এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী হামলা ও মহেন্দ্র কর্মা

    Ishan
    অন্যান্য | ২৬ মে ২০১৩ | ১৬৯৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.166.164 | ১৬ জুন ২০১৩ ১২:৩৮611624
  • বিবি ও a'র শেষ দুটো পোস্ট এখন পড়লাম। ভাবলাম।
    হাত মিলাও দোস্ত্‌ !
    এটা স্বীকার করতে কোন অসুবিধা নেই যে আমি একজন সাধারণ মানুষ, হরিদাস পাল।আমার কোন ব্লাইন্ড স্পট থাকবে না এ হতেই পারে না।
    সে দিকে কেউ আঙুল তুললে দুবার ভাবব।

    আর অনেক ক্ষেত্রেই এখানে একধরণের নী-জার্ক প্রতিক্রিয়ায় কিছু একটা লিখি। এবার থেকে সতর্ক থাকবো। অবশ্যই আমারও দায়িত্ব আছে যাতে এই টই গুলো ইনফর্মড মিনিময়ের জায়গা হয়, গাঁটামির নয়।
    ( অনেক আগে অরিজিতের লেখায়, সেদিন সিদ্ধার্থের পোস্টে এই গাঁটামি শব্দটা পেলাম, আমার বেশ ভালো লেগেছে,ঃ)))
  • ranjan roy | 24.99.166.164 | ১৬ জুন ২০১৩ ১২:৪১611625
  • ইদানীং টেলিগ্রাফ বা টিওআই, বা দুটোতেই পড়েছি যে ভারতীয় স্থলবাহিনীর কম্যান্ডর ইন চিফ এই প্রসংগে আন্তরিক মামলায় মিলিটারির প্রয়োগে অসহমতি জানিয়েছেন। তাই আপাততঃ বস্তারে মিলিটারির শুধু সহায়ক ভূমিকা থাকবে। ট্রেনিং ও লজিস্টিক সাপোর্ট।
  • bb | 127.195.177.228 | ১৬ জুন ২০১৩ ১২:৪৫611626
  • আমি ব্যক্তিগত ভাবে মিলেটারির বিরুদ্ধে আর ফাঁসি বিপক্ষে - কিন্তু ক্রমাগত হত্যা আর ধর্ষণ ঘটনায় যেভাবে এই দাবি গুলি উঠছে, তাতে চিন্তিত।
  • lcm | 34.4.162.218 | ১৬ জুন ২০১৩ ১৩:০৮611627
  • কেউ মনে করে মাওবাদীরা টেরিরিস্ট, ওদের দমন করার জন্যে রাষ্ট্রীয় মিলিটারি লাগানো উচিত।

    কেউ মনে করে মিলিটারি হল স্টেট/রাষ্ট্র স্পনসর্ড টেররিস্ট, ওদের শিক্ষা দেবার জন্য মাওবাদীরাই আসল ওষুধ।

    প্রথমটি সংখ্যাগরিষ্ঠ। রাষ্ট্র/গণতন্ত্র... এসেট্রাকে যতই গাল দিক লোকে, এই দুইএর মধ্যে বাছতে গেলে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকেই বাছবে। কি আর করা যাবে। বন্যায় ভেসে গেলে ঐ সরকারি মিলিটারি যদি এসে উদ্ধার করে, সেই ভরসা। বেটার অল্টারনেটিভ কিছু তো নেই। মাওবাদীরা তো নয় ই।
  • ম্যাক্সিমিন | 69.93.243.180 | ১৬ জুন ২০১৩ ১৩:০৯611628
  • যাঃ আমে দুধে মিশে গেল।
  • a | 132.179.98.195 | ১৬ জুন ২০১৩ ১৪:০৪611629
  • বেশ তো সিকি, এখানে তো বহুবার রেফারেন্ডামের পক্ষে কথা দেখেছি, এবিষয়ে রেফারেন্ডাম নিতে ভয় কিসের, বা সেটা চাওয়া হচ্ছে না কেন?
  • a | 132.179.98.195 | ১৬ জুন ২০১৩ ১৪:০৮611630
  • আর সিকি, আমাকে যদি দেখিয়ে দাও যে কোথায় বলেছি "যেখানেই রাষ্ট্রবিরোধী অভ্যুত্থান, দাও মিলিটারি নামিয়ে।" বা সিমিলার কথা, বড় প্রীত হব। মুখে কথা বসানোর এই চেষ্টাগুলো অতি হাস্যকর
  • PM | 233.223.153.129 | ১৭ জুন ২০১৩ ১২:৩২611631
  • যারা মাওবাদীদের সমর্থন করেন তাঁরা কি ফুলন দেবী কেও সমর্থন করবেন? দুটো দল-ই কোনো ইন্জাস্টিসের বিরুদ্ধে লড়ছে/লড়েছে বলে দাবী করে। মাওদের সাথে একটা "ইসম" আছে ফুলনের সাথে তা ছিলো না। আর কি তফাত?
  • siki | 132.177.205.162 | ১৭ জুন ২০১৩ ১২:৩৯611632
  • যারা মাওবাদীদের সমর্থন করেন ...

    যারা মানে কারা? দু তিনটে নাম পাওয়া যাবে? অন্তত একটা নাম?
  • PM | 233.223.153.129 | ১৭ জুন ২০১৩ ১২:৫০611634
  • এই যে এতো পোস্ট পড়লো, রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে আদীবাসীদের (পড়ুন মাওবাদীদের) হাতে বন্দুক তুলে নেওয়া ছাড়া পথ নেই , তারা বাধ্য হয়েই একাজ করছে (টইএর শুরুর দিকে, সন্ধির আগে) ?

    জঙ্গল মহলের টইটা আরেকবার তুল্লে হয় না? অবাধ মিনিময়ের স্বার্থে ঃ)?
  • siki | 132.177.234.88 | ১৭ জুন ২০১৩ ১২:৫৬611635
  • তোলা হোক। :)

    আদিবাসীদের অসহায়তার কথা বলা মানেই মাওবাদের সমর্থন, এই ইকোয়েশনটাও কোথায় আছে সেটাও দেখিয়ে দেওয়া হোক। :) সঙ্গে আছি।
  • PM | 233.223.153.212 | ১৭ জুন ২০১৩ ২০:৩৬611636
  • আদিবাসী উন্নয়নের কথা বল্লেই মাওবাদী নয়। অস্ত্র ধরা ছাড়া আদিবাসীদের উন্নয়নের আর রাস্তা নেই- এই কথা যারা সাব্স্ক্রাইব করেন তারা মাওবাদী দের কর্মকান্ডের প্রতি পরোক্ষে সহানুভুতি সম্পন্ন বলেই মনে করি। তাদের কাছে প্রশ্ন ফুলন দেবীর কাজের সাথে মাওদের কজের কি তফাত গুনগত ভাবে??

    রন্জনদার নিচের পোস্টের প্রেক্ষিতে-
    "পাঁচ,
    পিএম বলেছেন মাওবাদী হত্যাকান্ডের নিন্দের খতিয়ান দিতে হবে মাওবাদীদের।
    কেন? এ যেন পাকিস্তানের প্রত্যেক স্টেপে বা হিন্দুহত্যায় মৌলবাদীদের দাবি যে মুসলিমরা কেন নিন্দে করেনি? প্রত্যেক বার নিন্দে করে মুসলিম সংগঠনদের নিজেদের ভারতের প্রতি বিশ্বস্ত থাকার প্রমাণ দিতে হবে।"

    আমি মাওবাদী-দের কি কর উচিত সে সম্পর্কে কিছুই বলি নি। কল্ললদা দাবী করেন যে মানবধিকার সংগঠঙ্গুলো নিরপেক্ষ সেই প্রসঙ্গে বলেছিলম যে ট্রেনে মাওবাদী আক্রমন বিষয়ে হাতে কলমে তেস্ট করা যাক কটা মানবধীকার সংগঠন এর বিরুদ্ধে যোর্দার প্রতিবাদ করে ( ১ পাতার প্রতিবাদ্পত্র প্রেস ক্লাবে সেঁটে নয়)।

    রন্জনদা, আপনি আবার কাল্লোলদার এককাঠি বাড়া- বল্লেন যে দু-পক্ষের কথা তুলে ধরা মানবাধিকার কর্মীদের কাজের মধ্যেই নাকি পরে না- সরকারের কাজকর্ম্র বিরোধীতা করাই তাদের কাজ। ওদের কাজের মধ্যে পরে না। যদি দুতরফের নৃশংসতার কথা ওরা সমান ভাবে বলতে না পারে তাহলে ঐ সব মানবাধিকার কর্মীদের কথার কনো গ্রহনযোগ্যতা থাকবে না বলেই মনে করি। তাদের কাজের-ও থাকবে না। ঠিক যেটা এখন হচ্ছে।

    অবশ্য তাতে তাদের বিদেশী বা স্বদেশী ডোনেশনের অভাব হবে কিনা তা জানি না
  • aranya | 154.160.226.53 | ১৭ জুন ২০১৩ ২০:৪৯611637
  • 'অস্ত্র ধরা ছাড়া আদিবাসীদের উন্নয়নের আর রাস্তা নেই' - এটা যারা বলেন তারা নিশ্চয়ই মাওবাদীদের সমর্থক।

    এরকম কোন কমেন্ট অবশ্য গুরুতে আমার চোখে পড়ে নি, এখনও পর্যন্ত।

    আদিবাসীরা বাধ্য হয়ে অস্ত্র তুলে নিচ্ছে, সেল্ফ ডিফেন্সে - এ জাতীয় কথাবার্তা দেখেছি।
  • কল্লোল | 125.242.219.69 | ১৭ জুন ২০১৩ ২১:২১611638
  • বড় বেশী মুখে কথা বসানো হচ্ছে।

    ১) Name: PM IP Address : 233.223.153.212 (*) Date:17 Jun 2013 -- 08:36 PM
    আদিবাসী উন্নয়নের কথা বল্লেই মাওবাদী নয়। অস্ত্র ধরা ছাড়া আদিবাসীদের উন্নয়নের আর রাস্তা নেই- এই কথা যারা সাব্স্ক্রাইব করেন তারা মাওবাদী দের কর্মকান্ডের প্রতি পরোক্ষে সহানুভুতি সম্পন্ন বলেই মনে করি।

    এরকম কথা কোথায় বলা হয়েছে জানি না। বরং যেটা বলা হয়েছে, তাই নিয়ে কোনো কথা নেই -
    Name: কল্লোল IP Address : 116.66.156.14 (*) Date:16 Jun 2013 -- 07:02 AM
    আমি এবং খুব দায়িত্ব নিয়ে রঞ্জন প্রসঙ্গেও বলতে পারি কেউ মাওবাদী সমর্থক নই। সহানুভুতি নিশ্চই আছে, সেটা মাওবাদীদের ওপর নয়, বরং ক্রমাগত অত্যাচার অবিচারের শিকার হয়ে এবং এই ব্যবস্থার ভিতর কোন প্রতিকার না পেয়ে যে আদিবাসীরা অস্ত্র তুলে নিয়ে মাওবাদীদের সাথে চলে যাচ্ছে, তাদের ওপর। আজকের বারাসতের ঘ্টনা, গতকালের দিল্লীর ঘটনা নিয়ে কতো কতো হৈ চৈ। দোষীরা ধরা পড়েছে, শাস্তিও হবে, হয়তো মৃত্যুদন্ড। কিন্তু সোনি সোরি আদিবাসী ও শুধু সেই কারনে মাওবাদী তকমা গায়ে আছে বলে ঐ অমানবিক অত্যাচার তার উপর যিনি চালালেন, তিনি রাষ্ট্রপতি পদক পান। প্রতিকারহীনতার তীব্রতা এতোটাই।
    ২) আমার উপরের পোস্টটার এক ঘন্টা পরেই পোস্ট -
    Name: bb IP Address : 127.195.182.202 (*) Date:16 Jun 2013 -- 08:13 AM
    তাই প্রশ্ন করি, আপনারি প্রাক্তন বাম মার্গী, তাই আপনাদের কাছ থেকে যখন এক উগ্র-বাম-মার্গী চিন্তাধারার অনৈতিক আন্দোলনে প্রতি সহ-মর্মিতা পাই, তখন বার বার প্রশ্ন করি।

    কোথায় সহমর্মিতা দেখিয়েছি? বরং বারবার লিখছি -
    "সহানুভুতি নিশ্চই আছে, সেটা মাওবাদীদের ওপর নয়, বরং ক্রমাগত অত্যাচার অবিচারের শিকার হয়ে এবং এই ব্যবস্থার ভিতর কোন প্রতিকার না পেয়ে যে আদিবাসীরা অস্ত্র তুলে নিয়ে মাওবাদীদের সাথে চলে যাচ্ছে, তাদের ওপর।"
    এতো পরিষ্কার করে লেখার পরও, ঠিক পরের পোস্টেই "উগ্র-বাম-মার্গী চিন্তাধারার অনৈতিক আন্দোলনে প্রতি সহ-মর্মিতা" লেখা হয়।

    ৩) আবার এই কথা লেখার পর -
    Name: a IP Address : 132.179.51.128 (*) Date:14 Jun 2013 -- 06:48 AM
    সিরিয়াসলি, পাতি সেনাবাহীনি নামিয়ে এইসব বালের বিপ্লবীদের ন্যাকামো ঘুচিয়ে দেবার একটা হনেস্ট চেষ্টা হোক।
    মারের বদলা মারই হয়। তবে খুন জখম না করে ধরে এনে বিচার করলে ভাল।
    তিনিই লিখছেন -
    Name: a IP Address : 132.179.98.195 (*) Date:16 Jun 2013 -- 02:08 PM
    আর সিকি, আমাকে যদি দেখিয়ে দাও যে কোথায় বলেছি "যেখানেই রাষ্ট্রবিরোধী অভ্যুত্থান, দাও মিলিটারি নামিয়ে।" বা সিমিলার কথা, বড় প্রীত হব। মুখে কথা বসানোর এই চেষ্টাগুলো অতি হাস্যকর

    এগুলোকে আলোচনা বল্লে, আলোচনা শব্দটির অর্থ নতুন করে লিখতে হয়।
  • dd | 132.167.44.247 | ১৭ জুন ২০১৩ ২১:২৭611639
  • আলো কম, চোনা বেশী।
  • শ্রী সদা | 127.194.192.65 | ১৭ জুন ২০১৩ ২১:৪৩611640
  • আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে মাওবাদী সংক্রান্ত পুরো ঝামেলাটা তৈরী হয়েছে সরকারের অপদার্থতা এবং ইনসেনসিটিভির কারনে, এবং সত্যিকারের কোনো সলিউশনে পৌছোনোর আগ্রহ বা সদিচ্ছা সরকারের নেই। মাওবাদীরা খুন-জখমের রাজনীতি চালালে সেটা বন্ধ করার দায়িত্ব সরকারের, এবং সেটা সেনা নামিয়ে মানুষ মেরে নয় - স্থায়ী সমাধান চাই। এবার সেই স্থায়ী সমাধান যদি এটা হয় যে এই মানুষগুলো ইস্কুল-কলেজ, পানীয় জল, নূন্যতম স্বাস্থ্য পরিষেবা না পেয়ে হোলসেল গ্রাম ছেড়ে শহরে এসে রিক্সা চালাবে , মজুর খাটবে, বস্তিতে গরু ছাগলের মত থাকবে আর শাইনিং ইন্ডিয়ার রিফ্লেক্টেড গ্লোরিতে চকচক করবে, তাহলে বলতেই হয় যে অদূর ভবিষ্যতে মাওবাদীদের ফ্রেশ রিক্রুটের অভাব হবেনা ঃ)

    সরকার কিছু ভাটের পলিসি (বা পলিসির অভাব ) দিয়ে এই মাওবাদীদের বেড়ে ওঠার, জনসমর্থন পাওয়ার জমি তৈরী করবে, তারপর আমার ট্যাক্সের পয়সায় সেনা পুষে ড্যামেজ কন্ট্রোল করবে - এই ব্যবস্থায় সিরিয়াস আপত্তি আছে।
  • aka | 34.181.43.28 | ১৭ জুন ২০১৩ ২১:৪৬611641
  • গল্প অত সহজ নয়। মাওবাদীদের উপস্থিতিতে কোনরকম উন্নয়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়।
  • শ্রী সদা | 127.194.192.65 | ১৭ জুন ২০১৩ ২১:৪৯611642
  • বেশ তো, মাওবাদীদের শিকড় গেড়ে বসার সুযোগ দেওয়া হল কেন ? সরকার কি অ্যাদ্দিন মোজা বুনছিলো, এখন কিছু দুমদাম হওয়াতে চোখ খুলেছে আর উন্নয়নের কথা মনে পড়েছে !!!
  • siki | 132.177.188.40 | ১৭ জুন ২০১৩ ২১:৫২611643
  • আলো নেই, শুধু চোনাটুকুই পড়ে থাকছে। কেউ কারুর বক্তব্য থেকে এক কদমও এগোতে পারছে না, বছরের পর বছর ধরে এই একই সার্কেলে গোল গোল করে ঘুরে যাচ্ছে কথা, কোনও গন্তব্যে পৌঁছচ্ছে না। আপনি মশাই মাওব্যথী, না মশাই আমি মাওব্যথী নই।

    এ যে কত হাজার বার হল এ পাতায়! ক্লান্ত লাগে।

    সবাই নাকি সবার মুখে কথা বসিয়ে যাচ্ছে। কল্লোলদার বক্তব্যটারই প্রতিধ্বনি করিঃ এগুলোকে আলোচনা বল্লে, আলোচনা শব্দটির অর্থ নতুন করে লিখতে হয়।
  • aka | 34.181.43.28 | ১৭ জুন ২০১৩ ২১:৫২611645
  • আরে শিকড় গেড়ে বসতে না দিলে প্রথম থেকেই সেনা টেনা নামাতে হত। মাওবাদীরা বাই ডেফিনিশন জঙ্গী দল। বন্দুক ফন্দুক নিয়ে রেডি। একটাই সরকার একটু বড় সমস্যা না হলে প্রায়োরিটি লিস্টে নীচে চলে যায়। ঃ)

    কথা হল সরকারের দিকেরও কিছু সমস্যা, লিমিটেশন আছে সেটা না ভাবলে অর্ধেকটা ভাবা হল।
  • siki | 132.177.188.40 | ১৭ জুন ২০১৩ ২১:৫৫611646
  • এমন কি আকা বা সদার প্রশ্ন প্রতিপ্রশ্নও করা হয়ে আসছে সে-ই ২০০৭ সাল থেকে। নন্দীগ্রামের আমল থেকে। বুদ্ধ ও'ডায়ার বলেছিল, নন্দীগ্রাম কোনও বিচ্ছিন্ন দ্বীপ নয়, ভারতেরই অংশ। ওরা প্যারালাল শাসনব্যবস্থা চালাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব?

    তখন উঠেছিল এই একই প্রশ্ন। নন্দীগ্রাম যে ভারতেরই অংশ, কোনও বিচ্ছিন্ন দ্বীপ নয়, স্বাধীনতার পরে ষাট বছর কেটে গেলেও একবারও মনে পড়ে নি? যখন মাওবাদীরা এসে হুজ্জুতি শুরু করল, তখন তাঁদের খেয়াল পড়ল নন্দীগ্রাম ভারতেরই অংশ? কী করে আসত পারল মাওবাদীরা নন্দীগ্রামে? কী করে হতে পেরেছিল আমলাশোল?

    মাওবাদ কি শখের বিপ্লবের আঁচে আগুন পোহানো যে কেউ শখ করে মাওবাদী হয়ে যায়?
  • aka | 34.181.43.28 | ১৭ জুন ২০১৩ ২১:৫৬611647
  • আদীবাসীদের উন্নয়্ন ব্যপারটাই ঘাঁটা। এখানেই জিজ্ঞেস করে দেখুন, অন্তত তিনরকম উত্তর পাবেন। একটা হল চয়েজ দিয়ে দেখুন, একটা হল মেইন স্ট্রীম উন্নয়নের লাইনে আসুন, তিন হল মাওবাদী লাইন।
  • শ্রী সদা | 127.194.192.65 | ১৭ জুন ২০১৩ ২২:০৭611648
  • চয়েস আবার কি। সরকারের কাজ সরকার করুক। ইস্কুল কলেজ, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র বানাক। দেখা যাক কয়েক প্রজন্ম পরে কজন আদিবাসী আধপেটা খেয়ে জঙ্গলে পড়ে থাকে আর কজন লেখাপড়া শিখে নিজেকে মেনস্ট্রিমে তুলে আনতে পারে। উন্নয়ন বলতে সরকার শুধু আইটি আর শপিং মল বুঝলে ভালো চাপ আছে।
  • cm | 233.189.1.131 | ১৭ জুন ২০১৩ ২২:১৩611649
  • মাওবাদী উন্নয়ন মানে কি?
  • aranya | 154.160.226.53 | ১৭ জুন ২০১৩ ২২:১৪611650
  • উন্নয়ন বলতে সরকার বোঝে বড় বাঁধ, মাইনিং ইঃ- বহু টাকার খেলা। যার অবশ্যম্ভাবী ফল হোলসেল উচ্ছেদ, আর পুনর্বাসনের নামে মানবেতর জীবন যাপন।
    এই উন্নয়ন আদিবাসীরা চায় কিনা, রেফারেন্ডাম নিয়ে দেখা যতে পারে।
  • a x | 138.249.1.202 | ১৭ জুন ২০১৩ ২২:১৯611651
  • আর্ধুর যেখানে মাওবাদী নেই সেখানে উন্নয়ন করতে কোথায় আটকাচ্ছে তাহলে সরকারের?
  • aranya | 154.160.226.53 | ১৭ জুন ২০১৩ ২২:২৩611652
  • এই জিনিসগুলো দরকার বলে মনে হয় - ইমিডিয়েট সিজফায়ার - মাওবাদী এবং সরকারের পক্ষে। যুদ্ধবিরতির সুযোগে অন্ধ্রের মাওবাদীদের নিকেশ করেছিল সরকার, সেটা করলে হবে না। আজাদের মত যে মাওয়িস্ট নেতারা রাষ্ট্রের সাথে কথাবার্তা চান, ফলস এনকাউন্টারে তাদের খুব করলে হবে না। ক্রেডিবিলিটি দরকার, উভয় পক্ষেই।
    তারপর স্কুল কলেজ, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র বানাক সরকার। আর জঙ্গল ধ্বংস করে, ভূমিপুত্রদের উচ্ছেদ করে ড্যাম, মাইনস - এগুলো কিছুদিন বন্ধ থাক, রেফারেন্ডাম নেওয়া হোক স্থানীয় মানুষের মেজরিটি কি চায়, সেই অনুযায়ী কাজ হোক।
  • aranya | 154.160.226.53 | ১৭ জুন ২০১৩ ২২:২৪611653
  • * খুন করলে হবে না
  • ম্যাক্সিমিন | 69.93.198.87 | ১৭ জুন ২০১৩ ২৩:২৩611654
  • একটা cause হল খনি। খনি হাতছাড়া করতে দেওয়া হবে না। আর কী কী cause আছে?

    এইগুলো জানতে চাই -- যে যে জায়গায় মাওবাদীরা অস্ত্র হাতে নিয়ে ঘোরে, সেই সেই জায়গার জন্যে আলাদা করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাওয়া যায় কিনা। পাওয়া গেলে সেই ইন্ডেক্স অন্য জায়গার তুলনায় খারাপ কিনা, এখনও।
  • ম্যাক্সিমিন | 69.93.198.87 | ১৭ জুন ২০১৩ ২৩:৩৩611656
  • এনজিওরা যে ভালো কাজ করেছে, তা সরকারের বানানো স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সহযোগিতায় করেছে কিনা, সেটাও জানতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন