এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 213.99.212.53 | ২৮ জুন ২০১২ ১৩:৩৮558205
  • হার্মাদ হ্যা হয়। পুলিশ মবের উপরে গুলি চালিয়েছিল। পুলিশের মব কে গুলি চালিয়ে হত্যা করার অধিকার দেওয়া হয়েছে দেশের আইনে, আমার মত সেটা দেওয়া একেবারেই উচিত হয় নি, আর এনকাউন্টার এর নামে আমাদের দেশে কি লেভেলে ঢপ চলে সকলেই জানে এবং লাস্টলি, আমি মনে করি, পুলিশ গুলি চালিয়েছিল বলেই পরে মাওবাদী দের ফাল্তু রাজনীতি পাত্তা পেয়েছিল। মানুষ খুব অসহায় না হলে, দেশের সরকারের উপরে প্রচঁড ক্ষোভ না থাকলে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় না। কতগুলো বাইরের লোক, এসে প্রতিবেশী দের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল, যে একেবারে রাজনৈতিক কারণে প্রতিবেশী রা প্রতিবেশী দের খুন করতে আরম্ভ করলেন, এটা বহুদিনের তৈরি হওয়া আইনের শাসনের সম্পর্কে হতাশা/ অবিশ্বাস না থাকলে হয় না।
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১৩:৪০558207
  • আচ্ছা, তাহলে মবের অধিকার আছে পুলিস এর উপর হামলা করার ?
  • PT | 213.110.243.21 | ২৮ জুন ২০১২ ১৩:৪০558206
  • ঊৎসববাবু

    ১/ "ক্ষমতা যার আইন তার" - এর মানে কি? তাহলে ক্ষমতাসীন সরকারের বিরূদ্ধে রায় গেল কি করে?

    ২/ শুধু ন্যানো আর অনুসারী কারখানা গুলোতে ১ লাখ বা দেড় লাখের কর্মসংস্থানের দাবী কে করেছিল?

    ৩/ বন্ধ খারকানা খোলার প্রসঙ্গে জানাই যে আউটসোর্সিং-এর যুগে ঊষা আবার খুললে যত লোকের চাকরী হত তার চাইতে আনেক বেশী মানুষ ঊষার জমিতে নির্মিত ফ্ল্যাট আর মলে কাজ করছে।

    ৪/বন্ধ কারখানা খোলা বা সেইসব জমিতে অন্য কারখানা গড়ে তোলা যে মোটেই সহজ কাজ নয় সেটা নতুন সরকারের কর্মপদ্ধতিতেই বোঝা যাচ্ছে। ভোটের আগে এও এক ছেলেভোলানো গপ্প বলা হয়েছিল।

    ৫/ ১৯৯১ থেকে যে অর্থনীতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে সেখানে দাঁড়িয়ে "সরকারী সাহায্য" দিয়ে ৫৫০০০ কারখানা খোলার প্রস্তাবটি সম্পুর্ণ অবাস্তব।

    ৬/ টাটা ছাড়া অন্যান্য private কোম্পানিগুলো কি মুনাফা ছাড়া ব্যবসা করে নাকি? ইন্ফোসিস ইত্যাদিরা কি দাতব্য করছে নাকি?
  • PT | 213.110.243.21 | ২৮ জুন ২০১২ ১৩:৪৪558208
  • বিশেষতঃ সেই মবের মধ্যে যদি মাওবাদীরা মিশে থাকে এবং মেয়েদের আর বাচ্চাদের ঢাল হিসেবে ব্যবহার করে!!
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১৩:৫০558209
  • উত্সব বাবু, নিজেই নিজের লেখা টা ভালো করে পড়ুন।
    মনি স্কোয়ারে যত লোক কাজ করে - ঐ জমি তে চাষ হলে তার ১০% লোকের কি জীবিকা চলত ?

    টাটা এই দেশের জন্য অনেক কিছু করেছে - আপনি হয়ত জানেন না।সিঙ্গুরে কারখানা টা হলে সিঙ্গুর না-গোটা জেলার চেহারা পালটে যেত। বড় লাভের জন্য ছোট ক্ষতি মেনে নিতে হয়, না হলে এই অবস্থা এ হয়।
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৩:৫৭558210
  • সিকিউরিটি গার্ড মার খেয়েছেন, সে জন্য একটা কোম্পানি এত বড় ইনভেস্টমেন্ট তুলে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় এর দায়িত্ত্বজ্ঞানহীন রাজনীতি, আর নিরুপম সেনের পরিষ্কার তথ্য দিতে অস্বীকার করার পদ্ধতি সম্পর্কে তিতিবিরক্ত হয়ে থাকলেও, আমার মনে হয় টাটারা ঐ ঘটনা কে এক স্টেলমেট থেকে পালানোর কারণ হিসেবে ব্যবহার করেছিলেন।
    হ্যাঁ অবশ্যই, আমাদের দেশে এম্প্লয়ী রাইট্স এর যে অবস্থা তার তুলনায় টাটারা ভালো, কিন্তু তার মানে এই নয়, টাটা দের কোন সংস্থায়, অর্গানাইজ্ড বার্গেনিং এর অধিকার খুব সহজে স্বীকার করা হয়েছে, কিন্ত্য দ্যাট ওয়াজ অ্যান এসকেপ। এবং এই যে বক্তব্য, আমরা উপকার করতে এসেছিলাম, বৎস তোমরা জাননা কি মিসাইতেছ, এটা খুব ই কন্ডিসেন্ডিং, কারণ আমাদের দেশের দীর্ঘ প্রোটেকশনিজম এ তাঁরা ক্ষমতাবান হয়েছেন, একা নন, অনেকের সাথেই, তাঁরা কর্পো হিসেবে অনেকের চেয়েই ভালো, কিন্তু তাঁরা দেশের মানুষ কে দাক্ষিণ্য করছেন না মনে রাখা দরকার। অবশ্য পুরোটা তাঁদের দোষ দি ই কি করে, রাজ্য গুলির মধ্যে সংস্থা পাওয়ার প্রতিযোগিতা তো সেই গুজরাট, অন্ধ্র আর কর্ণাটক দিয়ে শুরু, প্রচুর ট্যাক্স হলিডে আর অন্য সুবিধে না পেলে কেউ কোথাও যায় না, মুশকিল হল, dole শব্দটা ব্যবহার করা হচ্ছে ব্যক্তিদের জন্য, আর সংস্থার ক্ষেত্রে সেটা industry encouragement or incentive এটা জাস্টা হাস্যকর। যেটা ঘটনা, হ্যাঁ অনেক শিল্প হয়তো পশ্চিম বঙ্গে ইনভেস্ট করার কথা ভাবতো, তারা ভাব বে না, কিন্তু যদি পঃবঙ্গ এতই অছুত হয় তাইলে এস ই জেড এর জন্য এত আকুলি বিকুলি কেন বা লবিং কেন। তার মানে আমি করি যে গুড় ছড়ালেই ভাববে।শ্লেষার্থে অভিমান কথাটা এই কন্টেক্স্টে ইউজ করা।
    ইসুটা তে সকলেই বিশ্রী ধরণের ইরেস্পন্সিব্লে। তখন্কার সরকার, বিরোধী, কোম্পানি।
    একটা জিনিস বুঝুন, মানুষ সব ধরণের মানুষের নিরাপত্ত বোধের অভাব আছে, আপনি আমি টেকনোলোজি সিখে নিরাপত্ত কে পুরোটা জয় করেছি তা নয়, উই হ্যাভ হ্যাড দ্য টাইম অন আওয়ার সাইড। সময় ও সর্কারি নীতি র মধ্যে যদি আশা ন দেখতে পান, একটা অংশের মানুষ নিরাপত্তার অভাবে ভুগবেন ই। মমতা সেটা কে কাজে লাগিয়েছেন মাত্র। শিক্ষার সুযোগ স্বাস্থ্যের সুযোগ সকলের সমান হলে, ইউনিভার্সাল পেন্সন আর ফুড সিকিউরিটি থাকলে, সম্ভবত সিঙ্গুর আন্দোলনে মমতা মানুষ্কে নিজের পথে পরিচালিত করতে পারতেন না।
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১৩:৫৮558211
  • PT দা,কেন আমার এই ধারনা বলচি।
    আয়্লার পরের দিন, কোলকাতায় অনেক জায়্গায় 'সাধারন মানুষ' রাস্তায় নেমেছিল - "কেন আয়লা হল, বুদ্ধবাবু জবাব দাও " ইত্যাদি দাবি নিয়ে।
    তো আমি বাড়ি ফিরছি, বেলেঘাটা সি আই টি মোড়ে পথ অবরোধ। ৫-৬ জন পুলিসকর্মী সামাল দিছেন, লোক কে বোঝাছেন সরে যেতে। আর ৩-৪ জন ১০-১২ বছর বয়সের ছেলে,হাফপ্যান্ট পড়া তাদের দিকে ঢিল ছুড়ছে আর যে ভাষায় গালাগালি দিচ্ছে, আমি যদি পুলিস হতাম, শপথ করে বলছি গুলি চালিয়ে দিতাম, তারপর যা হবার হত।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৮ জুন ২০১২ ১৪:০০558212
  • মিত্তির মশাই কইসিলেন। ওই কী যেন ক্যান্সার হাসপাতালের উদ্বোধনের সময় - রতনের পাশে নিরুপম সেন, দেখে মনে হচ্ছে রতন হর্তাকর্তাবিধাতা, নিরুপম সেন প্রদীপের জ্বালানোর দেশলাই যোগাতে গেছেন।
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৪:০৪558213
  • আমি সেটা বলি নি , আমার বক্তব্য হল, যেকোনো জমায়েতে যখন গুলি চালা নো হয় না, রেস্ট্রেন্ট দেখানো হয়, তাহলে সেদিন গুলি চালানো হয়েছিল কেন? কি এমন এসে যেত সেদিন ই নন্দীগ্রামে 'আইনের শাসন' প্রতিষ্ঠা না হলে। মুক্তাঞ্চল রাজনীতি বেশি দিন চলে না, এটা কি সরকার জানতেন না? আর মাওবাদীরা আদৌ ওখানে সফল হতেন না, তাঁদের ভুল রাজনীতি নিয়ে মানুষের যদি আইনের শাসন সম্পর্কে ভরসা থাকতো।, এইটি ই আমার অবস্থান। পুলিস এর জেনেরাল ইমেজ যদি হ্যাপি নেবারহুড বব হত তাহলে এ ঘটনা ঘটতো না, সেটা তো বলতে নেই, পঃবঙ্গে কোন দিন ই নেই!!
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৪:০৯558215
  • পুলিশ একটি অত্যাচারিত প্রজাতি, আপনার এই থিসিস টা মাইরি কোথাও খাটবে না। এভিডেন্স সম্পূর্ণ অন্য কথা বলে ইতিহাসে এবং বর্তমানে। আমাদের দেশে আইনের শাসন বলতে যেটা বোঝানো হয়, সমস্ত গরীব আর 'সন্দেহজনক' সাধারণ মানুষকে ক্যালানি আর ক্ষমতার পদলেহন। দেশে সেন্সিটিভ পুলিশ থাকলে দেশের আদ্ধেক দৈনন্দিন প্রবলেম হয় না।

    হ্যাঁ তৃণমূল লোক ক্ষেপিয়েছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে লোক ক্ষ্যাপানো সোজা তাই পেরেছে।
  • কোয়ার্ক | 212.141.148.99 | ২৮ জুন ২০১২ ১৪:২৩558217
  • h এর সাথে একমত। সরকারে থাকলে সংযম দেখানোই যুক্তিযুক্ত। প্ররোচনা থাকবেই, ফাঁদে পা দিলে ভুগতেই হবে।
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৪:২৩558216
  • ইনফোসিস দাতব্য আদৌ করছেন না। ইন ফ্যাক্ট সেইটাই আমার বক্তব্য। কি কারণে এত এত জমি নিয়ে ইনফোসিস বসে আছেন, এক তলা দু তলা বিচিত্র দেখতে বাড়ি করছেন, এই প্রশ্ন মানুষ করবে না? হ্যাঁ অনেক কে চাকরি দিয়েছেন, কৃষি ক্ষেত্র তো দেশের ৫০% লোক কে খাওয়ায়, হোয়াট ইজ দ্য ইনসেন্টিভ? কৃষি থেকে ইন্ডাস্ট্রি তে মুভ করাটা যদি এতই 'ন্যাচারাল' হয়, তাইলে এত ইন্সেন্টিভাইজ করার কি দরকার? আমি অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে, কারণ বাংলা গল্প হল, আমি ইনডাস্ট্রিয়ালাইজ্ড ইকোনোমি তে সার্ভাইভ করতে জানি, অন্য কিছুতে জানি না, একই ভয় এগ্রো-বেসড ইকোনোমির লোক পেতে পারে, এই সেন্সিটিভিটি টা সরকারের কেন থাকবে না। কিন্তু অর্গানাইজ্ড বড় কর্পোরেট আর এখন কার সব অগ্রো ফুড প্রসেসিং আর পোর্মোটিং আর ট্যুরিজম আর গোল্ড লোন দেওয়া ফড়ে রা, কেউ ই মানুষকে ধন্য করছে না এটা একটু মাঝে মাঝে মনে রাখতে তো হবে?
  • | 24.99.255.58 | ২৮ জুন ২০১২ ১৪:২৫558218
  • এই হার্মাদের পোস্টগুলো যত পড়ছি তত ঘেন্না হচ্ছে। দুমাসের পুরানো সর্দির কফের মত হলদে থকথকে ভ্যাড়ভ্যাড়ে ঘেন্না।

    ঠিক এই মানসিকতার জন্যই পুলিশ পিঙ্কি প্রামাণিকের বুক খামচে ধরে হাসতে হাসতে পার পেয়ে যায়, কয়েকজন লোক মিলে একজনকে 'চোর' বা 'ছেলেধরা' কিছু একটা অপবাদ দিয়ে লোহার রড, শিক দিয়ে খুঁচিয়ে ইঁট দিয়ে থেঁতলে মেরে ফেলে আর বাকীরা চারদিকে ঘিরে দাঁড়িয়ে রিয়েলিটি শো-এর মজা লোটে --- এবং সক্কলে পার পেয়ে যায় --------- লিস্টি বাড়িয়ে লাভ নেই।

    ছ্‌ছিঃ
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৫:০৩558219
  • দমু, রাগ কোরো না, দেখছো না, অক্ষর কন্টিনিউয়াস টন্টিং সত্ত্বেও আমি কেমন শান্ত ঃ-) আলোচনাটা করার সময় একটা জিনিস মনে রেখো, চায়ের দোকানের আলোচনায় অন্তত মনে রেখো যে মতটা সবার শেষে ভীষণ পপুলার হয়ে যায়, সেটা হল, 'মিলিটারি আসুক বা***। সব হাঃ দের উড়িয়ে দিক '। এবং এর পরে সবাই আবার কারো কত পুলিশে আর নেতাতে চেনা সেটা নিয়ে আলোচনা করে।
    এটা একটা মত, বজ্রকঠিন রাষ্ট্র একটা মত, কি করা যাবে।
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১৫:০৪558220
  • একদম ঠিক। এই ঘেন্নার জন্যই তো দময়ন্তী সেন কে ট্রান্সফার হতে হয়। আর সুচিত্রা মাহাত ছাড় পেয়ে যায় police attoricities এর প্রতিবাদী হিসেবে ? তাই না ?
  • প্পন | 226.52.215.232 | ২৮ জুন ২০১২ ১৫:৩৩558221
  • হানুর প্রায় প্রতিটা পোস্টের সাথে একমত হলাম। মাইরি এই সময়ে কলকাতায় এগডা চাগ্রি জুটলে প্রায় সন্ধেতে হানুর সাথে মাল খেতে যেতাম, কারণ হানুর কথা আমি আজকাল বুঝতে পারছি। কিন্তু সেটা হবার নয়, কারণ টাইম ইজ নট অন মাই সাইড। ইত্যাদি। ঃ(
  • Toba Tek Singh | 24.96.17.218 | ২৮ জুন ২০১২ ১৫:৫১558222
  • বোধি দাড়িটা রাখার পর থেকেই কেমং সহজবোধ্য দার্শনিক ফর মাস (লোকনাথবাবা টাইপ) হয়ে গেছে;-)
  • | 24.99.248.129 | ২৮ জুন ২০১২ ১৫:৫৮558223
  • হুঁ আমিও আজকাল হানুর সাথে অনেকসময়ই একমত হয়ে যাচ্ছি। আজকে তো পুরো 'বোধিসত্ত্ব' টাইপ দিচ্ছে।

    হনু, হুঁ সইত্য কইস।
  • PT | 213.110.246.230 | ২৮ জুন ২০১২ ১৬:৩৭558224
  • পিঙ্কি প্রামাণিক ছেলে না মেয়ে "দেখার" জন্য কয়েক'শ লোক জমা হয়েছে কাগজে দেখলাম। তারা পুলিশ নয়। আশা করি "হলদে কফের মত ঘৃণা"-র অংশ তাদেরও প্রাপ্য? আর কত মানুষকে পাবলিক এ পর্যন্ত নিছক ডাইনি থেকে পকেটমার ভেবে পিটিয়ে মেরে ফেলেছে বা উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে। ঘৃণা তাদের জন্যেও জমা রইল তো? পুলিশ তো এই সব পাবলিকের ঘর থেকেই আসে।
  • | 24.99.3.152 | ২৮ জুন ২০১২ ১৭:০২558226
  • আজ্ঞে হ্যাঁ।
    ওগুলো উল্লেখ করার কারণ এটাই দেখানো যে এই ট্রিগারহ্যাপী মানসিকতাই পুলিশ বা ন্যাতাক্যাঁতাদের যা খুশী করে পার পেয়ে যেতে দেয়। এই হার্মাদ টাইপের আসংখ্য মনুষ্যেতর জীবের তাতে সায় থাকে বলেই।
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৭:০৫558227
  • হার্মাদ দা যদি বুঝতেন পুলিশের আর মাওবাদী দের মধ্যে শান্তিকামী লোক খোঁজা এক ই রকম কঠিন, তাইলে এই কনফিউসন আর থাকতো না ঃ-)
    কি অর্থে মাহাতো ছাড়া পেলেন বলছেন। হয়তো ক্লান্ত এবং আহত একজন গেরিলা, কন্টিনিয়াস পালিয়ে বাঁচার জীবন থেকে, মুক্তি পেয়েছেন, রাজসাক্ষী হতে রাজি হয়ে, বা কোন ক্রস-ইনফর্মেশন এর কাজ করে।
    তাহলেও তাঁর জীবন খুব সুখের বলে ধরা উচিত না, মানুষটা গরীব ঘরের, সম্পূর্ণ বিপথে পরিচালিত, এবং শুধু তাই না, ইমিডিয়েট নিরাপত্তা হীনতা থেকে বাঁচার জন্য টি এম সি নেতাকে বিবাহ করতে হয়েছে। কি ভয়ানক পোলারাইজ্ড দেশ হলে এই পথ নিরাপত্তর অন্যতম পথ হয়ে দাঁড়ায়, যে সরকারের পছন্দের রাজনইতিক কর্মীর ব্যক্তিগত আশ্রয় নিতে হচ্ছে।
    যদি এটা প্রেমের বিবাহ ও হয়, তাও এটা কে কি ঠিক নর্মাল সোশাল চয়েস বলা চলে? হ্যাঁ যে সব হত্যা লীলায় তিনি অংশ নিয়েছেন, তার জন্য তাঁর বিচার হবে। কিন্তু ঠিক 'মুক্তি' পেলেন বলার সময় আসে নি।

    আর দময়ন্তী সেন এর প্রতি সমস্ত শ্রদ্ধা নিয়েই
    বলছি, ব্যুরোক্রাট বদলি নতুন কিসু না, হয়েই থাকে। বুয়্রোক্রাট রাও, 'ভালো সম্পর্ক' র ভিত্তিতে কেরিয়ারে এগিয়ে থাকেন।
    সৎ অফিসার জিনিস টা কম বলেই আমরা মুগ্ধ হয়েছি, ইট ইস নট অ ক্রেডিট টু দ্য ইনস্টিটিউশন, অ্যাট বেস্ট অফ টাইম্স।

    দময়ন্তী সেন এর প্রতি আমার পার্সোনাল কোন অশ্রদ্ধা নেই,
    তবে ঘটনা হল, যে দেশে অনির্বাচিত বুরোক্রাট রা
    ব্যাপক ক্ষমতা ভোগ করেন, এবং রিটায়ারমেন্ট এর পরে,
    প্রাইভেট কোম্পানীর কনসালটান্ট হয়ে জান, তাঁদের থেকে
    বিপথগামী আদিবাসী যুবতীর প্রতি আমার একটু দুর্বলতা আছে।
    টন্ট আসার আগেই বলে নি, হতেই পারে এটা নিউরোন না, হর্মোন মাত্র।

    রাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ছড়াবেন এবং ছড়াচ্ছেন,
    সিপিএম মানুষের কাছে পৌঁছতে পারলে এত হতাশা আপনার হবে না মাইরি।
  • কল্লোল | 129.226.79.139 | ২৮ জুন ২০১২ ১৭:০৬558228
  • পিটি।
    একটা ছোট্ট আপত্তি।
    সাধারন পুলিশ, সাধারন মানুষের ঘর থেকেই আসে। কিন্তু একবার সে পুলিশে সামিল হলে আর সাধারন মানুষ থাকে না, রাষ্ট্রের অংশ হয়ে যায়।
  • কোয়ার্ক | 212.141.148.99 | ২৮ জুন ২০১২ ১৭:২১558229
  • শুধু কনসালট্যান্ট নয়, ব্যুরোক্র্যাটরা রিটায়ারমেন্টের পর তো এমেলে-মন্ত্রীও হচ্ছেন আজকাল!
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৭:৩৭558230
  • মাইরি কোয়ার্ক জানেন, দুটো ঘটনা মনে পড়ছে।
    আমার মামা, পাবলিক সেকটর এর উচ্চপদস্থ কেস, সম্ভবত চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হয়ে রিটায়ারমেন্ট, সারাজীবন তিনি স্ট্রাইক ব্রেক করেছেন মূলতঃ নানা গুন্ডা দের দিয়ে, তার পরে প্রাইভেটাইজেশন এর পক্ষে বিরাত সওয়াল করে গেলেন, এটা ওটা কনসাল্টিং করে মারা গেলেন, প্রাইভেট হাসপাতালে লাখ লাখ টাকা খরচ করে এবং ভাল চিকিৎসা পেতে ব্যর্থ হয়ে এবং তীব্র বিরক্ত হয়ে। এবং তাঁর শ্মশানযাত্রী প্রাক্তন সহকর্মীরা উঁচুগলায় প্রাইভেট হাসপাতাল ব্যবস্থা র নিন্দে করে গেলেন আর বলে গেলেন, সব পাব্লিক সেক্টর প্রাইভেট করে দেওয়া উচিত, প্রত্যেকেই তখন কনসালটান্টঃ-)
    এইটা যে কি সাররিয়াল লেগেছিল, বিশেষেতঃ মামার অযত্ন টার পরে ভুলতে পারি না।
    দ্বিতীয়তঃ তো বিখ্যাত কেস, প্রসার ভারতীর চেয়ার ম্যানের স্টার টিভি এবং অন্যান্য চ্যানেলের উচ্চপদে আসা।
    হ্যাঁ নেতাও হচ্চেন, দে আর বিগ সার্ভাইভার-স ইন এনি রেজিম।
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১৭:৪১558231
  • তবে পিটি র মিডিয়া সম্পর্কে ইভ্যালুয়েশন মানি। জাস্ট অসত্য কথা প্রচুর প্রচার হয়েছে, আর টেরিবল বাজে জার্নালিজম হয়েছে, প্রায় প্রত্যেকটা চ্যানেল ই পার্টি গুলোর সঙ্গে জড়িত, টি এম সি র পক্ষে বেশি। আই অ্যাম নট সিওর হু পেড ফর হাওআর্স অফ ক্র্যাপ জার্নালিজম।
  • প্পন | 226.52.215.232 | ২৮ জুন ২০১২ ১৭:৪৮558232
  • এইটা নন্দীগ্রাম পরবর্তী অবজার্ভেশন হিসেবে ঠিক, কিন্তু সিঙ্গুরে যখন মমতার আন্দোলন পিকে চলছিল তখন মিডিয়ার বড় এবং প্রাভাবশালী অংশ টিএমসির সাথে ছিল না।

    বি-এর একটা কথা ঠিক (ব্যক্তিগত ভাবে মনে হয়), নন্দীগ্রাম না ঘটলে সিঙ্গুরের আন্দোলনের হয়ত একটা সন্তোষজনক সমাধান বেরোত।
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১৭:৫৯558233
  • প্রিয় দ,
    আপনার মতের সাথে না মিললেই 'মনুষ্যেতর' হতে হবে এমন কোনো কথা নেই। aministration এর পক্ষে কথা বললে সে অমানুষ তা নয়। যাক গে।
  • কোয়ার্ক | 212.141.148.99 | ২৮ জুন ২০১২ ১৮:৪১558234
  • অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে কথা বলা আর "আমি পুলিশ হ'লে পাতি গুলি চালিয়ে দিতাম" - এ দুটো এক নয়।
  • h | 213.99.212.53 | ২৮ জুন ২০১২ ১৮:৫৬558235
  • অর্পণ আই ডিসেগ্রি। কারণ আমার আগে বা পরে কখনই মনে হয় নি, মিডিয়া ইস ইন্টারেস্টেড ইন জেনুইন ডিবেট অর ফুল রেঞ্জ অফ ফ্যাক্ট্স উইদাউট বোরিং আস উইথ সেম অপিনিয়ন অফ সেম সেট অফ পিপল, অফটেন বিলিংগিং টু সেম সাইড অফ পোলিটিকাল ফেন্স।

    ধর কলকাতা টিভি তাপসী কে নিয়ে ফিচর করলো, স্টার অনন্দ ইছুক চাষী দের নিয়ে করলো, ২৪ ঘন্টা নিরুপম সেন কে নিয়ে করলো, হোয়ার্স দ্য ফুল রেঞ্জ অফ ফ্যাক্ট্স?
  • aka | 178.26.215.13 | ২৮ জুন ২০১২ ১৯:০৭558237
  • একটাই কথা বুঝি এ হালার পঃবঃয়ে আমার জীবনকালে কিছু হওয়া মুশকিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন