এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 207.179.11.216 | ১০ জুলাই ২০০৯ ১৫:১০416191
  • রি? খুব ভালো খেতে। বিশেষত: বর্ষাকালে।
  • bubu | 220.156.176.10 | ১০ জুলাই ২০০৯ ১৫:১০416080
  • গোটা বিশ্ব জুড়েই তো হই হই। ক্যালিফোর্নিয়া তে পেলেন থেকে নামলেই নাকি একটা ধুমশো মতন শুয়োর ছানা এসে ক্যাক করে কামড়িয়ে দেবে। ব্যাস অমনি অমনি সোআইন ফুলু হয়ে যাবে।
  • bubu | 220.156.176.10 | ১০ জুলাই ২০০৯ ১৫:১৪416302
  • আহা সে আবার বলতে। এ ফুলু ও গরম গরম। একবার লাগলে যা গা গরম হবে না।
  • d | 144.160.5.25 | ১০ জুলাই ২০০৯ ১৫:২৫416316
  • আরে বুবু? অনেকদিন বাদে যে! ওয়েলকাম্ব্যাক! তা অন্য টইয়ে ২-৪ খান মুভি রিভিউ হবে নাকি?
  • shrabani | 124.124.244.108 | ১০ জুলাই ২০০৯ ১৫:৫৪416327
  • দিল্লী এয়ারপোর্টে ফ্লু চেকিং:

    ডা: - আপনার কাশি হয়েছে?
    আমি - না।
    ডা: - আপনার জ্বরটর আছে নাকি?
    আমি - না তো।
    ডা: - আপনার ফ্লু হয় নি তো?
    আমি - না না।
    ডা: - (কাগজে দুম দুম করে স্ট্যাম্প মেরে) যান।

    (তার আগে প্লেনে কাগজটা ভরতে দিয়েছিল। নাম ঠিকানা, কোন কোন দেশে গেছিলেন ইত্যাদি)।
  • bubu | 218.186.12.234 | ১১ জুলাই ২০০৯ ১৫:২৫416338
  • জ্বর টর তো আইওয়াশ। এশিয়ান ডেসেন্ট এর লোকজনের মেইন সিম্‌প্‌টম কাশি। জ্বর যতক্ষুনে ধরা পরবে ততক্ষুনে থার্ড ডে অফ ভাইরাস শেডিং । ততক্ষুনে যা কেলো হবার হয়েই গেছে। আসলে গভর্মেনট দেখাচ্ছে , আমরা কত্ত কেয়ার করছি।

    শারুখ খান খুব ব্যাস্ত। আজকাল আবার ডক্টরেড হয়েছেন। সিনেমার না , থিসিস এর রিভিউ এ বিজি।
  • I | 59.93.206.40 | ১১ জুলাই ২০০৯ ২২:৫০416349
  • আমার খুব ফুলু। নাক থেকে জল গড়িয়ে জল গড়িয়ে মহাসাগর তৈরী হয়ে গেল।
  • dd | 122.167.39.27 | ১১ জুলাই ২০০৯ ২৩:০১416360
  • এই ফুলু নিয়ে আমার অ্যাগটা দুনিয়া কাঁপানো থিওরী আছে। বিলকুল।
    কিন্তু সেটা এই থ্রেডে যাবে না দ্রির কনস্পিরেসি থ্রেডে যাবে এই নিয়ে খুব ব্যাকুল হয়ে পরেছি। ল্যাখাই হচ্ছে না। সেডা পড়লে আপনেদের হাড় হিম ও মাথা গরম হয়ে যাবে। গ্র্যান্টি।
  • bubu | 218.186.12.234 | ১১ জুলাই ২০০৯ ২৩:২২416371
  • শোনা যায় ট্যামিফ্লু বলে যে ওষুধ এখন এই সোআইন ফুলু তে একমাত্রো ভাবে কাজে লাগছে তার প্রোডাক্‌শন ফেব্রুআরি - মার্চ এর অনেক আগেই বাড়িয়ে দেওয়া হয়। আগে থেকেই কি করে জানল যে এই ওষুধ এত করে লাগবে হঠাৎ করে?

    আরেকটা থিওরি হচ্ছে যে পার্শিয়াল লাইভ ভ্যাকসিন এই ফ্লু এর প্রতিরেধক হিসেবে ওক্টোবর নভেম্বর নাগাদ বাজারে আসার কথা, তা ইতিমধ্যেই ম্যারিকা সারকার দু মিলিয়ান বুক করে রেখেছে। মেক্সিকো তাহলে কি পাবে? লোকে আবার বলে এই রোগের নাম নাকি মেক্সিকান ফুলু!!
  • ranjan roy | 122.168.68.118 | ১১ জুলাই ২০০৯ ২৩:৪৫416081
  • ইন্দোভাই:
    আমার এবং আমার পিঠোপিঠি ভাই (মহান সাংবাদিক রজত রায়ের:))))) স্মৃতিভ্রংশের রোগ দেখা দিচ্ছে। সিরিয়াসলি।
    ছোটবেলার সব মনে আছে। কিন্তু ইদানীংকালের অনেককিছু বেমালুম ভুলে যাচ্ছি।
    লোকজন সামনে এসে দাঁড়ালে নাম মনে করতে পারছি না। আবার ওয়েল-নোন নামও আংশিক ভুলে যাচ্ছি। যেমন সেদিন গাভাসকর ভদ্রলোকের নামটা কিছুতেই মনে করতে পারলাম না। কি গাভাসকর যেন ? বলে ছটফট করতে লাগলাম।
    এটা কি অ্যালজিমারের পূর্বলক্ষণ? ( সিরিয়াসলি!)
    তাহলে আমাদের কি কোন ডাক্তারের কাছে যাওয়া উচিৎ?
    জানি, যা জন্মেছে তাএকদিন ক্ষয় হবে, তারপর ধূলোয় মিশে যাবে।
    কিন্তু ভবিষ্যতে অন্যের ওপর বোঝা হয়ে বেঁচে থাকতে চাইনে যে!( সিরিয়াসলি)।

  • dri | 117.194.233.41 | ১২ জুলাই ২০০৯ ০০:২৮416092
  • :-)।

    শুনি আগে আপনাদের কনস্পিরেসি থিওরি? তারপর আমারটা হবে। আর এই কনস্পিরেসিটা নাহয় এই থ্রেডেই থাক।

    বুবুর এই প্রশ্নটা খুব ভালো। আগে থেকে কিকরে জানল যে এত ওষুধ লাগবে হঠাৎ করে?
  • bubu | 218.186.12.234 | ১২ জুলাই ২০০৯ ১৩:১১416103
  • ছোটোবেলায় একবার গ্লোব এ ফুটো করেছিলাম, উল বোনার কাঁটা দিয়ে, কলকাতা পোয়েন্ট করে। ওপিঠে মেক্সিকো সিটি ফুরে বেরিয়েছিলো। সেম ল্যাটিচিউড এর কাছা কাছি। এই H1N1 ভদ্রলোক মেক্সিকো তে এই রকম প্যান্ডেমিক করিয়ে দিল। কলকাতায় তার ছিটে ফোটাও নেই কেন। মানলাম আমাগো দ্যাশে সার্ভেইল্যান্স তেমন ভালো না, ম্যান টু ম্যান মনিটার করা যায় না, আর কেউ করেও না। কিন্তু এ তো আর যেমন তেমন জ্বর নয়, আবার শীতকালের ফুলুও নয় যে শুধু ও মুলুকেই দেখা দেবে।

    তার মানে এক কলকাতার লোকজোনের সুপারহ্যুমান ইম্যুনিটি আছে অথবা কেউ বা কারা চেয়েছিলো এই রোগটা মেক্সিকো, মার্কিন মুলুকেই হোক, আর এশিয়ায় হলে শুধু ফার্স্ত ওয়ার্ল্ড সিঙ্গাপুর, জাপান এ ।

    কে জানে।
  • d | 117.195.34.110 | ১২ জুলাই ২০০৯ ১৪:১৬416114
  • পুণেতে ৪ খান সোয়াইন ফ্লু ধরা পড়েছে। প্রথমজন আবার আম্রিকা থেকে নিয়ে এসেছে।
  • I | 59.93.214.224 | ১২ জুলাই ২০০৯ ২১:৫৯416125
  • রঞ্জনদা,
    একবার নিউরোলজিস্ট দেখিয়ে নিতে পারেন। আর খুবসে কষে শব্দছক আর সুডোকু করুন।
  • Jay | 90.209.141.176 | ২২ জুলাই ২০০৯ ০১:২৫416136
  • ইকোনমিক রিসেশনের পর ইউকেতে সোয়াইন ফ্লু রিলেটেড ডিপ্রেসন হওয়ার মতো পরিস্থিতি। প্রতি তিন জনের একজনের ফ্লু হবে। প্রতি আট ওয়ার্কারের মধ্যে একজনের ফ্লু। তাছাড়া স্কুল বন্ধ করে দিলে বাচ্চাদের সামলাতে বাড়ীতে থাকতে হবে। ৫-৭% জিডিপি পড়বার আশঙ্কা। খদ্দের বাড়ীতে আটকা, দোকানীর কর্মচারী/ কারখানার শ্রমিকও। এখন আর এখানে টেস্টও করছে না, সিম্পটম থাকলেই টামিফ্লু দিয়ে দিচ্ছে। আমেরিকা, মেক্সিকোর পরেই সবচেয়ে বেশী লোকের এখানে ফ্লু হয়েছে। লন্ডনের কিছু এলাকা, লেস্টারের সাথে নটিংহামের কিছু এলাকাও হটস্পট। আর পারা যায় না!! আমাদের হাসপাতাল এখনও রেফারেন্স সেন্টার ফ্লুর। রুটিন অপেরেশন, ক্লিনিক বন্ধ হবে। আমায় অবিশ্যি যেতেই হবে। মেটার্নিটি। তার উপর প্রেগন্যান্ট মারা বেশী প্রোন বলার পর থেকে দিনে রাতে যে কত ফোন পাচ্ছি! এদিকে ভ্যাকসিনের কোনো দেখা নেই। ব্লেয়ার হেডলাইন গ্রাব করার জন্য বলল অগাস্টের শেষে পাওয়া যাবে, মনে হয়না ডিসেম্বরের আগে পাওয়া যাবে। তারপরে তাড়াহুড়োয় লাইসেন্সিনং রেগুলেশনগুলো মানা হবে কি? হেল্‌থ প্রফেশনলদের আগে ভ্যাকসিন দেবে।কিন্তু নেব কিনা ঠিক করিনি। তবে সিম্পটম অল্প হলেই ওষুধ খাব। মেয়েটার জন্যি। টামিফ্লু এমনিতে রোগ সারাবেনা- কমাবে/ স্প্রেড কমাবে। এমনিতে সুস্থ লোকেদের কাছে এটা সাধরন সামার ফ্লুর মতো ৪৮ঘন্টার ভোগান্তি। এখোনো যারা মারা যাচ্ছে একজন বাদে সবার কোনো না কোনো আন্ডারলাইং হেল্‌থ প্রব্লেম ছিল। এক প্রেগ্নান্ট মা প্রি লেবার হয়েছে, মা বাচ্চা পরে দুজনেই। ন্যাশনাল হেল্‌থ সার্ভিসের ধাঁচে ফ্লু সর্ভিস গড়া হচ্ছে। শীত পড়লে যে কি হবে? শোনা যাচ্ছে নাকি H1N1 ভাইরাস নতুন মিউটশন হলে আরো ভিরুলেন্ট হবে, আর ভালো লাগে না। মা, বাড়ি যাবো।

    কামবক্ত ইস্ক দেখতে দেখতে লিখছি। বোঝ, কেমন সিনিমা!!
  • bitoshok | 128.101.220.108 | ২২ জুলাই ২০০৯ ০২:১১416147
  • আমাদের চত্বরে তো ফ্লু নিয়ে মাতামাতি নেই সেরকম! বলছে সেরকম ভয়ের কিছু নেই। ফ্লু হলে দিন সাতেক ঘরে চুপচাপ বসে থাকো। লক্ষন বুঝে প্যারসিটামল খাও। বাড়াবাড়ি মনে হলে তবে ডাক্তারের কাছে যেও।

    আর এই ভ্যাক্সিনের ফান্ডাটা আমার ঠিক পরিষ্কার হচ্ছে না। এতো তাড়াতাড়ি ভ্যাক্সিন তৈরি হবে কি করে? উইদাউট ট্রায়াল মার্কেটে ছাড়ছে নাকি?
  • Jay | 90.209.141.176 | ২২ জুলাই ২০০৯ ০২:৫৬416158
  • আম্রিগার থেকে রানীর দ্যাশে মুস্কিল বেশী। পুঁচকে একটা দ্বীপতো, মুড়ির টিন! স্প্রেড করছে তাই সে ভাবেই।

    ভ্যাকসিন তো আম্রিগায় সামনের মাসেই আসার কতা! ট্রায়াল নিয়ে পোচুর পোশ্নো!

    রানীর দ্যাশের আরেক কীর্তি? এক জাহাজ খেলনা পাঠিয়েছেল ব্রাসিলে। মাত্তর এক কার্টুন খেলনা- তাও ময়লা, পোস্কের করেনি। বাকীগুলান ভত্তি হসপিটাল ওয়েস্ট প্রোডাক্ট!- কেচ্ছা!
  • bubu | 218.186.12.225 | ২৩ জুলাই ২০০৯ ১৪:১৯416169
  • কাল একটা ভারি সুন্দর analogy পোড়লাম। এই বছর টা হল ডারুইন দাদুর দুশো বছরের anniversary অরিজিন অফ স্পিসিস এর। মানুষের মতন প্যাথোজেন রাও evolve করে , H1N1 তার সবথেকে ভালো উধাহরন। ১৯১৮ এর এক ব্যাটা ভাইরাল স্ট্রেন ৯০ বছর পরে নোভেল ফর্ম নিয়ে আসবে আর গাদা গুচ্ছের লোক মারবে এটা কেই বা জানত।

    শুয়োরদের খুব দোষ দেওয়া হল। তবে এইটা শুধু শুয়োর নয়, শুয়োর-পাখি-মানুষ মিউটেশন। ম্যারিকায় শুনেছি শুয়োর ফার্ম এ antibiotec খাওয়ায়। antiviral ও খাওয়ায় কি?

    আমি গোরু খাই। শুয়োর খাই। মুর্গি তো খাইই খাই। animal rights activists দের খুব একটা পছন্দও করি না। তবুও এই প্যান্ডেমিক দেখে একটা জিনিস আন্দাজ করা যায়। ম্যাসিভ সোয়াইন ফার্মিং এর বাই প্রোডাক্ট এই ফুলু। মানুষ একটু কম মাংস খেলে বা হাউশোল্ড ফার্মিং এর শুয়োর চাষ ফিরে গেলে হয়ত এই দিন আসতও না।
  • dri | 117.194.229.78 | ২৩ জুলাই ২০০৯ ২১:২২416180
  • রিয়েলি, :-)? তবে কি শুয়োরের মাংসই ...?
  • dri | 117.194.229.78 | ২৩ জুলাই ২০০৯ ২১:৩৩416192
  • জয়,

    আপনাকে কিছু প্রশ্ন করি। কারণ আপনি মনে হয় এই সমস্যার ফোরফ্রন্ট আছেন। আপনার অবজার্ভেশান মূল্যবান।

    ট্যামিফ্লু কি সত্যি কাজ করছে? কত পার্সেন্ট মানুষ ট্যামিফ্লু নিচ্ছেন? কত পার্সেন্ট নিচ্ছেন না? যারা নিচ্ছেন তারা কি কোন এক্সট্রা উপকার পাচ্ছেন? যারা নিচ্ছেন না তারা কি ধরণের অসুবিধায় পড়ছেন? ট্যামিফ্লুর কি কোন লং টার্ম সাইড এফেক্ট আছে?

    এই সোয়াইন ফ্লুর ফেটালিটি রেট কেমন দেখছেন? আপনাকে কি কোন ফেটালিটি দেখতে হয়েছে? অধিকাংশ মানুষই কি সেরে উঠছেন?

    একবার বাড়িতে কারো হলে কি পরে ফ্যামিলির সবার মধ্যেই ব্যাপারটা ছড়াচ্ছে?

    ফ্লু ভ্যাকসিন নেওয়া কি শুরু হয়েছে?
  • Jay | 90.209.141.176 | ২৪ জুলাই ২০০৯ ০৬:১৫416203
  • দ্রি,
    কিছু উত্তর এখন দিচ্ছি। বাকী জানিনা/ আরেকটু ডিটেল্‌স জেনে বলছি-
    ১) আপনি নয়, তুমি বললে খুশী হই
    ২) সমিস্যের ফোরফ্রন্টে আমি না থাকার চেষ্টা করছি, ক দিন এড়িয়ে থাকতে পারব জানিনা
    ৩) ট্যামিফ্লুর কাজ: যদি ৪৮ঘন্টার মধ্যে নেন তাহলে আপনার ফ্লুর প্রকোপ কম হবার কথা/ আপনি একটু কম ছড়াবেন (পান গ্রাহ্য নহে) ফ্লু। সুস্থ সবল মানুষ ৪৮ ঘন্টায় খাড়া হয়ে যাওয়ার কথা। তা আপনে ওষুধ খেয়ে ভালো হলেন না এমনি হলেন, বোঝায় কেডা!
    ৪) ট্যামিফ্লুর সাইড এফেক্ট: সরি, ফাঁকি দিছি, পড়াশুনো করে বলছি। এখুনি বলতে পারি লংটার্ম কোন সাইড এফেক্ট নেই। প্রেগনান্সিতে আমাদের রেকমেন্ডশন রেলেন্‌জা, ট্যামিফ্লু নয়- কোনো পরীক্ষিত নিরাপদ নয়, তবে রেলেন্‌জার সিস্টেমিক স্প্রেড কম। একই কারনে প্রেগনান্সির বাইরে ট্যামিফ্লু ভালো। ব্রেস্ট ফিড করাচ্ছেন?- তাহলেও ট্যামিফ্লু, কারন রেলেন্‌জা এখনও পরীক্ষিত নয়
    ৫) কত পার্সেন্ট নিচ্ছেন? কঠিন পোশ্নো। কিসের পার্সেন্টেজ? যাদের সিম্পটম
    দেখা দিয়েছে তাদের মধ্যে? নাকি যাদের সত্যি সত্যি সোয়াইন ফ্লু হয়েছে? এদেশে টেস্ট করা বন্ধ করে দিয়েছে, তাই ঐ ফিগারটি পাওয়া যাবে না। DoH বলচে টেস্ট করার মতো আমাদের আর পইসা নেইকো, তার চে বরম ওষুধ খাও। আমার ধারনা, শুধু আমারই, যে- জনগনের মনে বাসনাও তাই; 'সাবধানের মার নেই/ কবে বলবে শ্যাষ, আর নাই/ এই বেলা পাত পেড়ে খেয়ে নেই'। কাল অব্দি GPরা বেগরবাঁই করছিল (ওদেরই ফাটছিল কিনা) বলে পার্সেন্টেজ কম ছিল। আজ থেকে ন্যাশনাল পান্ডেমিক ফ্লু সার্ভিস চালু হল- ইন্টার-নেট আর ফোন বেস্‌ড সার্ভিস। সিম্পটম যেমন যেমন সাইটে বন্ননা আছে, ওগরাতে পারলেই ওষুধ পাবেন। ট্রেন্ড যা, সবাই নিচ্ছে, নেবে। সোয়াইন ফ্লু হলে নেবে, সামার ফ্লু হলে নেবে, হাঁচলে নেবে, কিছু না হলেও নেবে। শুধু হেল্‌থ প্রফেশনলদের মধ্যে একটু ঝোঁকটা একটু কম। এমন নয় যে তারা সব পবিত্র গরু- ঐ সাইড এফেক্টের ভয়!
    ৬)সাধরন ফ্লু (UKতে) ফ্যাটালিটি 1 in 10000- শীত কালে বেশী/ বুড়োদের মধ্যে বেশী/ হিটিংএর পয়সা নেই যাদের তদের মধ্যে বেশী।
    সোয়াইন ফ্লু- সেখানে 10 in 10000. UKতে এখনও পর্যন্ত যারা মারা গেছে একজন ছাড়া সবারই অন্য কোন ডিসিজ ছেল। অন্তত: গম্মেন্টের দিক থকে সেটা প্র্রমানের চেষ্টা আছে।
    তবে রেটটা বেড়ে ৫০-১০০ হতে পারে।
    ইয়েস্‌সার, বাকী হক্কলে ভালো হয়ে যাচ্ছেন, চাঁদপানা মুখ করে কাজে জয়েন করচেন।
    ৭)ক্লোজ কন্ট্যাক্টএ ছড়াবার রিস্ক বেশী। ক্লোজ কন্ট্যাক্ট বোলেতো মুখোমুখি পাঁচ মিনিট বাক্যালাপ অথবা এক ঘরে জেবনের ১৫ মিনিট বিতালেন।
    ৮) এই গ্রহে এখনো শুরু হয়নি ভ্যাকসিন দেওয়া। আম্রিগায় অগস্টের শেষে, রানীর দ্যাশে এবচ্ছের শেষে হবে বলে নির্ভরযোগ্য সম্বাদ সুত্রে জানানো হচ্চে। অন্যান্য দেশে কত দিনের শেষে জানা যায়নি।
    ৯) নির্ভয়ে শুয়োর খান। জানেনইতো " জীবে প্রেম----"
    ১০) কঠিন কোশ্চেন করা চলবে না।
  • dri | 117.194.224.95 | ২৯ জুলাই ২০০৯ ২৩:০৮416214
  • জয়,

    আজকে মায়ের কাছে মাসির গল্প শুনলাম। নিউজিল্যান্ডের খবরকাগজে ইংল্যান্ডের দুর্দশার গল্প বেরিয়েছে। http://www.nzherald.co.nz/world/news/article.cfm?c_id=2&objectid=10586864। বলছে, ট্যামিফ্লুর নাকি সাইড এফেক্ট বেরিয়েছে। এ কি সত্য নাকি নিছক সেন্সেশানালিজ্‌ম? সত্যি করে বল তো, ট্যামিফ্লু খেয়ে লাভের লাভটা কি হয়? জ্বর সারে, না রিলিফ (পার্সিভ্‌ড)?
  • d | 117.195.36.24 | ২৯ জুলাই ২০০৯ ২৩:২৮416225
  • পুণেতে গাদাগাদা সোয়াইন ফুলু ধরা পড়ছে। এই নিয়ে ৮টা স্কুল বন্ধ করে দেওয়া হল।
  • dri | 117.194.233.81 | ২৯ জুলাই ২০০৯ ২৩:৩৩416236
  • না:। এবার দেখছি ফ্লু রিলেটেড কনস্পিরেসিটাও আমাকে লিখতে হবে।
  • Jay | 194.176.105.46 | ৩০ জুলাই ২০০৯ ১৭:৩০416247
  • দ্রি,
    অন্যান্য আন্টিভাইরাল ড্রাগের মতই ট্যামিফ্লুর সাইডএফেক্ট আছে। সব ওষুধেরই আছে, প্যারাসিটামলেরও ( যেটা বাচ্চা/ প্রেগন্যান্ট সকলে প্রায় চোখ বুজে খেতে পারে) তারও। খুব প্রচলিত ওষুধ নয়, (ফ্লু ছাড়া) তাই এভিডেন্স লেভেল অত ভালো নয়। তার ওপর গ্যাঁড়াকল হল- সাইড এফেক্ট অনেকটাই ফ্লু-লাইক-ইলনেস! (বাদবাকী সাইড এফেক্ট যা হতে পারে কিছুটা আপনার দেওয়া লিন্‌কএ আছে)। এবার বুঝুন আপনার সিম্পটম রোগের না ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। বেশী জানা নেই বলে MHRA(যারা ব্রিটেনে ওষুধ ইত্যাদি রেগুলেট করে) একটা পাব্লিকের জন্যি ওয়েবসাইট ঝুলিয়ে রেখেছে, যে যেমন মনে করে কি সাইড এফেক্ট রিপোর্ট করতে পারে। এমন প্যানিক চতুর্দিকে- ফ্লু ফ্লু, ফ্লু খেয়ে ফেলল রে/ ট্যামিফ্লু ট্যামিফ্লু খা রে/ ওরে বাবারে সাইড এফেক্ট হল রে/ চিলে কান নিয়ে গেল রে।

    মোদ্দা কথা এক: আপনার জ্বর সদ্দি কাশি হতে পারে- ফ্লু নাও হতে পারে
    ফ্লু হলেও সোয়াইন ফ্লু না হতে পারে (আমাদের দুই ক্রস টাউন হাসপাতালে ২১৬ জন ভর্তি- ৪টি প্রোভেন কেস, আজকের এই মুহূর্তের স্ট্যাট)
    মোদ্দা কথা দুই: সোয়াইন ফ্লু হলে অধিকাংশের খুব মাইল্ড সিম্পটম, ভালো হয়ে যাবেন ৪৮ঘন্টায়, এর মধ্যে জল/ প্যারাসিটামল খান, বাড়িতে থাকুন, ট্যামিফ্লু?- নট নাউ- উপকারের থেকে অপকার (সাইড এফেক্ট) বেশী
    মোদ্দা কথা তিন: আপনার বয়স ৫এর কম/ ৬৫এর বেশী/ আপনি প্রেগন্যান্ট/ আপনার কোন অন্য রোগ যথা ডায়াবেটিস/ হার্ট ফেলিওর ইত্যাদি- ট্যামিফ্লু খেলে অপকারের থেকে উপকার বেশী
    মোদ্দা কথা চার: লিভার ডিসিজ আছে?- ট্যামিফ্লু খাওয়ার আগে ডাক্তারবাবুকে ফিজ দিন
    কিডনির ডিসিজ আছে?- রেলেন্‌জা শোঁকার আগে ডাক্তারবাবুকে ফিজ দিন
  • Jay | 194.176.105.46 | ৩০ জুলাই ২০০৯ ১৮:৩৪416258
  • ** ট্যামিফ্লু খান জ্বর না কমলে/ কোন বড়াবাড়ি হলে
    উবকর বলে্‌ত আপনাকে অন্তত: ২৪ ঘন্টা কম ভুগতে হতে পারে/ আপনার পাসপাতালাইত হোয়ার রিস্ক কমায়/ আপনার আন্টিবায়োটিক নেবার প্রয়োজন কমার সম্ভাবনা- সরি বাংলাটা কেমন গুলিয়ে যাচ্ছে!
  • bubu | 220.156.176.25 | ৩১ জুলাই ২০০৯ ১৩:০০416269
  • ট্যামিফ্লু তো প্রাইমারিলি ভাইরাস শেডিং আটকায়। ভাইরাস রেপ্লিকেট করলে তার বাডিং টা হতে দেয় না। তাই বাকিদের ক্ষেত্রে এটাই ফ্রোফাইল্যাক্সিস। সাইড এফেক্ট ও আছে বইকি।

    শিনোভ্যাক বায়োটেক চুপি চুপি ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে। চায়্‌নায় বড় সর ভাবে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আপাতোতো শুধু হেল্‌থ ওয়ার্কার আর প্রেগন্যান্ট মহিলারাই পাবে। এত শিগ্গির শিগ্গির ক্লিনিক্যাল ট্রায়াল জম্মে দেখিনি বাপু।

  • dri | 117.194.229.161 | ৩১ জুলাই ২০০৯ ২২:৪৭416280
  • 'এত শিগ্গির শিগ্গির ক্লিনিক্যাল ট্রায়াল জন্মে দেখিনি বাপু।'

    এই লাইনটা আমি আন্ডারলাইন করে দিলাম।
  • dri | 117.194.229.161 | ৩১ জুলাই ২০০৯ ২৩:১০416291
  • এই আবার টাইম্‌সেও একই কথা লিখেছে। http://www.timesonline.co.uk/tol/news/uk/health/Swine_flu/article6734056.ece। একটা কথা শুনতে পাচ্ছি। ট্যামিফ্লুর 'নিউরোসাইকিয়াট্রিক' সাইড এফেক্ট। এটা কি কেস?
  • a x | 143.111.22.23 | ৩১ জুলাই ২০০৯ ২৩:২৭416303
  • এটা ঠিক এখানে যায়না। তাও ঐ এত শিগ্গির শিগ্গির ক্লিনিকাল ট্র্যায়াল দেখে এটা মনে পড়ল।

    Bodies for hire - The outsourcing of clinical trials
    http://himalmag.com/Bodies-for-hire;-The-outsourcing-of-clinical-trials_nw3213.html

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন