এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anirban maity | 126.193.131.49 | ২৬ জুন ২০১২ ১১:০৪557791
  • আপনার কি মনে হয় না , দিদির কবর দিতে এই ৪০০ একর এ যথেষ্ট ???
  • মিলা | 213.116.48.98 | ২৬ জুন ২০১২ ১১:৩৯557902
  • এটা ওই যাদের ছায়া মারতে নেই তাদের চক্রান্ত
    ১) দিদি বলেছেন তাঁর কোনো ধর্ম নেই, তাহলে তাঁকে কবর দিয়ে তাঁকে ধর্মান্ধ প্রমান এর অপচেষ্টা
    ২) ৪০০ একর এ কবর দেওয়ার কথা বলে দিদি কে আসলে মোটা বলা হলো
    ৩)অনিচ্ছুক চাষীরা কি বসে আঙ্গুল চুষবে?
  • Debashis | 99.147.0.175 | ২৬ জুন ২০১২ ১৪:০০558013
  • ৪০০ একর তো একটা ঢপ। খুব জোর ৫০-৬০ একর হবে অনিচ্ছুক চাষীদের জমি। এখন সুপ্রীম কোর্টে যাওয়ার কথা বলে ব্যাপারটাকে আরও ডিলে করছে। কোনও পজিটিভ চিন্তা নেই এই সরকারের। উনি না কি সিঙ্গুরে আবারও আন্দোলন শুরু করবেন। তা এবারের আন্দোলন কি হাইকোর্টের বিরুদ্ধে? এখন ঐ জমির যা অবস্থা চাষীরা ফিরে পেলেও চাষ কতটা করতে পারবে সন্দেহ আছে। জমির চরিত্র বদলে গেছে। ঊর্বরতা ফিরতে দশ বছর লেগে যাবে। কোনও বিকল্প চিন্তা না করে সরকার বিষয়টাকে আরও পিছিয়ে দিচ্ছে। ততদিন না খেয়ে মরবে ওখানের চাষী পরিবারগুলি।

    সিপিএমও কেন যে এখন সিঙ্গুরের চাষীদের নিয়ে আন্দোলনে নামছে না বুঝি না। কারখানা খোলার জন্য আন্দোলন নয়, সমস্যা ঝুলিয়ে রাখার বিরুদ্ধে আন্দোলন। আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত আশু স্থায়ী সমাধান। অথচ নোনাডাঙ্গার মতো এখানেও সিপিএমও হাত পা গুটিয়ে বসে আছে। আর কবে যে মাঠে নামবে এরা।
  • a | 135.16.135.194 | ২৬ জুন ২০১২ ১৪:২৫558124
  • আশ্চর্য হল, এখনক আর সেদিন যারা সিঙ্গুরে আন্দোলন করেছিল, তাদের কোন স্বর শোনা যাচ্ছে না সিঙ্গুর নিয়ে। তারা এখন নোনাডাঙ্গা নিয়ে ব্যস্ত
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:০৫558192
  • http://abpananda.newsbullet.in/state/34/24680

    সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে সামনে রেখে ৩ জুলাই নকশালপন্থীদের সিঙ্গুর অভিযান৷...
    রেজ্জাক মোল্লার মতো নেতাকে সামনে রেখে আসরে নেমে পড়েছে নকশালপন্থী সংগঠনগুলিও৷ আর তাদেরই মঞ্চ ‘সারা ভারত বাম সমন্বয়’ কমিটির আলোচনাসভা থেকেই ওয়াল স্ট্রিট দখলের অনুকরণে ৩ জুলাই কার্যত সিঙ্গুর দখলের ডাক দিলেন রেজ্জাক মোল্লা৷
    সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে সিপিএম যে ভুল করেছিল, এদিন তা যেমন ফের বলেছেন রেজ্জাক মোল্লা, তেমনই কথা দিয়েও এখনও জমি ফেরত দিতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ব্লান্ডার’ করেছেন বলেও দাবি তাঁর৷
  • কোয়ার্ক | 212.141.148.99 | ২৭ জুন ২০১২ ১১:৩৯558203
  • ছাত্র পরিষদের মিছিল কত্তেও এখন মহানেত্রীর নির্দেশ লাগছে!
  • Debashis | 99.147.0.172 | ২৭ জুন ২০১২ ১৩:২৪558214
  • এটা একটা ভালো খবর। রেজ্জাক এ বিষয়ে এগিয়ে এসেছেন দেখে খুব ভালো লাগছে। তবে এও যদি জমি দখল আন্দোলনে বদলে যায় লাভের লাভ খুব একটা কিছু হবে বলে মনে হয় না। রিয়েলিষ্টিক চিন্তা নিয়ে আন্দোলন হলে (মানে সমস্যার আশু সমাধানের জন্য টাটা ও রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি, ইত্যাদি) ওখানের মানুষদের উপকার হয়। যদি ওখানের জমি ফেরতও পান চাষীরা, চাষ করতে পারবেন বলে মনে হয় না। কিছু বিকল্প চিন্তা ভাবনা দরকার। আর সেটা সরকারকেই করতে হবে। তবে সরকারকে ভাবানোর দায়ীত্ব এই আন্দোলনকে নিতে হবে। কারন এই সরকার নিজে থেকে কিছু বিকল্প রাস্তা ভাববে এমন আশা রাখি না।
  • harmad | 132.248.183.1 | ২৭ জুন ২০১২ ১৩:৩৭558225
  • জমি দখল করা টা ভাল খবর ??
    আপনারা একবারও কি সেই ৯০% লোকের কথা টা ভাবছেন যারা শিল্প হবার আশায় জমি দিয়েছিল। আর বাকি ১০% এর যদি এতই ফুটুনি থাকে যে চাষ ছাড়া আর কিছু করবনা, তাহলে তাদের না খেতে পেয়ে মরাই উচিত।
    এই মডেল এ চললে, এখানে কোনোদিন কোনো শিল্প হবেনা।
  • কল্লোল | 129.226.79.139 | ২৭ জুন ২০১২ ১৩:৪৮558236
  • কিন্তু শিল্প মডেলে চল্লে তো সেই মডেলের সরকারই থাকে না। তাহলে?
  • harmad | 132.248.183.1 | ২৭ জুন ২০১২ ১৪:৪৬557792
  • থাকাতে হত। আমার পার্সোনাল ধারনা, বাম সরকার যদি সিঙ্গুর আন্দোলন কে ভোটব্যান্ক বানানোর ধান্দা ছেড়ে পিটিয়ে দমন করত তাহলে সরকার পড়্ত না।
  • harmad | 132.248.183.1 | ২৭ জুন ২০১২ ১৪:৪৮557803
  • হাইকোর্ট যখন ধর্ণা তুলে দিতে বলেছিল, তখ্ন পুলিস দিয়ে কেলিয়ে দিদি & কোম্পানি কে তুলে দেওয়াই ঠিক ছিল।
  • কল্লোল | 129.226.79.139 | ২৭ জুন ২০১২ ১৪:৫২557814
  • পিটিয়ে নন্দীগ্রামে কেমিকাল হাব হলো কি? সিঙ্গুরে পেটাপেটি কম হয় নি অবশ্য। কিন্তু নন্দীগ্রামের লেভেলে পেটাপেটি হলে আরও ছড়িয়ে একসা হতো। যেকটা সিট এবারে পেয়েছেন, সেকটাও যেতো। আপনার ধারনার উপর আর কিইই বা বলতে পারি। ভুল ধারনা। এটুকুই।
  • a | 209.16.140.26 | ২৭ জুন ২০১২ ১৫:৫৭557825
  • সিঙ্গুরে পিটিয়ে তুলে দিলে নন্দীগ্রাম আন্দোলনটাই হত না, এই আর কি।

    আর আপনার শেষ লাইনটা, একটু সংশোধন করে দি, "আপনার ধারণা" যে হার্মাদের ধারণাটা ভুল। আর আপনার ধারণার উপার কিইই বা বলতে পারি ঃ)

    তবে, পুরো ব্যাপরটাই ফার্স। বামফ্রন্ট যেভাবে হ্যান্ডল করেছিল, আর দিদি যেভাবে করছে, দুটৈ ভুলভাল।

    যদ্দুর শুনেছিলাম, দিদি প্রতিশ্রুতি দিয়েছিলেন জমির ম্যাপ আর ব্যান্ক বানানো হবে, তার কদ্দুর কি হল?
  • harmad | 132.248.183.1 | ২৭ জুন ২০১২ ১৬:২৬557836
  • a দা কে সমর্থন করি। cpm এর ধান্দা ছিল কারখানা না হলে tmc র জন্য হল না বলে ভোটে ফায়দা তুলবে। সে কায়দা চলল না।

    আর tmc তখ্ন যা পায় তাতেই লাভ। মাঝ্খান থেকে টাটা সরে গেল।

    আমি মনেপ্রানে চাই যে টাটা জিতুক, আর জিতে যেন 'অনিছুক(?)' চাষী দের প্রতি কোনো সহানুভুতি না দেখায়। কারণ একেই তো শিল্প নেই।তার উপর এদের মরাল ভিকট্রি হয়ে গেলে আর কোথাও ল্যাম্পপোষ্ট পোতার জমিও পাওয়া যাবেনা।
  • কল্লোল | 129.226.79.139 | ২৭ জুন ২০১২ ১৬:৪৯557858
  • আহা, তাই তো বল্লুম। সিঙ্গুরে না পিটিয়ে যে ভুলটা হয়েছিলো, সেটাইতো বুদ্ধ শুদ্ধ করে নিলো নন্দীগ্রামে। ব্যাস, যা হবার হয়ে গেলো। সেই যা হবারটা আরাও আগে থেকে আরও জোরদার করে হতো সিঙ্গুরে পেটালে।
    ভাইটি, পিটিয়ে যদি সব হতো, তো হিটলার, স্তালিন, মুসোলিনী এরা কম পিটানিবাজ ছিলো না। হালে আমেরিকাকে দেখুন। সেই ভিয়েৎনাম, আজ ইরাক, আফগানিস্তানে পিটিয়ে কিছু হলো? উল্টে এখন লেজ গোটানোর যায়গা পাচ্ছে না।
  • PT | 213.110.243.21 | ২৭ জুন ২০১২ ১৬:৪৯557847
  • কেউই জমি "দখল" করবে না। সবাই নিজেদের রাজনীতির হারানো জমি উদ্ধারে নেমেছে। তবে এই তথাকথিত "অনিচ্ছুক" চাষী, যাদের বেশীর ভাগেরই কোন সন্ধান নেই, তাদের একদমই প্রশ্রয় না দেওয়াই ভাল।

    এখন আর সিঙ্গুরে বামেদের হারানোর কিছু নেই। মিছিল করে কিছু মানুষকে যদি ফিরিয়ে আনা যায় তো ভাল। তবে যত দিন কোর্টের কোন সিদ্ধান্ত না হয় ততদিন মমতারই মঙ্গল। কেননা কোর্ট যদি সরকারের পক্ষে রায় দেয় তখন সরকার ৪০০ একরের মালিকদের খুঁজে বের করতে ল্যাজে-গোবরে হবে। তাই আপাততঃ মমতা বিভাস-প্রভাস-পুততুন্ডুকে নিয়ে হাওয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে।
  • harmad | 132.248.183.1 | ২৭ জুন ২০১২ ১৭:০৭557869
  • মোদ্দা কথাটি হল - জমি অধিগ্রহন করতেই হবে। এটা ঠিক যে সরকার কে সঠিক মূল্য দিতে হবে চাষি দের। কিন্তু ৫-১০% লোকের আপত্তি মেনে নিতে হবে, এটা অসম্ভব।
  • PT | 213.110.243.21 | ২৭ জুন ২০১২ ১৮:১৩557880
  • এটা এখন "সীতা কার বাপ" জাতীয় ঘটনা হতে চলেছে। চাপের মুখে বাম সরকার ৮ লাখ থেকে ১৩ লাখে উঠেছিল (বিঘা না একর?)। তখন প্রিয়রঞ্জনের একটা ফর্মুলা ছিল যে কলকাতা থেকে দুরত্বের অনুপাতে জমির দাম ধার্য হওয়া উচিত। তাতে বোধহয় ঐ একই পরিমাণ জমির দাম বেড়ে ২০-২৫ লাখের কাছাকাছি যেত। আসলে যেকোন ভাবে ন্যানোর ফাক্টরিটাকে আটকানোটাই তখন বিষয় ছিল। মমতা কোন কালেই কৃষক আন্দোলন বলতে যা বোঝায় তার সঙ্গে যুক্ত ছিলনা, এখনও নেই আর ভবিষ্যতেও থাকবে না। জমির আন্দোলনের নামে দেবলীনা আর অমিতাভকে ব্যবহার করে এখন জেলে পুরেছে। প্রভাস আর পুততুন্ডুর কি হয় সেটা সময় বলবে।
  • Anirban Maity | 126.193.141.183 | ২৭ জুন ২০১২ ২২:৫৮557891
  • "সিঙ্গুরে পিটিয়ে তুলে দিলে নন্দীগ্রাম আন্দোলনটাই হত না, এই আর কি।"

    মামার বাড়ির আবদার নাকি???
    নন্দীগ্রাম কে চেনেন ??? গেছেন কখনো ???

    নাকি কাগজ পড়ে আলাপ নন্দীগ্রামের সাথে , কথা বলার আগে একটু জেনে নেবেন দয়া করে ।
  • PM | 233.223.129.102 | ২৭ জুন ২০১২ ২৩:৪৪557903
  • এর স্ট্রটেজি বোঝা যাচ্ছে না। নাকি আদতে কোনো স্ট্রাটেজি নেই তাই বোঝা যাচ্ছে না?

    কল্লোলদাই কি ঠিক? কবে অন্যরা আন্দোলন করবে তার ফসল তুলবে বলে সকল নিয়ে বসে আছে সর্বনাশের আশায় ? না হলে সিঙ্গুরের আজকের পরিশিতির সুযোগ বিরোধী দল ছাড়ে? ২৪ ঘন্টা CPM থেকে বেশী অ্যাক্টিভ
  • a | 132.179.60.237 | ২৮ জুন ২০১২ ০৩:৩৪557914
  • অনির্বান বাবু, সত্যি ই যাই নি। একদমই কাগজে পড়ে, ইন্টারনেটে জানা।
    তাতে এটা কখনৈ মনে হয়নি যে সিঙ্গুর নন্দীগ্রামে বিশাল কিছু আন্দোলন তথা বালোৎপাটন হয়েছে!!
    আপনি কি বলেন? হয়েছে?
  • h | 127.194.225.192 | ২৮ জুন ২০১২ ০৪:৪৮557925
  • ৯৯৭ একর। ১১০০০ জমি মালিক অ্যাফেক্টেড। ২০০০ মত লোক চেক নেয় নি। এখন ৪০০ জন মাত্র অ্যাপ্লাই করেছে ভাতার জন্য। ১৬০০ লোক কে কি জোর কোরে চেক নিতে দেয় নি?

    আর তাহলে ৪০০ একর টা এখন কত একরে এসে দাঁড়ায়।
  • a x | 138.249.1.194 | ২৮ জুন ২০১২ ০৪:৫৮557936
  • এই h কি হনু/বোধি?
  • h | 127.194.225.192 | ২৮ জুন ২০১২ ০৫:৩৫557947
  • হ্যাঁ।
  • Ishan | 60.82.180.165 | ২৮ জুন ২০১২ ০৯:১৩557958
  • সিঙ্গুর নন্দীগ্রাম করে একটা আস্ত সরকার পড়ে গেল। এখন শুনছি কিছুই হয়নি। এসব বালখিল্যপনা দেখি আর.... :)
  • কল্লোল | 129.226.79.139 | ২৮ জুন ২০১২ ০৯:২৮557969
  • ঈশান। অ লিখেছেন ওনার কখনৈ মনে হয়নি যে সিঙ্গুর ও নন্দীগ্রামে বিশাল বালোৎপাটন হয়েছে। বামফ্রন্ট উৎপাটন হয়েছে সেটা ঘটনা। তুই নিশ্চই বলবি না যে সেটা বালোৎপাটন।
  • aka | 85.76.118.96 | ২৮ জুন ২০১২ ০৯:৫৭557980
  • নন্দীগ্রাম ও সিঙ্গুর দুয়েই বিশেষত সিঙ্গুরে কিছু লোক পলিটিকাল বালোৎপাটনের শিকার। কিসের জন্য বিপ্লব সেটা বড় কথা নয় কিসের বিরুদ্ধে বিপ্লব সেটাই বড় কথা ইত্যাদি ইত্যাদি।
  • Ishan | 60.82.180.165 | ২৮ জুন ২০১২ ১০:০০557991
  • বিপ্লব কই হল। সরকার পড়ল তো।
  • aka | 85.76.118.96 | ২৮ জুন ২০১২ ১০:০৩558002
  • সব বিপ্লব কি এক মাপের। এখানে বিপ্লবের আর এক নাম পরিবত্তোন।
  • Ishan | 60.82.180.165 | ২৮ জুন ২০১২ ১০:১০558014
  • নাঃ। এক নয়। বিপ্লব গায়ের জোরে হয়। পরিবর্তন হয়েছে ভোটে। বামফ্রন্টকে জনতা চায়নি কারণ সিঙ্গুর-নন্দীগ্রাম সহ নানা ইস্যুতে বামফ্রন্টের কাজ/বক্তব্য লোকের পছন্দ হয়নি। এখানে জনতা পরিবর্তন ঘটিয়েছে। তারা কি নাবালক নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন