এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ২০ জুলাই ২০১২ ১৭:১৭558149
  • কল্লোলদা রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেললে চলবে না। পোনোব বা ল্যাম্পপোস্ট যেই যাক না কেন উচ্চতম চেয়ারে, ভারতের জনগণের জীবনে তার ছায়া বা আলোমাত্র পড়বে না।

    তোমার কোশ্নটা আরেকধাপ এগিয়ে করলে উত্তর দিতে সুবিধে হত। বামেরা যদি আমেরিকা প্রসঙ্গে সরকারকে না খোঁচাত তাহলে মমতা হেলিকপ্টার পেত কিনা সন্দেহ আছে। ইস্যুটা আমেরিকা বিরোধীতা প্রসঙ্গ হওয়ায় - সব রকমের লম্ফ-ঝম্প সত্বেও মমতা মনমোহনের কাছে বেশী গ্রহণীয়।

    আর পোনোবকে রাষ্ট্রপতি পদের জন্য ভোট দেওয়ার মানে যদি মনমোহনের অর্থনীতিকেও সমর্থন করা বোঝায় তোমার কাছে, তাহলে এই আলোচনাটা বোধহয় অর্থহীন।
  • কল্লোল | 125.242.201.78 | ২০ জুলাই ২০১২ ১৭:৩৮558150
  • আমার পোশ্চেন ছিলো হেলিকপ্টার না দিলে কি সিপিএম এবার হারতো না?
  • প্পন | 214.138.240.254 | ২০ জুলাই ২০১২ ১৭:৪১558151
  • ধুর, কল্লোলদা এইটাও জানে না! পঃবঙ্গের মানুষজন একদমই রাজনৈতিক সচেতন নয়। জীবনে প্রথমবার হেলিকপ্টার চোখের সামনে দেখে আনন্দের চোটে সিপিয়েমের বিরুদ্ধে ভোট দিয়েছে।
  • pi | 82.83.76.216 | ২০ জুলাই ২০১২ ১৮:২৫558152
  • ঃ))
  • PT | 213.110.246.230 | ২০ জুলাই ২০১২ ১৮:৪১558153
  • কল্লোলদা, কোশ্নগুলো রাজনীতি বিবর্জিত আর জামাইঠকানো গোছের ঠেকছে। হেলিকপ্টার না থাকলেও বামেরা হয়ত হারত - কিন্তু মনু-পনু-চিদু সেই রিস্কটাও নিতে চায়নি। কেননা আমেরিকার বিরোধীদের লোকসভা আর রাজ্যসভাতে সংখ্যা কমানোটা তাদের ক্ষেত্রে জরুরী ছিল।
  • কল্লোল | 111.63.211.191 | ২০ জুলাই ২০১২ ২০:৪২558154
  • পিটি।
    আমার কোশ্নগুলো তোমার মন্তব্যের উপরেই করা। তুমিই হেলিকপ্টারের কথা লিখেছো, কংএর সিপিএম হঠানো অ্যাজেন্ডায়।
    ঠিক আছে। তবে সেটাও রাজনীতি বিবর্জিত, জামাই ঠকানো মন্তব্য।
    ওক্কে।
    আর, "আমেরিকা বিরোধী"রা পঃবঃএর বিধানসভা নির্বাচনের আগেই লোকসভায় কমে গিয়েছিলো, কালিদাসী কায়দায়। তার পরেও হেলিপক্টার??? তার পরেও পোনু পেম???
  • PT | 213.110.246.230 | ২০ জুলাই ২০১২ ২১:২২558155
  • কল্লোলদা তোমার অবস্থান বা পোশ্চেন কোনটাই বুঝলাম না। আর আমার সব কথাগুলো-ই তোমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসেছে।

    শুধু পোশ্চেন করলেই হবে? হেলিকপ্টার কেন দিয়েছিল তুমিই একটা ব্যাখ্যা দাওনা।
  • কল্লোল | 125.242.190.115 | ২০ জুলাই ২০১২ ২২:০৫558156
  • মমতা চেয়েছিলো, তাই। কেন্দ্রীয় সরকারের কাছে (অসামরিক বিমান মন্ত্রকের কাছে চাইতে হয়)। তার ভাড়াও দিতে হয়।
  • PT | 213.110.246.230 | ২১ জুলাই ২০১২ ১১:৫৭558157
  • বিপুল পরিমাণ ভাড়া কে দিয়েছে? আর দীপা দাসমুন্সীর দাবী অনুযায়ী কংগ্রেস দলের থেকে ঐ হেলিক্প্টারের বন্দোবস্ত করা হয়েছিল। অন্যদের দাবী অনুযায়ী ভোটের প্রচারে হেলিক্প্টারের "অন্য" কেউ সরবরাহ করতে পারে না।

    যে কারণে এর আসল গপ্পটা জানা যাবেনা সেই কারণেই দোষী পুলিশের শস্তি হয়না!!
  • কল্লোল | 111.63.140.202 | ২২ জুলাই ২০১২ ০০:০৬558159
  • সেই কারনেই তো মমতা বা পুলিশ কেউই সাধারণ মানুষ নয়।
  • PT | 213.110.243.23 | ২২ জুলাই ২০১২ ১৮:২৪558160
  • এতদিন মমতা তো লিস্টে ছিল না!! তাহলে এবারে বুঝতে অসুবিধে হবেনা কোন ঘটনাই। কেননা পুলিশ মমতার আজ্ঞাবহনকারী - তাই মমতার আদেশ না এলে পুলিশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া নেওয়া যাবেনা। শাস্তি না পাওয়ার দোষ তো তাহলে পুলিশের নয়।
  • কল্লোল | 125.241.67.134 | ২২ জুলাই ২০১২ ২৩:৫৩558161
  • পিটি। তুমি আজকাল এক্কেবারে কিচ্ছু না পড়ে লড়ে যাও।
    আমি তো কবেত্থেকে বলে যাচ্ছি, মন্ত্রী, আমলা, বিচারক, পুলিশ, মিলিটারী, এমেলে এম্পি এরা সাধারণ নয়, হতে পারেই না। মমতা আজ নয়, সেই সোমনাথবাবুকে হারানোর পর থেকেই আর সাধারণ মানুষ নয়।
    পুলিশের দোষগুণের কথা কে বলেছে? আমি বলেছি পুলিশ সাধারণ মানুষ নয়। এটা পুলিশের দোষ বা গুণ নয়, পুলিশের ধর্ম। উপরে উল্লিখিত অন্যদের বেলাতেও তাইই।
  • PT | 213.110.243.23 | ২৩ জুলাই ২০১২ ১০:২২558162
  • উর্দিধারী "পুলিশ সাধরণ মানুষ" এই কথাটা আমিই বা কোথায় বললাম। কেউ বলে থাকলে তার দায় আমার নয়। আমি শুধু দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে পুলিশকে শাস্তি দেওয়া সম্ভব - দেওয়া হচ্ছেনা তার কারণ পুলিশের বিশেষ রক্ষাকবচ আছে তা নয় - তার কারণ মন্ত্রী ইত্যাদিদের অনিচ্ছা।
  • কল্লোল | 230.226.209.2 | ২৩ জুলাই ২০১২ ১১:২০558163
  • কিন্তু পিটি, অনিচ্ছাটা কেন?
    মানে, একটা পুলিশ (রুনু গুহনীয়োগী) প্রচুর নকশাল ও সিপিএম মেরেছিলো/পিটিয়েছিলো। তাকে শাস্তি দিতে জ্যোতি বসুর কি ঝামেলা?
    বা আরএকটা পুলিশ (নামটা মনে পড়ছে না) তৃণমূল পিটিয়ে মেরে ফেলেছিলো। তাকে শাস্তি দিতে মমতার কি ঝামেলা?
  • PT | 213.110.243.23 | ২৩ জুলাই ২০১২ ১২:১৭558164
  • হয়্ত পুলিশকে সত্যি সত্যিই নির্দেশ দেওয়া হয়েছিল। অন্ততঃ নকশাল মারার ক্ষেত্রে সিদ্ধার্থ রায় যে পুলিশকে free hand দিয়েছিল সে ব্যাপারে তো এখন আর কোন সন্দেহ নেই। যে কারণে বুদ্ধবাবুর নন্দীগ্রামের ব্যাপারে -"আমি তো গুলি চালানোর আদেশ" দিইনি বলে মায়াকান্না আমি কোন দিনই মানতে পারিনি।

    এই সরকার ২১শে জুলাইএর গুলি চালানোর ব্যাপারে কমিশন বসিয়েছে। এক বছর হয়ে গেল সেই কমিশন একবার মেয়াদ বারানোর পরেও রিপোর্ট জমা দিতে পারেনি। আর আশ্চর্য জনক ব্যাপার, এই কমিশন এখনও মণীশ গুপ্তকে ডেকে পাঠায়নি। কাজেই কমিশন কি রিপোর্ট জমা দেবে কে জানে। আর নন্দীগ্রামের গুলী চালানোর নির্দেশ কে দিয়েছিল সেটা বার করতে এই সরকারের এত সময় লাগছে কেন?

    পুলিশকে শৃঙ্খলা মেনে চলতে বললে যখন খুশী যেভাবে খুশী সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠকে জেলে ঢোকানো যাবে?
  • কল্লোল | 230.226.209.2 | ২৩ জুলাই ২০১২ ১২:৪২558165
  • এইবার আসল জায়গায় ঘা টা মেরেছো ভায়া।
    কোন সরকারই পুলিশকে চটাতে চায় না। না বাম না ডান। সকলেই জানে সরকার চালাতে, গ্রীষ্ম বর্ষা পুলিশ ভরসা। সে কারনেই পুলিশকে শাস্তি দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার।
    সেই বাহাত্তর-তিয়াত্তর থেকে মানবাধিকার আন্দোলনের সাথে থেকে অজস্র ঘটনা দেখেছি যাতে পুলিশের শাস্তি হয় নি বা হলেও সে শাস্তি শুনে কোর্টের কুকুরও হেসেছে।
    জেলে আমাদের সাথে ছিলো দুজন। পাঁচগুলি শম্ভু আর দুগুলি কানু। অলৌকিক ভাবে বেঁচে গেছিলো দুজন শম্ভু ক্লোজ রেঞ্জে বুকে পাঁচটি গুলি খেয়ে, কানু দুটো। কানু মামলা করতে চেয়েছিলো। শম্ভু প্রথমে চায়নি, পরে রাজি হয়েছিলো। সে সব মামলা একটা ডেটের পর আর এগোয় নি। প্রায় ৩৫ বছর হয়ে গেলো। দুক্ষেত্রেই মূল অভিযুক্ত রুনু গুহনীয়োগী মারাই গেছে।
    বলবে আদালতই যদি দেরী করে তো সরকার কি করবে। আদালতের নথি থাকে সরকারী হেফাজতে। হ্যাঁ, আজব হলেও সত্যি। ভীখারী পাশোয়ান কেসে প্রমান করা গেছিলো, পরে পুলিশের হেফাজতে নথি ট্যাম্পার করা হয়েছে। মাসুমের করা একটা মামলায়, মূলতঃ অ্যারেস্ট মেমো না দেওয়া কেস। পাঁচবার সব নথি "হারিয়ে যায়"।
    তাই, পুলিশকে শাস্তি দেওয়া যায় - এটা থিওরী হিসাবে ঠিক। কিন্তু.............
  • PT | 213.110.243.23 | ২৪ জুলাই ২০১২ ১১:২১558166
  • মনে হয়না এটাই শুধু আসল জায়্গা। যে কোন দোষীকে শাস্তি না দেওয়ার সামাজিক এবং রাজনৈতিক প্রবণতা দোষী পুলিশের হাত আরো শক্ত করেছে। এমনকি এই অন্যায়কে মদত দেওয়ার জন্য "সাধারণ মানুষও" প্রস্তুত। শুধু প্রশ্ন তুললেই আজকের "উন্মুক্ত" সমাজেও কি হয় তার একটি নমুনাঃ

    Shatadru Roy Chattopadhyay, the convener of the state Congress's cyber cell,......chose to post a poser on chief minister Mamata Banerjee's Facebook wall questioning the presence of Manish Gupta on the martyrs' day dais and within hours, a mob of Trinamool Congress supporters gathered in front of his house and raised slogans against him.
    http://timesofindia.indiatimes.com/india/TMC-men-mob-Congress-leaders-house-after-Facebook-post/articleshow/15099668.cms
  • কল্লোল | 230.226.209.2 | ২৪ জুলাই ২০১২ ১১:৪৪558167
  • পিটি।
    দোষীকে শাস্তি না দেওয়ার সামাজিক প্রবনতা বলতে কি বোঝাচ্ছো বুঝলাম না। যে লিংকটা দিলে সেটা অপিস থেকে খুলবে না। কিন্তু যা বুঝলাম, মনীশ গুপ্ত কেন শহীদ দিবসে মঞ্চে ছিলেন তাই নিয়ে একদল তৃণমূল নেতা/কর্মী ক্ষুদ্ধ।
    এটাই তো সামাজিক প্রবনতা - যে কোন কারনেই হোক তারা মনে করছেন মনীশ গুপ্তের ওখানে থাকা উচিৎ নয়। তাই প্রতিবাদ করছেন। চোর পেটানোও তো সামাজিক প্রবনতা - এগুলো রাজনৈতিক ভাবে অশুদ্ধ হতে পারে, কিন্তু প্রবনতা তো শাস্তি দেবার। শাস্তি না দেবার নয়।

    দেখ, আমি মনে করি, রাষ্ট্র সমাজ থেকে উঠে এলেও, নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে।এঙ্গেলসের অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপারটি অ্যান্ড দ্য স্টেট লেখায়, যেখানে উনি হেগেলের রাষ্ট্র তত্ত্বকে জবাব দিচ্ছেন, সেখানে খুব প্রাঞ্জল ভাবে আছে। ফলে সামাজিক প্রবণতা দিয়ে রাষ্ট্রের কাজ/অকাজকে বিচার করা আমি মনে করি ঠিক নয়। তোমার অন্য মত থাকতেই পারে।
  • PT | 213.110.243.23 | ২৪ জুলাই ২০১২ ১১:৫২558168
  • না, না কল্লোলদা - তুমি উল্টো ধরেছ। তোমার জন্য পুরো খবরটা দিয়ে দিলাম। "সাধারণ" তৃণমূলীরা চাইছে না যে মণীশ গুপ্তর অবস্থান নিয়ে কোন প্রশ্ন তোলা হোক!!

    TMC men mob Congress leader's house after Facebook post
    TNN Jul 23, 2012, 04.06AM IST

    Think twice before posting any political comment on Facebook.

    Shatadru Roy Chattopadhyay, the convener of the state Congress's cyber cell, learnt it the hard way. He chose to post a poser on chief minister Mamata Banerjee's Facebook wall questioning the presence of Manish Gupta on the martyrs' day dais and within hours, a mob of Trinamool Congress supporters gathered in front of his house and raised slogans against him. His septuagenarian mother was alone at home at that time.

    After a couple of hours, around 8.30pm, when Shatadru was at a public meeting with senior Congress leaders, he received a call from his mother. She said that nearly 60 Trinamool supporters had gathered in front of his home and threatening him. She repeatedly told Shatadru to stay away from home. "She has high blood pressure and diabetes. I was worried whether she'll be able to withstand the shock. I called up the Kasba OC and he advised me to lodge a complaint first. Then I called a senior officer, who finally sent forces to my home," he said.

    Shatadru also alleged that he was neither given a copy of the complaint filed nor any general diary number. He got it only on Sunday morning. DCP (south suburban division), Sujay Chanda, said, "A complaint has been lodged."
  • কল্লোল | 230.226.209.2 | ২৪ জুলাই ২০১২ ১২:০১558170
  • পিটি। আমি অন্যরকম বুঝেছিলাম। তবু বলি, রাষ্ট্রের কাজের পদ্ধতির সাথে সামাজিক প্রবনতার কোন সম্পর্ক নেই, বলে আমার মনে হয়। শাস্তি চাওয়া/দেওয়া তো চোর পেটানোর মধ্য দিয়ে, হিসি খাওয়ানোর মধ্য দিয়ে, আবার যে খাইয়েছে তাকে হেনস্তা করার মধ্য দিয়ে, গৌহাটিতে নারী নিগ্রহের মধ্য দিয়ে সামাজিক প্রবনতা হিসাবে বারবার উঠে এসেছে। তোমার লিংকে পরিষ্কার দুদলই শাস্তি চাইছে। একদল, মনীশ গুপ্তের, আর একদল, যে বা যারা মনীশ গুপ্তের শাস্তি চাইছে, তার বা তাদেরই শাস্তি চাইছে। শাস্তি চাইছে সকলেই।
  • PT | 213.110.243.23 | ২৪ জুলাই ২০১২ ১২:২৯558171
  • সত্যি তাই? ইহুদিদের প্রতি সামাজিক ঘৃণাকে ব্যবহার করে রাষ্ট্র তার কাজের পদ্ধতি তৈরি করেনি?
  • কল্লোল | 230.226.209.2 | ২৪ জুলাই ২০১২ ১৪:১২558172
  • ইউরোপে ইহুদী বিদ্বেষ নতুন কিছু নয়। তাহলে শুধু জার্মানীতে কেন, ব্রিটেন, ফ্রান্সেও সরকার ইহুদী মারতো। সামাজিক প্রবনতা থাকলে রাষ্ট্র তার স্বার্থে তাকে ব্যবহার করতেই পারে। কিন্তু রাষ্ট্র কি করবে তা সামাজিক প্রবনতা দিয়ে ঠিক হয় না।
  • PT | 213.110.243.23 | ২৪ জুলাই ২০১২ ১৪:৫৬558173
  • এটা কি তুমি কাউকে কোট করছ না এটা তোমার ব্যক্তিগত মতামত?
  • কল্লোল | 230.226.209.2 | ২৪ জুলাই ২০১২ ১৫:০১558174
  • এটি আমার মত।
  • PT | 213.110.243.23 | ২৪ জুলাই ২০১২ ১৫:১৯558175
  • মানতে পারলাম না। আমি তো দেখছি যে সামাজিক প্রবণতাই পুলিশকে শাস্তির হাত থেকে বাঁচাচ্ছে। যেমন যে কংগ্রেস কর্মী মণীশ গুপ্তর শাস্তি দাবী করে ফেসবুকে লিখছে সে কি রুণু গুহনিয়োগীর শাস্তি দাবী করেছিল কোনদিন? অর্থাৎ শাস্তির দাবী নেহাৎই আংশিক সততার বহিঃপ্রকাশ। পুলিশমন্ত্রীও সেই সামাজিক প্রবণতা অনুসারে কাজ করছেন। যে কারণে ছত্রধর মাহাতো এখনও জেলে বন্দী কিন্তু বিধানসভা ভাঙ্গচুড় রাষ্ট্রক্ষমতা দখলের একটি সোপান মাত্র!!
  • | 132.248.183.1 | ২৪ জুলাই ২০১২ ১৫:২৩558176
  • এ কী রে ভাই, এই টই কি সবাই বর্জন করলো? শুধু PT দা আর কল্লোল দা মারামারি করে যাবে?
  • কল্লোল | 230.226.209.2 | ২৪ জুলাই ২০১২ ১৫:৪৬558177
  • আরে ভাই, সকলেই ঝাড়পিট কল্লে হব্বে? সিটি মারবে কে?
  • টি এম ছিঃ | 230.227.106.153 | ২৪ জুলাই ২০১২ ১৬:০৬558178
  • কেন?? ধম্মোতলায় জাতিয়ো ছোঙ্গিতের ছোমোয় মারবো

    ২১ তারিখ আবার হবে
  • vc | 131.241.218.132 | ২৪ জুলাই ২০১২ ১৬:২৪558179
  • কবর তো হয়েই গেছে। ৪০০ একরের, সাত দিনের মধ্যে চুক্তি প্রকাসের। আর খুঁড়ে কি লাভ? বলেন পুসিদা?
  • PT | 213.110.243.23 | ২৪ জুলাই ২০১২ ১৯:৩১558181
  • সাত দিন নয়, ২৪ ঘন্টার মধ্যে চুক্তি প্রকাশের কথা ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন