এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.227.121 | ১৮ আগস্ট ২০০৯ ০০:০৮416138
  • এ এক্স এক জায়গায় নোট করেছিলেন যে সোয়াইন ফ্লু ইয়াং হেল্‌দি অ্যাডাল্ট মারা যাওয়ার রিপোর্ট হয়েছিল মেক্সিকোতে। এই সেম ক্যারাকটারিস্টিক ছিল ১৯১৮ র স্প্যানিশ ফ্লুর। এস্টিমেটেড ২০ থেকে ৫০ মিলিয়ান মানুষ মারা গেছিল।

    ইতিহাস কি রিপিট করে?
  • Arpan | 122.252.231.12 | ১৮ আগস্ট ২০০৯ ০০:১০416139
  • র‌্যাশন কার্ড লাস্ট সেঞ্চুরি কা সিম্বল হ্যায়। আভি নেহি চলেগা। ইস সেঞ্চুরি মে উসকে বদলে মে সবকো বায়োমেট্রিক কার্ড দিয়া যায়গা। :-)
  • Arpan | 122.252.231.12 | ১৮ আগস্ট ২০০৯ ০০:১১416140
  • লিজিয়ে, আপকা ফেবারিট টপিক লা দিয়া।
  • dri | 117.194.227.41 | ১৮ আগস্ট ২০০৯ ০০:১৩416141
  • দ্যার য়্যু গো বাডি! চলেগা! খুব চলেগা!
  • Arpan | 122.252.231.12 | ১৮ আগস্ট ২০০৯ ০০:২২416142
  • দশহাজারকে দশহাজার মনে করতে আপত্তি নাই। হাজার বা চার হাজারকে দশহাজার মনে করার ঘোর আপত্তি আছে। পুরো ভর্তুকি পেলেও। সঙ্গত কারণেই আপত্তিটা আসে।
  • bitoshok | 128.101.220.108 | ১৮ আগস্ট ২০০৯ ০২:৪৩416144
  • আর হেলথ মিনিস্ট্রি থেকে বলেছিলো -- 'না' বলবার খরচা ৫০০০ টাকা, 'হ্যাঁ' হলে ১০০০০। রিয়েল টাইম পিসিআর টেস্ট কিটের দাম দেখছি ৩০০ ডলার। RSL কোন কোম্পানির কিট ইউজ করবে?
  • bitoshok | 128.101.220.108 | ১৮ আগস্ট ২০০৯ ০২:৪৬416145
  • * ২০০ থেকে ৩০০ ডলার
  • bubu | 218.186.12.247 | ১৮ আগস্ট ২০০৯ ১৮:৪৪416146
  • কানাঘুষো শোনা .....

    Sure cure for H1N1 : slap the guy who wears that funny mask and scares people.

    Remember to wash your hand afterwards.

  • dri | 117.194.224.39 | ১৮ আগস্ট ২০০৯ ২২:৫৯416148
  • ভ্যাকসিন কাকে প্রথমে দেওয়া হবে? একটা টার্গেট গ্রুপ হেল্‌থ প্র্যাকটিশানার। ইউ কের নার্সদের মধ্যে ১৫০০ স্টাফের সার্ভেতে পাওয়া গেল যে, ৩৭% টীকা নিতে রাজি, ৩০% রাজি নয়, আর ৩৩% মনস্থির করেনি। যারা নেবে না তাদের মধ্যে ৬০% সেফটি নিয়ে চিন্তিত, ৩১% মনে করে সোয়াইন ফ্লু অত কিছু বিপজ্জনক নয়, ৯% মনে করে টীকা নেওয়ার সময় তাদের নেই। http://www.timesonline.co.uk/tol/news/uk/health/Swine_flu/article6799297.ece

    কী আশ্চর্য্য! যারা নেবে বলেছে তারা কেন নেবে সে কথা জিজ্ঞেস করে নি কেন?

    এই রিপোর্টে আরো একটা কথা আছে। নার্সদের মধ্যে সাতজনে একজন রেগুলার ফ্লুয়ের টীকা নেয়। হা গিলগামেশ! হা করিণা কাপুর! স্বাস্থ্য বিভাগে কাজ করে মোটে এই স্বাস্থ্যসচেতনতা? ছ্যাছ্যা!
  • a x | 143.111.22.23 | ১৮ আগস্ট ২০০৯ ২৩:০৮416149
  • ডাক্তাররা কিরম সিগারেট ফোঁকে দেখেন নি?
  • dri | 117.194.224.39 | ১৮ আগস্ট ২০০৯ ২৩:১২416150
  • হ্যাঁ। এ ব্যাপারে আমার কিউরিওসিটি ছিল। কত পার্সেন্ট ডাক্তার টীকা নেন। মিডিয়ায় শুধু নার্স আর নার্স। ডাক্তারের কথা কেহ তো বলেনা।

    আর ইওরোপিয়ান রাজপরিবারের কত পার্সেন্ট টীকা নেন।
  • dri | 117.194.224.39 | ১৮ আগস্ট ২০০৯ ২৩:৪৬416151
  • ১৯৭৭ সালে উগান্ডার ম্বারারায় পোলিও ভ্যাকসিন নিয়ে এক মাসে ৬০০ বাচ্চা মারা গেছিল।

    অ্যাক্সিডেন্ট?
  • dri | 117.194.224.39 | ১৯ আগস্ট ২০০৯ ০০:০২416152
  • আচ্ছা, হিউম্যান কোরায়নিক গোনাডোট্রপিন। এটা কি বস্তু?

    জানি ফ্লু থেকে আমরা একটু দুরে সরে যাচ্ছি। কিন্তু স্টিল।
  • dri | 117.194.234.191 | ১৯ আগস্ট ২০০৯ ২১:২২416154
  • ইউ এস পেটেন্ট ৫৭৩৩৫৫৩। এই কোরায়নিক গোনাডোট্রপিন দিয়ে নাকি বার্থ ক®¾ট্রাল ভ্যাকসিন তৈরী করা যায়! ইমিউনোক¾ট্রাসেপশানে একটি পাথব্রেকিং কাজ। এই অতি প্রয়োজনীয় প্রেগনেন্সি হর্মোন গোনাডোট্রপিনের অ্যান্টিবডি তৈরী করার জন্য অল্প মাত্রায় শরীরে ঢোকাতে হবে ছুঁচ ফুটিয়ে। http://www.freepatentsonline.com/5733553.html

    এ তো ইউজেনিস্টদের স্বপ্ন।
  • a x | 143.111.22.23 | ১৯ আগস্ট ২০০৯ ২২:১১416155
  • এতে তো মহিলারা খালি প্রেগন্যান্ট হবেন না। পুরুষেরা তো দিব্যি এদিক ওদিক জিন ছড়াতে পারবেন। ইউজেনিস্টরা কি হাফাহাফি ক®¾ট্রাল করতে চান?
  • dri | 117.194.234.26 | ১৯ আগস্ট ২০০৯ ২৩:০০416156
  • :-))।

    এ তো সেই 'মুসলমানরা চারটে বিয়ে করে, তাই মুসলমানদের বেশী পপুলেশান'এর মত কথা হল। ছেলে মেয়ের রেশিও যদি মোটামুটি সেম থাকে, কোন কালচারে চারটে বিয়ে আর কোন কালচারে আটটা তাই দিয়ে কি পপুলেশানের গ্রোথ ডিটার্মিন্‌ড হয়? একজন চারটে বিয়ে করলে অন্য কেউ বিয়ে করছে না। সেক্স রেশিও তো আর ১:৪ নয়। পপুলেশানে ক'জন প্রজননক্ষম মেয়ে আছে সেটাই ম্যাটার। পপুলেশান গ্রোথের ক্ষেত্রে।

    আইডিয়াটা হল, একটা পপুলেশানে যদি কিছু ফ্র্যাকশান স্টেরিলাইজ করা যায়, তাহলে গ্রোথ কমবে। ইউজেনিস্টরা নারী পুরুষের সেক্সুয়াল ইকুয়াল অপর্চুনিটি নিয়ে আদৌ ভাবিত নয়।
  • dri | 117.194.231.76 | ১৯ আগস্ট ২০০৯ ২৩:০৯416157
  • সে যাগ্গে। একটু একটু করে কনস্পিরেসিতে আসা যাক।

    ১৯৯৪ এ এই পেটেন্ট ফাইল্ড হল। ১৯৯৫ সালেই ফিলিপিন্সে স্ক্যান্ডাল উঠল, ইউনিসেফ নাকি টিটেনাস ভ্যাকসিনে স্টেরিলাইজিং এইচ সি জি (গোনাডোট্রপিন) মিশিয়ে দিচ্ছে। ঐ ভ্যাকসিনেশানের এগেনস্টে কোর্টের হল্ট অর্ডার হয়েছিল। পরে ২০০৪ নাইজিরিয়ায় এই একই ধরণের শোরগোল ওঠে। http://www.lifesitenews.com/ldn/2004/mar/04031101.html
  • dri | 117.194.231.76 | ১৯ আগস্ট ২০০৯ ২৩:৫৩416159
  • আচ্ছা এইটা কি কেস? ফ্লু আউটব্রেকের সেকেন্ড রাউন্ডে ইংল্যান্ডে নাকি কবর শর্ট পড়বে। কবরের শর্টফল ঠেকাতে নাকি কমিউনিটি গ্রেভের আইডিয়া ফ্লোট করা হয়েছে একটি ৫৯ পাতা ডকুমেন্টে। http://www.thisislondon.co.uk/standard/article-23734116-details/Mass+graves+could+be+used+in+autumn+bout+of+swine+flu/article.do

    মিডিয়ায় একটা কনস্ট্যান্ট ফিয়ার ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি। একটা কথা বুঝতে পারি না। নেকস্ট আউটব্রেকে কতজন মরবে সেটা এখন থেকে এরা বুঝছে কি করে? কোন পেপার টেপার আছে এইসব প্রেডিক্ট করার? কোন মডেল টডেল?

    হু ও বলেছে এই সেকেন্ড রাউন্ড সোয়াইন ফ্লুর কথা, http://www.sbs.com.au/news/article/1017242/WHO-warns-of-second-wave-of-swine-flu

    হু আরো বলেছে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ (২ বিলিয়ান) নাকি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হবে। http://www.voanews.com/english/2009-07-28-voa44.cfm। এই ধরণের প্রেডিকশান করার কি কোন রকম টুল আছে? নাকি জাস্ট জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর মত কেস? কিন্তু আন্দাজে এরকম একটা প্রেডিকশান পাবলিকলি করা কি উচিৎ?

    মানে হু কি এমন কিছু জানে যা আমরা জানি না?
  • a x | 143.111.22.23 | ২০ আগস্ট ২০০৯ ০০:২৪416160
  • ওহ্‌ তাহলে ইউজেনিস্টরা অনেক কিছুই জানেন না। তাঁরা জানেন না যে পপুলেশনের একটা ফ্রাকশন স্টেরিলাইজ করলে সেই পপুলেশনের জেনেটিক ক্যারেক্টার প্রোপোর্শনেটলি পৃথিবী থেকে মুছে যাবেনা।

    তারা এও জানেনা যে এই অ্যান্টিবডির টাইটার কত তাড়াতাড়ি পড়ে যায়। অর্থাৎ এটা পার্মানেন্ট নয়।
  • Du | 65.124.26.7 | ২০ আগস্ট ২০০৯ ০০:৪৬416162
  • এই প্রজননক্ষমতা হ্রাস টা কি একটু পপুলার প্যানিক বাটন? পোলিও টীকা দিতে না করার লোকেরাও এইটাই বলে। সব কিছু যখন জানিনা তখন বাক্স থেকেই দেখছি - কিন্তু বাচ্চা যেমন অ্যাডাপ্ট করা যায় - পোলিও আক্রান্ত জীবনে -একটা সুস্থ শরীর তো ধারে পাওয়া যাবেনা।
  • dri | 117.194.227.236 | ২০ আগস্ট ২০০৯ ০০:৪৬416161
  • প্রথমটা ওরা জানেন। জেনেটিক ক্যারাকটারিস্টিক মুছে দেওয়া যে অত সোজা নয় ওরা ভালোই জানেন। (এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করে সেটা বেশ টের পেয়েছেন)। রিফর‌্যাফের পপুলেশান যা হতে পারত তার চেয়ে কম করতে পারলেই তারা কিছুটা আনন্দ পান। অতয়েব পার্শিয়াল সাকসেসও সাকসেস।

    আর দ্বিতীয়টা তো কতটা কি সেটা জোর দিইয়ে বলা যায় না। সবে একটা পেটেন্ট হল। এক্ষুনি কি বলে দেওয়া যায়, এটা কতটা এফেক্টিভ, কত দিন ধরে এফেক্টিভ, আদৌ এফেক্টিভ কিনা। সত্যিকারের স্টেরিলাইজ করতে গেলে কত ঘন ঘন ছুঁচ ফোটাতে হবে। সেইসব জানার জন্যই তো এত এক্সপেরিমেন্ট।

    তবে আপনি যদি মনে করেন এই পেটেন্টটি একেবারেই ফালতু, তাহলে একটা পেপার লিখে ফেলতে পারেন।
  • Du | 65.124.26.7 | ২০ আগস্ট ২০০৯ ০১:০৬416163
  • মানে ধর্মের অ্যাঙ্গেল থেকে যারা না করে - মৌলবী ইত্যাদিরা।
  • dri | 117.194.224.100 | ২০ আগস্ট ২০০৯ ০১:১১416164
  • না। পপুলার প্যানিক বাট্‌নের থেকেও বেশী পপুলার টীকা নেওয়া। :-)। ক্লিয়ারলি। আর এও ঠিক টীকার সব স্যাম্পলে স্টেরিলাইজিং এজেন্ট নাও থাকতে পারে। টীকার যে ব্যাপক অ্যাক্সেপ্টেন্স আজ আছে, টীকার প্রত্যেকটা স্যাম্পলে নানা রকম খারাপ জিনিষ মেশালে সেটা হতে পারত না। ব্যাপক বিশ্বাস অর্জন করতে ভালো মালের পার্সেন্টেজ বেশী রাখতে হয়। কিন্তু আজ টীকার যে একটা 'নিতেই-হবে' স্টেটাস হয়েছে সেটাই ভয়ের সবচেয়ে বড় কারণ। সো মাচ সো যে একটা পাবলিক হেল্‌থ ইমার্জেন্সির সময় সরকার টীকা ম্যানডেটারি করতে পারে। http://fas.org/sgp/crs/RS21414.pdf

    আর সুস্থ শরীর ধারের ব্যাপারে -- উগান্ডার উদাহরণ আগেই দিয়েছি। আর এই রিসেন্ট নাইজিরিয়ার খবরটি দেখুন। পোলিও টীকা দেওয়ার পর পোলিওর কেস বাড়ল নাইজিরিয়ায়। একদম রিসেন্ট খবর। শুরুতেই লেখা আছে কেউকেউ (কনস্পিরেসিস্টরা) মনে করেন টীকা থেকেই এটা হয়েছে। কিন্তু এ পির অপিশিয়াল ভার্সান হল, ভাইরাস মিউটেট করেছে বলে। http://www.abcactionnews.com/news/world/story/Polio-surge-in-Nigeria-after-vaccine-virus-mutates/ozh-8C-cJEKJOQuvp4l7Qg.cspx

    ফাইনালি, মানুষ যা বিশ্বাস করে কমফর্টেব্‌ল হয় তাই বিশ্বাস করে। কিন্তু ডেটা অনেক কথা বলে। কি কথা বলে সেটা বোঝার জন্য ডেটাগুলোর দিকে তাকাতে হবে। এবং এও ঠিক, আরো ডেটার জন্য ওয়েট করতে হবে।
  • a x | 143.111.22.23 | ২০ আগস্ট ২০০৯ ০১:১২416165
  • পেটেন্ট তো বার্থ ক®¾ট্রালের জন্য! বার্থ ক®¾ট্রাল পার্মানেন্ট হতে হবে কেন?! এখনও যে বার্থ ক®¾ট্রাল পিল গুলো আছে, সেগুলো তো সবই হর্মোন বেসড্‌! বরঞ্চ এই পার্টিকুলার কেসে সেফটি নিয়ে কথা উঠতে পারে।

    আর দ্রি কি কনস্পিরেসি থিওরিতে একটু খোঁচা দিলে ক্ষুন্ন হয়ে পড়ছেন, তাইলে তো ক্লাসিক কনস্পিরেসি অ্যাডিকশন কেস মশাই!
  • a x | 143.111.22.23 | ২০ আগস্ট ২০০৯ ০১:২২416166
  • বাই দ্য ওয়ে, আপনি কিন্তু নিজের দেওয়া লিংকগুলোই মোটে ভালো করে পড়ছেন না :-) এটা তো "সবে" একটা পেটেন্ট হলনা।

    এটা দেখাচ্ছে ১৯৯৪ এ ফাইল করা। পাব্লিকেশনটা ১৯৯৮।
  • dri | 117.194.224.230 | ২০ আগস্ট ২০০৯ ০১:৩০416167
  • পেটেন্ট বার্থ ক®¾ট্রাল ভ্যাকসিনের জন্য। কত ঘন ঘন ভ্যাকসিন নিতে হবে সেটা একটু একটু করে বার করতে হবে। করছেও। এখন একটা ভ্যাকসিন যদি পিলের মত ঘনঘন নিতে হয় তাহলে সেটাকে ভ্যাকসিন বলা যাবে কি? জানি না। মনে হয়না মানুষ প্রতি মাসে একবার করে ভ্যাকসিন নিতে রাজি হবে। সুতরাং এফেক্টটা আরেকটু বেশীদিন স্থায়ী হওয়া দরকার। আবার অন্যদিকে প্রতি সিজ্‌নে ফ্লু শট নিতেও মানুষকে অভ্যস্ত করে ফেলা হচ্ছে।

    তবে অ্যাডিক্‌শান আছে। একথা সত্য। কারো গুরুতে অ্যাডিক্‌শান, কারো কনস্পিরেসিতে, কারো সিগ্রেটে। দু একটা অ্যাডিক্‌শান অ্যালাওড। তবে ক্ষুণ্নর কোন প্রশ্ন ওঠে না। ব্যাস, বাউন্সার দিলে হুক করতে হয়। দিল্‌ পে লেবেন না, গ্লাভ্‌সে লিন, প্যাডে লিন।
  • rimi | 168.26.215.135 | ২০ আগস্ট ২০০৯ ০১:৩১416168
  • হা:হা:হা: কনস্পিরেসি অ্যাডিকশনটা ব্যপক :-)))))
  • dri | 117.194.225.213 | ২০ আগস্ট ২০০৯ ০১:৩২416170
  • :-)। পড়েছি, পড়েছি। আমিই আগের একটা মেলে লিখেছি ৯৪ র পেটেন্ট। এই ধরণের জিনিষের লং টার্ম এফেক্ট দেখতে সময় লাগে। এমন কিছু পুরোনো হয়ে যায় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন