এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০০:১৮557916
  • ঐ যে কাস্টোডিতে মানুষ মারা। পুলুশরা সারাদিন ধর দমন করে, মানুষ মারে, হিন্দি সিনেমায় দেখায়।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০০:২৫557917
  • বুইলাম, পুলুশ খুব দুষ্টু লোক।
  • a | 132.178.221.6 | ০১ জুলাই ২০১২ ০০:২৭557918
  • আশন্কিত/ অক্ষ ঃ জানতে চাই রেপের, মার্ডারের আর চাইল্ড abuse এর বেন্চমার্ক ফিগার কত হওয়া উচিত? নিট জিরো না তার থেকে বেশি?
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০০:৩৪557919
  • মাথা ব্যথায় মাথা কেটে ফেলার দাওয়াই ও তাই নিয়ে থিওরাইজেশন দেখতে দেখতে ক্লান্ত।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০০:৩৮557920
  • পুলিশ দুষ্টু, সেনা দুষ্টু, গভর্নমেন্ট দুষ্টু, সরকারী কর্মচারী দুষ্টু, রাষ্ট্র দুষ্টু --
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০০:৫৯557921
  • তক্কো হচ্ছিল এই নিয়ে, যে, যেহেতু সেনা, বা পুলিশের জন্য বিশেষ রক্ষাকবচ থাকে, তাই সাধারণ মানুষের জন্য চাই শক্তপোক্ত মানবাধিকার। রক্ষাকবচের অপব্যবহার আটকানোর জন্য।

    পুলিশরা রোজ সকালে উঠে মদের সঙ্গে চাট হিসেবে একটা করে মানুষ মেরে ফেলে কিনা, বা মানুষ মারা ছাড়াও অন্যান্য কাজ করে কিনা, বা পুলিশের স্নেহ মায়া মমতা আছে কিনা, চিমটি কাটলে লাগে কিনা, এ নিয়ে মনে হয় কোনো তক্কো নেই। যদি না আকাশ থেকে পেড়ে আনা হয়।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০১:০৮557922
  • ও। তাইলে পুলিশ দুষ্টু নয়। কবচটা শুধু ফেলে দিতে হবে। তা দিলেই হয়। পুলিশ তো আর কবচ বানায় নি।
  • a | 132.179.34.76 | ০১ জুলাই ২০১২ ০১:১৭557923
  • যদ্দুর মনে পড় তক্কোটা শুরুটা ছিল, একজন সাধারণ মানুষ পুলিশে যোগ দিলে সে আর সাধারণ মনুষ থাকে কি না, নাকি রাষ্ট্রের অংশ তথা দমনের হাতিয়ার হয়ে পড়ে।
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:২৭557924
  • তা তো পড়েই। সফটওয়ার কোম্পানিতে কাজ করে আমি যখন প্রেজেন্টেশন দিতে যাই আমি তখন তার অংশ। বাহিনীতে যোগ দিয়ে যখন পুলিশ হাতে বন্দুক ধরে তখন সে রাষ্ট্রের অংশ। এতে আর তক্কের কি আছে।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০১:৪৪557926
  • এতে একেবারেই আপত্তি নেই। পুলিশের অ্যাকাউন্টেবিলিটি আরও বাড়াতে হবে।
  • কল্লোল | 111.63.253.5 | ০১ জুলাই ২০১২ ০৬:৫৫557927
  • আশা পূর্ণ হলো নাআআআআ..................
    http://www.anandabazar.com/1south2.html
    সিপিএম আন্দোলনে নেই।
  • Sibu | 118.23.96.4 | ০১ জুলাই ২০১২ ০৯:৩৩557928
  • যদি তোর ডাক শুনে সিপিএম না আসে তো …
  • aranya | 78.38.243.161 | ০১ জুলাই ২০১২ ০৯:৪২557929
  • টিয়ার গ্যাস, জল কামান, রাবার বুলেট - এসব যে প্রথমে ব্যবহার করা দরকার গ্বুলি চালানোর কথা ভাবারও আগে, টিম যেমন লিখেছে, সেটা পুলিশ ট্রেনিং-এর একদম প্রাথমিক পাঠ হওয়া উচিত। ভারতে মানুষের জীবনের দাম বড় কম। কোন পরিস্থিতিতে কিভাবে রিঅ্যাক্ট করতে হবে, পুলিশকে সেসব ট্রেনিং দেওয়াটা বোধহয় সরকার হাই প্রায়োরিটি কিছু বলে মনে করে না।
    ১০ বছরে ১৪০০০ কাস্টোডিয়াল ডেথ, মানে বছরে ১৪০০ !!! শিউরে উঠতে হয়।
    পঃ বঙ্গের একজন প্রাক্তন গোয়েন্দা প্রধানের ইন্টারভিউ শুনছিলাম - টাকার অভাবে আজকাল নাকি পুলিশের নিচের স্তরের কর্মীদের ট্রেনিং প্রায় বন্ধই হয়ে গেছে।
    মাওবাদী/উগ্রপন্থীদের হাতে পুলিশ মরলে আমার খারাপ লাগে। যেমন খারাপ লাগল ছত্রিশগড়ে মাওবাদী এবং গ্রামবাসী হ্ত্যার খবর পেয়ে।
    সাধুচরণের মৃত্যু আর তাপসী মালিকের মৃত্যু - দুটো ই অত্যন্ত কষ্টের ব্যাপার ছিল, রাষ্ট্রযন্ত্রের অঙ্গ বলে পুলিশ খুনে কিছু যাবে আসবে না, সাধারণ মানুষ হত্যাই শুধু যন্ত্রণা দেবে - এটা আমার অদ্ভুত লাগে।
  • aranya | 78.38.243.161 | ০১ জুলাই ২০১২ ০৯:৪৭557930
  • যেমন অদ্ভুত লেগেছিল নন্দীগ্রাম গনহত্যার পর, সুমনের প্রতিদিন পাঁচজন সিপিএম মারার আহ্বান শুনে। সুমন ধরেই নিলেন সব সিপিএম পার্টি মেম্বার, সব সিপিএম সমর্থক সবাই এই গণহ্ত্যা সমর্থন করে, সবাই ১৪ই মার্চ খালি পায়ে মাথায় ফেট্টি বেঁধে পুলিশের সাথে বন্দুক নিয়ে নন্দীগ্রাম অভিযানে গিয়েছিল।
  • কল্লোল | 111.63.253.5 | ০১ জুলাই ২০১২ ১০:০৫557931
  • খুনের রাজনীতি বলে একটা কথা খুব পচা টাইপের হয়ে গেছে। সকলেই খুব ব্যবহার করে। যারা ওরকম রাজনীতি করে তারাই বেশী ব্যাবহার করে। তবু বলতেই হয়, খুনের রাজনীতি দিয়ে কিছু হয় না। সিপিএম, মাওবাদী, তৃণমূল, পুলিশ খুন করে কোন সমস্যার সমাধান হয় নি হবেও না। নাহলে, এদ্দিনে নকশালরা সব সমস্যার সমাধান করে ফেলতো।

    শিবু।
    সে তো চলাই যায়। চলছিও। কিন্তু রাস্তায় নামতে আন্দোলনে এতো ভয় কেন? নাকি, বাসের সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে যাওয়ার ছাড়া আর কোন "সংগ্রাম" পোষায় না আজকাল। গায়ে গতরে পুলিশের লাঠি আর সয় না সিপিএমএর নেতাদের। কর্মীরা মার খায় খাক, খুন হয় হোক। বিধানসভায় হৈচৈ হবে। রাস্তায় নামলে, বাসের সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে যাওয়ার চেয়ে বেশী কিছু করার ধক আর নেই।

    পিটি। আমার খুব হতাশ লাগছে।
  • aranya | 78.38.243.161 | ০১ জুলাই ২০১২ ১০:২৩557932
  • খুন করে কোন সমস্যার সমাধান হলেও সেটা বোধহয় করা চলে না, করলে কোল্যাটারাল ড্যামেজের তত্ত্ব বৈধতা পায়। একটিমাত্র খুনও সমর্থনযোগ্য নয়।
  • PT | 213.110.243.21 | ০১ জুলাই ২০১২ ১২:৩২557933
  • কল্লোলদা, আমি এখনো চাই যে সব বামেরা এক ছাতার তলায় আসুক। কিন্তু এও ভাবছিলাম যে সিঙ্গুরে এখন আন্দোলনের issue-টা কি হবে? সরকারের অংশ SUCI যেমন জমি দখলের কথা বলছে - রাজ্জাক আর নকশালরাও একই কথা বলছে। কিন্তু যে জমি নিয়ে মামলা চলছে তদুপরি যে জমি দখল করে চাষীর হাতে তুলে দিলেও সেখানে চাষ করার সম্ভাবনা খুব কম বা নেই, সেই জমি দখলের আন্দোলন খুব একটা যুক্তিযুক্ত হবে কি? আর আলোচনা করে টাটাদের ফিরিয়ে আনার কথা বললেই আবার বামেরা টাটার দালালে "পরিণত" হবে। বরঞ্চ মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় নামাটা বোধহয় সহজ হবে। সেই ব্যাপারে নকশালদের কি অবস্থান ঠিক জানা যাচ্ছে না।
  • PT | 213.110.243.21 | ০১ জুলাই ২০১২ ১২:৩৪557934
  • অরণ্যঃ
    হিটলারকে খুন করলে সেটা কি সমর্থনযোগ্য হতে পারত? কিংবা কেউ যদি নিজের স্ত্রীকে ধর্ষিতা হতে দেখে ধর্ষণকারীকে খুন করে সেটা কি সমর্থনযোগ্য?
  • h | 127.194.234.215 | ০১ জুলাই ২০১২ ১৪:৪৮557935
  • সেই সুমন যাকে বাহাত্তর সাল থেকে দেখছি, এখন টি এম সি র মধ্যে বসে বকে যাচ্ছে, সেই লক্ষন এখন ড্যামসেল ইন ডিস্ট্রেস, সেই মাতঙ্গিনী এখন জেলে।

    এই লাইন টা কল্লোল দার মন ভালো করার জন্য লিখলাম ঃ-)
  • | 127.194.100.32 | ০১ জুলাই ২০১২ ১৯:৫৬557937
  • PT দা, বোধি দা আর অরন্য দা আমার টই তে লিখবে কিনা বল ? ( রাগী রাগী মুখের ইমো)
  • kd | 69.93.193.147 | ০১ জুলাই ২০১২ ২১:৩০557938
  • হ্যাঁ, ঘুষ নেওয়া।
  • kd | 69.93.193.147 | ০১ জুলাই ২০১২ ২১:৩৬557939
  • সরি। এটা লসাগু'র অনেক আগে করার প্রশ্নের উত্তর।
  • কল্লোল | 129.226.79.139 | ০২ জুলাই ২০১২ ০৯:৫৭557940
  • পিটি।
    মূল্যবৃদ্ধি নিয়ে আগেও বলেছি। আমার কেন যেন মনে হয় এটা ভীষণ বড়ো একটা সমস্যা হলেও, সমস্যাটি তীক্ষ্ণতা হারিয়েছে। শেষ ২০ বছরে জিনিসের দাম যে ভাবে বেড়েছে, তা অবিশ্বাস্য বলাটা কেমন আরও অবিশ্বাস্য। তবু দেশে ছুটকো ছাটকা ছাড়া কোন বড় আন্দোলন নেই। ডান পার্টিরা নাহয় করবে না, কিন্তু বাম পার্টিরা চাট্টি বন্ধ ছাড়া কিছুই করে নি। আর, বন্ধও যে লড়াইয়ের হাথিয়ার হিসাবে গুরুত্ব হারিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
    তবু যদি মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় নামা হয় তা নিশ্চই তারিফযোগ্য।
    মূল্যবৃদ্ধি নিয়ে নকশালরা কি ভাবছে? নিশ্চই ভাবছে না - বাঃ চমৎকার হচ্ছে। তাদের ক্ষমতাই নেই এককভাবে বা অন্য গোষ্ঠীগুলোকে জড়ো করে এসইউসিকে নিয়ে কোন আন্দোলন গড়ে তোলে। তাই, বৃহত্তর বাম না হলে হবে না। তার উদ্যোগ তো বামফ্রন্টকেই নিতে হবে। কিন্তু তুমি দেখে নাও, এরা কিচ্ছু করবে না। কোন না কোন বাহানায় পাশ কাটিয়ে ঘাপটি মেরে থাকবে। কারন ওরা জানে বিকল্প নেই। মমতাকে হঠাতে গেলে সেই বামফ্রন্ট। সামনের ভোট অবধি এইভাবে কাটিয়ে গেলে আবার ক্ষমতায়, আবার ঔদ্ধত্যের কবজায়। এগুলো বললাম "প্যাথলজিকাল" সিপিএম বিরোধীতা থেকে নয়। যারা সত্তর দশকে সক্রিয় বাম রাজনীতি করেছে, এটা তারা জীবন দিয়ে জানে।
  • bb | 127.195.184.84 | ০২ জুলাই ২০১২ ১৩:৪৯557941
  • আমজনতা ধোয়া তুলসীপাতা আর পুলিশ মানেই রাষ্ট্রের দমনপীড়্নকারী এই মতটা অতি সরলীকরণ। পুলিশের প্রয়োজনের একটি উদাহরণ
  • কল্লোল | 129.226.79.139 | ০২ জুলাই ২০১২ ১৫:০২557942
  • পুলিশ মানে রাষ্ট্রের দমনপীড়নকারী নয়। রাষ্ট্র একটা পীড়নের যন্ত্র - পুলিশ তার অংশমাত্র।
  • bb | 24.99.16.87 | ০২ জুলাই ২০১২ ১৫:৩৭557943
  • কল্লোলদা ঐ হোল।আপনি একটি স্বপ্ন দেখছেন, কিন্তু তার প্রয়োগ অসম্ভব বলে আমার ধারণা।
  • ranjan roy | 24.99.109.20 | ০২ জুলাই ২০১২ ১৬:২৯557944
  • বিবি/লসাগু/আকা/অয়ন,
    পুলিশ নিয়ে কথাবার্তা দুটো পরিপ্রেক্ষিত থেকে হতে পারে।
    এক, মার্ক্সিস্ট, দুই, অ-রাজনৈতিক কমনসেন্স।
    মার্ক্সিস্ট ভিউতে যে কোন রাষ্ট্র( এমনকি সমাজতান্ত্রিক রাষ্ট্রও) দমনপীড়নের যন্ত্র। তার অংগ-প্রত্যংগ হিসেবে বিচারব্যবস্থা, আইন, পুলিশ-মিলিটারি সবই একই চরিত্রের। শ্রেণী বিভক্ত সমাজে রাষ্ট্র শুধু ক্ষমতাশালী শ্রেণীর স্বার্থ রক্ষা করে। শান্তি- সিকিউরিটি সবই বিশেষ বর্গের লোকজনের স্বার্থে। সাধারণ বা সব নাগরিকের জন্যে নয়। তাই গড়পড়তা লোকজন থানায় নালিশ করে বিশেষ ফল পায়না। কিন্তু কোন বড়লোক তার চাকর বা চাকরাণীর বিরুদ্ধে চুরির নালিশ করুক, থানা তাদের চোদ্দগুষ্টিকে হাজতে পুরে ক্যালাবে।
    নোনাডাঙ্গায় গতর খাটিয়ে বেঁচে থাকা মেয়ে-পুরুষের প্রতি পুলিশের ব্যবহার ও আমরির মালিকদের প্রতি ব্যবহার দেখুন। ওরা কিভাবে জামিন পায় দেখুন। দেবলীনা-অমিতাভরা কেন সহজে পাবে না -দেখুন।
    মার্ক্সিস্ট ভিউতে রাষ্ট্রযন্ত্র ও পুলিশের সম্বন্ধে এই ধারণা প্রায় axiomatic।
    শুধু বলা হয় সমাজবাদী রাষ্ট্রে পুলিশ ইত্যাদি দমন করবে মুষ্টিমেয় ক্ষমতাচ্যুত শোষকশ্রেণীর লোকজনকে, রক্ষা করবে নতুন ক্ষমতায় আসা খেটে-খাওয়া শ্রেণীর মানুষদের স্বার্থ।
    এ নিয়ে কোথাও কোন মার্ক্সিস্টদের মধ্যে বিভ্রান্তি নেই।
    আর ব্যক্তি পুলিশের চরিত্র?
    একজন পাইলট যখন গাঁয়ে গিয়ে গরুর গাড়ি বা ট্রাক চালান, তখন তিনি স্বভাবতঃই গাড়োয়ান বা ট্রাকচালক হয়ে যান, গাড়িগুলো এরোপ্লেন হয়ে যায় না। আমার বাবা আর্মিতে ছিলেন। চিন্তায় উনি মানবেন্দ্রনাথ রায়ের ভক্ত। কিন্তু বৃটিশ-ইন্ডিয়ান আর্মির সামান্য সোলজার হিসেবে উনি যখন বার্মায় গিয়েছিলেন তখন উনি অকুপেশন আর্মির চরিত্র হয়ে যান, বার্মিজ জনসাধারণের চোখে।
    দুই, যদি অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবতে হয় তাহলে আলোচনা চলুক।
  • harmad | 132.248.183.1 | ০৩ জুলাই ২০১২ ১৪:৩৫557945
  • অরন্য দা, এই 'মনুষ্যেতর' হার্মাদ আপনাকে সমর্থন করল।
  • | 212.90.98.4 | ০৩ জুলাই ২০১২ ১৪:৫০557946
  • টোটাল টোটাল ঃ))))
  • | 212.90.98.4 | ০৩ জুলাই ২০১২ ১৪:৫১557948
  • মানে হার্মাদের ২ঃ৩৫
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন