এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 117.195.32.96 | ০৩ আগস্ট ২০০৯ ২৩:০৫416307
  • পুণেতে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আমাদের আপিসের একজনেরও সন্দেহ করা হচ্ছে। অফিসে কি সতর্কতা! বাপস!! সমস্ত রেস্ট রুম থেকে যাবতীয় তোয়ালে সরিয়ে নিয়েছে। আমাদের মেল করেছে হাঁচিকাশি হলেই যেন অ্যাডমিনকে জানাই। ওরা এসে খোলা ট্র্যাশক্যান বদলে ঢাকনি দেওয়া ক্যান দিয়ে যাবে। এমনকি আশেপাশের কারো হাঁচিকাশি হচ্ছে দেখলেও যেন দায়িত্ব নিয়ে খবর দিয়ে দিই।
  • Ishan | 12.163.39.254 | ০৪ আগস্ট ২০০৯ ০১:২৩416308
  • সোয়াইন ফ্লু হলে কি হয় এখনও বুঝতে পারিনি। প্রথমে জ্বর হয়, তারপরে সেরে যায়। বাড়াবাড়ি হলে লোকে মরেও যেতে পারে। এ তো সব অসুখেই সত্য, এই ফুলু টা নতুন কি?
  • dri | 117.194.227.214 | ০৫ আগস্ট ২০০৯ ২৩:০৩416310
  • আম্রিকার হোমল্যান্ড সিকিউরিটির জ্যানেট নাপোলিটানো বললেন, হেমন্তে ফ্লু খুব চড়বে, http://www.delmarvanow.com/article/20090804/NEWS01/90804032। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি ফ্লু নিয়ে বিবৃতি দিচ্ছে ক্যানো?!

    হোয়াট ইজ দিস সোয়াইন ফ্লু অল অ্যাবাউট?
  • dri | 117.194.227.214 | ০৫ আগস্ট ২০০৯ ২৩:১৭416311
  • ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পর্য্যন্ত ট্যামিফ্লুর বিজ্ঞাপণ দিচ্ছেন। http://timesofindia.indiatimes.com/news/india/First-swine-flu-death-in-India/articleshow/4854006.cms। ট্যামিফ্লু কি এত ভালো? এত সারে ট্যামিফ্লুতে।

    কেন যেতে হবে গভর্মেন্ট হাসপাতালে? প্রাইভেট নার্সিং হোম চলবে না? কেসটা কি? মানুষ জানবেই বা কিকরে কার সোয়াইন ফ্লু হয়েছে?

    এখন কি হাঁচি হলেই সোয়াইন ফ্লু টেস্ট করা হচ্ছে?
  • Du | 65.124.26.7 | ০৫ আগস্ট ২০০৯ ২৩:৩১416312
  • আমার ছেলের ফ্লু হয়েছিল ভয়ানক। ঐ দেখে আমি বুঝেছিলাম এদেশে ফ্লু নিয়ে কেন এত হৈচৈ প্রতি বছর। ট্যামিফ্লু খেয়ে সে ঘুমোলো - তারপর উঠে ছোট বাচ্চারা যেমন হয় তেমনই অ্যাক্টিভ হয়ে গেল পুরো সুস্থ না হলেও। তখন ট্যামিফ্লু সবে বেরিয়েছে। ড: বললেন ২৪ ঘন্টার মধ্যে এসেছি বলেই এটা দেয়া গেল।
    আম্রিকার কথা জানিনা কিন্তু আমাদের মত দেশে কোটি কোটি দুর্বল বাচ্চার মধ্যে যেখানে এমনি ইনফ্লুয়েঞ্জাই ঘাতক হয়ে ওঠে সেখানে জিনিষ যে কি রূপ নেবে জানিনা। পুণের খবর পড়ে তাই কেমন একটা ভয় ভয় ভাব হচ্ছেই।

  • dri | 117.194.228.107 | ০৫ আগস্ট ২০০৯ ২৩:৩২416313
  • হু বলল, সোয়াইন ফ্লুতে এখনও পর্য্যন্ত ১১৫৪ জন মারা গেছে সারা পৃথিবীতে। http://www.presstv.ir/detail.aspx?id=102580§ionid=3510210। প্লিজ প্যানিক করুন।

    এদিকে সেন্টার ফর ডিজিজ ক®¾ট্রালের ওয়েবসাইট থেকে পাচ্ছি, বছরে প্রায় ৩৬০০০ আম্রিকান রেগুলার ফ্লুতে মারা যান। http://www.cdc.gov/flu/about/disease/us_flu-related_deaths.htm। সি এন এনের রিপোর্ট অনুযায়ী এবছর আম্রিকায় অলরেডি ১৩০০০ মানুষ রেগুলার ফ্লুতে মারা গেছেন। http://edition.cnn.com/2009/HEALTH/04/28/regular.flu/index.html

    তবে সোয়াইন ফ্লু নিয়ে কেন এত হাইপ। ইজ দেয়ার আ পারপাস?
  • dri | 117.194.228.107 | ০৫ আগস্ট ২০০৯ ২৩:৪৭416314
  • ভয় আমারো করছে। তবে সেটা কনস্প্রেটোরিয়াল ভয়।
  • dri | 117.194.228.235 | ০৬ আগস্ট ২০০৯ ২৩:১০416317
  • যা:। অনেক ফেনিয়ে ফেনিয়ে আমি পরে কখনো এই নিউজটা ভাঙব ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি বিতশোকবাবু সব বিফোর টাইম ফাঁস করে দিলেন। এই নিউজটা কেউ মন দিয়ে পড়লেন?

    ফ্লু ভ্যাক্সিনের মধ্যে লাইভ বার্ড ফ্লু ভাইরাস গুঁজে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল ব্যাক্সটার। আজ নয়। সেই ফেব্রুয়ারী মাসে। মানে মেক্সিকোতে সোয়াইন ফ্লুর মড়ক লাগার আগেই।

    এ কি শুধু একটি কেয়ারলেস মিসটেক? স্লিপ অফ টং?
  • dri | 117.194.227.80 | ০৯ আগস্ট ২০০৯ ০৯:৫১416318
  • ওকে, আরেকটা ক্লু।

    গত মাসের মাঝে সোয়াইন ফ্লু ভ্যাকসিন মেকারদের লিগাল ইমিউনিটি দেওয়া হল। টীকা নিয়ে যদি কারো কোন সমস্যা হয় তাহলে আদালতে যেতে পারবে না! http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hjdCHrP82YTFser5vD6CzTK1az6wD99GH8580

    কেন?!
  • I | 59.93.178.179 | ১০ আগস্ট ২০০৯ ১২:৩৮416319
  • UK-তে ফোনে ও ইন্টারনেটে হ১ ন১ ডায়াগনোজ্‌ড হচ্ছে। জাস্ট বেসড অন সিম্পটমস। আর ফ্লু বাডি বাড়ি বাড়ি ওষুধ বয়ে এনে দিচ্ছে। জিপির কাছে যেতে বারণ কচ্ছে। একেই এত চাপ !

    ট্যামিফ্লু-বেচুদের জয়জয়কার। ওদিকে আম্রিগায় অলরেডি রেজিস্ট্যান্স তৈরী হচ্ছে।
    ঝাগ্গে, বীরভোগ্যা বসুন্ধরা!! আমরা ভেবে কর্বো কী?
  • lcm | 69.236.191.36 | ১০ আগস্ট ২০০৯ ১৩:৩৩416320
  • এই সুযোগে আমার সাম্প্রতিক অভিজ্ঞতা শেয়ার করি। গত শনিবার রাত থেকে একটু কেমন লাগছিল, রবিবার সকালে মাথা ভারী, গা-হাত-পায়ে সামান্য ব্যাথা - এসব তোয়াক্কা না করে বিকেলে শহর/সমুদ্রতটে বেরিয়ে এলাম। সোমবার সকালে মাথা বেশ ভারী, অফিসে যাব না ঠিক করেছি। ডাক্তারের কাছে যাবার এখন দরকার নেই, আরো দু-একদিন দেখি- এরকম ভাবছি। এমন সময়, অফিস থেকে "ক" এর ফোন। খ -এর নাকি h1n1 হয়েছে, আমরা সকলে মিলে (আমি, ক, খ এবং গ) গত সপ্তাহে বার্কলে-তে খেতে গিয়েছিলাম, সুতরাং, খ সবাইকে জানিয়ে দিতে বলেছে। আমারো কি এই ভিসা রোগ (H1 + N1) হল নাকি? গেলাম ডাক্তারের কাছে। প্রেসার থেকে পিত্ত সব মেপে বললেন সেরকম কিছু মনে হচ্ছে না। আরো বললেন যে এমনি ফ্লু-তেই এ দেশে প্রতি বছর প্রায় ৫০,০০০ লোক মারা যায়, এই সোয়াইন ফ্লু নিয়ে এত মাতামাতির কিছু নেই। দু-তিন দিন রেস্ট নাও, এই বলে, একটা কাগজে ছুটি মঞ্জুরের অনুমতি লিখে দিলেন। ছুটির কথা শুনে এমনিতেই আমার কি রকম ফুরফুরে লাগতে আরম্ভ করল, মাথা কি রকম হাল্কা হয়ে গেল। টামিফ্লু বলে একটু অষুধ লিখে দিলেন। আমি মিনমিন করে বললাম, ইয়ে একবার h1n1 আছে কিনা টেস্ট করে দেখলন না। বললেন, বলছ? অফিসে হয়েছে বলছ? ঠিক আছে, টেস্ট করিয়ে নাও। এই বলে নাকের মধ্যে ইয়া লম্বা শলাকা ঢুকিয়ে nose swab স্যাম্পেল নিল, বার চারেক, আর, প্রত্যেকবার আমি ইয়া হ্যঁচ্চো হেঁচে দিলাম। এক দিন লাগবে রেজাল্ট আসতে।
    ডাক্তারের কাছ থেকে বেরিয়ে, গ্রোসারি স্টোরে মেডিসিন সেকশনে টামিফ্লু আর খুঁজে পাই না। ভেবেছিলাম ওভার দ্য কাউন্টার ড্রাগ বুঝি। ফার্মসিস্ট-কে গিয়ে জিগ্গেস করাতে, প্রেসকিপ্‌শন চাইল। তারপর বলে কি না, ১৫০ ডলার। ১০ টা ট্যাবলেট। ফ্লু-র অষুধের এত দাম! এই তো গত বছর-ও দেখলাম ফ্লু-শট ফ্রিতে দিচ্ছে, আর এই ট্যাবলেট ... । এদিকে ১০টা নিতে হবে। যাই হোক ইনসিওরেন্স কার্ড দেখিয়ে ৪০ ডলারে হল। বাড়িতে বৌ শুনে অ্যানালিসিসে বসল - বার্কেলে-র ঐ দোকানে বিরিয়ানি খেয়ে তোমাদের এই হাল হল... নিশ্চয়ই কেউ এসেছিল... ছড়িয়েছে। আমি এই সুযোগে সব দোষ বিরিয়ানি-র ওপর পাচার করে দিলাম... আর ঐ মুখো হচ্ছি না... ইত্যাদি শপথ নিলাম। বাড়িতে সেন্সর্ড আবহাওয়া। নো স্পর্শ, ঘন ঘন হাত ধোয়া ইত্যাদি। টেস্ট রেজাল্ট যদি পজিটিভ আসে, কে জানে।
    পরের দিন, ক এর সাথে ফোনে কথা হল। আসল গল্প শুনলাম। অসুখ নাকি হয়েছে ঘ-এর। খ-এর শরীর খারাপ লাগছিল, ফ্লু সিম্পটম, খ ডাক্তারের অফিসে ফোন করে জানায় যে শরীর ভাল লাগছে না, আর কলিগের h1n1 হয়েছে- এই শুনে খ-এর ডাক্তার অফিস ফোনে বলে দেয় যে খ-এর হয়ত h1n1 ধরেছে, বাড়িতে থাকো, কোথায় যেও না.. ইত্যাদি। এদিকে ঘ-এর ও আসলে কোনো টেস্ট হয় নি। ঘ-এর শ্বশুরমশাই-এর টেস্ট হয়েছে, এবং, h1n1 ধরা পড়েছে। কিন্তু, খ এবং ঘ-এর ডাক্তারের অফিস ডেকে ভালো করে টেস্ট করল না কেন। কিছু হেল্‌থ কেয়ার প্রোভাইডার নাকি বিশেষ টেস্ট করছে না, ফোনেই বলে দিচ্ছে কি করতে হবে, কারণ hmo-র কি সব চক্কর আছে, টেস্ট করলেই এই দামী অষুধ দিতে হবে, এসেট্রা...
    পরের দিন, নিজেই গিয়ে রিপোর্ট নিলাম। নার্স বলল, ভয়ের কিছু নেই, টেস্ট নেগেটিভ। রিপোর্ট খুলে h1n1 বা সোয়াইন ফ্লু খুঁজে পাই না। তখন বোঝালেন, influenza type A হল গিয়ে h1n1। এক অসুখের এত নাম! মহা কনফিউশন।
    টামি ফ্লু-র অষুধ নিয়ে গুগল করে তো দেখি, এতো roche-এর গ্যাঁড়াকল মনে হচ্ছে, এই বাজারে দু পয়সা তুলে নেবার ধান্ধা। তার ওপর আবার টইপত্তরে লিংকে ভয়ংকর সব তথ্য দেখ্‌লাম, পিল দিয়েই নাকি বডিতে ভাইরাস ঢোকানো হচ্ছে। দুটো পিল খেয়ে বন্ধ করে দিয়েছি। ঠিকই আছি এখনও। এর মধ্যে এই সপ্তাহে একদিন আমি এবং ক/খ/গ খেতে গেছিলাম। যা বুঝলাম, আমাদের কারোরই পুরো h1n1 রোগ হয় নি, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা সিম্পটম দেখা গেছে। যেমন, কারো মাথা ব্যাথা, কারো জ্বর, কারো ডায়েরিয়া...। আমারা সিদ্ধান্তে এলাম যে আমাদের এক এক জনের যথাক্রমে H, 1, N, এবং 1... হয়েছে।
  • dri | 117.194.226.218 | ১০ আগস্ট ২০০৯ ২২:০৬416321
  • ২০০৫ সালে হু 'প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স' নামে একটা ডকুমেন্ট তৈরী করে। ইন্টারেস্ট থাকলে সেটায় একবার হালকা করে চোখ বোলাতে পারেন। http://www.who.int/csr/disease/influenza/PIPGuidance09.pdf। দেখবেন এটা এমন ভাবে লেখা যেন লেখকরা ঠিক এখন যেমন ঘটছে সেরকম একটা সিনারিওর কথা ভেবেছেন। অ্যালার্ট লেভেল ওয়ান টু সিক্স। কোন স্টেজে কি করতে হবে সেই নিয়ে নানা রেকমেন্ডেশান রয়েছে। যেটা লক্ষ্যণীয়, যত হায়ার স্টেজে যাবে, তত নেশান স্টেট হুর কথা বেশী বেশী করে শুনবে (এবং সভার্নিটি হারাবে)। এখন যেন এই ডকুমেন্টের প্রফেসি ফুলফিল্ড হচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং। এবং অড।
  • Du | 65.124.26.7 | ১০ আগস্ট ২০০৯ ২২:২৬416322
  • সে কি ?!! আমার তো ফেব্রুয়ারীতে টাইপ এ ফ্লু হয়েছিল !
    ভাগ্যে জানতাম না যে এই সেই সোয়াইন ফ্লু। এখন শরীরটা কেমন খারাপ লাগছে ।
  • dri | 117.194.232.118 | ১০ আগস্ট ২০০৯ ২২:৫৩416323
  • টাইপ এ ফ্লু মানেই সোয়াইন ফ্লু নয়। টাইপ এ হলে তখন আবার স্পেশাল টেস্ট করে সোয়াইন ফ্লু কনফার্ম করতে হয়।

    আর দ্বিতীয় কথা। সোয়াইন ফ্লু হলেই কিন্তু মৃত্যু অনিবার্য্য নয়। জয়ের দেওয়া স্ট্যাট্‌স ঠিক হলে ১০০০ জনের মধ্যে ৯৯৯ জনই বাঁচে। মরার হলে সাধারণ ফ্লুতেই মরা যায়।

    আর অলরেডি যদি বেঁচে গিয়ে থাকেন তাহলে তো আপনি সারভাইভার। ভয়ের কিছু নেই। বিদ্যুৎ চমকানিটা দেখতে পেয়ে গেলে আর ভয় নেই। ঐ বাজ আর আপনার মাথায় পড়বে না।
  • Du | 65.124.26.7 | ১০ আগস্ট ২০০৯ ২৩:৩২416324
  • একটু ড্রামা করলাম দ্রি:)) । সেই যে সাপের কামড় খেয়ে দিব্বি ছিল জানতে পেরে মুখ দিয়ে ফেনা উঠলো সেইরকম আর কি :)
  • Binary | 198.169.6.50 | ১১ আগস্ট ২০০৯ ০১:৪২416325
  • পুনা আর অন্যান্য শহরে ঝপাঝপ মানুষ মরছে শুনে, আমারা খুব ঘাবড়ে আছি। আবার দেখলাম প্লেন থেকে সর্দি নিয়ে দেশে নামলেই নাকি ধরে বেলেঘাটার আইডি-তে পাঠিয়ে দিচ্ছে। আমাদের আবার ডিসেম্বরে দেশে যাওয়ার কথা। তো কানাডা-তে এত হইচই নেই। তবে শুনলাম নাকি শীত পড়লে আবার সোয়াইন ফ্লু বাড়বে। থুড়ি এখানে সোয়াইন ফ্লু বলা বাড়ন, বলতে হবে ,' এইচ-ওয়ান-এন-ওয়ান, সর্বদা।

    যাউগ্গা, কানাডাতে প্রতি বছর শীতের শুরুতে আর গরমের শুরুতে বিনি পয়সায় ফ্লু সট দেয়। তো, এখন বলছে, নর্মাল ফ্লু সটে H1N1 কোনো কাজ দেবে না। H1N1 এর নাকি আলাদা ভ্যাক্সিন আসছে, সেপ্টেম্বর- অক্টোবর -এ নাকি ক্লিনিকাল টেস্টিং হবে, আর নভেম্বর থেকে ইমিউনাইজেশন শুরু হবে। ইমিউনাইজেশ-ন হবে সরকারি খরচে।
  • d | 117.195.33.156 | ১১ আগস্ট ২০০৯ ০৮:১৮416328
  • আগামীকাল আমার H1N1 এর রেজাল্ট আসবে। উচ্চমাধ্যমিকের রেজাল্টের আগেও এমন উত্তেজনা বোধ হয় নি। আমি অবশ্য বলে এসেছি পজিটিভ হলেও হাসপাতালে ভর্তি হব না।
  • Du | 72.64.111.182 | ১১ আগস্ট ২০০৯ ০৮:৫৭416329
  • সে কি , কবে জ্বর এলো?
  • Arpan | 122.252.231.12 | ১১ আগস্ট ২০০৯ ০৯:৪৩416330
  • মেয়েকে স্কুল পাঠানো বন্ধ করলাম। মেয়ের স্কুলের পাশের স্কুলে (রায়ান) H1N1 পজিটিভ বেরিয়েছে।
  • Arpan | 122.252.231.12 | ১১ আগস্ট ২০০৯ ০৯:৪৪416331
  • ভারতে প্রাইভেট ল্যাবগুলিতে টেস্টের অনুমতি দেবে। কন্সপিরেসি জাঁকিয়ে বসছে?
  • dipu | 207.179.11.216 | ১১ আগস্ট ২০০৯ ০৯:৪৮416332
  • আপিসে দুটো লোক মুখে রুমাল বেঁধে ঘুরছে।
  • Blank | 203.99.212.224 | ১১ আগস্ট ২০০৯ ১১:৪৯416333

  • RECOGNIZE SWINE FLU SYMPTOMS! PROTECT YOURSELF!

    High-risk groups
    oChildren below 5 years
    oPersons above 65 years
    oHIV-infected persons
    oDiabetic patients
    oPregnant women
    oPatients with history of Lung & Heart diseases
    oObese persons

    Warning signs for children
    oTroubled or abnormal breathing
    oBluish skin color
    oLessened intake of water/fluids
    oFever with rash
    oFlu-like symptoms recede, but return with fever and worsened cough

    Warning signs for adults
    oDifficulty in breathing or shortness of breath
    oPain/pressure in chest/abdomen
    oSudden dizziness
    oSevere or persistent vomiting

  • dri | 117.194.224.68 | ১১ আগস্ট ২০০৯ ২০:৩৪416334
  • জাঁকিয়ে বসছে না?

    অনুমতি!? কে অনুমতি দেবে? ভারত সরকার? হু? আমার অসুখ হয়েছে। আমি যেখানে খুশী গিয়ে টেস্ট করাব। 'অনুমতির' ব্যাপারটা কি?
  • dri | 117.194.224.68 | ১১ আগস্ট ২০০৯ ২০:৩৯416336
  • আচ্ছা এই ব্যাপারে জয় বা ইন্দো বা অন্য কোন নীরব ডাক্তারবাবুর কোন কমেন্ট আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন