এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • চাগ্রীর গপ্পো

    সে
    নাটক | ১৩ নভেম্বর ২০১৪ | ২০৮৪৭ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 118.85.88.75 | ০৭ মার্চ ২০১৫ ১৩:২৫652741
  • সেরে উঠুন তাড়াতাড়ি।
  • kumu | 132.161.162.73 | ০৭ মার্চ ২০১৫ ২০:১৬652742
  • সে,তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন,এই কামনা করি।
  • de | 24.97.171.112 | ০৭ মার্চ ২০১৫ ২১:২১652743
  • সাবধানে থাকুন সে, সেরে উঠে ধীরে সুস্থে লিখবেন।
  • 4z | 80.24.55.239 | ০৭ মার্চ ২০১৫ ২১:৪৩652744
  • get well soon
  • 00 | 78.65.167.166 | ০৭ মার্চ ২০১৫ ২২:৫৬652745
  • সুস্থ হয়ে উঠুন
  • Tim | 188.91.253.190 | ০৮ মার্চ ২০১৫ ০০:২৭652746
  • দ্রুত সেরে উঠুন
  • s | 60.200.59.194 | ০৮ মার্চ ২০১৫ ০১:১১652747
  • দ্রুত আরোগ্য কামনা করি।
  • AS | 125.187.59.62 | ০৮ মার্চ ২০১৫ ১৪:৩০652748
  • তাড়াতাড়ি সেরে উঠুন
  • Som | 34.233.64.121 | ০৮ মার্চ ২০১৫ ১৮:৩৩652749
  • সেরে উঠুন। আমরা রয়েছি সবাই।
  • সে | 203.192.231.217 | ০৯ মার্চ ২০১৫ ১১:৩৮652751
  • এই যে অনেকটা সময় লিখলাম না, মনে হয় একটা বড়া সা ব্রেক দিলে ভালো হোতো। তার মধ্যে অনেক শুভেচ্ছাবার্তাও এলো। এইসব দেখে ভয় হয়। এমন তো হোতো না। এমন তো হবার কথাই নয়। তা সত্ত্বেওএ যখন হচ্ছে, তবে কি...
    না থাক। হাসপাতালে শুয়ে শুয়েই লেখাটা মনে করি বরং গে।
  • সে | 203.192.231.217 | ০৯ মার্চ ২০১৫ ১১:৫২652752
  • রাজীবদার আরেকটা নাম হচ্ছে নিধিরাম সর্দার। অ্যাত্তোবড়ো একটা অফিসের সিকিওরিটি গার্ড হলে কি হবে, কোম্পানীতে ডাকাত পড়লে উনি কিচ্ছুটি করতে পারবেন না। পুছো কিউঁ? উত্তরটা জলের মতো সহজ। উনি না জানেন বন্দুক চালাতে, না আছে ওঁর কাছে কোনো বন্দুক। বন্দুকের ওজন তুলতেই বেশ ঝুঁকে পড়বেন মনে হয়। খুব বেশিক্ষণ কটানা দাঁড়িয়ে থাকতেও পারেননা - হাঁসফাঁস করে টুলের ওপরে বসে পড়েন। অথচ ওঁর চমৎকার সুন্দর ইউনিফর্ম রয়েছে সিকিউরিটি এজেন্সী থেকে দেয়া। ন দশ এগারো যেদিন যেমন পারেন ডিউটি করে চলে যান। যদপ্পুরে ভেতরদিকটায় ওঁর, মানে ওঁর গিন্নির একটা টলারিং শপ আছে, সারাক্ষণ সেইদিকেই মন পড়ে থাকে।
  • a x | 138.249.1.202 | ০৯ মার্চ ২০১৫ ১৯:২৮652753
  • আশা করি গুরুতর কিছু হয়নি, শিগ্গিরই বাড়ি চলে আসবেন।
  • ranjan roy | 24.99.176.220 | ০৯ মার্চ ২০১৫ ১৯:৩৮652754
  • সে,
    আগে পুরোপুরি সেরে উঠুন। কোন চাপ নেই। আমরা অপেক্ষায় থাকবো।
  • - | 109.133.152.163 | ০৯ মার্চ ২০১৫ ১৯:৪৯652755
  • ঠিক। সে, পুরোপুরি সেরে ওঠাটা বেশী জরুরী। আপনার এই সিরিজের ডেডিকেটেড পাঠককুল সেটিই আগে চায়।
  • ঐশিক | 24.140.33.186 | ১০ মার্চ ২০১৫ ১০:৪৮652756
  • সে দি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন
  • Du | 127.194.208.84 | ১০ মার্চ ২০১৫ ১৩:৩৬652757
  • পৃথিবী অনেক বড় আর কাল নিরবধি না কি একটা শ্লোক আছে না। তাই ভেবো না।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০৩:০৭652758
  • এই টইটা বন্ধ করে দিলাম। প্লীজ আপনরা কেউ এটা আর তুলবেন না। তুললেও এখানে আর লিখছি না।
    আপনাদের সাপোর্টের জন্যে অশেষ ধন্যবাদ।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০৪:০০652759
  • "এই বিভাগের কোনো কোনো লেখা সম্পাদকীয় বিবেচনার পর আলোচনা বিভাগে প্রকাশ করা হতে পারে৷ প্রকাশে আপত্তি থাকলে আলাদা করে জানান৷ নচেত্ সম্মতি আছে ধরে নেওয়া হবে৷"

    না। সম্মতি নেই। কোনোভাবেই যেন এই লেখার কোনো অংশ আমার লিখিত অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা না হয়।
  • | 34.96.239.132 | ১৩ মার্চ ২০১৫ ১৫:৩৩652760
  • কি ছেলেমানুষি!!!!
  • d | 24.97.201.177 | ১৩ মার্চ ২০১৫ ১৫:৪৫652762
  • কিন্তু কেন বন্ধ করে দিলেন? সুস্থ হয়ে উঠে ধীরেসুস্থে লিখুন না, তাড়া নেই তো কিছু।

    কর্মক্ষেত্রগুলো কি ছিল আর কি হইয়াছে, সেই ডকুমেন্টেশানটা থাকা জরুরী তো।
  • R | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৫ ১৬:০১652763
  • হতাস। যে যে কারণগুলিতে গুরুতে প্রত্যহ চোখ রাখা, তার অন্যতম মূল কারণটিই অপসারিত হল।

    যদিও জানা নেই নেপথ্যে কিছু ঘটেছে কি না, তাহলেও এই রীতিমতো অবাঞ্ছিত সিদ্ধান্তে আমরা, যারা গুণমুগ্ধরা দিনের পরে দিন, মাসের পরে মাস আপনার এই কলামে ঢুঁ মেরে যেতাম, বেশ হতাশ।

    অনুরোধ, আবার লিখুন। শুধু মাত্র লেখার স্বার্থে আর আমরা যারা আপনার লেখা পড়ব বলে বসে থাকি তাদের জন্য।
  • কল্লোল | 125.185.147.106 | ১৩ মার্চ ২০১৫ ১৬:১৫652764
  • সে আপনি ফিরে আসুন। আপনার মতো একজন সাহসী ও সৎ মানুষকে হারাতে চাই না।
    যদি মনে করেন এ অধম কখনো কোন কাজে আসতে পারে, ফোন করবেন 9902989764।
  • পাঠক | 24.139.222.45 | ১৩ মার্চ ২০১৫ ১৭:০৬652765
  • সে কেন এই টই বন্ধ করে দিতে চেয়েছেন জানিনা। তবে একটা কথা বলা দরকার মনে করলাম। সে-র গল্প বলার স্টাইল সংলাপ ইত্যাদি দুর্দান্ত হলেও শেষ কয়েকটা পর্বে এই গল্পে আর আদৌ চাকরীর কোন গল্প থাকছিল না। সবটাই শত্রুতার গল্প এবং ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ, সেটা একতরফা ভাবে লেখা। একটা কোম্পানীর উচ্চপদের কর্মীরা সবাই অপদার্থ, সবাই সারাক্ষণ শুধু চ্যাট আর মেইল করে আর একজনেরই পেছনে লাগার চেষ্টা করে, এইটা বিশ্বাস করে ওঠা কঠিন। এটা যদি শুধু গল্প হত এর দুর্বলতা নিয়ে অলোচনা চলত কিন্তু লেখিকা একে নিজের জীবনের গল্প বলেছেন তাই এর সব ফাঁকফোকর সমেত মেনে নিতে হয়। কিন্তু বিশ্বাসযোগ্যতা নিয়ে সমস্যা থেকেই যায়। প্রতি দিনের সব সংলাপ, খাবারের মেনু, মাছের সাইজ ইত্যাদি কতটা খুটিনাটি ১৭-১৮ বছর পরেও মনে থেকে যায় সংশয় তাই নিয়েও। আর সবচেয়ে আপত্তিকর লেখার মাঝখানে সে-র হুমকি এবং খোলা পাতায় বিভিন্ন লোকের নাম ব্যবহার করা। নামগুলো কাল্পনিক হলে সেটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল আর না হলে সেটা রীতিমত অনৈতিক বলে আমার ধারণা।
    সব চরিত্র কাল্পনিক বলে দিলে আর সংগ্রাম ইত্যাদির জন্য স্যলুট হজম করা উচিত নয়। সে এখানে দুটই একসঙ্গে করেছেন। জীবনের সংগ্রাম মানুষকে সাহসী করে তোলে, সে নিঃসন্দেহে একজন সাহসী মানুষ। কিন্তু এভাবে একতরফা লিখে গেলেই তাকে সততা বা নৈতিকতা বলে মেনে নিতে অপত্তি আছে।
  • R | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৫ ১৭:৩১652766
  • উপরের লেখাটা পড়ে জানিনা কেন, "ফারাবিকে কি আমি চিনতাম" - এ শাক্যজিতের কথা মনে পড়ে গেল।
  • a x | 138.249.1.202 | ১৩ মার্চ ২০১৫ ১৯:০৫652767
  • লোকেদের নাম লিখবেন না কেন? ওনারশিপ, দায়িত্ব নিয়েই লিখছেন। নিজের সমস্ত ব্যাকগ্রাউন্ড জানিয়েই লিখছেন, নিক পাল্টে পাল্টেও লিখছেন না।
  • কল্লোল | 125.242.147.163 | ১৩ মার্চ ২০১৫ ১৯:২৬652768
  • একজন তার জীবনকে তার মতো করেই দেখবে ও লিখবে। সেটা কারুর একপেশে লাগতে পারে। কার কি দেখা আছে জানি না। তবে, ছোট ছোট কোম্পানীগুলোতে কি কি হয়, তার অভিজ্ঞতা না থাকলে এরকম মনে হতেই পারে যে বিষয়টা বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু তার " সততা বা নৈতিকতা" নিয়ে প্রমান ছাড়া প্রশ্ন তুললে, সেটাই বরং অসৎ ও অনৈতিক বলে মনে হয়।

    ভালো না লাগলে পড়বেন না। কিন্তু, অনর্থক বাজে কথা বলার কি খুব প্রয়োজন!!

    একজন অসুস্থ, তাকে এই সময় এভাবে খোঁচানোটা খুব নৈতিকতার পরিচয় বহন করছে না।
  • mila | 183.172.153.130 | ১৩ মার্চ ২০১৫ ২০:৪৯652769
  • লেখা টা রোজ এসে পরে যেতাম, আপনার অন্য লেখাও পড়তে চাই, আপনি এই লেখা টা আর লিখবেননা জেনে খারাপ লাগছে তবে নিশ্চয় কোনো কারণ আছে ভেবে কথা বাড়ালামনা
  • reference | 47.187.107.210 | ১৪ মার্চ ২০১৫ ০৭:৪৯652770
  • Comment from সে on 10 March 2015 20:14:13 IST 203.192.231.217 (*) #
    আমার এক্কেবারে ভালো লাগেনি। ইস্কুলের খাতায় লেখা রচনা টাইপের লেগেছে। প্লাস লেখাটা আমায় টানে নি। কষ্ট করে করে পড়তে হলো। তাই নিজস্ব মতামত দিয়েছি। ভালো না লাগলেও আহাউহু করতে হবে এমন কোনো মাথার দিব্যি আছে কি?

    http://www.guruchandali.com/blog/2015/03/10/1425972249306.html#.VQOaEnzF-89
  • shatadal | 195.82.216.119 | ১৪ মার্চ ২০১৫ ১০:১০652771
  • সে-র গপ্পোগুলি পিএনপিসি হিসেবে খাসা। তাতে দু-চার তোলা (কি সের) বানানো ব্যাপার থাকলেই বা কি? প্রেম করতে "খারাপ" মেয়েই ভাল। বেদ-বেদান্তের চেয়ে পিএনপিসি সুখপাঠ্য। ইত্যাদি ইত্যাদি।

    আপনারা ঐ যে আকবা বলে একটা কথা বলেন, সেটার মানে কি?
  • Tim | 101.185.27.124 | ১৪ মার্চ ২০১৫ ১০:৩০652773
  • শতদল,
    আকবা মানে আর কদিনই বা (আছি/বাঁচবো) ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন