এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০৩:০৬416238
  • হ্যান্ড স্যানিটাইজার ওদের স্কুলে প্রত্যেক ক্লাসরুমে আছে, খাবার আগে এবং বাথরুম থেকে এসে লাগানো নিয়ম।সাম্পান নিজে এই স্যানিটাইজার লাগানোর ব্যপারে বেশ পার্টিকুলার। কিন্তু তার এক বদভ্যাস আঙ্গুল চিবোনো। চব্বিশ ঘন্টা আঙ্গুল চিবোয়। বুঝতেই পারছ :-(
  • a x | 76.247.246.200 | ০৫ নভেম্বর ২০০৯ ০৩:১১416239
  • :-)) তাও তো ভালো। বুঁচির হাতে লাগালে ও চেটে চেটে খেয়ে নেয়।

  • SS | 128.248.169.193 | ০৫ নভেম্বর ২০০৯ ০৭:০৫416240
  • এই প্রথম সোয়াইন ফ্লু নিয়ে কারো নিজের (টিভি ছাড়া) অভিজ্ঞতার কথা শুনলাম। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সাম্পান।

    সন্ধেবেলা বাড়ি এসে দেখি abc7 news এ দেখাচ্ছে যে বাচ্চাদের লিকুইড ট্যামি-ফ্লু ওষুধ কম পড়েছে তাই কোনো কোনো ফার্মাসী ক্যাপসুল খুলে ওষুধ ডাইল্যুট করে ছোটোদের জন্য বিক্রি করছে.........এরাও কি আজকাল গুচ পড়ছে নাকি ;)
  • dri | 117.194.224.111 | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:২৬416242
  • ফ্লুর সেকেন্ড ওয়েভে এখন পর্য্যন্ত সবচেয়ে বেশী এফেক্টেড ইউক্রেন। কেউ কেউ বলছে, এইচ ওয়ান এন ওয়ানের সাথে নিউমোনিক প্লেগও আছে। তাই এত ফেটালিটি। http://www.kavkazcenter.com/eng/content/2009/11/02/11155.shtml। ব্যাপারটা খুব ফিশি। ফ্লু দিয়ে বোধায় যথেষ্ট মানুষ মারা যাচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্টের অ্যাড্রেসে অনেক ফিয়ার ল্যাংগুয়েজ পাচ্ছি, http://www.president.gov.ua/en/news/15609.html
  • dri | 117.194.231.158 | ০৭ নভেম্বর ২০০৯ ২২:৪০416243
  • ইউক্রেনে ফ্লুর কারণে ভোট পিছিয়ে যেতে পারে। http://www.reuters.com/article/africaCrisis/idUSL695938। ইন্টারেস্টিং ব্যাপার হল, এবার নেটো ব্যাক্‌ড ক্যান্ডিডেটকে টাফ ফাইট দিচ্ছে রাশিয়ান ব্যাক্‌ড ক্যান্ডিডেট।

    বুলগেরিয়ায় ফ্লু ন্যাশানাল এপিডেমিক ঘোষিত হল। http://news.xinhuanet.com/english/2009-11/06/content_12402031.htm
  • Jay | 90.209.141.131 | ০৮ নভেম্বর ২০০৯ ০৬:৪৫416244
  • না দ্রিসাব, বাধ্যতামূলক নহে। বিশেষ নিচ্ছে টিচ্ছে না। হগ্গলে বেড়ার ধারে বয়ে আচে। তেমন কুন এভিডেন্স নাই- তাপ্প্র কেমং সন্দোমুলক টায়াল! বালবাছ্‌ছা নিয়ে ঘর না করলে/ আর শীতের শুরুতে এট্টু নাক ফোঁস্ফোসানি না করলে সেদিক কেউ মারাচ্চে না। এখোনো সেকেন্ড দফায় ক্যাসুআল্টি কিচু হয় নি আপাতত। হলে হয়ত লাইন বাড়বে। আমি/আমার সব কটা জুনিঅর ( এট্টু হাল্কা বুলি কত্তে হয়েচেল- তাপ্পর আমায় মরাল সাপোট দিতে এসে হগ্গলে নিয়েই নিল)আর কিচু ডোমেস্টিক ছাড়া কাউকে ত্রিসীমানায় দেক্লুম না। আসছে হপ্তা গেলে স্টাট দিতে পার্বো। আমাদের জিপি দেওয়া শুরু কল্লে আমার মাইয়াটাকে দেওয়াব- তার মায়ে পোটেস্ট না কল্লে।
  • d | 117.195.37.174 | ১৩ নভেম্বর ২০০৯ ২৩:২২416248
  • পরশুদিন কাগজে দেখলাম, মুম্বাই পুণেতে যাঁরা সোয়াইন ফ্লু'তে মারা গেছেন, তাঁদের একটা বড় অংশের নাকি H1N1 নেগেটিভ এসেছিল, তাই ট্যামিফ্লু দেওয়া হয় নি।
  • Jay | 90.209.141.179 | ২৬ নভেম্বর ২০০৯ ০২:৫২416249
  • মেয়ের আজ থেকে ট্যামিফ্লু শুরু হল। সে তো উৎকট তেতো। ক্যাপসুল ভেঙ্গে চকোলেট সিরাপের সঙ্গে মিশিয়ে সিরিঞ্জে ভরে কোনক্রমে মুখে ঠুসে দিচ্ছি। টেস্ট করে নি। সিম্পটম শুনেই বলছে তো সোয়াইন ফ্লুর কমপ্লিকেশন।কাল একেবারে খাওয়ানো যাচ্ছিল না, ভীষণ খিটখিটে ছিল। আজ অনেক বেশী চনমনে। খাচ্ছেও- মানে চেষ্টাটা আছে/ বমিও আছে। আজ একটু নোজব্লিড হল- হোপ আর হবে না। আমার মনে হয় না সোয়াইন ফ্লু, হলেও কমপ্লিকেটেড নয়। দেখি। অকুপেশনাল হেল্‌থ নেক্সট হপ্তা পর্যন্ত ক্লিনিক্যাল কাজ করতে না বলেছে। থিয়েটারে অবিশ্যি যাব- মাস্ক থাকে তো। হাত কামড়াচ্ছি সময় মতো কেন ভ্যাক্সিনটা দেওয়ালাম না!
  • Sayantan | 159.53.46.141 | ২৬ নভেম্বর ২০০৯ ০২:৫৮416250
  • ছোটটার জন্য অনেক আদর রইল। ও তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে।
  • nyara | 209.131.62.113 | ২৬ নভেম্বর ২০০৯ ০৩:২২416251
  • ট্যামিফ্লু কি OTC না প্রেসক্রিপশন ড্রাগ? Infant/Children/Adult আলাদা আলাদা পাওয়া যায়? কিনে রাখব কিনা ভাবছি। ফ্লু সিম্পটম দেখা দিলেই এক দাগ খাইয়ে দেব।
  • Du | 70.104.17.180 | ২৬ নভেম্বর ২০০৯ ০৩:৩১416252
  • প্রেসক্রিপশন, কিন্তু বললে প্রিভেন্টিভ হিসেবেও লিখে দেয় এখানে।

    জয়, খারাপ লাগলো শুনে। ভালো হয়ে উঠুক একদম তাড়াতাড়ি।
  • Sayantan | 159.53.46.141 | ২৬ নভেম্বর ২০০৯ ০৩:৩৮416253
  • ন্যাড়াদা, কোথায় একটা পড়েছিলাম, যে কোনও ফু'তে ট্যামিফ্লু দিলে যদি সেটা সো:ফ্লু না হয় তো ইন কেস অফ সো:ফ্লু (টাচ উড) ট্যামিফ্লু আর কাজ করে না।
    তাই প্রিভেন্টিভ মেজার হিসেবে ভ্যাকসিনটা মেকস সেন্স। ইন এনি কেস, ট্যামিফ্লু দেবার আগে ফিজিশিয়ানের সাথে কনসাল্টেশন মাস্ট।
    আগবাড়িয়ে এসব বলে গেলাম, কিছু মনে করবেন না।
  • Sayantan | 159.53.46.141 | ২৬ নভেম্বর ২০০৯ ০৩:৩৯416254
  • ** যে কোনও ফ্লু'তে
  • Jay | 90.209.141.179 | ২৬ নভেম্বর ২০০৯ ০৪:১২416255
  • সবাইকে থ্যান্‌কু।
    ট্যামিফ্লু ( জেনেরিক ওসেল্টামিভির) একটা ব্রড স্পেক্ট্রাম য়ান্টিভান্টিভাইরাল। ইনফ্লুএঞ্জা ভাইরাসের (শুধুই h1n1 নয়) বংশ বৃদ্ধিতে (সেল সাইকেলের একটা স্টেজে) বাধা দেয়। কাজেই ট্রিটমেন্ট/ সিম্পটম প্রিভেনশনে কাজ করা উচিৎ।
    আমাদের এখানে OTC নয়। ফোন করে একটা অথরাইজেশন কোড দেয়। ঐটা নিয়ে ফ্লু সেন্টারে গেলে ওষুধ দেয়।
    দুটো স্ট্রেন্থে পাওয়া যায় 30 আর 45mg। বডি ওয়েট ধরে।
    15kg হলে 30 mg দিনে দুইবার 5দিন। 25kg পর্যন্ত45mg40kg পর্যন্ত ঐভাবে 60mg। বড়দের 75mg
  • Binary | 70.64.19.80 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:০৯416256
  • আমাদের এখানে তো সোয়াইন ফ্লু-র টীকা দিচ্ছে। স্কুলে স্কুলে, আপিশে আপিশে। যারা অপিশে যায় না তাদের পাব্লিক ক্লিনিকে। বিনি পয়সায়। ওবামার দেশে দিচ্চে না ?
  • nyara | 24.4.99.4 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:২১416257
  • ওবামার দেশেও দিচ্ছে, কিন্তু যত পরিমাণে ভ্যাক্সিন তৈরী করে বাজারে ছাড়া যাবে ভাবা গেছিল, সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না। কাজেই হাইরিস্ক গ্রুপকে অগ্রাধিকার দিচ্ছে। পোয়াতি মহিলা, বাচ্চাদের যাদের ডায়াবিটিস ধরণের রোগ আছে তারা হাই রিস্ক ক্যাটেগরিতে পড়ছে। আজকেই আমার মেয়েদের ডাক্তারের আপিশে ফোন করে জানলাম ভ্যাক্সিন ফুরিয়েছে। এলে খবর করবেন। তবে এলেও মেয়েরা পাবে কিনা জানিনা। অগত্যা কাউন্টির পাব্লিক ক্লিনিকে গিয়ে সারাদিন দাঁড়িয়ে থেকে ভ্যাক্সিন দেওয়াতে হবে।
  • Binary | 70.64.19.80 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:২৮416259
  • ও: তাইলে এখানকার অবস্থা ভাল, হাইরিস্ক গ্রুপ গত হপ্তায় পুরো কভার্ড। ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের স্কুলেই দিয়ে দিয়েছে। বড়দের আপিশে না হলে পাব্লিক। আমাদের অপিশে যেমন শুক্কুরবার দেবে।
  • nyara | 24.4.99.4 | ২৬ নভেম্বর ২০০৯ ১০:৪৫416260
  • একষট্টি মিলিয়ন বেরিয়েছে এখনও। দেড়শ মিলিয়নের জায়গায়। ক্যানাডায় তো দশ হাজার হলেই কাজ চলে যায়। বাকি লোক তো সব উত্তর মেরুর কাছে। H1N1 ভাইরাসই সেখানে ঠান্ডায় অক্কা পায়।
  • tkn | 122.161.164.139 | ২৬ নভেম্বর ২০০৯ ১৬:৪৬416261
  • জয়, আজ কেমন আছে মেয়ে?
  • d | 117.195.32.158 | ২৬ নভেম্বর ২০০৯ ১৮:৫৭416262
  • মেয়ে কেমন আছে জয়?
  • m | 173.26.17.106 | ২৬ নভেম্বর ২০০৯ ২০:৩৫416263
  • জয় মেয়ে এখন কেমন?
  • Jay | 90.209.141.179 | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:৪৯416264
  • মেয়ে অনেক ভালো আজ। মনে হয় না হাসপাতালে নিতে হবে। হোপফুলি। সবার শুভেচ্ছায়। থ্যাঙ্কু।
  • dri | 117.194.230.66 | ১১ ডিসেম্বর ২০০৯ ২২:৪৪416265
  • জয়ের মেয়ের খবরটা এই প্রথম দেখলাম। নিয়মিত গুরু চেক করা হচ্ছেনা, তাই একটা থ্রেড ভেসে উঠে ডুবে গেলে সব সময় টের পাই না। মেয়ের এক্সপোজার হল কিকরে? আপনার মেয়ে তো খুবই ছোট। ডে কেয়ারে যায় নাকি?
  • a x | 76.247.246.200 | ১১ ডিসেম্বর ২০০৯ ২২:৫৬416267
  • আমাদের এখানেও হাই রিস্ক গ্রুপ মানে যারা পেশেন্টের ডিরেক্ট কন্টাক্টে আসে, তাদের দিয়ে গত দুই সপ্তাহ ধরে বাকি সবাইকে অফার করছে। কিন্তুক এখনও চেনা কাউকে পাইনি নিয়েছে বলে।
  • dri | 117.194.230.66 | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৪416268
  • আমি ইওরোপে একজন প্র্যাকটিসিং ডাক্তারের সাথে কথা বল্লাম। ও এখনও পর্য্যন্ত ৭০-৮০ জন পেশেন্ট দেখেছে। বলছে ট্যামিফ্লুতে হলেও খুব সামান্য লাভ হয়। মানে ট্যামিফ্লু না দিলে যেটা পাঁচদিনে সারত, সেটা চারদিনে সারছে। তবে জ্বর ক'দিনে সারবে সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তিন থেকে সাত দিনের মধ্যে, ৯০% কেসে। অন্যদিকে রয়েছে ট্যামিফ্লুর সম্ভাব্য কুফল। গিয়াঁ বারে সিনড্রোম হতে পারে। তবে পপুলেশানের পার্সেন্টেজ হিসেবে রিস্ক গ্রুপ খুবই ছোট।

    কিন্তু সেভাবে ভাবতে গেলে সোয়াইন ফ্লুতে ফেটালিটি রেটও পপুলেশানের পার্সেন্টেজ হিসেবে খুবই ছোট।
  • dri | 117.194.230.66 | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৮416270
  • এছাড়াও আমার একটা থিওরি আছে। থিওরির চেয়েও বলা উচিৎ সন্দেহ। ভ্যাকসিনেসানই হল রোগ ছড়ানোর মেথড। যাকে দেওয়া হল তার হয়ত অল্প জ্বর হয়েই ব্যাপারটা চুকে গেল। কিন্তু সে অন্য সুস্থ লোকের কন্ট্যাক্টে এলে অন্য লোক ইনফেক্টেড হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন