এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.21 | ৩০ জুন ২০১২ ১১:৫৭557882
  • 20 Naxals killed in Chhattisgarh encounter
    আজকাল মাওবাদীদের মৃত্যু/হত্যা নিয়ে মানবাধিকার সংগঠনরা রাস্তায় নামছে না আর?
  • কল্লোল | 129.226.79.139 | ৩০ জুন ২০১২ ১২:৪০557883
  • http://www.aajkaal.net/report.php?hidd_report_id=176455&show=21764559
    তবুও..........................
    আশায় থাকি। দেখাই যাক। ৩ জুলাই তো বেশী দূর নয়। আশা করি আন্দোলনমুখী হবে বামফ্রন্ট।
  • Tim | 108.249.6.161 | ৩০ জুন ২০১২ ১২:৫২557884
  • রঞ্জনদা, গুলির বিকল্পও তো আছে বেশ কিছু। আমাদের ছোটবেলাতেই কাঁদানে গ্যাস ইঃ খবরে অহরহ দেখতাম। অনেক জায়গায় রাবার বুলেট, জলকামান টাইপ জিনিস দিয়ে মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। গুলি করাটাই মনে হয় একমাত্র উপায় না। তবে খুব খুব এক্সেপশনাল কেসে হয়ত চালাতেই হয়।
  • a | 75.204.229.11 | ৩০ জুন ২০১২ ১২:৫৩557885
  • রন্জন দা, আপনি বলছেন কর্নার কেসের কথা, ব্যতিক্রমের কথা। যে যে উদাহরণ দিলেন, সেগুলো একটাও সমর্থনযোগ্য নয়, কোন প্যরামিটারেই।

    কিন্তু সেটা কথা নয়, কথা হল আইন রক্ষা করা পুলিশের কাজ, তার কিছু গার্ডরেল আছে, কিন্তু বাই and লার্জ পুলিশের হাতে কিছু ক্ষমতা দেওয়া আছে। সেগুলোর কেউ অপপ্রয়োগ করলে তার শস্তি হয়, যেমন বিধান আছে সেই অনুযায়ী। সেই শাস্তি যথাযথ কি না, সে নিয়ে বহু তর্ক থাকতে পারে। সেটা পাল্টাতে গেলে দেশের আইন পাল্টাতে হয়।

    বেসিকালি মনে এখন প্রশ্ন জাগছে আইন জিনিসটারই আদৌ দরকার আছে কি না ঃ)। কিন্তু যদি আইন না থাকে তথা সংবিধান না থাকে, তাহলে মানবাধিকার রক্ষাই বা করবে কে?

    আর সরকারী কর্মচারীর হাতে দমনের ক্ষমতা নেই? কি যে বলেন স্যার!!
  • lcm | 79.236.170.152 | ৩০ জুন ২০১২ ১৩:৩৬557886
  • পুলিশের উর্দি পরে নেই এমন লোক তো অনেক বেশী ক্ষমতার অপব্যবহার করে।
  • a | 75.204.229.11 | ৩০ জুন ২০১২ ১৩:৪৪557887
  • আর সত্যি বলতে দেশে এক বছরে প্রায় ৬০ লাখ কেস রিপোর্ট হয়, যার তহকিকাত হয়। এর ভিতর আপনার কথিত কেস কতগুলি?
    আপনি উদাহরণ দিয়েছেন বিগত ৫০ বছর ধরে (খাদ্যা আন্দোলন থেকে রিজানুর), তাহলে ৬০ লাখ*৫০ বছর ধরে দেখুন % কোথায় গিয়ে পৌছায়!!
    আর একথা ১০০% সত্যি যে মিছিল হলে, রং নির্বিশেষে, মানুষের অসুবিধা হয়। মনবাধিকার কর্মী করলেও হয়। পুলিশ মিছিল ভেঙ্গে দিলেও হয়, না হলেও হয়।
  • কল্লোল | 129.226.79.139 | ৩০ জুন ২০১২ ১৪:২১557888
  • তর্কটা হচ্ছিলো পুলিশ সাধারণ মানুষ কি না।
    আমার যুক্তি ছিলো পুলিশ আসে সাধারণ ঘর থেকে। কিন্তু ফোর্সে সামিল হলে সে রাষ্ট্রক্ষমতার অংশ। তাই সে আর সাধারণ মানুষ থাকে না। সে নিয়ম মেনে লাঠি গুলি চালালেও না, নিয়ম ভেঙ্গে লাঠি গুলি চলালেও না। পুলিশ, সেনাবাহিনীর হাতে দমনের ক্ষমতা আছে, সাধারণ মানুষের ভালোর জন্যোই আছে (অন্ততঃ খাতায় কলমে)। তাতেই ঐ বর্গটি সাধারণ মানুষের বাইরে চলে যায়। সাধারণ মানুষের দমন করার আইনী অধিকার তো নেই-ই, উল্টে সেটা শাস্তিযোগ্য অপরাধ।

    আমি ব্যাক্তিগত ভাবে মনে করি মিছিল গভীর রাতে হওয়া উচিৎ। নেহাৎ যদি দিনে করতে হয় তো এক লাইনের মিছিল হওয়া উচিৎ। রাস্তা জোড়া ব্যানার নয়, হাতে হাতে প্ল্যাকর্ডই যথেষ্ঠ। অনেকবার অনেক সংগঠনের সাথে কথা হয়েছে। সকলেই বলেছে ভাবতে হবে - কেউ ভাবে নি।
  • T | 24.139.128.15 | ৩০ জুন ২০১২ ১৪:৪৯557889
  • "সে নিয়ম মেনে লাঠি গুলি চালালেও না, নিয়ম ভেঙ্গে লাঠি গুলি চলালেও না। "
    বেশ, এই যুক্তি অনুযায়ী পুলিশ হলেই আর সাধারণ মানুষ নয়। তাহলে সরকারী কর্মচারীরাও সাধারণ মানুষ নন। কেননা, তাদের হাতেও দমনের ক্ষমতা কিয়দংশ আছে বৈকী। চাইলেই নানা ছুতোয় নিয়ম মেনে বা নিয়ম ভেঙ্গে আপনার বাড়ির প্ল্যান স্যাংশঅন আটকে দিতে পারে, জলের লাইন বন্ধ করে দিতে পারে, মিথ্যে অজুহাতে পেনশন আটকে দিতে পারে ইত্যাদি ইত্যাদি। তাহলে এরাও রাষ্ট্রক্ষমতার অংশ হয়ে যাচ্ছে। অবশ্য আপনি যদি দমন বলতে স্রেফ প্যাঁদানো বুঝিয়ে থাকেন তাহলে অন্য কথা।
  • কল্লোল | 129.226.79.139 | ৩০ জুন ২০১২ ১৫:৫৮557890
  • বাড়ির প্ল্যান, জলের লাইন, আয়কর নিয়ম মেনে আপনাকে সাজা দিলে, জরিমানা করলে দমন নয়। নিয়ম ভেঙ্গে সাজা দিলে, জরিমানা করলে নিশ্চই দমন, কিন্তু বেআইনী দমন। তারাও ক্ষমতার অংশ। কিন্তু সোজাসুজি প্রাণ নেওয়ার আইনী অধিকার একমাত্র পুলিশ ও সেনাবাহিনীর। ফলে তুলনাটা একটু মুস্কিলের। কিন্তু, একজন এমেলে, এম্পি, মন্ত্রী, আমলা, বিচারপতির প্রাণ নেওয়ার অধিকার নেই, তা সত্ত্বেও এরা অবশ্যই সাধারণ মানুষ নন। আশা করি এটার জন্য যুক্তি দিতে হবে না।
  • ০০০ | 94.235.75.95 | ৩০ জুন ২০১২ ১৭:১১557892
  • সত্যি কথা বলতে ভারতবর্ষে চোর-ডাকাতের থেকে আমি পুলিশকে বেশি ভয় পাই।
  • lcm | 79.236.170.152 | ৩০ জুন ২০১২ ২১:২৫557893
  • পুলিশ "বিনা কারণে" গুলি চালালে - ইন্ডিয়ান পেনাল কোড-এর ৩২৬, ৩৩৫, ৩০৮ সব ধারাই তো প্রযোজ্য, যা সাধারন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কেন বলা হচ্ছে যে কোনো নিয়ম নেই।
  • a x | 217.238.98.69 | ৩০ জুন ২০১২ ২১:৩৭557894
  • পুলিশ আইনের অপব্যবহার করলে শাস্তি পায়
    = ১০ বছরে ১৪,০০০ কাস্টোডিয়াল ডেথ।
  • কল্লোল | 129.226.79.139 | ৩০ জুন ২০১২ ২১:৪৯557895
  • ধুস। বলছি পুলিশের গুলি চালানোর অধিকার আছে। যদি কারনে গুলি চালায় তাহলেও লোক মরে। তাতে পুলিশের সাজা হবে না। কিন্তু সাধারন মানুষ, কারনে, ভীষন কারনে, ভায়ানক কারনে গুলি চালিয়ে লোক মারলে, মামলা হবে। প্রমান করতে হবে যে কারনে, ভীষন কারনে, ভায়ানক কারনে গুলি চালিয়েছিলো সে। তাপ্পরও জজ সায়েব যা ভাবেন।
    তাই....................
  • a | 75.204.229.11 | ৩০ জুন ২০১২ ২১:৫১557896
  • একটা কাস্টোডিয়াল ডেথও নিন্দার। কিন্তু, ১০ বছরে টোটাল কাস্টোডি কত যেন? ১৪০০০ তার কত %?
  • a | 75.204.229.11 | ৩০ জুন ২০১২ ২১:৫৪557897
  • অ, এতক্ষণে বুঝলাম। দমন=গুলি চালানোর অধিকার। সেটা আগে বলে দিলেই গোল হত না।
  • a x | 217.238.98.69 | ৩০ জুন ২০১২ ২১:৫৯557898
  • গট টু বি কিডিং। হিসেবটা এই হোক না, ১৪,০০০ কাস্টোডিয়াল ডেথ, কটা পুলিশের শাস্তি?! বালখিল্যও না!
  • lcm | 79.236.170.152 | ৩০ জুন ২০১২ ২২:০৪557899
  • অন্তত ১৪০০০ পুলিশের শাস্তি হয় নি? না হলে.... । ন্যাশনাল ক্রাইম স্ট্যাট বলছে, ২০১১ তে রিপোর্টেড মার্ডার কেস ছিল ৩৫,০০০ এর মতন। এই হিসেবে ১০ বছরে সাড়ে তিন লাখ লোক খুন হয়েছে। আসল সংখ্যা আরো অনেক বেশী।

    পুলিশের শাস্তি হয় না। তার থেকে অনেক অনেক বেশী নন-পুলিশ মানুষের শাস্তি হয় না - মার্ডার, অ্যাসিস্টিং মার্ডার, বা, ইক্যুভ্যালেন্ট ক্রাইমের জন্য ।
    করাপশন এবং ল-লেসনেস সর্বব্যাপী, ইনক্লুডিং ল এন্ফোর্সমেন্ট।
  • lcm | 79.236.170.152 | ৩০ জুন ২০১২ ২২:০৬557900
  • "বিনা কারণে" প্রান নেবার কোনো লিখিত আইন সাধারন মানুষের নেই, পুলিশেরও নেই।
  • a x | 109.54.172.128 | ৩০ জুন ২০১২ ২২:১১557901
  • অ, বেশ তো, ভারতের পপুলেশন যেন কত, তার কত পার্সেন্ট যেন অপরাধী, তার কত পার্সেন্ট যেন জেলে, এবার পুলিশে কত মানুষ, তার কত পার্সেন্ট যেন শাস্তি পেয়েছে ইত্যাদি। কি অদ্ভূত যুক্তি! ল লেসনেস সমাজে আর সেই ল'র সুরক্ষা করার কথা যাদের তাদের ল লেসনেস দুটো একেবারে এক। পুলিশ রেপ করতেই পারে, সমাজেই যখন এত এত রেপিস্ট। পুলিশ বাড়িতে সিঁধ কাটতেই পারে, এত সিঁধেল চোর চাদ্দিকে। তবে হ্যাঁ, সিঁধেল চোরের বন্দুক নাই, পুলিশের অবার আইন হাতে বন্দুক দিয়েছে। চমৎকার।
  • আশঙ্কিত | 223.210.236.146 | ৩০ জুন ২০১২ ২২:১৮557904
  • যে কোনো সমাজে সাধারণ অপরাধ যাই হোক না হোক, কাস্টোডিয়াল ডেথের বেঞ্চমার্ক ফিগার হওয়ার কথা জিরো, আ নীট জিরো। সেখানে চোদ্দো হাজার কিসের কত পার্সেন্ট তাই নিয়ে তর্ক হচ্ছে। আমাদের অনেকেরই সামাজিক ভিশন প্রচণ্ড গতিতে গভীর ডিসটোপিয়ার দিকে ধাবমান।
  • lcm | 79.236.170.152 | ৩০ জুন ২০১২ ২২:২৬557905
  • অবশ্যই। সারা দেশে করাপশন যখন রন্ধ্রে রন্ধ্রে, তখন সেখানে পুলিশ ফোর্স কি করে করাপশন ফ্রি হবে। অবাস্তব।
  • Ishan | 60.82.180.165 | ৩০ জুন ২০১২ ২২:৫৫557906
  • লসাগুর তথ্যে ভুল আছে। "ব্যক্তি" পুলিশ গুলি চালিয়ে কাউকে মেরে ফেললে তার উপরে পিনাল কোডের সমস্য ধারাই প্রযোজ্য। কিন্তু পুলিশ-বাহিনীর অংশ হিসেবে করলে কিছুই প্রযোজ্য না।
    আর মিলিটারি হলে কেস আরও জটিল। মিলিটারির সদস্য হলে, "ব্যক্তি" হিসেবে কিছু করলেও জওয়ানরা কেবলমাত্র সেনাবাহিনীর কাছেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। অসামরিক আদালতের কাছে নয়।
  • lcm | 79.236.170.152 | ৩০ জুন ২০১২ ২৩:০২557907
  • না, পুলিশের বিরুদ্ধে এফ আই আর করা যায় তো। IPC 326 প্রযোজ্য। তাই তো?
  • lcm | 79.236.170.152 | ৩০ জুন ২০১২ ২৩:০৩557908
  • বাহিনীর অংশ হিসেবে করলেও করা যায়। বাহিনীর সবাইকে করা যায়। সাম্প্রতিক উদাহারণ - নন্দীগ্রামের পুলিশ বাহিনী।
  • Ishan | 60.82.180.165 | ৩০ জুন ২০১২ ২৩:৫৬557909
  • কত জায়গায় একসঙ্গে লিখব। :)
    এফ আই আর অবশ্যই করা যায়। কেন যাবেনা? সেনাবাহিনীর বিরুদ্ধেও করা যায়। কিন্তু পুলিশের ক্ষেত্রে একটি আইনের রক্ষাকবচ আছে, যার নাম ইন্ডিয়ান পোলিস অ্যাক্ট। সেটা টপকাতে পারলে তবে বাকি পেনাল কোড বিবেচ্য।
    সেনাবাহিনীর ক্ষেত্রেও অনুরূপ রক্ষাকবচ আছে। সেটা আরও শক্তপোক্ত।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০০:০৫557910
  • ইন্ডিয়ান পোলিশ অ্যাক্ট ১৮৬১ সালের, দেড়্শো বছরের পুরোনো। ওটা এখনই পাল্টানো উচিত।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০০:০৮557912
  • সব দেশেই অবশ্য মোটামুটী একই নিয়ম। পুলিশ/সেনাবাহিনীর জন্য স্পেশাল আইন থাকে। রাজপেয়াদার ভিন্ন নিয়ম।
    কিন্তু, কি নিয়ে যেন তক্কো হচ্ছিল?
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০০:০৮557911
  • পেনাল কোডও ওইরকম সময়েরই। সেটাও আগাপাশতলা বদলানো উচিত।
    কিন্তু এই করতে গিয়ে আমি আর কোনো কাজ করলাম না। আর তক্কো করবনা।
  • ranjan roy | 24.99.125.113 | ০১ জুলাই ২০১২ ০০:১১557913
  • লসাগু,
    নন্দীগ্রামের কেসটাই টেস্ট কেস হিসেবে দেখুন। তাতে কোন কেসের বিচার হচ্ছে? পুলিশের গুলি চালানো নিয়ে? না হার্মাদবাহিনীর আক্রমণের সময় কার নির্দেশে পুলিশের পাহারা তুলে নেয়া হয়েছিল তাই নিয়? । আর ল অফ টর্ট্স এ রাষ্ট্র-পুলিশ-সরকারকে "দায়িত্ব পালন" করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তবুও প্রসিকিউট করা যাবে না-সেটা দেখুন।
    আপনার ধারায় পুলিশকে বুক করতে হলে অভিযোগকারীকে আগে প্রাইমা ফেসি দেখাতে হবে যে পুলিশ অত্যাচার/দমন/হত্যা অ্যাজ পুলিশ ডিউটি করতে গিয়ে করেনি, কোন ব্যক্তিগত আলটিরিয়র মোটিভ থেকে করেছে।
    অয়নের বক্তব্য নিয়ে অক্ষদা- অবাস্তব ও অন্যেরা বলে দিয়েছেন। তবু বলি অয়ন খালি গত পাঁচবছরের হিসেব দেখান যে পুলিশ ক্ষমাতাসীন পার্টির মিছিল( ডান বা বাম) ক'টা আটকেছে আর বিরোধীদের কটা? নিজেই উত্তর পেয়ে যাবেন। আপনার যুক্তি অনুযায়ী তো সবগুলো মিছিলই আটাকানো উচিত।
    টিম,
    আমিও তো তাই বলছি। গুলি চালানোর ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু আজকাল বাস্তবে তার কতটা মানা হয়? তারপর এই সিস্টেমে তার জন্যে কজন পুলিশ অফিসার শাস্তি পান?
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০০:১৫557915
  • মানুষের ওপর গুলি চালানো ছাড়াও পুলিশ ফোর্সের অন্য কাজ আছে তো - নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন