এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি - পার্ট থ্রি

    Samik
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ৩৪০৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 124.247.203.12 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:০৭506425
  • দ্বাত্রিংশৎ পুত্তলিকা ইত্যাদি কিতাবে যে ভোজ রাজার কথা আছে সেগুলি খনার মতনই - কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। লোককথার উপরে প্রতিষ্ঠিত। সেগুলো মেলানো যায় না।

    আর পিসি সরকারকে টানাটানি করো ক্যানো? ইতিহাসের ব্যাপারে? allegedly practiced? এ আবার কেমন কথা?

    এই হোলো আমার উত্তর।
  • pi | 72.83.83.28 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:০৯506426
  • আর মহাভারত নিয়ে ?
  • PM | 86.96.228.84 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:১০506427
  • "এখানে লেখা বন্ধ করলাম" মানে?
  • pi | 72.83.83.28 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:১৩506428
  • তবে ডিডিদা, রোমিলা থাপারের একটা বক্ট্রিতা শুনেছিলাম। তারপর ওঁর সাথে কিছু কথাবার্তাও হয়েছিল। আমাদের যা 'ঐতিহাসিক' বলে ডিফাইন্ড, তা যে আদৌ সম্পূর্ণ নয়, বারবার বলচিলেন। লোককথার ফর্মে যা ঘুরে বেড়ায়, সেগুলো নিয়ে স্টাডি হওয়া দরকার, বলছিলেন। সেগুলো এককথায় লোককথা, অতএব ঐতিহাসিক বলে অস্বীকার করা নয়।

    টকের কিছুটা রেকর্ড করেছিলাম। কোন কার্ডের অন্দরে সেঁধিয়ে আছে কে জানে। খুঁকে পেলে আপলোড করে দেবো।
  • Ghanada | 223.223.141.143 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:১৪506429
  • মানেটা হলো জ্যোতিষ নিয়ে আর লিখবো না! এসব লেখার চেয়ে লোক ঠকিয়ে পহা রোজগার করা অনেক লাভজনক! এখানে তো কেউ পহা দেবে না!
    ক্ষী দরকার!!!!!! খুব চাপ!

  • PM | 86.96.228.84 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:১৬506430
  • যাচ্চলে, আমরা যে এতো অধীর আগ্রহে অপেক্ষা করলাম তার কি হবে ? আমরা কি কেউ নয়?
  • Ghanada | 223.223.141.143 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:২১506431
  • বাপ রে! *কেউ নয়* অস্বীকার করি কি কোরে?
    তবে এসব *আনেকডোটাল* নিয়ে চর্চা করে কি লাভ?

  • siki | 123.242.248.130 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:২৩506432
  • যা:। বিলম্বে হতাশ হইলাম।
  • Ghanada | 223.223.141.143 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:২৭506433
  • @সিকি মুখোটি
    ( হাসির স্মাইলি)
    বরং বইমেলার সময় আমাকে খুব কোরে র‌্যাগিং কোরবেন!
    হা হা হা!

  • dd | 124.247.203.12 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:২৯506437
  • আরে ঘনাদা।
    এই সব অ্যানেকডোটাল গল্পই লোকে শুনতে চায়। লোকে মানে হচ্ছে আমি।
    আপনার লাইনটা খুব আনকমন। আমার আর্লি যৈবনে আমি অনেকানেক জ্যোতিষি সংগ করেছি - ফলে অবিশ্বাস আরো বেড়ে গেছিলো। কিন্তু যে পাঁচ ছ জন জ্যোতিষির সাথে কিছুটা ঘনিষ্ঠতা হয়েছিলো তাদের একজনকেও মনে হয় নি তারা ভাবের ঘরে চুরি করছে।

    জানেন তো, এগুলো হচ্ছে ঝাল মাংসের মতন। যতো ঝাল ততো খেতে ভালো লাগে। ভুতের গল্পও সেরকম। ভয় পেতেই ভাল্লাগে। আর সবাই মিলে জুলে তর্কাতর্কি রাগারাগি করছে - না হলে আলুনি কথা ঘ্যান ঘ্যান করে বলে লাভ কি? এই সব ফোরামের এটাই তো মজা।

    আপনার অভিজ্ঞতা আমার খুব জানতে ইচ্ছে করে। লিখুন না।

  • siki | 123.242.248.130 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:২৯506436
  • সে কি আর জ্যোতিষ নিয়ে করব ভেবেচেন? গান গাওয়াবো। গান শুনব। আমার ঐ একটিই ডোমেন।
  • Sibu | 108.23.41.126 | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:৩৭506438
  • গপ্পো বলতে আমি ঐ অ্যানেকডোটই বুঝিয়েছিলাম ঘনাদা। বলতে চেয়েছিলাম যে ঐ সব বইপড়া তঙ্কÄকথার চেয়ে আপনাএ নিজস্ব অভিজ্ঞতার কথা শুনতে ভাল লাগে।
  • dukhe | 122.160.114.85 | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:০৫506439
  • ঘনাদাও যেমন ! আরে শিবুদা নিতান্তই রগড় করেন । ওনার কথা সিরিয়াসলি নেন ক্যান ? লিখুন, লিখুন ।
  • Ghanada | 223.223.129.71 | ২৮ ডিসেম্বর ২০১১ ২১:৪১506440
  • http://books.google.co.in/books?id=AoX5q7JjM2kC&printsec=frontcover&dq=lilavati&hl=en&ei=GJ7cTs_wAorVrQef1MzKDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDYQ6AEwAQ#v=onepage&q=lilavati&f=false

    ভাস্করাচার্যের বই!
  • Ghanada | 223.223.129.71 | ২৮ ডিসেম্বর ২০১১ ২১:৪৫506441
  • LīlāvatīofBhāskarācārya:atreatiseofmathematicsofVedictradition...
  • Ghanada | 223.223.129.71 | ২৮ ডিসেম্বর ২০১১ ২৩:০১506442
  • সকালে, লিখেই দিয়েছিলাম- আর জ্যোতিষ নিয়ে লিখতে গিয়ে অন্যান্য বিষয়ে যাব না।
    তাই, এবার আমি সরাসরি চলে আসি, জ্যোতিষের মূল গণণাতে। এই তথ্যগুলো বিভিন্ন বই, আমার অভিজ্ঞতা – সব মিলিয়ে মিশিয়ে লিখছি।
    ধরে নিন:- এইগুলো * আনেকডোটাল*
    সব জ্যোতিষের বইতেই ৭ টি গ্রহ, এবং দুটি বিন্দুর কথা লেখা আছে।
    সেগুলো হলো:-
    রবি, চন্দ্র, ( এরা আসলে গ্রহ নয়) মঙ্গল, বুধ, বৃহষ্পতি, শুক্র, শনি।
    বিন্দু দুটি হলো:- রাহু এবং কেতু।
    এছাড়াও, ইন্দ্র ( UranusorHerschel), বরুণ ( Neptune) ও রুদ্র ( Pluto) রুদ্রকে অনেকে জন্মছকে ব্যবহার কোরছেন।
    আমি ব্যক্তিগত ভাবে সেটা করি না। হয়ত কিছুটা মৌলবাদ আমার মধ্যে কাজ করে।
    রাশি:- এই নিয়ে আমি আগেই লিখেছি। তাও আবার লিখছি।
    বারটি রাশি যথাক্রমে:-
    মেষ, ( অধিপতি গ্রহ- মঙ্গল) বৃষ, ( অধিপতি গ্রহ- শুক্র), মিথুন ( অধিপতি গ্রহ- বুধ), কর্কট ( অধিপতি গ্রহ- চন্দ্র), সিংহ ( অধিপতি গ্রহ- রবি), কন্যা ( অধিপতি গ্রহ- বুধ), তুলা ( অধিপতি গ্রহ- শুক্র), বৃশ্চিক ( অধিপতি গ্রহ- মঙ্গল), ধনু ( অধিপতি গ্রহ- বৃহস্পতি), মকর ( অধিপতি গ্রহ- শনি), কুম্ভ ( অধিপতি গ্রহ- শনি) ও মীন ( অধিপতি গ্রহ- বৃহস্পতি)।
    এছাড়া, রাহু কন্যাতে অবস্থান করে, আর কেতু মীনে।
    যদি, কোনো জাতক / জাতিকার গ্রহ যদি অধিপতি গ্রহের রাশিতে থাকে, তবে, সেই গ্রহকে স্বস্থ বা স্বক্ষেত্রী বলা হয়।
    উদাহরণ:-
    ধরা যাক, কোনো জাতক / জাতিকার বৃহস্পতি ধনু বা মীনে অবস্থান করছে, তবে ধরা হবে সেই জাতক / জাতিকার বৃহস্পতি; স্বস্থ বা স্বক্ষেত্রী।
    এই নিয়ম অন্য গ্রহগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।
    তিনটি বা তিনটির বেশি গ্রহ যদি স্বস্থ বা স্বক্ষেত্রী হয়, তবে সেই গ্রহগুলি শুভফল দিতে বাধ্য বলে শাস্ত্রে বলা হয়েছে।
    স্বস্থ বা স্বক্ষেত্রী গ্রহের দশান্তর্দশায় ( পরে ব্যাখ্যা কোরছি) অর্থাগম, যশলাভ, আনন্দলাভ প্রভৃতি হয়ে থাকে।
    এবার আসি- লগ্নে।
    রাশির উদয়কালকে বলে- লগ্ন। যে সময়ে লগ্ন যে রাশিতে উদয় হচ্ছে- সেই সময়কে সেই জাতক / জাতিকার লগ্ন বলা হয়।
    এই জন্যই জন্মসময় খুব দরকারী। পঞ্জিকাতে পুরো লগ্নের উদয়কাল দেওয়া থাকে।
    ভারতে প্রচলিত আছে, তিনরকম ছক। দক্ষিণ, উত্তর ভারতীয় এবং বাংলা বা গৌড়ীয়ে ছক।
    আমি বাংলা ছক নিয়েই আলোচনা কোরব।
    কাটাকুটি খেলার মত খাতায় একটি ছক কাটুন খাতায়। এবার আরও চারটি লাইন কাটুন চারটি ছেদবিন্দুতে। তাহলেই তৈরী হবে ১২ টি ঘর।
    সবচেয়ে ওপরে হলো মেষ রাশির ঘর। তারপর বিলোমে ( Anticlockwise) অপরাপর ১১ টি রাশির ঘর।
    তাহলে, এই ছকে জাতক / জাতিকার জন্ম সময় অনুযায়ী বিভিন্ন গ্রহ এবং লগ্নের অবস্থানকে দেখানো হয়, সেটাই সেই সেই জাতক / জাতিকার জন্মকালীন ঠিকুজী বা ছক বা রাশিচক্র।
    শাস্ত্রে বলা আছে:- এই ঠিকুজী বা ছক বা রাশিচক্রের আর জীবনে পরিবর্তন হবে না।
    তবে, যেহেতু সমস্ত গ্রহ নিরন্তর ঘুরে চলেছে সময়ের সঙ্গে, তাই তাদের অবস্থানের পরিবর্তন হওয়ার সাথে, ঠিকুজী বা ছক বা রাশিচক্রের ফলের তারতম্য হবে।
    সব গ্রহই রাশিচক্রে বিলোমে বা Anticlockwise ঘোরে। এই ঘোরাকে বলে- মার্গী। রাহু এবং কেতু কিন্তু সব সময় অনুলোমে ঘোরে। মানে Clockwise। এই গতিকে বলে বক্রী(Retrogrademotion )।
    আবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি কিছু অবস্থায় বক্রী বা Retrogrademotion এ ঘুরতে পারে। তখন এদের অবস্থানকে বলা হয়- বক্রী।
    এর একটা নিয়ম আছে। বাহুল্য বোধে তা আর দিলাম না।
    আরও বলে রাখা ভালো, সত্যিই যে এই গ্রহগুলো বক্রী হয়, তা কিন্তু নয়। পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবী থেকে সেটাই মনে হয়। ( nk, pleasenote)।
    (চলবে)
  • Ghanada | 223.223.129.71 | ২৮ ডিসেম্বর ২০১১ ২৩:৪১506443
  • যেহেতু, গ্রহগুলি রাশিচক্রে ক্রমাগত ঘুরছে, ( জন্মকালীন ছকে, গ্রহ কিন্তু স্থির থাকে, তাদের রাশির ঘর বদলায় না) বিভিন্ন সময়ে এরা বিভিন্ন রাশিতে অবস্থান করে।
    স্বভাবতই পরিক্রমা করার সময় গ্রহগুলি জন্মকালীন ছকে অবস্থিত গ্রহ গুলিকে দৃষ্টি দেয়, কখনো তাদের সঙ্গে কেন্দ্রে বা কোণে অবস্থান করে আবার কোনো কোনো সময়ে তাদের ওপর দিয়েও যায়।
    গ্রহদের এই বিভিন্ন অবস্থান ও গতির ওপর নির্ভর কোরে বিভিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা তৈরী হয় বলে, শাস্ত্রকাররা বলেছেন।
    এই ফলকে বলা হয়- গোচর ফল। পরে এর আলোচনা কোরব।
    গড় হিসেবে চন্দ্র সূয়া দু দিনে, বুধ- ১৮ দিনে, শুক্র-২৮ দিনে, রবি ১মাসে, মঙ্গল- ৪৫ দিনে, বৃহস্পতি – ১ বছরে, শনি- আড়াই বছরে, রাহু এবং কেতু দেড় বছরে এক একটি রাশি অতিক্রম করে।
    মাঝে মাঝে, যে কোনো গ্রহ একটা রাশিতে অনেকদিন স্থির হয়ে থাকতে পারে।
    যেমন মঙ্গল- ২০০৯ এর মাঝামাঝি থেকে ২০১০ সালের মে মাস পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান কোরছিল।
    গ্রহের এই বিভিন্ন গতির নাম আছে। এবং সূক্ষ্মভাবে বিচার করার সময় এগুলোকে কাজে লাগানো হয়।
    বিচার করার সময় * লগ্ন* কে প্রথম ঘর ধরে অপরাপার গ্রহদের অবস্থান বিচার করা, বিলোম বা আয়ন্টিক্লকওয়াইজ ভাবে।
    জন্মকুণ্ডলী বা ছকে নক্ষত্রের একটা অবস্থানও দেখানো থাকে। সেই নক্ষত্রদের ক্রমাঙ্ক হিসেবে গ্রহদের পাশে সেই নক্ষত্রের সংখ্যা দেওয়া থাকে।
    নক্ষত্র ২৭ টি। ক্রমানুসারে ২৭ টি নামগুলি হোল:– ১। অশ্বিনী
    ২। ভরণী
    ৩। কৃত্তিকা
    ৪। রোহিণী
    ৫। মৃগশিরা
    ৬।অআর্দ্রা
    ৭। পুনর্বসু
    ৮। পুষ্যা
    ৯। অশ্লেষা
    ১০। মঘা
    ১১। পূর্বফাল্গুনি
    ১২। উত্তরফাল্গুনি

    ১৩। হস্তা
    ১৪। চিত্রা
    ১৫। স্বাতী
    ১৬। বিশাখা
    ১৭। অনুরাধা
    ১৮। জ্যেষ্ঠা
    ১৯। মূলা
    ২০। পূর্বাষাঢ়া
    ২১। উত্তরাষাঢ়া
    ২২। শ্রবণা
    ২৩। ধনিষ্ঠা
    ২৪। শতভিষা
    ২৫। পূর্বভাদ্রপদ
    ২৬। উত্তরভাদ্রপদ
    ২৭। রেবতী ।
    এছাড়াও অভিজিৎ নামেও আরও একটি নক্ষত্র আছে। উত্তরাষাঢ়ার শেষ পাদ এবং শ্রবণার প্রথম পঞ্চদশাংশ জুড়ে অভিজিৎ নক্ষত্র গণণা করা হয়।

    (চলবে)
  • Ghanada | 223.223.139.116 | ২৯ ডিসেম্বর ২০১১ ০০:১৮506444
  • নয়টি গ্রহের সবকটিই শুভ নয় বা অশুভ নয়। রবি, মঙ্গল, শনি, রাহু এবং কেতুকে নৈসর্গিক বা প্রাকৃতিক অশুভ বলে ধরা হয়। ইংরেজীতে- Naturalmalefic.
    বৃহস্পতি ও শুক্র, প্রাকৃতিক শুভ বলে ধরা হয়। ইংরেজীতে- Naturalbenefic.
    বুধকে বালক বলা হয়। কারণ, অতি সহজে অন্য গ্রহ দ্বারা প্রভাবিত হয়। কোনো পাপ গ্রহের সংস্পর্শে এলে সেই পাপ গ্রহের মতই ফল দ্যায়।
    তবে, বুধ কোনো পাপ গ্রহের সংস্পর্শে না এলে সাধারণত শুভ ফল দ্যায় বলে – বলা আছে। রবির সঙ্গে বুধ অনেক বেশী ক্ষেত্রে ভালো ফল দ্যায়। বিশেষ করে, পড়াশোনার ক্ষেত্রে।
    এই রবি- বুধের একসঙ্গে থাকাকে বলে- বুধাদিত্য যোগ।
    তবে, এক্ষেত্রে অন্যান্য গ্রহদের অবস্থানও বিচার্য্য।
    চন্দ্র যদি কৃষ্ণপক্ষের হয়, তবে সেটা পাপগ্রহ আর শুক্ল পক্ষের হলে শুভ।
    কোনো জন্মকুণ্ডলীতে চন্দ্র ও রবির দূরত্ব ৭২ ডিগ্রির বেশী হলে- শুক্ল পক্ষের চন্দ্র।
    চন্দ্র ও রবির দূরত্ব ৭২ ডিগ্রির কম হলে- কৃষ্ণপক্ষের চন্দ্র।
    এবার রাহু এবং কেতু অনেক বিষয়ে-ই, শনি এবং মঙ্গলের মত ফল দ্যায়। তাই শাস্ত্রে বলা আছে- শনিবত রাহু, আর কুব্জবত ( মঙ্গলের আর এক নাম) কেতু।
    (চলবে)

  • Ghanada | 223.223.139.116 | ২৯ ডিসেম্বর ২০১১ ০০:২০506445
  • আজকের মত এটুকুই থাকলো। ঘুমু ঘুমু কোরতে চললাম।
    শুভরাত্রি!

  • ridhhiman | 108.218.136.234 | ৩০ ডিসেম্বর ২০১১ ০৬:৪৮506447
  • ঘনাদা স্যার, একতা অনুরোধ। এবারে এস্ট্রোলোগি-এস্ট্রোনোমি লিন্‌ক টা বলে দিয়ে ঝামেল খতম করুন। its high time you wrap this up maane aapani ekhan Jaa likhachhem likhun, taar saathe eTaao . aapanaake any anek bishhaye pyaraaleli likhate dekhechhi, sedin dekhalam debaanand niye likhalen eTakeo sei bhaabe nin. . haki`m penaros bai lekhen, prathamei koyaanTam gryaabhiTi niye naa bale puro itihaas lekhen, se Thik achhe. kintu alaadaa inTaarabhiue jiges karale, kintu aar pithaagoraas diye shuru karen naa. ekaTaa pyaaraay bale den. aapani ei koshchen Taake oi aalaadaa sharT inTaarbhiu bhaabe dekhun. eTaar saathe ekhanakaar lekhaake golaaben naa.

    ekaTaa 'aabasTraakaT' halei chalabe. emano hate paare,
    40 questions টাইপ কিছু খেলা। আমরা লিনক টা কি সেটা জানার জন্য এক একেকটা প্রশ্ন করি। আপনি স্রেফ হ্যান, না তে উত্তর দিন। তাড়াতাড়ি কনভার্জ করা যাবে। আপনি খেলতে রাজি আছেন?
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১০:৫৬506448
  • ঋদ্ধিমান বাবু,
    আপনার লেখার অর্ন্তনিহিত ব্যাপারটা ধরতে পারলাম বলে মনে হচ্ছে।
    আমি অবসর প্রাপ্ত বেকার লোক। তাই হাতে প্রচুর সময়। অপটু হাতে লেখার চেষ্টা করি।
    জানি, সেগুলো কিস্‌সু হয় না! দেবানন্দ বলুন, শাম্মী কাপুর বলুন, পোসেনজিৎ বলুন- সব ব্যাপারেই আমার সমান আগ্রহ।
    প্রশ্নোত্তর পর্ব চালু করার জন্য যে জ্ঞান লাগে, সেটা আমার নেই।
    তাছাড়া, ওটা হলে-নিজেকে * জ্ঞানদা* বলে মনে হবে।
    তাই রাজী নই।
    আমি লিখলে, সবাই ধন্য হবে- এটাও যেমন নয়- তেমনই এখানে কেউ কিছু বললে আমার গায়ে লাগবে না।

    আপনি আমার অকিঞ্চিৎকর, ছেলেমানুষী, আনেকডোটাল লেখাগুলো একটু হলেও পড়েছেন , তার জন্য আমি অভিভূত।

  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৫৭506449
  • ঘনাদা,

    আপনি নিমাই চক্রবর্তীকে চিনতেন? জ্যোতিষ নিয়ে কথা, তাই জিগেস করলাম।
  • Ghanada | 223.223.129.165 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৩৪506450
  • @ কাজু
    এই নিমাই চক্রবর্তী যদি শ্যামনগরের হন. তা হলে চিনতাম। এই মাত্র একমাস হলো মারা গেছেন।
    ওনার ছেলে, হাতীবাগানে * রাজা রত্নম* বলে একটি দোকান খুলেছে। ওনার জীবিত কালেই।

  • Kaju | 121.242.160.180 | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৪৬506451
  • ঘনাদা,

    হ্যাঁ উনিই। আমাদের সাথে খুব ভালো পরিচয় ছিল। হাতিবাগানে পুরনো চেম্বারে বেশ কবার গেছি। ওনাকে জেঠু ডাকতাম। অনেকদিন দেখা হয়নি, ইদানীং অসুস্থতার কারণে খুব একটা আসতেনও না। ওনার চলে যাওয়ার খবরটা জানতাম না। বেশ কবার ফোন করে শুনেছি, বাইরে গেছেন। আজকে কাগজে নামের আগে 'ঁ' দেখে বুঝলাম। খুব খারাপ লাগছে, এটা একেবারে অপ্রত্যাশিত। কিসে ভুগছিলেন জানেন কি?

    ২০১১ একে একে কত প্রিয় মানুষকে যে নিয়ে গেল !
  • S | 110.32.41.227 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৪:২১506452

  • S | 110.32.41.227 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৪:২২506453

  • rimi | 75.76.118.96 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৭:১৬506455
  • পৃথিবীতে এমন একজনও বিজ্ঞানী নেই যিনি অ্যাস্ট্রোলজিকে সায়েন্স বলবেন।
  • aka | 75.76.118.96 | ৩১ ডিসেম্বর ২০১১ ০৭:৫০506456
  • অমিতের দেওয়া আর্টিকলটা খুবই ভালো। এখানে যেসব আলোচনা হয়েছে তার জিস্ট। খিউট। :)
  • kd | 59.93.247.36 | ৩১ ডিসেম্বর ২০১১ ১১:৫৬506458
  • ড: রামকৃষ্ণণের আসল উদ্দেশ্য সহজবোধ্য। উনি অর্থনৈতিক কারণেই ফার্মা কোম্পানিগুলিকে খুশি রাখতে হোমিওপ্যাথির বিরুদ্ধে ক্যাম্পেন করছেন। অন্যায় কিছু করছেন না, সারাজীবনের খাটনির ফসল ওনার নোবেল পাওয়া, নাইটহুডও পেতে চলেছেন, সঙ্গে আরও কিছু অর্থসমাগমের চেষ্টা করলে ক্ষতি কি। ভবিষ্যত সুরক্ষিত করা সকলের জন্মগত অধিকার।

    ওনার স্টাইলটা বেশ মজার। বুদ্ধিমান ব্যক্তি, আসল উদ্দেশ্যটি সুন্দর ভাবে মাস্ক করলেন হোমিওপ্যাথির সঙ্গে একটি চিরপরিচিত বুজরুকি জুড়ে দিয়ে। পাব্লিক মেসেজ পেলো, অ্যাস্ট্রোলোজি ফেক, সুতরাং হোমিওপ্যাথিও ফেক।

    ডি: আমার হোমিওপ্যাথি ওষুধ খুব প্রিয়। কারুর বাড়িতে ওষুধের শিশি অরক্ষিত অবস্থায় পেলেই পুরোটা মুখে ঢেলে দিই - ক্ষি সুন্দর মিত্তি মিত্তি খেতে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন