এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি - পার্ট থ্রি

    Samik
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ৩৪০৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 108.23.41.126 | ৩১ ডিসেম্বর ২০১১ ১২:০৪506459
  • হোমিওপ্যাথিকে কারেন্ট ফর্মে কি সায়েন্টিফিক ডিসিপ্লিন বলা যাবে? মানে হোমিওপ্যাথরা কি অবজার্ভেশন-হাইপোথিসিস-এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন-থিওরি, এই পথ অনুসরন করেন?
  • T | 14.139.128.11 | ৩১ ডিসেম্বর ২০১১ ১২:৩৬506460
  • @kd, আপনার স্টাইলটিও বেশ মজার বৈকী। কেমন সুন্দর দুয়ে দুয়ে দুধ করে ফেললেন। ডি: দেওয়া দুধ। প্রথমে ওঁকে বুদ্ধিমান ব্যক্তি বলা হল, তারপর উদ্দেশ্যটিও কেমন সুন্দর করে বুঝিয়ে আপনি আরো বড় বুদ্ধিমান বলে মুচকি হাসি দিলেন। আপ্লুত মশাই, আপ্লুত।
    আচ্ছা এটা কি 'পলিটিক্যালি আনকারেক্ট' টই তে যাবে?
  • ad | 223.223.153.74 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৪:২৫506461
  • taghanababu,
    kotaclientpelenekhantheke?:)
  • kd | 59.93.247.36 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৫:১৪506462
  • T, আমায় বুদ্ধিমান বললে তো ঘুরায় হাসবো।

    আমি কী ভুল বলেছি যদি একটু দেখিয়ে দেন, বড় উব্‌গার হয়। মানে যদি বলেন হোমিওপ্যাথিকে ফেক বলে প্রচার করে উনি নিজের আর্থিক সুবিধের কথা ভাবছেন না, আমি আমার ভুল স্বীকার করবো। আর এ'জন্যে আপনার মুখের কথাই যথেষ্ট আমার কাছে, অন্য কোন রেফারেন্স দিতে হবে না।

    আর হোমিওপ্যাথি নিয়ে এইটা পড়ে দেখতে পারেন।
    http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/Homeopathy-Nanoparticle-Note.pdf

    আমি বিশ্বাস না করলেও আমার থেকে অনেক অনেক বেশী লেখাপড়া লোক যখন কিছু বলেন, শুনি বইকি। মুখ্যু মানুষের এই সুবিধে, ঘমন্ডের জ্বালা নেই।
  • PT | 203.110.246.230 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:৪১506463
  • dilution নিয়ে কাজ Homeopathy নামক জার্নালে ছাপলে চলবে না। অবিশ্বাসী Scientist-দের কাছে এই জার্নালটির গ্রহণযোগ্যতা খুব কম। এই কাজটি নিশ্চিতভাবে ভাল জার্নাল reject করেছে। একটি জার্নালের গুরুত্ব impact-factor নামক একটি সংখ্যা দিয়ে মাপা হয়। Homeopathy-র বর্তমান I.F = 1.00। (নেচারের I.F. = 36)। এই dilution-এর ওপরে নেচারে পেপার ছাপিয়ে চরম বেইজ্জতি হয়েছিল Jacques Benveniste এর। http://en.wikipedia.org/wiki/Jacques_Benveniste
  • aka | 75.76.118.96 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:৪২506464
  • স্টার অফ বেথেলহেম নিয়ে কেউ কিছু জানেন? মানে নেটে যা আছে সেটুকু দেখে নিতে পারব, অলরেডি খানিক দেখেছি, কিন্তু অজ্জিনাল মাল আছে কারুর কাছে? হেবি ইন্টারেস্টিং লাগছে। মানে পুরোটা, যীশুর জন্ম, ম্যাজাইদের স্টার অফ বেথেলহেম ফলো করা, যীশুর জন্ম সময় নিয়ে ক®¾ট্রাভার্সি ইত্যাদি।
  • T | 14.139.128.11 | ৩১ ডিসেম্বর ২০১১ ১৯:৪৩506465
  • @kd, উঁহু, ভুল করলেন। হোমিওপ্যাথি ফেক কি ফেক নয় সেটার কথা বলি নি, কথাটা হচ্ছে যেভাবে চটজলদি আপনি ওঁর উদ্দেশ্যটা বুঝতে পারলেন তা নিয়ে। "অন্যায় কিছু করছেন না, সারাজীবনের খাটনির ফসল ওনার নোবেল পাওয়া, নাইটহুডও পেতে চলেছেন, সঙ্গে আরও কিছু অর্থসমাগমের চেষ্টা করলে ক্ষতি কি। ভবিষ্যত সুরক্ষিত করা সকলের জন্মগত অধিকার।" বেশ বিদ্রুপের আভাস পেলুম যেন। (ঋদ্ধিমান ধারে কাছে নেই তো আবার!) গুরুতে তো উনি আবার আসেন না। তাহলে খামোখা ওঁকে...:P
    যাক গে, আপনি যে লিঙ্কটি পাঠিয়েছেন সেটি অবশ্যই পড়ে দেখবো।
  • Tim | 173.163.204.9 | ৩১ ডিসেম্বর ২০১১ ২০:৫৬506467
  • সব সত্যি। হোমিওপ্যাথি সত্যি, অ্যাস্ট্রোলজি সত্যি, ব্যাটম্যান সত্যি, মহিষাসুর সত্যি...... ক্যাপ্টেন স্পার্ক বলেছিলো।
  • kc | 178.61.96.29 | ৩১ ডিসেম্বর ২০১১ ২৩:০৪506469
  • আকা, মার্ক কিড্‌গারের অ্যাস্ট্রোনমিক্যাল এনিগমা বইটা দেখতে পার।
    এনার পরের বইটা 'কসমোলজিক্যাল এনিগমা' বইটা আমার কাছে আছে। মোটামুটি ইন্টারেস্টিং। চাইলে পাঠ্যে দিমু।
  • aka | 75.76.118.96 | ০১ জানুয়ারি ২০১২ ০০:০৯506470
  • কেসি পাঠ্যে দাও।

    আর কেডি, আপনার এই থিওরির একটু করোলারি চালাব কিনা ভাবলাম কিন্তু কাটিয়ে দিলাম।
  • Sibu | 108.23.41.126 | ০১ জানুয়ারি ২০১২ ০৪:৪৫506473
  • @Tim

    শুধু বুদ্ধিমান সর্দারজী সত্যি না :)।
  • riddhiman | 108.218.136.234 | ০১ জানুয়ারি ২০১২ ০৭:৪৪506474
  • যাচ্চলে, আমার আর একটা পস্ট উড়ে গেল নাকি? না অন্য কোথাও পোস্ট হল?
    বলছিলাম, ঘনাদা, আপনার আগের পোস্ট থেকে এটা বলতে পারি তো, আপাতত, এস্ট্রোলজি-এস্ট্রোনমির লিন্‌ক দেবার জন্য আপনার কাছে যথেষ্ট প্রমাণ/যুক্তি নেই??
    হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি।
  • aka | 75.76.118.96 | ০১ জানুয়ারি ২০১২ ০৯:২৬506475
  • হ্যাঁ? অরণ্যদেব সত্যি না? ম্যানড্রেক? জানাডু? :(

    ক্যাপ্টেন স্পার্ক না বললেও সত্যি।
  • rimi | 75.76.118.96 | ০১ জানুয়ারি ২০১২ ২১:০৯506476
  • অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমির সম্পর্ক সম্বন্ধে কিছুটা জানলাম The mystery of Bethelhem star নামের একটি ডকুমেন্টারি দেখে, আর তারপরে কিছু লেখাপত্তর পড়ে। প্রাচীন কাল থেকেই মানুষ আকাশের তারাদের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করত। কিন্তু আকাশের জ্বলজ্বলে বস্তুগুলো ঠিক কি সেটা তো তারা জানত না, যেমন আরো অনেককিছুই জানত না। প্রাচীন মানুষের ধারণা ছিল ওগুলো ইশ্বরের পাঠানো সিগনাল। যেহেতু ইশ্বরই পৃথিবীর এবং মানুষের জীবনের নিয়ন্ত্রণকর্তা, তাই প্রাচীনকালের জ্ঞানী মানুষরা, যাঁরা অ্যাস্ট্রোনমির চর্চা করতেন, তাঁরা ঐ "সিগনাল"গুলোর সঙ্গে পৃথিবীর ঘটনাকে ম্যাপ করার চেষ্টা করতেন। মূলত বড় ঘটনাগুলোকেই সেই সময় ম্যাপ করা হত - যেমন কোনো রাজার জন্ম বা মৃত্যু, কিম্বা কোনো প্রাকৃতিক দুর্ঘটনা বা শত্রুর আক্রমণ। সেই সময়ে তাই অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি অবিচ্ছিন্ন ছিল। পরবর্তীকালে মানুষ মহাবিশ্বের বিভিন্ন অবজেক্ট সম্পর্কে যত জ্ঞানলাভ করেছে, ততই অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি আলাদা হয়ে গেছে। আজকের জ্ঞানী মানুষেরা (অর্থাৎ পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা যাঁরা করেন) জানেন যে আকাশের তারা ইশ্বর প্রেরিত সিগনাল নয়। বহু বহু দূরে থাকা কিছু গ্যাসের পিন্ড আর যাই করুক, মানুষের জীবন, মৃত্যু কেরিয়ার বা এমনকি স্বভাব কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না।
    আজকের অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি দুটো সম্পুর্ণ আলাদা ডিসিপ্লিন। একটি ডিসিপ্লিন যেমন মহাবিশ্বের বহু রহস্য ভেদ করে ফেলেছে, ক্রমশ প্রগ্রেস করছে, অন্যটি ঠিক তেমনি বদ্ধ হয়ে আছে হাজার বছরের পুরোনো ধ্যান ধারণা নিয়ে।
  • ad | 223.223.129.158 | ০২ জানুয়ারি ২০১২ ১৩:৩৩506477
  • ঘনাদাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না! তবে, অনেকের কাছে ওনার কথা শুনেছি! তাই কিচু খবর শেয়িআর করচি।
    এই ভ্রদলোক সিপিএম করতেন!
    বেদহয় LCM ও ছিলেন
    উনি যে কি করে এই সব জতিষ ফতিষ করেন তা বুজি না।
  • kd | 59.93.241.183 | ০২ জানুয়ারি ২০১২ ২০:৩৭506478
  • রিমির পোস্ট পড়ে খুব ভালো লাগলো। Makes a lot of sense. Very reasonable analysis.
  • aranya | 144.160.226.53 | ০৩ জানুয়ারি ২০১২ ০৯:৪৬506480
  • রিমির লেখাটা আমারও মনে ধরেছে।
  • siki | 123.242.248.130 | ০৩ জানুয়ারি ২০১২ ০৯:৪৭506481
  • আমারও।
  • Netai | 121.241.98.225 | ০৩ জানুয়ারি ২০১২ ০৯:৫৪506482
  • আমারও
  • aranya | 144.160.226.53 | ০৩ জানুয়ারি ২০১২ ১০:০২506483
  • তবে ঘনাদা যে বেশ কয়েকদিন হল এই টই-তে আর লিখছেন না, যদিও অন্য টইতে লিখছেন, এটা আমার ভাল লাগছে না। ওনাকে অনুরোধ করছি সময় পেলে অন্য টইয়ের সাথে এখানেও জ্যোতিষ নিয়ে লিখতে।

    রুপঙ্কর-বাবু, আপনিই বা গেলেন কই? নতুন বছর শুরু হল, আবার জমিয়ে লিখতে শুরু করুন।
  • dd | 124.247.203.12 | ০৩ জানুয়ারি ২০১২ ১০:২৬506484
  • খুব প্রাচীন কালে মানে অথর্ব বেদের সময় (আটশো না কি হাজার বিসি) অ্যাস্ট্রলজির একটা রেফারেন্স পাই । মনে হয় ভূ ভারতে ওটাই প্রথম।

    ৬ কান্ড,১১ অনুবাক,৪ সূক্ত - "জ্যেষ্ঠা নক্ষত্রে জাত পুত্র,পিতা ও ভ্রাতাদির হন্তা হয় ।" এবং "বাঘের মত ক্রুর পাপ নক্ষত্রে এ জন্মেছে।"

    ৬/১২/৪ "সৌভাগ্যযুত বিচ্যুত(মূলা) নক্ষত্রদ্বয় এ বদ্ধ পুরুষকে অমরত্ব দিক"

    আরো দু একটা এরকম শোলোক পেয়েছি কিন্তু সেগুলি এরকম কনভিন্সিং নয়। একটু কল্পনা মিশাতে হয় ।

    তবে এ সবই নক্ষত্রের ব্যাখ্যা। রাশি ফাসি অনেক পরের ও একদম ইম্পোর্টেড।
  • ranjan roy | 14.97.190.94 | ০৩ জানুয়ারি ২০১২ ১৭:১১506485
  • ডিডি কি বলছ? মানে রাশি-ফাশির কনসেপ্ট পরে আরব বা গ্রীকোরোমান থেকে এসেছে? আমার ধারণা ছিল দুটো সমান্তরালে বিকশিত।
    অবশ্যি আমি এ নিয়ে জানি না, মানিও না।
  • chhutite aachhi | 139.124.3.100 | ০৩ জানুয়ারি ২০১২ ২০:২৪506486
  • kd Date:31 Dec 2011 -- 03:14 PM ভুল ধরতে বললেন বলে চেষ্টা করে দেখছি, ঘুরায় হাসবো ন গুরায় হবে।
  • chhutite aachhi | 139.124.3.100 | ০৩ জানুয়ারি ২০১২ ২০:২৫506487
  • না হবে ন এর বদলে
  • umesh | 80.254.147.148 | ১১ জানুয়ারি ২০১২ ১৫:০৩506488
  • নন-জ্যোতিষীও prediction করে মিলিয়ে দিতে পারে,
    http://www.bbc.co.uk/news/magazine-16444966
  • π | ০৬ নভেম্বর ২০১৩ ০০:৪৩506489
  • ইসরোয় উৎক্ষেপণের আগে নাকি তিনি নক্ষত্রের বিচার হয়, জ্যোতিষ কনসাল্ট করা হয় !
    ইসরোর চেয়ারম্যান উৎক্ষেপণের আগে তিরুপতিতে পুজো দিয়েছেন, তাই নিয়ে প্রচুর তর্ক চলছে, সেখানে এতা শুনলাম। সত্যি নাকি ?
  • PT | 213.110.246.230 | ০৬ নভেম্বর ২০১৩ ০৮:২৯506491
  • তিরুপতিতে পুজোর কথা টিভিতে জানিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন