এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মহাভারতের যুগের স্থাপত্য বিষয়ে

    nk
    অন্যান্য | ২৮ ডিসেম্বর ২০১১ | ১১৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vc | 121.241.218.132 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:১৫505013
  • যা: সত্যিই গেলো মনে হয়। স্থাপত্যের কী হবে?
  • siki | 123.242.248.130 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:২০505014
  • একই অনুরোধ S.R.কেও। সম্ভবত ডিডিদা এবং ঈপ্সিতাকে আপনার থেকে আমি কিছুটা বেশি জানি, চিনি, সেই জোরেই বলছি, তাদের ব্যাপার প্লিজ তাদের ওপরে ছেড়ে দিন। ঈপ্সিতা বা ডিডিদা এই সাইটের জন্য যে সময় দেন, অন্তত তার কিছুটা সময় দিন আগে, তারপরে না-হয় সমালোচনা করবেন সামনের বছরে?
  • PM | 86.96.228.84 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:২৭505015
  • সেটা উনি সাইট-টা ভালোবাসেন বলেই হয়তো।
    ব্যক্তিবিশেষকে আলোচনার কেন্দ্রবিন্দু করলে আজ ওপাড়ার যা হাল হয়েছে তাই হবে। সেদিন বহুকাল বাদে ওদিকে গিয়ে শিউরে উঠে তাড়াতাড়ি বেড়িয়ে এলাম। সকলে একটু ভাব্বেন প্লিজ।

    যাক এই ব্যপারটা ওনাদের ওপোর ছেড়ে দিয়ে আমরা বিষয়ে ফিরে আসি।

    নতুন বছরের জন্য সকলকে আগাম শুভেচ্ছা
  • arindam | 14.96.199.137 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:৩২505016
  • এই তো নিয়ম । আপনি যার সঙ্গে বসে হাহাহিহি করে পিএনপিসি কচ্ছেন কবে দেখলেন সে আবার অন্য লোকের সঙ্গে বসে আপনাকে নিয়েও চচ্চা করে চলেছে। ইপ্সিতারও তাইই হয়েছে , আর তাইই হবে। দিনে বাইশ ঘন্টা গুরুর কাজ করে বলে তো আর ওর নিজের করা পিএনপিসি গুলো মিথ্যে হয়ে যায়নি। তা ওকে নিয়েও হবে। এতে শিভালরাস লোকেদের এত গায়ে লাগলে চলবে কেন ? :-D
  • PM | 86.96.228.84 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:৩৪505017
  • লাস্ট পোস্ট-টা সিকির পোস্ট-টা না দেখে করা। আমার পোস্টটার দরকার চিলো না। দু:খিত।
  • prateek | 122.179.94.162 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:৩৫505019
  • বা:,অনলাইনের আলোচনা অফলাইনেও হয় নাকি?
    অবশ্য একবার আভাস পেয়েছিলাম! পাত্তা দিইনি।
  • S.R. | 14.99.35.43 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:৩৫505018
  • সিকি ক্ষেপলে আরো খোরাক হবেন মশাই। আপনাদেরই কেউ না বললে আর আমি জানলাম কোথা থেকে। এদিকে বলছেন ওদের বুঝতে দিন আর ওদিকে আবার ওদের হয়ে দালালি করছেন। তা মশাই কত পার্সেন্ট?
  • ppn | 216.52.215.232 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:৩৭505020
  • হ্যাঁ, খুবই বিরক্তিকর সেটা (একটা লিমিটের পরে)
  • siki | 123.242.248.130 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:৪৫505021
  • S.R.,

    সেন্ট পার্সেন্ট। খুশি?

    আবার বলছি। নীনাদির বাড়িতে, কিংবা অন্য কারুর বাড়িতে, কিংবা ওভার ফোন, অথবা ওভার মেল আমাকে, বা অন্য কাউকে নিয়ে কোনও পিএনপিসি হয়ে থাকলে, প্লিজ ব্যাপারটা অফলাইনেই থাকতে দিন।

    আমি কারুর দালাল নই। মতে না মিললে কাউকেই ছেড়ে কথা বলি না। সে দীপ্তেন্দাই হোক কি ঈপ্সিতা কি সৈকত বা অন্য কেউ। এটা যদি বিশ্বাস করতে না পারেন, তা হলে বলব, আপনি আমাকে ঠিক চিনে ওঠেন নি এখনও।
  • siki | 123.242.248.130 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৬:৪৯505023
  • আরেকটা কথা। গুরুচন্ডালী মুক্ত চারণক্ষেত্র। এখানে কারুর আবাহনও নেই, বিসর্জনও নেই। সুতরাং "আপনাদেরই কেউ' বলতে কবি কী বুঝিয়েছেন বুঝলাম না। এখানে কেউ আমরা-ওরা বিভাজনে পড়ে না।

    এর পরেও যদি মনে হয় "আপনাদেরই কেউ' কিছু বলেছে, দয়া করে সেই "আপনাদেরই কেউ'এর সঙ্গে ব্যাপারটা বোঝাপড়া করে নিন। অফলাইনে। ঠিক যে ভাবে আপনি জেনেছেন, সেইভাবেই তাঁকেও জানিয়ে দিন।
  • S.R. | 14.99.35.43 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:০০505024
  • সিকি
    লিয়ো: লিইইয়ো:
    তা তা থৈ থৈ
  • arindam | 14.139.193.50 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:১১505025
  • সিকি
    একদম ঠিকঠাক জবাব। দু'হাত তুলে সমর্থন...
    কোলকাতা-৭০০০৫৪
  • dukhe | 122.160.114.85 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:১৩505026
  • vc ভুল বুঝলেন । কিলিয়ার করি ।
    অশ্বথ্‌থামা রাত্রিবেলা পাণ্ডবশিবিরে ঢুকে ছেলেদের মুণ্ডূ কেটেছিলেন । ব্রহ্মাস্ত্রের কেসই না । এটাই বলছিলাম।

    তবে দুখের বোধবুদ্ধির কথা কে বলে ? গিন্নির সঙ্গে আলাপ করাতাম ।

    আর দুখের খাদ্যাভ্যাস/ পানাভ্যাস নিয়ে জানতে আম্মো উদগ্রীব । মাইরি ।
  • vc | 121.241.218.132 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:১৫505027
  • জানি তো। সেই জন্যেই ভাবছিলাম আপনি ওটা হঠাৎ সিরিয়াসলি নিলেন কেন!!!
  • arindam | 14.139.193.50 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:২৬505028
  • kd
    আমিও অরিন্দম
    কলকাতা-৭০০০৫৪
  • kd | 59.93.195.70 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:৩৮505029
  • নীনার বাড়িতে গুরুর সকলকে তো আগে থেকেই চিনি। S.Rকে তো চিনতে পারলুম না। ও'পাড়ার অনেকেই ছিলেন (নীনা তো সবজায়গাতেই খুব পপুলার) - উনি নিশ্চয়ই তাহ'লে ও'পাড়ার রেগুলার।

    ইপ্সিতাকে নিয়ে ওখানে কোন আলোচনা আমি শুনিনি তবে গুরু নিয়ে ও'পাড়ার কয়েকজনকে ""আলোচনা'' করতে ওভারহিয়ার করেছি বটেক। ইপ্সিতা যেহেতু গুরুর একজন মেজর ড্রাইভার, ওকে নিয়ে ""আলোচনা'' হওয়া খুব আশ্চর্যের না।
  • Netai | 121.241.98.225 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:৪০505030
  • মহাভারতে অপ্রচলিত শক্তির কথা কিছু কি বলেছে? যেমন ধরুন বায়োগ্যাস, টাইডাল বা জিও থার্মাল এরম?

    ওঁয়ারা কি টাইম মেশিন বানাতে পেরেছিলেন? হয়তো দেখলেন সহদেব নুকিয়ে নুকিয়ে গুরু পড়ছেন। আর আপনি যেই লিখলেন নকুলের বেগুনে অ্যালার্জি ছিল ওমনি, তখনি আইপি ট্র্যাক করে সহদেব আপনা ক্যাঁক করে আপনার ঘাড় চেপে বললো, 'মিথ্যে কথা লেখা হচ্ছে? অ্যাঁ? শুদু মিথ্যে কথা লেখা হচ্ছে?'
  • a | 208.240.243.170 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:৪৭505031
  • সিকি,

    IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 04:20 PM

    আর

    IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 04:49 PM


    দুটো মেলানো গেল না যে!! দ্বিচারিতা!!

    মুক্ত চারণক্ষেত্রই যদি হবে তাহলে আবার সময় দেবার প্রয়োজনীয়তা উঠছে কেন?

    আর সময় দেওয়া জিনিসটা তো অফলাইন, তো সেটা দরকারমত অনলাইন আনলে চলবে কেন? আর তুমি যে "বেশী" চেনা জানার কথা বলছ, সেটাও তো অফলাইন, না কি? সেইটার জোরে এখানে বলছ কেন? let it be offline, no?

    IP Address : 123.242.248.130 Date:29 Dec 2011 -- 04:11 PM


    কে কি বলবে না বলবে সেটাও কি এখন তুমি ঠিক করে দিচ্ছ?

    আমি আমার কথা বলি, এখানে লিখি না পোষায় না বলে, কিন্তু আজ অবধি কোন দিন বলতে যাইনি আর লিখব না ইত্যাদি।
    আমি নিজে মনে করি পাইএর অবান্তর আর অনন্তর তর্কের চোটে অনেক অনেক ভালো লেখককে (self excluded, I am not a good writer at all!! ) গুরু হারিয়েছে, আরো হারাবে।
  • Ishan | 117.194.34.214 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫৩505032
  • এই ব্যক্তিকেন্দ্রিক ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি এবার বন্ধ হোক। এর বাড়ি, তার ফোন, এসব নিয়ে ব্যাপারটা চূড়ান্ত অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যাচ্ছে।
  • a | 208.240.243.170 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫৮505034
  • নাকি ক্লজেট থেকে বেড়াল বেরিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তা?

    এই জন্যেই আমি অফলাইন ভাট এড়িয়ে চলি :)
  • Ishan | 117.194.34.214 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:০০505035
  • হ্যাঁ, আমি প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত। বোঝার জন্য ধন্যবাদ।
  • arindam | 14.139.193.50 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:০৪505036
  • ঈশান
    সত্যি দুর্ভাগ্যজনক! গুরুতে জাস্ট নামের সঙ্গে নাম মিলে গেলে...কৈফিয়ৎ দিতে হয়...
    নামের সঙ্গে নাম মিলে গেলে ব্যক্তিগত আক্রমণ হয়...
    অরিন্দম
    কলকাতা-৭০০০৫৪

  • tatin | 122.252.251.244 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:২৫505038
  • মার্কেটে বেশ কিছু মেঘনাদ উদয় হচ্ছে দেখছি
  • dukhe | 122.160.114.85 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:২৫505037
  • হাল না ছেড়ে vcকে আবার বোঝাই ।

    "অ্যাডাল্ট হলেও লোকের ধারণা থাকতে পারে অশ্বথ্‌থামা ব্রহ্মাস্ত্র ছুঁড়ে পাণ্ডবের সব ছেলেদের মেরে ফেলেছিলেন। তাও কি সিরিয়াসলি নিতে হবে নাকি ?"

    কবি এখানে বলেছেন অ্যাডাল্ট লোকও ঘুমন্ত শত্রুকে মারার গল্পে (জেনে বা না জেনে) ব্রহ্মাস্ত্র আমদানি করে বসতে পারে । সেরেফ বয়সে অ্যাডাল্ট বলে সেই বক্তব্যকে সিরিয়াসলি নেবার প্রশ্নই নেই (তাহলে তো মশা মারতেও ব্রহ্মাস্ত্র লাগবে মহায়) ।
    কাজেই 'সিরিয়াসলি নেওয়া'-র ভূত না দেখাই ভালো ।
  • Kaju | 121.242.160.180 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:২৯505039
  • দুখেদা,

    'হাল না ছেড়ে' কথাটা খুব সেন্সিটিভ হয়ে গেছে। কাল কেডিদা বল্লেন, হাল মানে নাকি লুঙ্গি-ও হয় !

    মোর কী সাহস ভাই
    বাতাসে বাতাসে ছুটছে বারুদ
    তবু ফক্কুড়ি মেরে যাই...
  • dukhe | 122.160.114.85 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:৩৫505040
  • 'হাল ছেড়ো না' গানটা নতুন আলোতে দেখতে হবে মনে হচ্ছে !
  • Netai | 121.241.98.225 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:৩৯505041
  • কাজুর এই কবিতাটিকে এবছরের শ্রেষ্ঠ ছন্দময় শর্ট পোয়েমের পুরস্কার দেওয়া হোক।
  • Kaju | 121.242.160.180 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:৪০505042
  • সত্যি ! একটা শব্দের একাধিক মানে হয়ই বা কেন আর হয়ই যদি, তো জানা কেন? না জেনেই বেশ ছিলুম।
  • kd | 59.93.195.70 | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:৪৪505043
  • ক্ষী মুশকিল! একই নামের এতজন আর আমি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাই। আর নজ্জায় মরি। :(

    আর একটা ""কাবলি'' খুঁজে পান দিকিনি। মানে যে অন্তত: বাংলা লিখতে পারে, এমন একজন। :)

    ডি: আমি কিন্তু একেবারেই ইনফার করছি না যে আমি বাংলা লিখতে পারি। মানে পারি না যে তা নয় তবে জাস্ট কোনোরকমে, কাজ চলে যায়।
  • kallol | 115.184.91.98 | ২৯ ডিসেম্বর ২০১১ ২০:২৫505045
  • এগুলো এবার বন্ধ হলে ভালো লাগবে।
    বোঝা গেলো কেউ কেউ ঈপ্সিতাকে পছন্দ করেন না। যেটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সবাইকে সবার পছন্দ হবে এমন তো কোন মাথার দিব্যি নেই। এই পছন্দ-অপছন্দগুলো ফোনাফোনিতে জারী রাখুন। এই টইটাকে মুক্তি দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন