এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মহাভারতের যুগের স্থাপত্য বিষয়ে

    nk
    অন্যান্য | ২৮ ডিসেম্বর ২০১১ | ১১৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৩৫505113
  • আর ভারতে এত গুল এই সব মন্দির টন্দির নিয়ে। যে যেভাবে পেরেছে গুল মেরেছে। একেবারে গুলবাগিচা... গুলমোহর...
    কোথায় শুনেছিলাম, যে ব্রিটিশরা নাকি হাওড়া ব্রীজ অনেক উঁচু করে বানিয়েছিল যাতে ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
  • pinaki | 14.99.75.91 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৪০505114
  • ASI এর সাইটে লেখা মন্দিরের মূল মেটিরিয়াল হল khondalite। সেটা ম্যাগনেটিক বলে তো মনে হল না।
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৪১505115
  • এমনিতেও কিন্তু উড়িষ্যার মন্দিরের বিষয়ে একটা পৌরাণিক গল্প খাড়া করার রীতি প্রচলিত আছে। মুক্তেশ্বর বা লিঙ্গরাজ মন্দিরের বাইরে যে বর্ণনা পাওয়া যায় তাতে অমুক রাজার সময়ে অমুক শতাব্দীতে ছাড়াও লেখা আছে - অন্যমতে, ইহা বিশ্বকর্মা নিজহস্তে নির্মাণ করেছিলেন, ইহা নারায়ণ নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন ইত্যাদি। কোনারকের ব্যাপারেও এরকম একটা গল্প আছে। কাজেই ম্যাগনেটের ব্যাপারটা যে অতিরঞ্জিত হতে পারে, এতে সন্দেহের অবকাশ নেই।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৪৬505116
  • @কাজু
    আমার মাথায় নিয়ে ওষুধ বিক্রি করার সময়, বেশ কিছুকাল আমি পুরীতে ছিলাম। সে হয়ে গেল, প্রায় ৪৫ বছর।
    সে সময়ে, প্রচুর জ্ঞানী- গুণীর সংস্পর্শে এসেছি। এই চুম্বক নিয়ে প্রচুর বিদেশীদেরও মাথা ঘামাতে দেখি ছিলাম।
    আর্কিওলজিকাল সার্ভের কিছু অফিসারের সঙ্গে পরিচয় হয়েছিল। তাঁরা বলেছিলেন, কোণারকের মন্দির ব্রজলেপ দিয়ে তৈরী বলে মনে হয়।
    এটার বর্ণণা বৃহ্‌ৎসংহিতাতে বরাহমিহির লিখে গেছেন। প্রস্তুতপ্রণালী ব্যাখ্যা করেছেন যা আধুনিককালের সিমেন্টের সমগোত্রীয় ছিল।

    এই সবের আর কোনো দরকার আছে বলে মনে হয় না। যা হারিয়ে গেছে, তা গেছে।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৫৬505117
  • @কাজু
    বিশ্বনাথ মহারণার নাম ওড়িশা গিয়ে শুনেছেন? তাঁকে সেইকালের বিশ্বকর্মা বলা হতো। কোণারক মন্দির তাঁরই হাতের তৈরী। অন্যান্য কিছু মন্দিরও তাঁর নির্দ্দেশে তৈরী হয়েছিল।
    মহরণা- সেকালের এঞ্জিনিয়ারদের পদবী ছিল।
    যদি আবার ওড়িশা যান, তবে ওনার সম্বন্ধে খোঁজখবর করলে, পাবেন সব তথ্য।
    ভুবনেশ্বরের বিশ্ববিদ্যালয়ের নাম হলো বাণী বিহার। সেখানে ইতিহাস বিভাগে খোঁজ করতে পারেন।

  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৫৮505118
  • মহাভারতে অক্ষৌহিনী

    মহাভারত সম্বন্ধে অনেকে নানা কথা বলেন। অনেকেই আছেন; যাঁরা বিশ্বাসই করতে চান না যে, এরকম একটা যুদ্ধ আদৌ হয়েছিল ! মহাভারতে Details এর বর্ণনা প্রচুর। বিস্তৃত বর্ণনা কল্পনা দিয়ে হয় না। দেখা যাক,মহাভারতে অক্ষৌহিনী নিয়ে কি লেখা আছে! বিচারের ভার পাঠকদের। অক্ষৌহিনী:-
    ১টি রথ, ১টি হাতি, ৫ জন পদাতিক সৈন্য, ও ৩টি ঘোড়া= ১ পত্তি। ৩ পত্তি=১সেনামুখ।
    ৩ সেনামুখ= ১ গুল্ম।
    ৩ গুল্ম= ১ গণ।
    ৩ গণ= ১ বাহিনী।
    ৩ বাহিনী= ১ পৃতনা।
    ৩ পৃতনা= ১ চমূ।
    ৩ চমূ= ১ অনিকিনী।
    ১০ অনিকিনী= ১অক্ষৌহিনী
    সুতরাং ১ অক্ষৌহিনী=২১,৮৭০ টি রথ।২১,৮৭০ টি হাতী।১,০৯,৩৫০ জন পদাতিক সৈন্য।৬৫,৬১০ টি ঘোড়া।
    অতএব, ১৮ অক্ষৌহিনী=৩,৯৩,৬৬০টি রথ।
    ৩,৯৩,৬৬০টি হাতী।
    ১৯,৬৮,৩০০ জন পদাতিক সৈন্য।
    ১১,৮০,৯৮০ টি ঘোড়া।

    ১৮ দিন ধরে চলা কুরুক্ষেত্রের এই যুদ্ধে; সব পদাতিক সৈন্য, হাতী, ঘোড়া, রথের সারথী – এরা প্রায় সবাই মারা গেছিল!

    উৎস: - হরিদাস সিন্ধান্তবাগীশ কৃত "মহাভারতম", বিদ্যাসাগর রচনাবলী।
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৫৯505119
  • সত্যি ঘনাদা, এই কোনারক যেন চিরকাল দেশি-বিদেশী সব পর্যটকদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। এই ভগ্নস্তূপ, অবলুপ্ত মন্দির, ছাদবিহীন নাটমন্দির, আর্কিটেকচার, শিল্পশৈলী, কালাপাহাড়, ম্যাগনেট থিওরি সব মিলিয়ে চিরকালের কিংবদন্তী এবং সেখানেই এর আসল ম্যাগনেটিজম। :)
  • pinaki | 14.99.75.91 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:০৫505120
  • ASI কোনারক তৈরী নিয়ে একথা বলছে -

    The unpublished manuscript of Madala-panji mentions that a temple of Konarka-deva was constructed by one Purandara-kesari of Kesari dynasty in the Arka-khsetra. The Ganga dynasty, which succeeded the Kesaris and Narasimhadeva, the son of Anangabhima constructed a temple in front of the temple built by Purandara-kesari and installed the image in the new temple. Narasimhadeva caused this new temple to relieve his father’s sin by not fulfilling the promise made to the God of Puri to enlarge the temple. Even though the tradition attributed in the Matala-panji is not reliable, the ground evidence at Konarak indicates that the main temple is constructed in front of a smaller temple, which might mark the location of the temple constructed by Purandara-kesari. The copper plates of the successors of Ganga king Narasimhadeva (ca. 1238-1264) too mention Narasimha as the builder of a mahat-kutira (great cottage) of Ushnarasmi (Surya) in the corner of Trikona (Trikona-kone kutirakam-achikarad-Ushnarasmeh). The identification of Purandara-kesari is also doubtful. Some scholars feel that Purandara-kesari may be identifiable with Somavamsi Puranjaya (7th century A.D.) grandson of Udyotakesari and brother of Karna.

    ঘনাদা, এখানে তো কোনো বিশ্বনাথ মহারণার নাম দিচ্ছে না। এই বিশ্বনাথ মহারণা কোন সময়ের?
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:০৬505121
  • অনেক কিছু জানছি শিখছি। একেই বলে সৎসঙ্গে স্বর্গবাস। :)
  • pinaki | 14.99.75.91 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:০৮505123
  • আর ঘনাদা, বিস্তৃত বর্ণণাটা নৌবহর নিয়ে জানতে চেয়েছিলেন ডিডিদা।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:২১505124
  • নৌবহরের বর্ণণাটা দেবো। আজকাল টাইপ করতে ভীষণ আঙ্গুলে ব্যাথা হয়! তাই অনেক সময় ইচ্ছে থাকলেও উত্তর দিতে পারি না। এই একটু টাইপ করেই ভীষণ ব্যাথা করছে আঙ্গুল।
    আর মাদলা পঞ্জী নিয়ে তো আমি আগেই আমার জ্ঞান বুদ্ধি মত লিখেছি।
    এই বিশ্বনাথের নাম মাদলা পঞ্জীতেই আছে। উনি নরসিংহদেবের সময়ের লোক। ১২১৫ খ্রী:।
    মাদলা পঞ্জীকে কেন যে প্রকাশ করতে দিচ্ছে না, পুরীর পাণ্ডাকুল, তার একটা ব্যাখ্যা আমি পেয়েছিলাম। তবে সেটা কতটা নির্ভরযোগ্য -সন্দেহ হচ্ছে। ওখানে নাকি চৈতন্য দেবকে হত্যা করার ষড়যন্ত্রের কথা লেখা আছে।
    মাদলা পঞ্জীর লেখকরা অঙ্গিকার বদ্ধ ছিল এবং আছে- কোনো খুঁটিনাটি বিবরণও চেপে যাবে না। তাই ওটা বোধহয় অপ্রকাশিত থেকে যাবে। আর সেই কারণে ওটা আনেকডোটাল!
    আজকাল পত্রিকা চৈতন্য দেবকে হত্যা করার কথা কিছুটা ছেপেছিল, তার পরে কোনো অজ্ঞাত কারণে চুপ হয়ে যায়।

  • kallol | 119.226.79.139 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:৫১505125
  • ঘনাদা।
    এই হিসেবগুলো দিয়ে কি এটা প্রমাণ করা যায় যে হাজার তিনেক বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্র নামে জায়গাটায় ১৮ দিনের একটা যুদ্ধ হয়েছিলো।
    ধরুন কেউ একজন প:ব: ৭০এর দশক নিয়ে গল্প লিখলো। তাতে তখনকার একটা নকশাল অ্যাকশনের ঘটনা আছে। নারায়নগড় কলোনীর স্কুলে অ্যাকশন হলো। গোটা পাঁচেক ছেলে এসে স্কুলের অফিস ঘরের সামনে বোম মারলো। তারপর সব ছাত্রদের বললো স্কুল থেকে বেরিয়ে যেতে। স্কুলে ও লাইব্রেরীতে আগুণ লাগিয়ে দিলো আর নকাশলবাড়ী লাল সেলাম, চেয়ারম্যান মাওয়ের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও এসব স্লোগান দিতে দিতে চলে গেলো।
    সেদিন রাতে নারায়নগড় কলোনী ঘিরে সিআরপি কুম্বিং অপারেশন চালালো। বারো থেকে বাহান্ন সমস্ত পুরুষকে তুলে এনে অকথ্য অত্যাচর। তারপর চারজন ছেলেকে তুলে এনে পোড়া স্কুল বাড়িটার ভিতরে ঢুকিয়ে গুলি করে দিলো।
    নারায়নগড় বলে একটা কলোনী আছে বটে, কিন্তু তাতে স্কুল নেই। বা থাকলেও তাতে কোনদিন নকশাল অ্যাকশন হয়নি। ওখানে সিআরপি কুম্বিং হয়তো হয়েছে, কিন্তু গল্পের মতো কিছু ঘটেনি।
    তাতে কি গল্পটা মিথ্যে হয়ে যায়?
    গল্পটা অক্ষরিক ভাবে সত্যি নয়, কিন্তু গল্পটা মিথ্যেও নয়। গল্পটা আরও সত্যি।
    আমার ধরনা, মহাভারতের মতো ওরকম ""একটা"" যুদ্ধ নাও ঘটে থাকতে পারে। হয়তো মহাকাব্য রচয়িতা অনেক যুদ্ধের অভিজ্ঞতা/লোকগাথাকে একত্র করে একটা লেখায় ধরতে চেয়েছেন। এই কাজটা কৃষ্ণদ্বৈপায়নের চেয়ে আর কেউ এতো ভালোভাবে করতে পারতো না। উনিই তো লোকমুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্লোকসমূহকে বিন্যস্ত করে চারটি বেদে ভাগ করেন, যে কারনেই উনিই বেদব্যাস।
    ফলে মহাভারত মহাকাব্য এবং আমাদের মতো ইতিহাসও বটে, যা সেই সময়কে ধরে, সে সময়ের চিন্তা সমূহ ও তার দ্বন্দ সকলকে প্রতিভূত করে। তার দর্শন, তার রাজনীতি, সমাজনীতি, তৎকালের যুদ্ধরীতির দর্পণ হয়ে ওঠে মহাভারত।
    তাই মহাভারত সত্যি নয়, মিথ্যেও নয় - তা, আরও সত্যি।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৪:৫৫505126
  • STORYRELATEDWITHCHIEFARCHITECT
    http://www.shreekhetra.com/konstory.html

    Theconditionofthesoilwherethetemplewastobeerected, originallywassobad, thatthechiefarchitect, BishuMaharana, whowasentrustedwiththework, becameverymuchupset.Butwhentherewasnootherwaybuttobuildonthesameplaceonaccountofitssanctity, hewithgreatdifficultymanagedtocarryonthework.Therewasacontractbetweenthekingandworkers, thatnoonewillbeallowedtogoawayuntilthewholeworkwascompleted.
    Anywaytheconstructionwasgoingon, anditwasnearingitscompletion, suddenlytheyweretofaceadifficultyonfixinguptheKalasa(finial) initsproperposition.Inthemeantimethechiefarchitect'sson 'Dharmapada' cametoseehisfather, ashewasawayfromhomeforalongtime.Dharmapadawasbornamonthafterhisfather'sdeparture, andtwelveyearshadgoneby.Heproceededtothesitetomeethisfatherandsawthattheleadingbuilderswerebesetwithcertainproblem.ThoughBishuwasgladtoseehisson, hecouldnotconcealthefactofhisnotbeingabletoputtheKalasaproperly.Hesaid, 'myboy, thoughtheconstructionworkisalmostcomplete, weareexperiencingsomedifficultiesnowinputtingthefinial.Ifwefailtodoitwithinaresonabletime, thekingwilldetachourheadsfromourbody'.Onhearingthistheboyimmediatelygotupatthetopanddiscoveredsomethingwronginthework.HeimmediatlyrectifiedthedefectandmadetheKalasatogointoitsproperposition.Theworkwasdonebutthemasonswerestillthinkingoftheirfate, thatifthekingcomestoknowallaboutthis, hewillcertainlythinkthatthemasonswerenotdoingtheirjobproperly, whichalittleboyhaddoneinsuchashorttime.Theboywasverymuchshockedandjusttohushupthematter, gotupandcommittedsuicide, fromthetop.Manysuchstorieswhoseaccuracy, itisdoubtfultoassert, areinvogue.

    Hadhesuddenlycomeunderthespellofanuncontrollableecstasyandadesiretobelostintheinfiniteafterhavingfulfilledhislife'smission? Thepopularlegendsaysthatheshirkedthepossibilityofposteritycreditinghimforanachievementwhichwastrulyduetohisfatherandhiskinsmen.
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০৩505127
  • শ্রীক্ষেত্র ডট্‌ কম - রিলিজিয়াস ওয়েব সাইট - ওরে বাবা! এখানে গুলগপ্পো থাকার সম্ভাবনা প্রবল।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০৫505128
  • কল্লোল বাবু,
    প্রথমেই বলি- এই সব নকশালদের নিয়ে যে মিথ বা অতিকথন চালু আছে, সেগুলো একটাও অতিকথন নয়।
    পুরোটাই সত্যি।
    আদর্শবাদে নিজেদের ডুবিয়ে দিয়ে তারা স্বপ্ন দেখেছিল, একটা শোষণমুক্ত সমাজের। তাদের সালাম জানানো ছাড়া আর কোনো উপায় নেই।
    আমি আপনি এই ঘটনাগুলো জানি এবং প্রত্যক্ষ করেছি বলে এগুলো কখনই মিথ নয়।
    শুধ স্থল এবং পাত্র/ পাত্রীরা বদলে গেছে।
    সেটা তো আর অতিকথন নয়।
    আমাদের পরে এটা মিথ হয়ে যেতে বাধ্য। তাই বলে তো আত্মত্যাগ গুলো তো আর মিথ বা মিথ্যা কোনোটাই নয়!!!!!
    পলাশীর যুদ্ধ দেখিনি বলে সেটা মিথ!!!!!!
    মহাভারত ঠিক সেই কারণেই এখন মিথ! তবে আপনার শেষের লাইনের সঙ্গে কিছুটা একমত।

  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০৭505129
  • লসাগু
    ঠিক!
    তবে গুল্পোটা বললুম।
    আগের লেখাগুলূ দেখবেন স্যার!

  • siki | 122.177.189.106 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:০৯505130
  • ঘনাদা,

    ভুবনেশ্বরে আমি ছিলাম বছর তিনেক। তাই আমিও একটু আধটু কিছি কিছি ওড়িয়া কহি পারি , হেঁ হেঁ।

    যদ্দূর জানি, বাণী বিহার নয়, ইউনিভার্সিটির নাম উৎকল ইউনিভার্সিটি, লোকেশন বাণী বিহার ছকো। ওর পরের মোড় আচার্য বিহারেই ছিল আমার অফিস। বাণী বিহারে উৎকল ইউনিভার্সিটির আইসিআইসিআই এটিএমে টাকা তুলতে যেতাম।
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১১505131
  • মহাভারতে প্রচুর গুল... কিছু জায়গার নাম মিলে গেলেই তো হবে না, বাকি সব কাল্পনিক, অতি-অবাস্তব।
    তবে মহাভারত ভর্তি কেচ্ছা, জালি, পিএনপিসি - তবে ঐ পার্টগুলোই বাস্তব...
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:১৮505132
  • সিকি

    মু পরা জানে- উৎকল বিশ্ববিদ্যালয়ো! সেইটি কৌঠি অছি, সেহা কহিথিলি। লিখিবাকু ভুল হই গলা!
    হেলে আপণ ওড়িয়া জানুছন্তি জানিকিরি বহুত ভল লাগিলা।
  • kallol | 119.226.79.139 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:২১505134
  • মহাভারতের সংখ্যাসমূহ।
    মহাভারতে অনেকের কথা আছে, যাঁরা সহস্র বছর ধরে তপস্যা করছেন। স্বয়ং ব্যাসদেব বা ভীষ্মের বয়স ভাবলেও বেশ গোলমালে পড়তে হয়। ভীষ্ম ব্যাসদেবের চেয়ে বেশ কিছুটা বয়সে বড়ো। কৃষ্ণ দ্বৈপায়নের জন্মের পাঁচ ছয় বছরের মধ্যে পরাশর সত্যবতীকে ছেড়ে চলে যান। তারপর শান্তনু সত্যবতীকে বিয়ে করতে চান, তখন ভীষ্ম তরুণ, ধরে নিতে পারি ১৮/২০ বছর। অর্থাৎ ভীষ্ম, ব্যাসদেবের চেয়ে ১৩ থেকে ১৫ বছরের বড়ো।
    ভীষ্মর নাতিরা যখন যৌবনের শেষ প্রান্তে, তখন তিনি সোজা দাঁড়িয়ে যুদ্ধ করছেন, তাঁর প্রপৌত্র অভিমূণ্যের সাথে। একই হিসেব দ্রোণ, কৃপাচার্য এঁদেরও।
    কিন্তু আবার কুরুক্ষেত্রের যুদ্ধের বেলা ঘন্টা মেপে ১৮ দিন। বনবাস বারো বছর, অজ্ঞাতবাস এক বছর। ময় ইন্দ্রপ্রস্থ তৈরী করছে ১ বছর ২ মাসে। সে বেলা তো বলে তো সম্মানার্থে সহস্র হলো না।
    কাজেই কখনো রূপকার্থে কখনো অঙ্কের হিসাবে সংখ্যা এসেছে। এক ছকে সব পড়বে না।
    হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে
    আর
    কুড়ি কুড়ি বছরের পর / তার সাথে দেখা হয় যদি
    একই মানুষের লেখা।
  • ppn | 216.52.215.232 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:২৯505135
  • মোতে টিক্কে সময়অ দিয়ন্তু, মু জলদি ওড়িয়া শিখি যিবি।

    ভুবনেশ্বর প্রবাসে এইটা ছিল আমার বাঁধা গত। যাঁর মুখে শুনে শিখেছিলাম তিনি আর কেউ নয় ওড়িশার মুখ্যমন্ত্রী খোদ নবীন পট্টানায়ক। :)

    সিকি ঠিকই লিখেছে, উৎকল ইউনিভার্সিটি। লোকেশনের নাম বাণী বিহার। এনহেইচফাইভ ধরে খন্ডগিরির দিকে এগোলে আচার্য বিহার আর জয়দেব বিহার পড়বে আর অন্যদিকে গেলে রসুলগড় ছকঅ।

    কিন্তু, খ্যাল কল্লেন এই সুযোগে নবীনবাবুকে নিয়ে চাট্টি পিএনপিসি করে নিলাম। যদিও অনলাইন, কিন্তু সুযোগের অপেক্ষাতেই ছিলাম। :)
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৩০505136
  • কল্লোল বাবু
    আমার স্পর্দ্ধা ক্ষমা করবেন।
    যেগুলো সন্মানার্থে, শুধু সেগুলৈ অতিকথন হয়ে আছে। কারণ, অভ্যাস যে বড় গুণ, সেগুলোকে তুলে ধরার জন্য।
    বাকীগুলোর ঠিকঠাক দেওয়া আছে একটাই কারণে- সমনুসময়ের জন্য। সেটা বিস্তৃত লিখেছি।
    সংস্কৃত সাহিত্য পড়তে গেলে, একজন গাইড লাগে। শুধু অনুবাদ পড়ে কিছু জানা যায় না! সেই গাইড শুধু সাহিত্যের ব্যাপারট, ব্যকরণ নিয়ে বলবে।
    ধর্ম নিয়ে প্যানপ্যানানি করবে না।
    সেটা কিছুটা আমি পেয়েছিলাম।
    তাই পাণিণি নিয়ে আমি খুব আগ্রহী। লিখেছিও পাণিণি নিয়ে।
    আমার ক্ষমতা মত।

  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫505138
  • @ppn

    নবীন পরা বিজু বাবুঙ্ক পুও!!! সে পিলা ন থিলা ওডিশারে! বুলুথায়ে এয়াড়ে সেআড়ে!!!
    সিএ কিমিতি জানিব, ওডিয়া ভষা?

  • ppn | 216.52.215.232 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫505137
  • সরি, ঘনাদার পোস্ট পড়ার আগেই পোস্ট করে ফেলেছি।
  • ppn | 216.52.215.232 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৩৮505139
  • হ্যাঁ, উনি বোধহয় এদ্দিনেও শেখেননি। :)
  • jhumjhumi | 59.161.177.41 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৪০505141
  • এক জায়গায় দেখলাম শিবুদা লিখেছেন,আগেকার যুগে লোকেরা পাথরের মন্দির তৈরি করতে জানলেও প্রাসাদ বা বসবাস করার মতো বাড়ি তৈরি করতে জানতো না (এটা ওনার হাইপোথিসিস)। আচ্ছা মন্দিরই হোক বা বাড়ি, বেস টা তো নিশ্চয় একইভাবে হবে? মন্দিরেও তো দেওয়াল আছে,ছোটো হলেও গর্ভগৃহ বলে একটা ঘরও থাকে। যারা এতো সুন্দর সুন্দর মন্দির এতো হিসেব নিকেশ করে বানাতে পারতো, তারা একটা বাড়ি বানাতে পারবে না,এটা একটু কেমন যেন লাগছে। অবশ্য এ ব্যাপারে আমি নিতান্তই অজ্ঞান। বোকা বোকা প্রশ্ন হলে মার্জনা করবেন।
  • kallol | 119.226.79.139 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৪০505140
  • মহাভারত গড়ে উঠেছে প্রায় ২০০০ বছর ধরে।
    লোকমুখে চলে আসা লোকগাথাগুলোকে একসূত্রে বেঁধেছিলেন ব্যাস। তারপরও তো দীর্ঘ দীর্ঘ সময় ধরে তা আবার লোকমুখেই ফিরেছে। গুপ্তযুগে লিপিবদ্ধ হবার সময় আর একবার ঝাড়াই বাছাই হয়েছে নিশ্চই। তাতে কিছু বাদ গেছে, কিছু পাল্টেছে, কিছু যোগও হয়ে থাকতে পারে। কিন্তু কিছু বিষয় নিয়ে হয়তো ধারনা করা যেতে পারে। যেমন, যাদবেরা সূর্য গ্রহণের সময় গণনা করতে পারতো। তা না হলে জয়দ্রথ বধ হয় না। এখন তর্ক উঠতে পারে ওটা কৃষ্ণের বিশেষ জ্ঞান না যাদবকূলের। আমার মনে হয় দুটোই। জ্ঞানটা যাদবকূলে ছিলো, কৃষ্ণ তাকে চর্চা করে সিদ্ধ হয়েছেন। কৌরব-পান্ডবেরা এটা গুণতে জানতেন না। এবার কৃষ্ণ তার চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিলেন, এটা মিথ। কিন্তু তাতে একটা জনগোষ্ঠীর ও একজন ব্যাক্তির জ্ঞান চর্চা মিথ্যে হয়ে যায় না।
  • kallol | 119.226.79.139 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৫০505142
  • ঘনাদা।
    কার স্পর্ধা কে ক্ষমা করে!
    আপনি তো তবু সংষ্কৃত জানেন। আমার তো অনুবাদই সম্বল। কালীপ্রসন্ন, রাজশেখর বসু, এস এল ভৈরাপ্পা, আর বিভিন্ন বাংলা পত্র-পত্রিকার মহাভারত নিয়ে লেখা পত্তর - এই আমার দৌড়।
    আমি শুধু অর্বাচীনের মতো কিছু ধারনার কথা বলছি আর আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
    স্পর্ধা যদি কেউ দেখিয়েই থাকে সে তো আমিই।
  • bb | 117.195.180.253 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৫:৫৬505143
  • @ Jhujhumi আপনি Keystone এর ব্যাপারটা গুগুল করে বুঝে নিন, তাহলে বুঝতে পারবেন শিবুদা কি বলতে চেয়েছেন।
    বাংলায় রাজমিস্ত্রীরা এটাকে "চাবি" বলেন আর এখনও মুর্শিদাবাদের মুশলমান কারিগরেরা এই চাবি বানানতে দক্ষ। Kc বা Shantanu আরও ভাল বলতে পারবেন এই ব্যাপারে।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৬:০০505145
  • কল্লোল বাবু
    সংস্কৃত, এই বয়সে এসে শেখার চেষ্টা করছি।
    বড্ড দেরী হয়ে গেছে! জানি না শিখতে পারবো কিনা!
    সময়ও তো প্রায় শেষ!
    কি যে করি!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন