এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.84.10 | ২৮ জুন ২০১২ ১৯:১৫558238
  • তাপসীকে নিয়ে একটা ডকুতে ফুল রেঞ্জ অব ফ্যাক্ট্স ছিল অবশ্য। অনিন্দিতা সর্বাধিকারীর ডকুটা।
  • aka | 178.26.215.13 | ২৮ জুন ২০১২ ১৯:১৯558239
  • মিডিয়া ফিডিয়া আছে বোধহয়। আসলে মনে হয় মানুষজন নিজেও ঠিক জানে না কি চাই। শিল্প চাই, ওদিকে কৃষক সেন্টিমেন্ট, তার ওপরে হাই পপুলেশন ডেন্সিটি, তার সাথে অ্যাডেড কনস্ট্রেইন্ট হল সবই হতে হবে বামপন্থার কোন একটা শেডে নইলে বাঙালীর লিবারিলিজমে ছাই পড়ল। নেট রেজাল্ট শালবনীতে অনাহারে লোক মারা যায় যদিও বামপন্থী ভাবে, সিঙ্গুরে ইচ্ছুক এবং অনিচ্ছুক চাষীদের ঘটি বাটি চাঁটি হয় যদিও বামপন্থী মতে, আর আমরাও বামপন্থী মতে বর্ষপূর্তি শোকসভা নাহয় কোন এক উৎসব করি, শেষে একটু চরণামৃত মুখে দেই, আত্মশুদ্ধি করি। সাথে ক্যাপিটালিজমের দুচ্ছাই করে লিবারাল পিত্ত রক্ষা করি একমিনিটের নীরবতা পালন করে।
  • aka | 178.26.215.13 | ২৮ জুন ২০১২ ১৯:২১558240
  • তাপসীকে নিয়ে অনিন্দিতা সর্বাধিকারীর ডকুর মতন ফালতু জিনিষ কমই দেখা যায়। হরেবল।
  • pi | 82.83.84.10 | ২৮ জুন ২০১২ ১৯:৩১558241
  • অনির্বাণ, আমার ফেবু র মেসেজ খুব ঝামেলা করছে। মেইল করিস, palbhowmicki জিমেইলে।
  • sinfaut | 131.241.218.132 | ২৮ জুন ২০১২ ১৯:৩২558242
  • কিন্তু হানুদা বলছে সেন্সিটিব পুলিস হলে দেশের আদ্দেক পবলেম থাকত না। কেমন গুঃগঃ গুঃগঃ গন্ধ না কথাটায়?
  • PT | 213.110.243.21 | ২৮ জুন ২০১২ ১৯:৪৮558243
  • কল্লোলদা

    তাহলে এস রাষ্ট্রকে গাল দিই। কেননা এই রাষ্ট্র এই পুলিশের জন্ম দিয়েছে। আর এই রাষ্ট্র পবতে সীমাবদ্ধ নয়। আর ক্ষমতা শুধু রাষ্ট্রের হাতেই সীমাবদ্ধ নয় - ক্ষমতা প্রায় সর্বত্রই বিপথগামী এই দেশে।

    এমনকি পার্ক স্ট্রীট ফ্লাইওভার থেকে ট্যাক্সি নেমে যখন লাল আলোতে এসে দাঁড়ায় তখন বৃহন্নলারা জানালার কাছে এসে ফটাস করে হাতে তালি মেরে -"এ রাজা" বলে থুতনি নেড়ে পয়সা চায়। তখন আমি বৌ বাচ্চা নিয়ে ঐ প্রান্তিক মানুষটির ক্ষমতার অপব্যবহারে অসহায় বোধ করি - কেননা কিছু বললেই সে খিস্তি করবে অথবা জানালার সামনে কাপড়-শায়া তুলে দাঁড়িয়ে যাবে।

    আর ট্রেনে ঊঠে AC কামড়ায় ভদ্রলোকেদের মদ্যপান কিংবা প্রটিন-পুষ্ট ছেলেপুলেদের জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ানো সহ অন্যান্য অসভ্যতা - আমরা সকলেই কখনও না কখনও চোখে দেখেছি।

    শুধু পুলিশকে আলাদা করে গাল দেওয়া কেন তাহলে?
  • a | 75.204.229.11 | ২৮ জুন ২০১২ ২০:০৩558244
  • অ পুলিশ মানে সাধারণ মানুষ নয়!! এই প্রথম জানলাম কোন জীবিকার উপর বেস করে সে সাধারণ মানুষ কি না বিচার হয়। কোনদিন বলবেন আইটি গাইজরাও আম আদমি নয়, তখন কি যে করব!!
    প্রশ্নঃ মানবাধিকার জিনিসটা কি পুলিশের জন্যে প্রাপ্য?

    দ এর, সম্পূর্ণ অচেনা লোককে, মনুষ্যেতর বলার প্রতিবাদ জানিয়ে গেলাম। মতে না মিললেই লোককে দাগিয়ে দেওয়া বা তাকে পার্সোনাল আক্রমণ করা, এই পুরানো রোগ থেকে আপনি ভালো হয়ে উঠুন, এই কামনা করি
  • প্পন | 122.133.206.25 | ২৮ জুন ২০১২ ২০:২১558245
  • হানু, মিডিয়া ফালতু জার্নালিজমে ভর্তি না এইটা লিখিনি। কারণ ওইটা আমিও এগ্রি করি।

    মিডিয়া টিএমসির পক্ষে বেশি ছিল এইটার বিষয়ে লিখেছি।
  • a x | 138.249.1.202 | ২৮ জুন ২০১২ ২০:৫৫558246
  • এই অবিশ্রান্ত রিফার্বিশিং অফ পাব্লিক মেমরিটার তারিফ না করে পারা যাচ্ছেনা। যেন সিঙ্গুরেও মাওবাদী ছিল। যেন নন্দীগ্রামে তালপট্টি খালের ওপার থেকে ক্রমাগত গুলি গোলা চলতনা। যেন লালগড়ে, জঙ্গলমহলে সিপিএমের স্টকপাইল করা ক্যাম্প গুলো যাস্ট কল্পনা। কুডোস।
  • pi | 82.83.84.10 | ২৮ জুন ২০১২ ২১:১২557793
  • প্পন, নিশানের নাম তাপসী মালিক পড়েছ ?
  • Ishan | 202.43.65.245 | ২৮ জুন ২০১২ ২১:২৮557794
  • সিঙ্গুর নন্দীগ্রাম কি কোনো শিল্পই দেয়নি? ভুলবেন না সিঙ্গুর এবং নন্দীগ্রাম বাংলার নিউজ চ্যানেলগুলোকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে। সে কি শিল্প নয়?

    আর যারা মিডিয়া কোন পার্টির হিসেব করছেন, তাঁদের এটা মনে রাখতে হবে, যে, মিডিয়া নানাবিধ ইন্টারেস্টে চলে ঠিকই। কিন্তু দিনের শেষে মিডিয়াকে প্রফিট করতে হয়। আর লোকে না দেখলে কোনো টিআরপি নাই, প্রফিটও নাই। মিডিয়া উঠে যাবে। এইটা খোলা বাজারের একটা মহৎ গুণ।

    তারা টিভি যেমন, নানাপ্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আলটিমেটলি উঠেই যেতে বসল। এই কারণেই প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আবাপ সিঙ্গুর নন্দীগ্রামে পুরোপুরি বুদ্ধবাবুর পথে যেতে পারেনি। আবার এখনো পুরোটা মমতার পক্ষে যেতে পারেনা। মাঝে মাঝে চিমটি কাটতে হয়। যারা অঘোষিতভাবে দলভুক্ত মিডিয়া তাদের অবশ্য সেই সমস্যা নাই। তারা তাদের টার্গেট অডিয়েন্স ঠিক করে নিয়েছে। এখন ইচ্ছে থাকলেও সেখান থেকে বেরোতে পারবেনা।
  • cb | 212.156.11.244 | ২৮ জুন ২০১২ ২৩:০১557795
  • দ ফালতু ছড়িয়েছেন। কিছু মনে করবেন না, হটাত এই একস্ট্রিম রিএকশনের কোন প্রয়োজন ছিল না বলেই মনে করি।
  • প্পন | 122.133.206.25 | ২৮ জুন ২০১২ ২৩:১০557796
  • রিঅ্যাকশনটা স্ট্রং হতে পারে, কিন্তু হঠাৎ আসেনি।

    যাগ্গে, না, পাই, পড়িনি। অংশবিশেষ এইখানে মামু বোধহয় লিখেছিল, পড়েছিলাম।
  • pi | 147.187.241.5 | ২৮ জুন ২০১২ ২৩:১২557797
  • পারলে পড়ো। ঐ সময় মিডিয়ার রোল নিয়ে প্রচুর কথা আছে।
  • cb | 212.156.11.244 | ২৮ জুন ২০১২ ২৩:১৫557798
  • ওকে, "সুচিন্তিত" স্ট্রং রিঅ্যাকশন
  • a x | 138.249.1.194 | ২৮ জুন ২০১২ ২৩:১৬557799
  • এটা স্ট্রং মনে হচ্ছে? তাইলে, কথা শুনে ইচ্ছে করছে গুলি চালিয়ে দিই এমন বললে কি মনে হত?
  • Du | 183.74.228.249 | ২৮ জুন ২০১২ ২৩:৩০557800
  • সর্বাধিকারীর ওটাকে কি ডকু বলা যায়? অভিনেতা ফভিনতা গল্প দিয়ে এমন শুরু করলো যে দেখতেই পারলাম না পুরোটা। অত নাটকীয় না করে সত্যি~ই যা যেটুকু প্রশ্ন বা অসঙ্গতি ছিল তা দিয়ে ঠিকঠাক ডকু তৈরী করলে দেখতাম হয়তো। ডকুর্মেন্টারীর তো গোজামিল উত্তর দেবার দায় থাকে না। এমনকী কেসটারও কিছু ডিটেলই কোনদিন ভালো করে কাগজে দিল না যেমন আরুষী বা জেসিকা লাল কেসে রেগুলার দিয়েছে। কে মারলো তাকে আজও জানা যায়নি। যে দেশে হাজার কারনে নিত্য মেয়েরা মরে যায় আপন পর দুই হাতেই, সেই দেশে, এই মৃত্যুটার সমাধানও চাই নিশ্চয়। তা না হলে মনে হয়না যে মেয়েটার প্রতি সুবিচার হল।
  • h | 24.99.67.197 | ২৯ জুন ২০১২ ০৬:৫৮557801
  • হায় সিঁফো, এর ই মাঝে ভুলে গেলি, কতবার তোর বাড়ি গিয়ে তোকে প্রতিভাবান বলে এসেচি, এরকম ভাবে বড়দের (যুক্তিতে) ফাঁক খুঁজতে আছে? ;-)

    হ্যাঁ ঠিক ই ধরেছিস, আমার কথা র মানে গোপন গুঃগঃ প্রেম হওয়া সম্ভব। তবে আমার জেনেরালি মনে হয়েছে, হ্যাপি বব আমি বিদেশে দেখেছি, পার্সোনালি সাহসী পুলিশ অফিসার ও দেখেছি, কিন্তু অর্গানাইজেশন টার অবজেকটিভ এবং স্ট্রাকচার এতটাই দমবন্ধ, যে সত্যি কথা বলতে কি মানুষের কথা তুলে ধরার মানুষের কষ্টের সমাধানে উপকারে লাগার মত জেনুইন কাজ এর দ্বারা প্রায় অসম্ভব। পার্সোনাল অ্যাক্টস অফ কাইন্ডনেস তা নয়, কিন্তু তুই সমাজের দুর্বল অংশের প্রতিনিধি হিসেবে যেকোনো জায়্গা বাঁচার অভিজ্ঞতার একটা পার্ট হল পুলিশের হাঃ গিরি সহ্য করা। এবং এটা হ্যাপি বব দের দেশেও তাই। আমাকে ৯/১১ র পরে যে কতবার স্টপ অ্যান্ড সার্চ এর মধ্যে দিয়ে যেতে হয়েছে তার ইঅয়ত্ত নেই। আর যারা পোলিটিকাল ডেমো করতো, তাদের কি ভাবে পারসিকিউট করতো, গল্প বল্লে চমকে যাবি। অথচ এমন নয় যে আমাদের দেশের মতই, থানায় গেলেই ঘুশ চাইবে বা খারাপ ব্যবহার করবে। স্ট্রাকচার ক গোড়ামে গলদ হ্যায়।
    এবার বল অমিও একটু একটু প্রতিভাবান;-)
  • h | 24.99.67.197 | ২৯ জুন ২০১২ ০৭:১০557802
  • পোলিটিকাল ভায়োলেন্স এ নাম্বার ডিস্ট্রিবিউশন যদি নেওয়া যায়, দেখা যাবে সত্তরে নকু আর কংগ্রেস, আশির মাঝের আর শেষ দিক থেকে গ্রামে সিপিএম আর শহরে তখনো কং এর সঙ্গে ফিফটি, নব্বই এ এন্টায়রলি সিপিএম, এবং ৮০ ৯০ দুটোতেই পকেটে পকেটে কংগ্রেস বা অন্যান্য শক্তি গ্রামে, ২০০০ অনেকটাই সিপিএম তবে মাঝের থেকে শেষের দিকে মাওবাদী আর টি এম সি, এই হল গিয়ে দায়িত্ত্বের অভিযোগের সিংহভাগ। সরকারি গুলি চালনা আর জেলে মৃত্যু টা যখন যে সরকারে,ধরে নেওয় জেতে পারে, এতে কং আর বাম মেনলি গত ৪০-৫০ বছরে। শুধু ৩০ ধরলে শুধু সিপিএম।
    ২০০৭/০৮ থেকে কদিন আগে অব্দি ভায়োলেন্সের এফিসিয়েন্সী তে সবচেয়ে এগিয়ে মাওবাদী রা আর যৌথ বাহিনী, অর্থাত(কখনো সিপিএম আর কখনো টি এম সি সর্কার) , গিওগ্রাফি ডিস্ট্রিবিউশন টা অবভিয়াস, কউন্টর ইনটুইটিভ প্রায় কিছু নেই। একটা ছাড়া সিপিএম আমলে একেবারে শেষ দিকে ভায়োলেন্স এর মোনোপলি, সিপিএম আর সর্করের কছ থেকে বিরোধীদের হাতে এসেছে, তাতে গণ আন্দোলন এর জেনুইন উপকার হয়েছে কিন এই নিয়ে মতভেদ আছে;-)
    এই রিফার্বিশিং টা পসন্দ না হলেও মোটামুতি এটাই ট্রেন্ড।
    তাছাড়া এই মাইনেতে এর থেকে বেশি নিউট্রাল হওয়া সম্ভব না;-)
  • h | 24.99.67.197 | ২৯ জুন ২০১২ ০৭:১২557804
  • ২০০০ এ একটা ভুল হয়েছে, গড়বেতা কেশপুর আর স্ট্রে ঝাড়খন্ডী ভায়োলেন্স ধরলে, বলা যায়, ২০০০ এ পকেটে পকেটে সিপিএম এর সঙ্গে বিরোধীরা সেয়ানে সেয়ানে। তবে ওভারল দায় অবশ্যই সরকারের তখন এবং অন্যান্য সময়ে;-)
  • h | 24.99.67.197 | ২৯ জুন ২০১২ ০৭:২২557805
  • আর্জো দুঃখ করিস না, যাদের সিল্প নেই, তাদের সিল্পী বা কুল্পী দুই আছে, এটা কম কথা না।
    ইউনিয়ন ব্যান বা দখল করছে টি এম সি, আর পাব্লিক সেক্টর এন্টারপ্রাইজ জীবিত কয়েকটি তুলে দিচ্ছে, ছোটো সংস্থার ক্ষেত্রেও জমি র সিলিং তুলে দিয়েছে বা দিচ্ছে, অতএব তুই কর্পো বলতে যা বুঝিশ সেটা না হলেও গোল্ড লোন, নেটওয়ার্ক পন্জি স্কিম, রিয়েল এস্টেট আর টুরিজম এইসব বাড়বেই। এতে অনেকেই কাজ পাবে আর অনেকেই আর্বানাইজেশন এর পার্ট হয়ে যাবে। প্লাস কিছু দিন বাদেই কৃষিভিত্তিক সিল্প হিসেবে রিটেল এবং আরো এস-ই-জেড নাম ছাড়া এস-ই-জেড হবেই। চিন্তা করিশ না। জোয়ার আসবে। রাজ্যে। অন্তত প্রেসক্রিপশন যা বলে তাই হচ্ছে। তবে তোর লিবেরেল চাহিদা হল ভদ্দরলোকের আপিস কাছাড়ি আর ইঞ্জীনীয়ারিং সিল্প বাড়ার উইথ লিবেরেল ট্রানসপেরেন্সি এবং বেসিক এম্প্লয়ি ওয়েলফেয়ার অ্যাক্রস বোর্ড, সেটা নাও হতে পারে ঃ-) যা বললাম তাতে তোর আর আমার কলকাতার থেকে আমেরিকয় দেখা হওয়ার সম্ভাবনা বেড়ে গেলঃ-)
  • Ishan | 60.82.180.165 | ২৯ জুন ২০১২ ০৭:৫৬557806
  • গুঃগঃ এর ফাঁদ থেকে বেরোতে গিয়ে হনু নিজেই এবার মধুর স্মৃতিচারণের খপ্পরে পড়ল। :)
  • | 127.194.100.20 | ২৯ জুন ২০১২ ০৭:৫৭557807
  • বোধি দা সক্কাল সক্কাল? ঃ))
  • কল্লোল | 129.226.79.139 | ২৯ জুন ২০১২ ০৯:৪২557808
  • মাসের শেষ তাই দোকানে এট্টু চাপ। তাই দেরী হয়ে গেলো।
    পুলিশ ও সাধারন মানুষ।
    সাধারন মানুষ বলতে আমি কি বুঝি। পারি। যে মানুষ সরাসরি রাষ্ট্র ক্ষমতার অংশ নয় এবং যারা রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রন করে না।
    যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বা বুদ্ধদেব ভট্টাচার্য। এমনিতে খুবই সাধারন ঘরের মানুষ। বা সেই অর্থে অধিকাংশ এমেলে, এম্পি, আমলা, মন্ন্ত্রী, বিচার বিভাগের জজ ম্যাজিস্ট্রেট খুবই সাধারন ঘর থেকে এসেছে। তো?
    এরা সাধারন মানুষের বর্গে পড়েন না।
    পুলিশ-মিলিটারীর নিম্নতম ধাপটিও রাষ্ট্র ক্ষমতার সিলমোহর বহন করেন। জনতা উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। তাদের ঠান্ডা করতে দু-তিনটে পুলিশিই যথেষ্ট। সেই কনিষ্ঠবলেরা লাঠি উঁচিয়ে তাড়া করলেই জনতা ভেগে যায়। কেন? আমি আপনি লাঠি উঁচিয়ে তাড়া করলে পাল্টা মার খাবো। কেন? কারন ঐ উর্দিটি। পুলিশ-মিলিটারীর হাতে লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র থাকাটা আইনী। তাদের আলাদা করে ব্যক্তি হিসাবে লাইসেন্স লাগে না। আমার আপনার লাগে। আমাকে আপনাকে বাজারের দামে খাবার কিনে খেতে হয়। পুলিশ-মিলিটারীকে খুবই কম পয়সায় খাওয়ানোর জন্য আমরা ট্যাক্সো দেই। রাষ্ট্র একটি নিপীড়নের হাতিয়ার। তার সাথে প্রত্যক্ষ ভাবে যারা যুক্ত, যারা তাকে নিয়ন্ত্রন করে, তারা সাধারন মানুষ নয় - বর্গ হিসাবে নিপীড়ক।
    রাষ্ট্র ছাড়া কি ক্ষমতা হয় না? হয়। তবে রাষ্ট্র ক্ষমতা হয় না। বাবা-মার অবস্থান, অপ্রাপ্তবয়ষ্ক সন্তানের প্রেক্ষিতে ক্ষমতার। এরকম বহু ধরনের ক্ষমতা বিন্যাস গোটা মানব সমাজ জুড়েই আছে। কিন্তু তারা আর যাই হোক রাষ্ট্র ক্ষমতা নয়, যা আইনতঃ মানুষ মারতে পারে।
    তবে অন্য সরকারী কর্মচারীরা কি একই রকম? না। একজন কেরানী, পদমর্যাদায় একজন কনিষ্ঠবলের সমান হয়তো, কিন্তু ক্ষমতায় নয়। আইন কনিষ্টবলকেও কিছু বিষেশ ক্ষমতা দেয়, দমনের ক্ষমতা, যা সাধারন সরকারী কর্মচারীর নেই।

    পুলিশের কি মানবাধিকার আছে। নিশ্চই আছে। ব্যাক্তি হিসাবে আছে। কিন্তু কিছু কিন্ন্তু আছে। চাকরীর শর্ত হিসাবে তাকে কিছু নিয়ম মেনে চলতে হয়, সেটা তার বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করে। কিন্তু যদি কোন পুলিশ থানায় অভিযোগ নিয়ে যায়, এবং সেটা যদি লিপিবদ্ধ না করা হয়, সেক্ষেত্রে সেই পুলিশের মানবাধিকার লঙ্ঘিত হয়।
  • harmad | 132.248.183.1 | ২৯ জুন ২০১২ ১১:৩৪557809
  • নাঃ পুলিসের মানবাধিকার নেই।
    সাধুচরন চট্টোপাধ্যায় এর নাম শুনেছেন ? সবাই হয়্ত শোনেননি। কিন্তু তাপসী মালিকের জন্য অনেক 'মনুষোত্তম' জীব হয়্ত কেদে কেটে ২ রাত ভাত খান নি।
  • h | 213.99.212.54 | ২৯ জুন ২০১২ ১১:৪৩557810
  • স্মৃতি ঃ-) হ্যাঁ তবে আমার স্মৃতি ই ইতিহাস এই ক্লেম আমি ঠিক করি নি, অল রিজয়েন্ডার্স ওয়েলকামঃ-) আর একটা সুবিধে হল, আমার স্মৃতি তো গ্লোরিফায়েড নয়, কেঁচোর জীবনস্মৃতি মাত্রঃ-)

    পুলিশ অত্যাচারিত হতে হতে কিছুতেই গুঃগঃ করতে পারছে না, এটা যে কোন ভারসন এর ইতিহাসেই চালানো কঠিন। হার্মাদের বর্তমান রাগের জন্য নেওয়া অবস্থান টি ছাড়া ঃ-)

    মাওবাদী রা প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী মেরে মেরে এই একটা উপকার করেছে, যে স্টেট সিকিউরিটি সিস্টেমের বাড়াবাড়ির নিন্দে র মত একটা প্রায় সর্বজনগ্রাহ্য বিষয়, অন্তত সিভিলিয়ান ডিসকাসন এ, সেটাকেও দ্বিধাবিভক্ত হতে হচ্ছে।
  • lcm | 79.236.170.152 | ২৯ জুন ২০১২ ১১:৫৮557811
  • পুলিশ যদি উর্দির অপব্যবহার করে তা কেন রাষ্ট্রের দোষ হবে।
    ডাক্তার ছুরি দিয়ে অপারেশনের বদলে যদি খুন করে, তার জন্য ছুরিকে দোষ দেওয়া যায় কি?
  • কল্লোল | 129.226.79.139 | ২৯ জুন ২০১২ ১২:১৪557812
  • রাষ্ট্রীয় সন্ত্রাসের পাশাপাশি অরাষ্ট্রীয় সন্ত্রাসের কথা প্রথম খুব জোরে শোরে সাধারন আলোচনায় উঠে আসে বোধহয় ৮০র দশকে। আলফার হাতে খুন হয় একটি এনজিও সংগঠক অহমের মাজুলীতে। ঘটনাচক্রে ছেলেটি বাঙ্গালী, তবে প্রবাসী, সম্ভবতঃ রাজস্থানের। নাম মনে পড়ছে না কিছুতেই। তখন কথা ওঠে এইসব গোষ্ঠীদের সন্ত্রাস নিয়ে। কেউ কেউ এদের চিহ্নিত করেন হবু রাষ্ট্র বলে। আমার বেশ মনে ধরেছিলো কথাটা।
  • kallol | 129.226.79.139 | ২৯ জুন ২০১২ ১৩:০৮557813
  • লসাগু। আমি বোধ হয় বোঝাতে পারিনি। উর্দির অপব্যাবহারের প্রশ্ন নয়। উর্দিটি গায়ে চাপালে একটি প্যাংলা টাইপের কনিষ্ঠবলও শের। তিনি একাই সিনেমার লাইনে ফাটাফট লাঠি চালান, জনতার দিকে তেড়ে যান, তাতে জনতা ভয়ও পায়। উর্দিটি ছেড়ে সাধারন বেশে পুলিশ হিসাবে ব্যাক্তি পরিচয় গোপন করে অর্থাৎ সাধারন মানুষ হয়ে, এটা করতে গেলে কেস খেয়ে যাবেন।
    রাষ্ট্র তার বাহিনীকে কিছু ক্ষমতা দেয়। তার অপব্যবহার না করেও সেগুলো বেশ ভয়ানক। মানুষের প্রাণ নিতে পারে এই ক্ষমতা। মানুষকে আটকে রাখতে পারে এই ক্ষমতা। যেগুলো একজন সাধারন মানুষের ক্ষেত্রে দন্ডযোগ্য অপরাধ।
  • ranjan roy | 24.99.83.126 | ২৯ জুন ২০১২ ১৪:১০557815
  • কল্লোল,
    মাজুলির সেই দুর্ভাগা এনজিও সংগঠকের নাম সঞ্জয় ঘোষ যে বোরো উগ্রবাদীদের হত্যালীলার শিকার হয়েছিল।
    হনুকে একটা বিরাট ক।
    লসাগু ও অয়ন,
    ব্যক্তি পুলিশটি( ধরা যাক নাম রঞ্জন,) যখন উর্দি নামিয়ে রেখে বৌকে আদর করে বা মেয়েকে মেলায় নিয়ে যায় তখন সে আপনার-আমার মতই সাধারণ মানুষ। তখন তার মানবাধিকার আছে। অর্থাৎ রাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে সমস্ত মৌলিক অধিকার রক্ষার অধিকার। কল্লোলের উদাহরন দেখুন।
    আবার সে যখন উর্দি পরে সরকারের নির্দেশে নিরস্ত্র প্রতিবাদ মিছিলের উপর লাঠি চালায় তখন সে রাষ্ট্রযন্ত্রের অভিন্ন অংগ, নাটবল্টু। তখন তার মানবাধিকার থাকবে কি , সেইতো বিরাট সমূহের অধিকার হরণের কারক হয়ে দাঁড়াচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন