এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.43.65.245 | ০৫ জুলাই ২০১২ ২২:২৯558016
  • গোটা আলোচনায় আমি বা রঞ্জনদা বা কল্লোলদা পুলিশ মাত্রেই "বাজে" এই কথা কোথাও বলেছেন বলেই মনে হয়না। "বাজে" বা "ভালো"র প্রশ্নই ওঠেনি। ওটা আকাশ বাতাস থেকে পেড়ে আনা হয়েছে।

    পুলিশ ব্যক্তি জীবনে ঘর-সংসার করে, বৌ-বাচ্চাকে আদর যত্ন করে বা ঠ্যাঙায়, সবই করে। কথা হচ্ছিল, উর্দি পরিহিত বন্দুকধারী যে পুলিশ, সে "সাধারণ মানুষ" কিনা তাই নিয়ে। নাঃ "উর্দিপরিহিত পুলিশ" দুটো হাত বা পা থাকলেও "সাধারণ মানুষ" নয়, যে কারণে দেশের প্রধানমন্ত্রী অন্য সবার মতো হিন্দি কিংবা ইংরিজিতে কথা বললেও "সাধারণ মানুষ" নন, সেই কারণেই।
  • a | 75.204.229.11 | ০৫ জুলাই ২০১২ ২২:৪৬558017
  • হাওয়ায় মনগড়া শতাংশ ভাসালে হাওয়ার সাথে যুদ্ধ করা ছাড়া উপায় কি থাকে!!
  • সিকি | 132.177.186.162 | ০৫ জুলাই ২০১২ ২২:৫১558018
  • ব্যক্তিগত ভাবে আমি এই ধারণা পোষণ করি, পুলিশ হল সরকারি অ্যান্টিসোশ্যাল। বা সরকারি মদতপুষ্ট অ্যান্টিসোশ্যাল।

    আমার মতটা হাওয়ায় তৈরি হয় নি।
  • Ishan | 214.54.36.245 | ০৫ জুলাই ২০১২ ২২:৫৮558019
  • না।দুটো আলাদা জিনিস।

    আমি শতাংশ আমার অভিজ্ঞতা থেকে বলেছি। কেউ চাইলে বলতেই পারেন, তুমি বাপু ঠিক বলছনা। ব্যাপারটা এমন না, ভারতীয় পুলিশকে সর্বত্র হাতের কাছে পাওয়া যায়। বলা মাত্রই তারা অভিযোগ লিপিবদ্ধ করে। কাউক্কে ঘোরায়না। ফাঁসানো তো দূরস্থান।

    কিন্তু আমার কথার উত্তরে কেউ যদি মার্ক্স কি ফিদেল কাস্ত্রো কি হিটলারের বক্তব্যের বিরোধিতা শুরু করেন, কিংবা ধরুন, আমাকে "আইনস্টাইনপন্থী ভাববিলাসী" বলে গাল দেন, তাহলে সেটা হাওয়ায় কথা বলা। কারণ আমার বক্তব্যের সঙ্গে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের যা সম্পর্ক, চেরাপুঞ্জিতে এবারের বার্ষিক বৃষ্টিপাতেরও ততটাই।
  • a | 75.204.229.11 | ০৫ জুলাই ২০১২ ২৩:০৭558020
  • ও আর আমিও সাধারণ মানুষ নই, পুলিশও নয়। তাইলে ঠিক আছে ঃ)
  • ranjan roy | 24.96.147.140 | ০৫ জুলাই ২০১২ ২৩:১৫558021
  • অয়ন,
    ভাই তুমি যে সাধারণ মানুষ নও এবং পুলিশ নও, তা নিয়ে কারোর কোন সন্দেহ আছে কি?
  • aka | 178.26.215.13 | ০৫ জুলাই ২০১২ ২৩:১৮558022
  • আপনি যদি বলেন ভারতে তথা পঃবঃয়ে পুলিশ হারামজাদা, করাপ্ট, ইনএফিশিয়েন্ট মেনে নিতেই পারি। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও তাই বলে। প্রতিনিয়ত কাগজে, টিভিতে যা দেখি তার সাথেও মেলে। তাহলে আমি এর সাথে যোগ করব ভারতে কোন সিস্টেম এমন নয়? যদি সব সিস্টেমেই একই রকম ঘুণ তাহলে তার রুট কজ অ্যানালিসস একরকম। তার বিরুদ্ধাচারণ একরকম।

    কিন্তু যদি বলেন পুলুশ রাষ্ট্র ক্ষমতার অংশ অ্যাণ্ড বাই ডেফিনিশন পুলিশ দমন মূলক। এদের কাজই হল রাষ্ট্রব্যবস্থার সাথে ষড়যন্ত্র করে ক্ষমতার হেজেমনি আগলানোর জন্য বাকিদের দমন করা, তাহলে আপনি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। সেক্ষেত্রে বাই ডেফিনিশন আপনি পুলুশের এক্সিটেন্সকেই প্রশ্ন করছেন। প্রথম ক্ষেত্রে সেটা নয়।

    কল্লোলদার পুরো পোস্ট জুড়েই এই দ্বিতীয় অবস্থান, সেই থেকেই মহান মহান ব্যক্তিবর্গের নাম।
  • bb | 127.195.171.18 | ০৫ জুলাই ২০১২ ২৩:৩২558023
  • আকাকে ক দিলাম
  • PM | 233.223.143.190 | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৫558024
  • পরিসংখ্যান তো জোগার করাই যায়-

    ১। দু-বছর আগে জঙ্গল মহলে দিনে ৩-৪ টে লাশ পড়ত। আজকাল আর পড়ে না। হয় উন্নয়নের বন্যা বয়ে গেছে গত বছরে অথবা মিলিটারি বেয়নেট-এর সামনে বীরপুংগবেরা লেজ গুটিয়ে গত্তে ঢুকেছেন। ( এখানে অবশ্য মিলিটারী, পুলিশ নয়)

    ২। আরেকটা পরিসংখ্যান যদি কেউ যোগার করতে পারেন খুব ভালো হয়... ২০০৪-২০০৭ এর মাঝে যেকোনো এক বছরের খুন, রাজ্নৈতিক খুন, ধর্ষন, শ্লীলতাহানির ডেটা আর গত বছরের(২০১১-১২) এক-ই বিষয়ের ডেটা। জংগলমহল কে বাদ দিয়ে পরিসংখ্যান পেলে ভালো হয়। এটা অনেক বিষয়কে ক্লিয়ার করবে। পুলিশের নিস্ক্রিয়তা তুলনামুলকভাবে বাড়লে বা কমলে ঐ পেরামিটারগুলোর ওপোর কি প্রভাব পড়ে তাও কিছুটা বোঝা জেতে পারে।( কয়েকদিন আগে কাগজে দেখলাম মহিলাদের ওপোর অত্যচারে পঃ বঃ দেশে এখন প্রথম।)

    ৩।কোনো কলেজ এ ছাত্ররা মারামারি/শিক্ষক হেনস্থা করার পরে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছিলেন "ছোটো ছেলে করে ফেলেছে"। পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। আজকাল রোজ রাজ্যের বিভিন্ন কলেজ থেকে শিক্ষক/অধ্যক্ষ দের হেনস্থা করার খবর জলভাত।

    এই সব আর কি।

    পুলিশ হঠানোর কথা না বলে পুলিশকে আরো গনমুখী করার কথা বলা হোক।
  • Spark | 161.141.84.239 | ০৬ জুলাই ২০১২ ০০:১১558026
  • নানা দেশের পুলিশরা কেমন? এই যেমন চীনে,রাশিয়ায়, জাপানে, বিলাতে, নিউজীল্যান্ডে, আম্রিগায়, সুইডেনে, সৌদি আরবে, কঙ্গোতে,কানাডায়? (কেউ কোনো তত্ব খুঁজবেন না পিলিজ, দেশগুলোর নাম র‌্যান্ডম সিলেকশনে আনা হয়েছে ঃ-) )
  • Ishan | 202.43.65.245 | ০৬ জুলাই ২০১২ ০০:৩৯558027
  • দাঁড়ান দাঁড়ান। পুলিশ যে রাষ্ট্রক্ষমতার অংশ এ নিয়ে কারো মনে কোনো সন্দেহ আছে নাকি? রাষ্ট্রক্ষমতা বলপ্রয়োগের জন্য পুলিশ-মিলিটারি বানিয়েছে, এতেও কারো আপত্তি আছে নাকি? এর মধ্যে কিসের দৃষ্টিভঙ্গ, কোন তত্ত্ব, কোন মার্ক্স আছে?

    পুলিশ বেসিকালি লাল-নীল দাদা-দিদিদের স্বার্থরক্ষা করে, এর জন্য বাইরে তত্ত্বে খুঁজতে হয় নাকি? এই গুরুতেই কদিন ধরে একজন লিখছেন তিনি পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছেন, কারণ ক্ষমতাবানদের সঙ্গে পুলিশের সাঁট আছে। তিনি কি কোনো তত্ত্ব করছেন নাকি? ক্ষমতার জন্য পুলিশ ব্যবহৃত হয়, এ আমরা কি জানিনা?

    এই গোটা সুতোয়, আমি যদ্দুর দেখেছি, কল্লোলদা কোত্থাও মার্ক্সের নাম ব্যবহার করে বলেননি এসো ভাই, আমরা পুলিশ তুলে দিই। বরং উল্টোটাই লিখেছেন। আমি তো কোনো নেম ড্রপিং ই করিনি। যাঁরা পুলিশের মহত্বে মুগ্ধ, তাঁরাই নেম ড্রপিং গুলো করছেন। এবং ড্রপিং মানে যে সে ড্রপিং নয়, একেবারে সিধে ইনস্যাট থেকে। এই যে পিএম লিখলেন পুলিশকে হটানোর কথা না বলে জনমুখী করতে বলা হোক। মশাই হটানোর কথা কে বলেছে, একটু দেখান তো?

    আসলে অন্য কিছু নয়। জনতাকে মার্ক্সের ভূত তাড়া করেছে।
  • PM | 233.223.143.190 | ০৬ জুলাই ২০১২ ০১:০১558028
  • পুলিশে ধরলে সব দেশেই কপালে দুঃখ আছে। ব্রিটিশ (এবং ভারতীয়) আইনে তবু অপারধী প্রমান না হওয়া পর্য্যন্ত নিরপরাধ আর দোষ প্রমান করার দায় অভিযোগকারীর। ফরাসী দেষে দেখেছিলাম নিজেকে নিরপরাধ প্রমান করার দায় অভিযুক্তর। কি চাপ ভাবুন!

    ব্রিটিশ পুলিশ আমার দেখামোতো বেশ ভদ্র সভ্য। অবশ্য তুলনাটা কলকাতা পুলিশের সাথে করা।

    দুবাই-এ পুলিশ চুড়ান্ত দুর্নিতি গ্রস্থ। গলিতে গলিতে মেসেজ পার্লার আর বকলমে দেহব্যবসা। ফিলিপিনো, ভারতীয়, বাংলাদেশী, প্রাক সোভিয়েত উনিয়ন এর মেয়ে তে দুবাই এর রাস্তা আর বারগুলো ছয়লাপ। পুলিশ আর কর্তব্যক্তিরা এই ফ্লেস ট্রেড-এ জড়িত। অথচ সেখানে সড়ক দুর্ঘটনা, বা মারামারির খবর খবরের কাগজে কভার করা মানা।

    থাইল্যন্ড আদতে একটা মিলিটারী রাষ্ট্র। টুরিস্ট হিসেবে গেলে বোঝা যায় না। ওখানে থাকলে বোঝা যায় যে পুলিশ ওদেশে সর্বশক্তিধর। যাকে তাকে ধরে জেল এ পুরতে পারে , গুম খুন-ও করতে পারে। কিচ্ছু বলার নেই
  • aka | 178.26.215.13 | ০৬ জুলাই ২০১২ ০১:০৯558029
  • আজ্ঞে, গোলাপকে যে নামেই ডাকুন না কেন গোলাপ গোলাপই। কাঁটা তার থাকবেই। সুবিধার্থে গোলাপ বলে ডাকি, নয়ত প্রতিবার ডেফিনিশন ধরে লিখতে হয়। অথবা নাম না নিলেও সুবাসেই বোঝা যায় গোলাপ গোলাপই।

    Name: কল্লোল

    IP Address : 129.226.79.139 (*) Date:29 Jun 2012 -- 04:34 PM

    পুলিশ নেই এরকম একটা ব্যাব্স্থায় গুন্ডা বা মাওবাদীও থাকবে না ঃ-))

    --------------------------------------------------------------------------------

    Name: কল্লোল

    IP Address : 129.226.79.139 (*) Date:29 Jun 2012 -- 05:50 PM

    আকা। রাষ্ট্র উবে যাওয়াটা শুধু একটা কাঠামোর পরিবর্তন নয়। কাঠামোর পরিবর্তনটা আসে আরও আরও আরও অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে। আজ আমি-তুমি ভাবতে পারি কি, আমাদের বাড়ির কাজের দিদি/মাসী বা রান্নার ঠাকুরকে পোষা কুকুরের মতো গলায় শিকল দিয়ে রাখার। বেশী তেড়িবেরি করলে ক্যাঁক করে লাথি চালানোর (আজকাল অবশ্য কুকুরকেও লাথি মারেনা কেউ, পলিটিকালি ভয়ানক ইনকারেক্ট হয়ে যাবে বলে)। অথচ রোমের বা গ্রীসের অভিজাতেরা ভাবতেই পারতেন না ক্রীতদাসেরা না থাকলে কাজ হবে কোংকোয়ে?
    তেমনিই রাষ্ট্র না থাকা নিয়ে চাপ নিও না। ও হয়ে যাবে - ঝামেলা নেই।

    --------------------------------------------------------------------------------
  • PM | 233.223.143.190 | ০৬ জুলাই ২০১২ ০১:১৪558030
  • ভারতে আইনশৃঙ্খলা মোটের উপর নব্বই শতাংশ কেসে পাবলিক নিজেই রক্ষা করে। পুলিশের ভুমিকা নেই --- এই কথাটা বলা হয়েছিলো 9.27 PM-এ। এই বক্তব্যের প্রেক্ষিতে অনুমান কর হয়েছে যে বক্তা আদতে বলতে চেয়েছেন " তাহলে আর পুলিশ পুষে কি লাভ?" সত্যি-ই তো ১০ শতংশের জন্য ট্যক্স পেয়ার্দের পয়সায় এতো বড় সিস্টেম বজায় রেখে কি লাভ। জনগন বা মাওবাদীদের ওপোর দয়িত্ব ছেড়ে দিলেই হয়। ফালতু খরচ কমবে
  • সিদ্ধার্থ | 141.104.32.147 | ০৬ জুলাই ২০১২ ০১:১৭558031
  • আম্রিগান পুলিশরা খুব ভাল হয়। আমি মাতাল হয়ে রাস্তায় দুবার হিসি করেছিলাম, জাস্ট কড়কে ছেড়ে দিয়েছিল। আর কিচ্ছু বলেনি।
  • PM | 233.223.143.190 | ০৬ জুলাই ২০১২ ০১:২৫558032
  • সিংগাপুর-এ এক সায়েব কে ১০০ ডলার জরিমানা দিতে হয়েছিলো শুধু চিউয়িংঅগাম চিবোনোর জন্য ( ফেলার জন্য নয়, চিবোনোর জন্য)। চোখের সামনে দেখা। সে বেচরা জানতো না যে ওটা চিউয়িংঅগাম ফ্রী দেশ।
  • aka | 178.26.215.13 | ০৬ জুলাই ২০১২ ০১:৩৪558033
  • আম্রিগান পুলুশের করাপশন নিয়ে ভালো সিনেমা আছে সারপিকো - অ্যাল পাচিনো।
  • কল্লোল | 125.184.98.77 | ০৬ জুলাই ২০১২ ০৭:০৩558034
  • তক্কোটা এরকম হয়ে গেছে - আমি বললাম পালংশাক ফল নয়। তার জবাব এলো, পালংশাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো।
    আমি বলেছি পুলিশ সাধারন মানুষের বর্গে পড়ে না। পুলিশ তুলে দাও এমন আমি কোথায় বললাম। বা ব্যাক্তিগতভাবে প্রচুর ভালো পুলিশ আছে, তাতেও আমার কোন আপত্তি নাই। সব পুলিশ ভিলেন আমি তাও বলিনি।
    অমি বলেছি পুলিশ আর সেনাবাহিনীর হাতে মানুষ মারার আইনী ক্ষমতা আছে। তাই পুলিশ সাধারন মানুষ নয়।
    অমেরিকায় মানুষ বন্দুক রাখতেই পারে। কিন্তু খুন করলে, সে এমনকি আত্মরক্ষার জন্য খুন করলেও, তার বিরুদ্ধে খুনের মামলা হবে। আত্মরক্ষার জন্য খুন করেছে প্রমান করতে পারলে খালাস পাবে। কিন্তু খুনের মামলা হবে।
  • aka | 85.76.118.96 | ০৬ জুলাই ২০১২ ০৭:০৭558035
  • ঐ যে বললেন যখন পুলিশ থাকবে না তখন মাওবাদীও থাকবে না।
  • aka | 85.76.118.96 | ০৬ জুলাই ২০১২ ০৭:১১558038
  • পুলিশ সাধারণ মানুষ কিনা ইত্যাদি ঘোরপ্যাঁচের বেশিটাই ডেফিনিশনের ওপর বা পার্স্পেক্টিভের ওপর। কিই বা যায় আসে। ভারতে তথা বেশিরভাগ পুলিশ বাজে? এর উত্তর এখানে সবাই হ্যাঁ বলবে। পুলিশের কাজকম্মের আরও বেশি অ্যাকাউন্টিং দরকার একথাও সবাই বলবে। তক্কোটা কিসের? পুলিশ সাধারণ মানুষ কিনা? হাউ ডাজ ইট ম্যাটার?
  • কল্লোল | 125.184.98.77 | ০৬ জুলাই ২০১২ ০৭:১১558037
  • পিটি। বিষয়টা সিঙ্গুরের চাষী মিছিলে গেলো কি না নয়। বিষয়টা বামেরা ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নামছে কি না। বৃহত্তর বাম সাংষ্কৃতিক ফ্রন্ট খোলা হয়েছে, কিন্তু রাজনৈতিক ফ্রন্ট দূর অস্ত।
    সিপিএমের রাস্তায় নামার কোন লক্ষণ নেই, দ্রব্যমূল্য বাড়া নিয়েও নয়।
    http://www.anandabazar.com/6raj2.html এটাই এখন সিপিএমের মনোভাব। এটাই থাকবে পরের ভোট পর্যন্ত।
  • aranya | 154.160.226.53 | ০৬ জুলাই ২০১২ ০৭:১৫558039
  • 'রাষ্ট্রক্ষমতা বলপ্রয়োগের জন্য পুলিশ-মিলিটারি বানিয়েছে, এতেও কারো আপত্তি আছে নাকি?' - কথাটা অনেকাংশেই ঠিক কিন্তু তাও একটা কিন্তু থাকে। নাগরিক-দের সুরক্ষা, চোর, ডাকাত, গুন্ডা ইঃ-র হাত থেকে রক্ষা করাও তো পুলিশের কাজ - সেটা তো আর রাষ্ট্রক্ষমতা-র বলপ্রয়োগ নয়। অবশ্য চোর, ডাকাত, গুন্ডা-দের ওপর কিছুটা বলপ্রয়োগের ব্যাপার আছে বটে ঃ-)
    মানে কল্লোল-দা, ঈশেন বা আমায় যদি গুন্ডা অ্যাটাক করে বা বাড়ীতে ডাকাতি হয়, তো পুলিশ ছাড়া কার কাছে যাব ?
    বলতে পারেন 'পুলিশে ছুলে ১৮ ঘা', চেনাজানা না থাকলে পুলিশ কোন কাজ করে না ইঃ - এগুলো রাষ্ট্রের, সিস্টেমের ব্যর্থতা। কিন্ত্তু সব দেশেই, সে ভারত হোক আর আম্রিগাই হোক, পুলিশ বাহিনী তৈরীর একটা কারণ যে ক্রিমিনালদের হাত থেকে মানুষকে রক্ষা করা, প্রোটেকশন দেওয়া - এ নিয়ে কি কোন সন্দেহ আছে?
  • কল্লোল | 125.184.98.77 | ০৬ জুলাই ২০১২ ০৭:২৩558040
  • যদি এমন কোন সমাজব্যবস্থা আসে যেখানে পুলিশ নেই, তার মানে পুলিশের দরকারই নেই, সেখানে মাওবাদী থাকার প্রশ্নই ওঠে না। কোন কিছুর দরকার আছে, অথচ জোর করে সেটা তুলে দেওয়া হলো, তবে সেটা ফিরেই আসবে অন্য কোন রূপে। আর এমন কোন পরিস্থিতির সৃষ্টি হলো, যেখানে সেটা দরকার নেই, তার মানে তার থাকার কারনগুলোও চলে গেছে।
    আপনি অসুস্থ হলে ওষুধ খান, অসুস্থতা সেরে গেলে তো ওষুধ খেতে লাগে না। সেরকম কিছু হবে কিনা, সেটা অন্য তর্ক। সমাজ চিরকালই অসুস্থ থেকে যাবে, না সুস্থ সমাজ কখনো গড়ে উঠবে, আমি সে তর্কে যাচ্ছি না। কিন্তু যদি হয় তো ওষুধের (পুলিশের) দরকার নেই। ওষুধ খুব প্রয়োজনীয়। না থাকলে অসুখ সারবে না - এতে আমার কোন আপত্তি নাই। আমি বলেছি ওষুধ খাদ্য নয়।

    কিন্তু তর্কটা ছিলো পুলিশ সাধারণ মানুষ কি না। আর আপনারা বলছেন পুলিশ কতো ভালো, পুলিশ না থাকলে আইন শৃংখলার কি হবে? পুলিশ মানেই কি খারাপ নাকি?
    সে তো প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রীরাই খুব জরুরী, নইলে দেশ চালায় কে? তাবলে প্রধানমন্ত্রীও কি সাধারন মানুষ?

    সাধারণ মানুষ বলে যে ক্যাটাগরী, তাতে পুলিশ, সেনাবাহিনী, মন্ত্রী, আমলা, বিচারপতি এরা পড়েন না। আমার এটুকুই বলার ছিলো।
  • aranya | 154.160.226.53 | ০৬ জুলাই ২০১২ ০৭:২৬558041
  • পুলিশ, মিলিটারী, আর্মি - এদের সবার আইনতঃ মানুষ মারার লাইসেন্স আছে, অন্য প্রফেশনের লোকেদের নেই, এটা আমি মানছি। সে হিসাবে এরা অবশ্যই সাধারণ মানুষ নয়। কোন তক্কো নেই, এ ব্যাপারে অন্তত আমার দিক থেকে।
    ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই সব সশস্ত্র বাহিনী ছাড়া কোন দেশ চালান সম্ভব কিনা। পৃথিবীতে তেমন কোন দেশ কি বর্তমানে আছে ? মনে হয় না। ক্রাইম থাকলে পুলিশও থাকবে।
    কোন কোন আদিবাসী সমাজে পুলিশের দরকার হত না বা এখনও হয়ত হয় না - ক্রাইম নেই, এরকম ছোট ছোট পকেট খুঁজলে ভারতেও পাওয়া যাবে। কিন্তু সারা দেশে বা কোন একটা স্টেটকেও ক্রাইম হীন করা কি সম্ভব ? তার জন্য তো মানুষকে লোভ না করার ট্রেনিং দিতে হবে।
  • aka | 85.76.118.96 | ০৬ জুলাই ২০১২ ০৭:২৮558042
  • ও রাষ্ট্র না তুলে দিলে, পুলুশ না তুলে দিলে আর তক্কের কি? পুলুশ তো বাজে, আরও এফিশিয়েন্ট হওয়া দরকার, অ্যাকাউন্টেবিলিটি দরকার। হ্যাঁ পুলুশ যখন উর্দি পড়ে থাকে একটু বেশি ক্ষমতা ভোগ করে। উর্দি ছাড়লেই সাধারণ লোক।
  • aka | 85.76.118.96 | ০৬ জুলাই ২০১২ ০৭:৪৩558043
  • আর এই রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র ইত্যাদি টার্মগুলোই মার্ক্সিজম গন্ধে ভরপুর।

    যদি আপনি বর্তমান ব্যবস্থা কে না বদলাতে চান তাহলে এই রাষ্ট্রব্যবস্থা মানে গণতন্ত্র ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা হত ডেমোক্রেসি/গভর্নমেন্ট অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল ইত্যাদি। সেক্ষেত্রে আপনি জানেন মাল গলতা কিন্তু উল্টে পাল্টে ফেলার স্বপ্ন দেখেন না। ভাবেন না স্টেট উইল উইদার্ট অ্যাওয়ে।
  • pi | 147.187.241.5 | ০৬ জুলাই ২০১২ ০৭:৪৯558044
  • অরণ্যদা, সেজন্যই তো সাধারণ মানুষের হাতে মানবাধিকারের অস্ত্র তুলে দেওয়া জরুরি। যে অস্ত্র ভোঁতা নয়। আর ফাঁক ফোঁকর দিয়ে কাটার সুযোগ কম।

    কল্লোলদা, মাসুম তো এগুলো নিয়ে অনেক কাজ করে। কিছু উদাঃ দিয়ে বলো না।

    এই খবরটা পড়ছিলাম।
    http://newindianexpress.com/cities/kochi/article550832.ece

    ..The magistrate had asked the police to register a case against the officials who were present at the time of firing under section 302 (murder) 307 (attempt to murder) and 120 b (criminal conspiracy)... এসব সত্ত্বেও ছাড় পেয়ে যাওয়ার একটা উদা ঃ।

    কিন্তু পুলিশ গুলি করলে এই ধারাগুলোতে তাহলে মামলা রুজু করা যায় ? যে কেউ করতে পারে ?
  • aranya | 154.160.226.53 | ০৬ জুলাই ২০১২ ০৮:০১558045
  • পাই, অ্যাবসলিউটলি। মানবাধিকারের অস্ত্র খুব ই জরুরী। তার সাথে সিস্টেম-কে উন্নত করার, পুলিশকে আরও অ্যাকাউন্টেবল করার চেষ্টাও চালিয়ে যেতেই হবে, রাষ্ট্র/সরকারের দিক থেকে। এই সিস্টেম-কে উন্নত করার চেষ্টাটা হয় না, বা টোটাল ফেলিওর এখনো অব্দি। কিন্তু রাষ্ট্রকে উৎখাত করা যেহেতু সম্ভব নয় বা সম্ভব হলেও নতুন সিস্টেমেও পুলিশ দরকার, ক্রাইম যেহেতু থাকবেই - তাই সিস্টেম বেটার করার চেষ্টা চালিয়ে যেতেই হবে।
    ব্যক্তিগত ভাবে আমি কোন নির্লোভ আদিবাসী সমাজে থাকতে পারলে খুশী হতাম, কিন্তু সেটা তো ইউটোপিয়া ঃ-(
  • aranya | 154.160.226.53 | ০৬ জুলাই ২০১২ ০৮:০৭558046
  • এই সুযোগে আমি মাসুমের মত মানবাধিকার সংস্থা এবং কল্লোলদার মত লোকেদের আরেকবার সেলাম জানালাম - এরা নিরলস প্রয়াস চালাচ্ছেন মানুষকে আরেকটু সুন্দর জীবন উপহার দেবার, পৃথিবীকে আরেকটু বাসযোগ্য করার।
    নিজে সক্রিয় ভাবে যুক্ত না থাকলেও, আমার ভালবাসা, সমর্থন সর্বদাই থাকবে এই মানুষগুলোর জন্য।
  • aka | 85.76.118.96 | ০৬ জুলাই ২০১২ ০৮:২৩558048
  • আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড ভোগবিলাস চাই, এসি চাই, ক্যান্সার নিরাময়ের ওষুধ চাই, আরো ডেভলপমেন্ট চাই, গুহা মানব হয়ে ২০ বছর বাচা তাও গুহায়, পর্বতে বড় কষ্টের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন