এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  সমোস্কিতি

  • যদিদং মোচ্ছব তব

    যদুবাবু লেখকের গ্রাহক হোন
    সমোস্কিতি | ১২ জুলাই ২০২৪ | ২৩৫০ বার পঠিত | রেটিং ৪.৮ (৪ জন)
  • ছোটবেলায় পুজোর পরে ভাসানের নাচ বা বিশ্বকর্মা পুজোর পরে পাড়ার মোড়ে মাইক বসিয়ে ডিস্কো-নাচ যারা দেখেছেন বা নেচেছেন, তাদের জন্য সুখবর। আপনাদের প্রত্যেকের নৃত্যশৈলী গোটা আম্বানি পরিবারের থেকে বেশি। বেশি মানে বেশ অনেকটাই বেশি। ভিডিও-ক্লিপ যা দেখলাম সে কি আশ্চর্য গ্যালাখ্যালা, সে কি খিল্লি। একে তো হিন্দি সিনেমার একেবারে ওঁছাস্য ওঁছা কিছু গান বাজছে নেপথ্যে, আর তার সেইরকম-ই জবড়জং স্টেজ, ওর থেকে এই আমাদের সুরুচি সংঘ ফি বছর অনেক সুন্দর স্টেজ নামাচ্ছে হেসেখেলে। তারপর যা দেখা গেলো, সে মানে চোখে ব্লিচিং পাউডার দিয়ে ধুলেও ভোলা যাবে না, একপাল কচি আম্বানি কিলবিল করে দরজা খুলে বেরিয়ে এসে সে কেমন যেন “হাত ঘোরালে নাড়ু দেবো” ভঙ্গিমায় হাত পা ঘোরাতে লাগলেন। তারপর মঞ্চে এলেন নীতা-কাকিমা, সে যেন বটক্স আর টক্সিক কেমিক্যালের এক আশ্চর্য প্রতিমা, শেষে হেথায় দাঁড়ায়ে দু-হাত বাড়ায়ে স্টেজে প্রবেশ বড়ো আম্বানির। তার পর যা হ’ল, তাতে ক্লাস সেভেনের পিটি ক্লাসের কথা মনে পড়তে বাধ্য। শিক্ষক হয়তো অদূরে বা অলক্ষ্যে দাঁড়ায়ে ঘুর্ঘুরাসন দেখিয়ে দিয়েছেন আর এক পাল অপদার্থ ছাত্রছাত্রী সেই দেখেও কিছুই না বুঝে ‘যেমন খুশি নাচো’ পোজে স্ট্রেচিং এক্সারসাইজ় করে যাচ্ছেন। এই যদি এদের লক্ষ কোটি টাকা খরচ করা নাচ হয়, তাহলে আর কিচ্ছু বলার নেই। (আর, গোটা জিনিষটাই এমন-ই ‘ক্লাসলেস’, যে একে মার্ক্সিস্ট ইউটোপিয়া বললেও কিছু বাড়াবাড়ি হয় না।)
     


    কিন্তু এহ বাহ্য। নিজেদের নেচেই শান্তি নেই। একে একে যতেক সেলিব্রিটি সবাইকে ধরে এনেছেন ও আনছেন। দেশের খানদানি তারকারা সবাই নেচেগেয়ে ফাটিয়ে দিয়েছেন, তারপর বরকর্তার হয়ে পরিবেশন-ও করেছেন। সে দৃশ্য দেখেও আরাম। তবে, শুধু দেশী ভৃত্যে বা নৃত্যে চিত্ত তো ভরে না, তাই ইতোমধ্যে নেচে গ্যাছেন রিহানা। সেই রিহানা যিনি কৃষক আন্দোলন নিয়ে ট্যুইট করার পর ভারতীয় ক্রিকেটার ও অন্যান্য সেলিব্রিটিরা একযোগে ‘এই তুই কে রে ব্যাটা বহিরাগত?’ বলে মহা ঠোঁট ফুলিয়েছিলেন। সে অন্যায় নয়, নিজের পুচ্ছে প্যান্ট নেই, সে কথা বলার অধিকার লোকের কেন-ই বা থাকবে? তবে সেই টুইটকুমার ও কুমারীগণ আর রিহানা এক-ই মাচায় নেচেগেয়ে, এক-ই ক্যাটারারের মেনু সাঁটিয়ে দাদাঠাকুরের সেই অম্লান উক্তিটি আরেকবার মনে করিয়ে দিলেন, “দুনিয়াটা কার বশ? দুনিয়া টাকার বশ”। এইবারে আবার এনেছেন কানাডার বিখ্যাত কুমার, না অক্ষয় নন, জাস্টিন বিবার। বিবারের দক্ষিণা শুনলাম ১০ মিলিয়ন মার্কিন ডলার – প্রায় ৮৩.৫ কোটি টাকা। তাও কম-ই মনে হোলো, বেচারি গেঞ্জি আর জাঙ্গু পরে নাচলেন। পাশেই এল-এম-এল ভেস্পার সিটের মত একটা বেশ ক্যাটকেটে লাল চামড়ার দামড়া জ্যাকেট পরেই দাঁড়িয়ে ছিলেন অনন্ত, কিন্তু হায় শিল্পীর বেদনা কে আর বোঝে?
     


    তবে, না, পুষ্প আপনার জন্য ফোটে না, আর শারুক্ষান-ও স্টেজে ওঠে না। এই অলীক কুনাট্যরঙ্গের বাছাই-বাছাই ক্লিপস ঘন্টায় ঘন্টায় কভার করছে সব বড় বড় প্রেসের চ্যানেল, মায় পিটিআই। সোশ্যাল মিডিয়াও তদ্রূপ। সে যেন গোটা দেশের বাবার বিয়ে লেগেছে। সবাই অশ্রুথরোথরো আহা ঐ দ্যাখো সতী-লক্ষ্মী মা-ঠাকরুন রথে যেতে যেতে হাত নাড়ালেন। দ্যাখো সে যেন রূপকথা থেকে সাক্ষাৎ নেমে আসা এক পরিবার। এ দৃশ্যের কোথাও কোনো মালিন্য নেই। যেমন প্লাস্টিকের ফুলে থাকে না কোনো পোকা। আর কে না জানে সমাজ-মাধ্যমে একটু সুবাস না ছড়ালে আপনার আসলে অস্তিত্বই নেই? দেকার্ত আজ বেঁচে থাকলে নির্ঘাত বলতেন, ‘I post, therefore I exist!’
     


    আপনি ভাববেন, আমজনতার কি এইসব দেখে রাগ হয়? হিংসে হয়? ছিনিয়ে খেয়ে নিতে ইচ্ছে করে? নাঃ। হয় না। কিস্যু হয় না। যারা বলে হয় তারা আঁতেল না হয় হাপ্প্যান্ট। শুনুন, হিংসে হয় সমানে-সমানে, বা সামান্য একটু উপরের লোকের উপর, তাকে একটু টেনে নামালে তৃপ্তির ঢেঁকুর ওঠে। আম্বানি কি আদানি সেই সব সীমার বহু বহু উর্ধ্বে। এদের জন্য হিংসে তো দূরস্থান, মানুষের মনে যা থাকে তার নাম একপ্রকার ভালোবাসা-ই। অ্যাডাম স্মিথ একে বলেছিলেন, “পিকিউলিয়ার সিম্প্যাথি” – অদ্ভুত সমবেদনা। আম্বানি-আদানির উচ্চাশা ও লোভ –  কী করে যেন পরিণত হয়ে যায় আবাল জনতার উচ্চাশায়। আমাদের দেশ বিশ্বের ধনীতম হওয়ার ধারেকাছেও নেই তো কি আছে, আরে বাবা ধনীতম ব্যক্তিটি তো আমার-ই দেশের। তাই আমরা গৌরবে বহুবচ্চন। আর আহা, এই এতো বড়ো বড়ো বিষ বিলিওয়নেয়ার বড়োলোক, ওরাই যদি এমন বৎসরব্যাপী মোচ্ছব না করে তো করবেটা কে? ও পাড়ার পিন্টুদা? অবশ্য পাড়ার পিন্টুদার-ও বিয়েতে সামান্য ভূমিকা আছে। পিন্টুদা জানেন, ঠিক বিয়ের মরশুম দেখেই জিও-র রিচার্জ বেড়ে গেছে টুক করে, তার দেখাদেখি অন্য দুই নেটওয়ার্কেও। এদিকে মোবাইল না রাখলে গরিবতম মানুষটাও রেশন পাবে না, হাসপাতাল যেতে পারবে না, সরকারি কোনো সুবিধাই পাবে না, তার জীবন একেবারে দুম করে আটকে যাবে ডিজিট্যাল ইন্ডিয়ার বিচিত্র সব অ্যাপ-নামক মাকড়সার জালে। পিন্টুদা সব জানেন। তবে, সবাই মিলে নেত্য করে সরকারি বিএসএনএল-কে খাটে তুলে দেওয়ার সময় পিন্টুদাও হয়তো ভেবেছিলেন ও সরকারের সদিচ্ছার ব্যাপারে পাঁচজনের সাথে ঐকমত্য হয়েছিলেন, মনেপ্রাণে বিশ্বাস করেছিলেন, “বাসারকারি হালা পারিসাবা ভালা হাবা”। বাসারকারি তো হয়ে গেছে। ফোন গেছে, এবার ট্রেন। “হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ় ট্রাজেডি, সেকেণ্ড অ্যাজ় ফার্স”।
     
    যা হোক, এই বিনাকা নৃত্যগীতমালার থেকেও কিছু যেন বেশি অশ্লীল ঐ লক্ষকোটি টাকার ঘি পোড়ানো প্রদীপের ঠিক নিচেই যে জমাটবাধা অন্ধকার সেইটি। ওদিকে ২০২৪-এর প্রথম ছয় মাসে মহারাষ্ট্রেই আত্মহত্যা করেছেন ৫৫৭ জন কৃষক, যার মধ্যে শুধু অমরাবতী গ্রামেই ১৭০। সেই খবর চাপা পড়ে যায় এই মোচ্ছবের খবরে যে রাজধানী মুম্বাইতে তিনদিনের অলিখিত ছুটি ঘোষনা করা হয়েছে, এই মোচ্ছবের জন্য রাস্তাঘাট বন্ধ থাকবে বলে, তাও আবার ‘পাবলিক ইভেন্ট’ বলে, যাতে কি না পাবলিকের আদৌ প্রবেশাধিকার নেই! জনৈক মুম্বাইকার তাতে অবশ্য কাঁধ ঝাঁকিয়ে বলেছেন, 'এতে আশ্চয্যির কিছু নেই, ওটা সত্যিই ওর বাপের রাস্তা।' এ তো তাও বড়লোকের মাহফিল, কদিন আগেই তাড়ু খেলায় বিশ্বকাপ জিতেছে বলে এক এক জন ক্রিকেটার পেয়েছেন ১১ কোটি। সেই দেবতাদের দেখতেও ভিড় উপচে পড়েছিল মেরিন ড্রাইভে। এই রাজ্যের-ই সেই সব নিস্তেল অন্ধকার গ্রামের লোকের কাছে বিয়ের দাওয়াত বা খেলার খবর গেছে কি না এই প্রতিবেদকের জানা নেই।
     
     
    অন্ধকার শুধু মহারাষ্ট্রেই নয়। গোটা দেশেই। সম্প্রতি, “ক্যাপিটাল”-খ্যাত থমাস পিকেটি ও তার সহকর্মীরা একটি বিস্তৃত গবেষণা করে দেখিয়েছেন যে এই মূহুর্তে দেশের এই “বিলিওনেয়ার রাজের” অর্থনৈতিক অসাম্য আমাদের ঔপনিবেশিক জমানার ব্রিটিশ রাজের সময়ের চেয়েও বেশি। তথ্য বলছে, দেশের সবথেকে ধনী ১% মানুষের হাতে যত শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে আছে, তা এর চাইতে বেশি আগে কোনোদিন-ই হয়নি। এবং এই ক্রমবর্ধমান অসাম্যের দায় প্রায় সমস্ত শাসকের-ই। পিকেটিরা দেখাচ্ছেন, স্বাধীনতার পরে অল্পদিনের জন্য অসাম্য একটু কমতির দিকে গেলেও, ৮০-র দশক থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ২০০০-এর পর থেকে সে গ্রাফ লাগামছাড়া হতে হতে, ২০১৪-১৫ আর ২২-২৩-য় এসে একেবারে আকাশছোয়াঁ বেগে উপরের দিকে উঠে গেছে। এর উপায়-ও বাতলেছেন, ওরাই। সরল করে বললে, যাদের নেট ওয়েলথ (গড় সম্পত্তি) ১০ কোটির বেশি তাদের ২% বার্ষিক কর, আর যেসব এস্টেটের মূল্যায়ন ঐ ১০ কোটির বেশি তাদের ৩৩% বার্ষিক কর চাপালে তাতে গোটা দেশের জিডিপি এক লাফে বেড়ে যাবে প্রায় ২.৭%, আর সামান্য টাকা খোয়াবেন সামান্য ০.০৪% অতি-ধনী মানুষ, এই আম্বানিদের মতন কিছু লোক। আর সুফল কত সেও আন্দাজ পাওয়া শক্ত না, এক লপ্তে আমাদের দেশের শিক্ষাখাতে বরাদ্দ দুইগুণ হয়ে যাবে আগের। পরের প্রজন্মের অশিক্ষার অভিশাপ অনেকটা লাঘব হবে। যেখানে এই মূহুর্তে আমাদের শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির মাত্র ২.৯%, আর লক্ষ ৬%। কিন্তু, এইসব-ই চাপা পড়ে যাবে বিয়েবাড়ি ও ক্রিকেটের খবরে। আমার দেশের সুবিধাবঞ্চিত শিশুরা জিওর নেটওয়ার্কে এইসব চকচকে রাঙতায় মোড়া রিয়েলিটির ছবির দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভেবে নেবে, কারণ ঐসব দেবভোগ তাদের আর কোনোদিন-ই অধিগত হবে না।
     
     
    হ্যাঁ, জানি “ব্যক্তিগত সম্পত্তি”। আম্বানির টাকা আম্বানি ওড়াচ্ছে, তাতে কার বাপের কী? তাও, এক এক করে শুনুন, আউটলুক আর টাইমস অফ ইণ্ডিয়ার মতে ছোটো আম্বানির বিয়েতে খরচ হয়েছে প্রায় ৫০০০ কোটি। সেই টাকায় কী কী হতে পারতো আপনি আন্দাজ করতেই পারবেন, তাও বলি। একটা ১০০-শয্যার হাস্পাতাল বানাতে খরচ হয় ১০০ কোটি, অর্থাৎ বিয়ের টাকায় হতে পারতো ৫০টা হাসপাতাল। একটা পানীয় জলের প্ল্যান্ট বানাতে খরচ হয় গড়ে প্রায় ২৫ লাখ টাকা, এই বিয়ের খরচায় হতে পারতো ২০ হাজারটা ঐরকম জলের প্ল্যান্ট। একটি শিশুকে টিকা দিতে যদি খরচ হয় হাজার দেড়েক টাকা, তবে ৩ কোটির বেশি শিশুর টিকাকরণে খরচ উঠে আসতো এই একটা বিয়ের টাকায়। এসব পাটিগণিত করেও অবশ্য লাভ নেই, কারণ ঐ, কার বাপের কী?

    তবে, এই যে বিপুল বৈভবের উলঙ্গ প্রদর্শনী – এর মধ্যে কিছু বার্তা কিন্তু দিনের আলোর মত পরিষ্কার। এক, পুঁজিই ক্ষমতার উৎস, এ কথা আজও সত্যি আগের মতই, তবে আগেকার মত সেই ক্ষমতার রাশ যাদের হাতে তারা কেউ আড়াল থেকে কলকাঠি নাড়েন না, বরং প্রকাশ্যে জানিয়ে দেন যে রাজদণ্ড ও মানদণ্ড দুইই তাদের হাতে। দুই, বিয়ের প্রদর্শনী-ই আসলে আম্বানি সাম্রাজ্যের বায়োডেটা ও শোকেস, নিশ্চিত বার্তা যে তুমি যাই পরিষেবা চাও, এদের থেকে ভালো ডেলিভারি কে দেবে, অ্যাঁ? আর হ্যাঁ সুপ্ত একটু হিন্দি-হিন্দু-হিন্দুস্তান বার্তাও কি নেই? আলবাৎ আছে। না থাকলে ঐ জোড়া বাঁপায়ের নাচের নেপথ্যে বলিউডি নয়, কিছু গুজরাতি গান চলতো, আর আমাদের প্রিয় বিপ্লবী শারুক্ষান স্টেজে উঠে বলতেন না, “...and for very good measure, 'Jai Shri Ram'.”

    আর তিন? তিনটা আপনি অলরেডি ধরে ফেলেছেন। আম্বানি বুঝিয়ে দিয়েছেন সর্বময় প্রভু অর্থাৎ ‘বিগ বস’ উনি নিজেই। সে আপনি যত বড়োই নেতা হোন আর ডালপালা মেলুন, আম্বানি চাইলেই কুচ করে কেটে বনসাই টবে ফিট করে দেবে আপনাকে। সে আপনি যতই অযোনিসম্ভূত হোন আর সততার প্রতীক, সেই বিশাল পুঁজিদেবতার থানে দুটো ফুলবেলপাতা চড়াতে হবে আপনাকেও।

    তবে এও ঠিক যে এই হরেক মাল দুটাকার বাজারের এই সাংঘাতিক পারভার্স আনন্দ-ই যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আর হালার কিসের গণতন্ত্র?

    সূত্রঃ
    1. “India tycoon Ambani’s son sets off in grand wedding procession”, Zoya Mateen & Meryl Sebastian, BBC News. https://www.bbc.com/news/articles/cq5x22w0xl0o
    2. https://www.deccanherald.com/india/maharashtra/557-farmers-ended-lives-in-6-months-this-year-in-maharashtras-amravati-division-govt-report-3099922
    3. https://www.telegraphindia.com/india/before-anant-ambani-radhika-merchant-wedding-mumbai-traffic-cops-post-on-public-event-sparks-online-trolling/cid/2033046
    4. Justin Bieber performs at India's mega wedding,  Flora Drury, BBC News https://www.bbc.com/news/articles/cd1de8gzevpo
    5. https://www.hindustantimes.com/entertainment/music/justin-biebers-fans-fume-over-his-paycheck-for-indian-wedding-hosted-by-ambani-amid-opulence-criticism-101720674678173.html
    6. Income and Wealth Inequality in India, 1922-2023: The rise of the Billionaire Raj, Nitin Kumar Bharti, Lucas Chancel, Thomas Piketty, Anmol Somanchi https://shs.hal.science/halshs-04563836/document
    7. https://economictimes.indiatimes.com/news/india/india-should-impose-tax-on-ultra-wealthy-to-tackle-wealth-inequality-says-study/articleshow/110395141.cms?from=mdr
    8. https://indianexpress.com/article/trending/trending-in-india/anant-ambani-radhika-merchant-wedding-mumbai-traffic-police-restrictions-viral-9438170/
    9. https://www.hindustantimes.com/trending/mumbai-bkc-companies-ask-employees-to-work-from-home-wfh-due-to-anant-ambani-wedding-traffic-curbs-101720754145860.html


     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • সমোস্কিতি | ১২ জুলাই ২০২৪ | ২৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • যথার্থই | 2607:fb91:2f19:d789:fdda:cf1a:1820:9568 | ১২ জুলাই ২০২৪ ১৯:৩১534544
  • তদস্তু হৃদয়ানি বয়ম। একদম, একদম।
    (লেখা কেন ভালো লেগেছে সে নিয়ে আরো বিস্তারিত না জানানোয় অনেকে অখুশি হবেন। হবেন।)
  • NRO | 165.124.84.35 | ১২ জুলাই ২০২৪ ২১:০০534549
  • রাখুন তো মশাই আপনার এঁদো গলির ছেঁদো যুক্তি। ওই সব যুক্তি দেখিয়ে ৬০' এর দশকে ব্যাবসায়ী দের বাংলা ছাড়তে বাধ্য কোরেছেন এখন কি আম্বানি দের ভারত ছাড়তে বাধ্য করবেন? সাধারণ বাঙালি পরিবার তার সম্পদের যে শতাংশ তাদের ছেলে মেয়ের বিয়েতে খরচ করে আম্বানি রা তার অনেক  কম করছে। আজকের ওয়াল স্ট্রিট জার্নাল পড়েছেন? " A Billionaire Wedding Puts ‘Crazy Rich Indians’ in the Spotlight"
    ও সব হাসপাতাল আর ওয়াটার প্লান্ট বানালে কনট্রাক্টর আর পলিটিশিয়ান রা সব কিক ব্যাক দেবে আর নেবে আর আপনাদের প্রিয় ক্রিকেটার বঙ্গদাদা বিরাট টাকা নেবে উদ্বোধন করতে। আরে  ভাই মার্কস এর পয়সা থাকলে তিনিও ওড়াতেন | সোভিয়েত নেতারা কি সাধে ক্রেমলিন প্রাসাদে থাকতেন? ইরান এর শাহ বিশাল পার্টি দেয়ার জন্যে ইরান থেকে বিতাড়িত হয়েছেন - আম্বানি কে তাড়িয়ে কি আর একটা দেশি খোমেইনী আনবেন? 
  • | ১২ জুলাই ২০২৪ ২১:৩৭534550
  • একিদম ফাটিয়ে।  yesyes
     সামনেই  বাজেট। শিক্ষা আর স্বাস্থ্যখাতে বরাদ্দটাও এই অশ্লীল বিয়ের খরচের পাশে প্লট করে দেখা যায়। 
     
    এদের রুচি তো বম্বের ওই অকথ্য কুৎসিৎ বাড়িটা দেখেই বোঝা যায়, ম্যাগো।
  • যদুবাবু | ১২ জুলাই ২০২৪ ২২:২৬534551
  • হ্যাঁ, দ-দি, কালকেই একজন পাশাপাশি প্লট করেছেন, দেখলাম। কী আর বলি। আমি যে অঞ্চলের স্কুলের সাথে মাঝে-মধ্যে কাজ করি তাতে মিড-ডে মিলে একটা প্রোটিন-রিচ খাবার দেওয়া যায় না। কিন্তু এইসব নিস্ফল আক্রোশের কোথাও যাওয়ার নেই। তাই এইখানেই। 

    @যথার্থইঃ পড়েছেন, এই তো। যে জিনিষ আমিও জানি, আপনিও জানেন তার আর বিস্তার করে কী হবে? 
  • dc | 2402:e280:2141:1e8:877:87e9:a72d:860e | ১২ জুলাই ২০২৪ ২২:৩৮534554
  • এই তো কমাস আগেই আম্বানির ছেলে বিয়ে করলো, তাতে হাতি না কি যেন আনলো, বিল গেটসকেও এনেছিল। আবার দেখি বিয়ের খবর, আমি প্রথমে ভাবলাম এবার বুঝি আরেক ছেলেও নেমে পড়েছে। সে কথা বৌকে বলতে বৌ বুঝিয়ে বললো আগেরটা বিয়ে ছিলো না, রিহার্সাল ছিল, এইবার নাকি আসল বিয়ে। শুনে তো আমি থ laugh
  • আধুনিকতার খোঁজে | 2402:3a80:1983:6b8f:278:5634:1232:5476 | ১২ জুলাই ২০২৪ ২৩:০২534560
  • লাভ নেই জেনেও ফুট কেটে গেলাম। এন্টিলিয়া তৈরি হয়েছে করিমভাই ইব্রাহিম খাজা য়াতিমখানা নামের একটি অর্ফানেজের জায়গায়। এটা অদৃষ্টের পরিহাস? না। এই কুৎসিত নিষ্ঠুর ব্যাকস্টোরি একেবারেই সমাপতন নয় এই নির্লজ্জ নিষ্ঠুরতা স্বাভাবিক পুঁজির বৈভবের স্বাভাবিক অনুসঙ্গ।   
  • সিএস | 2405:201:802c:7069:2973:51d:2b73:5c92 | ১২ জুলাই ২০২৪ ২৩:৩৪534564
  • মমতা যাচ্ছে কারণ মুকেশ - নীতা বার বার করে যেতে বলেছে।

    রা-গা মনে হয় যাচ্ছে না, হেডলাইন দেখলাম।

    মোদীজী বম্বে যাচ্ছেন কোন এক প্রোজেক্ট উদ্বোধনে, সময় পেলে একটু ঘুরে আসবেন ! যাওয়ার ইচ্ছে ছিল না, কী আর করা ! রাস্তায় নাকি ওনার ছবির পোস্টার পড়ে গেছে।

    আর ৫০০০ কোটি টাকা কী নিজেদের পকেট থেকে যাচ্ছে ? এত এত কোম্পানি, কার খাতায় খরচ দেখিয়ে হিসেব দেখিয়ে আবার পকেটেই টাকা ফিরে আসবে।
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ০০:১৭534570
  • রাহুল যাচ্ছেন না? সত্যিই যাচ্ছেন না? বাঃ! আমি ডাইন্যাস্টি পলিটিক্সের ফ্যান নই। কিন্তু তবুও, এই লোকটার বিভিন্ন জেশ্চার বিভিন্ন সময়ে আমাকে একটু আশাবাদী করে। মিথ্যে বলবো না। 

    আখোঁ - হ্যাঁ পড়েছিলাম মনে আছে। ঐখানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়ার কিছু ব্যবস্থা ছিল। 

    @ডিসিঃ সেই একটা প্রাচীন জোক ছিল। আমার যদিও ভালো করে মনে নেই তাও প্যারাফ্রেজিত করলে এইরকম কিছু একটা দাঁড়ায়। 
     
    সে একজন ইন্টারভিউতে বন্ধুর সাথে সাঁট করে গেছে। প্রথমজন সব উত্তর ঠিকঠিক জানে কিন্তু তার চাকরি চাই না, আর দ্বিতীয়জন ঠিক উলটো। সেটিং হয়েছে যে প্রথমজন আগে ঢুকবে আর সব প্রশ্নের চেঁচিয়ে জবাব দেবে, আর পরের জন ঘরের বাইরে বসে উত্তর শুনে গাঁতিয়ে নেবে ও যথাসময় উগরে দেবে। তা প্রথমজনকে প্রশ্ন ছিল, ভারত কবে স্বাধীন হ'ল, উঃ "৪২ থেকে হবো হবো করে লাস্টে ৪৭ এ এসে হ'ল"। পরের জন ঢুকলে জিজ্ঞেস করেছে "আপনি পাশ করলেন কবে?" বা ঐরকম কিছু। সে সোজা গাঁত থেকে বলে দিয়েছে, "আরে ঐ তো, ৪২ থেকে হবো হবো করে ৪৭ এ এসে হ'ল"।

    দেবতাদের বিয়েও ঐরকম। হবো হবো করে হয়েই চলেছে। থামার নাম নেই। যেন বোম্বের বৃষ্টি অথবা ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যাম। ধ্যার‍্যার‍্যার‍্যা রেকারিং ডেসিমাল। তবে, এই অ্যাদ্দিন ধরে হুজ্জুত করার-ও একটা থিওরি পড়লাম। কিন্তু একেবারেই কন্সপিরেসি থিওরি তাই পাবলিক ফোরামে বলা যাচ্ছে না। ঃ( 
  • Somnath | ১৩ জুলাই ২০২৪ ০৭:২২534580
  • টপ ১% বড়লোকদের কার্ভটাতে যেটা লক্ষ্যণীয় ৯১ সালে তাদের রোজগারের একটা স্থানীয় মিনিমা আসে, তার আগের কয়েকবছর অনিশ্চিত ওঠানামা ছিল। ৯১এর পর থেকে মনোটোনিকালি বাড়তে থাকে অনেকবছর। এই সময়ে তাদের সম্পদের মাত্রা বৃদ্ধির হারও বেড়ে যায়।
    অর্থাৎ, মনমোহনের ম্যাজিকে এরা বিশাল উপকৃত হয়েছিলেন। এরাই শো-টা আয়োজন করেছিলেন হয়তো বা।
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ০৭:৫৮534582
  • একদম। ওই পিকেটিদের পেপারে সেকশন ৩.১ এ লেখা আছে -
     
    "Since the early-1980s, when the Indian government began initiating a broad range of economic reforms leading up to the liberalization in 1991, the decline
    in top 1% shares halted. From the early-1990s onward, top 1% share have consistently increased over the next 30 years to reach an all-time high of 22.6% in 2022." 
  • dc | 2402:e280:2141:1e8:9cf1:2d4:c3d9:6a59 | ১৩ জুলাই ২০২৪ ০৮:০৩534584
  • যদুবাবু, এও পাঁচ বছরের প্রোজেক্ট মনে হচ্ছে। 
     
    কবে বিয়ে করেছিলে? - জানুয়ারি থেকে হবো হবো করে জুলাই তে এসে হলো laugh
  • সুকি | 49.206.130.10 | ১৩ জুলাই ২০২৪ ১০:১৫534589
  • ফেসবুকে রীল আসছিল ছোট ছোট এই বিয়ের অনুষ্ঠানের। আমার নিজের 'মধ্যবিত্ত' মানসিকতা বা ততাকথিত সাংস্কৃতিক দিক থেকে মনে হয়েছে পুরো ব্যাপারটাই কেমন যেন অশ্লীল। মানে কোন ক্লাস নেই। পয়সা ওড়াতেও জানতে হয়।  এ যেন কেমন মোটা দাগের পয়সা ওড়ানো এবং বিত্তের ছেলেমানুষী প্রদর্শন।
     
    ব্যাস এই খানেই আমার নিজের এই নিয়ে ইন্টারেষ্ট শেষ হয়ে যায়। 
     
    যেটাতে আমার নিজের একদমই ইন্টারেষ্ট থাকে না সেটা হল - "ওই টাকায় এই হত"। এটা খুবই স্লীপারি স্লোপ। যে যেমন ভাবে দেখবেন। আমি যে নাইকি-র জুতো পায়ে গলাই সেটার দাম ধরুণ ১০ হাজার - মাঝে মাঝেই কিনি। বেড়াতে গেলে ফাইভ স্টার হোটেলের প্রাইম লোকেশনে, প্রাইম টাইমে এখন ভারতেই এই রুম ভাড়া ২০ হাজার থেকে শুরু হয় - বেড়াতে যাই। ভালো রেষ্টুরান্টে খেতে গেলে দুজনের বিল হয় ছয় হাজার টাকার কাছাকাছি। আমার ছোটবেলার বন্ধু আলম দিল্লী রোডে রিষড়ার কাছে লজেন্স কারখানায় কাজ করে, দিনে দশ ঘন্টার ডিউটি, সাত হাজার টাকা মাইনে মাসে। আমার অনেক গ্রামের বন্ধুর কাছে বাচ্ছার ডাক্তার দেখানোর পাঁচশো টাকাও থাকে না! আমি খাওয়া-বেড়ানো বন্ধ করে নিমো-তে গিয়ে সেই টাকা বিলাই নি! কেউই সেটা করে না। আমাদের কারো সাথেই আম্বানীর কোন তফাত নেই তেমন - তফাত শুধু খরচ করতে পারার সীমায়।
  • dc | 2402:e280:2141:1e8:9cf1:2d4:c3d9:6a59 | ১৩ জুলাই ২০২৪ ১০:২৪534590
  • "মানে কোন ক্লাস নেই। পয়সা ওড়াতেও জানতে হয়।  এ যেন কেমন মোটা দাগের পয়সা ওড়ানো এবং বিত্তের ছেলেমানুষী প্রদর্শন"
     
    ২০০% একমত। আর শুধু আম্বানি না, ইন্ডিয়ার কোন বিলিওনেয়ারেরই ক্লাস নেই, সাটলটি নেই, এলিগ্যান্স নেই। 
     
    "আমাদের কারো সাথেই আম্বানীর কোন তফাত নেই তেমন - তফাত শুধু খরচ করতে পারার সীমায়"
     
    ৪০০% একমত। 
  • dc | 2402:e280:2141:1e8:9cf1:2d4:c3d9:6a59 | ১৩ জুলাই ২০২৪ ১০:২৬534591
  • পয়সার এলিগ্যান্স আর সাটলটির কথায় এটা মনে পড়লো, আমার খুব ফেভারিট একটা স্কেচ। এই সিরিজে আরও কয়েকটা শর্ট আছে। 
     
  • এইত্তো | 138.121.203.146 | ১৩ জুলাই ২০২৪ ১০:৪২534592
  • "আর শুধু আম্বানি না, ইন্ডিয়ার কোন বিলিওনেয়ারেরই ক্লাস নেই, সাটলটি নেই, এলিগ্যান্স নেই।"
     
    শুয়োরের বাচ্চা আপার মিডিল ক্লাসের বাচ্চাগুলোর মুখোশটা খসে পড়ল! কি দু:খু, ক্লাস নেই! আপনারা ত স্যার নিমো নিয়ে গ্রাম নিয়ে মস্করা করেই খালাস, জানেন গরিব লোকে কী করে বাঁচে এই দেশে? যে রাস্তা দিয়ে আপনারা বিএমডব্লিউ হাঁকিয়ে যান, সেই রাস্তার ফুটপাতে পথশিশুদের দিকে তাকিয়ে দেখবেন এলিগ্যান্স ওখানেও নেই। অথচ শুয়োরের বাচ্চা আপার মিডিল ক্লাস পুঁজিবাদ আর ফ্রি মার্কেট চাড্ডি।
     
    গোটা পুঁজিবাদী সিস্টেমটাই ন্যাংটো স্যার আর আপনারাও সেই সিস্টেমে ন্যাংটো নাচছেন। আপনাদের গায়ে লাশের গন্ধ, আপনাদের জামাকাপড়ে গরীবের রক্ত লেগে আছে। 
     
    এলিগ্যান্স কোথায় পাবেন স্যার? শুয়োরের বাচ্চাদের শুধু খোঁয়ার থাকে।
  • dc | 2402:e280:2141:1e8:9cf1:2d4:c3d9:6a59 | ১৩ জুলাই ২০২৪ ১০:৪৫534593
  • একদম ঠিক।   
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ১২:৫৫534596
  • সুকি, আপনার মতামতকে শ্রদ্ধা করি। সবার মতামতকেই করি। সহমত হই বা না হই। কিন্তু আপনার আর আমার জীবনযাপন, রাজনীতি, দেখার চোখ ইত্যাদি আলাদা। তাই একই জিনিসে বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছব। সেটাই স্বাভাবিক। আর এই লেখাটাও একেবারেই ওপিনিয়ন পিস, অবজেকটিভ হওয়ার দায় নেই। 
     
    এবার আপনি যে বললেন "কেউই করে না" আর "স্লিপারি স্লোপ", সেটাও এগ্রী করি না। আপনার তুলনাটা, যার বক্তব্য (আমার যা মনে হলো), যে ওই একই যুক্তিতে স্কেলটাকে অনেকটা কমালে, আপনার মত কোনো উচ্চবিত্ত ও সফল মানুষেই কিছুই বিলাসিতা করতে পারবে না, সেটা কিছুটা স্লিপারী স্লোপ। কিন্তু এই নিয়ে দ্বিমত জানিয়েই ছেড়ে দেব। তর্ক করবো না। কারণ আমিও বায়াসড। 
     
    চ্যারিটি কে করে কখন করে তার রাজনীতি ও ভবিষ্যত ইত্যাদি নিয়ে লেখার ইচ্ছে ছিল। সেটা একটু উস্কে দিলেন আবার সে জন্য ধন্যবাদ। 
  • সুকি | 49.206.130.10 | ১৩ জুলাই ২০২৪ ১৩:১৮534598
  • যদুবাবু, উত্তর দিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আর আমার মতের সাথে বাকিদের সহমত হতে হবে এমনটা তো ভাবনাতেই নেই। আপনার সব লেখাই পড়ি, ভালো লাগে।  এখানে কেবল নিজের মতামতটাই জানিয়েছিলাম। আমার মতামত ধ্রুব সত্য এমন দাবী দাওয়া করে তর্কের কোন বাসনাই নেই। 
  • অরিন | 119.224.61.73 | ১৩ জুলাই ২০২৪ ১৩:২৮534599
  • যদুবাবু,
    আপনার এই লেখাটা আমার ব্যক্তিগতভাবে অসম্ভব রকমের ভাল লেগেছে। আমি যদিও এই বিয়ের ব্যাপারটা নিয়ে খুব একটা কিছু জানিনা বা উৎসাহিত নই, আপনার লেখার যেখানে ৫০০০ কোটি টাকার opportunity cost এর ব্যাপারটা লিখলেন, পড়ে বড় খারাপ লাগল। একদিকে একটি লোকের বিয়েতে এইরকম একটা obscene রকমের খরচা, যাতে আরো কতকিছু যে হতে পারত, হল না, ভাবলে খারাপ লাগে।  
     
    আমার ব্যক্তিগতভাবে (মতামত) মনে হয় সম্পদ সকলের ভাগ করে নেওয়ার ব্যাপার, :-), কারণ জীবনের শেষের অঙ্ক বা যোগফল, যাই বলুন, সেই তো শূণ্যই থেকে যায়।
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ১৩:৩৪534600
  • ঠিকই। সেটা বুঝেছি বলেই বললাম, আমি জানি আপনিও বুঝবেন। দুজন লোকের দুটো আলাদা লাইন থাকতেই পারে এবং তারপরেও বন্ধুত্বপূর্ণ সিভিল ডিসকোর্স সম্ভব ঝগড়া বা নেমকলিং না করে। কিন্তু অনেক সময় অন্য কেউ মাঝখানে এসে ঝগড়া লাগাতে চেষ্টা করে। হয়তো নিছক মজার জন্যেই। সেটা ভয় পাই। 
     
    (এই সিভিল ডিসকোর্সের জায়গা ছোটো হয়ে হয়ে নেই হয়ে গেছে এই কথাটা আমার আজকাল প্রায়ই মনে হয় বিভিন্ন কারণে।) 
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ১৩:৩৬534601
  • উপরের মন্তব্যটা সুকিকে লেখা। @ দিতে ভুলে গেছি। 
     
    অরিনদা, ধন্যবাদ! আপনার দ্বিতীয় প্যারার সাথে সম্পূর্ণ একমত। ১০১%! 
  • Santanu Chatterjee | ১৩ জুলাই ২০২৪ ১৩:৫৮534602
  • এই যে ৫০০০ কোটি খরচ করলো, এর বেশ খানিকটা তো, ট্রিকল ডাউন করে, সাধারণ লোকের কাছে পৌঁছেছে, যে দর্জি ড্রেস বানিয়েছে, বা যে রান্না করেছে, স্টেজ বানিয়েছে ইত্যাদি। 
     
    না খরচ করলে তো, সেটা ও পেতো না।
  • অরিন | ১৩ জুলাই ২০২৪ ১৪:৫৯534604
  • আম্বানির ছেলের বিয়ের কার্বন খেসারত ।
     
    এটাও থাক,
     
    "The carbon emissions associated with this event are staggering. An estimated 700 to 800 private jets will converge on the picturesque village, contributing around 15,000 to 16,000 metric tons of CO2e. The luxury cruise ship used for the celebration adds another 10,000 metric tons of CO2e. Additionally, the electricity, waste management, food, and accommodation required for the event will produce an extra 8,000 metric tons of CO2e. Altogether, the event’s carbon footprint is expected to reach a staggering 35,000 metric tons of CO2e."
     
    এটা আগের বারের হিসেবে, এখনো এই ১২ তারিখের বিয়ের কার্বন এমিশনের হিসেবে আসে নি । যদি ধরা হয় যে ঐ  একই, ৩৫০০০ মেট্রিক টন কার্বন এবারেও নির্গত হবে, তাহলে সব মিলিয়ে ধরুন ৭০০০০ মেট্রিক টন কার্বন এরা এই বিয়ে থেকে ওড়ালো ।
    ২০২১ সালে Daniel Bressler একটি গবেষণাপত্র প্রকাশ করে দেখিয়েছিলেন যে প্রতি ৪৫০০ মেট্রিক টন কার্বন নির্গমনের ফলে ১ জন বেশী  মানুষ মারা যাবেন ।
     
    "We introduce a metric, the mortality cost of carbon (MCC), that estimates the number of deaths caused by the emissions of one additional metric ton of CO2. In the baseline emissions scenario, the 2020 MCC is 2.26 × 10‒4 [low to high estimate -1.71× 10‒4 to 6.78 × 10‒4] excess deaths per metric ton of 2020 emissions. This implies that adding 4,434 metric tons of carbon dioxide in 2020-equivalent to the lifetime emissions of 3.5 average Americans-causes one excess death globally in expectation between 2020-2100"
     
     
    সেই হিসেব অনুযায়ী, শুধু এই বিয়েতে যা কার্বন পুড়ল, তাতে কিছু না হলেও ১৬ জনের কাছাকাছি অতিরিক্ত মানুষের প্রাণ যাবে, যারা বেঁচে থাকতে পারতেন  । 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:1db2:967d:e56e | ১৩ জুলাই ২০২৪ ১৫:০৬534605
  • ইশ, অরিন্দমবাবুর পোস্ট পড়ে মনে হলো আমার কাছে যদি মাত্র এক হাজার কোটি টাকা থাকতো, তো বাকি সব সম্পদ অনায়াসে সবার সাথে ভাগ করে নিতাম। 
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ১৬:২২534610
  • শান্তনুবাবু - খুব শর্ট টার্ম ও খুবই সামান্য। ট্রিকল ডাউন আদৌ কাজ করলে অত বেশি সম্পদ অত কম লোকের হাতে কুক্ষিগত হয় না। Trickle down economy is not real. বড়লোক টাকা ওড়ালে অন্য বড়লোকের কাছেই মূলত যায়। 
     
    আর ওই যারা করছে খবর নিয়ে দেখুন তাদের ঠিক করে মিনিমাম ওয়েজটুকুও দিচ্ছে কি না। এই ধরনের ইভেন্ট কিছু সমাজসেবা নয়, এগুলো বিশুদ্ধ সার্কাস। 
     
    যেটা লেখা হয়নি আগে, সেটা হলো ওই যে কমন যুক্তি যে ওরই টাকা ও যা ইচ্ছে করুক তোমার কি? আমার এইই যে, যে কোনো মুহূর্তে আমি স্রেফ সম্পদের বা সামর্থ্যের নিরিখে একজন সম্বলহীন মানুষের অনেক বেশি কাছে, একটা আম্বানির বা যে কোনো একজন বিলিওনেয়ারের থেকে। আর বিশ্বের কোনো বিলিয়নিয়ার নেই যিনি ট্যাক্স ফাঁকি দেননি না ভাঙ্গা সিস্টেমের সুবিধে নেননি। আল্ট্রা রিচ দের ট্যাক্স করার কথা আমি অল্প লিখেছি। ওই পেপারেও আছে। 
     
    (প্রসঙ্গত খবরে দেখলাম ধনকুবেরদের উপর কর চাপানোর দাবি করেছে কংগ্রেস।)
     
    @অরিন দার মন্তব্য দেখে মনে পড়ল সেই একটা ভিডিও দেখেছিলাম যে Davos না কোথায় সবাই প্রাইভেট জেট চেপে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কনফারেন্সে যাচ্ছে। সে নিয়ে কে যেন একটা স্টেজে উঠে তুলোধোনা করলো। সব ডিটেইলস ভুলে গেছি কিন্তু দুরন্ত ভিডিও ছিল। 
     
     
     
     
     
     
  • যদুবাবু | ১৩ জুলাই ২০২৪ ১৬:২৪534611
  • @ডিসি, সেই হাজার কোটির দিন সমাগত হৈলে বাওবাব বাগানের বায়না ভুলিবেন না। 
  • dc | 2401:4900:7b72:5618:bd64:9b61:8eec:9e14 | ১৩ জুলাই ২০২৪ ১৬:২৬534613
  • সেকথা মনে আছে। অরণ্যদার কথাও খেয়াল আছে laugh
  • | ১৩ জুলাই ২০২৪ ১৬:২৬534614
  • গত দশ বছরে ভারতে ২২ জন ধনীর ১৬ ট্রিলিয়ন ঋণ মকুব করা হয়েছে, যার মধ্যে আম্বানি একজন। আম্বানির একার কত সেটাও একটু ঘাঁটলেই বেরোবে। এই ঋণ মকুব না করে ঘাড় ধরে আদায় করলে সরকারি অনেক কাজ হতে পারত। 
     
    MMRDA এর যে জায়গায় বিয়ে হচ্ছে সেখানকার ভাড়া প্রচুর। আম্বানিকে এখনো কিছু দিতে হয় নি। এখনো বিয়ে বাবদে আম্বানির খরচা মেটানো বাকী ৪৩৮১ কোটি টাকা।  এগুলোও আদৌ মিটাবে কিনা কে জানে! 
  • হীরেন সিংহরায় | ১৩ জুলাই ২০২৪ ১৬:৩৩534615
  • কবি রিহানা জাস্টিন ইত্যাদির উদ্দেশ্যে কতদিন  আগে(১৯৭৪) বলে গিয়েছেন
     
     
     
    नाच मेरी बुलबुल कि पैसा मिलेगा 
    कहाँ कदर-दान हमें ऐसा मिलेगा 
    घुँघरू बना के पाँव में बाँध ले 
    फिर मेहरबान हमें ऐसा मिलेगा 
    नाच मेरी बुलबुल... 

    मौसम रंगीन है, आशिक शौक़ीन है
    तो जो चाहे करले, मौका हसीन है
    फिर कब न जाने हमें ऐसा मिलेगा
    नाच मेरी बुलबुल...
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন