এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 117.195.38.179 | ১৭ অক্টোবর ২০০৯ ১২:৪৭416205
  • কাল গুচ'র এক ডাক্তারের সাথে টক কিউই সহযোগে কিছু কিঞ্চিৎ ভাট হল। তো, সে বলল ডাক্তাররা নাকি নভেম্বর ডিসেম্বর মাসে সোয়াইন ফ্লুয়ের আরেকটা বড় ওয়েভ এক্সপেক্ট করছে।

    দ্রি কইইইইইই?
  • dri | 117.194.235.218 | ২৫ অক্টোবর ২০০৯ ০০:৪২416206
  • কত নাটকই তো হয়ে গেল সোয়াইন ফ্লুকে ঘিরে, এই ক'দিনে।

    জার্মানীতে সোয়াইন ফ্লু ভ্যাকসিন নিয়ে পাবলিক ক্যাঁওম্যাঁও। শোনা যাচ্ছে নাকি, গম্মেন্ট অফিশিয়াল আর মিলিটারীরা নাকি একটা ভালো সেফ ভার্শান অফ ভ্যাকসিন পাবে। আর আম জনতা পাবে একটা অ্যাডিটিভ মেশানো সেকেন্ড ক্লাস ভ্যাকসিন। http://www.spiegel.de/international/germany/0,1518,656028,00.html। ১৯শে অক্টোবর।

    ইন্ডিয়াতেও সেকেন্ড ওয়েভ সোয়াইন ফ্লু শুরু হয়েছে, মাইল্ড ভাবেই। http://economictimes.indiatimes.com/news/politics/nation/Five-swine-flu-deaths-take-Indias-toll-to-420/articleshow/5143167.cms। ২০শে অক্টোবর।

    বৃটিশ গরমেন্টের হিসেবে সোয়াইন ফ্লুর কেস দ্বিগুণ হল ইংল্যান্ডে। http://www.bloomberg.com/apps/news?pid=20601124&sid=a3qGcqTm4Igc। ২২শে অক্টোবর।

    ল'স্যুটের চাপে পড়ে ম্যান্ডেটারি ভ্যাকসিনেসানের দাবী তুলে নিল নিউ ইয়র্ক স্টেট তাদের হেল্‌থ ওয়ার্কারদের ওপর থেকে। http://www.cnn.com/2009/HEALTH/10/23/new.york.flu.vaccine/। ২৩শে অক্টোবর।

    কিন্তু এক্ষুনি, একটু আগে, ওবামা আম্রিকায় সোয়াইন ফ্লুকে একটি ন্যাশানাল এমার্জেন্সি ঘোষনা করলেন! http://news.yahoo.com/s/ap/20091024/ap_on_go_pr_wh/us_obama_swine_flu
  • Jay | 194.176.105.36 | ০৪ নভেম্বর ২০০৯ ২৩:৫০416211
  • প্যান্ডেমরিক্স নিলুম। H1N1 উর্ফ প্যান্ডেমিক ইনফ্লুএন্‌জা ভ্যাক্সিন। অন্য হাতে পাতি ফুলু ভ্যাক্সিন। ব্যথা- তবু ছুটি দিল না। কুল কুল করে ঘামলাম- তবু না। আমায় একটু ফ্যাকাসে দেখাচ্ছিল কি? যা কেলেকুষ্টি কিচুই বোজা যায় না- হালা!
  • dri | 117.194.231.163 | ০৪ নভেম্বর ২০০৯ ২৩:৫৮416212
  • জয়, আপনার ফ্লু শট কি ডাগ্‌তার হিসেবে? ইউকেতে কি ডাগ্‌তারদের নিতেই হবে বলেছে? সবাই কি নিচ্ছে? আমার পরিচিত একজন ফিনল্যান্ডের ডাগ্‌তার নিয়ে একদিন খুব জ্বরে ভুগে এখন সেরে গেছে। আপনার ফ্যামিলিকে কি নিতে হচ্ছে?

    এদিকে নিউ ইয়র্কে তো শুনছি হেল্‌থ প্র্যাকটিশানাররা ফ্লু শট নিতে না চাইলে চাকরী থেকে বরখাস্ত করা হবে বলে ভয় দেখানো হচ্ছে।
  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ০০:১৩416213
  • এদিকে এত্ত এত্ত বেশি বেশি লোক এখেনে ( সাধারণ) ফ্লু শট নিয়েছে যে, দু'দিন আগে দেখি এই মেল:

    Due to overwhelming demand for the seasonal influenza vaccine, the NIH must suspend the immunization effort, effective today, Friday, October 30.

    We sincerely apologize to those employees who anticipated receiving a vaccination but were unable. We ordered the most flu vaccine ever for our immunization program, but demand was unprecedented. The Occupational Medical Services has already administered a record number of doses this year (over 10,000).

    Those still in need of immunization should check with their personal healthcare providers and other public venues. In the event your physician is also out of the seasonal flu vaccine, the Office of Research Services and the Clinical Center Hospital Epidemiology Service have created a resource to help you find providers in your area that still have flu vaccine or FluMist available. To start your search, visit the "Community Resources" section of the Foil the Flu website at: http://foiltheflu.nih.gov/communityResources.htm


    একদিকে নাকি লোকে চাইছে না, আর অন্যদিকে চাইছে কিন্তু পাচ্ছে না। কী কান্ড !

  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০০:২১416215
  • অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল স্কেয়ার্সিটি ক্রিয়েট করতে পারলে অনেকেই শট নিতে দৌড়বে। একটা পার্সেপশান তৈরী হবে যে সবাই বুঝি শট নিচ্ছে।
  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ০০:৩২416216
  • আর্টিফিসিয়াল ? হুম। ওদিকে আমি নিজে শট নিতে গিয়ে দেখে এলুম , গুচ্ছ গুচ্ছ লোকে শট নিচ্ছে। :)
  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০০:৩৯416217
  • গুচ্ছ, গুছ, হুম। দেখতে হবে পার্সেন্টেজ অফ পপুলেশানের কত।

    এনিওয়ে, আপনার কি কোন সিমটম হল? গা জ্বরজ্বর, গলা খুশখুশ, বা অন্য কিছু? নির্ভয়ে রিপোর্ট করুন।
  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০০:৪৬416218
  • যারা এই ফ্লু নাটকের আর্কিটেক্ট, সেই সি এফ আরের স্পীকারদের মুখ থেকেই শুনুন, কিকরে শর্টেজ ক্রিয়েট করে মানুষকে ফ্লু শটে লাইন আপ করাতে হয়।


  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:০২416219
  • হ্যাঁ, হাল্কা হাল্কা শরীর ঢিসঢিসানি হয়েছিল তো, আধ বেলা। প্রতিবার নিলেই হয়। টেডভ্যাক নিলে আরো হয়।
    ওরা বলেই দিয়েছিল, এটা হতে পারে।
    আধবেলার ঐটুকুনি ম্যাজম্যাজনির পর দিব্বি আছি।

    আর জয় ডাক্তার তো আজ বল্লেন। নৈলে ঐ ফ্যাকাশে হয়ে যাবার ব্যাপারটা ঠিক নোটিশ করতুম।
  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:০৮416220
  • ওরে বাবারে, টেটভ্যাক তো বিষ। কিন্তু এইটা নর্মাল ফ্লু শটের চেয়ে একটু কড়া। না? নর্মাল ফ্লু শটটা তো জাস্ট মশার কামড়ের মত। এইসব ম্যাজম্যাজানি, গ্যাঁজগ্যাঁজানি হয় না।

    আমার আরো রিয়েল এক্সপিরিয়েন্সের ডেটা চাই।
  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:১৭416221
  • আমি তো নর্ম্যাল শটের কথাই বলছি।
    আর টেটভ্যাক বিষ বোলে তো ? নিলে ব্যথা হয় বলে ধনুষ্টঙ্কারে ( অপেক্ষাকৃত কম ব্যথায় ?) মরা প্রেফার করবো ?
  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:২০416222
  • মানে, আপনি যেটা নিলেন সেটা রেগুলার ফ্লু শট, না h1n1 ফ্লু শট?
  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:২২416223
  • H1N1 না। সিজনাল ফ্লু ভ্যাকসিন। ঐ মেলট যেটা কোট করলাম, লেখা আছে তো।।
  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:২৬416224
  • অহ্‌। তা'লে তো দুধেভাতে। জয় ডাগ্‌তার কিন্তু h1n1 শট হজম করেছেন।
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৩৪416226
  • ফুলুর একেবারে হাতে গরম অভিজ্ঞতা। হয়েছে আমার ছেলের। চার বছর বয়স, অতএব হাই রিস্ক গ্রুপে পড়ে। তবুও জুজুর ভয়ে শট দেওয়াই নি। কিন্তু অসুস্থ হবার পরে মনে হল দিলেই ভালো হত। সে এমনিতে বেশ শক্তপোক্ত, গত বছর ডিসেম্বরে তার শেষবার অসুখ করেছিল। কিন্তু এইচ১এন১ যে কত বড় জুজু তা টের পেলাম। এর আগে তার দুবার এমনি ফুলু হয়েছে, আমাদের তো ছোটো থেকেই প্রতি বছর ফুলু হওয়া একেবারে নিয়ম ছিল। কিন্তু শুধুমাত্র জ্বরে এইরকম অসুস্থ হতে কাউকে দেখি নাই। যে ছেলে গত বছর ডিসেম্বরেও ১০৩ জ্বর নিয়েও সমানে বক বক করেছে, জ্বর ১০০-তে নামতেই তড়াক করে লাফ দিয়ে উঠে বসেছে, সেই ছেলে ৯৯ জ্বর নামলেও চোখ খুলে তাকাতে পারছিল না, ডাকলে সাড়া দিচ্ছিল না। শেষকালে হাত পা হলুদ হয়ে যেতে শুরু করায় আমরা ঊর্দ্ধশ্বাসে হাসপাতালে ছুটলাম। সেখানেই টাইপ এ ফুলু পসিটিভ এল। ডাক্তার তো যথাসাধ্য ভয় দেখিয়ে ট্যামি ফ্লু প্রেস্ক্রিপশন করে দিলেন। কিন্তু সারা শহরের একটা ফার্মেসিতেও বাচ্চাদের ট্যামি ফ্লু পাওয়া গেল না। সব শেষ। আবার নতুন অর্ডার দিয়ে আনাতে অন্তত একদিন সময় লাগবে। কি ভয়ংকর চক্রান্ত!!! দশ বারোটা ফার্মেসি ঘোরার পরে এক দোকানদার বড়দের ট্যামি ফ্লু গুঁড়ো করে কোনোমতে বানিয়ে দিল। সেই বিকট স্বাদের ওষুধ খাওয়াতে প্রাণ বেরিয়ে গেছে। যাই হোক, ট্যামি ফ্লুর দুই ডোজ পড়তেই এইচ১এন১ এর দফা ঠান্ডা হল।
    হ্যাঁ, ট্যামি ফ্লুরই কৃতিত্ব। কেননা সাম্পানের বন্ধুরও কিছুদিন আগে ফুলু হয়েছিল, তার ডাক্তার, ঘটনাচক্রে যিনি ভারতীয়, "সোয়াইন ফ্লুর টেস্ট লাগবে না" বলে পরম আত্মবিশ্বাসে একখানি সাধারণ অ্যান্টিবায়োটিক ঠুকে দিয়েছিলেন। এইচ১এন১ এ যেমন হয়, প্রথমে জ্বর নেমে গেল, তারপর দ্বিগুণ বেগে ফিরে এল, সঙ্গে বীভৎস কাশি, এবং হ্যালুসিনেশন। এইবার ডাক্তার ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ট্যামি ফ্লু দিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছিল। সেই ছেলে পুরো তিন সপ্তাহ ভুগেছিল। জ্বর শুরু হবার প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্যামি ফ্লু পড়লে খুব ভালো কাজ হয় - সাম্পানের ডাক্তারের বক্তব্য।

    যাই হোক, সবকিছুরই ভালো দিক আছে। সোয়াইন ফুলুর জুজুর ভয়ে লোকজন এমনই কাত যে আমার পর্যন্ত সাত খুন মাপ। ইস্কুলে যেতে টেতে হচ্ছে না, তাই গুরুতে নিজের "মূল্যবাণ" সব মতামত জানানোর সুযোগ পাচ্ছি। :-))))

    সোয়াইন ফুলুর চক্রান্তকারীরা জিন্দাবাদ।

    ভালো কথা, আমার বন্ধুবান্ধবের ছেলেপুলেরা অনেকেই এইচ১এন১ শট নিয়েও দিব্বি সুস্থ অবস্থায় বেঁচে বর্তে আছে। এমনকি সাম্পানের যে বন্ধুর সোয়াইন ফ্লু হয়েছিল, তার ডাক্তারও শট বাজারে আসার সঙ্গে সঙ্গে তাকে দুই রকমেরই ফ্লু শট দিয়ে দিয়েছেন। সাবধানের মার না রাখার জন্যে।
  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৪২416227
  • অনেক মূল্যবান তথ্য পাওয়া গেল। আচ্ছা, এই যে সাম্পানের সোয়াইন ফ্লু হল, এটা নিশ্চয়ই স্কুল থেকে এনেছে। ওর এই ফ্লু লাগার আগে ওর কোন বন্ধু কি সোয়াইন ফ্লু শট নিয়েছিল?
  • Sayantan | 159.53.46.141 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৪৯416228
  • রিমিদি, সাম্পান এখন কেমন আছে?
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৫০416229
  • দ্রি, সেটা জানি না। ওর যে বন্ধুর কথা লিখেছি সে ওর স্কুলের বন্ধু নয়, তার সঙ্গে তার ফ্লু শট নেবার পরে দেখাও হয় নি। সাম্পানের ফ্লু হয় ওর স্কুল থেকে এসেছে, নয়ত জিম থেকে। এই দুই জায়গায় কোনো বাচ্চা শট নিয়েছে কিনা জানা নেই।
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৫২416230
  • সাম্পান এখন ভালো আছে। মানে জ্বর নেই। সামান্য কাশি আছে। তবে খুব দুর্বল। এই সপ্তাহটা ও বাড়িতেই থাকবে, কারণ সেকেন্ডারি ইনফেকশনের ভয় আছে।
  • dri | 117.194.231.163 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৫৪416231
  • আশা করছি এখন সাম্পান সুস্থ। কদিন হল সুস্থ হয়েছে। আপনাদের দুজনের কোন সিমটম নেই তো? মানে জিনিষটা কতটা ছোঁয়াচে বোঝার চেষ্টা করছি।

    রেগুলার ফ্লুর কেসে দেখেছি মেয়ের হলে সাধারণত বাড়িসুদ্ধ সবার হয়।
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০২:০৪416232
  • দ্রি, সাম্পানের শনিবার রাত থেকে জ্বর শুরু হয়েছিল। রবিবার বাড়াবাড়ি হল, ১০২ জ্বর উঠল। ঐদিনই বিকেলে ওষুধ পড়ল। সোমবার সারাদিন ৯৮-৯৯ জ্বর ছিল। কাল থেকে জ্বর একেবারেই নেই।

    আমাদের এখনও পর্যন্ত খানিক গলা খুসখুস ছাড়া আর কিছু হয় নি। তবে ইনকিবেশন পিরিয়ড এখনো কাটে নি, সিডিসির তথ্য অনুযায়ী।

    সাম্পানের যে বন্ধুর কথা লিখেছি, তার বাবা মা এবং অ্যাজমাতে ভোগা দিদিমা - কারুরই কিছু হয় নি।

    আমার এক ছাত্রের হয়েছিল, তাকে হসপিটালাইজড হতে হয়েছিল, তার প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল। এখন সে ভালো আছে। তবে আমেরিকানদের আমি বিশ্বাস করি না :-((
  • Du | 65.124.26.7 | ০৫ নভেম্বর ২০০৯ ০২:২০416233
  • দ্রি, যে ফ্লুই হোক, প্রবল হাতধোয়া জারি রাখলে সবার হবে না।
    রিমি, এই ফ্লু টেস্ট না করে অ্যান্টিবায়োটিক দেবার জন্য আমার ছেলে প্রচন্ড ভুগেছিল গত শীতে, একই রকম ভাবে।
  • a x | 76.247.246.200 | ০৫ নভেম্বর ২০০৯ ০২:৩৮416234
  • সাম্পানের হাত পা হলুদ হয়ে গেছিল লিখলে রিমি, এমনি ফ্লুতেও ওর এরকম হয়?
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০২:৫২416235
  • অক্ষ না ওর কোনোদিনই এরকম হাত পা হলুদ হয় নি। শুধু হাত পা নয় চোখের কোণও হলুদ হয়ে গেছিল। তাই দেখেই আমরা ভয় পেয়েছিলাম। সোয়াইন ফ্লুর কথা মাথাতেও আসে নি, ভেবেছিলাম হেপাটাইটিস গোছের কিছু হল কি না। সেই চোখের হলুদ শেষ পর্যন্ত লাল হয়ে গেল, এখনও লাল ভাব আছে অল্প অল্প। শুধু তাই না, এমনি ফ্লুতে বমি টমি হয় না, কিন্তু এই ফ্লুতে বেশ কয়েকবার বমি হয়েছে, সাম্পানেরো, ওর বন্ধুরও।
  • a x | 76.247.246.200 | ০৫ নভেম্বর ২০০৯ ০২:৫৯416237
  • আচ্ছা। চিন্তারই ব্যপার, বিশেষ করে ছোট বাচ্চাদের এরম হলে। এখানে ঐ ছোট ছোট হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়, ওগুলো ওদের ব্যাকপ্যাকে ঢুকিয়ে দিলে হয়, কিন্তু এত ছোট, মনেই থাকবেনা এসব করার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন