এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.232.37 | ১৬ আগস্ট ২০০৯ ১০:৫২416105
  • নিউ ইয়র্ক রিসেন্টলি স্টেট রেগুলেশান করেছে যে হেল্‌থ প্রোফেশানালদের জন্য ভ্যাকসিনেশান ম্যান্ডেটারি। নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশান এর প্রতিবাদ করল। http://www.bizjournals.com/buffalo/stories/2009/07/20/daily47.html
  • pi | 72.83.79.85 | ১৬ আগস্ট ২০০৯ ১১:০৬416106
  • গ্ল্যাক্সো টেস্ট করছে না কে বললো ?
    http://www.nypost.com/seven/08142009/news/worldnews/glaxco_to_test_swine_flu_vaccine_184579.htm

    শুধু তাই না, সরকারী ভাবে, মানে National Institute of Health থেকেও ভ্যাকসিন টেস্ট শুরু করা হয়েছে তো।
    আমাদের তো NIAID র ভ্যাকসিন ডিপার্টমেন্ট। সেদিন কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, এই এত কম সময়ে ট্রায়ালের ব্যাপারে।
    এটা খুব আনইউসুয়াল কিন্তু নয়।
    কারণ ভ্যাকসিনের শুধু সেফটি চেক করা হবে, এফিকেসি নয়।
    সেটা কম সময়ে করা যেতেই পারে।
    উপরের লিংকটি দেখুন, সেখানেও এক ই কথা বলছে।

    এখানটা পড়ুন। অনেকটা ক্লিয়ার হতে পারে।
    "For a lot of reasons this is not a typical vaccine trial," says Stephens, whose center is one of the locations of the clinical trials. "Because of the urgency for getting this vaccine approved for public use, we need to hurry ... we're looking mostly for safety data."

    So researchers may not have data on how well the vaccine causes the body to create antibodies for several weeks. But because the vaccine is formulated and manufactured just like the seasonal flu vaccine, they're hoping for and betting on positive results, says Stephens. And, because the vaccine only uses part of the virus — a protein extracted from the virus grown in eggs — people can't get the disease from the vaccine.



  • dri | 117.194.232.37 | ১৬ আগস্ট ২০০৯ ১১:১৭416108
  • নার্সের প্রতিবাদ করার খবরটা ২৪শে জুলাইয়ের।

    ১১ই অগাস্ট ডিস্ট্রিক্ট কোর্ট অফ নিউ জার্সি ম্যান্ডেটারি ভ্যাকসিনেশান বন্ধ করতে ইন্‌জাংশান দিল। http://www.freerepublic.com/focus/news/2313464/posts। অ্যাটর্নি টিম ভটার ফেডারাল গভর্মেন্টের বিরুদ্ধে কেস ঠুকেছিলেন ৩১শে জুলাই। কোর্ট বলেছে মানুষের ইচ্ছের বিরুদ্ধে ভ্যাকসিনেশান দেওয়া যাবে না। দিলে সেটা কনস্টিচিউশানের ফোর্থ অ্যামেন্ডমেন্টের ভায়োলেশান হবে।

    এই রিপোর্টে আছে --

    Vawter charged that the federal government has engaged in gross negligence by failing to properly investigate factual evidence submitted by esteemed medical professions over many years which proves flu vaccines have caused serious damage to people. The CDC has stated that thimerosal mercury is being used in the new flu vaccines being prepared.

    এই এস্টীম্‌ড মেডিক্যাল প্রোফেশানালদের ফ্যাকচুয়াল এভিডেন্সগুলোর কম্পাইলেশান নেটে কোথাও পাওয়া গেলে ভালো হত।

    এই রিপোর্টে আরো একটা তথ্য আছে। ২০০৮ এর ২রা জুলাই ইউ কের টেলিগ্রাফে রিপোর্টেড হয়েছিল পোল্যান্ডে ৩৫০ হোমলেসের ওপর বার্ড ফ্লু ভ্যাকসিন টেস্ট করায় ২১ জন মারা গিয়েছিল। যা এমনিতে ফ্লুর ফেটালিটি রেটের চয়ে অনেক বেশী। http://www.telegraph.co.uk/news/worldnews/europe/poland/2235676/Homeless-people-die-after-bird-flu-vaccine-trial-in-Poland.html
  • dri | 117.194.231.134 | ১৬ আগস্ট ২০০৯ ১১:২৭416109
  • ওকে। হ্যা, আসলে আমার রিপোর্টটা একটু পুরোনো, ৬ই অগাস্টের। এর মাঝে স্যানোফি টেস্টিং শুরু করেছে। আর গ্ল্যাক্সো তো কাল শুরু করল। ইন ফ্যাক্ট ইউ কে ডিক্লেয়ার করেছিল গ্ল্যাক্সোর থেকে নেবে ১৩ই, গ্ল্যাক্সোয় টেস্টিং শুরু হল ১৪ই।

    কিন্তু ব্যাক্সটারের টেস্টিং খবরটা চোখে পড়ল না।
  • pi | 72.83.79.85 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৩৮416111
  • তবে এবারের সোয়াইন ফ্লু ভ্যাকসিনের ফরমুলেশন এক বলছে ক্যানো , এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে।

    আমেরিকাতে এতদিন অব্দি ভ্যাকসিনে অ্যাডজুভেন্ট ( যা ইম্যুন রেসপন্স বুস্ট করতে সাহায্য করে) ব্যবহার ই হয়নি।

    No flu vaccine approved for use in the United States has ever contained an adjuvant.
    কারণটাও বুঝিয়ে দিচ্ছেন বিজ্ঞানীরা।
    "It wasn't felt to be necessary, because the flu vaccines that have been used for decades in this country … were rather broadly protective," said Dr. Anthony Fauci, director of the National Institute of Allergy and Infectious Diseases. "We felt that the immune response of the vaccine was pretty good to begin with."

    সেখানে সোয়াইন ফ্লু র বেলায় বলা হচ্ছে অ্যাডজুভেন্ট লাগতে পারে।
    তবে, প্রাথমিক টেস্ট গুলো ওটা ছড়াই হবে।
    "It's something that we're keeping as a contingency in case we need to use them," Fauci said. "Right now, the main priority is to test the unadjuvanted vaccine."

    সেখানে গ্ল্যাক্সো কিন্তু অ্যাডজুভেন্ট সহ ইটেস্ট করছে।
    http://www.bloomberg.com/apps/news?pid=20601102&sid=a5dGXc.OML_k

    আমেরিকা আর অন্যত্র আলাদা ফরমুলেশনের ট্রায়াল হবে কিনা বুঝছিনা।

    তবে অ্যাডজুভেন্ট ব্যবহার হলেই সেটা খুব ক্ষতিকর বলে কিছু অ্যান্টি-ভ্যাকসিন গ্রুপ যে চেঁচামেচি জুড়েছে ( আমি শিওর, সে লিংক দ্রি দিলেন বলে :)) সেটাও কিন্তু অনেকাংশেই অনৃতভাষণ। ঐ স্কোয়ালিন নামক অ্যাডজুভেন্টটি WHO স্বীকৃত ও বহুকাল ধরে ইউরোপে ব্যবহৃত। সে তথ্যটা ঐ ভ্যাকসিন কনস্পিরেসী থিওরীর প্রবর্তক ও প্রচারকরা অতি সযত্নে এড়িয়ে যান :)।

  • dri | 117.194.233.146 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৩৮416110
  • এখন আর সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে, এটাই অফিশিয়াল এক্সকিউজ। সিফেন্স সেন্টার ফর ভ্যাকসিন ডেভালাপমেন্টে কাজ করেন।

    এরা যদি এতই কনফিডেন্ট নিজেদের ভ্যাকসিন নিয়ে, তাহলে কেন ভ্যাকসিন ম্যানুফ্যাকচারারদের লিগাল ইমিউনিটি দিল? (লিংক আগেই দিয়েছি)
  • dri | 117.194.235.24 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৪৪416112
  • ফ্লু ভ্যাকসিন ব্রডলি প্রোটেক্টিভ হয়েছে তার কোন সলিড এভিডেন্স আছে? মানে ফ্লু ভ্যাকসিন যারা নিয়েছে ভার্সেস নেয়নি তাদের মধ্যে ডিফারেন্স পাওয়া যায়?

    আমি কোনদিন ফ্লু ভ্যাকসিন নিইনি। আপনারা কেউ নিয়ে উপকার পেয়েছেন?
  • pi | 72.83.79.85 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৪৬416113
  • কই দ্রি, ব্যাক্সটার ও ট্রায়াল করছে তো !

    Later this month, Baxter said, it will begin the clinical trial process of its swine flu vaccine that will involve testing 1,000 people.

    "In all countries, decisions to administer the vaccine will be determined by local public health authorities," Baxter said in a statement.

    http://www.chicagotribune.com/business/chi-biz-baxter-swine-flu-aug5,0,5981377.story


    ট্রায়ালে ঘাপলা থাকতে পারে, এনিয়ে কনস্পিরেসি তাও মেনে নেওয়া যায়, কিন্তু ট্রায়াল আদৌ হবে ই না, এতটা কনস্পিরেসি কিন্তু হজম করা একটু চাপ।

    যাগ্গে, শুভরাত্রি, :)

  • pi | 72.83.79.85 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৪৮416115
  • ও, আমার ধারণা আমি নিয়ে উপকার পেয়েছি। আপনি অবিশ্যি বলতেই পারেন বিশ্বাসে মিলায়ে ইত্যাদি :)
  • pi | 72.83.79.85 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৫৩416116
  • আপনি 'ব্রডলি প্রোটেক্টিভ' বলতে কতটা প্রোটেক্টিভ হলে তাকে ব্রড বলেন জানিনা , তবে ৫০-৬০%

    এখানে তো সমস্ত রকম একটা বেশ ব্যালান্সড স্ট্যাট দেওয়া আছে।
    আর তাতে তো দেখা যাচ্ছে, কিছুটা হলেও প্রোটেক্টিভ।

    http://www.vaccineinfo.net/immunization/vaccine/influenza/flu_vaccine_facts.shtml

    এবার সত্যি ঘুমুতে গেলুম। :)

  • pi | 72.83.79.85 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৫৪416117
  • * সমস্ত রকম অ্যাভেলেবেল স্টাডির ডাটা নিয়ে
  • dri | 117.194.235.24 | ১৬ আগস্ট ২০০৯ ১১:৫৯416118
  • ওকে। এই নিউজটাই দরকার ছিল। এখনও ট্রায়াল শুরু হয়নি। করবে লেটার দিস মান্থ। ৫ই অগাস্টের খবর অবশ্য। লেটার দিস মান্থ প্রায় হতে চলল।

    ট্রায়াল করবেই না'টা কনস্পিরেসি থিওরি নয়। তাড়াহুড়ো করে ট্রায়াল করে যাপার্তা একটা প্রডাক্ট বাজারে ছেড়ে তারপর লিগাল ইমিউনিটি নিয়ে শুধু পয়সা করব'টাও যাস্ট মাইল্ড কনস্পিরেসি থিওরি। আসল কনস্পিরেসি থিওরি আছে অ্যাক্সের লিংকে। অক্টোবরের মধ্যে টীকা দেওয়ার এত তাড়াটা কিসের? যখন রেডি হবে তখন টীকা নেব।
  • dri | 117.194.235.24 | ১৬ আগস্ট ২০০৯ ১২:১৮416119
  • পাইদির দেওয়া লিংকে পেলাম এই তথ্য।

    FLU VACCINE WARNING FOR PREGNANT WOMEN
    Please distribute and post so every pregnant woman in America can read this!
    http://www.vaccineinfo.net/issues/flu_vaccine_warning.htm

    (Critical Update 10/25/00 - All three of the flu vaccines for the 2000-2001 season still contain mercury. The CDC has since updated the link referred by my article below - it is no longer valid, but their new answer to the question who is most vulnerable to methyl mercury is much more revealing: "Two groups are most vulnerable to methyl mercury: the fetus and pregnant women. Premature babies are more vulnerable because they tend to be very small and their brain is not as developed as a full term baby") http://www.cdc.gov/nip/vacsafe/concerns/thimerosal/thimerosal.htm.


    কিন্তু আমার দেওয়া অক্টোবরে বৃটেনে ভ্যাকসিনের খবরে আছে

    The first to be immunized will include about 5 million people aged over six months in current seasonal flu risk groups, all pregnant women, contacts of people with compromised immune systems, and about 2 million health and social care workers.

    সব দিক দেখে খুঁটিয়ে একটু স্লোলি এগোলে বেশী ভালো হত। কিরকম মনে হচ্ছে ভ্যাকসিনটা র‌্যাম থ্রু করে দেওয়া হচ্ছে।
  • dri | 117.194.231.49 | ১৬ আগস্ট ২০০৯ ১২:২০416120
  • পাইদির আবার ঘুম কিসের? আপনার তো ২৪/৭ গুরুর জন্য কাজ করার কথা। ফাঁকি মারছেন নাকি?
  • Arpan | 122.252.231.12 | ১৬ আগস্ট ২০০৯ ১২:২৯416121
  • হায় জয়, তুমি আপন পেশা ভুলিয়া গিয়াছ? না হইলে এই সংকটের সময় ফুটবল টইতে দুইছত্র লিখিয়া যাইতে পার, কিন্তু দ্রিসাহেবের ১১ই অগাস্ট ৯:১৮ পি এমের পোস্টের কোন উত্তর নাই?

    জবাব দিন, কমরেড, জবাব চাই।
  • dri | 117.194.231.226 | ১৬ আগস্ট ২০০৯ ১২:৪২416122
  • পাইদির দেওয়া লিংকে লেখকের মধ্যে একটু 'কিন্তু কিন্তু' ভাব লক্ষ্য করছি --

    ... the vaccine is thought to be 50 to 60% effective in preventing hospitalization and pneumonia ...

    থট টু বি কেন? এটা কি আন্দাজে বলা? যাই হোক। এটাকে ট্রু যদি ধরেও নিই, তাহলেও এই স্ট্যাট হবে যদি বিজ্ঞানীরা সেই সিজ্‌নের ফ্লু স্ট্রেনগুলো সঠিকভাবে গেস করতে পারেন। না পারলে আরো খারাপ। সঠিকভাবে গেস করার রেট কেমন? ওভার দা লাস্ট টুয়েন্টি ইয়ার্স? এই নিয়ে ইনফো আছে কিছু?

    আর ৫০% মোর এফেক্টিভ মানেটা এই এইরকম? টীকা না নিলে যদি ১০০ জনের মধ্যে দুজন হস্পিটালাইজ্‌ড হত, তাহলে টীকা নিলে ১০০ জনের মধ্যে মধ্যে ১ জন হস্পিটালাইজ্‌ড হবে? এইরকম কেসটা?
  • dri | 117.194.227.253 | ১৬ আগস্ট ২০০৯ ১২:৪৪416123
  • না রিয়েলি। জয়কে শুধু আমার প্রশ্নের জবাবই দিতে হবে কেন? নিজে থেকেও তো কিছু বলা যায়। এ ব্যাপারে শুধু জয়কে খুঁচিয়ে ইন্দোকে না খোঁচানটাও পার্শিয়ালিটি করা হবে। হোয়াই আর অল দা তাবড় ডক্টর্স সাইলেন্ট?
  • dri | 117.194.232.240 | ১৬ আগস্ট ২০০৯ ২৩:১৫416124
  • ওক্কে। এবার একটু ইতিহাস হয়ে যাক?

    ১৯৭৬ সালের ১৫ই ফেব্রুয়ারীতে ফোর্ট ডিক্স, নিউ জার্সিতে এক সৈন্য অসুস্থ হয়ে মারা যায়। দু সপ্তাহ পর হেল্‌থ অফিশিয়ালরা জানায় সৈন্যটি সোয়াইন ফ্লুতে মারা গেছে। প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড সিদ্ধান্ত নেন সমস্ত আমেরিকাবাসীকে ভ্যাক্সিনেট করতে হবে। টীকা দেওয়ার প্রসেসটি একটি মেজর ফিয়াস্কোতে পরিণত হয়। টীকা নিয়ে ২৫ জন মারা যান এবং ৫০০ টি জুলিয়ান বারে সিনড্রোম (জিবিএস) রিপোর্টেড হয়। পাবলিক প্রেশারে মাঝপথে টীকা দেওয়া থামানো হয়।

    আসল ফ্লুতে অবশ্য মারা গেছিল ১ জন, হস্পিটালাইজ্‌ড হয়েছিল ১৩ জন।

    তখন সিডিসির ডিরেক্টার ছিলেন ড: ডেভিড সেন্সার। তিনি বলেছিলেন, 'দেয়ার আর গুড থিংস অ্যান্ড ব্যাড থিংস অ্যাবাউট ইট। পিপ্‌ল হ্যাভ টু মেক সায়েন্স দা প্রায়োরিটি। দে হ্যাভ টু রিলাই অন সায়েন্স রাদার দ্যান পলিটিক্স।' পুরো ঘটনার শেষে তাঁকে ফায়ার করা হয়েছিল।

    উইকি, http://en.wikipedia.org/wiki/1976_swine_flu_outbreak

    এপ্রিল ২৬, ২০০৯ এর রিপোর্ট, http://healthandsurvival.com/2009/04/26/swine-flu-vaccine-of-1976-more-harm-than-good/
  • dri | 117.194.231.21 | ১৬ আগস্ট ২০০৯ ২৩:২১416126
  • গতকাল ডেইলি মেলে একটা স্টোরি বেরিয়েছে যে তাদের কাছে নাকি গভর্মেন্ট এবং সিনিয়ার নিউরোলজিস্টের মধ্যে চালাচালি হওয়া কনফিডেন্সিয়াল চিঠি এসে পড়েছে। তাতে নাকি বলা হয়েছে যে জিবিএসের কেস বাড়তে পারে। সেজন্য নিউরোলজিস্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুরো স্টোরিতে আছে ১৯৭৬ এর ছায়া। http://www.dailymail.co.uk/news/article-1206807/Swine-flu-jab-link-killer-nerve-disease-Leaked-letter-reveals-concern-neurologists-25-deaths-America.html
  • d | 117.195.33.50 | ১৬ আগস্ট ২০০৯ ২৩:২৩416127
  • ও দ্রি, এখানে ডাক্তাররা বলছে যে ভ্যাক্সিনের তেমন দরকার হবে নি। ভারতের মাঅনুষজনকে ফুলুতে তেমন কাবু করতে পারেনে। এই আর মাসখানেক দেড়েকের মধ্যেই নিকি মানুষের শরীরে সোয়াইন ফ্লুর অ্যান্টিবডি তৈরী হতে শুরু করবে।
  • dri | 117.194.231.21 | ১৬ আগস্ট ২০০৯ ২৩:৩১416128
  • বলছে?

    দেখা যাক। :-)।

    আমার কিন্তু মনে হয় এই সোয়াইন ফ্লু নাটকের এখনও অনেক বাকি আছে। তবে ফ্ল্যাশপয়েন্ট যে পৃথিবীর কোন জায়গাগুলো হবে সেটা পরিস্কার বুঝতে পারছি না। আসলে ভারত তো বেশী পপুলাস জায়গা কিনা। তাই সন্দেহ আমার যায় না। সবই তো মানুষ মারার কল ...
  • dri | 117.194.231.21 | ১৬ আগস্ট ২০০৯ ২৩:৩৬416129
  • মানে আমি যা শুনতে পাচ্ছি, এই যে সোয়াইন ফ্লুর স্ট্রেনটা এখন চলছে তার পারফর্ম্যান্স নাকি খুব একটা ভালো না। মানে যথেষ্ট বেশী মানুষ মরছে না। এরপর নাকি আরেকটু বেশী ডেডলি স্ট্রেনের সোয়াইন ফ্লু ভাইরাস ছাড়া হবে।
  • Jay | 90.217.167.178 | ১৭ আগস্ট ২০০৯ ০২:৪৬416130
  • ছোট্ট করে: ১) লেস্টার সিটি হাসপাতালে প্রায় দুশজনকে ভ্যাক্সিন টেস্ট ডোজ দেওয়া হয়েছে। ২) অক্ষ যা বলেছেন: ফ্লু-র ভাইরাস হরবখত স্ট্রেন চেঞ্জ করে বলে ভ্যাক্সিনের টেস্ট একটা লেভেলে সব সময় চলে। ৩) এগুলো র‌্যান্ডমাইজ্‌ড ক®¾ট্রাল ট্রায়াল নয় ৪) এফেক্টিভিটি বোধহয় সেভাবে দেখা হচ্ছে না (ধরেই নেওয়া হচ্ছে কিছু কাজ হবে- অংক কষে/ প্রোজেকশন আর কি)। ৫)সেফটি (বড় রকমের সাইড এফেক্ট হচ্ছে কিনা) আর ডোজিং (কম না বেশী/ একবার না দুবার)। ৬)NHS থাকার ফুর্তি হল- টেস্ট করতে/ ট্যামিফ্লু পেতে/ ইন্টেন্সিভ থেরাপি পেতে/ ভ্যাক্সিন নিতে পয়সা লাগবে না। ৭) NHSএর অসুবিধা হল- অনেক ডিশিসনই ফিনান্সিয়াল- উদা: টেস্ট না করেই ট্যামিফ্লু খাও। হয়ত বেশী মানুষ কভার করবার জন্যি ছোট ডোজের ভ্যাক্সিন ইউস হবে ৮) ফ্লু প্রতি বচ্ছরই পোচুর বুড়োবুড়ি মারে, কোন কারণে প্যান্ডেমিক হলে তার একটা বাৎসরিক কন্টিনজেন্সি প্ল্যান আমাদের থাকেই, এবার সেটাকেই একটু অদল বদল করে নেওয়া হয়েছে। ৯) পোস্নোটা "আগে থেকে কি করে জানল" না হয়ে হত "আগে থেকে জানতে পারেনি কেন" যদি কিছুই করা হত না ১০) এখন উপদ্রব একটু কমেছে- এডমিশনও; স্কুল ছুটি আছে বলে হয়ত ১১) দ্রিসাহেবের লাস্ট পোস্ট ডিট্টো- তাই অন্য ফ্লুর থেকে এ ফুলু ভুত আলাদা হতি পারে। ১২) সেই নার্শারি রাইমটা - ইনি মিনি মাইনি মো!- বাঘটাকে আর সামলাতে পারছি না। তাই আর পড়ছি না ( না গুরু না জার্নাল) তাই নির্বিকল্প পিছিয়ে পড়ছি/ প্রিমিয়রশিপ- চাম্পিয়নশিপ দেখছি।
  • pi | 128.231.22.89 | ১৭ আগস্ট ২০০৯ ০৮:০৫416131
  • দ্রি, সুস্থ বাচ্চাদের মধ্যে স্টাডি তে কিন্তু ভাইরাস স্ট্রেন ম্যাচ করা বা না করা দুটো ক্ষেত্রেই ভ্যাকসিন দেবার ফল বেশ ভালো। হাজারখানেক বাচ্চাকাচ্চার উপর পরীক্ষার ফল বলছে, এফিকেসি ৯৩ %; আর ঘুরে বেড়ানো ভাইরাস আর ভ্যাকসিনের স্ট্রেইন খাপে খাপ না হলেও ৮৬% এফিকেসি।
    এফিকেসি বলতে ইনফেকশন হয়েছে কি হয়নি।

    এখানে দেখুন।
    http://content.nejm.org/cgi/content/full/338/20/1405

    আর ২২/৭ হতে পারি কিন্তু ২৪/৭ হলে তো সব হিসেবে গন্ডগোল হয়ে যাবে :)
  • Arpan | 65.194.243.232 | ১৭ আগস্ট ২০০৯ ১৪:৪৮416132
  • নিচের লিংকদুটি দেখুন। প্রশ্ন রাখা হয়েছিল H1N1 টেস্ট কি এত ব্যায়বহুল যেমনটি দাবি করা হয়েছে? সরকারের তরফ থেকে বলা হয়েছে একএকটি স্যাম্পল টেস্ট করতে নাকি ১০০০০ টাকা খরচ হয়।

    http://www.hindu.com/2009/08/11/stories/2009081158150100.htm

    এদিকে কোন এক প্রাইভেট ল্যাব জানিয়েছে তারা ৪০০০ টাকাতেও টেস্ট করতে তৈরি।

    http://www.thaindian.com/newsportal/health1/private-lab-to-conduct-swine-flu-test-for-rs4000_100232652.html

    কেউ বোধহয় সত্যি বলছে না। শেষ আশা ছিল এই পাতার নির্ভীক সত্যনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ দুই ডাক্তার। তারাও দেখছি এই বাজারে ভ্যাবা গঙ্গারাম।
  • dri | 117.194.225.123 | ১৭ আগস্ট ২০০৯ ২২:১১416133
  • ম্‌ম্‌ম্‌ম। শিশুরা তাহলে বেশ ... উপকারই পাচ্ছে বলা যায়। টাইপ এ র জন্য ভালো যদি H3N2 হয়, টাইপ বির জন্য ভালো তো বটেই। উপসংহারে আছে

    Conclusions A live attenuated, cold-adapted influenzavirus vaccine was safe, immunogenic, and effective against influenza A(H3N2) and B in healthy children.

    ইমিউনোজেনিকনেসটা H1N1 এর জন্য অবশ্য স্লাইট ঝাড় খায়।

    The vaccine was highly immunogenic for the influenza A(H3N2) and B subtypes after the first dose. As in previous studies, more than one dose was required to induce serum antibodies to the influenza A(H1N1) component in the majority of children.18,19 Overall, after two doses of vaccine, 61 percent of initially seronegative children had antibodies to influenza A(H1N1), and 96 percent had antibodies to each of the other vaccine subtypes.

    আর H1N1 এর ক্ষেত্রে এফিকেসিটাও একেবারেই ওয়াইল্ডকার্ড।

    Seventy-one subjects had influenza A(H3N2) infections as indicated by viral isolation, with the peak occurrence in the week of December 29, 1996. Forty-four subjects had influenza B, with the peak occurrence among study subjects in the week of February 16, 1997. No infections with wild-type influenza A(H1N1) were identified in either the study subjects or the communities in general during the 1996–1997 influenza season.

    বাকি থাকল সেফটি। ম্‌ম্‌ম্‌ম। ১৩১৪ জনের মধ্যে ২ জনের ভায়োলেন্ট রিয়্যাকশান হয়েছিল। এছাড়া ৪০ জনকে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি। এর মধ্যে ১৮ জনের মা-বাবা সম্মতি তুলে নিয়েছিল (আমার খুব ইন্টারভিউ করার ইচ্ছে এই মা-বাবাদের, কেন তুলে নিয়েছিল), ৭ জনের ইন্টারকারেন্ট ইলনেস হয়েছিল (ইন্টারকারেন্ট ইলনেস নি?)। এছাড়া

    প্রথম দশ দিনের মধ্যে

    নেজাল কনজেশান হয়েছিল টীকা দিলে ৫৮% এর, প্ল্যাসেবো দিলে ৪৭% এর
    জ্বর এসেছিল টীকা দিলে ১৫% এর, প্ল্যাসেবো দিলে ১১% এর
    অ্যাক্টিভিট লেভেল কমে গিয়েছিল টীকা দিলে ১৬% এর, প্ল্যাসেবো দিলে ১২% এর।

    কিন্তু এই ধরণের টেস্টে কি জিবিএস হচ্ছে কিনা মাপা হয়?

    এছাড়াও আমার আরেকটা প্রশ্ন আছে। এরকম কেসে টীকা বা প্ল্যাসেবো দেওয়ার পর কি এদের ইচ্ছে করে ইনফেক্ট করা হয়? না কি যে যার নিজের মত থাকে? কিন্তু বিভিন্ন লাইহস্টাইলে তো ইনফেক্টেড হওয়ার চান্স বিভিন্ন।
  • dri | 117.194.232.69 | ১৭ আগস্ট ২০০৯ ২২:১৮416134
  • একটি প্রাইভেট কোম্পানী এসে এক ধাক্কায় ১০০০০ কে ৪০০০ করে দিয়েছে। কম্পিটিশানের আরো কয়েকটি ধাক্কা লাগালে ওটি হাজার খানেকে নেমে আসতে পারে না কি?
  • Arpan | 122.252.231.12 | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৪৭416135
  • লেকিন দশহাজারি জাজ তো তো পুরা ভর্তুকি মে মিল রহা হ্যয়। স্যারজি কেয়া আভি ফ্রি মার্কেট কা চর্চা শুরু করেঙ্গে?
  • dri | 117.194.227.121 | ১৭ আগস্ট ২০০৯ ২৩:৫৬416137
  • ওফ্‌। ঐ জন্যই তো বলি সব ন্যাশানালাইজ করে দাও। আর সবাইকে সার্ভিস দাও। না হলে অন্তত র‌্যাশন কার্ড দাও।

    যেটা ফ্রি সেটার আসল দাম ১০০০০ মনে করলে দশ হাজার, ২০০০০ মনে করলে কুড়ি। জত বেশী মনে করবেন দেখবেন আপনি তত বেশী সেভ কর্ছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন