এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 85.76.118.96 | ২৮ জুন ২০১২ ১০:১২558025
  • সিঙ্গুরের চাষারা নাবালক না হোক নেহাত বোকা। কেমন ঠকেছে ভোট দিয়ে।
  • Anirban maity | 126.193.141.102 | ২৮ জুন ২০১২ ১০:১৫558036
  • শুনুন সিঙ্গুর আর নন্দীগ্রামের ঘটনা তা গুলিয়ে ফেলবেন না , কৃষকের জমির আবেগ কে আপনারা শহুরে বাবুরা কোনদিন ই বুঝবেন না , কিন্তু সেই না বোঝা টা যদি সীমা না ছাড়া তবেই ভালো থাকে , আর ছাড়ালে নন্দীগ্রাম হয় ,এই আন্দোলন নন্দীগ্রামের ক্ষতি করেছে এটা ঠিক , কিন্তু যদি আরো একটু সহনশীল হওয়া যেত তবে ভালো হত , নন্দীগ্রামের এই চরিত্র অনেক পুরনো, police এর গাড়িতে আগুন দিয়ে তে গিয়ে এর আগে সুশান্ত তিওয়ারি রা গুলিবুইদ্ধ হয়েছেন , তার আগে ব্রিটিশ আমলেও সব থেকে বেশি থানা আক্রমন এই নন্দীগ্রামেই হয়েছে , অ,ব, প পরা তাত্তিকরা এসব জানেন না , জনার কথাও না , তাই যদি নিজেকে বামপন্থী মনে করেন , তবে গণ আন্দোলনকে বাল উত্পাটন বলে মনে করবেন না , আত্মসমালোচনা করুন , নিজের ভুল খুঁজে বার করুন , অকারণে একটা বিশাল অঞ্চল বুল বুঝে সিপিএম বিরোধী হয়ে গেল , আর আপনি এত দুরে বসে কাগজ পরে ঠিক টাই অনুধাবন করলেন এত কল্পকথা ।
  • Ishan | 60.82.180.165 | ২৮ জুন ২০১২ ১০:১৮558047
  • সিঙ্গুরের চাষারা তো সরকার পরিবর্তন ঘটায়নি। তারা মেরেকেটে একজন এমএলএকে নির্বাচিত করেছে।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৮ জুন ২০১২ ১০:১৯558058
  • একদম খুড়োর কথাগুলো!
  • Anirban Maity | 126.193.141.102 | ২৮ জুন ২০১২ ১০:২০558069
  • আহা রবীন্দ্রনাথের ওই কবতে তা মনে পরছে না
    যেখানে একটা ইন্দুর চানা দেরাজ দেখেই পৃথিবীটাকে কি বড় ভাবছিল

    দুর দূর দূর
  • Ishan | 60.82.180.165 | ২৮ জুন ২০১২ ১০:২৩558080
  • আমারও মনে পড়ছেনা। এমনকি রবীন্দ্রনাথ এরকম কোনো কবিতা লিখেছিলেন কিনা তাও মনে পড়ছেনা। তা বলে ভাববেন না আমি রবীন্দ্রনাথকে ভালো বাসিনা। :)

    নাঃ অনেক রাত হল। আমার দোকানও বন্ধ হল। এবার ঘোমোই। কাল আবার বাণী দেব।
  • aka | 85.76.118.96 | ২৮ জুন ২০১২ ১০:২৫558091
  • ঠিক এমন করেই সবাই নিজের নিজের জায়গায় পরিবত্তোন ঘটিয়েছে বলেই না পরিবত্তোন এসেছে। বিন্দু বিন্দু ভোটে পরিবত্তোনের সিন্ধু হয়েছে যার উৎস আবার সিঙ্গুর। সিঙ্গুর মমতার ভোটের প্রতিশ্রুতি কমরেড।
  • PT | 213.110.243.21 | ২৮ জুন ২০১২ ১০:২৮558102
  • ধরেই নিলাম আমরা সকলেই ভুল জানি আর সত্যি সত্যি নন্দীগ্রামের মানুষ বংশ পরম্পরায় বিপ্লবী। নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোকে তীব্র ধিক্কার জানিয়েও প্রশ্ন করা যেতেই পারে যে সেখানকার মানুষ - যে জমি নেওয়াই হয়নি - এবং নেওয়া হবেনা এই সরকারী ঘোষণার পরেও কার বুদ্ধিতে এবং ছত্রছায়ায় "জমি রক্ষার" আন্দোলন করছিল? আর ওখানে শিল্প তালুক হলে যে সেখানকার মানুষের ব্যাপক ক্ষতি হত সেটাই বা তারা কাদের কাছ থেকে বুঝে অন্দোলন করতে নামল?
  • Anirban maity | 126.193.141.102 | ২৮ জুন ২০১২ ১০:৩৭558113
  • আসলে সুতাহাটা আর নন্দীগ্রামের ঝামেলা অনেক পুরনো ব্যাপার , নন্দীগ্রামের মানুষ শিক্ষিত, সুতাহাটার মানুষ তুলনামূলক ভাবে কম, তাই চাকরি বাকরি সব জুটছে নন্দীগ্রামের সেটা সুতাহাতার গাত্রদাহ , এবং সেখান থেকেই দুজনের ঝামেলার শুরু , লক্ষণ শেঠ সুতাহাতার মানুষ তিনি এর আগেও অনেক বার নন্দীগ্রামের manusher jomi adhigrohon korechen এবং kkhotipuron pete tader dom berieche , sutorang মানুষ biswas kore ni ।
  • Anirban Maity | 126.193.141.102 | ২৮ জুন ২০১২ ১০:৩৯558125
  • আমি আবার বলছি আমি ১০০ % সিপিআই এম এর সমর্থক , নন্দীগ্রামের এ ছেলে , আমার অনেক যন্ত্রণা ছিল , কিন্তু প্রশ্নের উত্তর আমি নন্দীগ্রাম থেকেই নিয়ে এসছি । সিপিআই এম কে কিছু করতে হবে না, নন্দীগ্রামের মানুষ এ অধিকারী দের কবরে পাঠাবে , কারণ যে লড়াই তা হলদিয়া নন্দীগ্রামের মধ্যে ছিল, সেটা এখন অভিমুখ ঘুরিয়ে কাথি নন্দীগ্রাম ।।।
  • pi | 82.83.84.10 | ২৮ জুন ২০১২ ১০:৪০558136
  • অনির্বাণ, আগের জমি অধিগ্রহণগুলো নিয়ে আরেকটু বিস্তারিত লেখ।
  • Anirban Maity | 126.193.141.102 | ২৮ জুন ২০১২ ১০:৪৪558147
  • এখন সময় নেই pore likhchi ।nondigra nie amar ekta purono lekha ache setao share korbo , tobe doya kore nondigramer lorai ke bal utpaton bole khato korben na, manush gulita atleast shokh kore khay na, otar janyo buker pata lage।।।।
  • PT | 213.110.243.21 | ২৮ জুন ২০১২ ১০:৪৭558158
  • যেটা বোঝা গেলনা সেটা হচ্ছে যে যারা গণ আন্দোলনের ব্যাপারটা এত ভাল বোঝে ও জানে তারা কোন যুক্তির ভিত্তিতে অধিকারিদের খপ্পরে চলে গেল? এও কি সেই "আগে সিপিএম যাক তার পরে দেখা যাবে কি হয়"- গোছের রাজনৈতিক বিশ্বাস?
  • কল্লোল | 129.226.79.139 | ২৮ জুন ২০১২ ১০:৫১558169
  • পিটি।
    অনির্বান যেটা লিখেছে সেটা বোঝার চেষ্টা করাটা দরকার। শিল্প হলে ভালো হবে কি হবে না প্রশ্ন সেটা নয়। চাষীর (এখানে চাষের সাথে যুক্ত মানুষ পড়ুন) জমি নিয়ে প্রচন্ড আবেগটা ঘটনা। জমি নিতে গেলে সেটাকে ঠিক মতো হ্যান্ডেল না করলে ঝাড় আছে। প্রসঙ্গত, রাশিয়ায় যৌথ খামার করতে গিয়ে এই একই সমস্যা হয়েছিলো। সেটা মাথায় না রেখে গায়ের জোরে (পড়ুন আইন দেখিয়ে) জমি নিতে গেলে বালোৎপাটন হয় কি না জানি না, তবে সরকার যে উৎপাটন হয়, তাতো দেখতেই পাচ্ছি।
    জমি রক্ষার আন্দোলন নন্দীগ্রামে তৃমূ ও মাওরা মিলে করেছিলো। এতো সবাই জানে। তারা মানুষকে কি বুঝিয়েছিলো সেটা সহজেই অনুমেয়। কিন্তু মানুষ বুঝেছিলো কেন? কারন বোঝার মত অবস্থা ছিলো, তাই।
    তুমি যেখানে থাকো, তার কাছেই দুএকটা গ্রাম আছে। সেখানে গিয়ে লোককে বোঝানোর চেষ্টা করে দেখো - আপনাদের জমি নিয়ে নেওয়া হবে, আসুন রাস্তা খুঁড়ি, বোম মারি। কেউ আসবে না, কারন তাদের কাছে ঐ বিপদটা নেই। কিন্তু একটা সরকারী নোটিশ পড়ুক - জমি নেওয়া হবে। তারপর চেষ্টা কর - দিব্যি সাথে মানুষ পাবে, নোটিশ উইথড্র হয়ে গেলেও পাবে। কেন? বললেই হলো ওটা সরকারের চাল। আন্দোলন থিতিয়ে গেলে আবার নিয়ে নেবে।
    বাম সরকার নিজেদের ওভার এস্টিমেট করেছিলো - তখন তো ৩৫ - ২৩৫ এর মোডে ছিলো কি না।
  • b | 135.20.82.164 | ২৮ জুন ২০১২ ১১:০৬558180
  • কি হলে কি হত এখন বলা যায় না, তবে আমার ধারণা, নন্দীগ্রাম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে মাখিয়ে একাক্কার না করলে, টাটার কারখানাটা হয়েও যেতে পারত হয়ত।
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১১:২৫558188
  • নানা , বামফ্রন্ট সরকার পড়ে গিয়ে খুব ই ভালো হয়েছে, কারণ গুলি করে মানুষ মারলে সরকার পড়তে হবে বাংলা গল্প। তবে মানুষের মৃত্যু র পরে ক্ষমতায় এসে উল্টো পাল্টা করলে মানুষ কালে কালে খচে যাবে।
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১১:২৮558189
  • মমতার 'আন্দোলন' ইত্যাদি এসব বালের কথা। মমতা সিচুয়েশন টা ইউজ করেছে নিজে ক্ষমতায় আসতে।এটা ৫০০ একর জমি নিলেও করত,তখন বলত ২০০ একর এ করখানা করুক টাটা।

    অনির্বান বাবু, আমার একটা জিনিস জানার আছে। পুলিস এমনিই গুলি চালিয়ে দিল হঠাত করে ? নন্দীগ্রামের মানুষ একেবারে অহি;স আন্দোলন করছিলেন ?
  • rajdeep | 230.227.106.153 | ২৮ জুন ২০১২ ১১:৩১558190
  • সানন্দে টাটা কারখানা গড়ার পর ওখানে আরও চারটি অটোমোবাইল কারখানা তৈরির কাজ চলছে

    মারুতি
    ফোর্ড
    পেজো
    মাহিন্দ্রা

    সিঙ্গুরের আশেপাশে এগুলো হলে খুব খারাপ হত , সর্ব্নাশ হয়ে যেত
  • rajdeep | 230.227.106.153 | ২৮ জুন ২০১২ ১১:৩৬558191
  • প্রি-ফ্যাব্রিকেটেড স্টীল স্ট্রাকচার দিয়ে মঞ্চ বাঁধাটা ইউনিক ছিল

    মানে ড্রইং- ডিজাইন- মডেল রিভিউ বেশ যত্নসহকারে হয়েছিল
  • h | 213.99.212.54 | ২৮ জুন ২০১২ ১১:৪২558193
  • অহিংস আন্দোলন কোথায় করলেন, মারামারি, জরিমানা, সিপিএম এর নেতা কর্মী দের ক্যালানো, বাড়ি পোড়ানো, অ্যাডভেঞ্চার করতে গিয়ে মাওবাদী পোষা, বা বলা ভালো, মাওবাদীদের শেল্টার দিতে হয়্তো বাধ্যই হওয়া, সব ই করেছেন। কিন্তু কেসটা হল, একটা মব এর উপরে গুলি চালানো তো সহিংস আন্দোলন আটকানোর ও কোন পদ্ধতি হতে পারে না, স্বাধীন দেশে। ১৪ জন ছেড়ে দিন, ১ জন হলেও না।
    এ মানা যায় না। হ্যাঁ মাওবাদী রা ব্যবহার করেছেন, কিন্তু মানুষের উপরে সেদিন গুলি চালিয়ে মাওবাদী দের প্রভাব বেড়েছিল না কমেছিল? তাদের নিয়ন্ত্রিত এলাকা বেড়ে ছিল না কমেছিল?
    মাওবাদীরা একেবারেই ভুল পথের লোকজন। তারা বিশাল মুর্গীও। কারণ তাদেরি দাবী অনুযায়ী তারা যদি গড়বেতায় সিপিএম কে সহায্য করে থাকে, আর নন্দীগ্রামে টিম এম সি কে তাহলে বলতে হয়, মার্সেনারি অ্যাকশন ছাড়া তাদের গণতন্ত্রে তাদের পোলিটিকাল স্পেস গড়ে উঠুক, তারা নিজেরাই তা চায় কিনা সন্দেহ বা অন্ততঃ সব সময়ে চায় নি। মারামারি ই চেয়েছে।
  • h | 213.99.212.53 | ২৮ জুন ২০১২ ১১:৫৪558194
  • সিঙ্গুর কেসটা আলাদা, এখানে শুধু মারামারি না, শিল্প স্থাপন হয়েছিল। আমার যেটা ইরিটেটিং লাগে, মমতা কন্টি ৪০০ একরের একটা নাম্বার বলে গেলেন,যেটার ভিত্তি বিশেষ কিসু নেই, একবার রাজি হয়ে যেতে যেতে পরে আবার রাজি হলেন না। নিরুপম সেন শিল্প স্থাপনা করতে চাই বললেন ঠিক আছে, কিন্তু বিধানসভায় নম্বার্স গুলো একেকবার একেকটা রিপোর্টিং করলেন, পুলিশ বার বার লাঠি মারলো, ঘরের চালায় আগুন দিল, তাপসী র বীভৎস মৃত্যু হল, টাটা রা হঠাৎ অভিমান করে চলে গেলেন, ট্যাক্স পেয়ারের পয়সায় ব্যবসা হচ্ছে, আবার এত অভিমান কি বুঝি না, মমতা জমি ফেরানোর আইন করলেন, কিন্তু তাতে শুধু সিঙ্গুর এর এই কারখানার জন্য অধিগৃহীত জমি কে ইনক্লুড করলেন, স্পেশাল অ্যাক্ট করে, কিন্তু বাকি অধিগ্রহণ নিয়ে কোন বক্তব্য রাখলেন না। ইত্যাদি। এখন আবার ছোটো নন-কর্পোরেট ব্যবসার ক্ষেত্রে সিলিং টাই উঠে গেল, কিন্তু সেজ এর বিরুদ্ধে বক্তব্য রয়ে গেল, অথচ বার বার নিজেরাই বলছেন, সেজ নাম ব্যবহার ছাড়া সব ই দেবো, সমস্ত ব্যাপার্টাই জাস্ট দায়িত্ত্ব জ্ঞানহীন।
  • a x | 109.126.94.170 | ২৮ জুন ২০১২ ১১:৫৬558195
  • ঈশানের 9:13'র অনুভূতি এই টইএর প্রতি অল্টার্নেট পোস্টেই প্রায়। তবে অ্যাডভেঞ্চার করতে গিয়ে মাওবাদী পোষাটা বালোৎপাটনকে কম্পিটিশনে ফেলে দিয়েছে।
  • a | 75.204.229.11 | ২৮ জুন ২০১২ ১২:০১558196
  • কল্লোলদা, আপনার যুক্তি নিয়ে বহু তর্ক আগে হয়ে গেছে, তাই আর চর্বিত চর্বন করব না। যে আইন গত ৬০ বছরে ধরে টিকে আছে স্বাধীন ভারতে, নানা পরিবর্তন হলেও, যে আইনের বলে ভারতের প্রতি রাজ্যে প্রতি দিন/মাসে জমি অধিগ্রহণ হয়, সিঙ্গুরের সব দোষ কি সেই আইনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়? আন্দোলন কেন, আর আন্দোলনের রেজাল্ট কি হল, সেই উত্তর তো স্যার দিতেই হবে। সে আন্দোলন যত জাস্টিফায়েডই হোক না কেন!!
    অনির্বান বাবু, কথাটা তো সেটা ছিল না। কথাটা ছিল আন্দোলনের ফলে লাভ কি হয়েছে? আগের থেকে চাষীরা ভালো আছেন তো, সিঙ্গুরে নন্দীগ্রামে? কারখানা না করার কস্টটা কি পরিমাণ? এই প্রশ্নগুলো, তখনো উঠেছিল, আজ আবার উঠছে। আজ থেকে ৬-৭ বছর আগে যে আন্দোলন স্বপ্ন দেখিয়েছিল, আজ এসে দেখা যাচ্ছে হাতে রয়েছে পেন্সিল!!!! এর দায় কেউ নেবে না? দিদি ও না, নকশালরাও না? এই তাদের দায়িত্ববোধ?
  • PT | 213.110.243.21 | ২৮ জুন ২০১২ ১২:০৫558197
  • কল্লোলদা
    এই "আবেগ" ব্যাপারটা নিয়ে আমার ব্যাপক সমস্যা আছে। নন্দীগ্রাম ১৯১৭-র বা স্ট্যালিনের সময়ের রাশিয়া আদৌ নয়। পব-র মিডিয়া যথেষ্ট খোলামেলা ছিল কাজেই information অনেক সহজলভ্য ছিল। সিদ্দিকুল্লা ইত্যাদিদের ধন্যবাদ-"শুধু মুসলমানদের জমি নিয়ে নেওয়া হবে" এইজাতীয় প্রচার-ও হয়েছিল। এটা স্বীকার করে নেওয়া ভাল যে মাও-তৃণরা মিলে জমির মালিকদের কাছে নানাবিধ অসত্য, অর্ধসত্য ও অপসত্য মেশানো তথ্য মাথায় ঢুকিয়েছিল। আসলে দুদলের একটি-ই উদ্দেশ্য ছিল - যেভাবেই হোক বাম সরকারের উৎপাটন। তাতে চাষীর ভাল হতেও পারে নাও পারে তাতে মাও বা তৃণ-র কিছু আসে যায় না। মাওরা সৎ হলে ঐখানে মাটি কামড়ে পড়ে থেকে জমির আন্দোলনকে আরও ছড়িয়ে দিত - গোটা ব্যাপারটা অধিকারিদের হাতে তুলে দিয়ে লেজ গুটিয়ে পালাত না।

    নন্দীগ্রামের অনেক ঘটনাই এখনো পরিষ্কার নয়, কিন্তু সিঙ্গুরের অতীত ঘটনাক্রম ঘুরে দেখলে সহজেই বোঝা যায় যে চাষীর কোন উপকার করার উদ্দেশ্য মমতা-কং-মাও-অনুরাধা-মেধা কারো ছিল না - ছিল একটাই উদ্দেশ্য বামেদের অপসারণ। তাতে ন্যানো এলে ভাল না এলেও ভাল। যদি তারা ক্ষতিপূরণ আরও বাড়ানোর জন্য চাপ দিত আর চাষীদের বোঝাত যে ২০-২৫ লাখ টাকা ব্যাঙ্কে রাখা বেশী লাভজনক তাহলে তাদের উদ্দেশ্যের সততা প্রমাণিত হত। অথবা যদি ৭০ শতাংশ চাষী জমি না দিত তাহলেও এই অন্দোলনটার একটা মানে বোঝা যেত।

    যেটা হয়ত কোনদিনও জানা যাবে না সেটা হচ্ছে যে অন্য কোন গাড়ির কোম্পানি এই ন্যানোবিরোধী অন্দোলনকে তোল্লাই দিয়েছিল কিনা। একটি বৃহৎ গাড়ি কোম্পানির পুর্বাঞ্চলের বড়কত্তা মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তৃণ-র নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
  • utsav roy | 212.142.125.178 | ২৮ জুন ২০১২ ১২:৫৪558199
  • Singur e Krishok der jomi ferot dewar siddhanto High Court aboidho bole ghoshona korlo...ayin to ayin er motoi chole, khomota jar ayin tar, ayin-adalot kono din e mehenoti manush er pokkhe gothon kora hoy ni ar ajo hocche na, tai prosno gulo je jayga theke othano uchit seguli holo...

    1) Sudhu ayin er nirikhe singur samasya tike biechona kora kotota jukti songoto, prosno jekhane kormosansthan, jomi o jibika r ? Prosno jekhane arthaniti r ??

    2) Hoogly r DM er kache RTI kore jana geche j okhane krishok der sonkhya chilo pray 20,000. ami sekhane 20,000*3 (poribar sodoshyo) korlam, maane pray 60,000 manusher anno sansthan e samortho chilo singur er krishi jomi, Sekhane Nirupam Sen Deshitoishi patrika e(July,2007 issue) likhechilen mul karkhana ti te 1,500 manusher kaj samvab hobe, (abaro 1,500*3=4,500 matro). Tahole prosno adhigrihito 997 acre jomi te total no. of emplyed person er poriman ta ki barlo ???

    3) Daabi kora hoyechilo je ancilliary plant gulote kormosansthan hobe tate kormo sansthan er sonkhya bere hobe 1,00,000 thke 1,50,000. kintu seti ki vaabe ? Jekhane ei desh e 1992 e LPG er porpor e desh e production system ta e sanghatik vaabe labour intensive theke capital intensive hoye poreche ????

    4) Krishi te ki ancilliary samvab noy??? Ancilliary r definition dhorle Bajar- je manush gulo foshol bajar obdi niye jeto poribohon jaaner madhyome- storage je manush gulo kaj korto- chas baser saranjam jara bikri korto- shar bikreta- jara graam theke sohor, mofosshol e soshyo niye jeto- era ki ancilliary r baire pore ???

    5) Anusari shilpo somet je karkhan aj obdi joto ei rajye gore utheche, sei karkhanar mot jomi r porimaan to maximum 300-450 acre (udaharon Dunlop Motors), sekahne dariye 997 acre er moto ekta huge amount of land ki korte ??? Prosongoto prosno ta aro mathachara dey jokhon dekhi Bengal Chemicals er lease newa jomir opor dariye Mani Square Mall....

    6) Ei desh er krishok somet mehenoti manush der ki Right To Occupation er moto adhikaar gulo ki sudhu theory hoyei theke jabe, tar application ta koto tuku?? Ekti krishok tar krishi jibika chere diye sromik hobe, na driver hobe, na Tata r karkhana r guard hobe seta to tar nijer bektigoto siddhanto, rashtro setir nirbachon korar k ???

    7) Je desh e 77% manush ekhono 20 takar opor byay korte okkhom, sei desh e manusher prathomik chahida gulo k gurutto na diye 1 lakahi gari toirir jonyo desh mulyobaan sampad tir jotheccho byaboharer adhikar ki kore dey sarkar ??? Sei desh e kono din o ei dhoroner bigyapon jayga pete pare- "Amar sopno Maruti Suzuki" ??? Ei 1 lakhi gari rajyer kotojon manusher upojogita metate sokkhom??

    8) Krishi jodi sob theke alavjanak jibika hoye giye thake, tobe ei rajya ekhono keno dhaan ba gom utpadone 1 theke 5 er modhye thake all over India te ??? Krishi ki vabe alavjanak holo tar karon guloi ba ki ??? Sara prithibi jurey jekhane khadyo sankat voyonkor akar nicche, sekhane ei dhoroner siddhanta agami diner jonyo ki barta dicche ??? Prakash Karat ba Mamata Bannerjee jekhane ei rajye krishok mritu r kotha tader sashonkale shikar e koren na, tokhon National Crime Beauro r tothtyo onyo kotha bolche keno ???

    9) Shilpo chai-Shilpo amader vobishyot ei dhoroner ukti gulo r sapekkhe bola jay je rajye bondho 55,000 sarkari besorkai karkhana keno bondho hoye gelo ?? keno oi sob karkhana r utpadito product gulo r marketing er dayitto sarkar ney ni ?? malikpokkho tar munafa tule niye karkhana bondho kore onyotro chompot diyeche, sarkar keno sekhane negotiation er babostha kore ni ??? Sarkarer kach theke karkhana korar naame jokhon 1taka acre pichu lease niye karkhana toiri kore sekshane kichu bocor matro production chaliye karkhana bondho kore diye sei jomi te shopping mall jokhon toiri koreche, sarkar nirbak keno theke chilo?? (udaharon sorup Usha machine karkhanar opor South City)

    10) Bigoto 10 bochore 50 tir besi bondho karkhana khulleo sekhane sram ayin kotota karjokor hoyeche ??? Gopal Hossiery r moto karkhana kono malik er totporotay noy, cholche okhankar sramik der kadhe vor korei, sekhane malik er sarthe karkhanar jontro paati baire ber koranor jonyo police diye ba party cadre ba gunda diye sramik der akromon kora hocche kader sarthe ???

    11) Sei bondho 55,000 karkhana jodi aj sarkari sahayotay chalu thakto , rajye ki etota kormohinota-bekarotto- gayer jore jomi adhigrohon er dorkar ki khub porto ???

    12) Shilpayan bolte sarkar ar media thik ki bojhate chaiche ?? Shilapayan er uddyeshyo jodi hoy karmasansthan briddhi, tahole oporer RTI kora tothyo gulo to onyo kotha bolche, eki jomite krishi r bodole karkhana hole karmasansthan kome jacche, eti ke ki adeo shilpayan bole jay ??? Naki sudhu Tata r munafa briddhi r kahatire nichok e ekti karkhana banano ???

    Ebar dhore dhore prosno gulor uttor khujte thakun, arthanitir mul kaj holo desh er 3ti prosner samadhan batlano, bola valo arthaniti o arthanaitik kathamo 2ti kotha samarthok mone holeo difference ache, arthaniti rmul kaj holo Production sampartke tinti prosner samadhan kora-

    a) What to produce ???

    b) For whom to produce ???

    c) How to be produce ???

    Ei prosner uttor gulo dhore dhore solve korun, dekhben aro kichu prosno berobe...kiser karkhana?? keno karkhana ??? kader jonyo karkhana ??? karkahaner utpadito bostu r upovog ki samajer protyekti sreni r manush er pokkhe samvab ??? jodi ta na hoy, tahole ei bostur upovokta kara ??? ebong aro onek prosno.....
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১২:৫৪558198
  • h দা,
    টাটা রা অভিমান করে যাননি, টাটা এমপ্লয়ী দের নিরাপত্তা নেই বুঝে যেতে বাধ্য হয়েছেন। সিঙ্গুরে টাটা এমপ্লয়ী দের উপর হামলাও হয়েছিলো ছোটোখাটো।কিন্তু, তারা তো 'গরিব-দুঃখী চাষি' নন - তাই তাদের দিকটা দেখা হয়নি।
    আর আমিও টাটার এমপ্লয়ী ছিলাম। এমপ্লয়ী দের দিকটা টাটা দেখে না (অন্তত যতদিন রতন টাটা এম ডি ছিলেন) বললে সত্যের অপলাপ হবে।
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১৩:০৩558200
  • আমিও জনগনের উপর গুলি চালনা সমর্থন করি না, কোনো সুস্থ মস্তিস্কের লোক ই করবেন না।কিন্তু ধরুন যারা পুলিস, ডিউটি করছেন - তাদের উপর যখ্ন 'নিরীহ-নিরস্ত্র চাষীরা' বোমা-বন্দুক নিয়ে 'প্রতিরোধ' করলেন, তখন ও কি গুলি চালালে সেটা 'জনগনের উপর গুলি চালনা ' হয় ?
  • harmad | 132.248.183.1 | ২৮ জুন ২০১২ ১৩:১২558201
  • উত্সব বাবু, আপনার দেওয়া তথ্যে একটি মারাত্নক অসঙ্গতি দেখচি -
    আপনার মতে ১০০০ একর জমি থেকে ৬০,০০০ লোকের অন্ন-স;স্থান হত। যদি প্রতি মাসে ১ একর জমি থেকে ৫০০০ টাকাও ইনকাম ধরি (সেটাও যথেস্ট বেশি) - তাহলে ৫,০০০,০০০ টাকা ৬০,০০০ জনের জন্য।মানে জন প্রতি ৮৩ টাকা/মাস।দিনে ৩ টাকা।

    DM কে কাইন্ডলি বলবেন এটা ব্যখ্যা করতে।
  • a | 75.204.229.11 | ২৮ জুন ২০১২ ১৩:২০558202
  • আর আমার প্রশ্নের উত্তরটাও কাইন্ডলি দেবেন, কি লাভ হল আন্দোলন করে?
  • PT | 213.110.243.21 | ২৮ জুন ২০১২ ১৩:২১558204
  • উৎসববাবুকে অনুরোধ করব অরুণাভ ঘোষ আর দীপঙ্কর দাশগুপ্তর দেওয়া তথ্যগুলোর সঙ্গে নিজের তথ্য তুলনা করে নিতে। এই দুই অ-বাম expert-এর দেওয়া তথ্য সিঙ্গুর সম্পর্কে অন্য কথা বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন