এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মহাভারতের যুগের স্থাপত্য বিষয়ে

    nk
    অন্যান্য | ২৮ ডিসেম্বর ২০১১ | ১১৮০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ridhhiman | 108.218.136.234 | ৩০ ডিসেম্বর ২০১১ ০৬:১২505079
  • গুগল টুগল থেকে টুকে সবাই লেখে। এতে যে কোন টপিকে কথা বলা যায়। শুধু যুক্তি থাকলেই হল। এ তো বিশাল ভাল ব্যাপার। আমি মহাভারত থেকে এফ-দি-আই, সবেতেই তর্ক করব। এতে আর 'অধিকারী' হবর সিন নেই। তাতে পুথি পড়া অধিকারীদের আতে ঘা লাগলে কিছু করার নেই।সময়ের সাথে বদলান। পাই গুগল টুগল ঘেটে ইনফো বের করে যেভাবে কথা বলেন সেভাবেই একাডেমিয়া চলে। উনি তো দারুন তর্ক করেন, (দ্য বেস্ট) যদিও মাঝে সাঝে হেভি ভদ্রতা ন্যাকামো লাগিয়ে রেটোরিকাল প্রশন রাখেন । তখন জ্বলে। তাছাড়া একদম ফ্ল-লেস।

    এ বাবু, অবান্তর তর্ক মানে? কোনটা বান্তর? সব তো টাইমপাস। নিরন্তর আর অবান্তর তর্ক ছাড়া আর কিসের আশায় এখানে আসা? হিগ্‌স বোসোন মিলবে? আর ঐ চলে যাবর ধপবাজি টা অন্য জায়গায় দেবেন। কি এমন বিশাল হনু রে। বাংলার সাহিত্যসভা শুণ্য করে সবাই চলে গেলেন । কাজের হুর্কো পড়েছে, তাই কেটেছে, টাইমপাসের টইম পেলে আবার আসবে। আর এটা পাই কেও বলছি, আপনিও ঐ 'চলে যাব ফাব' না বলে তর্ক করুন। বেকার সেন্টু দেবেন না।
  • Sibu | 108.23.41.126 | ৩০ ডিসেম্বর ২০১১ ০৭:১০505080
  • রাগ কত্তে গিয়ে হেসে দিলাম। রিদ্ধি একেবারে ইকুয়াল অপরচুনিটি ঝাড়েল। :)
  • kallol | 115.184.85.94 | ৩০ ডিসেম্বর ২০১১ ০৭:২০505081
  • ঋদ্ধিমান।
    এখানে কেউ হিগ্‌স বোসন পাওয়ার জন্য আলোচনা বা তর্ক করে না। এ আর নতুন কথা কি। সে তো আমরা সবাই জানি। তবু তো মানুষ আড্ডা মারে। সবটাই নেহাৎ ""টাইম পাস"" নয়। এখানে নানান আলোচনা থেকে অনেক কিছু শিখি। শিবাংশুর ঋতু গুহ পড়ে এই প্রথম ভালো করে ঋতু গুহ শুনলাম। ভালো লাগলো। এটাও তো পাওয়া। এখানে মহাভরতের স্থাপত্য নিয়ে লিখতে গিয়ে আবার অনেক দিন পর কালীপ্রসন্ন সিংহের মহাভারত পড়ছিলাম। এগুলোর মূল্য ব্যক্তি মানুষের কাছে হিগ্‌স বোসনের চেয়ে কিছু কম নয়।
    এই যে আপনি কোমল গান্ধার দেখে খুব বিরক্ত হয়েছিলেন, সেটাও তো কোমল গান্ধারকে অন্য একটা দৃষ্টিকোন থেকে দেখা। আমি আপনার সাথে কোমল গান্ধারের বিষয়ে একমত নাই হতে পারি। কিন্তু আপনার মতও তো কিছু মানুষের মতকে প্রতিফলিত করে। সেটা জানাও তো একটা জ্ঞান।
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ০৮:১৫505082
  • কি নিয়ে যে এত কনফিউশন তা বুঝতে, ল্যাদ কাটিয়ে এই থ্রেডের আগে থেকে পড়লাম।
    যা বুঝলাম কিস্যু হয় নি। ডিডিদা পাইকে বলেছেন যে ভালো করে পোস্ট পড়ে উত্তর দিতে। তাতে পাই বলেছে আর পোস্ট করবে না।
    ধুস্‌, এই নাকি কুরুক্ষেত্র। এরকম তো হরদম হয়ে থাকে। এ কিছু না।

    যাই হোক, পিছিয়ে গিয়ে পড়লাম বলেই না শিবাংশু-র এক পিস অ্যানালিসিস পড়া গেল। শিবাংশু যে ঋতু গুহ নিয়ে লিখেছে সেটাও জেনে গেলাম, খুঁজে পেতে পড়েও ফেললাম। সাইড এফেক্ট ভালই হল।

    আর ঋদ্ধি তো বেশ রেগে গেছে - এত ক্ষোভের ডালি নিয়ে... ইয়ে মানে, একটু শান্ত হও ভাই। এই যে ঘনাদার প্রহেলিকা এ কি গুগল টুগল? আর গুগল থেকে হলেই বা প্রবলেম কী? মানুষ কি ভাবে জানে - পড়ে/দেখে/শুনে। গুগল/উইকি এগুলো তো পড়ার মধ্যেই পড়ছে। সুতরাং....
  • Bratin | 117.194.99.170 | ৩০ ডিসেম্বর ২০১১ ০৯:৩১505083
  • ২০১১ তে সোমনাথ গেছি। নতুন মন্দির টা ও ১৯৫৩ ( স্বাধীনতার পর) তে শুরু হয়েছে। পুরোনো মন্দির টাও পাশে আছে ।সেরকম থাম দেখলাম না তো?
  • dd | 124.247.203.12 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:১৪505084
  • @ শিবু
    এই সবজেক্ট শুধু জানি ই না, তাইই নয়, ইন্টেরেস্ট ও কম ।

    স্থাপত্য টাপত্য আসলে বেশ টেকনিক্যাল ব্যাপার, সে সব ব্যাপার না জেনে শুধু "বা:, কি ভালো লাগলো" বল্লেই ঠিক জমে না।

    আর্কিটেকচার নিয়ে পুরাতনী লেখা আছে অর্থশাস্ত্রে আর অগ্নিপুরাণে। কিন্তু ও সব কিতাবে টেকনিক্যাল বিষয় কম, ঐ বেশ ফেং শুই টাইপের ব্যাপার, মানে কোন কোনে দুর্গ হবে আর কোন দিক মুখ করে রাজার বাড়ী,এইসব। পড়ে মজা আসে না।

    ইন্ডিয়াতে ফ্রী স্ট্যান্ডিং বাড়ীর মধ্যে প্রাচীনতম কোনটা? কেউ জানেন ?
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:১৭505085
  • মহাবলীপূরম ?
  • dd | 124.247.203.12 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:২১505086
  • পুরাতনের কদর আমাদের দেশে কেমন জানি খুব কম মনে হয়। কোণারকের অতো বড় মন্দির, প্রায় বালু চাপা পরে ছিলো। স্থানীয় লোকেরা ছাড়া অন্যরা জানতও না। ফার্গুসন সাহেবের হাতে আঁকা ছবি দেখে বোঝা যায় যে বৃটিশেরা যখন সেটি "উদ্ধার" করেন তখনো নাটমন্দির আর জগমোহনের পিছনে রেখ দেউল খাড়া ছিলো। আনসেফ বলে সেটিকে ডিসম্যান্টল করা হোলো।

    বনে জংগলে মাটীর নীচে আরো কতো প্রত্ন লুকিয়ে আছে কে জানে?
  • vc | 121.241.218.132 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৩৬505087
  • মুসলিম পিরিয়ডের আগের রাজপ্রাসাদ ক্কোনগুলো?
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৪৮505090
  • *সূর্য
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৪৮505089
  • ডিডিদা, একটা প্রশ্ন করছি।

    ডিসম্যান্টল করা হয়েছিল সেটা কি এইটা? এটাকেই নাটমন্দির বলছে, যেখানে সুর্যদেবতার উদ্দেশ্যে নৃত্যপ্রদর্শন হত।


  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৫৮505091
  • Name:piMail:Country:

    IPAddress:72.83.83.28Date:28Dec2011 -- 01:00PM

    ওখানে তো শ্লোক কোট করা আছে। অনুবাদও ।
    সেতা না পড়ে দিয়েছি কে বল্লো ?
    আঅনি পড়ে বলুন :)

    TheMahabharatarelateshowthePandavas, ingeniously
    escapingfromthe 'houseoflac' byasubterranean
    passage, cameupontheGangesandgotonboarda
    vessel, which 'wasprovidedwithmachineryandall
    kindsofweaponsandwascapableofdefyingstorms
    andwaves':sarvavatasahamnavamyantra-yuktam
    patakinim (AdiParva, ch.15).

    পুরো শ্লোকটা হলো:-

    সর্বভট সহম নবম যন্ত্র ( উচ্চারণ= য়ন্ত্র) যুক্তম (উচ্চারণ= য়ুক্ত) পতাকিনিম।

    পতাকিনিম= পতাকা বাহী অর্ণব পোত (অর্ণব পোত = সমুদ্র গামী নৌকা)।
    সর্বভট সহনম= সব রকম ভট ( ভট=বীর যোদ্ধা)
    নবম যন্ত্র যুক্তম = নয় রকম যন্ত্র যুক্ত

    পুরো শ্লোকটার অর্থ হলো:-
    সবরকম যোদ্ধা ( নৌ, স্থল) বহনে সমর্থ, নয় রকম যন্ত্র যুক্ত অর্ণব পোত।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:০১505093
  • Name:piMail:Country:

    IPAddress:72.83.83.28Date:28Dec2011 -- 01:00PM

    ওখানে তো শ্লোক কোট করা আছে। অনুবাদও ।
    সেতা না পড়ে দিয়েছি কে বল্লো ?
    আঅনি পড়ে বলুন :)

    TheMahabharatarelateshowthePandavas, ingeniously
    escapingfromthe 'houseoflac' byasubterranean
    passage, cameupontheGangesandgotonboarda
    vessel, which 'wasprovidedwithmachineryandall
    kindsofweaponsandwascapableofdefyingstorms
    andwaves':sarvavatasahamnavamyantra-yuktam
    patakinim (AdiParva, ch.15).

    Sarvavatasahamnavamyantra-yuktam
    patakinim (AdiParva, ch.15).

    পুরো শ্লোকটা হলো:-

    সর্বভট সহম নবম যন্ত্র ( উচ্চারণ= য়ন্ত্র) যুক্তম (উচ্চারণ= য়ুক্ত) পতাকিনিম।

    পতাকিনিম= পতাকা বাহী অর্ণব পোত (অর্ণব পোত = সমুদ্র গামী নৌকা)।
    সর্বভট সহনম= সব রকম ভট ( ভট=বীর যোদ্ধা)
    নবম যন্ত্র যুক্তম = নয় রকম যন্ত্র যুক্ত

    পুরো শ্লোকটার অর্থ হলো:-
    সবরকম যোদ্ধা ( নৌ, স্থল) বহনে সমর্থ, নয় রকম যন্ত্র যুক্ত অর্ণব পোত।
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:০১505092
  • স্তূপকে যদি বাড়ী হিসেবে ধরা যায়, তাহলে প্রাচীনতম (এখনও অবধি যা পাওয়া গেছে) হতে পারে - ভোপালের সাঁচী স্তূপ (3rd century BC, মহামতি অশোকের নির্দেশে নাকি কাজ শুরু হয়)।
    ঐতিহাসিক/গবেষক-দের স্পেকুলেশন অনেক আছে, যেমন আলেকজান্ডার পাঞ্জাবে গ্রীক স্থাপত্যের টেম্প্‌ল তৈরী করেন। যদি তা হয় তবে সেটা সাঁচীর থেকে পুরোনো। কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় নি।
    দু হাজার বছর আগে, গাঙ্গেয় উপত্যাকায় পাথরের স্ট্রাকচার বানানো ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ছিল। জনবসতি ছিল নদী কেন্দ্রিক, আর, পাহাড় ছিল দূরে বা দুর্গম এলাকায়। আর সেই পাথর বয়ে নিয়ে আসার জন্যে দরকার বাহনের। হাতী টেনে এনেছে প্রচুর পাথর পরের দিকে (তাজমহলের পাথরের বেশীর ভাগ এনেছিল হাতি)। ভারতে যুদ্ধে হাতির ব্যবহার অবশ্য অনেক আগে থেকেই (১৫০০ বিসি)।
  • dd | 124.247.203.12 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:০২505094
  • না, যে পোর্শনটা এখন একেবারে নেই, সেটার শুধু একটা হাতে আঁকা ছবি আছে।

    এইটা দ্যাখো : http://konark.nic.in/architech.htm
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:১৫505095
  • আচ্ছা। সব চেয়ে পেছনে সবথেকে উঁচু যেটা, উড়িষ্যার অধিকাংশ মন্দিরের গড়নে যেটা দেখা যায়।

    আর লোডস্টোন ম্যাগনেট যেটা, ওটা তো এই জগমোহনেই ছিল নাকি মূল মন্দিরে? জগমোহনের মাথায় একটা মঙ্গলকলসও ছিল যেটা আজ আর নেই, এই হাতে আঁকা ছবিতে বোঝা যাচ্ছে।
  • dd | 124.247.203.12 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:২৩505096
  • সাগরের ধারে সব মন্দিরেই একটা চুম্বকের গল্প থাকে, মহাবলীপুরমেও।
    চুম্বকের টানে জাহাজেরা তীরে চলে আসে, এইসব।

    বাস্তবে অমনটি হয় না। ওটা ১০০% গুল্পো
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:২৫505097
  • উইকি বলছে সাঁচীর স্তূপ হল ... the oldest stone structure in India ...

    http://en.wikipedia.org/wiki/Sanchi
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:২৬505098
  • @T
    তথ্যটা খুঁজতে একটু সময় লাগবে।
    @ কল্লোলবাবু

    সংস্কৃত সাহিত্যে ব্যাকরণের প্রয়োগ প্রচুর বলে সংস্কৃতজ্ঞ লোকেরা বলেন। ( আমি সংস্কৃতজ্ঞ নই)
    উদাহরণ স্বরূপ বলা যেতে পারে:-
    সম্মানার্থে বহুবচন।
    আমরা ৩৩ কোটী দেবতার কথা শুনি। এটাও সেই সম্মানার্থে বহুবচন।
    টীকাকার নীলকণ্ঠ বলেছেন:-
    দেবতার সংখ্যা মোট ৩৩

    অষ্টবসু=
    একাদশ রুদ্র= ১১
    দ্বাদশ আদিত্য=১২
    ইন্দ্র=
    প্রজাপতি=
    ________
    মোট= ৩৩
    টীকাকার আরও বলছেন:-
    এই কোটি সংখ্যাটি সম্মানার্থে বহুবচন, এবং তাঁহাদের পরিবারাদি সহ গণণাভিপ্রায়ে নির্দ্দিষ্ট।
    তপস্যা হলো সন্মান। তাই হাজার শব্দটি সম্মানার্থে বহুবচন।

    আরও একটা শব্দ আছে।
    অনুসময়
    টীকাকার বলছেন:-
    নানা বস্তু, ব্যক্তি সম্পর্কে কর্ম সম্পাদন, বর্ণণ, ইহাই অনুসময়।
    ইহা তিনপ্রকার।
    পদার্থানুসময়
    কাণ্ডানুসময়
    সমুদায়ানুসময় বা সমনুসময়।
    পদার্থানুসময়:- সমস্তের সম্বন্ধে এক কর্ম করা, তারপর সমস্তের সম্বন্ধে দ্বিতীয় কর্ম করা, এই ক্রমকে বলে পদার্থানুসময়।
    কাণ্ডানুসময়:- কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে খুঁটিনাটি বলে তারপর দ্বিতীয়... এই ক্রমকে বলে কাণ্ডানুসময়।
    সমুদায়ানুসময় বা সমনুসময় = এটা হলো সময়ের ক্রম। কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে সময়ের ক্রমকে বলে, সমুদায়ানুসময় বা সমনুসময়।
    এই ব্যাখ্যা করতে গিয়ে বহুক্ষেত্রে বাহুল্য চাপিয়ে দেওয়া হয়েছিল। সেটা অনেকে জেনে বা না জেনে করেছিলেন। তখন তো আর গুগুল ছিল না।
    যাই হোক, সংস্কৃতজ্ঞরা এই ব্যাখ্যাটাই দিয়েছেন।
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩০505102
  • আসলে বাস্তব আর অতিকথন এমনভাবে বহুল প্রচলিত নানা ব্যাপারে আমাদের দেশে, কোনটা সত্যি বোঝার উপায় নেই। কোনার্কের ব্যাপারে তো আবহমান কাল ধরে চলে আসছে, গাইডরাও তাই বোঝায় নতুন আসা পর্যটকদের। কোনো ম্যাগনেট যত শক্তিশালীই হোক, জাহাজের কম্পাসকে ডিস্টার্ব করে টেনে নিয়ে আসবে, এত শক্তি ভাবাই আসম্ভব। আরো একটা সেই ফ্লোটিং আইডলের গল্পও আছে। ওটাও অবিশ্বাস্য।
  • vc | 121.241.218.132 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩০505101
  • আমর কোশ্চেনটা হারিয়ে গেল যে। মুসলিম পিরিয়ডের আগের রাজপ্রাসাদ কোনগুলো? আদৌ পাওয়া গেছে?
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩১505103
  • ঘনাদা আর একটা ইম্পরট্যান্ট কনফিউশনের জায়গা ধরেছে - এই ৩৩ কোটি দেবতার কেসটা। তার মানে আসল কেস হল ৩৩ জন দেবতা। বাহুল্যের ঠেলায় কোটি জুড়ে দিয়েছে। অনেকে অবশ্য নানারকম ব্যাখ্যা দিতেন, যে, আসলে এক এক জন দেবতার শয়ে শয়ে নিকনেম, ঐ সব গুনে ৩৩ কোটি হয়েছে।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৪৭505104
  • don’tknowwhymostofthearticlesaboutthesuntempleofKonarkshrugoffthewellestablsihedfact (seethebookletsopublishedbytheArchaeologicalSurvayofIndiaonKonarktemple) thatthisstructurewasheldtogetherbyMagneticForce (insteadoftheconventionalbrickorstonepillarbasedsupport).Thefindingsclearlyindicatethatsome63tonsofmagnetwasused (10tonsatthebottomand53tonsatthetop) thatpulledtogetherthehugeironbeamsonwhichthestonesofthistemplerest.Inthisrespectthisisauniqueedificeinthewholeworld.Nootherbuilding, eventodaycanboastofthisengineeringfeat!

    Alsoitcanbeseenthatthetempleusesnomortarorcementforholdingitsbuildingblockstogether - ratheritsstonesareheldtogetherwithironclamps.Alsothisisfirsteveredificeoftheworldtodisplytheusealightningconductor! (ThisisacleartestimonyofthefactthatthephenomenonofElectromagnetismwaswellknownmuchbeforethe‘west’everunderstoodit!)

    http://www.solarevents.com/articles/sun-worship/konarak-sun-temple/
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৫২505105
  • এখন যদি ArchaeologicalSurveyofIndia ও যদি গুল্প দ্যায়, তা হলে আর কাকে বিশ্বাস করবো- এটাই ভেবে মোরছি।
  • dukhe | 122.160.114.85 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৫৫505106
  • :)
  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:১৩505107
  • আমার চিরকাল একটা প্রশ্ন মনে উঁকি দেয় যে, ওই যে ৬৩ টন ম্যাগনেট ছিল, সেটা সরিয়ে নেবার পর তো বহুযুগ পার হয়ে গেছে। তাহলে কিসের জোরে এখনো স্ট্রাকচারটা দাঁড়িয়ে মোটামুটি দাঁড়িয়ে রয়েছে, যদি চৌম্বক শক্তিই এর মূল ভিত্তি হয়ে থাকে? যদিও গত অক্টোবরে দেখলাম বাঁদিকের অংশটা একেবারে লোহার খাঁচায় বন্দী, যেটা ৯৮ তে ছিল না এতটা।
  • pinaki | 14.99.75.91 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:২৬505108
  • ASI এর সাইটে কোনরক নিয়ে অন্তত: চারপাতা লেখা আছে। কোথাও ম্যাগনেটের উল্লেখমাত্র দেখলাম না। এত কিছু লিখল আর ম্যাগনেটের ব্যাপারটা অনলাইন ভার্সানে লিখল না!

    ঘনাদা যে অংশটা কোট করেছেন সেটা ঐ সাইটে একজনের কমেন্ট। সাইটের মধ্যে মূল লেখায় কোথাও ম্যাগনেট নেই।

    আর যিনি ওটা লিখেছেন, তিনি লাইটনিং কন্ডাকটরের ব্যবহার জানাকে ইলেক্ট্রোম্যাগনেটিজম ফেনোমেনন জানার সাথে সমগোত্রীয় হিসেবে দেখেছেন। কাজেই তাঁর জাতীয়তাবোধ একটু উচ্চ পর্যায়ের - এ নিয়ে সন্দেহ নেই। :-)
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:২৮505110
  • কোণারক-এর মন্দিরের চুম্বকের টানে সমুদ্র থেকে জাহাজ ছিটকে মন্দিরের গায়ে এসে আঁঠার মতন সিঁটকে যেত - সেটা বোধ হয় গুল।
    আগে একদম সমুদ্রের তীরে ছিল মন্দির। যেটা হত বলে শোনা যায় যে, মন্দিরের চৌম্বকক্ষেত্রের মধ্যে এসে পড়লে জাহাজের কম্পাসের চুম্বক ঠিকঠাক কাজ করত না, এতে জাহাজের ক্যাপ্টেন ঘাবড়ে যেতেন, জাহাজের দিকনির্ণয় ঠিকভাবে করা যেত না।
  • lcm | 69.236.169.179 | ৩০ ডিসেম্বর ২০১১ ১৩:৩১505112
  • ওহ। তাহলে তো পুরো চুম্বকের গপ্পোটাই গুল হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন