প্রোজেক্টেড নয়। ওটা এক্সেপশনের মধ্যে পড়ে।
  • pi | 69.251.184.3 | ১১ জুলাই ২০০৮ ১২:০৩400529
  • শান্তনুবাবু, কলকাতার বিগ বাজারের নেই, কিন্তু মুম্বইয়ের চারটে মল নিয়ে একটা ছোটো সার্ভে রিপোর্ট আছে :

    http://tinyurl.com/5ug69g

    মল আসার ফলে আশেপাশের ছোটো দোকানের ৭০-৮০% এর ব্যবসা কমে গেছে, ~৫০% ব্যবসা লাটে ওঠবার মুখে আর মলে কিরকম কর্মীনিয়োগ আর আরবিট ছাঁটাই হয়েছে, তার ও একটা হিসেব আছে।

  • pk | 125.20.11.34 | ১১ জুলাই ২০০৮ ১২:০৮400530
  • অত ব্‌ড় ব্‌ড় তঙ্কÄ মাথায় ঢোকে না।কিন্তু কোলকাতার বাইরে বিগ বাজার বা স্পেন্সারের বাজারে দেখেছি সব জিনিষের দামে তারা এম আর পির উপরে একটা ছাড় ঘটা কোরে দেখিয়ে জিনিষ বেচছে। অথচ ওরকম কোন ঘটা না কোরেই ঐ ধরনের ছাড় ছোট দোকানি দেয় এবং কখনো ওদের থেকেও বেশি দেয়।প্রথম দিকে এই চালাকিটা সাধারন ক্রেতা বুঝতে না পেরে ওখানে হামলে পোড়েছিল। ফলে ছোত দোকানিদের নাভিশ্বাস উঠেছিল। এখন ভোল ভেংএছে। ফলে ছোট দোকানিরাও হাপ ছিড়ে বেচেছে।

    এদের আর একটালোক ঠকানোর খেলার কথা বোলি। কিছু দিন আগে বিগ বাজার ঘোষনা কোরলো, কেউ যদি নিজের বাড়ির য্‌ত ছেড়া খোড়া জামা কাপড় নিয়ে আসে তাহলে তারা সেগুলো আড়াইশো টাকা কেজি দরে কিনে নেবে।তার জন্য প্রাপ্য টাকাটা ঐ দোকান থেকে জিনিষ কিনলেই তার দাম থেকে বাদ যাবে।কিন্তু এ জন্য মাত্র এক হাজার টাকার জামা কাপড় তাকে কিনতে হবে। দুটো কিনলে একটা ফ্রি তঙ্কÄটাতো সকলেরই জানা।আসলে এখন ঐসব বাজারে তারাই যায় নতুন কর্পোরেট সেক্টরে কাজের দৌলতে যাদের পকেটে হিসেব নাকোরে চলার মত অঢেল টাকা।
  • Santanu | 82.112.6.2 | ১১ জুলাই ২০০৮ ১৩:১৯400531
  • pi আপনার দেওয়া সার্ভে রিপোর্টটা থেকে আমার এই হিসেব নজরে এল।

    ৩টে মলে না মিলিয়ে খালি পারেলের টা ধরলাম কারণ ওটা সবচেয়ে পুরোনো আর বেশী দোকান সার্ভে তে আছে।
    ৪৬ টা দোকান ও হকার, ৩.৫ টে করে লোক, মোট ১৬০ জন ঝাড় খেতে পারতো। কজন খেয়েছে?
    ৬০% এর বিক্রি কমে গেছে বাকিদের একই আছে বা বেড়েছে। তাহলে ৯৬ জন লোক ঝাড় খেল। কতোটা ঝাড় খেলো?
    ৯৫% এর বিক্রি ৪০% কমে গেল Table 6 but for all 3 malls। তাহলে মোটামুটি হলো, ৯৬ টি লোকের মাসিক রোজগার ৪০% কমে গেল।

    তার বদলে কি হলো?
    An average mall employs not more than 500 personnel directly in its various retail outlets. This estimate excludes contract staff like housekeepers, loaders, security staff, etc. ৫০০র বেশী নতুন চাকরি হলো।

    এই জন্য বলে Lie, Damn Lie and Statistics
  • pi | 69.251.184.3 | ১১ জুলাই ২০০৮ ১৩:৩০400532
  • কি মুশকিল !
    ৪৬ টা দোকান তো জাস্ট র‌্যান্ডম স্যামপল হিসেবে এসেছে ! তার মানে কি ওখানে ঐ কটাই দোকান নাকি !
    অন্যদিকে ৫০০ টা হল অ্যাবসলিউট নাম্বার।

    আপনি বোধহয় মন দিয়ে পড়েননি।
    সব মিলিয়ে ৮২ টি দোকান ও ৩০ জন হকার। ( এটা একটি ছোটো সার্ভে, সেটা তো বলেই ছিলাম)
    আপনার কি মনে হলো, ঐ চারটি মল এরিয়াতে মাত্র তিরিশ জন হকার ছিলো !! :)
  • santanu | 82.112.6.2 | ১১ জুলাই ২০০৮ ১৪:২২400533
  • হুম্‌ম্‌ম! র‌্যান্ডম স্যম্পল টা মিস করে গেছি, আমারো তাই মনে হচ্ছিল, এতো কম ক্যানো? তারপর ভাবলাম বোম্বেতে বোধহয় হকার কম।

    তাহলে একটা মল হয়ে আশপাশের ৬০% আলুওয়ালার বিক্রি ৪০% কমে গেল (পাশে আরো একটা এমনি দোকান হলেও বিক্রি কিছু কমতো) কিন্তু ঐ টোটাল টা না জানতে পারলে .... এই সার্ভেওয়ালারা যে কি করে! একটা দরকারী খবর দেয় না।

    any way আপনাকে ধন্যবাদ।

  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৫:৩১400534
  • http://tinyurl.com/6f9e6x - টেসকো সংক্রান্ত লিফলেট - অবশ্য এটাকে ইম্পর্ট্যান্স নাও দিতে পারেন। লিফলেট কিনা;-)
    The Independent Retailer - a Dying Breed - http://tinyurl.com/5fv4rw
    Small retailers revolt over the 'Tesco-isation' of the high street - http://tinyurl.com/5px7cy
    Exposed: Tesco poses as 'local' trader - http://tinyurl.com/4dj8np

    আরো দিচ্ছি।
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৫:৪১400536
  • Has Tesco become a monopoly? http://tinyurl.com/67d3g5 - "Supermarkets argue that proof of their popularity is in the number of customers who shop at their stores. On one level, this is an empirically ridiculous argument. People need food, and if most other grocery shops have been put out of business there is little choice left but to shop at a supermarket.

    "This argument is like a motorway making a similar claim according to the number of cars driving on it. In itself, this doesn't tell you whether it is a good or bad thing, merely that the road is used."


    Tesco accused of 'near monopoly' - http://news.bbc.co.uk/2/hi/uk_news/scotland/4618972.stm

    টেসকোর কিছু কীর্তি -

    "Sourcing local produce does not mean treating local suppliers any better. In July 2002 Tesco Lotus was taken to court along with several other international retail chains including Carrefour, and found guilty of charging slotting fees to carry manufacturers' products, charging entry fees to suppliers, advertising fees and product display fees, and displaying own-brand products next to similar branded products
    ...
    It is impossible for Tesco to honestly claim to benefit the local economy. It may be increasing the general traffic of money in the area where it sets up new stores – i.e. creating a culture of wanting to buy more things and encouraging people to spend more money on things they would probably not otherwise even want – but a tiny percentage of this money stays with local people, even those who have been promoted to store manager. The vast majority of profit goes towards making the corporation – and the directors and shareholders – even richer.
    ...
    According to a report from Greenpeace Southeast Asia, in 2003 a high percentage of GM soya was found in a Tesco Lotus own-brand Chinese Sausage which was not labelled as containing any GM product.56 The article points to Thailand's weak labelling laws as the problem, but surely if Tesco was as committed to organic agriculture as they like to claim, there wouldn't be GM soya in its products in the first place? It seems unlikely that Tesco would even consider taking such a risk in its UK stores, where GM is firmly on the agenda as a consumer issue. A Greenpeace campaigner said:'The loopholes in the labelling law allow multinational companies to dump GM soya into Thailand. It is time to make this law stricter to protect consumers and give them a genuine right to know.' The same article says that Tesco Lotus is on Greenpeace's blacklist of businesses because of their use of GM soya and lack of labelling. Greenpeace South-East Asia continues to campaign against the use of poorer countries as 'GM guinea pigs'.
    ...
    Through its subsidiary C Two- Network, Tesco sells whale, dolphin and porpoise (cetacean) meat, both fresh and in cans. In 2003 the Environmental Investigation Agency (EIA) carried out a survey which discovered that all the canned cetacean products were sourced from Japan's two major whaling companies, Nissui and Kyokuyo. These two companies own the majority of shares in Kyodo Senpaku, the company who leases whaling boats to the Japanese Institute of Cetacean Research so they can carry out Japan's so-called 'scientific' whaling policy.
    ...
    Irish farmers are concerned by Tesco’s economic power over them. In December 2003, a senior Tesco executive allegedly warned growers that if they wished to continue selling to Tesco, they must not supply discount retailers Lidl and Aldi. He is also reported to have said that Tesco aimed to have 35% of the Irish grocery market within five years. A spokesperson from Tesco denied the allegations, adding: 'Nor do we have an expectation of reaching a 35% share of the grocery market, though a 35% share of the fruit and vegetable market is possible.' The Irish Farmers Association is hoping to discuss the matter further with Tesco.
    ...
    Tesco Ireland has been fined for selling products below their cost price in an attempt to undercut other retailers, and for selling certain products at a higher price in Ireland than in the UK. In Ireland, the Groceries Order makes persistent below-cost selling illegal, mainly because only big retailers who benefit from economies of scale can afford such practices, and it evidently puts smaller retailers at a disadvantage. However, rising inflation may see the Groceries Order lifted soon.
    ...
    http://www.corporatewatch.org.uk/?lid=252

  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৫:৫৬400537
  • পুরনো লিংকটাও দিয়ে গেলাম - http://tinyurl.com/678pzz - দেখে মিলিয়ে নিন, সেই একই আদ্দিকালের রেকর্ড বেজেই চলেছে কিনা।
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৭:১২400538
  • হাতে সময় এবং মনে ইচ্ছে থাকলে এই সাইটটা দেখবেন - http://www.tescopoly.org
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৭:১৩400539
  • টেসকো ব্রিটেনের, সুতরাং ওয়ালমার্টের সাথে কেন তুলনা হবে এই কথাটা না বল্লেই ভালো।
  • kallol | 220.226.209.5 | ১১ জুলাই ২০০৮ ১৭:৩৫400540
  • তোল্লাই দিলাম।
  • shyamal | 64.47.121.98 | ১১ জুলাই ২০০৮ ২০:১২400541
  • অরিজিত,

    তুমি গাদা গাদা লিঙ্ক দাও যার পেছনে আছে বিরাট বিরাট আর্টিকল। আজকের দিনে কার সময় আছে অতবড় পাঁচটা আর্টিকল পড়ার? তাই ওগুলোর বক্তব্য যদি পাতি বাংলায় সংক্ষেপে লেখ ভাল হয়।

    টেসকো যদি অ্যান্টি কম্পিটিটিভ কাজ করে, যেমন কিছু চাষীকে নাকি বলেছে যে তারা প্রতিযোগী গ্রসারী স্টোরকে প্রোডিউস বেচতে পারবেনা -- তবে নিশ্চয় সরকারের সেটার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিৎ।

    কিন্তু যদি প্রতিযোগীতা করতে না পেরে কিছু মম-অ্যান্ড-পপ স্টোর উঠে যায় তাতে ক্ষতি নেই। তারা উঠে গেল কারণ ওয়ালমার্ট বা টেসকোর চেয়ে বেশী দাম নিচ্ছিল।

    পৃথিবী বদলায়। সেটাকে বাধা দিয়ে লাভ নেই। কত কোম্পানীও তো উঠে যায় কম্পিট করতে না পেরে। কে-মার্ট অনেক দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে এ জন্য। অনেক লোকের চাকরী গেছে। তো কি করা যাবে?
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ২০:১৭400542
  • চেনা উত্তর। আগেও একবার দেখেছি - "বিশেষভাবে প্রোজেক্টেড' তথ্যের বাইরে উল্টো সুর হলেই বা ভালো কেস স্টাডি হলেই এই উত্তরটা;-)

    আমার মোটামুটি বোঝা হয়ে গেছে। আর কেউ কিছু বলবেন?
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ২০:২২400543
  • অন্য মতটাও জানতে হয়। ওই টেসকোপলি সাইটটা পারলে ঘেঁটে দেখে নিন - বিশেষ করে "ইমপ্যাক্ট' বলে সেকশনটা। কর্পোরেটওয়াচের আর্টিকলটাও পড়ে নিন। আমি জানার জন্যে খেটেছি - আপনি যদি NSSO ইত্যাদি ঘেঁটে তথ্য তুলে আনতে পারেন তাহলে এটুকু পড়তে কষ্টের কি আছে?
  • Suvajit | 124.184.20.231 | ১১ জুলাই ২০০৮ ২১:১৩400544
  • আমার নিজের বোঝার জন্য কটা কথা।
    শ্যামলবাবু আপনি বলেছেন গ্রামের ছোট চাষীরা নিজেদের জমিজমা বেচে শহরে মাইগ্রেট করুক, কেননা চাষে আয় কম। সেখানে কর্পোরেট ফার্মিং হোক। আবার শহরে ব্যবসা করলে বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাক নয়ত ফোট। (ন্যাড়াস্যারের die() function call কর)
    আবার বাজারপন্থীরা বলেন যে সব কোম্পানিরই নিজের কোর স্কিল অনুযায়ী ব্যাবসা করা উচিৎ। তা আমার কোর স্কিল ছিলো আলু বেচা, রিলায়েন্সের আলুর সঙ্গে দুরদুরান্তের সম্পর্ক ছিলো না সেও এসেছে আলু বেচতে।
    তো আপনি এতে বলেন যে আমাকে এবার অন্য স্কিল তৈরি করতে হবে বাঁচতে গেলে। সেখানেও আরেকজন থাবা মারবে দুদিন পরে।
    অথচ আমার শিক্ষা স্বাস্থ্য সুরক্ষার বড় বড় বুলি দিয়ে সরকার ভোট পেয়েছে।
    মানে আমার প্রশ্ন, তৎসত্বেও আমার গন্তন্ত্রের রীতি মেনে চুপচাপ থাকা উচিৎ, বড়জোর মিনিস্টারকে প্রতিবাদ পত্র লেখা উচিৎ। কিন্তু ধর্মঘট, হরতাল, বন্‌ধ, ভাঙ্‌চুর কদাপি নয়। অনশনটা বোধহয় চলতে পারে (এমনিই করতে হবে) এটাই হচ্ছে আবার ভবিষ্যতের প্রোজেকশন, তাই তো?
  • shyamal | 64.47.121.98 | ১১ জুলাই ২০০৮ ২৩:২৪400545
  • শুভজিত,
    কোর স্কিল অনুযায়ী কাজ করা ভাল কথা। কিন্তু আমি টেলিপ্রিন্টার বানাতাম, ফ্যাক্স আর ইমেল এসে বাজার হাওয়া করে দিল, তাও কি আমি বানিয়ে যাব না অন্য প্রডাক্ট দেখব? মানুষের ক্ষেত্রেও তাই। আমাদের বাবাদের প্রজন্ম ভারতেও, এদেশেও একটা চাকরী করে গেছে সারাজীবন। কিন্তু এখন আর তা হয় না। বলা হয়েছে, মার্কিন দেশে গড়ে প্রত্যেককে জীবনে ছয় সাতবার চাকরী পাল্টাতে হবে। সে সঙ্গে স্কিলও শিখতে হবে। আপনি এত দিন যা স্কিল শিখেছেন তা দিয়ে যদি বাকী জীবনটা চালাতে চান , চলবেনা। প্রত্যেককে প্রতি বছর , দরকার হলে নিজের টাকায় নতুন স্কিল শিখতে হবে। কারণ তার সারভাইভাল তার নিজের দায়ীত্ব, কোম্পানীর বা সরকারের নয়।

    কাজেই আলু ওয়ালার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সরকার স্কুল শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য দেবে। কিন্তু সুরক্ষা বলতে যদি আয়ের সুরক্ষা বোঝায়, সরকার দেবেনা আর বলেওনি যে দেবে। খুন, রেপ, ছিনতাই, দাদাগিরি থেকে সুরক্ষা দেবে।

    যে আলু বেচে, সে আর কোন কাজ করতে পারবেনা? অটো চালানো, রাস্তা বানানো আরো হাজার রকমের কাজ আছে। বিপদে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে। তবে আমার মত হল, এই ধরণের ট্র্যানজিশনে যারা আছে, সরকারের সোশ্যাল ওয়ার্কারদের উচিৎ তাদের অ্যাডভাইস দেওয়া।

    ধর্মঘট, বন্ধ এগুলোর মধ্যে যা আইনী তা করতে পারবে। যদি ভাঙচুর করে পুলিশের গুলি খেয়ে মারা যায়, তার নিজের দোষ।
  • ranjan roy | 122.168.208.145 | ১২ জুলাই ২০০৮ ০০:০১400547
  • ক'দ্দিন ট্যুর করে ফিরে টই খুল্লাম। কিন্তু শ্যামলের বক্তব্য পড়ে মাথাটা তাঝ্‌ঝিম-মাঝ্‌ঝিম করছে। লিংক-তথ্যের কথা ছাড়ান দিন। আমি ওর বক্তব্যের লজিক্যাল স্ট্রাকচারটার কথা বলছি।
    একদিকে শ্যামল বলছেন---- কম্পিটিশনের ফলে যদি ছোটবড় অনেক কোম্পানী হেরে গিয়ে উঠে যায়, তো যাক না। আপনার কি? হেরোদের জন্যে নাকে কাঁদা মানে এক, লাইসেন্স-রাজ ফিরিয়ে আনা; দুই, জনগণকে বেশিদামে জিনিস কিনতে বাধ্য করা।
    আরেক দিকে শ্যামল বলছেন---তবে সরকারের দেখা উচিৎ যাতে মনোপলি না হয়। হলে আবার দাম বাড়াবে।
    শ্যামল, আপনি কি ওপরের দুটো বক্তব্যের মধ্যে কোন স্ববিরোধ, কোন ক¾ট্রাডিক্‌শন দেখতে পচ্ছেন না?
    আরে খোলা বাজারের বৈশিষ্ট্যি অই।
    আপনি এমন ভাব করছেন যেন মার্কেট সিস্টেম একটা লীগ খেলা। আজ্ঞেনা, বাজার পুরোপুরি নক আউট টুর্ণামেন্ট।
    শুরু হয় যেন সমানে,সমানে। আস্তে আস্তে একজন বেশি শক্তিশালী হয়ে অন্যকে মার্কেট থেকে ভাগিয়ে দেয়। শেষে চ্যাম্পিয়ন একজনই টিকে থাকবে। একেবারে ডারউইনিয়ান থিওরি।
    শ্যামল প্রতিটি লেখায় সার্ভাইভ্যল অফ দি ফিটেস্ট কে প্রোপাগেট করছেন, আবার মনোপলির বিরোধিতা করছেন।
    আসলে মনোপলি হল বাজারের একটি ফার্মের চরম ও পরম লক্ষ্য।

    পুরো কর্পোরেট খেলাটাইতো কে প্রতি বছর কতটা মার্কেট শেয়ার বাড়াতে পারছে। প্রতি বছর বোর্ড মিটিংয়ে, টার্গেট ফিক্স করার সময় কি নিয়ে কথা হয়? আরে, আমাদের মত এলেবেলে পাব্লিক সেক্টর ব্যাংকে ও এই কথা হয়। খালি এর ফল- আউট কর্মীদের জন্যে এতটা সিরিয়াস হয় না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন