এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মহাভারতের যুগের স্থাপত্য বিষয়ে

    nk
    অন্যান্য | ২৮ ডিসেম্বর ২০১১ | ১১৯৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | 91.36.187.31 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:০১505222
  • সেই সব বাড়িঘর কোথায় গেল? গ্রীকদের বাড়ি/মন্দির ইত্যাদি পাওয়া যায়, আমাদের গুলি কৈ? হরপ্পার জিনিস টিকে গেল আর হস্তিনাপুর হাওয়া?
  • tatin | 122.252.251.244 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:০৩505233
  • দিল্লির মেট্রো মাটির অতটা ওপর দিয়ে না হলে কিছু কিছু বেরিয়ে পড়তো
  • vc | 121.241.218.132 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:০৪505244
  • কিন্তু ভাবুন তো - তখন যুদ্ধজাহাজ ছিলো, নিউক্লিয়ার উইপন ছিলো, সুপারসনিক জেট ছিলো - ছিলো না শুধু ব্যবসাবুদ্ধি। থাকলে এদেশ থেকেই ইউবোট, মিগ, ফায়ারবার্ড এইসব সাপ্লাই হত। আমেরিকা/রাশিয়ার বদলে সবাই ভারতের দোরে হত্যে দিত অস্ত্র কেনার জন্যে। আমরা কোথায় থাকতুম। আ:।
  • Netai | 121.241.98.225 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:১২505255
  • তবে পোথম হেলিকপ্টার দেখা গেছিল ভারতে নয়। শ্রীলন্‌কায়। রাবনবাবু আবিস্কার করেছিলেন। ঐ হেলিকপ্টারের সামনে দুটো ঘোড়া টাঙ্গানো থাকতো। প্লাস্টিকের। মূলত সৌন্দর্য বৃদ্ধির জন্য।
  • siki | 123.242.248.130 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:২৯505266
  • সেদিন ভাটে লিখলাম তো! ইন্দ্রপ্রস্থ "ছিল' বলে যে জায়গাটা দাগিয়ে দিয়েছেন আর্কিওলজিকাল সার্ভের কত্তারা, সেখানে এখন পুরানা কিল্লা, যেটা প্রথমে হুমায়ুন, পরে শেরশাহ এবং শেষে আবার হুমায়ুন বানিয়ে তারই সিঁড়ি দিয়ে ধপাস করে গড়িয়ে পড়ে গিয়ে পপাত চ মমার চ হয়ে গেছিলেন। তার ঠিক পাশেই সুন্দরনগর এলাকার ঘনবসতি। খনন করতে হলে এই সব জায়গাগুলো খালি করতে হয়, পুরানা কেল্লাকেও অল্পবিস্তর ভেঙে ফেলতে হয়। এইসব কারণে নাকি খনন বেশি এগোয় নি, অল্প স্যাম্পল আবিষ্কার করে টরে "বিশেষ লাভজনক নয়' বলে কাটিয়ে দিয়েছেন আর্কিও আপিসের লোকেরা।
  • siki | 123.242.248.130 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩১505277
  • ভিসির প্রশ্ন আমারও। রামায়ণের আমলেই যদি যুদ্ধজাহাজ নৌসেনা ই: থাকবে তা হলে রামচন্দ্র ব্রিজ বানালেন ক্ষ্যানো? রাবণ প্লেনে করে এলেন, হনুমান লাফিয়ে গেলেন, তাইলে কি তারা তখন জাহাজ বানাতে না জানলেও উড়োজাহাজ বানাতে পারত?
  • Tim | 128.173.39.70 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৭505288
  • একটু অন্যরকম করে করতে চেয়েছিলো হয়ত। নইলে এত পাবলিসিটি পেতো?
  • kallol | 119.226.79.139 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:০২505299
  • আমার দুইটা নিবেদন ছিলো।
    ১) মহাভারত ও রামায়ণ লিখে ফেলা হয় গুপ্ত যুগে (আমার যা জানা)। এটা কি সম্ভব যে গুপ্ত যুগের সব কিছুরই প্রভাব পড়েছে ঐ লিখিত মহাকাব্যগুলোতে। তা না হলে, সত্যিই তো, মহেঞ্জোদরো হরপ্পা টিঁকে গেলো, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ হা হুশ হয়ে গেলো কেন? অযোধ্যাতেও তো কিছু নেই!
    ২) শেষ বিচারে রামায়ণ, মহাভারত মহাকাব্য। তার কি দায় আছে ইতিহাসের মতো ""পোলিটিকালি কারেক্ট"" হওয়ার? চরিত্রগুলো,জায়গা গুলো সত্যিকারের সত্যি কি না তারই বা কি মানে? এমনতো হতে পারে চরিত্র ও জায়গা গুলো ছিলো, কিন্তু একে অন্যের সাথে সম্পর্কিত ছিলো না। কবি সম্পর্ক ঘটিয়ে দিয়েছেন।

  • T | 14.139.128.11 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:১৪505310
  • কেউ যদি, মহাভারতের যুগের স্থাপত্য নিয়ে একটু আলোকপাত করে তো খুব ভালো হয়।
  • siki | 123.242.248.130 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:১৭505322
  • কল্লোলদা সুপ্রিম কোর্টের অবমাননা ঘটাচ্ছে!!
  • vc | 121.241.218.132 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:১৯505341
  • ও দাদা, সত্যিই আপনার ডান কাঁধে তিল নেই?
  • vc | 121.241.218.132 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:১৯505333
  • অযোধ্যায় কিছু নেই আবার কী কথা? আদালত অবমাননার দায়ে মামলা হল বলে।
  • vc | 121.241.218.132 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:২৪505342
  • ব্রহ্মাস্ত্র/সূর্যাস্ত্র = নিউক্লিয়ার উইপন
    পুষ্পক = ফোর-সিটার সুপারসনিক জেট
    হনুমানের লাফ = ICBM
    ইত্যাদি।

    সাবমেরিনের উদাহরণ আছে?
  • dd | 124.247.203.12 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:২৭505343
  • @ কল্লোল, তুমি সুকুমারী ভট্ট মানো?
    উনার মতে, ৪০০ বিসিতে "জয়" নামে কুরুক্ষেত্র যুদ্ধের উপর একটি বিবরণী লেখা হয়। শ তিনেক বছর পর সেটি আরো পল্লবিত হয় তৎকালীন নানান উপকথা নিয়ে। এটাই "মুল" মহাভারত কইতে পারো।
    গুপ্ত যুগে, ৪০০ এ ডিতে, ভৃগু বংশীয় "উগ্র ব্রাহ্মণেরা' এটাকে পুর্ন রূপ দেয়। সেই সময়েই শান্তি পর্ব,অনুশাসন পর্ব ইত্যাদি য্যাচ্ছেতাই অংশ গুলো জোড় লাগানো হয়।

    আর এই মত পছন্দ না হলে আমার লগে নয়, সুকুমারী ভট্টের লগেই তর্কো করো। আমার আর ভাল্লাগে না।
  • T | 14.139.128.11 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:৩০505344
  • ধুর ব্রহ্মাস্ত্র কেন নিউকিলিয়ার ওয়েপন হতে যাবে? ওটা ওয়ান টু ওয়ান না?
  • siki | 123.242.248.130 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:৩১505345
  • :-)))
  • vc | 121.241.218.132 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:৩৪505346
  • কী করে? অশ্বত্থামা একটা ব্রহ্মাস্ত্র ছুঁড়ে পাণ্ডবদের সবকটা ছেলেমেয়েদের মেরে দিয়েছিলো না?

    আর 1-to-1 হলেও ছোট ওয়ারহেড ধরে নিতে হবে। একটা তীরের মাথায় আর কতটা আঁটবে?
  • vc | 121.241.218.132 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:৩৬505347
  • পার্সোনাল কম্পিউটার হতে পারে - সেই ঘর ভর্তি কম্পিউটারের সাথে তুলনা করেন। পার্সোনাল নিউক্লিয়ার উইপন হতে ক্ষতি কী?
  • kallol | 119.226.79.139 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৬:৩৩505348
  • ডিডি।
    সুকুমারী ভট্ট পন্ডিত মানুষ। তাকে না মেনে উপায় কি। তবে দাদা চটো ক্যানো। আমি তো নিবেদন কচ্ছিলুম মাত্তর।
    এই দ্যাকো সুকুমারী কি বলচেন। ৩০০ বছর ধরে বা পরে তা পল্লবীত হয়। তারও ৫০০ বছর পরে তা লিপিবদ্ধ হয়। তাই বলছিলুম যে লিপিবদ্ধ হওয়ার সময়ে সভা প্রাসাদ ইত্যাদির বন্ননায় তখনকার প্রভাব পড়েনি কি?
    ধরো কিত্তিবাসী আর কাশীদাসীতে নানান রঙ্গীন আর্ট প্লেটের ছবি আছে। তাতে সীতে বা দৌপদী যেমন করে শাড়ী পরেছেন, বা যোদ্ধা অর্জুনের যেমন পোষাক আশাক (অনেকগুলো রাজা রবিবর্মার আঁকা), সেসব যেমন প্রামান্য নয়, আজকের লিখিত রামায়ণ বা মহাভারতের পোষাক, বাড়িঘরের বন্ননাও তেমনি প্রামান্য নাও হতে পারে।
    আমার এটুকুই বলার ছেলো।
    তবে সে যাই হোক, তুমি আগ কোরো না। তোমায় মোট্টেও মানায় না। রাগী দীপ্তেন, কোন শা** বন্ননা করুক দেখি।
  • PM | 86.96.228.84 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:০১505350
  • গুপ্ত যুগ ৫৫০ AD পর্য্যন্ত। খেয়াল রাখবেন খাজুরহো তৈরী হয় ৯০০ AD থেকে। খাজুরহের স্থাপত্য শৈলী নিয়ে আশা করি কোনো সন্দেহ নেই? শ খানেক মন্দিরের বেশির্ভাগ মন্দির-ই ধংস হয়েছে, যে কটি আছে সেগুলো Architectural Marvel । খাজুরহো তো আর আকাশ থেকে পরে নি...... ওটারো তো একটা "হয়ে ওঠা' আছে?

    খাজুরাহের মন্দির বানিয়েছিলো চান্দেলা রাজবংশ যারা ইতিহাসের ফুট নোট মাত্র।

    সেক্ষেত্রে মহাপ্রতাপ্‌শালী গুপ্ত রাজাদের প্রাসাদ (৪-৫০০ বছর আগে হলেও)নেহাত কুঁড়ে ঘর ছিলো না সেটা কি ভাবা যায়?
  • pi | 72.83.83.28 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:০২505351
  • ধন্যবাদ ডিডিদা।

    গুরুতে আমি আর কোনোদিন লিখবো না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
  • kallol | 119.226.79.139 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:১৩505352
  • এই দ্যাকো। এখানেই তো মহাভারত ঘটবে ঘটবে কচ্ছে। কর্ণ কইলেন, যদ্দিন ভীষ্ম থাকবেন তদ্দিন তিনি যুদ্ধু কর্বেন্না।
    কি মোস্কিল।
    পিএম।
    আমারও সেই কথা। গুপ্ত রাজারা যে পেল্লায় প্রাসাদএ থাকতেন তা নিয়ে সন্দো নেই কো কোন। কিন্তু যেহেতু মহাভারত/রামায়ণ ঐ গুপ্ত আমলেই লিপিবদ্ধ হয়েচে, তার প্রাসাদ, পোশাক খাবার ইত্যাদির বন্ননায় গুপ্ত যুগের প্রভাব পড়া কি খুবই অসম্ভব? তা যদি হয়, তবে আজকে যে মহাভারত/রামায়ণ আমরা পাই, তার বন্ননা থেকে ""মহভারত""এর যুগের স্থাপত্যর ধারণা পাওয়া যাবে কি?

  • Oneiric Ocelot | 14.99.2.8 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:১৮505353
  • গুপ্ত যুগের অবন্তিকা হল আজকের উজ্জয়িনী। সেখানে দূর দূর অবধি সেই আমলের কোনো ধ্বংসাবশেষ নেই। বেসিক্যালি উজ্জয়িনীর স্বর্ণযুগের যা কিছু ইতিহাসে পড়েছি তার কিছুই নেই। সেরকম প্রাসাদ-টাসাদ আদৌ তখন হত কীনা সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে।

    ডিডিদার কথা এবং সেই নিয়ে ইস্যু সংক্রান্ত কিছু বলা যেত, কিন্তু আজ আর প্রয়োজন দেখি না।
  • PM | 86.96.228.84 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:২৮505354
  • একি, পাই দিদিমনি। এইরকোম বললে হয়? আমি আপনার যুক্তিবন্ধন আর লেগে থাকার ক্ষমতার পাখা। ঐটি আমার থাকলে জীবনে অনেক্‌দুর যেতে পারতাম।

    dd বাবু অন্য কোথায় রেগে গেছিলেন, এই পাতায় বললেন। তাতে কি , গুরুর পাতায় তক্কো করা আমাদের জন্মগত অধিকার, dd বাবু বল্লেই ছেড়ে দিতে হবে?:) এতো চোরের ওপোর রাগ করে মাটিতে ভাত খাওয়া।
  • oparhar chele | 14.99.239.133 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:৩১505356
  • খাজুরাহোর যুক্তিটা বেশ। পছন্দো হল। ইন্টারনেট/গুরুচন্দলি/ফেসবুক তো আর আকাশ থেকে পড়ে নি, তারও তো একটা হয়ে ওঠা আছে। ১৮১১ সালেও নিশ্চৈ তার কিছু চিহ্ন লক্ষণ ছিল।
  • PM | 86.96.228.84 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:৩১505355
  • কল্ললদা, প্রভাব না পড়াটাই অস্বাভবিক বলে আমার অনততো মনে হয়
  • kallol | 119.226.79.139 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:৩২505357
  • ওও।
    আপনার নামটি ধত্তে পাল্লাম না বলে ছোট করে নিলাম। মনে কিচু কর্বেন্না।
    তাহলে পিএমের যুক্তিটিতে ধার আছে। খাজুরাহোর ৪-৫০০ বছর আগে, ঐ এলাকায় রাজাটাজারা তো আর কুঁড়ে ঘরে থাকতেন্না।
  • PM | 86.96.228.84 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:৩৪505358
  • তবে মহাভারতের রচনাকাল গুপ্তযুগ ভাবতে আমার একটু রিসর্ভেসন আছে।
  • kallol | 119.226.79.139 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:৩৮505359
  • ওপাড়ার ছেলে।
    শিল্প বিপ্লবের / কলোনী স্থাপনের আগে ও পরেকার সময়ের সাপেক্ষে কোন কিছুর তুলনা করা একেবারেই যায় না।
    আজকের টেকনোলজিকাল ডেভালপমেন্টের সময়ের ফারাকের সাথে সেদিনের তুলনাই হয় না।
  • kallol | 119.226.79.139 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৭:৪১505361
  • পিএম।
    মহাভারতের রচনা হাজার বছর ধরে হয়েছে। গুপ্তযুগে তা লিপিবদ্ধ হয়েছে মাত্র। তার আগে শ্রুতিতে ছিলো। রামায়ন/মহাভারত গান হতো। চারণেরা গাইতেন। তাও পুরোটা একবারে গাওয়ার ব্যাপার বোধ হয় ছিলো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন