এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুলাই ২০১২ ০৯:২৩557949
  • এই হলো পুলিশ।
    পিঙ্কি প্রামাণিক সংক্রান্ত ক্লিপগুলো দেখুন। ইউটিউবে এখন পিঙ্কির ছড়াছাড়ি।
    পুরুষ পুলিশ কি ভাবে ওকে আদালতে/থানায় নিয়ে যাচ্ছে।
    বুক খামচে ধরা তো আছেই। তোয়ালেতে মুখ ঢেকে তোয়ালেটা ধরে থাকার অছিলায় পিঙ্কিকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে পুরুষ পুলিশ। এর পাশাপাশি একই ক্ষেত্রে পুরুষ বন্দীর ছবি দেখুন, মুখ সে নিজেই ঢেকে রেখেছে, পুলিশ তার হাত ধরে আছে।
  • lcm | 79.236.170.152 | ০৪ জুলাই ২০১২ ১০:১৪557950
  • পুলিশ বদ, সরকার পাজি, রাষ্ট্র বদমাইশ।
    বাকীরা ভুক্তভোগী - নীতিবান, সৎ, ভদ্র, বিনয়ী মানুষ।
    সিম্পল।
  • | 127.194.101.133 | ০৪ জুলাই ২০১২ ১০:২৬557951
  • ইয়ে, বদ ,পাজী আর বদমাইশ কে ম্যাগনিটুড অনুযায়ী ইনক্রিসিং অর্ডারে সাজালে কেমন দাঁড়াবে?
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুলাই ২০১২ ১১:৩৩557952
  • লসাগু।
    বাকিরা কারা? বাকিদের মধ্যে যদি আপনি নিজেকেও রাখেন, আমার আপত্তি আছে।
    বাকিরা-দের লিস্টি পেতে ইচ্ছুক। দেবেন কি?
    তাহলে উত্তর দিতে সুবিধা হয়।

    আমি কোন ব্যাক্তি পুলিশের কথা বলিনি। ঐ ব্যবস্থাটাই ক্রিমিনালাইজড। আমার একটা অনুরোধ আছে। একদিন ঘন্টা দুয়েক, যেকোন থানায় কাটিয়ে আসুন। এমনি তো অতক্ষন থাকা যাবে না। ভালো হয় পরিচিত কারুর থানায় কোন কাজ থাকলে তার সাথে যান। একটু চোখ-কান খোলা রেখে শুদ্ধু বসে থাকুন। তাহলেই বুঝতে পারবেন।
  • lcm | 79.236.170.152 | ০৪ জুলাই ২০১২ ১২:৪৩557953
  • বাকিরা বলতে সবাই, আপি আপনি সবাই।
    আমার এক তুতো ভাই পঃবঃ পুলিশে কাজ করে, কলকাতা থেকে অনেক দূরে। ২০০৮-এ একবার ওদের ওখানে গেছিলাম। একদিন ছিলাম।
    থানা বলতে যে একতলা ছোট্ট বাড়ি সেটা ভগ্নপ্রায়, জায়গায় জায়্গায় দরমার বেড়া দিয়ে তাপ্পি মারা হয়েছে। বাইরে এক্পাশে দেখলাম একজন লোক খালি গায়ে বসে একগাদা থালাবাটি ধুচ্ছে। একজন আলু তরকারি কাটছে। পরে জানলাম উনিও পুলিশ। যে ত্যরকারি কাটছে সে লোক্যাল কয়েদী। একপাশে টালির চালা, ওটা কয়েদখানা। একজন ভীষন রোগা লোক লুঙ্গি পরে বসে আছে, হাতে দড়ি বাঁধা, ও বোধহয় দাগী আসামী। প্রায় তার সমান রোগা একজন পুলিশ খাকি প্যান্টের ওপর হাফহাতা গেঞ্জি গায়ে বসে তাকে পাহাড়া দিচ্ছে। ভাই-এর বস থানার হেড মধ্য তিরিশের এক্জন ইয়াং বাঙালী ভদ্রলোক। কথায় কথায় বললেন, বিকম অনার্স গ্র্যাজুয়েট। শহরে ট্রান্সফারের চেষ্টা করছেন বোধহয়, আমার ভাই ও তো চেষ্টা করছিল বলেছিল। আরও বলেছিল, ঘুষ না দিলে হবে নাঃ)

    এছাড়া, বিজলী সিনেমার পাশে ভাবানীপুর থানা, উঃ কলকাতার বড়তলা থানার পরিবেশ সম্বন্ধে সম্বন্ধে একটু আইডিয়া আছে। আগে যে থানার কথা বলছিলাম তার সঙ্গে অনেক তফাৎ।

    ব্যবস্থাটা ক্রিমিনালইজ্‌ড - ঠিক বলেছেন, একমত। কিন্তু, কোন ব্যব্স্থা নয়? যেখানে, হাসপাতালে মৃত রোগীকে আইসিইউ-তে দুদিন বেশী রেখে আরো চল্লিশ হাজার টাকা বিল করা হচ্ছে, যেখানে নিজের প্রাইভেট কোচিংএ টাকা দিয়ে পড়লে শিক্ষক স্কুলের টেস্টে বেশী নম্বর দিচ্ছে, দু প্শলা বৃষ্টি হলে রিক্সাচালক দেড় গুন বেশী ভাড়া নিচ্ছে ....
    সেখানে ১২০ কোটি মানুষের দুর্নীতির মধ্যে নীতিবান পুলিশ/সেনা/সরকারী-কর্মচারী দের একটি আইল্যান্ড কি আশা করা যায়।
  • lcm | 79.236.170.152 | ০৪ জুলাই ২০১২ ১৩:০৩557954
  • সব্জি বিক্রেতা বেশী লাভ রেখে জিনিস বিক্রি করলে আমি-আপনিই রেগে আগুন হই, আবার আমরাই সোনি টিভি তিরিশ হাজারে কেনার সময় একটুও ভাবি না যে এতে বিদেশী কোম্পানীর কত লাভ হল।
    আমি আপনিই মাল্টিন্যাশনাল গ্লোব্যাল কোম্পানির রেভিনিউ/প্রফিট-মার্জিন বজায় রাখার জন্যে টাকার বিনিময়ে কাজ করি.... তাদের জালি নীতির বিরুদ্ধে নেটে ফোরামে টিভি তক্কের ফোয়ারা ছুটিয়ে দিই, কিন্তু চাকরি ছাড়তে পারি না, তাদের মদত দিয়েই যাই। আফটার অল, আমাদের চাকরি টাও তো চাই।
    পুলিশও ত চাকরিই করে, দিনের শেষে বৌ-বাচ্চা নিয়ে সংসার চালায়। ওপরত্লার হুকুমে মাঝেমধ্যে চারটে গুলি ছোটায়। আমি আপনি এমএনসি-র প্র্ফিট শিট ফুলিয়ে রাখতে মদত দিই, পুলিশ রাষ্ট্রের দাদাগিরিতে মদত দেয়।
    আমরা সবাই চাকরি করি। মদত দিই।
  • শ্রী সদা | 69.97.137.48 | ০৪ জুলাই ২০১২ ১৩:০৯557955
  • এল সি এম কে কয়েকশো ক্ক।
  • rajdeep | 230.227.106.153 | ০৪ জুলাই ২০১২ ১৩:১৬557956
  • lcm এর 01:03 pm এর সেকেন্ড প্যারাতে পুরোপুরি ক্ক

    ইরাক লুটের তেল কোম্পানির , ইয়েবাজ মাল্যর কোম্পানির , ফ্রড ওয়ার্ক পারমিট বানানো বিগশট আই টি কোং এর ফ্যাট রেভিনিউ আমাদেরই তো বানাতে হয়...... আল্টিমেটলি আমরা কেউই তো রাম-পাঁটা-সপ্তাহান্তের দিবানিদ্রার সুখ থেকে বেরিয়ে আসতে পারবো না !
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুলাই ২০১২ ১৪:৫৪557957
  • আমি আপনি যে যার দোকানের অংশ।
    নানান সরকারী কর্মচারীরাও রাষ্ট্রের অংশ।
    কিন্তু পুলিশ ও সেনাবাহিনী ছাড়া কারুরই প্রাণ নেবার আইনী অধিকার নেই, পেটানোর আইনী অধিকার নেই।
    আমি পুলিশের দুর্নীতির কথা বলিনি, ব্যক্তি পুলিশের ভালোত্ব খারাপত্ব নিয়ে কিছু বলিনি। বলেছি যেহেতু এরা রাষ্ট্রের দ্বারা মানুষ মারতে (সব অর্থেই) ক্ষমতাপ্রাপ্ত, তাই পুলিশ-সেনাবাহিনী হিসাবে এরা সাধারণ মানুষের বর্গে পড়েন না।
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুলাই ২০১২ ১৫:০০557959
  • রাজদীপ।
    আমি তো অনেককে জানি যারা রাম-পাঁটা-দিবানিদ্রা ছেড়ে অন্য রাস্তায় হেঁটেছেন। তাদের সংখ্যা নেহাৎ কম নয়। আপনার চারপাশেও এরকম অনেক মানুষ ছিলেন, আছেন, থাকবেন। তাদের সাথে আমার আপনার মতে মিলতে না পারে। তারা অনেকে যেসব কর্মকান্ডের সাথে থাকেন তা আমরা সমর্থন করি না। কিন্তু তাতে তাদের রাম-পাঁটা-দিবানিদ্রা ছেড়ে অন্য রাস্তায় হেঁটে যাওয়ার সত্যকে অস্বীকার করতে পারি না।
  • rajdeep | 230.227.106.153 | ০৪ জুলাই ২০১২ ১৫:২৩557960
  • অস্বীকার তো করা হয় নি ....

    বলা হল যে "আমরা পারি না"
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ০৮:৩৬557961
  • কল্লোলদা,
    একটু ভিন্নমত হলাম। আপনার পয়েন্ট ঠিক। কিন্তু, পুলিশ উর্দি পরা অবস্থাতেও আর চারটে প্রফেশনের সাধারন মানুষের মতনই - একই চা খায়, এমনকি ডিম-রুটিও একই খায়।
    আপনি বোধহয় সেই সব মূহুর্তের কথা বলছেন যখন পুলিশ বন্দুক নিয়ে নির্বিচারে নির্দোষ সাধারন মানুষের ওপর গুলি চালায় - ঠিক সেই মূহুর্তে, পুলিশ আলাদা, ঠিক।
  • Ishan | 60.82.180.165 | ০৫ জুলাই ২০১২ ১০:১১557962
  • বাকি সবই ঠিক। খালি একটা তফাত আছে। এমএনসির কর্মচারী, সরকারি কেরানি, সব্জি বিক্রেতা, এদের হাতে বন্দুক থাকেনা। আইনী রক্ষাকবচ থাকেনা। পুলিশ-মিলিটারির হাতে বন্দুক থাকে। আইনী রক্ষাকবচ থাকে।
    এই জায়গাতেই পুলিশ-মিলিটারি আলাদা। "ক্রুড" অর্থে এতটা "ক্ষমতা" আর কারো হাতে থাকেনা।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১০:২০557963
  • কিন্তু, ইয়ে, পুলিশের প্রফেশনে যে বন্দুক লাগে, হাতে বন্দুক পার্ট অফ দ্য জব। গন্ডগোলের সময় বন্দুক হাতে পুলিশের উপস্থিতি মানুষ চায়, পারলে আরো আধুনিক বন্দুক হাতে সেনা। সাধারন মানুষ ই তো এমানই চায় যে - কি মুশকিল।
  • কল্লোল | 129.226.79.139 | ০৫ জুলাই ২০১২ ১০:২১557964
  • লসাগু। আমি বোঝাতে পারছি না বোধহয়।
    পুলিশ বন্দুক দিয়ে নির্বিচারে নির্দোষ সাধারন মানুষের উপর গুলি না চালিয়ে, যদি লাঠি দিয়ে, বিচার করে, দোষী অপরাধীদের পেটায় তাহলেও সেই ক্ষমতাটি আমার আপনার আইনতঃ নেই। পুলিশের আছে। উর্দি একটা প্রতীক মাত্র। সাদা পোষাকের পুলিশ বলে একটা কথা আছে। উর্দি থাকুক বা না থাকুক, তার/তাদের পুলিশ পরিচয় যদি জানা থাকে অন্যদের তাহলেই যথেষ্ঠ।
    পাড়ার চায়ের দোকানে জিজ্ঞাসা করে নেবেন, পুলিশ চা-ওমলেট খেয়ে দাম দেয় কি না। এক আধজন দেয়, আমিও দেখেছি, কিন্তু সাধারন ভাবে দেয় না। আর আপনার অবগতির জন্য জানাই। পুলিশ ও সেনাবাহিনীর মানুষেরা ভর্তুকিতে খাদ্য বস্তু রেশনে পেয়ে থাকেন। আমি আপনি পাই না।
    আর চারটে প্রফেশনের সাথে একে এক করে দেখার কোন কারন নেই।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১০:২৫557965
  • কল্লোলদা,
    কিন্তু ঐ যে আগের পোস্টে লিখলাম।
    আমি-আপনি ই তো চাই, গন্ডগোল/গুন্ডাবাজি/রায়ট/অসামাজিক কাজকম্মো সামলাতে পুলিশ আসুক বন্দুক হাতে, লাঠি হাতে। দেরী করে এলে আমরাই তো গাল দিই।
  • Ishan | 60.82.180.165 | ০৫ জুলাই ২০১২ ১০:২৭557966
  • তা তো বটেই। পুলিশের কাজের জন্যই বন্দুক দরকার। সে জন্যই পুলিশের কাজটা আর পাঁচটা কাজ থেকে আলাদা।
    ধরুন, যে লোক বাজারে মাছ কাটে আর যে লোক অ্যাটম বোমের দেখভাল করে, এদের "ক্ষমতা" তো এক নয়। যে বাজারে মাছ কাটে সেও লোক ঠকায় আর যে অ্যাটম বোমের দেখভাল করে সেও ঘুষ খায় -- এভাবে মুড়ি মুড়কির এক দর বিচার এক্ষেত্রে চলেনা। কারণ মাছের দোকানদার লোক ঠকালে আপনি-আমি পাঁচশো গ্রাম মাছ কম কাবো, আর অ্যাটম বোমের মালিক ঘুষ খেলে দু-চার লাখ লোকের প্রাণ যাবে।
    উদাহরণটা চরম হয়ে গেল। কিন্তু পয়েন্টটা এটাই। আপনার হাতে বেশি "ক্ষমতা" থাকলে তার "দায়িত্ত্ব"ও আপনার বেশি। বন্দুকধারী পুলিশ আর কলমপেশা হরিপদ কেরানি এক জিনিস নয়। যতই দুজনেই জালি হোক না কেন।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১০:২৮557967
  • আপনারা বোধহয় সেই এক পারফেক্ট ইউটোপিয়ান সোসাইটি-র কথা বলছেন। যেখানে কোনো দুষ্টু লোক নেই, কোনো অন্যায় নেই, তাই পুলিশ প্রশাসন সেখানে অপ্রয়োজনীয়, বিচার-ব্যবস্থার কোনো ভূমিকা নেই। সেই গবু রাজার দেশ কোথায়!
  • Ishan | 60.82.180.165 | ০৫ জুলাই ২০১২ ১০:২৯557968
  • আমি কই বললাম। বললাম তো পুলিশের কাজের জন্য বন্দুক দরকার।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১০:৩০557970
  • গন্ডোগোলের পর পুলিশ বন্দুক না নিয়ে আমরাই তাকে পেটাবো - ব্যাটা অপদার্থ, আমাদের ট্যক্সোর পয়সায় বন্দুক কেনে নি বলে !
  • Ishan | 60.82.180.165 | ০৫ জুলাই ২০১২ ১০:৩৩557971
  • কি মুশকিল, এ তো হাওয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে। একবারও বলিনি তো পুলিশের বন্দুক দরকার নেই। শুধু বলেছি বন্দুকধারী পুলিশ আর মাছবাজারের রতন -- দুজনেই জালি হলেও দুজনের দায়িত্ত্বটা এক নয়।

    এর মধ্যে কোত্থাও ইউটোপিয়া নেই, কোত্থাও মার্কস-লেনিন-ফ্রয়েড-লাকা-ফুকো কিচ্ছু নেই।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১০:৩৪557972
  • কি মুশকিল! ওনারা এক কে বলল! সবাই তো সাধারন মানুষ।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১০:৪১557973
  • দায়িত্ব থাকে, থাকে। সমাজে সবার থাকে। কম বেশী, কিন্তু থাকে।

    ডাক্তার যখন রুগী ঠিক ট্রিটমেন্ট করে না (রুগী প্রাণে মরে, আত্মীয়রা ভাতে মরে),
    মাছওয়ালা যখন পচা মাছে কেমিক্যাল দিয়ে বিক্রি করে (গ্যাঁজলা উঠে মরে),
    কন্ট্র্যাক্টার যখন রাস্তা সারায় না (বাস উল্টে লোক মরে),
    পুলিশ গুলি চালায় (লোকে গুলি খেয়ে মরে)
    ...
    ...
  • Ishan | 202.43.65.245 | ০৫ জুলাই ২০১২ ১০:৪৫557974
  • কম-বেশির কথাই বলছি।
    হতে বন্দুক থাকলে দায়িত্ত্ব বেশি থাকে। না থাকলেও রক্ষকদের দায়িত্ত্ব এমনিই একটু বেশি।
    বাকিরা ভালো বা দয়িত্ত্বজ্ঞান সম্পন্ন, বা দয়িত্ত্বের দরকার নেই -- এমন বলি নাই।
    যাগ্গে বাকি কাল হবে। গুন্নাইট।
  • কল্লোল | 129.226.79.139 | ০৫ জুলাই ২০১২ ১০:৪৬557976
  • এবার বলতেই হচ্ছে - বোঝানো যাচ্ছে না।
    ডাক্তার, মাছওয়ালা। কন্ট্রাকটার কারুর আইনী অধিকার নেই মানুষ মারার।
    পুলিশের আইনী অধিকার আছে।
    ডাক্তার, মাছওয়ালা। কন্ট্রাকটার চা-ওমলেট খেয়ে দাম না দিলে দোকানী বাপ-চোদ্দপুরুষ উদ্ধার করে দেবে তখনই।
    পুলিশের কাছে দাম চাইলে দোকানটাই উঠে যাবে।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ১০:৪৬557975
  • পুলিশে চাকরি করতে সাধারণ ঘরের ছেলে মেয়েরাই তো আসছে, ভর্তুকিতে রেশন পেলেও সাধারণ কনস্টেবলদের আর্থিক অবস্থা কেমন তা আমরা সকলেই জানি।
    পুলিশের দায়িত্ব অনেক বেশী তো বটেই, সেই দায়িত্বের ব্যাপারটা শেখানো, পর্যাপ্ত ট্রেনিং দেওয়া - এগুলো আবার সরকারের দায়িত্ব। একটা মব বা নিরস্ত্র মিছিল কন্ট্রোল করতে গুলি কিছুতেই চালানো যাবে না, এই ট্রেনিং দরকার, রাবার বুলেট, টিয়ার গ্যাস, জলকামান এসব নাকি খরচ হবে বলে কেনা হয় না !!!!
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ১০:৪৮557977
  • মানুষের জীবনের দামটা ভারতীয় উপমহাদেশে, বা সব গরিব দেশেই হয়তো, বড্ড কম ঃ-(
  • a | 135.16.135.194 | ০৫ জুলাই ২০১২ ১০:৫২557978
  • রন্জনদা, চলুক আলোচনা।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১১:০২557979
  • পুলিশের গুলি চালানোর নির্দিষ্ট নিয়ামাবলী আছে। হাতে বন্দুক থাকলেই, ইচ্ছে হলেই পুলিশ গুলি চালাতে পারে না, চালায়ও না। আর যদি চালায়, তাইলে পুলিশের বিরুদ্ধে ক্রিমিনাল কেস ফাইল করা যায়, ঠিক যেমন কোনো নন-পুলিশ কেউ যদি গুলি চালায় তাদের বিরুদ্ধে করা যায়। পয়সা খরচা করে বাঘা উকিল লাগিয়ে কেস লড়লে পুলিশকে জেলের ঘানিও টানানো যায়, ঠিক যেমন পয়্সা দিয়ে দামি উকিল না নিলে কোনো কেসেই কিছু হয় না।
    পুলিশের বন্দুক ক্যারি করতে লাইসেন্স লাগে না, ঠিক যেমন প্রাইভেট সিকিওরিটি কোম্পানীর গার্ডদের লাগে না। অনয় লোকেদের বন্দুক রাখতে একটা লাইসেন্স লাগে।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ১১:০৪557981
  • পুলিশের কাছে দাম চাইলে মাঝে মধ্যে দোকান উঠে যায় ঠিক, কিন্তু পাড়ার গুন্ডা দাদাদের কাছে দাম চাইলে প্রাণ পাখিই হাওয়া হয়ে যেতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন