এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেঁচে আছিঃ প্রেমে-অপ্রেমে

    ranjan roy
    অন্যান্য | ০১ অক্টোবর ২০১৪ | ২২০৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S M | 123.21.69.108 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:২৩651225
  • চালিয়ে যান রঞ্জন বাবু, টান টান উত্তেজনা বজায় রেখে।
  • ranjan roy | 24.97.224.150 | ১১ অক্টোবর ২০১৪ ১০:২১651226
  • কমরেডরা গেল। রাত দশটা বাজিয়ে। অতক্ষণ ধরে কি যে ছাতার মাথা মিটিং! কথা কথা! সবগুলো এক একটা কথা সরিৎসাগর।
    এদের কথা বদলে যায় তক্কাতক্কিতে, গলার স্বর চড়ে। আমি ভয় পাই একটু এগিয়ে যাই ওদের দিকে। সমীরদাকে মারবে নাকি? বিশেষ করে ওই টেকো কমরেডের রকমসকম আমার ভালো লাগছে না।
    আমাকে দেখে ওদের হুঁস ফেরে। গলার আওয়াজ নীচে নামে। যেন সঞ্চারীতে পৌঁছেচে গান। তারপর দশটা মিনিট ও যায় না দ্বিতীয় অন্তরা শুরু হয়।
    উঃ, মাথা ধরে গেল ওদের বকবকানিতে। কয়েকটা কথা বারবার ধুয়োর মত আসে
    । -- কমরেড, আপনি বুঝতে পারছেন না।
    --- এটা লিকুইডেশনিস্ট লাইন, আপনি পার্টি তুলে দিতে চান?
    -- রেনেগেডদের সঙ্গে কিসের সম্পর্ক? কিসের আলোচনা?
    আর কিছু নাম -বেশ মিষ্টি মত; নামের সঙ্গে যেন টুং টুং করে টিন টিন করে বাজনা বাজে। আগের নামগুলোর মত সায়েব সায়েব নয়,
    পতাকা মার্কা চায়ের পাতা কখন শেষ হয়ে গেল কিন্তু ওদের বিড়ির বান্ডিল আর শেষ হয় না। আমার গা গুলোচ্ছিল।
    ওরা চলে গেলে দরজায় শেকল তুলে ছিটকিনি এঁটে গায়ের ঘেমো কাপড়চোপড় একটু আলগা করে ভাত বাড়লাম। পিঠ ভরে গেছে ঘামাচিতে। ঘ্যাঁস ঘ্যাঁস করে চুলকোতে চুলকোতে বললাম -- কত বকতে পার তোমরা! তারপর ওর মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম।
    ফ্যাকাশে পাঁশুটে চেহারা। একটা ক্যাবলা ক্যাবলা হাসি।
    -- কী হয়েছে? আমাকে বলবে না?
    --- বলব, বলব, তোমাকেই বলব। শান্তি, আমাকে পার্টি থেকে সাসপেন্ড করে দিল। ওরা পকেটে চিঠি নিয়েই এসেছিল।
    ---- মানে? তাড়িয়ে দিল?
    --- না, না! শুধু এ'মাস থেকে আমি হোলটাইমারের মসোহারা একশ' পঞ্চাশ টাকা পাবো না। তোমাকে আমাকে ঘরভাড়া-খাওয়া দাওয়া এর জন্যে অন্য রাস্তা ভেবে বের করতে হবে।
    --- শাস্তি দিল? তুমি কী করেছিলে?
  • সে | 188.83.87.102 | ১১ অক্টোবর ২০১৪ ১৮:৪৫651227
  • তারপর?
  • সে | 203.108.233.65 | ১৩ অক্টোবর ২০১৪ ০৪:৫৫651228
  • তুলে দিলাম। হারিয়ে যাবে নইলে।
  • ranjan roy | 24.97.155.212 | ১৩ অক্টোবর ২০১৪ ০৬:০৮651229
  • --- আমি? হ্যাঁ, আমার কিছু প্রশ্ন ছিল। ওরা বলল যে বিপ্লবের স্বার্থে এখন এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা মানে প্রতিবিপ্লবীদের হাত শক্ত করা।
    ---- প্রতিবিপ্লবী কারা?
    ---- আমরা ছাড়া অন্যেরা। মানে যারা আমাদের লাইন মানছে না, রেনেগেড।
    ---- কারা তোমাদের লাইন মানছে না? তোমাদের লাইন মানে কী?
    ---- শান্তি। আসলে আমরা এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত দশকের শেষে কমরেড সি এম মারা গেলেন। কমরেড পূর্ণ মনে সুশীতল অনেক আগেই হার্ট অ্যাটাকে চলে গেলেন। ওঁর হার্ট ঠিক বিপ্লবের ধকল নিতে পারল না। শশাঙ্ক মানে সরোজ দত্তকে পুলিশ মেরে ফেলেও স্বীকার করল না। বাংলাদেশ স্বাধীন হল।।এমার্জেন্সি এল , অত্যাচার বাড়ল, কিন্তু জনগণের আন্দোলন ও নীরব বিদ্রোহে টিঁকতে পারল না। বঙ্গে সংশোধনবাদী সিপিএম এর নেতৃত্বে নকল বাম সরকার গঠিত হল। গণ আন্দোলনের চাপে ওরা সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দি৯তে বাধ্য হল।
    আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক বড় বড় পরিবর্তন এল ।ভিয়েতনাম-লাওস-কাম্বোডিয়া স্বাধীন হল।
    আমেরিকার অবস্থা যেন পোলট্রির ছাল ছাড়ানো মুরগী। রাশিয়ার সামাজিক সাম্রাজ্যবাদীদের বিশ্বে প্রভাব বাড়ল।
    কিন্তু লিন পিয়াও ও পরবর্তী কিছু ঘটনার ফলে চীনের পার্টি তাদের নবম কংগ্রেসের জনযুদ্ধের মাধ্যমে বিশ্ববিপ্লবের লাইন থেকে সরে এল। কমরেড মাও অসুস্থ। কিন্তু মাও-নিক্সন কথাবার্তা ও তারপর জাতিসংঘে চীনের যোগদান এবং সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হওয়া, আলবেনিয়া পার্টির চীনের লাইনকে সমালোচনা এসব গোটা বিশ্বে বিপ্লবীদের ধন্দে ফেলল।
    ---- কিছু বুঝ্লাম না। এ যেন কামরূপেতে কাক মরেছে,কাশীধামে হাহাকার! কোথায় চীনে কী হল , না কি কারা স্বাধীন হল--- তাতে তোমাদের কি এসে গেল?
    --আজকে ভারতে মার্কস্‌বাদী-লেনিনবাদী আন্দোলন বহু উপদলে বিভক্ত। আজকের কাজ হল আলাপ-আলোচনার মাধ্যমে এগুলোকে মিলিয়ে একটি প্রকৃত গণভিত্তিসম্পন্ন কমিউনিস্ট পার্টি গড়ে তোলা।
    --- সে কি! আগে থেকে যে কমিউনিস্ট পার্টি রয়েছে! আমাদের এলাকাতেই দেখ তোমার বাবার বন্ধু অবিনাশ কাকু, মজদূর নেতা চক্রবর্তীকাকু -- এরাও তো কমিউনিস্ট! তাহলে?
    -- ধেৎ! ওরা বিপ্লবী নয়। দরকার প্রকৃত বিপ্লবী পার্টি গড়ে তোলা।
    -- অ! তো গড়ে তোল না, কে বারণ করছে? তার জন্যে সাসপেন্ড-টেন্ড কেন? মাসোহারা বন্ধ করল কেন?
    ---- ব্যপারটা এত সহজ নয়। কথা হচ্ছে এই উপদলগুলির মধ্য দিয়ে পার্টি গড়ার পদ্ধতি কী হবে? এই সব লিবারেশন,পার্টি ইউনিটি, কমুনিস্ট সেন্টার, বর্ডার কমিটি,জনযুদ্ধ এদের এতগুলো নেতা। সবাই আপনি মোড়ল। এদের সঙ্গে আলোচনার পদ্ধতি কি হবে? সংগ্রাম-ঐক্য-সংগ্রাম? না ঐক্য-সংগ্রাম-ঐক্য? কোনটা সঠিক?
    --- এসব এত তাড়াতাড়ি আমার মাথায় ঢুকবে না। বরং এস, আমরা কী করে ঘর চালাব সেই কথা ভাবি।
  • সিকি | 135.19.34.86 | ১৩ অক্টোবর ২০১৪ ১০:০২651230
  • এখন বসে এইসব পড়লে মনে হয় একটা সময়ে ঠিক কীসের টানে লোকে - শুধু লোকে নয়, মগজদার ছাত্রের দল এইসব ভাটের বাতেলা শুনে উদ্বুদ্ধ হত এবং তাদের সময়, বুদ্ধি আর জীবন খরচা করে দিত এইসবের পেছনে, এসব বাতেলার অর্ধেক শব্দের বাংলা আমি আজও বুঝতে পারি না, বুঝলেও ফ্যাকফেকিয়ে হাসি আসে, লোকে সিরিয়াসলি এইসব শুনত, বুঝত এবং উদ্বুদ্ধ হত? কোরান পড়া জেহাদিদের থেকে এরা ঠিক কীসে আলাদা ছিল?
  • robu | 122.79.37.23 | ১৩ অক্টোবর ২০১৪ ১০:১৪651231
  • সিকির সাথে একমত হলাম না, কিন্তু এখানে সে তর্ক থাক। অন্য টইতে লেখা যেতেই পারে।
  • - | 109.133.152.163 | ১৩ অক্টোবর ২০১৪ ১০:৩৩651232
  • "হত" আবার কি? এখনও হয় তো! পড়া নেই, শোনা নেই, কেরিয়ার কি হবে ঠিক নেই, নিজে কোথায় যাবে আর কোথা থেকে আগত তারও ঠিক নেই, কি সব কলরব শুরু হয়ে গেল। হাসি তো এখনও পায়! ঃ-)
  • সিকি | 135.19.34.86 | ১৩ অক্টোবর ২০১৪ ১০:৩৯651233
  • হাইফেন মাঝে মাঝে চুপ করে থাকলেও তো পারেন। সবসময়ে নিজের মূর্খামি এমনভাবে জাহির করতে খারাপ লাগে না?
  • - | 109.133.152.163 | ১৩ অক্টোবর ২০১৪ ১০:৫২651235
  • নাঃ ঃ-) এখানে দেখে দেখে ইমিউন হয়ে গেছে।
    পিয়েমের পোস্ট পড়েছিলেন ক্যাম্পাস ইন্টার্ভিউ নিয়ে?
  • . | 132.248.163.4 | ১৩ অক্টোবর ২০১৪ ১৫:০৩651237
  • সিকিটাও তো গা**গিরি একটু কম করতে পারে। নাকি ও চেনা আর হাইফেন অচেনা তাই।।
  • . | 132.248.163.4 | ১৩ অক্টোবর ২০১৪ ১৫:০৩651236
  • সিকিটাও তো গা**গিরি একটু কম করতে পারে। নাকি ও চেনা আর হাইফেন অচেনা তাই।।
  • de | 190.149.51.67 | ১৩ অক্টোবর ২০১৪ ১৬:০০651238
  • এজেডকে অনেকগুলো ক'। মেয়েদেরকে বোকাসোকা, নরমসরম, আপ্‌ বল্লেই কেঁদে ফেলা মার্কা ইনোসেন্ট করেই প্রোমোট করা হয় আমাদের সোসাইটিতে -- টিভি-সিরিয়াল, সিনেমা, গপ্পো সব জায়গাতেই এই অলিখিত চাপে ফেলা চলতে থাকে। বলিয়ে কইয়ে, ড্যাশি-পুশি মেয়েরা সব ভ্যাম্পের রোল পায়।

    অবশ্যই এই আলোচনা এই গপ্পের জন্য নয়। কিন্তু অবজারভেশনটা সত্যি!
  • ((*_*)) | 178.26.197.46 | ১৩ অক্টোবর ২০১৪ ২০:০৫651239
  • এটা ঠিকই যে আমাদের সমাজে, এমনকি এখনও, শান্ত বাধ্য বিনা প্রশ্নে বড়দের কথা মেনে নেওয়া মেয়ে, এমনকি তেমন ছেলেকেও ভাল মনে করা হয়। গোপাল বড় সুবোধ বালকের কনসেপ্ট এখনো আছে।
    কিন্তু এই গল্পের শান্তি তো আদৌ সেরকম বোকাসোকা নরম সরম মেয়ে নয়? শান্তির কান্না ভয় এগুলো সবই, আমার তো মনে হল, বয়সজনিত। একটা চোদ্দ বছরের মেয়ের, যে এখনো নিজের পায়ে দাঁড়ায় নি, তার সাহসের একটা সীমা তো থাকবেই।
    আরেকটা কথা, সব মেয়েকেই লড়াই করে দারুণ বিজ্ঞানী হতে হবে এমন কোনো কথা আছে কি? বিয়ে, ঘর সংসার ইত্যাদি নিয়ে স্বপ্ন দেখা কোনো দুর্বলতা নয়। ব্যক্তিগত চাহিদা পুরনের জন্যে নিজের মত করে লড়াই - সেই লড়াইএর মুল্য কিসে কম? এই শান্তি মেয়েটি এখনো পর্য্যন্ত নিজের মতন করে অনেক লড়াই ই করেছে, বিনা প্রশ্নে মেনে নেয় নি কিছুই। চোদ্দ বছর বয়সে প্রেম, বিয়ের স্বপ্ন খুব স্বাভাবিক শারীরিক নিয়মেই আসে, সেগুলোকে ঠিকমতন হ্যান্ডেল করতে হলে যেরকম পরিবেশ বা পারিবারিক সাপোর্ট দরকার, শান্তির তা কোথায় ছিল?
  • | ১৩ অক্টোবর ২০১৪ ২১:১২651240
  • গোল্লুমোল্লু স্মাইলি'র (এ কি বাই চান্স রিমি নাকি?) সাথে একমত। মেয়েটি যথেষ্ট লড়্জাকু, এখনও পর্যন্ত।

    আর ইসে, অমন নরম সরম আতুপুতু ভাগ্যের হাতে মার খেয়ে চলেছে, খেয়েই চলেছে অমন গপ্প এতোজও বেশ কিছু লিখেছে এককালে। 'অঙ্গনা' নিকে লেখা গল্পগুলো অনেককটাই ঐ ধারারই ছিল।

    যাই হোক রঞ্জনদা লিখতে থাকুন।
  • ranjan roy | 24.97.210.71 | ১৩ অক্টোবর ২০১৪ ২২:৪৭651241
  • -- কী করে? দুজনে মিলে কিছু করব?
    --হ্যাঁ, আমি কিছু ভেবেছি। দুজনে মিলে তো বটেই।একটু মন দিয়ে শোন। আমি পার্টি ছাড়তে পারব না। ওরা তো আমায় তাড়িয়ে দেয় নি। মাসোহারা ছাড়া কাজ করে যেতে বলেছে। এই সময় একটাই কাজ। বিপ্লবী গণসংগঠন ও পার্টি ইউনিট তৈরি করা।
    পার্টি ইউনিট থাকবে গোপন, গণসংগঠন খোলাখুলি।তবেই আমরা জলের মধ্যে মাছের মত থাকতে পারব।
    আমি অধৈর্য্য হয়ে উঠি। সেই গোল গোল কথা। বিপ্লব কি রসগোল্লা! আরে আমাকে কী করতে হবে? আর মাথার ছাত ও পেটের ভাত কী করে জুটবে?
    -- শোন, কাল সকাল আটটা নাগাদ তৈরি হয়ে থেক। একজন কমরেড আসবে। নিয়ে যাবে আধঘন্টা হাঁটা পথের পরে একটি ছোট কারখানাতে।
    -- কীসের কারখানা? আমি কী করব সেখানে?
    --- তুমি? তুমি ওখানে কাজ করবে। রোজ আটঘন্টা। আমরা দুজনেই সকালে একসঙ্গে পান্তা খেয়ে কাজে বেরোব। আমি পার্টি, তুমি কারখানা। আবার সন্ধ্যেয় আমরা একসঙ্গে ঘরে ফিরে আসব, সারাদিনের পরিশ্র্রমের পর, ঘাম ঝরিয়ে। এই ভাবেই তুমি আমি ডি-ক্লাসড্‌ হব। শুধু স্বামী-স্ত্রীই নয়, বিপ্লবের সহযোদ্ধা সাচ্চা কমরেড হয়ে উঠব। কী, পারবে না সোনামণি?
    আমি কোন কথা না বলে ওকে জড়িয়ে ধরি। মনটা হটাৎ ভালো হয়ে যায়।
    রাত অনেক। সকালে উঠতে হবে। ওর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি।
    ঘুম ভাঙে মুটকিমাসির চিলচিৎকারে।

    বলতে ভুলে গেছি। পেছনের সেই খোলা নালা মাঝে মধ্যেই উপচে পড়ে। তখন এই পাঁচটা চালের মেয়েরা পালা করে একটা টিনের ঢেউ খেলানো টুকরো দিয়ে সেই জল তুলে তুকে বাইরে একটা বালতিতে ভরি। তারপর সেই ভরা বালতি টেনে নিয়ে ভাঙা পাঁচিলের পেছনে আগাছার জঙ্গলে ঢেলে দিই। সেই ঘোলা জলে সবরকমের নোংরাই থাকে
    আমার ওয়াক ওঠে বলে আমার পালার দিন সমীরদাই খাটান দিয়ে দেয়। কাল ছিল আমাদের দিন। কিন্তু মিটিং এর চক্করে আমরা ভুলেই গেছলাম।
    কাল রাত্তিরে গরমের পরে ঝেঁপে বৃষ্টি নেমে ছিল। ফলে সাড়ে সব্বোনাশ! তাই সক্কালে বাড়িউলি মুটকি মাসি নতুন কচি ভাড়াটেদের উদ্দেশ্যে মা-মাসি করছে।
    সমীরদার কাঁচা ঘুম ভেঙে ব্যাপরাটা বুঝতে মিনিটখানেক লাগল। তারপর ও গেঞ্জি গায়ে চড়িয়ে লুঙ্গির গিঁট কষে নালিবিপ্লব করতে পথে নামার তোড়জোড় করতে লাগল।
    কিন্তু আমার মনে পড়ল যে আজ সকাল থেকে আমরা কমরেড। পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাই ওয়াক চেপে নাকে গামছা বেঁধে আমিও ময়দানে নেমে পড়লাম। ওর হাত থেকে একরকম জোর করে কেড়ে নিলাম টিনের টুকরো। মনে জোর এনে দমবন্ধ করে হেঁইয়ো-- শুরু করে দিলাম। দু-খেপ মারতেই সেই ওয়াক! অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়।
  • ranjan roy | 24.97.210.71 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:১৮651242
  • না, হাল ছাড়িনি। জেদ চেপে গেছল। খালি ওরাই পারে? আমরা পারি না?
    একেবারে স্নান সেরে ঘরে উঠলাম। ঢুকে আমার চক্ষু চড়ক্গাছ!
    করেছে কি! বিছানা তুলে ঘর গুছিয়ে স্টোভে চা বসিয়ে দিয়েছে।
    আগে কোনদিন স্টোভ ধারায় নি। শুধু সিগ্রেট ধরাতে জানে। সে আজ চা বানিয়ে ফেলেছে? শুধু আমার জন্যে? আমার কষ্ট হবে বলে?
    চুমুক দিলাম। চিনি অনেক বেশি। পাতা কম। কালকের মিটিংয়ের পরে ফুরিয়ে যাওয়া প্যাকেটের তলানি ঝেড়ে যা হয়েছে আর কি! তাতে কি?
    আমার মন কানায় কানায় ভরে গেছে।
    দরজায় মৃদু কড়ানাড়া।
    ও গিয়ে একটা ছোটফুটো দিয়ে দেখে খুলে বলে-- আসুন কমরেড রউফ।
    একটু লাজুক মুখে ঘরে ঢুকেছে একটি মাঝবয়েসি লোক। চেক লুঙ্গি আর ফতুয়া, গলায় কালো তক্তি, চোখে হালকা সুর্মাটানা।
    একটু হেসে আমাকে বলল --চলেন ভাবীজান। আপনার কথা আগেই বলা আছে। কমরেড রমেন বইল্যা রাখছিলেন। সময় হইছে। আর দেরি কইর‌্যা কাম নাই।
    ঘরের দরজায় শেকল টেনে তালা ঝুলিয়ে আমরা তিনজন হাঁটতে থাকি। প্রায় পঁচিশ মিনিট। অই দিকে মৌলালি।
    --- ভাবীজান, রাস্তা চিইন্যা রাখেন। আপনারে রোজ একা একা এই পথে যাতায়াত করতে হইব। অই মোড়টা ছিল মৌলালী; এইডা আমরা তালতলায়। আর এখন আমরা আলিমুদ্দিন স্ট্রীটের পেছনে।
    এই কথাটা বলার পর রউফ আর সমীরদা একটু চোখে চোখে হাসল।

    সে যাকগে, আমরা এখন একটা চামড়ার কারখানার শেডের নীচে দাঁড়িয়ে আছি। আমাকে একটু আগে রউফ ঘুরে ঘুরে কারখানাটা দেখিয়ে দিয়েছে। ছোট কারখানা। জনাচল্লিশেক কর্মচারী। মালিক রউফের ফুফাজি। রউফ তালতলার ডাক্তার ;লেনে ঘড়ি সারাইয়ের দোকান চালায়।
    চারটে বড় অ্যাসিডের চৌবাচ্চায় বড় বড় কাঁচা চামড়া ডুবিয়ে রেখে পাকানো হয়। তারপর রোদে শুকিয়ে একটা বড় ডাই-মেশিনে বড় বড় পিস কাটা হয়। আরো ছোট পিস কাটাতে অন্য ডাই আছে। ছোট ছোট চিলতে গুলো পর্য্যন্ত কোন না কোন কাজে লেগে যায়, যেমন পার্স বা ব্যগের গায়ের নকশা।
    আমার কাজ হল একটা বড় ডাই মেশিনের হ্যান্ডল ঘুরিয়ে ডাইয়ের নীচে চামড়ার বড় টুকরোটা ফিট করে আবার টাইট করে চাপ দিয়ে কেটে পিস বের করা। আটঘন্টার কাজ। রোজ ছ'টাকা। বাড়িভাড়া আর চালের জোগাড় তো হল। বাকি খরচ? পার্টির কাজে ঘোরাঘুরি করতেও পত্সা লাগে। চায়ের তেষ্টা, দ্ঘোঁয়া গেলা , জলখাবারের খরচ--এসব?

    ওভারটাইম করব? বাড়ির রান্না? আর এই পরিশ্রমেই আমার দম বেরিয়ে যাচ্ছে। বুড়ো মিস্ত্রি রমজান চাচা আমাকে যত্ন করে দেখিয়ে দেয়। তবু আমার শ্বাস ফুলে যায়। তবু এই কাজটাই সেফ। অ্যাসিডে চামড়া ধোয়াত কাজ আমি করব না। হাতে ঘা হয়, বুকের ব্যামো হয়। কী করা যায়-- মাতায় আসে না।
  • aranya | 154.160.130.16 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:৩২651243
  • রঞ্জন-দা কিন্তু কোন বানানো গল্প লিখছেন না, মোটের ওপর যেমন দেখেছেন তেমনই লিখছেন। এটা মাথায় রাখলে ভাল হয়
  • সে | 203.108.233.65 | ১৪ অক্টোবর ২০১৪ ০১:২৮651244
  • এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি।
  • ঐশিক | 132.181.132.130 | ১৪ অক্টোবর ২০১৪ ১২:২৪651246
  • রঞ্জনদা সাথে আছি
  • d | 131.245.144.162 | ১৬ অক্টোবর ২০১৪ ১১:৫২651247
  • ও রঞ্জনদা-আ
  • kiki | 125.124.41.34 | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:১৫651248
  • রঞ্জনদাআআআআআআআআআআআআআআ
  • সে | 203.108.233.65 | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:৩৭651249
  • রঞ্জনদার কি উইকেন্ডের আগে একটুও সময় নেই?
  • dd | 132.171.115.60 | ১৬ অক্টোবর ২০১৪ ১৪:২৯651250
  • অ্যাই রঞ্জন, ঐ কমরেড রউফ কি ভারোতীয়ো না বাংলাদেশী ? এরকম ঘটি/বাঙালে মাখামাখি ডায়ালাগ আগে শুনিও নি,পড়িও নি। "বইল্যা রাখছিলেন"। মাগ্গো। এটা কোথাকার ভাষা?

    নাঃ, যে সময়কার কথা কও, তখোন বাংলাদেশী ই বা কই। হেথাকার মোছোলমানেরা তো বিলকুল ঘোটি।(ব্যাচারা)।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৪ ১৬:৩০651251
  • রঞ্জনদা কি ট্রেনে? লুরু-দিল্লির মাঝখানে?
  • ranjan roy | 24.97.21.162 | ১৬ অক্টোবর ২০১৪ ২১:৪০651252
  • দুদিন ধরে ছত্তিশগড়ের বস্তারে। কাজে। দন্তেওয়াড়া এবং বিজাপুরে। মাত্তর একদিন আগে ওখান থেকে বিদায় নিয়েছে হুদহুদ। বেশি কিছু হয় নি। কিছু গাছ পড়েছে, সংখ্যায় বেশ কম আর প্রছন্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। কিন্তু স্পীড কমে ঘন্টায় ৪০ কিমির বেশি নয়। যা তা!
    একগাদা সলওয়া জুড়ুম ক্যাম্প ও তাদের পাশে পাশে সিআরপির ব্যাটালিয়নের ক্যাম্প। সকালে যাওয়ার সময় দেখলাম ছোট ছোট দলে কুম্বিং ও রোড ওপেনিং এর জন্যে আধুনিক অস্ত্র ও স্নিফার ডগ আর অ্যান্টি-মাইন ভেহিকল নিয়ে ওদের মার্চ। কিন্তু তিনবছর আগের সেই কড়াকড়ি নেই। জনজীবন চলছে স্বাভাবিক খাতে।
    সন্ধ্যের মধ্যে বিশেষ এরিয়া থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। তখন দেখি শালবনের জঙ্গল থেকে ওরা ডেরায় ফিরে আসছে।
    আর হ্যাঁ, বুড়ো গণপতি বা লক্ষণ মুপাল্লা রাও ধরা পড়ে নি, কিন্তু আর কর্তদিন?
    যাকগে সে গল্প পরে হবে।
    কাল রাতে তিনটেয় ফিরে আজ সারাদিন সরকারি মিটিং য়ে ঝিমুচ্ছিলাম। কাল সকালে প্লেন ধরে লুরু।
    এর মধ্যে লিখবো।
  • সে | 203.108.233.65 | ১৬ অক্টোবর ২০১৪ ২২:১৩651253
  • হ্যাঁ ভালো করে বিশ্রাম নিয়ে তারপরে লিখুন; আমরা ধৈর্য ধরে আছি।
  • - | 102.96.236.186 | ১৭ অক্টোবর ২০১৪ ০০:০০651254
  • "আমি রান্না করি। চাল-কয়েক দানা ডাল আর দুটুকরো আলু। খাওয়ার সময় লংকা ও একটুকরো পেঁয়াজ।
    ও গ্রোগ্রাসে খায়, আমি তাকিয়ে তাকিয়ে দেখি।
    ও চলে গেলে আমি খেতে বসি, পেট ভরে না। হাঁড়ি চেটে চেটে সাফ করে ফেলি।"

    শুয়ারের বাচ্ছা বিপ্লবী, গ্রোগ্রাসে খায়, বৌ হাঁড়ি চাটবে।
  • pi | 24.139.221.129 | ১৭ অক্টোবর ২০১৪ ০০:১২651255
  • পড়ছি রঞ্জনদা।
  • সে | 188.83.87.102 | ১৮ অক্টোবর ২০১৪ ২১:৩৫651257
  • হেঁইয়ো! তুলে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন